Wednesday, 24 June 2015

কম্পিউটার নিরাপত্তা দেবে এখন ফেসবুক

ফেসবুক ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন
নিরাপত্তা সফটওয়্যার ব্যবহার শুরু করেছে
ফেসবুক। আজ বুধবার ফেসবুক কর্তৃপক্ষ ঘোষণা
দিয়েছে। এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে,
ব্যবহারকারীদের ক্ষতি করে এমন ক্ষতিকর
সফটওয়্যার শনাক্ত ও দূর করতে নতুন সফটওয়্যার
ব্যবহার করা শুরু করছে ফেসবুক।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ক্যাসপারস্কি
ল্যাবের সঙ্গে নতুন নিরাপত্তা সফটওয়্যার নিয়ে
কাজ শুরু করেছে। ক্যাসপারস্কি ছাড়াও
ফেসবুকের সঙ্গে কাজ করছে ইসেট, এফ-সিকিউর ও
ট্রেন্ড মাইক্রো।
ফেসবুকের নিরাপত্তা প্রকৌশলী ট্রেভর
পটিংগার বলেন, ‘ক্যাসপারস্কির সঙ্গে
যৌথভাবে অন্য কোম্পানিগুলোর কাজ করার জন্য
ধন্যবাদ। গত তিন মাসে আমরা ২০ লাখ
কম্পিউটারকে ভাইরাসমুক্ত করতে পেরেছি। যখন
ওই কম্পিউটারগুলো থেকে ফেসবুকে ঢোকা হতো
তখন আমরা তাতে ম্যালওয়্যার পেয়েছিলাম।’
ট্রেভর আরও বলেন, ‘ফেসবুক চালানো হয় এমন
কোনো কম্পিউটারে ম্যালওয়্যার থাকলে আমরা
একটি ম্যালওয়্যার দূর করার সফটওয়্যার বা টুল দেব
যা ফেসবুক ব্যবহার করার সময় ব্যাকগ্রাউন্ডে
কাজ চালাতে সক্ষম হবে। যখন কম্পিউটার স্ক্যান
শেষ হবে তখন ব্যবহারকারী একটি নোটিফিকেশন
পাবেন এবং তাতে কম্পিউটারে কী ধরনের
ম্যালওয়্যার ছিল তা জানতে পারবেন ফেসবুক
ব্যবহারকারী।’
ফেসবুক কর্তৃপক্ষ বলেছে, ম্যালওয়্যার যদি
কম্পিউটার নিষ্ক্রিয় হয়ে থাকে তারপরও তা
খুঁজে বের করে তা চিরতরে নির্মূল করার
প্রচেষ্টা চালাবে ফেসবুক।
ক্যাসপারস্কি ল্যাবের গবেষক কেট কোচেতকোভা
এক ব্লগ পোস্টে লিখেছেন, ফেসবুক
ব্যবহারকারীরা ফিশিং নামের বিভিন্ন
অনলাইন প্রতারণার শিকার হন। ফেসবুক
ব্যবহারকারীর মেইলে ভুয়া মেইল পাঠিয়ে
ক্ষতিকর ভাইরাস বা ম্যালওয়্যার ডাউনলোড
করার জন্য প্রলুব্ধ করা হয়।
কোচেতকোভা বলেন, ফিশিং আক্রমণ চালানো
দুর্বৃত্তদের প্রধান লক্ষ্য এখন ফেসবুক। প্রতি
পাঁচটির মধ্যে অন্তত একটি ফিশিং স্ক্যাম
ফেসবুক নোটিফিকেশন আকারে আসে। ফেসবুকের
ছদ্মবেশে আসা মেইল সম্পর্কে সজাগ থাকতে
হবে কারণ এই মেইলগুলো ভুয়া। এ ছাড়াও ফেসবুক
ব্যবহারকারীদের লক্ষ্য করে অনেক ট্রোজান বা
ক্ষতিকর ভাইরাস ছড়ানো হয়।
কোচেতকোভা বলেন, প্রতারকেরাও ফেসবুক
ব্যবহার করে। ম্যালওয়্যার ব্যবহার করে ফেসবুক
ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নিয়ে ভুয়া লাইক
দেওয়া, অবৈধ পণ্য বিক্রি করার মতো কাজ
চালায় তারা।

আসছে ১০ ডিজিটের স্মার্ট কার্ড

স্মার্ট কার্ড আজ আমাদের কতটা প্রয়োজন তা আর বলার অপেক্ষা রাখে না। তাই নাগরিকদের স্মার্ট জাতীয় পরিচয়পত্রে ১০
সংখ্যার ইউনিক নম্বর ব্যবহারের সিদ্ধান্ত
নিয়েছে নির্বাচন কমিশন, যাতে এই পরিচিতি
নম্বরটি অন্য সংস্থাও ব্যবহার করতে পারে।
ইসি কর্মকর্তারা জানান, যে কোনো ব্যক্তি জন্ম
থেকে মৃত্যু পর্যন্ত একটি মাত্র নম্বর বহন করেই
নাগরিক সব সুবিধা নিতে পারবে। নাগরিকদের
স্মার্ট কার্ড দেওয়ার সময় থেকে ১০ ডিজিটের
নম্বর চালু হবে।
বর্তমানে ৯ কোটি ৬২ লাখেরও বেশি ভোটারের
জাতীয় পরিচয়পত্র রয়েছে। ২০০৮ সালে পরিচয়পত্র
দেওয়ার সময় ৮ কোটির বেশি ভোটারের
পরিচয়পত্রে ১৩ ডিজিটের নম্বর দেওয়া হয়। পরে
হালনাগাদে যোগ হওয়া দেড় কোটিরও বেশি
ভোটারের পরিচিত নম্বর হয় ১৭ ডিজিটের।
স্মার্ট কার্ড বিতরণ শুরুর দুই মাস আগে মঙ্গলবার
নির্বাচন কমিশন সভায় ১০ ডিজিটের ইউনিক নম্বর
ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে।
ইসি সচিব মো. সিরাজুল ইসলাম জানান, স্মার্ট
কার্ড তৈরির প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যত
তাড়াতাড়ি সম্ভব নাগরিকদের স্মার্ট এনআইডি
হাতে দেওয়ার প্রচেষ্টা রয়েছে।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ দেশের আইটি
বিশেষজ্ঞ, মোবাইল ফোন অপারেটর, এটুআই
প্রকল্প, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও
সেনাবাহিনীর সিগন্যাল কোরের বিশেষজ্ঞদের
সঙ্গে দুই দফা মতবিনিময় করে।
নাগরিকদের আইডি নম্বরের আওতায় আনা ও
স্মার্ট জাতীয় পরিচয়পত্রে ১০ ডিজিটের ব্যবহার
নিয়ে পাঁচ দফা সুপারিশ আসে বিশেষজ্ঞদের
কাছ থেকে।
এতে বলা হয়, ১০ ডিজিটের মধ্যে ৯ ডিজিট
‘র্যানডম’ তৈরি হবে এবং শেষের ডিজিট
‘চেকসাম’ হিসেবে ব্যবহৃত হবে। কোনো এনআইডি
নম্বরের প্রথমে ‘জিরো’ থাকতে পারবে না। একই
ডিজিট চার বা ততধিকবার থাকতে পারবে না।
তিনটি একই ডিজিট পরপর একবারের বেশি ব্যবহার
করা যাবে না এবং ক্রমানুসারে (১,২,৩, ৪,৫…৯)
কোনো এনআইডি নম্বর তৈরি হবে না।
এনআইডি উইংয়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার
জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দীন
জানান, বিশ্বের ১২টি দেশের আইডি কার্ডের
নম্বর সিস্টেম, নম্বর টাইপ, ইউনিকনেস, নম্বর
সিকোয়েন্স, জনসংখ্যা বৃদ্ধির হার, সার্বিক
সিস্টেম পর্যালোচনা করে ১০ ডিজিটের ইউনিক
আইডি নম্বর নির্ধারণের বিষয়ে মতামত দেন
বিশেষজ্ঞরা।
বাংলাদেশের নাগরিক সংখ্যা ও জনসংখ্যা
বৃদ্ধির হার বিবেচনায় নিয়ে ১০ ডিজিটের নম্বর
ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
বুয়েটের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং
বিভাগের প্রধান অধ্যাপক মাহফুজুল ইসলাম সভায়
জাতীয় পরিচিতি নম্বর ‘আলফা নিউমেরিক নম্বর’
ব্যবহারের পক্ষে মত দেন।
তিনি বলেন, “এসব ডিজিট ব্যবহার করে ৯৯ কোটি
এনআইডি দেওয়া যেতে পারে। অন্তত আগামী ২০০
বছর পর্যন্ত এ নিউমেরিক নম্বর ব্যবহার করা
যাবে।”
এটুআই প্রতিনিধি সাব্বির আহমেদ সভায় জানান,
‘আলফানিউমেরিক নম্বর’ ব্যবহারের ক্ষেত্রে
ইংরেজি ব্যবহার না করলে নানা ধরনের অসুবিধা
হতে পারে।

Monday, 22 June 2015

বিশ্ববিদ্যালয় এর ভর্তি তথ্য


ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ২০
আগস্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ৯ অক্টোবর শুক্রবার শুরু হবে। ওই দিন কলা অনুষদভুক্ত খ ইউনিটের পরীক্ষা হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর, কলা অনুষদভুক্ত খ ইউনিটের পরীক্ষা ৯ অক্টোবর, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ অক্টোবর, বিভাগ পরিবর্তনের জন্য ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর
অনুষ্ঠিত হবে। এ ছাড়া চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটের লিখিত পরীক্ষা ১০ অক্টোবর ও অঙ্কন পরীক্ষা ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার থেকে শুরু হয়ে ৬ সেপ্টেম্বর রোববার পর্যন্ত অব্যাহত থাকবে বলে
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১০
অক্টোবর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। এ বছরের ভর্তি পরীক্ষা ১০ অক্টোবর থেকে শুরু হবে। অক্টোবরের ১০, ১৭, ২৪, ৩১ ও ৭ নভেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে কোন দিন কোন অনুষদের পরীক্ষা হবে, তা পরে জানানো হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেধার ভিত্তিতে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে এবার কোনো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। শিক্ষার্থী ভর্তি করানো হবে মেধার ভিত্তিতে।

Saturday, 20 June 2015

রমজান মাস হতে পারে "ফ্রিল্যান্সিং এর কাজ পাওয়ার উপযুক্ত সময়"


"ফ্রিল্যান্সিং এর কাজ পাওয়ার ব্যাপারে কিছু টিপ্স" ।

আসলে আমার থেকে অনেক বেশি জানেন এমন অনেক পাঠক আমার ব্লগে আছেন ! তাই আমার লিখাতে যদি কোন ভুলত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে  দেখবেন !তাহলে শুরু করা যাক -

"যেকোন একটা কাজের উপর অধিক যোগ্যতা অর্জন করা ফ্রিল্যান্সিং এর জন্য বেশ সহায়ক "।সামান্য কাজ জেনে ফ্রিল্যান্সিং এ আসতে পারবেন ঠিকি কিন্তু বেশি দিন টিকতে পারবেন না । তাই সামান্য কথার কথার দাম নেই, সামান্য কিছু দিয়ে ফ্রিল্যান্সিং হয় না । তাই গ্রাফিক্স ডিজাইন, এস.ই.ও এবং ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব এপ্লিকেশন ডেভেলপমেন্ট ইত্যাদি ভালোভাবে জেনে তারপর এদিকে আসুন।তাহলে কাজের কথায় আসি-

কমবেশি সকল ফ্রিল্যান্সার এই বিষয়ে অবগত আছেন, তবুও শেয়ার করলাম যারা একদম নতুন তাদের কাজে আসতে পারে।এজন্য Upwork এ কাজ পাওয়ার কিছু কার্যকরী উপায় আপনাদের সাথে শেয়ার করছি ।যেহেতু এখন পবিত্র মাহে রমজান মাস চলছে । আর এই পবিত্র মাসেই আমাদের সিয়াম সাধনার পাশাপাশি নির্দিষ্ট লক্ষে যেতে হবে ! আসল ঘটনা বলি -তা হল আপনারা হয়ত জানেন যে আমাদের দেশে যখন রাত তখন আমেরিকা দিন । আর আমরা সেই সুযোগটাই নেব এই রমজান মাসে ।আশা করি আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে শুরু করেছেন বা বুঝে গেছেন।আমরা রমজান মাসে সেহরি খাওয়ার এক-দুই ঘন্টা আগে যদি উঠি তখন ১-২ টা বাজবে । আর তখন আমেরিকা দিন আর আমাদের এখানে রাত । আর এই সময়ে অনেক কাজ Upwork এ দেয়া হয় । যা দিনে দেয়ার কাজের তুলনায় ৩গুন বেশি । তাই আমরা যদি এই সময়ে কাজে এপ্লিকেশন করি তাহলে কাজ পাওয়ার সম্ভাবনা খুব বেশি ।কারন তখন অনেক মানুষ ঘুমিয়ে থাকে । তাই কাজে বিড পরে কম । তার জন্যই কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। এই মাহে রমজান মাসের উসিলায় আমরা রাতে যখন সেহরি খেতে উঠবো তখন এক -দুই ঘন্টা আগে উঠবো।আর তখনি কাজে আপ্লিকেশন করবো । যারা এতদিন ধরে কাজ না পেয়ে হতাশ হয়ে আছেন তারা ঠিকঠাক মতো একটু পরিশ্রম করলে ইন-শা- আল্লাহ কাজ পেয়ে যেতে পারেন ।আরও কিছু বিষয় আছে যা পরবর্তীতে সময় পেলে অবশ্যই বলব ।

