Saturday 28 February 2015

এন্ড্রয়েড স্মার্টফোনে এপ্স ব্যবহারে এখন একটু সতর্ক হোন:

বর্তমান সময়ে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশেও প্রতিনিয়ত এন্ড্রয়েড চালিত স্মার্টফোনের সংখ্য দিনকে দিন বেড়েই চলছে। স্মার্টফোনেরসাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে এপ্স।প্লে স্টোরে দিন দিন যুক্ত হচ্ছে লক্ষ লক্ষ এপ্স। প্লে স্টোর হতে আমরা যে সব এপ্স নামিয়ে ব্যবহার করি তার সবই কি আমাদের তথ্যর জন্য নিরাপদ বা ভাইরাস ফ্রি?
মোবাইল ফোনের ব্যক্তিগত তথ্য চলে যাচ্ছে অন্যের হাতে। দূর থেকেই মোবাইল ফোনের তথ্য
হাতিয়ে নেওয়া সম্ভব হচ্ছে এমনটাই জানিয়েছে নিরাপত্তা সফটওয়্যার নির্মাতাvপ্রতিষ্ঠান ম্যাকাফি তারা জানিয়েছে  মোবাইল অ্যাপ ব্যবহারের
সুবিধাযুক্ত স্মার্টফোন বিশ্বজুড়েই সাইবার হামলার লক্ষ্যে পরিণত হয়েছে এবং মোবাইল গ্রাহকের তথ্যবিশেষ করে স্মার্টফোনে ব্যবহৃত নাম-পাসওয়ার্ড হ্যাক হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।তারা জানিয়েছে মোবাইল অ্যাপ্লিকেশন
নির্মাতারা সিকিউর সকেটস লেয়ার (এসএসএল) দুর্বলতার জন্য প্যাচ দিতে ব্যর্থ হওয়ায় লাখ লাখ মোবাইল ফোন ব্যবহারকারী ঝুঁকির মধ্যে রয়েছেন।
দেখেনিন প্যাচ দুর্বলতার কারনে কিভাবে ঘটে এমন টা..
গত বছরের সেপ্টেম্বর মাসে কার্নেগি মেলন
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম(সিইআরটি) ক্ষতিকর ও নিরাপত্তা দুর্বলতাযুক্ত মোবাইল অ্যাপ্লিকেশনের একটি তালিকা প্রকাশ করে। ওই তালিকায় থাকা জনপ্রিয় ২৫টি অ্যাপ্লিকেশননিয়ে বিশেষ পরীক্ষা চালিয়েছে ম্যাকাফি ল্যাবস। এই পরীক্ষার সময় দেখা গেছে, এখন পর্যন্ত ১৮টি অ্যাপ্লিকেশনে কোনো প্যাচ যুক্ত করা হয়নি, যদিও এসব অ্যাপ্লিকেশন নিরাপদ বলে দাবি করা হয়।
এই গ্রুপে যেসব অ্যাপ বেশি ডাউনলোড করা হয়, সেগুলোর মধ্যে মোবাইলে ছবি সম্পাদনার অ্যাপই বেশি। এই অ্যাপগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ও ক্লাউডে ছবি শেয়ার করার সুবিধা দেওয়ার কথা বলে।ম্যাকাফির গবেষকেরা জানিয়েছেন, ম্যান-ইন-দ্য-মিডল (এমআইটিএম) আক্রমণ চালিয়ে তথাকথিত এসএসএল নিরাপত্তা সুবিধার এই অ্যাপগুলো কাজে লাগিয়ে মোবাইল ফোন থেকে তথ্য হাতিয়ে নেওয়া হয়। ক্রিপটোগ্রাফি বা কম্পিউটার
নিরাপত্তার দিক থেকে ম্যান-ইন-দ্য-মিডল আক্রমণ চালাতে আক্রমণকারীকে মোবাইল ফোন ব্যবহারকারীর ওপর নজরদারি করা বা তার যোগাযোগের চ্যানেল পরিবর্তন করে দেওয়ার সক্ষমতা থাকতে হয়।ব্যবহারকারীর অজান্তেই এ ধরনের আক্রমণ করে তার ফোনে আলাদা সংযোগ করে দেওয়া হয় এবং কথোপকথনকারীর বার্তা পরস্পরকে সম্প্রচার করে শোনানো হয়। এসময় ব্যবহারকারীকে তাদের কথোপকথন ব্যক্তিগত চ্যানেলে হচ্ছে এটা বোঝানো হলেও এই কথোপকথন নিয়ন্ত্রণ করে আক্রমণকারী। যদিও এ ধরনের মোবাইল অ্যাপসের নিরাপত্তা ভেঙে ফেলার কোনো প্রমাণ নেইবলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।ম্যাকাফির গবেষকেরা জানিয়েছেন, অ্যাপ নির্মাতারা এসএসএল নিরাপত্তার কোনো প্যাচ না রাখায় লাখ লাখ ব্যবহারকারী এমআইটিএম আক্রমণের ঝুঁকির মধ্যে পড়ে গেছেন।অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাসে মোবাইলে ম্যালওয়্যার বা ক্ষতিকর প্রোগ্রামের সংখ্যা ১৪ শতাংশ বেড়েছে। এশিয়া আর আফ্রিকা অঞ্চলে এই ম্যালওয়্যার আক্রমণের হার সবচেয়ে বেশি।
কি করতে পারে হ্যাকার রা আপনাকে এপ্স ব্যবহার করানোর মাধ্যমে:
আপনার ফোনের সমস্ত ইউজার আইডি পাসওয়ার্ড যা আপনি ফেসবুক লগিনসহ বিভিন্ন কাজে ব্যবহার করেছেন তা হাতিয়ে নিতে পারে।
আপনার সমস্ত একটিভিটির উপর নজরদারি করতে পারে।
আপনি কখন কোন নম্বরে কল বা মেসেজ করছেন তার উপর নজরদারি করতে পারবে।
আপনার ব্যক্তিগত ফাইল যেমন ছবি বা ভিডিও ওডিও ক্লিপ আপনার অজান্তেই চলে যাবে বিশ্বের
অন্য প্রান্তে থাকা হ্যাকারের হাতে।
আপনার ফোনের কন্টাক বুক বা ফোনবুকের সমস্ত নম্বর হাতিয়ে নিতে পারে।
আপনার লগিন করা বিভিন্ন একাউন্ট যেমন ফেসবুক, টুইটার, মেইল ইত্যাদিতে একসেস নিতে পারে।
স্কাইপ, ভাইবার, ট্যঙ্গ ইত্যাদিতে আপনি কি কথা বলছেন তা রেকর্ড করতে পারে।
ম্যলওয়্যারের মাধ্যমে আপনার ফোনের অপারেটিং সিস্টেম এর ২৫টা বাজিয়ে দিতে পারে।
ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ( সারা রাত লিখলেও হয়তো ফুরাবেনা)
এ অবস্থায় কি করবেন এধরনের সমস্যা হতে মুক্তি পেতে পুরো লেখাটা পড়ার পর নিশ্চই ভাবছেন এই যখন অবস্থা তখন এমন সমস্যাহতে পরিত্রান পাব কি করে তাই না?
চলুন দেখেনিই কি করতে পারেন এ ধরনের সমস্যা হতে বাচতে:মোবাইল ফোনে পোটেনশিয়ালি আনওয়ান্টেড প্রোগ্রামস (পিইউপিএস) সবথেকে বেশি ক্ষতি করে তাই এধরনের আনওয়ান্টেড প্রোগ্রামস হতে বাচতে ভালো মানের মোবাইল এন্টিভাইরাস এপ্স ব্যবহার করতে পারেন।
অবস্যই পেইড ভার্সন ব্যবহার করবেন। কারন
ফ্রি এন্টিভাইরাসেও ম্যলওয়ার
থাকতে পারে।
মোবাইলে ছবি সম্পাদনার অ্যাপ যেমন পিক্সলার এক্সপ্রেস, অটোক্যড এ ধরনের অন্যান্ন এপ্স ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। এসব এপ্স হতে সরারসি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করবেন না। এসব এপ্সদিয়ে ছবি সম্পাদনা করার পর তা আপনার ফোনের মেমোরিতে সেভ করে তারপর সেখান থেকে শেয়ার করুন।
প্রয়োজনে এধরনের এপ্স এর ব্যকগ্রাউন্ড
ডাটা অফ করে রাখুন অথবা NoRoot
Firewall এর মত এপ্স ব্যবহার করে এসব এপ্সকে ইন্টারনেট হতে দূরে রাখুন।এতে করে একদিকে আপনার ডাটা ও বাচবে অপরদিকে ফোন ও বাচবে।স্কাইপ, ফেসবুক, ভাইবার ইত্যাদি এপ্স দিয়ে কথাবলা বা চ্যাটিং করার সময় এমন
কথা বলা হতে বিরত থাকুন যা আপনাকে আসামির কাটগড়ায় দার করাতে পারে। ( স্কাইপ ও ভাইবার নিয়ে সাম্প্রতি আমাদের দেশের
দুটি ঘটনা মনে করার চেষ্টা করুন।
আসলে এসব হ্যাক করা হ্যাকার দের জন্য
অনেক সহজ)সর্বপরি আপনার জন্য অপ্রয়োজনীয় সকল এপ্স এর ব্যবহার হতে বিরত থাকুন অথবা সাবধানতার সাথে ব্যবহার করুন।

