Friday, 5 June 2015

আয়ারল্যান্ড প্রবাসী বাংলাদেশি

যেসব বাংলাদেশি প্রবাসী ভাইদের জন্য আমাদের অর্থনীতির চাকা দ্রুত এগিয়ে যাচ্ছে, তারা প্রবাসে কত কষ্টে আছে তারা জানে। স্যালুট এই সব ভাইদের। এই নিউজ টা আয়ারল্যান্ডের প্রবাসী বাংলাদেশি ভাইদের জন্য কিছুটা হলেও স্বস্তির হবে আশা করি।অনেকে জানেন আবার অনেকে না- আগামী ৭ই জুন ২০১৫ ইং রোজ রবিবার লন্ডনের বাংলাদেশ দূতাবাস আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে সকাল ১০টা ৩০মিনিট থেকে বৈকাল ৪টা পর্যন্ত সকল বাংলাদেশীদের জন্য বাংলাদেশী পাসপোর্ট নবায়ন, নতুন পাসপোর্টের জন্য আবেদন গ্রহন, আইরিশ পাসপোর্টের জন্য নো ভিসা রিকয়ার্ড সীল, এফিডেভিট, জন্ম সনদ সত্যায়িত এবং পাওয়ার এটর্নি সহ আরো অন্যান্য সেবা সমূহ প্রদান করার জন্য ডাবলিনে আসবেন।
স্থান: Islamic Cultural Centre of Ireland,
19 Roebuck Road, Clonskeagh, Dublin 14,Ireland
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: টিটু খন্দকার -০৮৬৬৬৬৫৩১৮, রিয়াজ খন্দকার-০৮৬৭৭৫৮৯৭০, আসিক কামাল -০৮৯৯৫০৫৪৪৬, জিকু বনিক -০৮৬২৫১৯১২৫।

নিউজ টা শেয়ার করে বাংলাদেশিদের সেবায় এগিয়ে আসুন,প্লিজ ।

Budget 2015-2016 যেসব পণ্যের দাম বাড়ছে বা কমছে

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের জন্য প্রায় ৩ লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত । গড় মূল্যস্ফীতি ৬ দশমিক ২ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য ঠিক করে বর্তমান সরকারের দ্বিতীয় বাজেট ঘোষণা করেছেন তিনি। সাত শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরে নতুন অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, “সরবরাহের দিক থেকে শিল্প ও সেবাখাত এবং চাহিদার দিক থেকে ব্যক্তি খাতের ভোগ ব্যয় এবং ব্যক্তি ও সরকারিখাতোর বিনিয়োগ ব্যয় হবে এই প্রবৃদ্ধিরচালিকাশক্তি। উপরন্তু, রাজস্ব ও মুদ্রানীতিরসুসমন্বয় এ লক্ষ্য অর্জনে সহায়তা করবে।”

নতুন বাজেটের শিরোনাম দেওয়া হয়েছে উচ্চ প্রবৃদ্ধির পথ রচনা। অর্থমন্ত্রী আশা করছেন,আসন্ন নতুন অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) চলতি অর্থবছরের চেয়ে ৭শতাংশ বাড়বে।সেই সঙ্গে গড় মূল্যস্ফীতি ৬ দশমিক ২ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য ঠিক করেছেন মুহিত।

বাজেটে পণ্য আমদানির ক্ষেত্রে শুল্কহার, সম্পূরক শুল্ক ও মূল্য সংযোজন করে (মূসক) ছাড় বা অব্যাহতি কিংবা শুল্ক রেয়াতি সুবিধা দেওয়া হলে পণ্যের দাম কমে থাকে। আবার এসব সুবিধার উল্টোটা হলে অর্থাৎ শুল্ক–করসমূহ বাড়ানো হলে পণ্যের দাম বাড়ে। তাহলে বাজেট অনুযায়ী দেখে নেই কোন কোন জিনিসের দাম কমছে বা বাড়ছে।

