Saturday, 29 August 2015

পলিটেকনিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও আধুনিকায়নে সহায়তা দিবে ভারত

দেশের পলিটেকনিক ইনস্টিটিউট গুলোকে
সহায়তা দিবে
ভারত,
ভারত সরকার দেশের ৪৯টি সরকারি
পলিটেকনিক ইনস্টিটিউটে অতিরিক্ত
এক লাখ শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে
প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও
আধুনিকায়নের জন্য ২ হাজার ৩৮১
কোটি ১৬ লাখ টাকা সহায়তা দিতে
সম্মত হয়েছে।
ইতেমধ্যে এ বিষয়ে বাংলাদেশ
সরকার ও ভারত সরকারের সঙ্গে একটি
সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
হয়েছে। তিন বছর মেয়াদি প্রকল্পের
নাম ক্রিয়েটিং ফ্যাসিলিটি ফর
অ্যাডিশনাল ওয়ান লাখ স্টুডেন্টস
এনরোলমেন্ট ইন ৪৯ পলিটেকনিক
ইনস্টিটিউট্স।
এ প্রকল্পের আওতায় দেশের ৪৯টি
পলিটেকনিকে প্রয়োজনীয়
অবকাঠামো নির্মাণ, শিক্ষার্থী-
শিক্ষক-কর্মচারীদের জন্য প্রয়োজনীয়
সুবিধা বৃদ্ধি, প্রচলিত ট্রেডগুলোর
পাশাপাশি আরো নতুন ১৮টি
ইমার্জিং টেকনোলজি চালু করে
আরো অতিরিক্ত এক লাখ দক্ষ মানবসম্পদ
তৈরি করে দেশীয় ও বিশ্ব চাকরি
বাজারের চ্যালেঞ্জ মোকাবেলা
করা হবে।
নতুন ১৮টি ইমার্জিং টেকনোলজি
হলো- অ্যানিমেশন অ্যান্ড ফিল্ম
মেকিং, ডাটা কমিউনিকেশন অ্যান্ড
নেটওয়ার্কিং, ফুড প্রসেসিং অ্যান্ড
প্রিজার্ভেশন, ফুটওয়ার অ্যান্ড লেদার
প্রডাক্টস, কিন অ্যান্ড ফার্নেস,
ল্যান্ডস্কেপ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড
আর্কিটেকচার, মিডিয়া অ্যান্ড
জার্নালিজম, মোশন গ্রাফিক্স অ্যান্ড
ব্রডকাস্টিং, মালিটিমিডিয়া
অ্যান্ড ইনফরমেশন কমিনিকেশন,
ওশেনোগ্রাফিক, প্লাস্টিক অ্যান্ড
পলিমার, সিমুলেশন, সফটওয়্যার
ডেভেলপমেন্ট, সোলার, স্ট্রাকচারাল
সিরামিক, টুরিজম অ্যান্ড
হসপিটালিটি ম্যানেজমেন্ট,
ট্রান্সপোর্টেশন এবং ওয়েব ডিজাইন।
প্রসঙ্গত, বর্তমানে সরকারি
পলিটেকনিকগুলোতে দুই শিফটে মোট
৩১ হাজার ৫৮০ জন শিক্ষার্থী ভর্তি
করা হয়।