ছয় হাজার মুক্তোর পোশাক চুরি




চুরি হয়ে গেছে অস্কারজয়ী অভিনেত্রী লুপিতা নিয়ঙ্গর
সাড়া জাগানো মুক্তোর পোশাক। এই পোশাক পরেই
লুপিতা এবারের অস্কার আসরের লাল গালিচায় সবার নজর
কাড়েন।

লুপিতা এখন অবস্থান করছেন লন্ডন ওয়েস্ট হলিউড হোটেলে।
সেখান থেকেই চুরি হয় দেড় লাখ ডলার মূল্যের পোশাকটি।
ফ্রান্সিসকো কস্তার নকশায় কেলভিন ক্লেইনের এই
পোশাকটি তৈরিতে ব্যবহার করা হয় ছয় হাজার মুক্তা।
বুধবার ৩১ বছর বয়সী এই অভিনেত্রী বাইরে থেকে তার হোটেল
কক্ষে ঢুকে আবিষ্কার করেন পোশাকটি নেই।
লুপিতা সে রাতে তার বন্ধু, মেইক আপ আর্টিস্ট
এবং স্টাইলিস্টদের সঙ্গে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন।
সে রাতের ৮টা থেকে ৯ টার মধে্য সব সারভেইলেন্স ভিডিও
খতিয়ে দেখছে পুলিশ।
লুপিতার তরফ থেকে এখনও এ ব্যাপারে আনুষ্ঠানিক
বিবৃতি দেওয়া হয়নি। তার সঙ্গীদের তরফ থেকেও এ
ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে লস এঞ্জেলসের
কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের অফিসার জন মিচেল
ঘটনাটির সত্যতা নিশ্চত করেন।

Friday 27 February 2015

অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারির ওপর নজরদারি

ফোনের ব্যাটারি সর্বনাশ ঘটাতে পারে যেভাবে:
স্মার্টফোন ব্যবহারকারীদের ওপর
গোয়েন্দা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের
নজরদারির খবর গোপন কিছু নয়। অধিকাংশ
স্মার্টফোনে জিপিএস চিপ থাকে যার মাধ্যমে সহজেই
স্মার্টফোন নজরদারির আওতায় থাকে।
যাঁরা নজরদারি এড়াতে চান, তাঁরা জিপিএস ফিচারটি বন্ধ
করে রাখেন, তাই না? কিন্তু মোবাইল ফোনে নজরদারি করার
অন্য আরেকটি উপায়ও আছে। পদ্ধতিটি হচ্ছে অ্যান্ড্রয়েড
ফোনের ব্যাটারির ওপর নজরদারি করা। প্রযুক্তি বিষয়ক
ওয়েবসাইট গিজমোডো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও ইসরায়েলের
সরকারি সংস্থার গবেষকেরা মোবাইল ফোনের ব্যাটারির
মাধ্যমে নজরদারি করার পদ্ধতিটির বিস্তারিত জানিয়েছেন।
এই পদ্ধতিতে স্মার্টফোন ব্যাটারির চার্জে সামান্য হেরফের
হওয়ার বিষয়টি হিসাব করে ব্যবহারকারী কোথায় কোথায় যান,
সে বিষয়টি ধরা যায়। মোবাইল ফোনের টাওয়ার
থেকে মোবাইল ফোনে পিং পেতে কী ধরনের বাধা আসে,
তা নির্ণয় করে ব্যবহারকারীর অবস্থান বের করা যায়।
টাওয়ারের অবস্থান দূরে হলে বা কোনো ভবন বা পাহাড়ের
কারণে পিং পেতে সমস্যা হলে মোবাইল ফোনে তখন
বাড়তি কিছুটা শক্তি খরচ করে।
যদি ব্যবহারকারী মোবাইল ফোন নিয়ে কোথায় কোথায় যান
সে বিষয়টি কিছুদিন ধরে খেয়াল করা হয় এবং এই রুটিন
স্বাভাবিক হয়, তখন ৯০ শতাংশ নির্ভুলভাবে ব্যবহারকারীর
অবস্থান শনাক্ত করা যায়। কিন্তু ফোন
ব্যবহারকারী যদি রুটিনমাফিক না চলেন, তখন তাঁর অবস্থান
শনাক্ত করার সম্ভাবনা ৬০ শতাংশে নেমে আসে।
বিশেষজ্ঞরা বলছেন, স্মার্টফোনে এভাবে নজরদারির
বিষয়টি উদ্বেগের কারণ হতে পারে। কারণ এ ধরনের
নজরদারি হলে ব্যাটারি খুলে রাখা ছাড়া তা এড়ানোর জুতসই
কোনো পথ নেই। এ ধরনের তথ্য সংগ্রহের জন্য মোবাইল ফোনের
সাধারণ কোনো অ্যাপই যথেষ্ট। এ ধরনের
অ্যাপকে ব্যাটারি ব্যবহার-সংক্রান্ত তথ্য সংগ্রহে গুগলেরও
কোনো বাধা নেই। সাইবার দুর্বৃত্তরা চাইলে এরকম
কোনো অ্যাপ তৈরি করে সহজেই ব্যবহারকারীর ওপর
নজরদারি করতে পারে।

National Identity Card Processing (PART:4)

জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে, ভুল থাকলে অথবা নতুন পরিচয়পত্র করতে গেলে কি করবেন?