যেসব পণ্যের দাম বাড়বে:
চিনি: অপরিশোধিত চিনি আমদানিতে টন প্রতি কাস্টমস ডিউটি দুই হাজার থেকে চার হাজার টাকা করায় আমদানি করা চিনির দাম বাড়বে ।আর পরিশোধিত চিনি আমদানিতে টন প্রতি কাস্টমস ডিউটি সাড়ে চার হাজার থেকে আট হাজার টাকা করায় এর দাম বাড়বে।
মোটরগাড়ির টায়ার: মোটরগাড়ির টায়ার আমদানিতে নতুন করে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাবে এটির দাম বাড়বে।
ইলেকট্রিক ব্যাটারিচালিত মোটরগাড়ি:
আমদানিতে নতুন করে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের কারণে এর দাম বৃদ্ধি পাবে। অটোরিকশা/থ্রি-হুইলার: দুই স্ট্রোক এবং চারস্ট্রোকবিশিষ্ট অটোরিকশা/ থ্রি-হুইলারের ইঞ্জিন আমদানিতে সম্পূরক শুল্ক ১৫ থেকে বৃদ্ধি করে ২০ শতাংশ করার প্রস্তাবে এটির দাম বাড়বে।
এলইডি ও এলসিডি টিভি: বাজেটে এলসিডি ও এলইডি টেলিভিশন তৈরির পূর্ণাঙ্গ প্যানেল এবংঅপটিক্যাল ফাইবারের ওপর শুল্ক বৃদ্ধির প্রস্তাব করায় এর দাম বাড়তে পারে।
সিম কার্ড: অর্থমন্ত্রী সিম কার্ড আমদানির ওপর সম্পূরক শুল্ক হার ১৫ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন। এতে পণ্যটির দাম বাড়বে।
রেজর: রেজর আমদানিতে নতুন করে ২০ শতাংশ সম্পূরক শুল্ক এবং স্টেইনলেস স্টিল ব্লেড আমদানিতে সম্পূরক শুল্ক ১৫ থেকে বাড়িয়ে ২০শতাংশ করার প্রস্তাবে এর দাম বাড়বে।

আরও যেসব পণ্যের দাম বাড়তে পারে:
মোটরসাইকেল, রিভলবার ও পিস্তল, অমসৃণ হীরাও ইমিটেশন জুয়েলারি; সৌন্দর্যচর্চা ও ত্বক-নখ-পায়ের পরিচর্যার প্রসাধন সামগ্রী; চা; মাখনসহ অন্যান্য দুগ্ধজাত চর্বি, তেল ও দই-পনির; তাজাবা ঠান্ডা টমেটো; তাজা বা শুকনা সুপারি,সিরামিকের বাথটাব ও জিকুজি, শাওয়ার,শাওয়ার ট্রে; প্রিন্টিং ইংক; রিরোলিংশিল্পের মধ্যবর্তী পণ্য বিলেট; আর্টিফিশিয়াল ফিলামেন্ট টো; টেম্পারড সেফটি গ্লাস ও ল্যামিনেটেড সেফটি গ্লাস; ফ্রেমবিহীন ও ফ্রেমযুক্ত কাচের আয়না; কাস্ট আয়রনের টিউব পাইপস ও ফাঁপা প্রোফাইল; আয়রন বা স্টিলের তৈরি অন্যান্য টিউব, পাইপ ও ফাঁপা প্রোফাইল,সিমলেস; অয়েল অথবা গ্যাস পাইপ লাইনে ব্যবহৃত লাইন পাইপ, রান্নার তৈজসপত্র ও প্লেট গরমকারক; স্টেইনলেস স্টিলের টেবিলওয়্যার,কিচেনওয়্যার, সিঙ্ক, ওয়াশ বেসিন, পানির ট্যাপও বাথরুমের ফিটিংস; কপারের তৈরি স্যানিটারি ওয়্যার অ্যালুমিনিয়াম স্যানিটারিওয়্যার ও এর যন্ত্রাংশ; বিভিন্ন ধরনের সাউন্ডরেকর্ডিং বা রিপ্রডিউসিং এপারেটাস (ম্যাগনেটিক, অপটিক্যাল বা সেমিকন্ডাক্টর মিডিয়া ব্যবহারকারী); সম্পূর্ণ তৈরি সাউন্ডরেকর্ডিং বা রিপ্রডিউসিং এপারেটাস; সম্পূর্ণ তৈরি ভিডিও রেকর্ডিং বা রিপ্রডিউসিংয়ের যন্ত্রপাতি; লোডেড প্রিন্টেড সার্কিট বোর্ড;পকেট সাইজ রেডিও ক্যাসেট প্লেয়ার;সালফিউরিক অ্যাসিড; ওলিয়াম; পেইন্টস,ভার্নিশ ও লেকার (এনামেল ও ডিস্টেম্পারসহ)।

