Saturday, 20 June 2015

রমজান মাস হতে পারে "ফ্রিল্যান্সিং এর কাজ পাওয়ার উপযুক্ত সময়"


"ফ্রিল্যান্সিং এর কাজ পাওয়ার ব্যাপারে কিছু টিপ্স" ।

আসলে আমার থেকে অনেক বেশি জানেন এমন অনেক পাঠক আমার ব্লগে আছেন ! তাই আমার লিখাতে যদি কোন ভুলত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে  দেখবেন !তাহলে শুরু করা যাক -

"যেকোন একটা কাজের উপর অধিক যোগ্যতা অর্জন করা ফ্রিল্যান্সিং এর জন্য বেশ সহায়ক "।সামান্য কাজ জেনে ফ্রিল্যান্সিং এ আসতে পারবেন ঠিকি কিন্তু বেশি দিন টিকতে পারবেন না । তাই সামান্য কথার কথার দাম নেই, সামান্য কিছু দিয়ে ফ্রিল্যান্সিং হয় না । তাই গ্রাফিক্স ডিজাইন, এস.ই.ও এবং ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব এপ্লিকেশন ডেভেলপমেন্ট ইত্যাদি ভালোভাবে জেনে তারপর এদিকে আসুন।তাহলে কাজের কথায় আসি-

কমবেশি সকল ফ্রিল্যান্সার এই বিষয়ে অবগত আছেন, তবুও শেয়ার করলাম যারা একদম নতুন তাদের কাজে আসতে পারে।এজন্য Upwork এ কাজ পাওয়ার কিছু কার্যকরী উপায় আপনাদের সাথে শেয়ার করছি ।যেহেতু এখন পবিত্র মাহে রমজান মাস চলছে । আর এই পবিত্র মাসেই আমাদের সিয়াম সাধনার পাশাপাশি নির্দিষ্ট লক্ষে যেতে হবে ! আসল ঘটনা বলি -তা হল আপনারা হয়ত জানেন যে আমাদের দেশে যখন রাত তখন আমেরিকা দিন । আর আমরা সেই সুযোগটাই নেব এই রমজান মাসে ।আশা করি আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে শুরু করেছেন বা বুঝে গেছেন।আমরা রমজান মাসে সেহরি খাওয়ার এক-দুই ঘন্টা আগে যদি উঠি তখন ১-২ টা বাজবে । আর তখন আমেরিকা দিন আর আমাদের এখানে রাত । আর এই সময়ে অনেক কাজ Upwork এ দেয়া হয় । যা দিনে দেয়ার কাজের তুলনায় ৩গুন বেশি । তাই আমরা যদি এই সময়ে কাজে এপ্লিকেশন করি তাহলে কাজ পাওয়ার সম্ভাবনা খুব বেশি ।কারন তখন অনেক মানুষ ঘুমিয়ে থাকে । তাই কাজে বিড পরে কম । তার জন্যই কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। এই মাহে রমজান মাসের উসিলায় আমরা রাতে যখন সেহরি খেতে উঠবো তখন এক -দুই ঘন্টা আগে উঠবো।আর তখনি কাজে আপ্লিকেশন করবো । যারা এতদিন ধরে কাজ না পেয়ে হতাশ হয়ে আছেন তারা ঠিকঠাক মতো একটু পরিশ্রম করলে ইন-শা- আল্লাহ কাজ পেয়ে যেতে পারেন ।আরও কিছু বিষয় আছে যা পরবর্তীতে সময় পেলে অবশ্যই বলব ।

সময় বাড়ল আউটসোর্সিং পুরস্কারে আবেদনের


আউটসোর্সিং করে যারা নিজের ও দেশের উন্নতিতে অবদান রাখছেন প্রথমেই স্যালুট জানাই এই পেশার সাথে সম্পৃক্ত ভাই-বোনদের।আপনাদের জন্য একটা সুখবর,হয়ত অনেকেই ইতোমধ্যে জানেন,  আউটসোর্সিং পুরস্কারে আবেদনের সময় বাড়ল ২০ জুন, ২০১৫ পর্যন্ত।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত বেসিস আউটসোর্সিং পুরস্কার ২০১৫- এর জন্য আবেদনের সময় বাড়ানো হয়েছে। ১০ জুলাই পর্যন্ত আউটসোর্সিং পেশার সঙ্গে জড়িত প্রতিষ্ঠান ও মুক্ত পেশাজীবীরা (ফ্রিল্যান্সার) আবেদন করতে পারবেন।
২০১১ সাল থেকে বেসিস ফ্রিল্যান্সারদের উৎসাহিত করতে পুরস্কার দিয়ে আসছে। গত বছরের মতো এবারও ১০০টি পুরস্কার দেওয়া হবে। আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০১৫-এর আহ্বায়ক শাহ ইমরাউল কায়ীশ বলেন, ‘আগ্রহী প্রতিযোগীদের সুবিধার্থে এবং আরও বেশি প্রতিযোগীর অংশগ্রহণ নিশ্চিত করতে সময় বাড়িয়েছি।’ আগ্রহী যে কেউ ঠিকানার ওয়েবসাইটে নিবন্ধন করতে পারেন। যোগাযোগ: ০১৭৬৬৮৮১১১১।

