Thursday 9 July 2015

গ্রামীণফোনে এক বছরে ১৩ মাস


বাংগালীর নতুন রক্তচোষা গ্রামীণফোনে এক
বছরে ১৩ মাস! অতিরিক্ত ১ মাসে গ্রাহকের কোটি
কোটি টাকা নিচ্ছে।
অংকের হিসাব গড়মিল মনে হলেও বাস্তবে তা
সত্য। হ্যাঁ দেশের শীর্ষ মোবাইল অপারেটর যে
কোটি কোটি টাকা সরিয়ে নিচ্ছে সেই ভয়ংকর
ব্যাপারে আমরা কেউ জ্ঞাত তো নয়ই বরং যার ১২
মাসকে ১৩ মাস হিসেবেই ব্যবহার করছেন। ফলে
বছরে এক মাস বেশি এবং ওই এক মাসে অতিরিক্ত
রেভিউও পাচ্ছে অপারেটরটি।
সম্প্রতি গ্রামীণফোন তাদের গ্রাহকদের কিছু কিছু
ইন্টারনেট প্যাকেজে ৩০ দিনের পরিবর্তে ২৮
দিনের অফার দিচ্ছে। কোন গ্রাহক ১২ বার
ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করলেও তার দিন শেষ
হবে (১২x২৮) ৩৩৬ দিন। বছর শেষ হতে হাতে থাকে
আরও ২৯ দিন! ফলে গ্রামীণফোনের গ্রাহকরা বছরে
এক মাস অতিরিক্ত অর্থাৎ ১৩ মাসের বিল দিচ্ছেন।
বর্তমানে গ্রামীণফোনের ওয়েবসাইটে তিনটি
প্যাকেজে এই অফার দেখতে পাওয়া যাচ্ছে। নিচে
তা দেওয়া হলো -
১) http://www.grameenphone.com/personal/offers/attractive-offer-new-connection
২) http://www.grameenphone.com/notices-board/data-package-discontinuation-n ...
৩) http://www.grameenphone.com/notices-board/discontinuation-selected-data -...
এসব প্যাকেজ ছাড়াও মোবাইলে এসএমএস করে
নানান ইন্টারনেট প্যাকেজের অফার দেওয়া হচ্ছে।
আজ বুধবারও মোবাইল এসএমএস-এ ইন্টারনেট
প্যাকেজের অফারে গ্রামীণফোন লিখেছে,
"সেইরকম ইন্টারনেট অফার! এখন ১ জিবি ইন্টারনেট
+ ১ জিবি ফেসবুক (মেয়াদ ২৮ দিন); পাচ্ছেন মাত্র
১৯৯ টাকায় (+VAT & SD)। অ্যাক্টিভেট করতে
ডায়াল *৫০০*৪৮#"।
এদিকে গ্রামীণফোনের এই কৌশলী ব্যবহারের
প্রতিবাদ করে অনেকেই সোশ্যাল মিডিয়াতে
স্ট্যাটাস দিয়েছেন। মো. রুবেল আহমেদ নামের
একজন লিখেছেন, আপনি এক বছরে ১২ বার নয় ১৩
বার ইন্টারনেট প্যাকেজ কিনছেন। অতিরিক্ত এই এক
মাসের খরচ থেকে গ্রামীণফোন যে কোটি কোটি
টাকা সরিয়ে নিচ্ছে সেই ভয়ংকর ব্যাপারে আমরা
কেউ জ্ঞাত তো নয়ই বরং যারা জ্ঞাত তারাও
অনেকে চুপ করে আছেন। ছোটবেলায় একবার ছিনতাই
এর শিকার হয়েছিলাম, তখন তারা ছুরি পিস্তল
নিয়ে এসেছিলো। এখন দেখছি মানুষজন মোবাইল
ব্যবহার করে ছিনতাই হচ্ছেন। এইটা ডিজিটাল যুগের
দুর্দান্ত চমৎকার একটা উদাহরণ।