যেসব পণ্যের দাম কমবে:
তৈরি পোশাক: পুরুষ, মহিলা ও শিশুদের জন্য আমদানি করা সব ধরনের তৈরি পোশাকের দাম কমতে পারে। এসব পণ্যে সম্পূরক শুল্ক ৬০ থেকে কমিয়ে ৪০ শতাংশ করা হয়েছে।
ওষুধ: হেপাটাইটিস-সি ভাইরাস জনিত বালিভার-সংক্রান্ত জটিল রোগের ওষুধের ওপর উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে মূসক অব্যাহতি এবংআরও বেশ কিছু ওষুধের কাঁচামাল আমদানিতে শুল্ক রেয়াতি সুবিধা প্রদানের প্রস্তাব থাকায় বিভিন্ন ধরনের ওষুধের দাম কমবে।
পেঁয়াজ: বাজেটে পেঁয়াজের ওপর আরোপিত আমদানির ওপর শুল্কহার সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে আমদানি করা পেঁয়াজের দাম কমবে।
দেশি খেলনা: বিভিন্ন শর্তে খেলনা শিল্পের যন্ত্রপাতি ও উপকরণ আমদানিতে শুল্ক হ্রাসের প্রস্তাব করায় এটির দাম কমবে।
টুথব্রাশ: ডেন্টাল প্লেট ব্রাশসহ সব ধরনের টুথব্রাশ আমদানিতে সম্পূরক শুল্ক কমানোর ফলে এর দাম কমবে।
মশার কয়েল: মশার কয়েল ও অ্যারোসল আমদানির ওপর সম্পূরক শুল্ক ৩০ থেকে কমিয়ে ২০ শতাংশপ্রস্তাব করায় এর দাম কমবে।
টিস্যু পেপার: টিস্যু পেপার, টয়লেট পেপার,টাওয়েল বা ন্যাপকিন পেপার ও সমজাতীয় পণ্য,গৃহস্থালি, স্যানিটারি বা অনুরূপ কাজে ব্যবহৃত এ ধরনের পণ্য আমদানিতে সম্পূরক শুল্ক ৪৫ থেকে কমিয়ে ৩০ শতাংশ করার প্রস্তাবে এগুলোর দাম কমবে