সময় বাড়ল আউটসোর্সিং পুরস্কারে আবেদনের


আউটসোর্সিং করে যারা নিজের ও দেশের উন্নতিতে অবদান রাখছেন প্রথমেই স্যালুট জানাই এই পেশার সাথে সম্পৃক্ত ভাই-বোনদের।আপনাদের জন্য একটা সুখবর,হয়ত অনেকেই ইতোমধ্যে জানেন,  আউটসোর্সিং পুরস্কারে আবেদনের সময় বাড়ল ২০ জুন, ২০১৫ পর্যন্ত।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত বেসিস আউটসোর্সিং পুরস্কার ২০১৫- এর জন্য আবেদনের সময় বাড়ানো হয়েছে। ১০ জুলাই পর্যন্ত আউটসোর্সিং পেশার সঙ্গে জড়িত প্রতিষ্ঠান ও মুক্ত পেশাজীবীরা (ফ্রিল্যান্সার) আবেদন করতে পারবেন।
২০১১ সাল থেকে বেসিস ফ্রিল্যান্সারদের উৎসাহিত করতে পুরস্কার দিয়ে আসছে। গত বছরের মতো এবারও ১০০টি পুরস্কার দেওয়া হবে। আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০১৫-এর আহ্বায়ক শাহ ইমরাউল কায়ীশ বলেন, ‘আগ্রহী প্রতিযোগীদের সুবিধার্থে এবং আরও বেশি প্রতিযোগীর অংশগ্রহণ নিশ্চিত করতে সময় বাড়িয়েছি।’ আগ্রহী যে কেউ ঠিকানার ওয়েবসাইটে নিবন্ধন করতে পারেন। যোগাযোগ: ০১৭৬৬৮৮১১১১।

Friday, 19 June 2015

একাদশ শ্রেণিতে আবেদনের সময়সীমা বাড়ল


একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করার সময় তিন
দিন বাড়ানো হয়েছে।গতকাল বৃহস্পতিবার এই আবেদনের সময় শেষ হওয়ার কথা ছিল।বর্ধিত সময় অনুযায়ী এখন ২১ জুন পর্যন্ত এই আবেদন করা যাবে।
গত বুধবার পর্যন্ত ১০ লাখের কিছু বেশি শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করে। এবার অনলাইনে ও টেলিটকে খুদে বার্তার মাধ্যমে আবেদন করতে হচ্ছে। ৬ জুন থেকে এই
আবেদন শুরু হয়েছিল।এবং ১৮ জুন আবেদনের শেষ সময় ছিল।সময় বাড়ানোর জন্য ছাত্রছাত্রীরা আরো অতিরিক্ত সময় পেল আবেদন করার।২৫ জুন ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে।

Wednesday, 17 June 2015

Spelling Bee (Season-4)


উৎসাহী শিক্ষার্থীদের জন্য চতুর্থবারের মতো শুরু হচ্ছে ইংরেজি বানান প্রতিযোগিতা ‘স্পেলিং বি’। গতকাল মঙ্গলবার রাজধানীর ডেইলি স্টার সেন্টারে আয়োজিত
এক সংবাদ সম্মেলনে এর কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়। জানানো হয়, এতে অংশ নিতে যা করতে হবে দেখে নাও।
অনলাইন রেজিস্ট্রেশন–প্রক্রিয়া স্কুলগামী শিক্ষার্থীদের জন্য আবারও উন্মুক্ত করা হয়েছে।প্রতিযোগিতাটি সম্পন্ন হবে তিনটি ধাপে। শুরুতে অনলাইন রাউন্ডে
শিক্ষার্থীদের www.champs21.com -এ
রেজিস্ট্রেশন করে খেলতে হবে। তারপর পর্যায়ক্রমে খেলতে হবে ডিভিশনাল রাউন্ড ও টেলিভিশন রাউন্ড। গতকাল থেকে শুরু হয়ে অনলাইনে খেলা চলবে আগামী ১৫ জুলাই পর্যন্ত। প্রথম ধাপ শেষ হলে পরের ধাপগুলো দেখানো হবে চ্যানেল আইয়ে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেইলি স্টার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহ্ফুজ আনাম,সামিট গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, চ্যাম্পস টোয়েন্টি ওয়ান ডটকমের সিইও রাসেল টি আহমেদ এবং শতাধিক স্কুলের শিক্ষকেরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রুমানা মালিক মুনমুন। অনুষ্ঠানে জানানো হয়, এবারের আসরের প্রধান পৃষ্ঠপোষক সামিট গ্রুপ। বিস্তারিত জানা যাবে
www.champs21.com - থেকে ।

তাহলে আর দেরি না করে এখনি অংশগ্রহণ করে নাও প্রতিযোগিতায় আর দেখিয়ে দাও তোমার প্রতিভা। EasToWest24 সবসময় তোমাদের পাশেই আছে।

Tuesday, 16 June 2015

ডিজিটালাইজড পদ্ধতিতে ২৭ জুন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু


দিন দিন সব কিছুতেই পরিবর্তন আসছে।শিক্ষাখাত ও এই নিয়মের ঊর্ধ্বে নয়।এরই ধারাবাহিকতায় ডিজিটালাইজ পরীক্ষার যুগে পা রাখতে যাচ্ছে
বাংলাদেশ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়ার মাধ্যমে
এই ডিজিটালাইজ পরীক্ষা পদ্ধতি চালু হচ্ছে।
আগামী ২৭ জুন প্রাথমিকভাবে দেশের পাঁচটি
জেলায় এই প্রদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে।
পর্যায়ক্রমে অন্যান্য জেলায় এই পরীক্ষা পদ্ধতি
চালু করা হবে। প্রশ্নপত্র ফাঁস এড়িয়ে নির্বিঘ্নে এই
পরীক্ষা সম্পন্ন করা গেলে অন্যান্য নিয়োগ
পরীক্ষা ও পাবলিক পরীক্ষায় এই পদ্ধতি অনুসরণ করা
হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক
শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য গত ডিসেম্বর মাসে
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সার্কুলার জারি
করেছিল। এর আগের সহকারী শিক্ষক নিয়োগ
পরীক্ষায় (২০১৩ সালে শুরু হয়ে ২০১৪ সালে সম্পন্ন)
ব্যাপক হারে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে এবার
পরীক্ষায় ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া
হয়েছে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহায়তায়
ডিজিটালাইজ প্রদ্ধতিতে নেওয়া হচ্ছে এই
পরীক্ষা। এত দিন সরকারি মুদ্রণালয় বিজি প্রেসে
প্রশ্ন ছাপিয়ে পরীক্ষার কয়েক দিন আগেই তা
বিতরণ করা হতো। ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষার
কয়েক ঘণ্টা আগে প্রশ্ন ছাপিয়ে পরীক্ষার ঠিক আগ
মুহূর্তে তা কেন্দ্রে পাঠানো হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত
সচিব সন্তোষ কুমার অধিকারী জানান, আগের
নিয়োগ পরীক্ষাগুলোর প্রশ্ন মডারেশনের দায়িত্ব
ছিল ময়মনসিংহে অবস্থিত জাতীয় প্রাথমিক
শিক্ষা একাডেমির (নেপ) ওপর। আর ছাপানোর
দায়িত্বে ছিল বিজি প্রেস। এবারের
ডিজিটালাইজ পরীক্ষা পদ্ধতিতে উল্লিখিত দুই
প্রতিষ্ঠানের কোনোই সম্পৃক্ততা থাকছে না। এবার
প্রশ্ন প্রণয়নের জন্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে
আলাদা দল গঠন করা হয়েছে। এই দল পরীক্ষার দিন
(২৭ জুন) সকাল ৬টা থেকে ৮টার মধ্যে মন্ত্রণালয়ে
বসে প্রশ্ন তৈরি করে দেবে। সেই প্রশ্ন অনলাইনের
মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে জেলা প্রশাসকদের
কাছে। জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তা
নিজ নিজ পাসওয়ার্ড ব্যবহার করে একসঙ্গে প্রশ্ন
ডাউনলোড করবেন। দ্রুতগতির একাধিক ফটোকপি
মেশিনে প্রশ্নপত্র কপি করে প্যাকেটে পুরে নিয়ে
যাওয়া হবে পরীক্ষাকেন্দ্রে। দুপুর ১২টার মধ্যে এই
প্রক্রিয়া সম্পন্ন হবে। জেলা পর্যায়ে প্রশ্ন
ছাপানোর চার ঘণ্টার পুরো প্রক্রিয়া সিসি
টিভিতে ধারণ করা হবে। এই প্রক্রিয়া তদারকির
জন্য প্রতিটি জেলায় পাঠানো হবে মন্ত্রণালয় ও
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক
কর্মকর্তাকে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের
অতিরিক্ত সচিব জ্ঞানেন্দ্রনাথ বিশ্বাস বলেন,
'যেহেতু একটি নতুন পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের
প্রস্তুতি নেওয়া হয়েছে তাই প্রাথমিকভাবে যেসব
জেলায় প্রার্থী সংখ্যা কম সেই জেলাগুলোকে
বেছে নেওয়া হয়েছে। ডিজিটালি প্রশ্ন ছাপিয়ে
সফলভাবে শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়া গেলে
একই পদ্ধতিতে প্রাথমিক সমাপনী পরীক্ষা গ্রহণের
বিষয়টিও ভাবা হবে।'
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৭ জুন
নড়াইল, মেহেরপুর, মুন্সীগঞ্জ, শরীয়তপুর ও ফেনী
জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক
নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই জেলাগুলোতে
প্রার্থীর সংখ্যা সাত হাজারের বেশি নয়। মোট
প্রার্থী ৩০ হাজার ৯৫২ জন। ওই দিনের পরীক্ষার
ত্রুটি-বিচ্যুতি মূল্যায়ন করে জুলাই মাসে কয়েক
ধাপে অন্যান্য জেলায় পরীক্ষা নেওয়া হবে।
প্রতিটি জেলায় পরীক্ষা হবে নতুন প্রশ্নে।

স্নাতাকোত্তর(মাস্টার্স) শেষপর্বের (নিয়মিত) ভর্তি কার্যক্রমের বিষয়ওয়ারী মেধা তালিকা প্রকাশ


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে স্নাতাকোত্তর(মাস্টার্স) শেষপর্ব (নিয়মিত) ভর্তি কার্যক্রমের
বিষয়ওয়ারী মেধা তালিকা আজ মঙ্গলবার
প্রকাশ করা হয়েছে
উক্ত ফলাফল SMSএর মাধ্যমে পেতে হলে
যেকোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন-
NU <space>ATMF <space>Roll No. লিখে 16222 নম্বরে মেসেজ পাঠান।
এছাড়াও রাত ৯টায় থেকে ওয়েব সাইট এ
www.nu.edu.bd/admissions অথবা
( www.nu.edu.bd ) ফল প্রকাশ হয়েছে।

যেকোনো রকমের শিক্ষামূলক পোস্ট ও খবরাখবর নিয়ে EasToWest24 সবসময় আছে আপনাদের পাশে।আমাদের সাথেই থাকুন। 

পরীক্ষা?টেনশন? দেখে নিন রেজাল্ট ভালো করার ৯টি দারুণ কার্যকর টিপস?