যারা এখনো পরিচয়পত্র ওঠাননিঃ
ঢাকা সিটি করপোরেশনের যেসব বাসিন্দা (ডেমরা, যাত্রাবাড়ী, কদমতলী, শ্যামপুর থানা ছাড়া) ২০০৭-০৮ সালে পরিচয়পত্রের জন্য সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন, কিন্তু সেটি সংশ্লিষ্ট কার্যালয়ে গিয়ে আর আনেননি, তারা প্রকল্প কার্যালয়ে গিয়ে মূল প্রাপ্তি রসিদ জমা দিয়ে সেই পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন।ডিসিসির
বাইরে ঢাকা জেলার অন্যান্য উপজেলা বা থানার
বাসিন্দা কিংবা দেশের অন্য কোনো জেলার বাসিন্দারা পরিচয়পত্র নির্দিষ্ট সময়ে না উঠিয়ে থাকলে, তাঁদের প্রাপ্তি রসিদ সংশ্লিষ্ট উপজেলা,
থানা বা জেলা নির্বাচন কর্মকর্তার মন্তব্যসহ প্রাপ্তি রসিদ জমা দিয়ে পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন। তাঁদের মূল প্রাপ্তি রসিদ প্রকল্প কার্যালয়ের নির্দিষ্ট কাউন্টারে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র গ্রহণ করতে হবে। প্রাপ্তি স্বীকারপত্রে উল্লেখ করা তারিখে তাঁদের পরিচয়পত্র দেওয়া হবে।
অভিবাসীরা যেভাবে জাতীয় পরিচয়পত্র পাবেনঃ
অভিবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র পাওয়ার সুযোগ আছে। এ জন্য তাঁদের অবশ্যই দেশে আসতে হবে। তাঁদের থাকতে হবেপাসপোর্ট। আর তাতে বাংলাদেশে আসার সিল (অ্যারাইভাল সিল) থাকতে হবে। কারও যদি পাসপোর্ট না থাকে, তবে তাঁকে এমন কোনো কাগজ দেখাতে হবে, যেটা প্রমাণ করে যে তিনি বিদেশে ছিলেন। পাসপোর্ট বা সেই প্রমাণপত্র নিয়ে তাঁকে যেতে হবে তাঁর থানা বা উপজেলা নির্বাচন কার্যালয়ে। সেখানে জাতীয় পরিচয়পত্র পাওয়া এবং ভোটার হওয়ার আবেদনপত্র পূরণ করতে হবে। সেখানে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করে আবেদনকারীকে ফরম ও আনুষঙ্গিক কাগজপত্র নিয়ে আসতে হবে জেলা নির্বাচন কার্যালয়ে। সেই দপ্তর থেকে সব কাগজপত্র ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে নির্বাচন
কমিশন সচিবালয়ের অধীনে থাকা ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন এবং জাতীয় পরিচয়পত্র
প্রদানে সহায়তা প্রদান প্রকল্পের দপ্তরে। তবে জেলা নির্বাচন কার্যালয়ে কাগজপত্রের সব প্রক্রিয়া শেষ
করে আবেদনকারী সেগুলো হাতে হাতে নিয়ে আসতে পারেন প্রকল্পের কার্যালয়ে। এখানে আবেদনকারীর ছবি তোলা হবে, নেওয়া হবে হাতের ছাপ ও চোখের (আইরিশ) স্ক্যান। এসব কাজ সম্পন্ন হওয়ার পর আবেদনকারীকে প্রাপ্তি রসিদ দেওয়া হবে। তাতে আবেদনকারীকে ১৫ দিন পর আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশন ভবনের সপ্তম তলায় প্রকল্পের দপ্তর থেকে জাতীয়
পরিচয়পত্র নিয়ে যাওয়ার জন্য বলা হবে। তখন অবশ্যই প্রাপ্তি রসিদ আবেদনকারীর সঙ্গে থাকতে হবে। নতুন জাতীয় পরিচয়পত্র পেতে হলেঃ
বাংলাদেশে কারও বয়স ১৮ বছর হলেই কেবল তিনি ভোটার তালিকায় নাম ওঠাতে পারবেন। দেশের প্রতিটি উপজেলায় সার্ভার স্টেশন তৈরির প্রক্রিয়া চলছে। এসব স্টেশনে ভোটার তালিকা তৈরি ও বিতরণের কাজ করা হবে। এগুলোয় কার্যক্রম শুরু হলে যখন যার বয়স ১৮ বছর হবে, তখন তিনি ভোটার তালিকায় নাম ওঠাতে পারবেন। এখন ১৮ বছর পূর্ণ হওয়া মাত্রই জাতীয় পরিচয়পত্র তৈরির সুযোগ থাকছে তাদেরই,যাদের
চিকিৎসা, পড়াশোনা বা কাজের জন্য বিদেশে যেতে হবে। এ জাতীয় কোনো প্রয়োজনীয়তার প্রমাণ দেখাতে হবে।
যোগাযোগঃ
ভোটার তালিকাসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে হলে যোগাযোগ করতে হবে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন এবং জাতীয় পরিচয়পত্র প্রদানে সহায়তা প্রদান প্রকল্পের আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশন ভবনের সপ্তম তলার কার্যালয়ে।

ক্রোম ব্রাউজারে একটি সতর্কবার্তা

"কোনো সাইট যদি অনাকাঙ্ক্ষিত সফটওয়্যার ডাউনলোড করতে বলে তবে ক্রোমে এ ধরনের বার্তা দেখাবে ক্রোম"
ব্রাউজারে নতুন একটি সুবিধা যুক্ত করেছে গুগল,যাতে অনাকাঙ্ক্ষিত সফটওয়্যার ডাউনলোডের আগে ব্যবহারকারীকে বিশেষ সতর্কবার্তা দেখাবে।গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব ওয়েবসাইট ব্যবহারকারীকে অনাকাঙ্ক্ষিত সফটওয়্যার ডাউনলোডে উত্সাহী করে, সেই সাইটগুলো ব্রাউজ করলে ক্রোম ব্রাউজারে একটি সতর্কবার্তা পপ আপ আকারে দেখানো হবে।ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করতে লাল রঙের এই সতর্কবার্তায় ওই সাইটটি ক্ষতিকর বলে উল্লেখ করা হবে। বর্তমানে ক্রোম ব্যবহার করে যদি কোনো সাইট থেকে সফটওয়্যার ডাউনলোড হতে থাকে এ ধরনের পপ আপ বার্তা শুধু তখনই দেখানো হয়।
গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্টারনেট ব্যবহারকারীকে সুরক্ষিত রাখতে তারা আরেক প্রস্থ নিরাপত্তা স্তর যুক্ত করছে। গুগলের সার্চ ইঞ্জিনে একটি ফ্রেমওয়ার্ক যুক্ত করা হয়েছে যাতে ছদ্মবেশী সাইটগুলো ধরতে পারবে এবং সার্চ ফলাফলে তাদের দেখানো হবে না।
সাইবার নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে এই পরিবর্তন আনছে। এ ছাড়া গুগল সম্প্রতি ছদ্মবেশী বিজ্ঞাপন বা যেসব বিজ্ঞাপন অনাকাঙ্ক্ষিত সফটওয়্যার ডাউনলোডের সাইটে নিয়ে যায়, সেগুলো বন্ধ করে দিয়েছে।
শুধু ক্রোম বা সার্চ ইঞ্জিনেই নয় গুগলের ব্লগিং প্ল্যাটফর্মকেও পরিষ্কার করার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।গুগল কর্তৃপক্ষ জানিয়েছে,ব্লগারে কোনো পর্নো ছবি বা ভিডিও দেখানো যাবে না।

এবার ওজন কমাতেও সাহায্য করছে স্মার্টফোন


ওজন কমাতে চান? স্মার্টফোন
আছে? ব্যাস তাহলেই
চিন্তা শেষ। এই সংক্রান্ত
একাধিক স্মার্টফোন অ্যাপ এখন
বাজারে ভর্তি। যে কোনও একটা ডাউনলোড
করতে পারলেই কেল্লাফতে। এই অ্যাপগুলো লাগাতার
মেসেজ করে ভিডিও পাঠিয়ে আপনাকে ডায়েট
নিয়ন্ত্রণে সাহায্য করে। কী খাবেন আর কী খাবেন
না সেই বিষয়ে বিস্তারিত পরামর্শ দেয়। নতুন এক
গবেষণায় দেখা গেছে ওজন কমাতে এই অ্যাপসগুলো বেশ
কার্যকরী ভূমিকা গ্রহণ করে।
মার্কিন যুক্তরাষ্ট্রের টুলান ইউনিভার্সিটি অফ
পাবলিক হেলথ ও ট্রপিকাল মেডিসিনের গবেষকদের
মতে এই স্মার্টফোন অ্যাপগুলির
সাহায্যে লক্ষ্যনীয়ভাবে ওজন কমে। এই
অ্যাপগুলি থেকে আসা লাগাতার মেসেজ বা ভিডিও
স্মার্টফোন ব্যবহারকারীদের খাদ্য তালিকায় পরিবর্তন
আনতে বাধ্যকরে।
এই ধরণের অ্যাপ ব্যবহারকারী ১,৩৩৭ জনের উপর র্যান্ডম
সমীক্ষা চালিয়েছেন গবেষকরা। বেশিরভাগ ক্ষেত্রেই
পসিটিভ ফলাফল মিলেছে।
টানা ৬মাস বা ১ বছর এই ধরণের অ্যাপ ব্যবহার
করলে দেখা গেছে গড়ে প্রায় প্রতিমাসে ১.৪৪
কেজি ওজন কমেছে।

Thursday 26 February 2015

National Identity Card Processing (PART:3)

জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে, ভুল থাকলে অথবা নতুন পরিচয়পত্র করতে গেলে কি করবেন?