আরও যেসব পণ্য ও সেবার দাম কমবে:
দেশলাই; ছেলেদের স্যুট, জ্যাকেট, ব্লেজার,
ট্রাউজার; মেয়েদের স্যুট, জ্যাকেট, ব্লেজার,ড্রেস, স্কার্ট, ট্রাউজার, ব্লাউজ, শার্ট, শার্ট-
ব্লাউজ; ছেলেদের আন্ডারপ্যান্ট, নাইটশার্ট,পায়জামা, বাথরোব, ড্রেসিং গাউন, স্লিপ,
পেটিকোট, ব্রিফ, প্যান্টি, নাইটড্রেস,পায়জামা, নেগলেজি, বাথরোব, টি-শার্ট,পুলওভার, কার্ডিগান, ওয়েস্টকোট; শিশুদের গার্মেন্টস; গ্লাভস, মিটেনস ও মিটস; পুরুষ,মহিলা ও শিশুদের ট্র্যাকস্যুট ও সমজাতীয় পণ্য;কৃত্রিম ফুল, ফল; কাস্ট অথবা রোল গ্লাস; ড্রনগ্লাস ও বোন গ্লাসশিট; খেলার তাস; ডাম্পারট্রাক; কোকাযুক্ত চকলেট ও অন্যান্য খাদ্য প্রিপারেশন; কোকাযুক্ত নয় এমন সুগার কনফেকশনারি (সাদা চকলেটসহ); তৈরি চকলেট;জ্যাম-জেলি, মারমালেডস; ফল বা বাদামযুক্ত পিউরি, ফল বা বাদামের পেস্ট; গ্রিজ (খনিজ);প্লাস্টিকের তৈরি দরজা, জানালা, বাক্স,কেইস, টেবিলওয়্যার বা কিচেনওয়্যার, সেলফএডহেসিভ প্লেট, শিট, ফিল্ম, ফয়েল, টেপ, স্ট্রিপ,কার্বয়, বোতল, ফ্লাস্ক ও প্যালেটস; সব ধরনের পার্টিক্যাল বোর্ড, ফাইবার বোর্ড, হার্ডবোর্ড,প্লাইউড, ভিনিয়ার্ড প্যানেলস ও সমজাতীয় লেমিনেটেড পণ্য, দরজা, জানালা, প্যারকিটপ্যানেল ও শাটারিং; পেপার ও পেপার বোর্ড;কার্টন, বক্স, কেস, করোগেটেড পেপার ও পেপারবোর্ড; স্যাকস্ ও ব্যাগস্; মুদ্রিত বই, ব্রশিউর ও লিফলেট; ছাপানো ছবি, ফটোগ্রাফসহ অন্যান্য ছাপানো পণ্যসামগ্রী; মিস্টি বিস্কুট, ওয়াফল সওয়েফার; পশু খাদ্যের পুষ্টি প্রিমিক্স;হিমাগার সেবার বিদ্যুৎ বিল; পলিস্টার সুতার কাঁচামাল পেটচিপস; আয়রণ অক্সাইড; প্লাস্টিকদানা; বাসবার ট্রাংকিং সিস্টেম ও ফ্লাক্স ফাইবার প্রভৃতি।

Friday, 5 June 2015

আয়ারল্যান্ড প্রবাসী বাংলাদেশি

যেসব বাংলাদেশি প্রবাসী ভাইদের জন্য আমাদের অর্থনীতির চাকা দ্রুত এগিয়ে যাচ্ছে, তারা প্রবাসে কত কষ্টে আছে তারা জানে। স্যালুট এই সব ভাইদের। এই নিউজ টা আয়ারল্যান্ডের প্রবাসী বাংলাদেশি ভাইদের জন্য কিছুটা হলেও স্বস্তির হবে আশা করি।অনেকে জানেন আবার অনেকে না- আগামী ৭ই জুন ২০১৫ ইং রোজ রবিবার লন্ডনের বাংলাদেশ দূতাবাস আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে সকাল ১০টা ৩০মিনিট থেকে বৈকাল ৪টা পর্যন্ত সকল বাংলাদেশীদের জন্য বাংলাদেশী পাসপোর্ট নবায়ন, নতুন পাসপোর্টের জন্য আবেদন গ্রহন, আইরিশ পাসপোর্টের জন্য নো ভিসা রিকয়ার্ড সীল, এফিডেভিট, জন্ম সনদ সত্যায়িত এবং পাওয়ার এটর্নি সহ আরো অন্যান্য সেবা সমূহ প্রদান করার জন্য ডাবলিনে আসবেন।
স্থান: Islamic Cultural Centre of Ireland,
19 Roebuck Road, Clonskeagh, Dublin 14,Ireland
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: টিটু খন্দকার -০৮৬৬৬৬৫৩১৮, রিয়াজ খন্দকার-০৮৬৭৭৫৮৯৭০, আসিক কামাল -০৮৯৯৫০৫৪৪৬, জিকু বনিক -০৮৬২৫১৯১২৫।