শিক্ষা জীবনের আসল ভয় পরীক্ষা।
কথায় আছে শিক্ষা জীবন
সুখের জীবন যদিনা হয় এক্সামিনেশন।
আর বাকিটুকু অনেক মজার সময়। বন্ধু-
বান্ধব, লেখাপড়া, আর ঘুরে বেড়ানো,
আড্ডা সবি অনেক ভালো লাগে।
কিন্তু মধ্যে রাজ্যের যতো টেনশন
চলে আসে পরীক্ষার সময় এগিয়ে
আসলে। তাই শিক্ষার্থীদের জন্য
বিশেষজ্ঞ শিক্ষকদের ৯টি দারুণ
পরামর্শ। বিশেষ পদ্ধতিতে
পড়াশোনার কাজটি চালিয়ে গেলে
পরীক্ষার সময় কাঁধে দুশ্চিন্তা ভর
করবে না।
১. বিশেষ অংশ এবং পরিকল্পনায় রঙিন কোড করুন
লেখা-পড়ার অন্যতম কার্যকর ১ টি উপায়
এটি। পড়ার কাজটি কীভাবে চালিয়ে
যাবেন তার ১ টি পরিকল্পনা নিশ্চয়ই
থাকে। এই অংশটিসহ নোটের গুরুত্বপূর্ণ
অংশগুলো রঙিন মার্কার দিয়ে
চিহ্নিত করে রাখুন। ভিন্ন ধরনের
অংশের জন্য বিভিন্ন রঙ ব্যবহার করা
বুদ্ধিমানের কাজ। যেমন- কুইজের অংশ
গোলাপি, বিভিন্ন টেস্ট হালকা সবুজ,
আন্ডার লাইনে অংশ হালকা নীল
ইত্যাদি। এই কালার কোড সিস্টেম
গুছিয়ে লেখা-পড়া চালিয়ে যাওয়ার
কার্যকর একটি উপায়।
২. সময় বের করুন
সেমিস্টারের আগের রাতে সব পড়ে
শেষ করা অসম্ভব ব্যাপার। তাই বেশ
কিছু দিন সময় বের করে রাখুন। অল্প
সময়ের মধ্যে পড়ে পরীক্ষার ঝামেলা
মেটানো যায়। কিন্তু সে পড়ায় শেখা
হয় না। ফলে ভবিষ্যতে বিপদে পড়তে
হবে। তাই বেশ কিছু দিন হাতে নিয়ে
হালকা মেজাজে পড়লেও শিখতে
পারবেন। এতে পরীক্ষা হয়ে আসবে
আরো সহজ, এবং অনেক ভাল।
৩. শিক্ষকদের সাথে দেখা করুন
আপনার শিক্ষক কখনোই আপনাকে
ফিরিয়ে দেবেন না। তাদের কয়েকজন
ভীতিকর হতে পারেন। কিন্তু সবকিছুর
শেষে তিনিই আপনার শিক্ষক। শেখা
বা পরামর্শ নিতে তার কাছে গেলে
তিনি তার শিক্ষার্থীকে বহু যত্নে
শিখিয়ে দেবেন। আপনার সমস্যা
মেটাতে সর্বোচ্চ চেষ্টা করবেন
যেকোনো শিক্ষক। কাজেই পরীক্ষা
বিষয়ে পরামর্শ পেতে শিক্ষকদের
দ্বারস্থ হন। তাহলেই ভাল রেজাল্ট
করা সম্ভম।
৪. বইয়ে কি-পয়েন্ট হাইলাইট করুন?
অনেক ধরনের পরীক্ষা রয়েছে সেখানে
বই দেখে পরীক্ষা দেওয়া যায়। এসব
ক্ষেত্রে বইয়ের কি-পয়েন্টগুলো
হাইলাইট করে নিন। আর বই দেখার
সুযোগ না থাকলেও পড়াশোনার
সুবিধার জন্য নিজের বইয়ের গুরুত্বপূর্ণ
অংশ মার্কার দিয়ে হাইলাইট করে
রাখুন। সেগুলো বারবার দেখে নিতে
সুবিধা হবে।
৫. স্লাইড শো বানিয়ে পড়া শুনা করুন
ডিজিটাল পদ্ধতিতে লেখাপড়া করুন।
বিশেষ নোটগুলোকে কম্পিউটারে
স্লাইড শো বানিয়ে পড়ুন। এতে মনে
ভালোমতো ঢুকে যাবে সবকিছু।
৬. নিজের পরিকল্পনা বানিয়ে পড়া শুনা করুন
পড়াশোনাকে দারুণ কার্যকর করতে
হলে পরিকল্পনা দরকার। পড়াশোনার,
বিষয় আর পড়ার পদ্ধতি সবকিছু নিয়ে
সময়সূচি করে নিন। তারপর সেই সময়
অনুযায়ী পড়াশোনা চালিয়ে যান।
৭. নিজের পরীক্ষা নিজেই দিন
প্রতিষ্ঠানের পরীক্ষার মতো করে
বন্ধুরা একসাথে বা আপনি একাই
পরীক্ষা দিতে পারেন। এতে মূল
পরীক্ষা নিয়ে যতো অজানা আশঙ্কা
কেটে যাবে আপনার। অধিকাংশ যে
ক্ষেত্রে দেখা গেছে এসব পরীক্ষামূলক
পরীক্ষা মূলত পরীক্ষার কাছাকাছি হয়ে
থাকে।
৮. একই পড়া কয়েকবার পড়ুন
কয়েকবার করে দেখে নিন। এতে
মাথায় বসে যাবে সবকিছু। নোটের
বিশেষ পয়েন্টগুলোতে চোখ বুলিয়ে
নিন। বারবার মুখস্থ করতে হবে না।
হাইলাট করা অংশগুলোতেও চোখ দিন।
একবার মুখস্থ করে কয়েকবার শুধু
দেখলেই তা ঠোঁটস্থ হয়ে যাবে।
৯. গড়িমসি করবেন না
যা পড়তে হবেই তা পড়ছি পড়বো বলে
ফেলে রাখবেন না। অন্তত পরীক্ষা
এগিয়ে এলে এমনটি করার সুযোগ নেই। এ
কাজটির জন্যই পরীক্ষার আগের রাতে
মাথায় আকাশ ভেঙে পড়ে। কাজেই
অল্প-বেশি পড়ার কাজ চালিয়ে যান।
দেখবেন, পরীক্ষা আগ দিয়ে প্রায় সব
প্রস্তুতি গুছিয়ে এনেছেন আপনি।

Monday, 15 June 2015

ডুয়েট এ ভর্তি স্বপ্ন পূরণ নাকি উচ্চশিক্ষা

গতকাল ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাস এর সামনে এমনি উপচে পড়া ভিড় ছিল।
পরীক্ষার পরে কারো মুখে ছিলো একটু হাসির
ছোয়া আর কারো চোখে ছিল কষ্টের ফোটা।
ডুয়েট এক প্রকার সোনার হরিণ, প্রায় প্রতিটা ছাত্রছাত্রীদের আকুল ইচ্ছা, যে ডুয়েট এ পড়বে, একজন বি.এস.সি
ইনঞ্জিনিয়ার হবে, কিন্তু আসন সংখ্যা খুবই সল্প,
তারপরও অনেক ছাত্র/ছাত্রী তীব্র চেষ্টা চালিয়ে
যায়, Do or die ডুয়েট এ চান্স পেতেই হবে, এবং এই
সব ছাত্রছাত্রীরাই চান্স পেয়ে থাকে, যারা হাল
ছাড়েনা।
ভর্তীযুদ্ধ শেষ, এখন শুধু মাত্র ফলাফল এর প্রত্যাশয়
শিক্ষার্থীরা। ধারনা করা হচ্ছে এইবারের ডুয়েটের
ভর্তি পরীহ্মার,
ফলাফল ১৮ তারিখের কাছাকাছি সময়ে প্রকাশ হতে
পারে।

ঘরে বসেই এখন ই-টিকেটিং সেবা


যারা ব্যস্ততার জন্য কাউন্টার এ গিয়ে নির্দিষ্ট সময়ের টিকিট সংগ্রহ করতে পারেন না বা ব্যর্থ হন,তাদের জন্য এক দারুণ সেবা নিয়ে এসেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা
লিমিটেড।সম্প্রতি বিডিটিকেটস ডটকম bdtickets.com
নামে প্রিমিয়াম ই-টিকেটিং সেবা চালু
করেছে রবি। এর মাধ্যমে গ্রাহকরা সারাদেশে বাস
টিকেট সংগ্রহের সুবিধা পাবেন।
বিডিটিকেটস ডটকম সেবাটি বর্তমানে শুধু বাস
টিকেট সরবরাহ করলেও শিগগিরই অন্যান্য
যানবাহনের ক্ষেত্রেও ই-টিকেটিং সুবিধা চালু
করা হবে।
রোববার রাজধানীর লেইক শোর হোটেলে এ
সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে রবি’র এমডি ও সিইও সুপুন বীরাসিংহে
বলেন, “আমাদের উদ্ভাবনীমূলক ডিজিটাল
সার্ভিসের সমৃদ্ধ পোর্টফোলিওতে অনলাইন
টিকেট সার্ভিস যুক্ত করতে পেরে আমরা অত্যন্ত
আনন্দিত। রবি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে,
আমাদের গ্রাহকরা বিডিটিকেট ডটকমের মাধ্যমে
বহু বছর ধরে চলমান সমস্যা থেকে উত্তরণের সুযোগ
পাবেন।”
“বিশেষ করে ঈদের আগে বেশির ভাগ বাসের
টিকেট ক্রয় করতে সারা দেশে যে সমস্যা দেখা
দেয় তা দূর করতে ই-টিকেটিং সেবা সহায়ক
ভূমিকা রাখবে। আসছে ঈদে ঝামেলামুক্ত ই-
টেকেটিং সেবা আমাদের গ্রাহকদের জন্য রবি’র
উপহার। আমি এই উদ্যোগে অংশীদারিত্বের জন্য
বাস কোম্পানিগুলোকে ধন্যবাদ জানাই। ”
অনুষ্ঠানে জানানো হয়,অনলাইন টিকেট সেবা
বিডিটিকেটস ডটকমের মাধ্যমে গ্রাহকরা দেশের
ছয়শটিরও বেশি রুটে চলাচলকারী ২০টিরও বেশি
বাস সার্ভিসের টিকেট কিনতে পারবেন।
এই সেবার আওতায় গ্রাহকরা যে কোনো স্থান
থেকে, যে কোনো সময়ে শুধু বিডিটিকেটস ডট কম
ভিজিটের মাধ্যমেই টিকেট কিনতে পারবেন,
বেছে নিতে পারবেন আসনও।

বিডিটিকেটস ডটকমে গ্রাহক রুট বাছাই করার পরই
সেই রুটে চলাচলকারী সবগুলো বাসের তালিকা
চলে আসবে। তারপর গ্রাহক তার ভ্রমণের তারিখ,
যাত্রাস্থল ও গন্তব্যস্থল এবং ভ্রমণের জন্য বাস
সার্ভিস বাছাই করার পর টিকেটের ভাড়া তার
ডেবিট বা ক্রেডিট কার্ড অথবা বিকাশ
অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।
টিকেট কেনা নিশ্চিত হয়ে গেলে গ্রাহকের
মোবাইলে একটি নিশ্চিতকরণ এসএমএসে যাবতীয়
তথ্যসহ টিকেটের রেফারেন্স নাম্বার পৌঁছে
যাবে। গ্রাহক সেই এসএমএস দেখানোর মাধ্যমেই
তার টিকেটটি সংগ্রহ করতে পারবেন।
যদি কোনো গ্রাহক কেনা টিকেটটি বাতিল করতে
চান সেক্ষেত্রে তাকে পোর্টালে থাকা
‘ক্যান্সেলেশন’ বাটনে ক্লিক করতে হবে। সহজ
একটি রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় টিকেট কেনার
সময় প্রাপ্ত টিকেটের নাম্বার এবং পিন নাম্বার
দিয়ে টিকেট বাতিল করা যাবে বলে জানানো
হয়।
অনুষ্ঠানে রবি’র চিফ কর্পোরেট এবং পিপল
অফিসার মতিউল ইসলাম নওশাদ; হেড অব
ডিজিটাল সার্ভিসেস মোহাম্মদ মনজুর রহমান;
হেড অব ক্যারিয়ার বিজনেস অব স্পাইস
ডিজিটাল নবঙ্কুর সুদ, স্পাইস ডিজিটাল কান্ট্রি
ম্যানেজার রেজওয়ানুল হক এবং চুক্তিবদ্ধ বাস
প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সুতরাং শত ব্যস্ততার মাঝে ও এখন থেকে খুব সহজেই টিকিট কিনেন। আর কাঙ্ক্ষিত মুহূর্তে মা-বাবা,পরিবার পরিজন কিংবা আত্মীয়স্বজন এর পাশে থাকুন। 

Sunday, 14 June 2015

নতুন নিয়মে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি


জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে
অনার্স (সম্মান) কোর্সে ভর্তির জন্য প্রতি বছর
প্রায় পাঁচ লাখ শিক্ষার্থী অংশ নেয়। ভালো
কলেজে ভর্তির জন্য শিক্ষার্থীদের কোচিং করতে
হয়। ভর্তি নিয়ে বানিজ্যেরও অভিযোগ রয়েছে।
এতো শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা শেষ করতে অনেক
সময়ও পার হয়ে যায়। তাই ভর্তি পরীক্ষা পদ্ধতিই
উঠিয়ে দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এখন যারা
এইচএসসি ও সমমানের পরীক্ষা দিয়েছে, জাতীয়
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে তাদের আর
পরীক্ষায় বসতে হবে না। এসএসসি ও এইচএসসির
প্রাপ্ত জিপিএর ভিত্তিতেই চলতি বছর থেকেই
ভর্তি করা হবে। আর সকল বিশ্ববিদ্যালয়ের শেষে
নয়, বরং সকলের সঙ্গে ভর্তি কার্যক্রম পরিচালিত
হবে। চলতি বছরেই ১ অক্টোবরে ভর্তির বিজ্ঞপ্তি
প্রকাশ ১ ডিসেম্বর থেকেই অনার্স প্রথম বর্ষের
ক্লাস শুরু হবে। এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গতকাল শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের
সিনেটের ১৭তম বার্ষিক অধিবেশনে এ কথা
জানান বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হারুন-অর-
রশিদ।

