Sunday 10 May 2015

"অ্যাপল ওয়াচ" এর না জানা কথা

আজকাল আমাদের হাতে একটা চমৎকার এবং মানানসই রিস্টওয়াচ না হলে মনে হয় যেন হালের ফ্যাশনে কিছু একটা কম আছে।মোবাইল ফোনের বদৌলতে কয়েক বছর আগেও যেটা ছিল বেশ তুচ্ছ একটা অ্যাক্সেসরি,তা আজ নতুন আঙ্গিকে, নতুন রুপে শোভা পাচ্ছে আমাদের হাতে হাতে।আর তা যদি হয় অ্যাপলের মত নাম করা ব্রান্ডের,তাহলে তো কথাই নেই।তো চলুন,জেনে নেওয়া যাক এই অ্যাক্সেসরির চার্জিং সম্পর্কে। টেক জায়ান্ট অ্যাপলের তৈরি ‘অ্যাপল ওয়াচ’-এ একটি গোপন চার্জিং পোর্ট চিহ্নিত করেছে প্রযুক্তি পণ্যের অ্যাক্সেসরিজ নির্মাতা  ‘রিসার্ভ স্ট্র্যাপ’।

ম্যাশএবল জানিয়েছে, হাতে পরা অবস্থাতেই অ্যাপল ওয়াচ চার্জ করবে এমন রিস্টব্যান্ড তৈরির পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। ফলে অ্যাপল ওয়াচ চার্জ হওয়ার জন্য লম্বা সময় ধরে অপেক্ষা করতে হবে না ব্যবহারকারীকে। অ্যাপল ওয়াচের নিচের অংশে একটি ৬ পিনের পোর্ট রয়েছে। এই ‘সিক্রেট’ পোর্ট ব্যবহারের পরিকল্পনাই করেছে রিসার্ভ স্ট্র্যাপ।এই পোর্ট চার্জিংয়ের কাজে ব্যবহার করা যাবে কি না সে ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি অ্যাপল। রিজার্ভ স্ট্র্যাপের আড়াইশ ডলার দামের রিস্টব্যান্ড কেনার আগে সবদিক বিবেচনা করে দেখার পরামর্শই দিয়েছে ম্যাশএবল।

Sunday 10 May 2015

"অ্যাপল ওয়াচ" এর না জানা কথা

আজকাল আমাদের হাতে একটা চমৎকার এবং মানানসই রিস্টওয়াচ না হলে মনে হয় যেন হালের ফ্যাশনে কিছু একটা কম আছে।মোবাইল ফোনের বদৌলতে কয়েক বছর আগেও যেটা ছিল বেশ তুচ্ছ একটা অ্যাক্সেসরি,তা আজ নতুন আঙ্গিকে, নতুন রুপে শোভা পাচ্ছে আমাদের হাতে হাতে।আর তা যদি হয় অ্যাপলের মত নাম করা ব্রান্ডের,তাহলে তো কথাই নেই।তো চলুন,জেনে নেওয়া যাক এই অ্যাক্সেসরির চার্জিং সম্পর্কে। টেক জায়ান্ট অ্যাপলের তৈরি ‘অ্যাপল ওয়াচ’-এ একটি গোপন চার্জিং পোর্ট চিহ্নিত করেছে প্রযুক্তি পণ্যের অ্যাক্সেসরিজ নির্মাতা  ‘রিসার্ভ স্ট্র্যাপ’।

ম্যাশএবল জানিয়েছে, হাতে পরা অবস্থাতেই অ্যাপল ওয়াচ চার্জ করবে এমন রিস্টব্যান্ড তৈরির পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। ফলে অ্যাপল ওয়াচ চার্জ হওয়ার জন্য লম্বা সময় ধরে অপেক্ষা করতে হবে না ব্যবহারকারীকে। অ্যাপল ওয়াচের নিচের অংশে একটি ৬ পিনের পোর্ট রয়েছে। এই ‘সিক্রেট’ পোর্ট ব্যবহারের পরিকল্পনাই করেছে রিসার্ভ স্ট্র্যাপ।এই পোর্ট চার্জিংয়ের কাজে ব্যবহার করা যাবে কি না সে ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি অ্যাপল। রিজার্ভ স্ট্র্যাপের আড়াইশ ডলার দামের রিস্টব্যান্ড কেনার আগে সবদিক বিবেচনা করে দেখার পরামর্শই দিয়েছে ম্যাশএবল।