নিউজ টা শেয়ার করে বাংলাদেশিদের সেবায় এগিয়ে আসুন,প্লিজ ।

Budget 2015-2016 যেসব পণ্যের দাম বাড়ছে বা কমছে

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের জন্য প্রায় ৩ লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত । গড় মূল্যস্ফীতি ৬ দশমিক ২ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য ঠিক করে বর্তমান সরকারের দ্বিতীয় বাজেট ঘোষণা করেছেন তিনি। সাত শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরে নতুন অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, “সরবরাহের দিক থেকে শিল্প ও সেবাখাত এবং চাহিদার দিক থেকে ব্যক্তি খাতের ভোগ ব্যয় এবং ব্যক্তি ও সরকারিখাতোর বিনিয়োগ ব্যয় হবে এই প্রবৃদ্ধিরচালিকাশক্তি। উপরন্তু, রাজস্ব ও মুদ্রানীতিরসুসমন্বয় এ লক্ষ্য অর্জনে সহায়তা করবে।”

নতুন বাজেটের শিরোনাম দেওয়া হয়েছে উচ্চ প্রবৃদ্ধির পথ রচনা। অর্থমন্ত্রী আশা করছেন,আসন্ন নতুন অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) চলতি অর্থবছরের চেয়ে ৭শতাংশ বাড়বে।সেই সঙ্গে গড় মূল্যস্ফীতি ৬ দশমিক ২ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য ঠিক করেছেন মুহিত।

বাজেটে পণ্য আমদানির ক্ষেত্রে শুল্কহার, সম্পূরক শুল্ক ও মূল্য সংযোজন করে (মূসক) ছাড় বা অব্যাহতি কিংবা শুল্ক রেয়াতি সুবিধা দেওয়া হলে পণ্যের দাম কমে থাকে। আবার এসব সুবিধার উল্টোটা হলে অর্থাৎ শুল্ক–করসমূহ বাড়ানো হলে পণ্যের দাম বাড়ে। তাহলে বাজেট অনুযায়ী দেখে নেই কোন কোন জিনিসের দাম কমছে বা বাড়ছে।

যেসব পণ্যের দাম বাড়বে:
চিনি: অপরিশোধিত চিনি আমদানিতে টন প্রতি কাস্টমস ডিউটি দুই হাজার থেকে চার হাজার টাকা করায় আমদানি করা চিনির দাম বাড়বে ।আর পরিশোধিত চিনি আমদানিতে টন প্রতি কাস্টমস ডিউটি সাড়ে চার হাজার থেকে আট হাজার টাকা করায় এর দাম বাড়বে।
মোটরগাড়ির টায়ার: মোটরগাড়ির টায়ার আমদানিতে নতুন করে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাবে এটির দাম বাড়বে।
ইলেকট্রিক ব্যাটারিচালিত মোটরগাড়ি:
আমদানিতে নতুন করে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের কারণে এর দাম বৃদ্ধি পাবে। অটোরিকশা/থ্রি-হুইলার: দুই স্ট্রোক এবং চারস্ট্রোকবিশিষ্ট অটোরিকশা/ থ্রি-হুইলারের ইঞ্জিন আমদানিতে সম্পূরক শুল্ক ১৫ থেকে বৃদ্ধি করে ২০ শতাংশ করার প্রস্তাবে এটির দাম বাড়বে।
এলইডি ও এলসিডি টিভি: বাজেটে এলসিডি ও এলইডি টেলিভিশন তৈরির পূর্ণাঙ্গ প্যানেল এবংঅপটিক্যাল ফাইবারের ওপর শুল্ক বৃদ্ধির প্রস্তাব করায় এর দাম বাড়তে পারে।
সিম কার্ড: অর্থমন্ত্রী সিম কার্ড আমদানির ওপর সম্পূরক শুল্ক হার ১৫ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন। এতে পণ্যটির দাম বাড়বে।
রেজর: রেজর আমদানিতে নতুন করে ২০ শতাংশ সম্পূরক শুল্ক এবং স্টেইনলেস স্টিল ব্লেড আমদানিতে সম্পূরক শুল্ক ১৫ থেকে বাড়িয়ে ২০শতাংশ করার প্রস্তাবে এর দাম বাড়বে।