Saturday, 13 June 2015

১৪ জুন বিশ্ব রক্তদান দিবস

রক্তের "এ" "বি" এবং  "ও" গ্রুপের আবিষ্কারক নোবেলজয়ী বিজ্ঞানী
কার্ল ল্যান্ডস্টেইনারের জন্ম হয়েছিল ১৪ জুন। রক্তদানের প্রতি মানুষের সচেতনতা বাড়াতে প্রতি বছর ১৪ই জুন পালিত হয় বিশ্ব রক্তদান দিবস
হিসেবে৷ যারা ক্যান্সার, থ্যালাসেমিয়া ও অন্যান্য রক্ত সংক্রান্ত রোগে
আক্রান্ত রোগীদের বিনামূল্যে রক্তদান করে আসছেন, যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে লাখো মানুষের প্রাণ বাঁচাচ্ছেন তাদের সহ
সাধারণ জনগণকে রক্তদানে
উৎসাহিত করতেই ১৪ জুন পালন
করা হয় বিশ্ব রক্তদাতা দিবস।
সাধারণত ১৯৯৫ সাল থেকেই
আন্তর্জাতিকভাবে রক্তদান দিবস পালন করা হয়ে আসলেও, ২০০৪ সাল থেকে বিশ্বব্যাপী যথেষ্ট গুরুত্ব নিয়ে দিনটি পালিত হয়ে আসছে। ২০০৫ সালে বিশ্ব স্বাস্থ্য অধিবেশনের পর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বিশ্ব
রক্তদাতা দিবস পালনের সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে পড়ে। এদিন সারা বিশ্বে প্রতিবছর ১৪ কোটি ১০ লাখ ইউনিট রক্ত স্বেচ্ছায় দান করা
হয় যার মাত্র ৩৮ শতাংশ সংগ্রহ হয় উন্নয়নশীল দেশগুলো থেকে, যেখানে বাস করে মোট জনসংখ্যার ৮২ শতাংশ মানুষ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী, কোনো দেশের রক্তের চাহিদা থাকে সেই দেশের মোট জনসংখ্যার এক
শতাংশ৷ অনেক দেশে চাহিদা অনুযায়ী সুস্থ রক্তের জোগান কম৷ এটা একটা বড় সমস্যা বটে৷ প্রতি
দু‘সেকেন্ডে কারো না কারোর রক্ত দরকার হয়৷ বছরে চার কোটি ইউনিট রক্ত দরকার হয়৷ পাওয়া যায় মাত্র ৪০ লাখ ইউনিট৷ সব থেকে বেশি দরকার
হয় ‘ও‘ টাইপ রক্ত৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বের মোট জনসংখ্যার মাত্র এক শতাংশ রক্তদান করে থাকে। যা
প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। বিশ্বের ৭০টিরও বেশি দেশে
রক্তদানের হার তাদের নিজ দেশের রক্তের চাহিদার থেকে কম। প্রতিবছর ৮ কোটি ইউনিট রক্ত স্বেচ্ছায় দান হয়। ৮ কোটি সংখ্যাটা বিশাল
শোনালেও প্রয়োজনের তুলনায় এটা সামান্যই। বাংলাদেশে প্রতি বছর
প্রায় সাড়ে ৪ লক্ষ ব্যাগ রক্তের প্রয়োজন হয়। এর মধ্যে জোগান রয়েছে মাত্র দুই লাখ ব্যাগের। অভাব রয়েছে প্রায় এক লাখ ব্যাগের।নিজে রক্তদিন অন্যকে রক্তদানে উৎসাহিত করুন।আপনার একব্যাগ রক্ত বাঁচাতে পারে একটি প্রান ,হাসি ফোটাতে পারে একটি পরিবারে।

ডুয়েট এ বিএসসি ইঞ্জিনিয়ারিং/বি. আর্ক প্রোগ্রামে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী রবিবার

ডুয়েট (ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের) বিএসসি ইঞ্জিনিয়ারিং/বি. আর্ক প্রোগ্রামে ভর্তি পরীক্ষাঃ

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(ডুয়েট) বিএসসি ইঞ্জিনিয়ারিং/বি. আর্ক প্রোগ্রামে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী রবিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় মনোনীত প্রার্থীদের আসন বণ্টন নোটিশ বোর্ডসহ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে টাঙিয়ে দেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রথম পর্বে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে পুরকৌশল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ও স্থাপত্য বিভাগের প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা। আর দ্বিতীয় পর্বে দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক কৌশল, যন্ত্রকৌশলটেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা।ডুয়েটের পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার কামরুন নাহার জানান, এ বছর সাতটি বিভাগে ৫৪০আসনের বিপরীতে বাছাই করে পাঁচ হাজার ৩৮৩ শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। গড়ে প্রতি আসনের জন্য লড়ছেন ১০ জন পরীক্ষার্থী।
বিভাগ অনুযায়ী পুরকৌশল বিভাগের ১২০ আসনের বিপরীতে এক হাজার ১৯২ জন,
 ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক কৌশল বিভাগের ১৩৯৫ জন প্রতিযোগিতা করছেন ১২০টি আসনের বিপরীতে,
যন্ত্রকৌশল বিভাগের ১২০ আসনের জন্য লড়ছেন ৯৩১ জন,  
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬০ আসনের বিপরীতে ৫২৫ জন, 
 টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬০আসনের বিপরীতে ২৯৭ জন,  
স্থাপত্য বিভাগের ৩০ আসনের বিপরীতে ২২১ জন এবং
ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩০ আসনের বিপরীতে ৮২২ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।গতবারে মোট পরিক্ষার্থী ছিল ৪ হাজার ৩শ’ ৭৭ জন, যা
বর্তমান পরিক্ষার্থী থেকে প্রায় ১ হাজার জন কম। যে
হারে পরীক্ষার্থী বাড়ছে সে হারে আসন সংখ্যা বৃদ্ধি
পাচ্ছে না।
দেশের বিভিন্ন পলিটেকনিক ইন্সটিটিউট থেকে প্রকৌশল
ডিপ্লোমা সনদধারীরাই কেবল ডুয়েটের ভর্তি
পরীক্ষায় অংশ নিতে পারবেন। ডিপ্লোমা
প্রকৌশলীদের বিএসসি করার একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়
ডুয়েট।

Friday, 12 June 2015

বিশ্ব রক্তদাতা দিবস-২০১৫


                একের রক্ত অন্যের জীব,
                রক্তই হোক আত্মার বাঁধন।
১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস। ২০১৫ সালে বিশ্ব
রক্তদাতা দিবসের প্রতিপাদ্য বিষয়: “Thank you for saving my life” (জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ)।
যারা রক্তদানের মাধ্যমে জীবন বাঁচাতে সাহায্য করেন
তাদের ধন্যবাদ দেওয়ার প্রতি প্রতিপাদ্য বিষয়টি
আলোকপাত করে। “Give freely, give often. Blood donation matters.” (স্বেচ্ছায় ও নিয়মিত রক্তদিন। রক্তদান তাৎপর্যমণ্ডিত)
স্লোগানটি সারাবিশ্বের মানুষকে স্বেচ্ছায় ও নিয়মিত রক্তদানে উৎসাহিত করবে।
বিশ্ব রক্তদাতা দিবসের এ প্রচারণা দৃষ্টিগোচর করবে
রক্তদানের মাধ্যমে জীবন পাওয়া মানুষগুলোর গল্প যা
নিয়মিত রক্তদাতাদের রক্তদান অব্যাহত রাখতে
উৎসাহিত করবে এবং সুস্ব্যাস্থের অধিকারী বিশেষ করে
তরুণদের যারা এখনও রক্তদান অনুভূতি লাভ করেননি
তাদের রক্তদানে উদ্বুদ্ধ করবে।

এওয়ার্ড জিতুন সমাধান দিয়ে


‘পাবলিক সার্ভিস ডে-২০১৫’ উপলক্ষে অ্যাকসেস
টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি ‘জীবন থেকে
নিয়ে’ নামের এক বিশেষ প্রচারণা শুরু করেছে।তারই পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কীভাবে
মানুষ এগিয়ে এসেছে তাদের সরকারি ভোগান্তি ও
তাদের নিজেদের মত করে সমাধানের কথা বলতে।
এবার আপনার পালা। আপনি কেন পিছিয়ে
থাকবেন? আর মাত্র ৫দিন বাকি। আজই এগিয়ে
আসুন, বলে ফেলুন আপনার কোন সরকারি
ভোগান্তির কথা আর দিয়ে ফেলুন তার একটি
সমাধান আপনার মত করে। বিভিন্ন সমস্যার সমাধান দিতে হবে এ প্রতিযোগিতায়। অংশগ্রহণ করতে goo.gl/4ZjhBSএই লিংকে যান। বিজয়ীদের জন্য আছে পুরস্কার। সেরা তিনজন পাবেন ৫০ হাজার, ৩০ হাজার ও ২০ হাজার টাকা পুরস্কার। সমাধান পাঠানো যাবে ১৫ জুনের মধ্যে। এটুআইয়ের ফেসবুক ফ্যান পেজেও
(facebook.com/a2iBangladesh?) এ সম্পর্কে তথ্য জানা যাবে।তাহলে দেরি না করে এখনই অংশগ্রহণ করেন আর চমৎকার আইডিয়া দিয়ে জিতে নিন পুরষ্কার। 

Thursday, 11 June 2015

Scientific Calculation

1 Bit = Binary Digit
8 Bits = 1 Byte
1024 Bytes = 1 Kilobyte
1024 Kilobytes = 1 Megabyte
1024 Megabytes = 1 Gigabyte
1024 Gigabytes = 1 Terabyte
1024 Terabytes = 1 Petabyte
1024 Petabytes = 1 Exabyte
1024 Exabytes = 1 Zettabyte
1024 Zettabytes = 1 Yottabyte
1024Yottabytes = 1 Brontobyte
1024 Brontobytes = 1 Geopbyte
1024 Geopbyte=1 Saganbyte
1024 Saganbyte=1 Pijabyte
Alphabyte = 1024 Pijabyte
Kryatbyte = 1024 Alphabyte
Amosbyte = 1024 Kryatbyte
Pectrolbyte = 1024 Amosbyte
Bolgerbyte = 1024 Pectrolbyte
Sambobyte = 1024 Bolgerbyte
Quesabyte = 1024 Sambobyte
Kinsabyte = 1024 Quesabyte
Rutherbyte = 1024 Kinsabyte
Dubnibyte = 1024 Rutherbyte
Seaborgbyte = 1024 Dubnibyte
Bohrbyte = 1024 Seaborgbyte
Hassiubyte = 1024 Bohrbyte
Meitnerbyte = 1024 Hassiubyte
Darmstadbyte = 1024 Meitnerbyte
Roentbyte = 1024 Darmstadbyte
Coperbyte = 1024 Roentbyte

ময়মনসিংহ মোবাইল ও আইটি মেলা-২০১৫

প্রযুক্তি প্রেমীদের জন্য এবার একটা শুখব।। বিশেষ করে ময়মনসিংহ অঞ্চলের আইটি প্রেমীদের জন্য।১৫ জুন আপনার প্রিয় শহর ময়মনসিংহে শুরু হতে যাচ্ছে ‘ময়মনসিংহ মোবাইল ও আইটি মেলা-২০১৫’। টাউন হল জিমনেসিয়ামে এ মেলায় অংশ নেবে মোবাইল ফোন ও তথ্যপ্রযুক্তি পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান।তিনদিন ব্যাপী এই মেলা চলবে। তিন দিনের এ মেলার আয়োজক এক্সট্রা কমিউনিকেশন। মেলায় ২৫টির বেশি প্রতিষ্ঠানের প্রায় ৪০টি স্টল থাকবে।ক্রেতাদের কথা চিন্তা করে এবারের মেলায়  প্রায় সব পণ্যেই মূল্যছাড় ও উপহার থাকছে।সুতরাং আপনার কাছাকাছি হলে আপনি ও ঘুরে আসতে পারেন মেলা থেকে। পরিচিত হতে পারেন নতুন নতুন প্রযুক্তির সাথে।আর সবসময় আপডেট থাকুন  eastowest24.tk এর সাথে।

‘গুগল আইও ২০১৫’-বার্ষিক সম্মেলন

সময় আছে আর মাত্র এক দিন।আগামীকাল গুগলের আয়োজনে রাজধানীসহ দেশের ছয়টি শহরে ডেভেলপারদের নিয়ে ‘গুগল আইও রিক্যাপ বাংলাদেশ’ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ সম্মেলনে গত মাসে যুক্তরাষ্ট্রের মাউন্টেন ভিউতে অনুষ্ঠিত গুগলের ডেভেলপারদের বার্ষিক সম্মেলন ‘গুগল আইও ২০১৫’-এর উল্লেখযোগ্য অংশ দেখানো হবে। চলতি বছর বাংলাদেশ থেকে পাঁচজন এতে অংশ নেন।
ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, দিনাজপুর ও খুলনায় একই সঙ্গে চলবে এ আয়োজন। আয়োজনগুলোতে আইও সম্মেলনের মূল বক্তৃতাসহ বিভিন্ন অধিবেশন বড় পর্দায় দেখানো হবে। অনুষ্ঠানের শেষ অংশে থাকবে সংগীত পরিবেশনা। বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এই আয়োজন। আয়োজনের পৃষ্ঠপোষক গুগল, এলিট মোবাইল এবং কখন ডটকম।
আগ্রহীদের goo.gl/VHIZMs ঠিকানায় গিয়ে নিবন্ধন করতে হবে।তাহলে দেরি না করে এখনই নিবন্ধন করে নিন,কেননা প্রতি শহর থেকে ৫০ জন করে নেয়া হবে।