Saturday, 20 June 2015

রমজান মাস হতে পারে "ফ্রিল্যান্সিং এর কাজ পাওয়ার উপযুক্ত সময়"


"ফ্রিল্যান্সিং এর কাজ পাওয়ার ব্যাপারে কিছু টিপ্স" ।

আসলে আমার থেকে অনেক বেশি জানেন এমন অনেক পাঠক আমার ব্লগে আছেন ! তাই আমার লিখাতে যদি কোন ভুলত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে  দেখবেন !তাহলে শুরু করা যাক -

"যেকোন একটা কাজের উপর অধিক যোগ্যতা অর্জন করা ফ্রিল্যান্সিং এর জন্য বেশ সহায়ক "।সামান্য কাজ জেনে ফ্রিল্যান্সিং এ আসতে পারবেন ঠিকি কিন্তু বেশি দিন টিকতে পারবেন না । তাই সামান্য কথার কথার দাম নেই, সামান্য কিছু দিয়ে ফ্রিল্যান্সিং হয় না । তাই গ্রাফিক্স ডিজাইন, এস.ই.ও এবং ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব এপ্লিকেশন ডেভেলপমেন্ট ইত্যাদি ভালোভাবে জেনে তারপর এদিকে আসুন।তাহলে কাজের কথায় আসি-

কমবেশি সকল ফ্রিল্যান্সার এই বিষয়ে অবগত আছেন, তবুও শেয়ার করলাম যারা একদম নতুন তাদের কাজে আসতে পারে।এজন্য Upwork এ কাজ পাওয়ার কিছু কার্যকরী উপায় আপনাদের সাথে শেয়ার করছি ।যেহেতু এখন পবিত্র মাহে রমজান মাস চলছে । আর এই পবিত্র মাসেই আমাদের সিয়াম সাধনার পাশাপাশি নির্দিষ্ট লক্ষে যেতে হবে ! আসল ঘটনা বলি -তা হল আপনারা হয়ত জানেন যে আমাদের দেশে যখন রাত তখন আমেরিকা দিন । আর আমরা সেই সুযোগটাই নেব এই রমজান মাসে ।আশা করি আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে শুরু করেছেন বা বুঝে গেছেন।আমরা রমজান মাসে সেহরি খাওয়ার এক-দুই ঘন্টা আগে যদি উঠি তখন ১-২ টা বাজবে । আর তখন আমেরিকা দিন আর আমাদের এখানে রাত । আর এই সময়ে অনেক কাজ Upwork এ দেয়া হয় । যা দিনে দেয়ার কাজের তুলনায় ৩গুন বেশি । তাই আমরা যদি এই সময়ে কাজে এপ্লিকেশন করি তাহলে কাজ পাওয়ার সম্ভাবনা খুব বেশি ।কারন তখন অনেক মানুষ ঘুমিয়ে থাকে । তাই কাজে বিড পরে কম । তার জন্যই কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। এই মাহে রমজান মাসের উসিলায় আমরা রাতে যখন সেহরি খেতে উঠবো তখন এক -দুই ঘন্টা আগে উঠবো।আর তখনি কাজে আপ্লিকেশন করবো । যারা এতদিন ধরে কাজ না পেয়ে হতাশ হয়ে আছেন তারা ঠিকঠাক মতো একটু পরিশ্রম করলে ইন-শা- আল্লাহ কাজ পেয়ে যেতে পারেন ।আরও কিছু বিষয় আছে যা পরবর্তীতে সময় পেলে অবশ্যই বলব ।

সময় বাড়ল আউটসোর্সিং পুরস্কারে আবেদনের


আউটসোর্সিং করে যারা নিজের ও দেশের উন্নতিতে অবদান রাখছেন প্রথমেই স্যালুট জানাই এই পেশার সাথে সম্পৃক্ত ভাই-বোনদের।আপনাদের জন্য একটা সুখবর,হয়ত অনেকেই ইতোমধ্যে জানেন,  আউটসোর্সিং পুরস্কারে আবেদনের সময় বাড়ল ২০ জুন, ২০১৫ পর্যন্ত।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত বেসিস আউটসোর্সিং পুরস্কার ২০১৫- এর জন্য আবেদনের সময় বাড়ানো হয়েছে। ১০ জুলাই পর্যন্ত আউটসোর্সিং পেশার সঙ্গে জড়িত প্রতিষ্ঠান ও মুক্ত পেশাজীবীরা (ফ্রিল্যান্সার) আবেদন করতে পারবেন।
২০১১ সাল থেকে বেসিস ফ্রিল্যান্সারদের উৎসাহিত করতে পুরস্কার দিয়ে আসছে। গত বছরের মতো এবারও ১০০টি পুরস্কার দেওয়া হবে। আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০১৫-এর আহ্বায়ক শাহ ইমরাউল কায়ীশ বলেন, ‘আগ্রহী প্রতিযোগীদের সুবিধার্থে এবং আরও বেশি প্রতিযোগীর অংশগ্রহণ নিশ্চিত করতে সময় বাড়িয়েছি।’ আগ্রহী যে কেউ ঠিকানার ওয়েবসাইটে নিবন্ধন করতে পারেন। যোগাযোগ: ০১৭৬৬৮৮১১১১।