পাবলিক ও জাতীয় বিশ্ববিদ্যালয় এ ভর্তি পরীক্ষার তারিখ সমূহ

ভর্তি পরীক্ষার তারিখ সমূহ►
(১) ঢাকা বিশ্ববিদ্যালয়ঃ
ক ইউনিট:- ৩০ অক্টোবর
খ ইউনিট:- ৯ অক্টোবর
গ ইউনিট:- ১৬ অক্টোবর
ঘ ইউনিট:- ৬ নভেম্বর
চ ইউনিট:- লিখিত পরীক্ষা ১০ অক্টোবর ও অংকন
পরীক্ষা ১৭ অক্টোবর ।
আবেদন:- ২০ আগষ্ট থেকে ৬ সেপ্টেম্বর।
(২) রাজশাহী বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ৯-১২ নভেম্বর।
আবেদন:- ১ থেকে ১৮ অক্টোবর।
(৩) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ১ থেকে ৯ নভেম্বর।
(৪) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ২৫ অক্টোবর থেকে ৫
নভেম্বর।
(৫) ইসলামী বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ১৫ থেকে ১৯ নভেম্বর।
(৬) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ৪ ও ৫ ডিসেম্বর।
(৭) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ৯ থেকে ১২ নভেম্বর।
(৮) বরিশাল বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ২৭ ও ২৮ নভেম্বর,।
(৯) রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ৪, ৫ ও ৬ ডিসেম্বর।
(১০) খুলনা বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ১১ ও ১২ ডিসেম্বর।
(১১) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসঃ
ভর্তি পরীক্ষা: ২৩, ২৪, ৩০ ও ৩১ অক্টোবর।
(১২) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট):
ভর্তি পরীক্ষা: ১০ বা ১৭ অক্টোবর।
(১৩) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ৩১ অক্টোবর,।
(১৪) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ১৪ নভেম্বর।
(১৫) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ৬ নভেম্বর ।
(১৬) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ২০ অথবা ২৭ নভেম্বর।
(১৭) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ১৪ নভেম্বর।
(১৮) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ১৮ ডিসেম্বর।
(১৯) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ২৮ নভেম্বর।
(২০) চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ৭ নভেম্বর।
(২১) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ভর্তি পরীক্ষা: ১৩ নভেম্বর।
(২২) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ৩০ নভেম্বর ও ১ থেকে ৩ ডিসেম্বর।
(২৩) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ১৪ নভেম্বর।
(২৪) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ২০ ও ২১ নভেম্বর।
(২৫) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ২৭ ও ২৮ নভেম্বর।
(২৬) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ১৩ ও ১৪ ডিসেম্বর।
(২৭) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ২০ ও ২১ নভেম্বর।
(২৮) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ৫ ডিসেম্বর।
(২৯) মেডিকেল ও ডেন্টাল কলেজঃ
ভর্তি পরীক্ষা: ১৮ সেপ্টেম্বর।
(৩০) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ১০,১৭,২৪,৩১ অক্টোবর এবং ৭
নভেম্বর।
(৩১) জাতীয় বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি কার্যক্রম শুরু ১ অক্টোবর।

"মা! তোমার এই বস্তির ছেলে, বাদাম বিক্রিওয়ালা ছেলেটি আজ ইঞ্জিনিয়ার।"