Wednesday, 24 June 2015

কম্পিউটার নিরাপত্তা দেবে এখন ফেসবুক

ফেসবুক ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন
নিরাপত্তা সফটওয়্যার ব্যবহার শুরু করেছে
ফেসবুক। আজ বুধবার ফেসবুক কর্তৃপক্ষ ঘোষণা
দিয়েছে। এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে,
ব্যবহারকারীদের ক্ষতি করে এমন ক্ষতিকর
সফটওয়্যার শনাক্ত ও দূর করতে নতুন সফটওয়্যার
ব্যবহার করা শুরু করছে ফেসবুক।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ক্যাসপারস্কি
ল্যাবের সঙ্গে নতুন নিরাপত্তা সফটওয়্যার নিয়ে
কাজ শুরু করেছে। ক্যাসপারস্কি ছাড়াও
ফেসবুকের সঙ্গে কাজ করছে ইসেট, এফ-সিকিউর ও
ট্রেন্ড মাইক্রো।
ফেসবুকের নিরাপত্তা প্রকৌশলী ট্রেভর
পটিংগার বলেন, ‘ক্যাসপারস্কির সঙ্গে
যৌথভাবে অন্য কোম্পানিগুলোর কাজ করার জন্য
ধন্যবাদ। গত তিন মাসে আমরা ২০ লাখ
কম্পিউটারকে ভাইরাসমুক্ত করতে পেরেছি। যখন
ওই কম্পিউটারগুলো থেকে ফেসবুকে ঢোকা হতো
তখন আমরা তাতে ম্যালওয়্যার পেয়েছিলাম।’
ট্রেভর আরও বলেন, ‘ফেসবুক চালানো হয় এমন
কোনো কম্পিউটারে ম্যালওয়্যার থাকলে আমরা
একটি ম্যালওয়্যার দূর করার সফটওয়্যার বা টুল দেব
যা ফেসবুক ব্যবহার করার সময় ব্যাকগ্রাউন্ডে
কাজ চালাতে সক্ষম হবে। যখন কম্পিউটার স্ক্যান
শেষ হবে তখন ব্যবহারকারী একটি নোটিফিকেশন
পাবেন এবং তাতে কম্পিউটারে কী ধরনের
ম্যালওয়্যার ছিল তা জানতে পারবেন ফেসবুক
ব্যবহারকারী।’
ফেসবুক কর্তৃপক্ষ বলেছে, ম্যালওয়্যার যদি
কম্পিউটার নিষ্ক্রিয় হয়ে থাকে তারপরও তা
খুঁজে বের করে তা চিরতরে নির্মূল করার
প্রচেষ্টা চালাবে ফেসবুক।
ক্যাসপারস্কি ল্যাবের গবেষক কেট কোচেতকোভা
এক ব্লগ পোস্টে লিখেছেন, ফেসবুক
ব্যবহারকারীরা ফিশিং নামের বিভিন্ন
অনলাইন প্রতারণার শিকার হন। ফেসবুক
ব্যবহারকারীর মেইলে ভুয়া মেইল পাঠিয়ে
ক্ষতিকর ভাইরাস বা ম্যালওয়্যার ডাউনলোড
করার জন্য প্রলুব্ধ করা হয়।
কোচেতকোভা বলেন, ফিশিং আক্রমণ চালানো
দুর্বৃত্তদের প্রধান লক্ষ্য এখন ফেসবুক। প্রতি
পাঁচটির মধ্যে অন্তত একটি ফিশিং স্ক্যাম
ফেসবুক নোটিফিকেশন আকারে আসে। ফেসবুকের
ছদ্মবেশে আসা মেইল সম্পর্কে সজাগ থাকতে
হবে কারণ এই মেইলগুলো ভুয়া। এ ছাড়াও ফেসবুক
ব্যবহারকারীদের লক্ষ্য করে অনেক ট্রোজান বা
ক্ষতিকর ভাইরাস ছড়ানো হয়।
কোচেতকোভা বলেন, প্রতারকেরাও ফেসবুক
ব্যবহার করে। ম্যালওয়্যার ব্যবহার করে ফেসবুক
ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নিয়ে ভুয়া লাইক
দেওয়া, অবৈধ পণ্য বিক্রি করার মতো কাজ
চালায় তারা।

আসছে ১০ ডিজিটের স্মার্ট কার্ড

স্মার্ট কার্ড আজ আমাদের কতটা প্রয়োজন তা আর বলার অপেক্ষা রাখে না। তাই নাগরিকদের স্মার্ট জাতীয় পরিচয়পত্রে ১০
সংখ্যার ইউনিক নম্বর ব্যবহারের সিদ্ধান্ত
নিয়েছে নির্বাচন কমিশন, যাতে এই পরিচিতি
নম্বরটি অন্য সংস্থাও ব্যবহার করতে পারে।
ইসি কর্মকর্তারা জানান, যে কোনো ব্যক্তি জন্ম
থেকে মৃত্যু পর্যন্ত একটি মাত্র নম্বর বহন করেই
নাগরিক সব সুবিধা নিতে পারবে। নাগরিকদের
স্মার্ট কার্ড দেওয়ার সময় থেকে ১০ ডিজিটের
নম্বর চালু হবে।
বর্তমানে ৯ কোটি ৬২ লাখেরও বেশি ভোটারের
জাতীয় পরিচয়পত্র রয়েছে। ২০০৮ সালে পরিচয়পত্র
দেওয়ার সময় ৮ কোটির বেশি ভোটারের
পরিচয়পত্রে ১৩ ডিজিটের নম্বর দেওয়া হয়। পরে
হালনাগাদে যোগ হওয়া দেড় কোটিরও বেশি
ভোটারের পরিচিত নম্বর হয় ১৭ ডিজিটের।
স্মার্ট কার্ড বিতরণ শুরুর দুই মাস আগে মঙ্গলবার
নির্বাচন কমিশন সভায় ১০ ডিজিটের ইউনিক নম্বর
ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে।
ইসি সচিব মো. সিরাজুল ইসলাম জানান, স্মার্ট
কার্ড তৈরির প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যত
তাড়াতাড়ি সম্ভব নাগরিকদের স্মার্ট এনআইডি
হাতে দেওয়ার প্রচেষ্টা রয়েছে।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ দেশের আইটি
বিশেষজ্ঞ, মোবাইল ফোন অপারেটর, এটুআই
প্রকল্প, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও
সেনাবাহিনীর সিগন্যাল কোরের বিশেষজ্ঞদের
সঙ্গে দুই দফা মতবিনিময় করে।
নাগরিকদের আইডি নম্বরের আওতায় আনা ও
স্মার্ট জাতীয় পরিচয়পত্রে ১০ ডিজিটের ব্যবহার
নিয়ে পাঁচ দফা সুপারিশ আসে বিশেষজ্ঞদের
কাছ থেকে।
এতে বলা হয়, ১০ ডিজিটের মধ্যে ৯ ডিজিট
‘র্যানডম’ তৈরি হবে এবং শেষের ডিজিট
‘চেকসাম’ হিসেবে ব্যবহৃত হবে। কোনো এনআইডি
নম্বরের প্রথমে ‘জিরো’ থাকতে পারবে না। একই
ডিজিট চার বা ততধিকবার থাকতে পারবে না।
তিনটি একই ডিজিট পরপর একবারের বেশি ব্যবহার
করা যাবে না এবং ক্রমানুসারে (১,২,৩, ৪,৫…৯)
কোনো এনআইডি নম্বর তৈরি হবে না।
এনআইডি উইংয়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার
জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দীন
জানান, বিশ্বের ১২টি দেশের আইডি কার্ডের
নম্বর সিস্টেম, নম্বর টাইপ, ইউনিকনেস, নম্বর
সিকোয়েন্স, জনসংখ্যা বৃদ্ধির হার, সার্বিক
সিস্টেম পর্যালোচনা করে ১০ ডিজিটের ইউনিক
আইডি নম্বর নির্ধারণের বিষয়ে মতামত দেন
বিশেষজ্ঞরা।
বাংলাদেশের নাগরিক সংখ্যা ও জনসংখ্যা
বৃদ্ধির হার বিবেচনায় নিয়ে ১০ ডিজিটের নম্বর
ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
বুয়েটের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং
বিভাগের প্রধান অধ্যাপক মাহফুজুল ইসলাম সভায়
জাতীয় পরিচিতি নম্বর ‘আলফা নিউমেরিক নম্বর’
ব্যবহারের পক্ষে মত দেন।
তিনি বলেন, “এসব ডিজিট ব্যবহার করে ৯৯ কোটি
এনআইডি দেওয়া যেতে পারে। অন্তত আগামী ২০০
বছর পর্যন্ত এ নিউমেরিক নম্বর ব্যবহার করা
যাবে।”
এটুআই প্রতিনিধি সাব্বির আহমেদ সভায় জানান,
‘আলফানিউমেরিক নম্বর’ ব্যবহারের ক্ষেত্রে
ইংরেজি ব্যবহার না করলে নানা ধরনের অসুবিধা
হতে পারে।

Monday, 22 June 2015

বিশ্ববিদ্যালয় এর ভর্তি তথ্য


ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ২০
আগস্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ৯ অক্টোবর শুক্রবার শুরু হবে। ওই দিন কলা অনুষদভুক্ত খ ইউনিটের পরীক্ষা হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর, কলা অনুষদভুক্ত খ ইউনিটের পরীক্ষা ৯ অক্টোবর, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ অক্টোবর, বিভাগ পরিবর্তনের জন্য ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর
অনুষ্ঠিত হবে। এ ছাড়া চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটের লিখিত পরীক্ষা ১০ অক্টোবর ও অঙ্কন পরীক্ষা ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার থেকে শুরু হয়ে ৬ সেপ্টেম্বর রোববার পর্যন্ত অব্যাহত থাকবে বলে
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১০
অক্টোবর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। এ বছরের ভর্তি পরীক্ষা ১০ অক্টোবর থেকে শুরু হবে। অক্টোবরের ১০, ১৭, ২৪, ৩১ ও ৭ নভেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে কোন দিন কোন অনুষদের পরীক্ষা হবে, তা পরে জানানো হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেধার ভিত্তিতে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে এবার কোনো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। শিক্ষার্থী ভর্তি করানো হবে মেধার ভিত্তিতে।

Saturday, 20 June 2015

রমজান মাস হতে পারে "ফ্রিল্যান্সিং এর কাজ পাওয়ার উপযুক্ত সময়"


"ফ্রিল্যান্সিং এর কাজ পাওয়ার ব্যাপারে কিছু টিপ্স" ।

আসলে আমার থেকে অনেক বেশি জানেন এমন অনেক পাঠক আমার ব্লগে আছেন ! তাই আমার লিখাতে যদি কোন ভুলত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে  দেখবেন !তাহলে শুরু করা যাক -

"যেকোন একটা কাজের উপর অধিক যোগ্যতা অর্জন করা ফ্রিল্যান্সিং এর জন্য বেশ সহায়ক "।সামান্য কাজ জেনে ফ্রিল্যান্সিং এ আসতে পারবেন ঠিকি কিন্তু বেশি দিন টিকতে পারবেন না । তাই সামান্য কথার কথার দাম নেই, সামান্য কিছু দিয়ে ফ্রিল্যান্সিং হয় না । তাই গ্রাফিক্স ডিজাইন, এস.ই.ও এবং ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব এপ্লিকেশন ডেভেলপমেন্ট ইত্যাদি ভালোভাবে জেনে তারপর এদিকে আসুন।তাহলে কাজের কথায় আসি-

কমবেশি সকল ফ্রিল্যান্সার এই বিষয়ে অবগত আছেন, তবুও শেয়ার করলাম যারা একদম নতুন তাদের কাজে আসতে পারে।এজন্য Upwork এ কাজ পাওয়ার কিছু কার্যকরী উপায় আপনাদের সাথে শেয়ার করছি ।যেহেতু এখন পবিত্র মাহে রমজান মাস চলছে । আর এই পবিত্র মাসেই আমাদের সিয়াম সাধনার পাশাপাশি নির্দিষ্ট লক্ষে যেতে হবে ! আসল ঘটনা বলি -তা হল আপনারা হয়ত জানেন যে আমাদের দেশে যখন রাত তখন আমেরিকা দিন । আর আমরা সেই সুযোগটাই নেব এই রমজান মাসে ।আশা করি আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে শুরু করেছেন বা বুঝে গেছেন।আমরা রমজান মাসে সেহরি খাওয়ার এক-দুই ঘন্টা আগে যদি উঠি তখন ১-২ টা বাজবে । আর তখন আমেরিকা দিন আর আমাদের এখানে রাত । আর এই সময়ে অনেক কাজ Upwork এ দেয়া হয় । যা দিনে দেয়ার কাজের তুলনায় ৩গুন বেশি । তাই আমরা যদি এই সময়ে কাজে এপ্লিকেশন করি তাহলে কাজ পাওয়ার সম্ভাবনা খুব বেশি ।কারন তখন অনেক মানুষ ঘুমিয়ে থাকে । তাই কাজে বিড পরে কম । তার জন্যই কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। এই মাহে রমজান মাসের উসিলায় আমরা রাতে যখন সেহরি খেতে উঠবো তখন এক -দুই ঘন্টা আগে উঠবো।আর তখনি কাজে আপ্লিকেশন করবো । যারা এতদিন ধরে কাজ না পেয়ে হতাশ হয়ে আছেন তারা ঠিকঠাক মতো একটু পরিশ্রম করলে ইন-শা- আল্লাহ কাজ পেয়ে যেতে পারেন ।আরও কিছু বিষয় আছে যা পরবর্তীতে সময় পেলে অবশ্যই বলব ।