ঠিকানা সংশোধনঃ
জাতীয় পরিচয়পত্রে থাকা বর্তমান ঠিকানা ও ভোটার এলাকা বদল করার সুযোগ আছে। তবে সারা বছর সেই সুযোগ মেলে না। এটা শুধু ভোটার তালিকা হালনাগাদ করার সময় করা যাবে। বর্তমানে হালনাগাদ করার কাজটি করা হয় শুধু
জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে। সারা বছর ভোটার
এলাকা বদলের সুযোগ থাকে না কেন, জানতে চাইলে প্রকল্পের কমিউনিকেশন অফিসার দেবাশীষ কুণ্ডু বলেন, ‘আমাদের দেশে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, সিটি করপোরেশন
ও জাতীয় সংসদ নির্বাচন ভিন্ন ভিন্ন সময়ে হয়। দেখা যায়, একই বছর একাধিক নির্বাচন হয়। একই বছরে কেউ যাতে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে না পারেন, তাই সারা বছর ভোটার এলাকা বদলের সুযোগ দেওয়া হয় না।’ হালনাগাদ করার সময় ভোটার এলাকা বদল করতে হলে নতুন ঠিকানার উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে দেওয়া ফরম-১৩ অথবা ফরম-১৪ পূরণ করে উপজেলা বা থানা নির্বাচন অফিসে আবেদন করতে হবে।
তবে ঠিকানা পরিবর্তন না করে সংশোধন (বানান, বাড়ির নম্বর, সড়ক নম্বর ভুল থাকলে) করার সুযোগ ঢাকার প্রকল্প কার্যালয়ে রয়েছে।এ ছাড়া স্থায়ী ঠিকানা পরিবর্তন বা এর কোনো তথ্য সংশোধনেরও সুযোগ আছে। ঠিকানার ছোটখাটো ভুল সংশোধন বা স্থায়ী ঠিকানা পরিবর্তনের সুযোগ সারা বছরই থাকে। এ জন্য আবেদনপত্রের সঙ্গে প্রকল্প কার্যালয়ের নির্দিষ্ট কাউন্টারে জমা দিতে হবে পরিবারের কোনো সদস্যের পরিচয়পত্রের কপি, গ্যাস, বিদ্যুৎ,টেলিফোন বিলের যেকোনো একটির কপি বা কর দেওয়ার কপি। আরও জমা দিতে হবে চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়নপত্র। স্থায়ী ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে ওই ঠিকানায় নিজের নামে বা পিতা বা মাতার নামে থাকা জমি বা ফ্ল্যাটের দলিলের সত্যায়িত ফটোকপিও জমা দিতে হবে।

রক্তের গ্রুপ সংশোধনঃ
রক্তের গ্রুপ সংশোধন করতে হলে মেডিকেল প্রতিবেদন দাখিল করতে হবে।

বিবিধ সংশোধনঃ
জাতীয় পরিচয়পত্রে কোনো নামের আগে পদবি, উপাধি, খেতাব ইত্যাদি সংযুক্ত করা যাবে না।
পিতা বা স্বামী বা মাতাকে মৃত উল্লেখ করতে চাইলে মৃত্যুর সনদ দাখিল করতে হবে। জীবিত
পিতা বা স্বামী বা মাতাকে ভুলক্রমে মৃত হিসেবে উল্লেখ করার কারণে পরিচয়পত্র সংশোধন করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়পত্রের কপি দাখিল করতে হবে।

হালনাগাদ কর্মসূচির পরিচয়পত্র সংশোধনঃ
২০০৯ সালে হালনাগাদ কর্মসূচির সময় যাদের নাম ভোটার তালিকায় যুক্ত হয়েছে, তাদের জাতীয় পরিচয়পত্রে কোনো ভুল থাকলে বা হারিয়ে গেলে তাদের ২০১০ সালের ডিসেম্বরের পর প্রকল্প কার্যালয়ে যোগাযোগ করতে হবে।

পরিচয়পত্র হারিয়ে গেলেঃ
পরিচয়পত্র হারিয়ে গেলে সংশ্লিষ্ট থানায় ভোটার নম্বর বা আইডি নম্বর উল্লেখ করে সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। এরপর জিডির মূল কপিসহ প্রকল্প কার্যালয় থেকে নেওয়া ছকের আবেদনপত্র নির্দিষ্ট কাউন্টারে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র নিতে হবে। প্রাপ্তি স্বীকারপত্রে উল্লেখ করা তারিখে ডুপ্লিকেট পরিচয়পত্র বিতরণ করা হয়।

অবশেষে দাম কমতে যাচ্ছে ইন্টারনেটের

বাড়বে গতি কমবে দাম ইন্টারনেটের -
অবশেষে দাম কমতে যাচ্ছে ইন্টারনেটের। একই
সঙ্গে গতিও বাড়বে অাগের চেয়ে কয়েকগুন।
'দেশে ইন্টারনেটের দাম বেশি' - গ্রাহকদের এমন
অভিযোগ দীর্ঘদিনের। এরই
পরিপ্রেক্ষিতে সরকার ইন্টারনেটের দাম
কমাতে উদ্যোগী হয়েছে ।দেশের ৭০টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অর্ধেক মূল্যে ব্যান্ডউইথ সরবরাহেরও উদ্যোগ নিয়েছে সরকার। এর ন্যূনতম গতি হবে ১ গিগা।অাগামী এপ্রিল মাসের মধ্যে বিশ্ববিদ্যালয় গুলোতে এ সেবা চালু করা হবে বলে জানা গেছে।এদিকে জাতীয় ব্রডব্যান্ড নীতিমালা-২০০৯ -এ ব্রডব্যান্ডের 'সংজ্ঞা' সংশোধনেরও উদ্যোগ নিয়েছে সরকার।জাতীয় ব্রডব্যান্ড নীতিমালা-২০০৯ -এ ব্রডব্যান্ডের সংজ্ঞায় বলা হয়েছিল যাহার ন্যূনতম গতি হবে ১২৮ কেবিপিএস। এর চেয়ে গতি কম হইলে তাকে বলা হইবে ন্যারোব্যান্ড ইন্টারনেট।যদিও ২০১৩ সালে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিঅারসির জারি করা এক নিদের্শনায় নতুন করে ব্রডব্যান্ডের সংজ্ঞা নির্ধারণ করা হয়।নতুন সংজ্ঞায় বলা হয়, 'যাহার ন্যূনতম ব্যান্ডউইথ ১ এমবিপিএস
(মেগাবাইট পার সেকেন্ড) হইবে। ১ এমবিপিএস
হইতে কম ব্যান্ডউইথকে ন্যারোব্যান্ড বলা হইবে।'
ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহারকারীরা ২০১৩
সালের মে মাসের ১ তারিখ থেকে এই গতি উপভোগ করছেন।

