Friday, 29 May 2015

বাউবি এস.এস.সি প্রোগ্রাম (Bangladesh Open University SSC Program)

শিক্ষার যেমন কোন বয়স নেই,তেমনি শিক্ষা বা জ্ঞানার্জনে কোন লজ্জা ও নেই।আদু ভাইয়ের গল্পের কথা মনে আছে? লোকটা মরণের আগ মুহূর্ত পর্যন্ত বিদ্যার্জনের চেষ্টায় ছিল।কিন্তু সামাজিক জীব হিসেবে বিদ্যার্জনের আগে আমাদের সামনে যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে দেখা দেয় তা হচ্ছে আমাদের মৌলিক অধিকার পূর্ণ করা,আমাদের খাদ্য বস্ত্রের চাহিদা মেটানো। আর তাই অনেকের দেখা যায় স্বাদ থাকলেও পরিবারের হাল ধরতে গিয়ে পড়ালেখা করা বা চালিয়ে যাওয়া সম্ভবপর হয় না।সেই সব কর্মজীবী ভাইদের যাতে সংসারের ঘানি টানার সাথে সাথে লেখাপড়া চালিয়ে যেতে পারে সেই লক্ষ্যে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয় বাউবি। প্রতিষ্ঠার পর থেকে এ প্রতিষ্ঠান টি লক্ষ লক্ষ কর্মজীবী ভাই-বোনদের সেবা প্রদান করে আসছে।এই প্রতিষ্ঠান এর সাথে জড়িত সকল ছাত্রছাত্রী, শিক্ষকমণ্ডলী ও চাকুরীজীবীদের স্যালুট জানাই,যারা তাদের শ্রমের মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছে আমার,আপনার, আমাদের সবার প্রিয় সোনার বাংলা কে।কিন্তু খুব কষ্ট লাগে যখন থেকে দেখছি এই প্রোগ্রাম এর শিক্ষার্থীরা বৈষম্যের স্বীকার হয়ে আসছে।আমি কোন প্রফেশনাল ব্লগার না,তবুও আমার চারপাশটাকে জানতে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে ভালো লাগে।একদম নিজস্ব কৌতূহল থেকে সিলেটের কয়েক টা কেন্দ্রে গিয়েছি। কথা বলেছি অধ্যয়নরত অনেকের সাথে।শুনেছি তাদের দুঃখের কথা,অবহেলা বৈষম্যের কথা।তাই এত সব শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে সরকার এবং যথাযথ কতৃপক্ষের কাছে আবেদন রইল এই শিক্ষা ব্যবস্থাকে দ্রুত আধুনিকায়ন ও যুগোপযোগী করার।তাতে আমাদের সমাজের ও দেশের মঙ্গল।
এখন মেইন বিষয়ে আসি।আপনাদের অনেকে হয়ত জানেন। আর যারা জানেন না পোস্ট টা মূলত তাদের জন্য।
★ ২০১৪ - ২০১৫ শিক্ষাবর্ষের “এস এস সি (SSC)” প্রোগ্রামের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।২৮ মে ২০১৫ থেকে ১৫ সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে।এই সময়ের মধ্যে যদি ভর্তি হতে অসমর্থ  হন তাহলে :-
১৬ সেপ্টেম্বর ২০১৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৫ তারিখ পর্যন্ত বিলম্ব ফি দিয়ে ভর্তি হওয়া যাবে।
গাইড লাইন লিংকঃ-
http://bou.edu.bd/images/admission/ssc_os_260515.pdf
সার্কুলার লিংকঃ-
http://bou.edu.bd/images/admission/ssc_260515.pdf

Friday, 29 May 2015

বাউবি এস.এস.সি প্রোগ্রাম (Bangladesh Open University SSC Program)

শিক্ষার যেমন কোন বয়স নেই,তেমনি শিক্ষা বা জ্ঞানার্জনে কোন লজ্জা ও নেই।আদু ভাইয়ের গল্পের কথা মনে আছে? লোকটা মরণের আগ মুহূর্ত পর্যন্ত বিদ্যার্জনের চেষ্টায় ছিল।কিন্তু সামাজিক জীব হিসেবে বিদ্যার্জনের আগে আমাদের সামনে যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে দেখা দেয় তা হচ্ছে আমাদের মৌলিক অধিকার পূর্ণ করা,আমাদের খাদ্য বস্ত্রের চাহিদা মেটানো। আর তাই অনেকের দেখা যায় স্বাদ থাকলেও পরিবারের হাল ধরতে গিয়ে পড়ালেখা করা বা চালিয়ে যাওয়া সম্ভবপর হয় না।সেই সব কর্মজীবী ভাইদের যাতে সংসারের ঘানি টানার সাথে সাথে লেখাপড়া চালিয়ে যেতে পারে সেই লক্ষ্যে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয় বাউবি। প্রতিষ্ঠার পর থেকে এ প্রতিষ্ঠান টি লক্ষ লক্ষ কর্মজীবী ভাই-বোনদের সেবা প্রদান করে আসছে।এই প্রতিষ্ঠান এর সাথে জড়িত সকল ছাত্রছাত্রী, শিক্ষকমণ্ডলী ও চাকুরীজীবীদের স্যালুট জানাই,যারা তাদের শ্রমের মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছে আমার,আপনার, আমাদের সবার প্রিয় সোনার বাংলা কে।কিন্তু খুব কষ্ট লাগে যখন থেকে দেখছি এই প্রোগ্রাম এর শিক্ষার্থীরা বৈষম্যের স্বীকার হয়ে আসছে।আমি কোন প্রফেশনাল ব্লগার না,তবুও আমার চারপাশটাকে জানতে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে ভালো লাগে।একদম নিজস্ব কৌতূহল থেকে সিলেটের কয়েক টা কেন্দ্রে গিয়েছি। কথা বলেছি অধ্যয়নরত অনেকের সাথে।শুনেছি তাদের দুঃখের কথা,অবহেলা বৈষম্যের কথা।তাই এত সব শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে সরকার এবং যথাযথ কতৃপক্ষের কাছে আবেদন রইল এই শিক্ষা ব্যবস্থাকে দ্রুত আধুনিকায়ন ও যুগোপযোগী করার।তাতে আমাদের সমাজের ও দেশের মঙ্গল।
এখন মেইন বিষয়ে আসি।আপনাদের অনেকে হয়ত জানেন। আর যারা জানেন না পোস্ট টা মূলত তাদের জন্য।
★ ২০১৪ - ২০১৫ শিক্ষাবর্ষের “এস এস সি (SSC)” প্রোগ্রামের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।২৮ মে ২০১৫ থেকে ১৫ সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে।এই সময়ের মধ্যে যদি ভর্তি হতে অসমর্থ  হন তাহলে :-
১৬ সেপ্টেম্বর ২০১৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৫ তারিখ পর্যন্ত বিলম্ব ফি দিয়ে ভর্তি হওয়া যাবে।
গাইড লাইন লিংকঃ-
http://bou.edu.bd/images/admission/ssc_os_260515.pdf
সার্কুলার লিংকঃ-
http://bou.edu.bd/images/admission/ssc_260515.pdf