সময় বাড়ল আউটসোর্সিং পুরস্কারে আবেদনের


আউটসোর্সিং করে যারা নিজের ও দেশের উন্নতিতে অবদান রাখছেন প্রথমেই স্যালুট জানাই এই পেশার সাথে সম্পৃক্ত ভাই-বোনদের।আপনাদের জন্য একটা সুখবর,হয়ত অনেকেই ইতোমধ্যে জানেন,  আউটসোর্সিং পুরস্কারে আবেদনের সময় বাড়ল ২০ জুন, ২০১৫ পর্যন্ত।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত বেসিস আউটসোর্সিং পুরস্কার ২০১৫- এর জন্য আবেদনের সময় বাড়ানো হয়েছে। ১০ জুলাই পর্যন্ত আউটসোর্সিং পেশার সঙ্গে জড়িত প্রতিষ্ঠান ও মুক্ত পেশাজীবীরা (ফ্রিল্যান্সার) আবেদন করতে পারবেন।
২০১১ সাল থেকে বেসিস ফ্রিল্যান্সারদের উৎসাহিত করতে পুরস্কার দিয়ে আসছে। গত বছরের মতো এবারও ১০০টি পুরস্কার দেওয়া হবে। আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০১৫-এর আহ্বায়ক শাহ ইমরাউল কায়ীশ বলেন, ‘আগ্রহী প্রতিযোগীদের সুবিধার্থে এবং আরও বেশি প্রতিযোগীর অংশগ্রহণ নিশ্চিত করতে সময় বাড়িয়েছি।’ আগ্রহী যে কেউ ঠিকানার ওয়েবসাইটে নিবন্ধন করতে পারেন। যোগাযোগ: ০১৭৬৬৮৮১১১১।

Friday, 19 June 2015

একাদশ শ্রেণিতে আবেদনের সময়সীমা বাড়ল


একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করার সময় তিন
দিন বাড়ানো হয়েছে।গতকাল বৃহস্পতিবার এই আবেদনের সময় শেষ হওয়ার কথা ছিল।বর্ধিত সময় অনুযায়ী এখন ২১ জুন পর্যন্ত এই আবেদন করা যাবে।
গত বুধবার পর্যন্ত ১০ লাখের কিছু বেশি শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করে। এবার অনলাইনে ও টেলিটকে খুদে বার্তার মাধ্যমে আবেদন করতে হচ্ছে। ৬ জুন থেকে এই
আবেদন শুরু হয়েছিল।এবং ১৮ জুন আবেদনের শেষ সময় ছিল।সময় বাড়ানোর জন্য ছাত্রছাত্রীরা আরো অতিরিক্ত সময় পেল আবেদন করার।২৫ জুন ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে।

Wednesday, 17 June 2015

Spelling Bee (Season-4)


উৎসাহী শিক্ষার্থীদের জন্য চতুর্থবারের মতো শুরু হচ্ছে ইংরেজি বানান প্রতিযোগিতা ‘স্পেলিং বি’। গতকাল মঙ্গলবার রাজধানীর ডেইলি স্টার সেন্টারে আয়োজিত
এক সংবাদ সম্মেলনে এর কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়। জানানো হয়, এতে অংশ নিতে যা করতে হবে দেখে নাও।
অনলাইন রেজিস্ট্রেশন–প্রক্রিয়া স্কুলগামী শিক্ষার্থীদের জন্য আবারও উন্মুক্ত করা হয়েছে।প্রতিযোগিতাটি সম্পন্ন হবে তিনটি ধাপে। শুরুতে অনলাইন রাউন্ডে
শিক্ষার্থীদের www.champs21.com -এ
রেজিস্ট্রেশন করে খেলতে হবে। তারপর পর্যায়ক্রমে খেলতে হবে ডিভিশনাল রাউন্ড ও টেলিভিশন রাউন্ড। গতকাল থেকে শুরু হয়ে অনলাইনে খেলা চলবে আগামী ১৫ জুলাই পর্যন্ত। প্রথম ধাপ শেষ হলে পরের ধাপগুলো দেখানো হবে চ্যানেল আইয়ে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেইলি স্টার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহ্ফুজ আনাম,সামিট গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, চ্যাম্পস টোয়েন্টি ওয়ান ডটকমের সিইও রাসেল টি আহমেদ এবং শতাধিক স্কুলের শিক্ষকেরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রুমানা মালিক মুনমুন। অনুষ্ঠানে জানানো হয়, এবারের আসরের প্রধান পৃষ্ঠপোষক সামিট গ্রুপ। বিস্তারিত জানা যাবে
www.champs21.com - থেকে ।

তাহলে আর দেরি না করে এখনি অংশগ্রহণ করে নাও প্রতিযোগিতায় আর দেখিয়ে দাও তোমার প্রতিভা। EasToWest24 সবসময় তোমাদের পাশেই আছে।

Tuesday, 16 June 2015

ডিজিটালাইজড পদ্ধতিতে ২৭ জুন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু


দিন দিন সব কিছুতেই পরিবর্তন আসছে।শিক্ষাখাত ও এই নিয়মের ঊর্ধ্বে নয়।এরই ধারাবাহিকতায় ডিজিটালাইজ পরীক্ষার যুগে পা রাখতে যাচ্ছে
বাংলাদেশ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়ার মাধ্যমে
এই ডিজিটালাইজ পরীক্ষা পদ্ধতি চালু হচ্ছে।
আগামী ২৭ জুন প্রাথমিকভাবে দেশের পাঁচটি
জেলায় এই প্রদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে।
পর্যায়ক্রমে অন্যান্য জেলায় এই পরীক্ষা পদ্ধতি
চালু করা হবে। প্রশ্নপত্র ফাঁস এড়িয়ে নির্বিঘ্নে এই
পরীক্ষা সম্পন্ন করা গেলে অন্যান্য নিয়োগ
পরীক্ষা ও পাবলিক পরীক্ষায় এই পদ্ধতি অনুসরণ করা
হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক
শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য গত ডিসেম্বর মাসে
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সার্কুলার জারি
করেছিল। এর আগের সহকারী শিক্ষক নিয়োগ
পরীক্ষায় (২০১৩ সালে শুরু হয়ে ২০১৪ সালে সম্পন্ন)
ব্যাপক হারে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে এবার
পরীক্ষায় ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া
হয়েছে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহায়তায়
ডিজিটালাইজ প্রদ্ধতিতে নেওয়া হচ্ছে এই
পরীক্ষা। এত দিন সরকারি মুদ্রণালয় বিজি প্রেসে
প্রশ্ন ছাপিয়ে পরীক্ষার কয়েক দিন আগেই তা
বিতরণ করা হতো। ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষার
কয়েক ঘণ্টা আগে প্রশ্ন ছাপিয়ে পরীক্ষার ঠিক আগ
মুহূর্তে তা কেন্দ্রে পাঠানো হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত
সচিব সন্তোষ কুমার অধিকারী জানান, আগের
নিয়োগ পরীক্ষাগুলোর প্রশ্ন মডারেশনের দায়িত্ব
ছিল ময়মনসিংহে অবস্থিত জাতীয় প্রাথমিক
শিক্ষা একাডেমির (নেপ) ওপর। আর ছাপানোর
দায়িত্বে ছিল বিজি প্রেস। এবারের
ডিজিটালাইজ পরীক্ষা পদ্ধতিতে উল্লিখিত দুই
প্রতিষ্ঠানের কোনোই সম্পৃক্ততা থাকছে না। এবার
প্রশ্ন প্রণয়নের জন্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে
আলাদা দল গঠন করা হয়েছে। এই দল পরীক্ষার দিন
(২৭ জুন) সকাল ৬টা থেকে ৮টার মধ্যে মন্ত্রণালয়ে
বসে প্রশ্ন তৈরি করে দেবে। সেই প্রশ্ন অনলাইনের
মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে জেলা প্রশাসকদের
কাছে। জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তা
নিজ নিজ পাসওয়ার্ড ব্যবহার করে একসঙ্গে প্রশ্ন
ডাউনলোড করবেন। দ্রুতগতির একাধিক ফটোকপি
মেশিনে প্রশ্নপত্র কপি করে প্যাকেটে পুরে নিয়ে
যাওয়া হবে পরীক্ষাকেন্দ্রে। দুপুর ১২টার মধ্যে এই
প্রক্রিয়া সম্পন্ন হবে। জেলা পর্যায়ে প্রশ্ন
ছাপানোর চার ঘণ্টার পুরো প্রক্রিয়া সিসি
টিভিতে ধারণ করা হবে। এই প্রক্রিয়া তদারকির
জন্য প্রতিটি জেলায় পাঠানো হবে মন্ত্রণালয় ও
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক
কর্মকর্তাকে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের
অতিরিক্ত সচিব জ্ঞানেন্দ্রনাথ বিশ্বাস বলেন,
'যেহেতু একটি নতুন পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের
প্রস্তুতি নেওয়া হয়েছে তাই প্রাথমিকভাবে যেসব
জেলায় প্রার্থী সংখ্যা কম সেই জেলাগুলোকে
বেছে নেওয়া হয়েছে। ডিজিটালি প্রশ্ন ছাপিয়ে
সফলভাবে শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়া গেলে
একই পদ্ধতিতে প্রাথমিক সমাপনী পরীক্ষা গ্রহণের
বিষয়টিও ভাবা হবে।'
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৭ জুন
নড়াইল, মেহেরপুর, মুন্সীগঞ্জ, শরীয়তপুর ও ফেনী
জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক
নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই জেলাগুলোতে
প্রার্থীর সংখ্যা সাত হাজারের বেশি নয়। মোট
প্রার্থী ৩০ হাজার ৯৫২ জন। ওই দিনের পরীক্ষার
ত্রুটি-বিচ্যুতি মূল্যায়ন করে জুলাই মাসে কয়েক
ধাপে অন্যান্য জেলায় পরীক্ষা নেওয়া হবে।
প্রতিটি জেলায় পরীক্ষা হবে নতুন প্রশ্নে।

স্নাতাকোত্তর(মাস্টার্স) শেষপর্বের (নিয়মিত) ভর্তি কার্যক্রমের বিষয়ওয়ারী মেধা তালিকা প্রকাশ


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে স্নাতাকোত্তর(মাস্টার্স) শেষপর্ব (নিয়মিত) ভর্তি কার্যক্রমের
বিষয়ওয়ারী মেধা তালিকা আজ মঙ্গলবার
প্রকাশ করা হয়েছে
উক্ত ফলাফল SMSএর মাধ্যমে পেতে হলে
যেকোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন-
NU <space>ATMF <space>Roll No. লিখে 16222 নম্বরে মেসেজ পাঠান।
এছাড়াও রাত ৯টায় থেকে ওয়েব সাইট এ
www.nu.edu.bd/admissions অথবা
( www.nu.edu.bd ) ফল প্রকাশ হয়েছে।

যেকোনো রকমের শিক্ষামূলক পোস্ট ও খবরাখবর নিয়ে EasToWest24 সবসময় আছে আপনাদের পাশে।আমাদের সাথেই থাকুন। 

পরীক্ষা?টেনশন? দেখে নিন রেজাল্ট ভালো করার ৯টি দারুণ কার্যকর টিপস?