Thursday 9 July 2015

গ্রামীণফোনে এক বছরে ১৩ মাস


বাংগালীর নতুন রক্তচোষা গ্রামীণফোনে এক
বছরে ১৩ মাস! অতিরিক্ত ১ মাসে গ্রাহকের কোটি
কোটি টাকা নিচ্ছে।
অংকের হিসাব গড়মিল মনে হলেও বাস্তবে তা
সত্য। হ্যাঁ দেশের শীর্ষ মোবাইল অপারেটর যে
কোটি কোটি টাকা সরিয়ে নিচ্ছে সেই ভয়ংকর
ব্যাপারে আমরা কেউ জ্ঞাত তো নয়ই বরং যার ১২
মাসকে ১৩ মাস হিসেবেই ব্যবহার করছেন। ফলে
বছরে এক মাস বেশি এবং ওই এক মাসে অতিরিক্ত
রেভিউও পাচ্ছে অপারেটরটি।
সম্প্রতি গ্রামীণফোন তাদের গ্রাহকদের কিছু কিছু
ইন্টারনেট প্যাকেজে ৩০ দিনের পরিবর্তে ২৮
দিনের অফার দিচ্ছে। কোন গ্রাহক ১২ বার
ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করলেও তার দিন শেষ
হবে (১২x২৮) ৩৩৬ দিন। বছর শেষ হতে হাতে থাকে
আরও ২৯ দিন! ফলে গ্রামীণফোনের গ্রাহকরা বছরে
এক মাস অতিরিক্ত অর্থাৎ ১৩ মাসের বিল দিচ্ছেন।
বর্তমানে গ্রামীণফোনের ওয়েবসাইটে তিনটি
প্যাকেজে এই অফার দেখতে পাওয়া যাচ্ছে। নিচে
তা দেওয়া হলো -
১) http://www.grameenphone.com/personal/offers/attractive-offer-new-connection
২) http://www.grameenphone.com/notices-board/data-package-discontinuation-n ...
৩) http://www.grameenphone.com/notices-board/discontinuation-selected-data -...
এসব প্যাকেজ ছাড়াও মোবাইলে এসএমএস করে
নানান ইন্টারনেট প্যাকেজের অফার দেওয়া হচ্ছে।
আজ বুধবারও মোবাইল এসএমএস-এ ইন্টারনেট
প্যাকেজের অফারে গ্রামীণফোন লিখেছে,
"সেইরকম ইন্টারনেট অফার! এখন ১ জিবি ইন্টারনেট
+ ১ জিবি ফেসবুক (মেয়াদ ২৮ দিন); পাচ্ছেন মাত্র
১৯৯ টাকায় (+VAT & SD)। অ্যাক্টিভেট করতে
ডায়াল *৫০০*৪৮#"।
এদিকে গ্রামীণফোনের এই কৌশলী ব্যবহারের
প্রতিবাদ করে অনেকেই সোশ্যাল মিডিয়াতে
স্ট্যাটাস দিয়েছেন। মো. রুবেল আহমেদ নামের
একজন লিখেছেন, আপনি এক বছরে ১২ বার নয় ১৩
বার ইন্টারনেট প্যাকেজ কিনছেন। অতিরিক্ত এই এক
মাসের খরচ থেকে গ্রামীণফোন যে কোটি কোটি
টাকা সরিয়ে নিচ্ছে সেই ভয়ংকর ব্যাপারে আমরা
কেউ জ্ঞাত তো নয়ই বরং যারা জ্ঞাত তারাও
অনেকে চুপ করে আছেন। ছোটবেলায় একবার ছিনতাই
এর শিকার হয়েছিলাম, তখন তারা ছুরি পিস্তল
নিয়ে এসেছিলো। এখন দেখছি মানুষজন মোবাইল
ব্যবহার করে ছিনতাই হচ্ছেন। এইটা ডিজিটাল যুগের
দুর্দান্ত চমৎকার একটা উদাহরণ।