বিটিআরসি একই বছরের এপ্রিলের ১ তারিখে এ
বিষয়ে নির্দেশনা জারি করে।চলতি বছর অাবারও ব্রডব্যান্ডের সংজ্ঞায় পরিবর্তন অানা হচ্ছে। এবার ন্যূনতম ব্যান্ডউইথ ১ মেগার পরিবর্তে ৫ মেগা করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সংশ্লিষ্টদের ব্রডব্যান্ডের সংজ্ঞা পরিবর্তনের পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, ২০০৭ সালে প্রতি মেগা ব্যান্ডউইডথের
দাম ছিল ৭২ হাজার টাকা। একবারে ৪২ হাজার
টাকা কমিয়ে করা হয় ৩০ হাজার টাকা। পরের বছর দাম নির্ধারিত হয় ১৮ হাজার টাকা।
২০০৯ সালে ৬ হাজার টাকা কমিয়ে করা হয় ১২
হাজার টাকা। ২০১০ সালে দাম কমানো না হলেও এর পরের বছর ২ হাজার টাকা কমিয়ে করা হয় ১০ হাজার টাকা। এর পরে অারও দুই ধাপে দাম কমিয়ে করা হয় যথাক্রমে ৮ হাজার এবং ৪ হাজার ৮০০ টাকা। সর্বশেষ গত বছর সরকার প্রতি মেগা ব্যান্ডউইথের দাম নির্ধারণ করেছে ২ হাজার ৮০০ টাকা।
জুনাইদ অাহমেদ পলক জানান, প্রধানমন্ত্রীর
নির্দেশে একটি 'টেকনিক্যাল অডিট টিম' গঠন
করা হয়েছে। ওই টিম পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে কেন গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের খরচ কমছে না।তারা প্রতিবেদন দিলেই এ বিষয়ে উদ্যোগী হবে সরকার। শিগগিরই ইন্টারনেট
ব্যবহারকারীদের এ বিষয়ে সুখবর দিতে পারবেন
বলে তিনি অাশাবাদ ব্যক্ত করেন।তবে বর্তমানের চেয়ে কত শতাংশ দাম কমতে পারে এ ব্যাপারে পরিষ্কার কোনও ধারণা পাওয়া যায়নি সংশ্লিষ্টদের
কাছ থেকে।
জানা গেছে, ব্যান্ডউইথ দেশে আনতে গেলে এর
সঙ্গে কতগুলো উপাদান বা বিশেষ পক্ষ জড়িত
থাকে। এর মধ্যে রয়েছে ইন্টারনেট ট্রানজিট (আইপি ক্লাউড),বিদেশি ডাটা সেন্টারের ভাড়া, দেশি-বিদেশি ব্যাকহল চার্জ,ল্যান্ডিং স্টেশন ভাড়া, কেন্দ্রীয় সার্ভারের পরিবহন খরচ,গেটওয়ে ভাড়া, আইএসপি প্রতিষ্ঠানের মুনাফা,এনটিটিএন
প্রতিষ্ঠানের আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক ভাড়া,
ইন্টারনেট যন্ত্রাংশের ওপর জাতীয় রাজস্ব বোর্ডের ধার্য করা ভ্যাট ও শুল্ক, বিটিআরসির রাজস্ব ভাগাভাগিসহ ১৬টি উপাদান বা পক্ষ। বিগত দিনগুলোতে কেবল ব্যান্ডউইথের দামই কমানো হয়েছে।এই ১৬টি পক্ষের প্রতি বিশেষ নজর দেওয়া হয়নি। এ কারণে ইন্টারনেটের দাম কমেনি। সংশ্লিষ্টরা বলেছেন, এসব পক্ষের সেবাচার্জ যদি কমানো না হয় তা হলে ব্যান্ডউইথ ফ্রি করে দিলেও ইন্টারনেটের দাম কমবে না।এদিকে দেশের মোট ইন্টারনেট ব্যবহারকারীর
মধ্যে প্রায় ৯০ ভাগ মোবাইল ইন্টারনেট ব্যবহার করলেও এর দাম বেশ চড়া।বর্তমানে যে মূল্যে মোবাইল ইন্টারনেট বিক্রি হচ্ছে তার থেকে দাম কমাতে গেলে কেবল ব্যান্ডউইথের দাম কামলেই
হবে না। এ ক্ষেত্রেও কয়েকটি পক্ষ রয়েছে। সে সব
পক্ষকে বিবেচনায় এনে অানুপাতিক হারে খরচ
কমানো হলেই) কেবল মোবাইল ইন্টারনেটের দাম
কমবে বলে মনে করেন মোবাইলফোন অপারেটর
গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেইন।
‌ নেটওয়ার্ক খরচ, স্পেক্ট্রামের মূল্য,
যন্ত্রাংশ ও এর সেটঅাপ চার্জ
এবং মোবাইলফোন সেটের দাম
কমানো না হলে মোবাইল অপারেটরগুলোর
পক্ষে ইন্টারনেটের দাম কমানো সম্ভব হবে না।
সংশ্লিষ্টদের এ বিষয়গুলোর প্রতি সুদৃষ্টি দেওয়ার
অাহবান জানান তিনি। যদিও মোবাইলফোন
অপারেটরগুলো ২০০৪ সাল
থেকে প্রতি কিলোবাইটের জন্য ২
পয়সা করে চার্জ করেছে একটানা ৯ বছর।প্রযুক্তিপ্
রেমীদের দীর্ঘদিনের অান্দোলন পরে ২০১৩
সালের জুন মাসে মোবাইলফোন
অপারেটরগুলো ইন্টারনেটের দাম কমায়।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ
সংস্থা বিটিআরসি মোবাইল ফোন
অপারেটরগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক
করে ইন্টারনেটের দাম কমায়। কিন্তু তারপরও
মোবাইল ইন্টারনেটের এখন যা দাম তা-ও অনেক
বেশি বলে মনে করেন এর ব্যবহারকারী,
অান্দোলনকারী বিভিন্ন সংগঠনের সদস্যরা। এ
প্রসঙ্গে অাইসিটি প্রতিমন্ত্রী বলেন, ব্যান্ডউইথ
সরবারহকারী এবং ইন্টারনেট ব্যবহারকারীদের
মাঝ খানে যারা সার্ভিস দিচ্ছেন তাদের
ক্ষেত্রে কী কী ব্যবস্থা নেওয়া যায়, কী পদক্ষেপ
নিলে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যবহার খরচ
কমবে সে উপায় খুঁজে বের করা হবে। শিগগিরই
ইন্টারনেট ব্যবহারকারীরা এ সুফল ভোগ করবেন
বলে তিনি জানান।

Wednesday 25 February 2015

National Identity Card Processing (PART:2)

জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে, ভুল থাকলে অথবা নতুন পরিচয়পত্র করতে গেলে কি করবেন?

নাম পরিবর্তনঃ
জাতীয় পরিচয়পত্রে নিজের নাম বদল করতে হলে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে এসএসসি বা সমমানের সনদের সত্যায়িত ফটোকপি (শিক্ষাগত যোগ্যতা এর নিচে হলে দেয়ার দরকার
নেই), বিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে স্ত্রী বা স্বামীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, ম্যাজিস্ট্রেট কোর্টে সম্পাদিত এফিডেভিট এবং জাতীয় পত্রিকায় প্রকাশিত নাম পরিবর্তনসংক্রান্ত বিজ্ঞাপনের কপি। নাম পরিবর্তনের জন্য প্রার্থীকে শুনানির দিন প্রকল্পের কার্যালয়ে কাগজপত্রের মূল কপিসহ হাজির হতে হবে।

স্বামীর নাম সংযোজন বা বাদ দেওয়াঃ
বিয়ের পর কেউ জাতীয় পরিচয়পত্রে স্বামীর নাম যুক্ত করতে চাইলে তাকে কাবিননামা ও স্বামীর জাতীয় পরিচয়পত্র আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। আর বিবাহবিচ্ছেদের কারণে স্বামীর নাম বাদ দিতে চাইলে আবেদনকারীকে তালাকনামার সত্যায়িত কপি জমা দিতে হবে।

পিতা বা মাতার নাম পরিবর্তনঃ
পিতা বা মাতার নাম পরিবর্তন করতে হলে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে এসএসসি বা এইচএসসি বা সমমান পরীক্ষার সনদ অথবা রেজিস্ট্রেশন কার্ড। পিতা বা মাতার পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।পিতা বা মাতা বা উভয়ে মৃত হলে দিতে হবে ভাই বা বোনের পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। পিতা-মাতার নাম পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা আবেদনকারীর সাক্ষাৎকার নিতে পারেন।

জন্মতারিখ সংশোধনঃ
যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের , তাদের আবেদনপত্রের সঙ্গে এসএসসি বা সমমানের সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। বয়সের পার্থক্য অস্বাভাবিক না হলে প্রাপ্তি স্বীকারপত্রে উল্লেখ করা তারিখে সংশোধিত পরিচয়পত্র বিতরণ করা হয়। অস্বাভাবিক পরিবর্তনের ক্ষেত্রে সনদের মূল কপি প্রদর্শন
কিংবা ব্যক্তিগত শুনানিতে অংশ নিতে হতে পারে। যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের কম, তাদের জন্মতারিখ সংশোধনের জন্য আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে জাতীয় পরিচয়পত্র পাওয়ার আগের তারিখে পাওয়া সার্ভিস বুক বা এমপিওর কপি, ড্রাইভিং লাইসেন্স, জন্ম সদন, নিকাহনামা, পাসপোর্টের কপি প্রভৃতি। এ ক্ষেত্রে প্রকল্প কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা বা প্রকল্প পরিচালক আবেদনকারীর সাক্ষাৎকার নিয়ে থাকেন। এ ছাড়া দরকার হলে সংশ্লিষ্ট নির্বাচন
কর্মকর্তার মাধ্যমে সরেজমিনে তদন্ত করা হয়।

Chris Gayle became the First batsman in World Cup history to score a double century.