শিক্ষা জীবনের আসল ভয় পরীক্ষা।
কথায় আছে শিক্ষা জীবন
সুখের জীবন যদিনা হয় এক্সামিনেশন।
আর বাকিটুকু অনেক মজার সময়। বন্ধু-
বান্ধব, লেখাপড়া, আর ঘুরে বেড়ানো,
আড্ডা সবি অনেক ভালো লাগে।
কিন্তু মধ্যে রাজ্যের যতো টেনশন
চলে আসে পরীক্ষার সময় এগিয়ে
আসলে। তাই শিক্ষার্থীদের জন্য
বিশেষজ্ঞ শিক্ষকদের ৯টি দারুণ
পরামর্শ। বিশেষ পদ্ধতিতে
পড়াশোনার কাজটি চালিয়ে গেলে
পরীক্ষার সময় কাঁধে দুশ্চিন্তা ভর
করবে না।
১. বিশেষ অংশ এবং পরিকল্পনায় রঙিন কোড করুন
লেখা-পড়ার অন্যতম কার্যকর ১ টি উপায়
এটি। পড়ার কাজটি কীভাবে চালিয়ে
যাবেন তার ১ টি পরিকল্পনা নিশ্চয়ই
থাকে। এই অংশটিসহ নোটের গুরুত্বপূর্ণ
অংশগুলো রঙিন মার্কার দিয়ে
চিহ্নিত করে রাখুন। ভিন্ন ধরনের
অংশের জন্য বিভিন্ন রঙ ব্যবহার করা
বুদ্ধিমানের কাজ। যেমন- কুইজের অংশ
গোলাপি, বিভিন্ন টেস্ট হালকা সবুজ,
আন্ডার লাইনে অংশ হালকা নীল
ইত্যাদি। এই কালার কোড সিস্টেম
গুছিয়ে লেখা-পড়া চালিয়ে যাওয়ার
কার্যকর একটি উপায়।
২. সময় বের করুন
সেমিস্টারের আগের রাতে সব পড়ে
শেষ করা অসম্ভব ব্যাপার। তাই বেশ
কিছু দিন সময় বের করে রাখুন। অল্প
সময়ের মধ্যে পড়ে পরীক্ষার ঝামেলা
মেটানো যায়। কিন্তু সে পড়ায় শেখা
হয় না। ফলে ভবিষ্যতে বিপদে পড়তে
হবে। তাই বেশ কিছু দিন হাতে নিয়ে
হালকা মেজাজে পড়লেও শিখতে
পারবেন। এতে পরীক্ষা হয়ে আসবে
আরো সহজ, এবং অনেক ভাল।
৩. শিক্ষকদের সাথে দেখা করুন
আপনার শিক্ষক কখনোই আপনাকে
ফিরিয়ে দেবেন না। তাদের কয়েকজন
ভীতিকর হতে পারেন। কিন্তু সবকিছুর
শেষে তিনিই আপনার শিক্ষক। শেখা
বা পরামর্শ নিতে তার কাছে গেলে
তিনি তার শিক্ষার্থীকে বহু যত্নে
শিখিয়ে দেবেন। আপনার সমস্যা
মেটাতে সর্বোচ্চ চেষ্টা করবেন
যেকোনো শিক্ষক। কাজেই পরীক্ষা
বিষয়ে পরামর্শ পেতে শিক্ষকদের
দ্বারস্থ হন। তাহলেই ভাল রেজাল্ট
করা সম্ভম।
৪. বইয়ে কি-পয়েন্ট হাইলাইট করুন?
অনেক ধরনের পরীক্ষা রয়েছে সেখানে
বই দেখে পরীক্ষা দেওয়া যায়। এসব
ক্ষেত্রে বইয়ের কি-পয়েন্টগুলো
হাইলাইট করে নিন। আর বই দেখার
সুযোগ না থাকলেও পড়াশোনার
সুবিধার জন্য নিজের বইয়ের গুরুত্বপূর্ণ
অংশ মার্কার দিয়ে হাইলাইট করে
রাখুন। সেগুলো বারবার দেখে নিতে
সুবিধা হবে।
৫. স্লাইড শো বানিয়ে পড়া শুনা করুন
ডিজিটাল পদ্ধতিতে লেখাপড়া করুন।
বিশেষ নোটগুলোকে কম্পিউটারে
স্লাইড শো বানিয়ে পড়ুন। এতে মনে
ভালোমতো ঢুকে যাবে সবকিছু।
৬. নিজের পরিকল্পনা বানিয়ে পড়া শুনা করুন
পড়াশোনাকে দারুণ কার্যকর করতে
হলে পরিকল্পনা দরকার। পড়াশোনার,
বিষয় আর পড়ার পদ্ধতি সবকিছু নিয়ে
সময়সূচি করে নিন। তারপর সেই সময়
অনুযায়ী পড়াশোনা চালিয়ে যান।
৭. নিজের পরীক্ষা নিজেই দিন
প্রতিষ্ঠানের পরীক্ষার মতো করে
বন্ধুরা একসাথে বা আপনি একাই
পরীক্ষা দিতে পারেন। এতে মূল
পরীক্ষা নিয়ে যতো অজানা আশঙ্কা
কেটে যাবে আপনার। অধিকাংশ যে
ক্ষেত্রে দেখা গেছে এসব পরীক্ষামূলক
পরীক্ষা মূলত পরীক্ষার কাছাকাছি হয়ে
থাকে।
৮. একই পড়া কয়েকবার পড়ুন
কয়েকবার করে দেখে নিন। এতে
মাথায় বসে যাবে সবকিছু। নোটের
বিশেষ পয়েন্টগুলোতে চোখ বুলিয়ে
নিন। বারবার মুখস্থ করতে হবে না।
হাইলাট করা অংশগুলোতেও চোখ দিন।
একবার মুখস্থ করে কয়েকবার শুধু
দেখলেই তা ঠোঁটস্থ হয়ে যাবে।
৯. গড়িমসি করবেন না
যা পড়তে হবেই তা পড়ছি পড়বো বলে
ফেলে রাখবেন না। অন্তত পরীক্ষা
এগিয়ে এলে এমনটি করার সুযোগ নেই। এ
কাজটির জন্যই পরীক্ষার আগের রাতে
মাথায় আকাশ ভেঙে পড়ে। কাজেই
অল্প-বেশি পড়ার কাজ চালিয়ে যান।
দেখবেন, পরীক্ষা আগ দিয়ে প্রায় সব
প্রস্তুতি গুছিয়ে এনেছেন আপনি।

Monday, 15 June 2015

ডুয়েট এ ভর্তি স্বপ্ন পূরণ নাকি উচ্চশিক্ষা

গতকাল ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাস এর সামনে এমনি উপচে পড়া ভিড় ছিল।
পরীক্ষার পরে কারো মুখে ছিলো একটু হাসির
ছোয়া আর কারো চোখে ছিল কষ্টের ফোটা।
ডুয়েট এক প্রকার সোনার হরিণ, প্রায় প্রতিটা ছাত্রছাত্রীদের আকুল ইচ্ছা, যে ডুয়েট এ পড়বে, একজন বি.এস.সি
ইনঞ্জিনিয়ার হবে, কিন্তু আসন সংখ্যা খুবই সল্প,
তারপরও অনেক ছাত্র/ছাত্রী তীব্র চেষ্টা চালিয়ে
যায়, Do or die ডুয়েট এ চান্স পেতেই হবে, এবং এই
সব ছাত্রছাত্রীরাই চান্স পেয়ে থাকে, যারা হাল
ছাড়েনা।
ভর্তীযুদ্ধ শেষ, এখন শুধু মাত্র ফলাফল এর প্রত্যাশয়
শিক্ষার্থীরা। ধারনা করা হচ্ছে এইবারের ডুয়েটের
ভর্তি পরীহ্মার,
ফলাফল ১৮ তারিখের কাছাকাছি সময়ে প্রকাশ হতে
পারে।

ঘরে বসেই এখন ই-টিকেটিং সেবা


যারা ব্যস্ততার জন্য কাউন্টার এ গিয়ে নির্দিষ্ট সময়ের টিকিট সংগ্রহ করতে পারেন না বা ব্যর্থ হন,তাদের জন্য এক দারুণ সেবা নিয়ে এসেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা
লিমিটেড।সম্প্রতি বিডিটিকেটস ডটকম bdtickets.com
নামে প্রিমিয়াম ই-টিকেটিং সেবা চালু
করেছে রবি। এর মাধ্যমে গ্রাহকরা সারাদেশে বাস
টিকেট সংগ্রহের সুবিধা পাবেন।
বিডিটিকেটস ডটকম সেবাটি বর্তমানে শুধু বাস
টিকেট সরবরাহ করলেও শিগগিরই অন্যান্য
যানবাহনের ক্ষেত্রেও ই-টিকেটিং সুবিধা চালু
করা হবে।
রোববার রাজধানীর লেইক শোর হোটেলে এ
সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে রবি’র এমডি ও সিইও সুপুন বীরাসিংহে
বলেন, “আমাদের উদ্ভাবনীমূলক ডিজিটাল
সার্ভিসের সমৃদ্ধ পোর্টফোলিওতে অনলাইন
টিকেট সার্ভিস যুক্ত করতে পেরে আমরা অত্যন্ত
আনন্দিত। রবি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে,
আমাদের গ্রাহকরা বিডিটিকেট ডটকমের মাধ্যমে
বহু বছর ধরে চলমান সমস্যা থেকে উত্তরণের সুযোগ
পাবেন।”
“বিশেষ করে ঈদের আগে বেশির ভাগ বাসের
টিকেট ক্রয় করতে সারা দেশে যে সমস্যা দেখা
দেয় তা দূর করতে ই-টিকেটিং সেবা সহায়ক
ভূমিকা রাখবে। আসছে ঈদে ঝামেলামুক্ত ই-
টেকেটিং সেবা আমাদের গ্রাহকদের জন্য রবি’র
উপহার। আমি এই উদ্যোগে অংশীদারিত্বের জন্য
বাস কোম্পানিগুলোকে ধন্যবাদ জানাই। ”
অনুষ্ঠানে জানানো হয়,অনলাইন টিকেট সেবা
বিডিটিকেটস ডটকমের মাধ্যমে গ্রাহকরা দেশের
ছয়শটিরও বেশি রুটে চলাচলকারী ২০টিরও বেশি
বাস সার্ভিসের টিকেট কিনতে পারবেন।
এই সেবার আওতায় গ্রাহকরা যে কোনো স্থান
থেকে, যে কোনো সময়ে শুধু বিডিটিকেটস ডট কম
ভিজিটের মাধ্যমেই টিকেট কিনতে পারবেন,
বেছে নিতে পারবেন আসনও।

বিডিটিকেটস ডটকমে গ্রাহক রুট বাছাই করার পরই
সেই রুটে চলাচলকারী সবগুলো বাসের তালিকা
চলে আসবে। তারপর গ্রাহক তার ভ্রমণের তারিখ,
যাত্রাস্থল ও গন্তব্যস্থল এবং ভ্রমণের জন্য বাস
সার্ভিস বাছাই করার পর টিকেটের ভাড়া তার
ডেবিট বা ক্রেডিট কার্ড অথবা বিকাশ
অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।
টিকেট কেনা নিশ্চিত হয়ে গেলে গ্রাহকের
মোবাইলে একটি নিশ্চিতকরণ এসএমএসে যাবতীয়
তথ্যসহ টিকেটের রেফারেন্স নাম্বার পৌঁছে
যাবে। গ্রাহক সেই এসএমএস দেখানোর মাধ্যমেই
তার টিকেটটি সংগ্রহ করতে পারবেন।
যদি কোনো গ্রাহক কেনা টিকেটটি বাতিল করতে
চান সেক্ষেত্রে তাকে পোর্টালে থাকা
‘ক্যান্সেলেশন’ বাটনে ক্লিক করতে হবে। সহজ
একটি রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় টিকেট কেনার
সময় প্রাপ্ত টিকেটের নাম্বার এবং পিন নাম্বার
দিয়ে টিকেট বাতিল করা যাবে বলে জানানো
হয়।
অনুষ্ঠানে রবি’র চিফ কর্পোরেট এবং পিপল
অফিসার মতিউল ইসলাম নওশাদ; হেড অব
ডিজিটাল সার্ভিসেস মোহাম্মদ মনজুর রহমান;
হেড অব ক্যারিয়ার বিজনেস অব স্পাইস
ডিজিটাল নবঙ্কুর সুদ, স্পাইস ডিজিটাল কান্ট্রি
ম্যানেজার রেজওয়ানুল হক এবং চুক্তিবদ্ধ বাস
প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সুতরাং শত ব্যস্ততার মাঝে ও এখন থেকে খুব সহজেই টিকিট কিনেন। আর কাঙ্ক্ষিত মুহূর্তে মা-বাবা,পরিবার পরিজন কিংবা আত্মীয়স্বজন এর পাশে থাকুন। 

Sunday, 14 June 2015

নতুন নিয়মে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি


জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে
অনার্স (সম্মান) কোর্সে ভর্তির জন্য প্রতি বছর
প্রায় পাঁচ লাখ শিক্ষার্থী অংশ নেয়। ভালো
কলেজে ভর্তির জন্য শিক্ষার্থীদের কোচিং করতে
হয়। ভর্তি নিয়ে বানিজ্যেরও অভিযোগ রয়েছে।
এতো শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা শেষ করতে অনেক
সময়ও পার হয়ে যায়। তাই ভর্তি পরীক্ষা পদ্ধতিই
উঠিয়ে দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এখন যারা
এইচএসসি ও সমমানের পরীক্ষা দিয়েছে, জাতীয়
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে তাদের আর
পরীক্ষায় বসতে হবে না। এসএসসি ও এইচএসসির
প্রাপ্ত জিপিএর ভিত্তিতেই চলতি বছর থেকেই
ভর্তি করা হবে। আর সকল বিশ্ববিদ্যালয়ের শেষে
নয়, বরং সকলের সঙ্গে ভর্তি কার্যক্রম পরিচালিত
হবে। চলতি বছরেই ১ অক্টোবরে ভর্তির বিজ্ঞপ্তি
প্রকাশ ১ ডিসেম্বর থেকেই অনার্স প্রথম বর্ষের
ক্লাস শুরু হবে। এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গতকাল শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের
সিনেটের ১৭তম বার্ষিক অধিবেশনে এ কথা
জানান বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হারুন-অর-
রশিদ।