বুয়েটের সমাবর্তনে অনুষ্ঠানে
পুরস্কার নিতে গিয়ে
এক ছাত্র খুব গর্ব করে
বলেছিল,
"আমার মতো ছাত্র বুয়েট আর ২য়
টি পাবে না, আর
আসবেও না, আমিই শেষ । আমি আজ
বেরিয়ে যাচ্ছি,
আর কোনো দিন এই বুয়েটে
আমার মতো
কোনো ছাত্র ভর্তি হতে পারবে
না।
আজ আমি
গর্বিত যে, এতো বড় এক শিক্ষা
প্রতিষ্ঠানের আমি
ছাত্র ছিলাম।"
সে কাঁদছিল আর কথাগুলো
বলতেছিল।
তার এক
স্যার এই গর্বিত হওয়ার কারণ
জানতে
চাইলে তখন
সে বলেছিল, "কমলাপুরের রেলওয়ে
স্টেশনের কাছে এক বস্তির ঘরে
আমার
জন্ম
হয়েছে, আমি বস্তির ছেলে। ছোট
বেলায় বাবা
মারা যায়। মা দিনের বেলায়
ভিক্ষাবৃত্তি করত আর রাতে
এক বাসায় কাজ করত। আমি বস্তির
এক
স্কুলে পড়তাম।
ছোট থেকেই লেখা-পড়ায় চৌকস
ছিলাম। স্কুলের
ফাঁকে ফাঁকে আমি স্টেশনে
বাদাম
বিক্রি
করতাম,স্টেশনে পড়ে থাকা
ইংলিশ
পত্রিকার টুকরা
টুকরা কাগজ কুড়িয়ে পড়তাম। আমি
যখন
ক্লাস থ্রিতে
উত্তীর্ণ হলাম, ঐ বস্তির স্কুলের
মধ্যে
সর্বোচ্চ নম্বর পেয়ে। আমার পড়া
লেখার প্রতি
আগ্রহ দেখে এক ভদ্রলোক আমার
দিকে
সাহায্যর হাত বাড়িয়ে ছিল। সেই
ভদ্র
লোকটির জন্য
আজ আমি এতদূর পর্যন্ত আসতে
পেরেছি। আজ
মা বেঁচে নেই, থাকলে দৌড়ে
গিয়ে
জোড় গলায়
বলতাম, "মা! তোমার এই বস্তির
ছেলে,
বাদাম
বিক্রিওয়ালা ছেলেটি আজ
ইঞ্জিনিয়ার।"
কিন্তু ভাগ্যর নির্মম পরিহাস,
তিনি
আজ নেই। আজ
আমার একটাই পরিচয়, আমি বস্তির
ছেলে। যা বলতে
আমার এতটুকু দ্বিধাবোধ হয় না..."
এই রকম মন মানসিকতার অধিকারী
আমরা কয়জন হতে
পেরেছি? শতকরা একজনকেও
পাওয়া
যাবে না।
আমরা নিজেকে কৃষকের ছেলে বা
মেয়ে
বলে পরিচয় দিতে হীনমন্যতায়
ভুগি।
যেখানে,
বাংলাদেশ নিজেই একটি
কৃষিপ্রধান
দেশ.....অনেককেই ভাবতে দেখি,
ধুর!
আমি
তো মধ্যভিত্ত, আমার দ্বারা বোধ
হয়
এটা হবে
না....... আরে, হবে কিভাবে!!! তুমি
তো
চেষ্টাই
করনি!!!
আমরা ভুলে যাই যে, আমরা
বাংলাদেশী, আমাদের
মধ্যে সামাজিকতা আছে, যা
সারা
বিশ্বের কোনো
জাতির মধ্যে নেই। আমরা ইচ্ছা
করলে
সব পারি,
"পারতেই হবে" কথাটা যে
আমাদের
রক্তে মিশে
আছে....।।।

Saturday, 29 August 2015

পলিটেকনিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও আধুনিকায়নে সহায়তা দিবে ভারত

দেশের পলিটেকনিক ইনস্টিটিউট গুলোকে
সহায়তা দিবে
ভারত,
ভারত সরকার দেশের ৪৯টি সরকারি
পলিটেকনিক ইনস্টিটিউটে অতিরিক্ত
এক লাখ শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে
প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও
আধুনিকায়নের জন্য ২ হাজার ৩৮১
কোটি ১৬ লাখ টাকা সহায়তা দিতে
সম্মত হয়েছে।
ইতেমধ্যে এ বিষয়ে বাংলাদেশ
সরকার ও ভারত সরকারের সঙ্গে একটি
সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
হয়েছে। তিন বছর মেয়াদি প্রকল্পের
নাম ক্রিয়েটিং ফ্যাসিলিটি ফর
অ্যাডিশনাল ওয়ান লাখ স্টুডেন্টস
এনরোলমেন্ট ইন ৪৯ পলিটেকনিক
ইনস্টিটিউট্স।
এ প্রকল্পের আওতায় দেশের ৪৯টি
পলিটেকনিকে প্রয়োজনীয়
অবকাঠামো নির্মাণ, শিক্ষার্থী-
শিক্ষক-কর্মচারীদের জন্য প্রয়োজনীয়
সুবিধা বৃদ্ধি, প্রচলিত ট্রেডগুলোর
পাশাপাশি আরো নতুন ১৮টি
ইমার্জিং টেকনোলজি চালু করে
আরো অতিরিক্ত এক লাখ দক্ষ মানবসম্পদ
তৈরি করে দেশীয় ও বিশ্ব চাকরি
বাজারের চ্যালেঞ্জ মোকাবেলা
করা হবে।
নতুন ১৮টি ইমার্জিং টেকনোলজি
হলো- অ্যানিমেশন অ্যান্ড ফিল্ম
মেকিং, ডাটা কমিউনিকেশন অ্যান্ড
নেটওয়ার্কিং, ফুড প্রসেসিং অ্যান্ড
প্রিজার্ভেশন, ফুটওয়ার অ্যান্ড লেদার
প্রডাক্টস, কিন অ্যান্ড ফার্নেস,
ল্যান্ডস্কেপ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড
আর্কিটেকচার, মিডিয়া অ্যান্ড
জার্নালিজম, মোশন গ্রাফিক্স অ্যান্ড
ব্রডকাস্টিং, মালিটিমিডিয়া
অ্যান্ড ইনফরমেশন কমিনিকেশন,
ওশেনোগ্রাফিক, প্লাস্টিক অ্যান্ড
পলিমার, সিমুলেশন, সফটওয়্যার
ডেভেলপমেন্ট, সোলার, স্ট্রাকচারাল
সিরামিক, টুরিজম অ্যান্ড
হসপিটালিটি ম্যানেজমেন্ট,
ট্রান্সপোর্টেশন এবং ওয়েব ডিজাইন।
প্রসঙ্গত, বর্তমানে সরকারি
পলিটেকনিকগুলোতে দুই শিফটে মোট
৩১ হাজার ৫৮০ জন শিক্ষার্থী ভর্তি
করা হয়।