Chris Gayle was struggling for form heading into the
2015 ICC Cricket World Cup against Zimbabwe at the
Manuka Oval in Canberra. He had not scored a century
for close to 20 months and there was some criticism
regarding his form. However, on a gloomy afternoon, he
spectacularly turned his form around and brightened the
mood in the West Indies camp. It was a record-breaking
exhibition of batting by Gayle and his knock, along with
his partnership with Marlon Samuels, broke several
World records in the process. Here is a look at the
records that have been broken in this match:
Chris Gayle blasted 215 off 146 balls. This is the first
time that a double century has been scored in World
Cups. The previous best was 188* by Gary Kirsten
against the UAE in 1996.
Marlon Samuels and Gayle shared a 372-run stand for
the second wicket. This is a world record stand for
any wicket in ODIs. The previous highest partnership
was 331 between Sachin Tendulkar and Rahul Dravid
against New Zealand in Hyderabad in 1999. This was
also the highest partnership in World Cups, going
past 318 set by Sourav Ganguly and Dravid against
Sri Lanka in Taunton in 1999.
Gayle notched up his double century off 138 balls,
the fastest ever double century in ODIs.
Gayle's score is the highest individual score by a
West Indies batsman in ODIs. The previous highest
score by a West Indies batsman in ODIs was 189 by
Sir Viv Richards against England in Old Trafford in
1984.
Gayle become the second man to hit over 400 sixes
in international cricket (229 ODIs, 98 in Tests and 87
in T20Is). Only Shahid Afridi has hit more sixes in
cricket than Gayle.
Gayle equalled the record of most sixes hit in ODIs.
He hit 16 sixes in the innings, tied with Rohit
Sharma and AB de Villiers. However, this is the most
in a World Cup innings, going past the mark of nine
sixes set by David Miller against Zimbabwe in
Hamilton recently.
Gayle became the first non-Indian batsman to score
a double century in ODIs. This is the first double-
century outside the sub-continent as well. This is
the fifth double century in ODIs.
Gayle is the only cricketer currently to have scored a
hundred in T20Is, double hundred in ODIs and a triple
hundred in Tests.

পেসার "ওয়েন পারনেল"

দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট
দলের পেসার "ওয়েন পারনেল" । তিনি খ্রিষ্টান ধর্ম
থেকে ইসলাম ধর্ম গ্রহণে উদ্বুদ্ধ হন ।
ব্যক্তিগত গবেষণা ও ভাবনা থেকেই
ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি ।
ইসলাম ধর্মগ্রহণের সত্যতা নিশ্চিত
করে পারনেল জানান,
অনেকদিন আগে থেকেই ইসলামের
প্রতি এক ধরনের অনুরাগ জন্মেছিল
তার । নতুন ধর্ম গ্রহণ করার পর
পারনেল তার নাম পরিবর্তন করে
"ওয়েন পারনেল" থেকে
"ওয়ালিদ পারনেল" রেখেছেন ।
"ওয়ালিদ" অর্থ 'সদ্য ভূমিষ্ঠ পুত্র
সন্তান'। পোর্ট এলিজাবেথে জন্ম
নেয়া পারনেল বলেছেন, "নতুন ধর্ম
অনুসরণের ব্যাপারটি তিনি খুব
গুরুত্বের সঙ্গে নিয়েছিলেন ।
ইসলাম ধর্ম গ্রহণ করানোর পেছনে
তার সতীর্থ হাশিম আমলা বা
ইমরান তাহিরের কোনো হাত নেই ।
এখন থেকে তিনি শ্রদ্ধার সঙ্গে নতুন
ধর্মের নিয়ম কানুন পালন করবেন ।
ইসলাম ধর্ম গ্রহণের পর মুসলমানদের
জন্য নিষিদ্ধ কোনো অ্যালকোহল
স্পর্শ করেননি তিনি ।
একই সঙ্গে তার প্রতি আগ্রহ থাকায়
ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন
তিনি।"

National Identity Card Processing (Part:1)

জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে, ভুল থাকলে অথবা নতুন
পরিচয়পত্র করতে গেলে কি করবেন? এছাড়াও অনেককেই জাতীয়
পরিচয়পত্রের বিভিন্ন
ভুলভ্রান্তি নিয়ে ভোগান্তি পোহাতে হয়। আবার যারা নতুন
পরিচয়পত্র করতে চান তারাও এ বিষয়ে অনেকে অজ্ঞ।
কিভাবে করব, কোথায় করব, কি কি লাগবে ইত্যাদি বিষয়
জানেন না। আর এ সমস্যা সমাধানের জন্য কিছু পদ্ধতি অনুসরণ
করলে আশা করি সবাই উপকার পাবেন।
পরিচয়পত্রে নিজের নাম, পিতা, মাতা, স্বামী, স্ত্রী ও
অভিভাবকের নাম, জন্মতারিখ, রক্তের গ্রুপ
এবং ঠিকানা সংশোধন কিংবা বদল করতে হতে পারে। এ জন্য
প্রার্থীকে সাদা কাগজে ‘ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন
এবং জাতীয় পরিচয়পত্র প্রদানে সহায়তা প্রদান প্রকল্প’- এর
পরিচালকেরকাছে আবেদন করতে হবে। এই আবেদন আগারগাঁওয়ের
ইসলামিক ফাউন্ডেশন ভবনের সপ্তম তলায় প্রকল্প
কার্যালয়ে পাওয়া ছক বা ফরমেও করা যায়।
ফরম পূরণ করে প্রকল্প কার্যালয়ের নির্দিষ্ট
কাউন্টারে জমা দেওয়ার পর সেখান
থেকে প্রাপ্তি স্বীকারপত্র (প্রাপ্তি নম্বরসংবলিত)
দেওয়া হয়। এতে সংশোধিত জাতীয় পরিচয়পত্র দেওয়ার তারিখ
উল্লেখ থাকবে। এই তারিখের সাত দিনের মধ্যে কাউন্টার
থেকে সংশোধিত পরিচয়পত্র নিতে হবে।
নাম সংশোধনঃ কেউ পরিচয়পত্রে থাকা নিজের নাম, পিতা,
স্বামী কিংবা মাতার নাম সংশোধন
করতে চাইলে তাকে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে-
১। এসএসসি বা সমমান সনদ
২। নাগরিকত্ব সনদ
৩। জন্মনিবন্ধন সনদ
৪। চাকরির প্রমাণপত্র
৫। পাসপোর্ট
৬। নিকাহনামা
৭। পিতা, স্বামী কিংবা মাতার জাতীয় পরিচয়পত্রের
ফটোকপি। আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত এসব নথি অবশ্যই
সত্যায়িত হতে হবে। এ ক্ষেত্রে উল্লেখ করা নথির যার
যেটি আছে, শুধু সেটি দিলেই চলবে। যেমন, যার শিক্ষাগত
যোগ্যতা এসএসসির কম, তাকে এসএসসি বা সমমানের সনদের
ফটোকপি জমা দিতে হবে না। আবার কেউ
যদি চাকরি না করেন, তাকে চাকরির প্রমাণপত্র
দিতে হবে না। আবার পাসপোর্ট না থাকলে তা দেয়ার দরকার
নেই।

Sunday 22 February 2015

Once Upon A Time In Sylhet

কালের বিবর্তনে সিলেটের ওসমানী নগরের এককালের উত্তাল
রত্না নদী হারিয়েছে তার স্রোত, যৌবন ও পেটের ক্ষুধা।
বর্তমানে এ নদী নাম পরিবর্তিত হয়ে বিভিন্ন এলাকায়
বিভিন্ন নামে পরিচিতি পাচ্ছে। ইতিহাস সাক্ষ্যে প্রমাণিত
হয় এই নদীর আয়তন ছিল প্রায় ১৫ কিলোমিটার। কিন্তু
বর্তমানে তার এক তৃতীয়াংশও খুঁজে পাওয়া দুষ্কর। কথিত আছে,
সুরমা নদী হয়ে জাহাজ, লঞ্চ রত্না নদীর ঢেউয়ের
সাথে খেলা করে গোয়ালাবাজারের গয়নাঘাটে ভিড়তো।
ব্রিটিশ বেনিয়াগোষ্ঠী ব্যবসা করতে এ স্থানে আসতো।
১৬৬২ সালে মোঘল বাদশাহ শাহজাহান সিলেট ভ্রমণের সময়
৭টি জাহাজ নিয়ে এ নদী দেখতে এসেছিলেন। ফেরার
পথে ঢেউয়ের তোড়ে ১টি জাহাজ ডুবে যায়।
যেটি পরবর্তীতে আর উদ্ধার করা সম্ভব হয়নি। ১৯৯৭
সালে ইসবপুর গ্রামের একটি পুকুর খননকালে জাহাজের মাস্তুল
পাওয়া গিয়েছিল। এ ছাড়া বিভিন্ন সময়ে নানা রকমের
পিতলের সামগ্রী পাওয়া গেছে বলে প্রবীণরা জানান।
মহাভারত ও শ্রীচৈতন্য চরিতামৃত আকর গ্রন্থে এ নদীর উল্লেখ্য
আছে। ব্রিটিশ আমলে পিতল ও কাসার ব্যবসা ছিল তুঙ্গে আর
তাই রত্না নদীর বুকে বড় বড় জাহাজ ভাসতো। সে সময়ের
রাজা-বাদশারা ভ্রমণে আসতেন বাহারী নৌকা নিয়ে।
একদা প্রমত্তা রত্না নদী পরিবর্তনের ধারায় প্রকৃতির
কাছে আত্মসমর্পণ করে খাল বলে চিহ্নিত হলেও ইতিহাস
তাকে নদী হিসাবে ধরে রেখেছে সযত্নে