Saturday, 13 June 2015

১৪ জুন বিশ্ব রক্তদান দিবস

রক্তের "এ" "বি" এবং  "ও" গ্রুপের আবিষ্কারক নোবেলজয়ী বিজ্ঞানী
কার্ল ল্যান্ডস্টেইনারের জন্ম হয়েছিল ১৪ জুন। রক্তদানের প্রতি মানুষের সচেতনতা বাড়াতে প্রতি বছর ১৪ই জুন পালিত হয় বিশ্ব রক্তদান দিবস
হিসেবে৷ যারা ক্যান্সার, থ্যালাসেমিয়া ও অন্যান্য রক্ত সংক্রান্ত রোগে
আক্রান্ত রোগীদের বিনামূল্যে রক্তদান করে আসছেন, যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে লাখো মানুষের প্রাণ বাঁচাচ্ছেন তাদের সহ
সাধারণ জনগণকে রক্তদানে
উৎসাহিত করতেই ১৪ জুন পালন
করা হয় বিশ্ব রক্তদাতা দিবস।
সাধারণত ১৯৯৫ সাল থেকেই
আন্তর্জাতিকভাবে রক্তদান দিবস পালন করা হয়ে আসলেও, ২০০৪ সাল থেকে বিশ্বব্যাপী যথেষ্ট গুরুত্ব নিয়ে দিনটি পালিত হয়ে আসছে। ২০০৫ সালে বিশ্ব স্বাস্থ্য অধিবেশনের পর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বিশ্ব
রক্তদাতা দিবস পালনের সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে পড়ে। এদিন সারা বিশ্বে প্রতিবছর ১৪ কোটি ১০ লাখ ইউনিট রক্ত স্বেচ্ছায় দান করা
হয় যার মাত্র ৩৮ শতাংশ সংগ্রহ হয় উন্নয়নশীল দেশগুলো থেকে, যেখানে বাস করে মোট জনসংখ্যার ৮২ শতাংশ মানুষ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী, কোনো দেশের রক্তের চাহিদা থাকে সেই দেশের মোট জনসংখ্যার এক
শতাংশ৷ অনেক দেশে চাহিদা অনুযায়ী সুস্থ রক্তের জোগান কম৷ এটা একটা বড় সমস্যা বটে৷ প্রতি
দু‘সেকেন্ডে কারো না কারোর রক্ত দরকার হয়৷ বছরে চার কোটি ইউনিট রক্ত দরকার হয়৷ পাওয়া যায় মাত্র ৪০ লাখ ইউনিট৷ সব থেকে বেশি দরকার
হয় ‘ও‘ টাইপ রক্ত৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বের মোট জনসংখ্যার মাত্র এক শতাংশ রক্তদান করে থাকে। যা
প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। বিশ্বের ৭০টিরও বেশি দেশে
রক্তদানের হার তাদের নিজ দেশের রক্তের চাহিদার থেকে কম। প্রতিবছর ৮ কোটি ইউনিট রক্ত স্বেচ্ছায় দান হয়। ৮ কোটি সংখ্যাটা বিশাল
শোনালেও প্রয়োজনের তুলনায় এটা সামান্যই। বাংলাদেশে প্রতি বছর
প্রায় সাড়ে ৪ লক্ষ ব্যাগ রক্তের প্রয়োজন হয়। এর মধ্যে জোগান রয়েছে মাত্র দুই লাখ ব্যাগের। অভাব রয়েছে প্রায় এক লাখ ব্যাগের।নিজে রক্তদিন অন্যকে রক্তদানে উৎসাহিত করুন।আপনার একব্যাগ রক্ত বাঁচাতে পারে একটি প্রান ,হাসি ফোটাতে পারে একটি পরিবারে।

ডুয়েট এ বিএসসি ইঞ্জিনিয়ারিং/বি. আর্ক প্রোগ্রামে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী রবিবার

ডুয়েট (ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের) বিএসসি ইঞ্জিনিয়ারিং/বি. আর্ক প্রোগ্রামে ভর্তি পরীক্ষাঃ

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(ডুয়েট) বিএসসি ইঞ্জিনিয়ারিং/বি. আর্ক প্রোগ্রামে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী রবিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় মনোনীত প্রার্থীদের আসন বণ্টন নোটিশ বোর্ডসহ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে টাঙিয়ে দেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রথম পর্বে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে পুরকৌশল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ও স্থাপত্য বিভাগের প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা। আর দ্বিতীয় পর্বে দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক কৌশল, যন্ত্রকৌশলটেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা।ডুয়েটের পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার কামরুন নাহার জানান, এ বছর সাতটি বিভাগে ৫৪০আসনের বিপরীতে বাছাই করে পাঁচ হাজার ৩৮৩ শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। গড়ে প্রতি আসনের জন্য লড়ছেন ১০ জন পরীক্ষার্থী।
বিভাগ অনুযায়ী পুরকৌশল বিভাগের ১২০ আসনের বিপরীতে এক হাজার ১৯২ জন,
 ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক কৌশল বিভাগের ১৩৯৫ জন প্রতিযোগিতা করছেন ১২০টি আসনের বিপরীতে,
যন্ত্রকৌশল বিভাগের ১২০ আসনের জন্য লড়ছেন ৯৩১ জন,  
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬০ আসনের বিপরীতে ৫২৫ জন, 
 টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬০আসনের বিপরীতে ২৯৭ জন,  
স্থাপত্য বিভাগের ৩০ আসনের বিপরীতে ২২১ জন এবং
ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩০ আসনের বিপরীতে ৮২২ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।গতবারে মোট পরিক্ষার্থী ছিল ৪ হাজার ৩শ’ ৭৭ জন, যা
বর্তমান পরিক্ষার্থী থেকে প্রায় ১ হাজার জন কম। যে
হারে পরীক্ষার্থী বাড়ছে সে হারে আসন সংখ্যা বৃদ্ধি
পাচ্ছে না।
দেশের বিভিন্ন পলিটেকনিক ইন্সটিটিউট থেকে প্রকৌশল
ডিপ্লোমা সনদধারীরাই কেবল ডুয়েটের ভর্তি
পরীক্ষায় অংশ নিতে পারবেন। ডিপ্লোমা
প্রকৌশলীদের বিএসসি করার একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়
ডুয়েট।

Friday, 12 June 2015

বিশ্ব রক্তদাতা দিবস-২০১৫


                একের রক্ত অন্যের জীব,
                রক্তই হোক আত্মার বাঁধন।
১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস। ২০১৫ সালে বিশ্ব
রক্তদাতা দিবসের প্রতিপাদ্য বিষয়: “Thank you for saving my life” (জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ)।
যারা রক্তদানের মাধ্যমে জীবন বাঁচাতে সাহায্য করেন
তাদের ধন্যবাদ দেওয়ার প্রতি প্রতিপাদ্য বিষয়টি
আলোকপাত করে। “Give freely, give often. Blood donation matters.” (স্বেচ্ছায় ও নিয়মিত রক্তদিন। রক্তদান তাৎপর্যমণ্ডিত)
স্লোগানটি সারাবিশ্বের মানুষকে স্বেচ্ছায় ও নিয়মিত রক্তদানে উৎসাহিত করবে।
বিশ্ব রক্তদাতা দিবসের এ প্রচারণা দৃষ্টিগোচর করবে
রক্তদানের মাধ্যমে জীবন পাওয়া মানুষগুলোর গল্প যা
নিয়মিত রক্তদাতাদের রক্তদান অব্যাহত রাখতে
উৎসাহিত করবে এবং সুস্ব্যাস্থের অধিকারী বিশেষ করে
তরুণদের যারা এখনও রক্তদান অনুভূতি লাভ করেননি
তাদের রক্তদানে উদ্বুদ্ধ করবে।

এওয়ার্ড জিতুন সমাধান দিয়ে


‘পাবলিক সার্ভিস ডে-২০১৫’ উপলক্ষে অ্যাকসেস
টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি ‘জীবন থেকে
নিয়ে’ নামের এক বিশেষ প্রচারণা শুরু করেছে।তারই পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কীভাবে
মানুষ এগিয়ে এসেছে তাদের সরকারি ভোগান্তি ও
তাদের নিজেদের মত করে সমাধানের কথা বলতে।
এবার আপনার পালা। আপনি কেন পিছিয়ে
থাকবেন? আর মাত্র ৫দিন বাকি। আজই এগিয়ে
আসুন, বলে ফেলুন আপনার কোন সরকারি
ভোগান্তির কথা আর দিয়ে ফেলুন তার একটি
সমাধান আপনার মত করে। বিভিন্ন সমস্যার সমাধান দিতে হবে এ প্রতিযোগিতায়। অংশগ্রহণ করতে goo.gl/4ZjhBSএই লিংকে যান। বিজয়ীদের জন্য আছে পুরস্কার। সেরা তিনজন পাবেন ৫০ হাজার, ৩০ হাজার ও ২০ হাজার টাকা পুরস্কার। সমাধান পাঠানো যাবে ১৫ জুনের মধ্যে। এটুআইয়ের ফেসবুক ফ্যান পেজেও
(facebook.com/a2iBangladesh?) এ সম্পর্কে তথ্য জানা যাবে।তাহলে দেরি না করে এখনই অংশগ্রহণ করেন আর চমৎকার আইডিয়া দিয়ে জিতে নিন পুরষ্কার। 

Thursday, 11 June 2015

Scientific Calculation

1 Bit = Binary Digit
8 Bits = 1 Byte
1024 Bytes = 1 Kilobyte
1024 Kilobytes = 1 Megabyte
1024 Megabytes = 1 Gigabyte
1024 Gigabytes = 1 Terabyte
1024 Terabytes = 1 Petabyte
1024 Petabytes = 1 Exabyte
1024 Exabytes = 1 Zettabyte
1024 Zettabytes = 1 Yottabyte
1024Yottabytes = 1 Brontobyte
1024 Brontobytes = 1 Geopbyte
1024 Geopbyte=1 Saganbyte
1024 Saganbyte=1 Pijabyte
Alphabyte = 1024 Pijabyte
Kryatbyte = 1024 Alphabyte
Amosbyte = 1024 Kryatbyte
Pectrolbyte = 1024 Amosbyte
Bolgerbyte = 1024 Pectrolbyte
Sambobyte = 1024 Bolgerbyte
Quesabyte = 1024 Sambobyte
Kinsabyte = 1024 Quesabyte
Rutherbyte = 1024 Kinsabyte
Dubnibyte = 1024 Rutherbyte
Seaborgbyte = 1024 Dubnibyte
Bohrbyte = 1024 Seaborgbyte
Hassiubyte = 1024 Bohrbyte
Meitnerbyte = 1024 Hassiubyte
Darmstadbyte = 1024 Meitnerbyte
Roentbyte = 1024 Darmstadbyte
Coperbyte = 1024 Roentbyte

ময়মনসিংহ মোবাইল ও আইটি মেলা-২০১৫

প্রযুক্তি প্রেমীদের জন্য এবার একটা শুখব।। বিশেষ করে ময়মনসিংহ অঞ্চলের আইটি প্রেমীদের জন্য।১৫ জুন আপনার প্রিয় শহর ময়মনসিংহে শুরু হতে যাচ্ছে ‘ময়মনসিংহ মোবাইল ও আইটি মেলা-২০১৫’। টাউন হল জিমনেসিয়ামে এ মেলায় অংশ নেবে মোবাইল ফোন ও তথ্যপ্রযুক্তি পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান।তিনদিন ব্যাপী এই মেলা চলবে। তিন দিনের এ মেলার আয়োজক এক্সট্রা কমিউনিকেশন। মেলায় ২৫টির বেশি প্রতিষ্ঠানের প্রায় ৪০টি স্টল থাকবে।ক্রেতাদের কথা চিন্তা করে এবারের মেলায়  প্রায় সব পণ্যেই মূল্যছাড় ও উপহার থাকছে।সুতরাং আপনার কাছাকাছি হলে আপনি ও ঘুরে আসতে পারেন মেলা থেকে। পরিচিত হতে পারেন নতুন নতুন প্রযুক্তির সাথে।আর সবসময় আপডেট থাকুন  eastowest24.tk এর সাথে।

‘গুগল আইও ২০১৫’-বার্ষিক সম্মেলন

সময় আছে আর মাত্র এক দিন।আগামীকাল গুগলের আয়োজনে রাজধানীসহ দেশের ছয়টি শহরে ডেভেলপারদের নিয়ে ‘গুগল আইও রিক্যাপ বাংলাদেশ’ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ সম্মেলনে গত মাসে যুক্তরাষ্ট্রের মাউন্টেন ভিউতে অনুষ্ঠিত গুগলের ডেভেলপারদের বার্ষিক সম্মেলন ‘গুগল আইও ২০১৫’-এর উল্লেখযোগ্য অংশ দেখানো হবে। চলতি বছর বাংলাদেশ থেকে পাঁচজন এতে অংশ নেন।
ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, দিনাজপুর ও খুলনায় একই সঙ্গে চলবে এ আয়োজন। আয়োজনগুলোতে আইও সম্মেলনের মূল বক্তৃতাসহ বিভিন্ন অধিবেশন বড় পর্দায় দেখানো হবে। অনুষ্ঠানের শেষ অংশে থাকবে সংগীত পরিবেশনা। বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এই আয়োজন। আয়োজনের পৃষ্ঠপোষক গুগল, এলিট মোবাইল এবং কখন ডটকম।
আগ্রহীদের goo.gl/VHIZMs ঠিকানায় গিয়ে নিবন্ধন করতে হবে।তাহলে দেরি না করে এখনই নিবন্ধন করে নিন,কেননা প্রতি শহর থেকে ৫০ জন করে নেয়া হবে।