পাবলিক ও জাতীয় বিশ্ববিদ্যালয় এ ভর্তি পরীক্ষার তারিখ সমূহ

ভর্তি পরীক্ষার তারিখ সমূহ►
(১) ঢাকা বিশ্ববিদ্যালয়ঃ
ক ইউনিট:- ৩০ অক্টোবর
খ ইউনিট:- ৯ অক্টোবর
গ ইউনিট:- ১৬ অক্টোবর
ঘ ইউনিট:- ৬ নভেম্বর
চ ইউনিট:- লিখিত পরীক্ষা ১০ অক্টোবর ও অংকন
পরীক্ষা ১৭ অক্টোবর ।
আবেদন:- ২০ আগষ্ট থেকে ৬ সেপ্টেম্বর।
(২) রাজশাহী বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ৯-১২ নভেম্বর।
আবেদন:- ১ থেকে ১৮ অক্টোবর।
(৩) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ১ থেকে ৯ নভেম্বর।
(৪) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ২৫ অক্টোবর থেকে ৫
নভেম্বর।
(৫) ইসলামী বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ১৫ থেকে ১৯ নভেম্বর।
(৬) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ৪ ও ৫ ডিসেম্বর।
(৭) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ৯ থেকে ১২ নভেম্বর।
(৮) বরিশাল বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ২৭ ও ২৮ নভেম্বর,।
(৯) রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ৪, ৫ ও ৬ ডিসেম্বর।
(১০) খুলনা বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ১১ ও ১২ ডিসেম্বর।
(১১) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসঃ
ভর্তি পরীক্ষা: ২৩, ২৪, ৩০ ও ৩১ অক্টোবর।
(১২) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট):
ভর্তি পরীক্ষা: ১০ বা ১৭ অক্টোবর।
(১৩) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ৩১ অক্টোবর,।
(১৪) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ১৪ নভেম্বর।
(১৫) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ৬ নভেম্বর ।
(১৬) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ২০ অথবা ২৭ নভেম্বর।
(১৭) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ১৪ নভেম্বর।
(১৮) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ১৮ ডিসেম্বর।
(১৯) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ২৮ নভেম্বর।
(২০) চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ৭ নভেম্বর।
(২১) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ভর্তি পরীক্ষা: ১৩ নভেম্বর।
(২২) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ৩০ নভেম্বর ও ১ থেকে ৩ ডিসেম্বর।
(২৩) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ১৪ নভেম্বর।
(২৪) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ২০ ও ২১ নভেম্বর।
(২৫) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ২৭ ও ২৮ নভেম্বর।
(২৬) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ১৩ ও ১৪ ডিসেম্বর।
(২৭) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ২০ ও ২১ নভেম্বর।
(২৮) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ৫ ডিসেম্বর।
(২৯) মেডিকেল ও ডেন্টাল কলেজঃ
ভর্তি পরীক্ষা: ১৮ সেপ্টেম্বর।
(৩০) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি পরীক্ষা: ১০,১৭,২৪,৩১ অক্টোবর এবং ৭
নভেম্বর।
(৩১) জাতীয় বিশ্ববিদ্যালয়ঃ
ভর্তি কার্যক্রম শুরু ১ অক্টোবর।