আরও যেসব পণ্যের দাম বাড়তে পারে:
মোটরসাইকেল, রিভলবার ও পিস্তল, অমসৃণ হীরাও ইমিটেশন জুয়েলারি; সৌন্দর্যচর্চা ও ত্বক-নখ-পায়ের পরিচর্যার প্রসাধন সামগ্রী; চা; মাখনসহ অন্যান্য দুগ্ধজাত চর্বি, তেল ও দই-পনির; তাজাবা ঠান্ডা টমেটো; তাজা বা শুকনা সুপারি,সিরামিকের বাথটাব ও জিকুজি, শাওয়ার,শাওয়ার ট্রে; প্রিন্টিং ইংক; রিরোলিংশিল্পের মধ্যবর্তী পণ্য বিলেট; আর্টিফিশিয়াল ফিলামেন্ট টো; টেম্পারড সেফটি গ্লাস ও ল্যামিনেটেড সেফটি গ্লাস; ফ্রেমবিহীন ও ফ্রেমযুক্ত কাচের আয়না; কাস্ট আয়রনের টিউব পাইপস ও ফাঁপা প্রোফাইল; আয়রন বা স্টিলের তৈরি অন্যান্য টিউব, পাইপ ও ফাঁপা প্রোফাইল,সিমলেস; অয়েল অথবা গ্যাস পাইপ লাইনে ব্যবহৃত লাইন পাইপ, রান্নার তৈজসপত্র ও প্লেট গরমকারক; স্টেইনলেস স্টিলের টেবিলওয়্যার,কিচেনওয়্যার, সিঙ্ক, ওয়াশ বেসিন, পানির ট্যাপও বাথরুমের ফিটিংস; কপারের তৈরি স্যানিটারি ওয়্যার অ্যালুমিনিয়াম স্যানিটারিওয়্যার ও এর যন্ত্রাংশ; বিভিন্ন ধরনের সাউন্ডরেকর্ডিং বা রিপ্রডিউসিং এপারেটাস (ম্যাগনেটিক, অপটিক্যাল বা সেমিকন্ডাক্টর মিডিয়া ব্যবহারকারী); সম্পূর্ণ তৈরি সাউন্ডরেকর্ডিং বা রিপ্রডিউসিং এপারেটাস; সম্পূর্ণ তৈরি ভিডিও রেকর্ডিং বা রিপ্রডিউসিংয়ের যন্ত্রপাতি; লোডেড প্রিন্টেড সার্কিট বোর্ড;পকেট সাইজ রেডিও ক্যাসেট প্লেয়ার;সালফিউরিক অ্যাসিড; ওলিয়াম; পেইন্টস,ভার্নিশ ও লেকার (এনামেল ও ডিস্টেম্পারসহ)।

যেসব পণ্যের দাম কমবে:
তৈরি পোশাক: পুরুষ, মহিলা ও শিশুদের জন্য আমদানি করা সব ধরনের তৈরি পোশাকের দাম কমতে পারে। এসব পণ্যে সম্পূরক শুল্ক ৬০ থেকে কমিয়ে ৪০ শতাংশ করা হয়েছে।
ওষুধ: হেপাটাইটিস-সি ভাইরাস জনিত বালিভার-সংক্রান্ত জটিল রোগের ওষুধের ওপর উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে মূসক অব্যাহতি এবংআরও বেশ কিছু ওষুধের কাঁচামাল আমদানিতে শুল্ক রেয়াতি সুবিধা প্রদানের প্রস্তাব থাকায় বিভিন্ন ধরনের ওষুধের দাম কমবে।
পেঁয়াজ: বাজেটে পেঁয়াজের ওপর আরোপিত আমদানির ওপর শুল্কহার সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে আমদানি করা পেঁয়াজের দাম কমবে।
দেশি খেলনা: বিভিন্ন শর্তে খেলনা শিল্পের যন্ত্রপাতি ও উপকরণ আমদানিতে শুল্ক হ্রাসের প্রস্তাব করায় এটির দাম কমবে।
টুথব্রাশ: ডেন্টাল প্লেট ব্রাশসহ সব ধরনের টুথব্রাশ আমদানিতে সম্পূরক শুল্ক কমানোর ফলে এর দাম কমবে।
মশার কয়েল: মশার কয়েল ও অ্যারোসল আমদানির ওপর সম্পূরক শুল্ক ৩০ থেকে কমিয়ে ২০ শতাংশপ্রস্তাব করায় এর দাম কমবে।
টিস্যু পেপার: টিস্যু পেপার, টয়লেট পেপার,টাওয়েল বা ন্যাপকিন পেপার ও সমজাতীয় পণ্য,গৃহস্থালি, স্যানিটারি বা অনুরূপ কাজে ব্যবহৃত এ ধরনের পণ্য আমদানিতে সম্পূরক শুল্ক ৪৫ থেকে কমিয়ে ৩০ শতাংশ করার প্রস্তাবে এগুলোর দাম কমবে