"মা! তোমার এই বস্তির ছেলে, বাদাম বিক্রিওয়ালা ছেলেটি আজ ইঞ্জিনিয়ার।"

বুয়েটের সমাবর্তনে অনুষ্ঠানে
পুরস্কার নিতে গিয়ে
এক ছাত্র খুব গর্ব করে
বলেছিল,
"আমার মতো ছাত্র বুয়েট আর ২য়
টি পাবে না, আর
আসবেও না, আমিই শেষ । আমি আজ
বেরিয়ে যাচ্ছি,
আর কোনো দিন এই বুয়েটে
আমার মতো
কোনো ছাত্র ভর্তি হতে পারবে
না।
আজ আমি
গর্বিত যে, এতো বড় এক শিক্ষা
প্রতিষ্ঠানের আমি
ছাত্র ছিলাম।"
সে কাঁদছিল আর কথাগুলো
বলতেছিল।
তার এক
স্যার এই গর্বিত হওয়ার কারণ
জানতে
চাইলে তখন
সে বলেছিল, "কমলাপুরের রেলওয়ে
স্টেশনের কাছে এক বস্তির ঘরে
আমার
জন্ম
হয়েছে, আমি বস্তির ছেলে। ছোট
বেলায় বাবা
মারা যায়। মা দিনের বেলায়
ভিক্ষাবৃত্তি করত আর রাতে
এক বাসায় কাজ করত। আমি বস্তির
এক
স্কুলে পড়তাম।
ছোট থেকেই লেখা-পড়ায় চৌকস
ছিলাম। স্কুলের
ফাঁকে ফাঁকে আমি স্টেশনে
বাদাম
বিক্রি
করতাম,স্টেশনে পড়ে থাকা
ইংলিশ
পত্রিকার টুকরা
টুকরা কাগজ কুড়িয়ে পড়তাম। আমি
যখন
ক্লাস থ্রিতে
উত্তীর্ণ হলাম, ঐ বস্তির স্কুলের
মধ্যে
সর্বোচ্চ নম্বর পেয়ে। আমার পড়া
লেখার প্রতি
আগ্রহ দেখে এক ভদ্রলোক আমার
দিকে
সাহায্যর হাত বাড়িয়ে ছিল। সেই
ভদ্র
লোকটির জন্য
আজ আমি এতদূর পর্যন্ত আসতে
পেরেছি। আজ
মা বেঁচে নেই, থাকলে দৌড়ে
গিয়ে
জোড় গলায়
বলতাম, "মা! তোমার এই বস্তির
ছেলে,
বাদাম
বিক্রিওয়ালা ছেলেটি আজ
ইঞ্জিনিয়ার।"
কিন্তু ভাগ্যর নির্মম পরিহাস,
তিনি
আজ নেই। আজ
আমার একটাই পরিচয়, আমি বস্তির
ছেলে। যা বলতে
আমার এতটুকু দ্বিধাবোধ হয় না..."
এই রকম মন মানসিকতার অধিকারী
আমরা কয়জন হতে
পেরেছি? শতকরা একজনকেও
পাওয়া
যাবে না।
আমরা নিজেকে কৃষকের ছেলে বা
মেয়ে
বলে পরিচয় দিতে হীনমন্যতায়
ভুগি।
যেখানে,
বাংলাদেশ নিজেই একটি
কৃষিপ্রধান
দেশ.....অনেককেই ভাবতে দেখি,
ধুর!
আমি
তো মধ্যভিত্ত, আমার দ্বারা বোধ
হয়
এটা হবে
না....... আরে, হবে কিভাবে!!! তুমি
তো
চেষ্টাই
করনি!!!
আমরা ভুলে যাই যে, আমরা
বাংলাদেশী, আমাদের
মধ্যে সামাজিকতা আছে, যা
সারা
বিশ্বের কোনো
জাতির মধ্যে নেই। আমরা ইচ্ছা
করলে
সব পারি,
"পারতেই হবে" কথাটা যে
আমাদের
রক্তে মিশে
আছে....।।।