আরও যেসব পণ্য ও সেবার দাম কমবে:
দেশলাই; ছেলেদের স্যুট, জ্যাকেট, ব্লেজার,
ট্রাউজার; মেয়েদের স্যুট, জ্যাকেট, ব্লেজার,ড্রেস, স্কার্ট, ট্রাউজার, ব্লাউজ, শার্ট, শার্ট-
ব্লাউজ; ছেলেদের আন্ডারপ্যান্ট, নাইটশার্ট,পায়জামা, বাথরোব, ড্রেসিং গাউন, স্লিপ,
পেটিকোট, ব্রিফ, প্যান্টি, নাইটড্রেস,পায়জামা, নেগলেজি, বাথরোব, টি-শার্ট,পুলওভার, কার্ডিগান, ওয়েস্টকোট; শিশুদের গার্মেন্টস; গ্লাভস, মিটেনস ও মিটস; পুরুষ,মহিলা ও শিশুদের ট্র্যাকস্যুট ও সমজাতীয় পণ্য;কৃত্রিম ফুল, ফল; কাস্ট অথবা রোল গ্লাস; ড্রনগ্লাস ও বোন গ্লাসশিট; খেলার তাস; ডাম্পারট্রাক; কোকাযুক্ত চকলেট ও অন্যান্য খাদ্য প্রিপারেশন; কোকাযুক্ত নয় এমন সুগার কনফেকশনারি (সাদা চকলেটসহ); তৈরি চকলেট;জ্যাম-জেলি, মারমালেডস; ফল বা বাদামযুক্ত পিউরি, ফল বা বাদামের পেস্ট; গ্রিজ (খনিজ);প্লাস্টিকের তৈরি দরজা, জানালা, বাক্স,কেইস, টেবিলওয়্যার বা কিচেনওয়্যার, সেলফএডহেসিভ প্লেট, শিট, ফিল্ম, ফয়েল, টেপ, স্ট্রিপ,কার্বয়, বোতল, ফ্লাস্ক ও প্যালেটস; সব ধরনের পার্টিক্যাল বোর্ড, ফাইবার বোর্ড, হার্ডবোর্ড,প্লাইউড, ভিনিয়ার্ড প্যানেলস ও সমজাতীয় লেমিনেটেড পণ্য, দরজা, জানালা, প্যারকিটপ্যানেল ও শাটারিং; পেপার ও পেপার বোর্ড;কার্টন, বক্স, কেস, করোগেটেড পেপার ও পেপারবোর্ড; স্যাকস্ ও ব্যাগস্; মুদ্রিত বই, ব্রশিউর ও লিফলেট; ছাপানো ছবি, ফটোগ্রাফসহ অন্যান্য ছাপানো পণ্যসামগ্রী; মিস্টি বিস্কুট, ওয়াফল সওয়েফার; পশু খাদ্যের পুষ্টি প্রিমিক্স;হিমাগার সেবার বিদ্যুৎ বিল; পলিস্টার সুতার কাঁচামাল পেটচিপস; আয়রণ অক্সাইড; প্লাস্টিকদানা; বাসবার ট্রাংকিং সিস্টেম ও ফ্লাক্স ফাইবার প্রভৃতি।