Saturday 21 February 2015

We Love Our Bangla

দুই বাংলাকে এক করে দেওয়ার জন্য দুই দেশের সরকারের
কাছে অনুরোধ করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় চলচ্চিত্র নায়ক
দেব। তিনি বলেছেন, দুই বাংলার স্বপ্ন এক, ইচ্ছেও এক। সব
কিছুই এক। তাই দুই বাংলার এক হওয়া দরকার।
আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে সাংস্কৃতিক
ব্যক্তিত্বদের সাথে মতবিনিময়কালে দেব এ কথা বলেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
সাথে বাংলাদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্বদের এই মতবিনিময়
সভার আয়োজন করে ঢাকার ভারতীয় হাইকমিশন, যার নাম
দেওয়া হয়েছিল ‘বৈঠকী বাংলা’।
অনুষ্ঠানে আবেগাপ্লুত দেব বলেন, ‘আমাদের ভাষাটা (বাংলা)
পৃথিবীতে পঞ্চম স্থানে। আমি জানি, আমরা কেউ
এটা আমাদের জন্য করছি না। আমাদের জীবনটা খুব
ভালো কেটেছে, বা কেটেও যাবে। কিন্তু
সমাজে আমরা যে স্থানটাতে আছি, এটা আমাদের দায়িত্ব, এই
ভাষাটাকে নিয়ে আমাদের কিছু বলা উচিত। সেই
কারণে হয়তো আমরা এখানে এসেছি। আমাদের স্বপ্ন এক,
আমাদের ইচ্ছেটাও। সব কিছুই যখন এক, তাহলে আমরা দুই
সরকারকে বলি যে প্লিজ, এপার বাংলা, ওপার বাংলাকে এক
বাংলা করে দাও।’
অনুষ্ঠানে ভারতের বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ
বলেন, ‘আমি আপ্লুত। এত পরিচিত বন্ধুবান্ধব। হৃদয়ের টান। আমার
একটা ছোট্ট কথা বলার। ৬৭-৬৮ বছর আগে এপার বাংলা, ওপার
বাংলা হয়ে গিয়েছিল। তারপর অনেক কাণ্ড ঘটে গেছে। এখন
থেকে এপার বাংলা, ওপার বাংলা না বললেই বোধহয় ভালো।’
গৌতম বলেন, ‘বাংলার গান, বাংলার সাহিত্য, বাংলার নাটক,
বাংলা সিনেমা। সেটা কোন দেশের তা নয়, সেটা সমগ্র
বাঙালির। তার কারণ, বাংলা ভাষা হচ্ছে আমাদের গুরু।
আমরা এখন থেকে শুধু মনে করি যেন দুই বাংলা সংস্কৃতির দিক
দিয়ে একটাই। (তাহলে) আমার মনে হয়, আমরা অনেকটাই
এগিয়ে যাব।’

Saturday 28 February 2015

এন্ড্রয়েড স্মার্টফোনে এপ্স ব্যবহারে এখন একটু সতর্ক হোন:

বর্তমান সময়ে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশেও প্রতিনিয়ত এন্ড্রয়েড চালিত স্মার্টফোনের সংখ্য দিনকে দিন বেড়েই চলছে। স্মার্টফোনেরসাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে এপ্স।প্লে স্টোরে দিন দিন যুক্ত হচ্ছে লক্ষ লক্ষ এপ্স। প্লে স্টোর হতে আমরা যে সব এপ্স নামিয়ে ব্যবহার করি তার সবই কি আমাদের তথ্যর জন্য নিরাপদ বা ভাইরাস ফ্রি?
মোবাইল ফোনের ব্যক্তিগত তথ্য চলে যাচ্ছে অন্যের হাতে। দূর থেকেই মোবাইল ফোনের তথ্য
হাতিয়ে নেওয়া সম্ভব হচ্ছে এমনটাই জানিয়েছে নিরাপত্তা সফটওয়্যার নির্মাতাvপ্রতিষ্ঠান ম্যাকাফি তারা জানিয়েছে  মোবাইল অ্যাপ ব্যবহারের
সুবিধাযুক্ত স্মার্টফোন বিশ্বজুড়েই সাইবার হামলার লক্ষ্যে পরিণত হয়েছে এবং মোবাইল গ্রাহকের তথ্যবিশেষ করে স্মার্টফোনে ব্যবহৃত নাম-পাসওয়ার্ড হ্যাক হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।তারা জানিয়েছে মোবাইল অ্যাপ্লিকেশন
নির্মাতারা সিকিউর সকেটস লেয়ার (এসএসএল) দুর্বলতার জন্য প্যাচ দিতে ব্যর্থ হওয়ায় লাখ লাখ মোবাইল ফোন ব্যবহারকারী ঝুঁকির মধ্যে রয়েছেন।
দেখেনিন প্যাচ দুর্বলতার কারনে কিভাবে ঘটে এমন টা..
গত বছরের সেপ্টেম্বর মাসে কার্নেগি মেলন
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম(সিইআরটি) ক্ষতিকর ও নিরাপত্তা দুর্বলতাযুক্ত মোবাইল অ্যাপ্লিকেশনের একটি তালিকা প্রকাশ করে। ওই তালিকায় থাকা জনপ্রিয় ২৫টি অ্যাপ্লিকেশননিয়ে বিশেষ পরীক্ষা চালিয়েছে ম্যাকাফি ল্যাবস। এই পরীক্ষার সময় দেখা গেছে, এখন পর্যন্ত ১৮টি অ্যাপ্লিকেশনে কোনো প্যাচ যুক্ত করা হয়নি, যদিও এসব অ্যাপ্লিকেশন নিরাপদ বলে দাবি করা হয়।
এই গ্রুপে যেসব অ্যাপ বেশি ডাউনলোড করা হয়, সেগুলোর মধ্যে মোবাইলে ছবি সম্পাদনার অ্যাপই বেশি। এই অ্যাপগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ও ক্লাউডে ছবি শেয়ার করার সুবিধা দেওয়ার কথা বলে।ম্যাকাফির গবেষকেরা জানিয়েছেন, ম্যান-ইন-দ্য-মিডল (এমআইটিএম) আক্রমণ চালিয়ে তথাকথিত এসএসএল নিরাপত্তা সুবিধার এই অ্যাপগুলো কাজে লাগিয়ে মোবাইল ফোন থেকে তথ্য হাতিয়ে নেওয়া হয়। ক্রিপটোগ্রাফি বা কম্পিউটার
নিরাপত্তার দিক থেকে ম্যান-ইন-দ্য-মিডল আক্রমণ চালাতে আক্রমণকারীকে মোবাইল ফোন ব্যবহারকারীর ওপর নজরদারি করা বা তার যোগাযোগের চ্যানেল পরিবর্তন করে দেওয়ার সক্ষমতা থাকতে হয়।ব্যবহারকারীর অজান্তেই এ ধরনের আক্রমণ করে তার ফোনে আলাদা সংযোগ করে দেওয়া হয় এবং কথোপকথনকারীর বার্তা পরস্পরকে সম্প্রচার করে শোনানো হয়। এসময় ব্যবহারকারীকে তাদের কথোপকথন ব্যক্তিগত চ্যানেলে হচ্ছে এটা বোঝানো হলেও এই কথোপকথন নিয়ন্ত্রণ করে আক্রমণকারী। যদিও এ ধরনের মোবাইল অ্যাপসের নিরাপত্তা ভেঙে ফেলার কোনো প্রমাণ নেইবলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।ম্যাকাফির গবেষকেরা জানিয়েছেন, অ্যাপ নির্মাতারা এসএসএল নিরাপত্তার কোনো প্যাচ না রাখায় লাখ লাখ ব্যবহারকারী এমআইটিএম আক্রমণের ঝুঁকির মধ্যে পড়ে গেছেন।অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাসে মোবাইলে ম্যালওয়্যার বা ক্ষতিকর প্রোগ্রামের সংখ্যা ১৪ শতাংশ বেড়েছে। এশিয়া আর আফ্রিকা অঞ্চলে এই ম্যালওয়্যার আক্রমণের হার সবচেয়ে বেশি।
কি করতে পারে হ্যাকার রা আপনাকে এপ্স ব্যবহার করানোর মাধ্যমে:
আপনার ফোনের সমস্ত ইউজার আইডি পাসওয়ার্ড যা আপনি ফেসবুক লগিনসহ বিভিন্ন কাজে ব্যবহার করেছেন তা হাতিয়ে নিতে পারে।
আপনার সমস্ত একটিভিটির উপর নজরদারি করতে পারে।
আপনি কখন কোন নম্বরে কল বা মেসেজ করছেন তার উপর নজরদারি করতে পারবে।
আপনার ব্যক্তিগত ফাইল যেমন ছবি বা ভিডিও ওডিও ক্লিপ আপনার অজান্তেই চলে যাবে বিশ্বের
অন্য প্রান্তে থাকা হ্যাকারের হাতে।
আপনার ফোনের কন্টাক বুক বা ফোনবুকের সমস্ত নম্বর হাতিয়ে নিতে পারে।
আপনার লগিন করা বিভিন্ন একাউন্ট যেমন ফেসবুক, টুইটার, মেইল ইত্যাদিতে একসেস নিতে পারে।
স্কাইপ, ভাইবার, ট্যঙ্গ ইত্যাদিতে আপনি কি কথা বলছেন তা রেকর্ড করতে পারে।
ম্যলওয়্যারের মাধ্যমে আপনার ফোনের অপারেটিং সিস্টেম এর ২৫টা বাজিয়ে দিতে পারে।
ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ( সারা রাত লিখলেও হয়তো ফুরাবেনা)
এ অবস্থায় কি করবেন এধরনের সমস্যা হতে মুক্তি পেতে পুরো লেখাটা পড়ার পর নিশ্চই ভাবছেন এই যখন অবস্থা তখন এমন সমস্যাহতে পরিত্রান পাব কি করে তাই না?
চলুন দেখেনিই কি করতে পারেন এ ধরনের সমস্যা হতে বাচতে:মোবাইল ফোনে পোটেনশিয়ালি আনওয়ান্টেড প্রোগ্রামস (পিইউপিএস) সবথেকে বেশি ক্ষতি করে তাই এধরনের আনওয়ান্টেড প্রোগ্রামস হতে বাচতে ভালো মানের মোবাইল এন্টিভাইরাস এপ্স ব্যবহার করতে পারেন।
অবস্যই পেইড ভার্সন ব্যবহার করবেন। কারন
ফ্রি এন্টিভাইরাসেও ম্যলওয়ার
থাকতে পারে।
মোবাইলে ছবি সম্পাদনার অ্যাপ যেমন পিক্সলার এক্সপ্রেস, অটোক্যড এ ধরনের অন্যান্ন এপ্স ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। এসব এপ্স হতে সরারসি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করবেন না। এসব এপ্সদিয়ে ছবি সম্পাদনা করার পর তা আপনার ফোনের মেমোরিতে সেভ করে তারপর সেখান থেকে শেয়ার করুন।
প্রয়োজনে এধরনের এপ্স এর ব্যকগ্রাউন্ড
ডাটা অফ করে রাখুন অথবা NoRoot
Firewall এর মত এপ্স ব্যবহার করে এসব এপ্সকে ইন্টারনেট হতে দূরে রাখুন।এতে করে একদিকে আপনার ডাটা ও বাচবে অপরদিকে ফোন ও বাচবে।স্কাইপ, ফেসবুক, ভাইবার ইত্যাদি এপ্স দিয়ে কথাবলা বা চ্যাটিং করার সময় এমন
কথা বলা হতে বিরত থাকুন যা আপনাকে আসামির কাটগড়ায় দার করাতে পারে। ( স্কাইপ ও ভাইবার নিয়ে সাম্প্রতি আমাদের দেশের
দুটি ঘটনা মনে করার চেষ্টা করুন।
আসলে এসব হ্যাক করা হ্যাকার দের জন্য
অনেক সহজ)সর্বপরি আপনার জন্য অপ্রয়োজনীয় সকল এপ্স এর ব্যবহার হতে বিরত থাকুন অথবা সাবধানতার সাথে ব্যবহার করুন।

ছয় হাজার মুক্তোর পোশাক চুরি




চুরি হয়ে গেছে অস্কারজয়ী অভিনেত্রী লুপিতা নিয়ঙ্গর
সাড়া জাগানো মুক্তোর পোশাক। এই পোশাক পরেই
লুপিতা এবারের অস্কার আসরের লাল গালিচায় সবার নজর
কাড়েন।

লুপিতা এখন অবস্থান করছেন লন্ডন ওয়েস্ট হলিউড হোটেলে।
সেখান থেকেই চুরি হয় দেড় লাখ ডলার মূল্যের পোশাকটি।
ফ্রান্সিসকো কস্তার নকশায় কেলভিন ক্লেইনের এই
পোশাকটি তৈরিতে ব্যবহার করা হয় ছয় হাজার মুক্তা।
বুধবার ৩১ বছর বয়সী এই অভিনেত্রী বাইরে থেকে তার হোটেল
কক্ষে ঢুকে আবিষ্কার করেন পোশাকটি নেই।
লুপিতা সে রাতে তার বন্ধু, মেইক আপ আর্টিস্ট
এবং স্টাইলিস্টদের সঙ্গে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন।
সে রাতের ৮টা থেকে ৯ টার মধে্য সব সারভেইলেন্স ভিডিও
খতিয়ে দেখছে পুলিশ।
লুপিতার তরফ থেকে এখনও এ ব্যাপারে আনুষ্ঠানিক
বিবৃতি দেওয়া হয়নি। তার সঙ্গীদের তরফ থেকেও এ
ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে লস এঞ্জেলসের
কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের অফিসার জন মিচেল
ঘটনাটির সত্যতা নিশ্চত করেন।

Friday 27 February 2015

অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারির ওপর নজরদারি

ফোনের ব্যাটারি সর্বনাশ ঘটাতে পারে যেভাবে:
স্মার্টফোন ব্যবহারকারীদের ওপর
গোয়েন্দা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের
নজরদারির খবর গোপন কিছু নয়। অধিকাংশ
স্মার্টফোনে জিপিএস চিপ থাকে যার মাধ্যমে সহজেই
স্মার্টফোন নজরদারির আওতায় থাকে।
যাঁরা নজরদারি এড়াতে চান, তাঁরা জিপিএস ফিচারটি বন্ধ
করে রাখেন, তাই না? কিন্তু মোবাইল ফোনে নজরদারি করার
অন্য আরেকটি উপায়ও আছে। পদ্ধতিটি হচ্ছে অ্যান্ড্রয়েড
ফোনের ব্যাটারির ওপর নজরদারি করা। প্রযুক্তি বিষয়ক
ওয়েবসাইট গিজমোডো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও ইসরায়েলের
সরকারি সংস্থার গবেষকেরা মোবাইল ফোনের ব্যাটারির
মাধ্যমে নজরদারি করার পদ্ধতিটির বিস্তারিত জানিয়েছেন।
এই পদ্ধতিতে স্মার্টফোন ব্যাটারির চার্জে সামান্য হেরফের
হওয়ার বিষয়টি হিসাব করে ব্যবহারকারী কোথায় কোথায় যান,
সে বিষয়টি ধরা যায়। মোবাইল ফোনের টাওয়ার
থেকে মোবাইল ফোনে পিং পেতে কী ধরনের বাধা আসে,
তা নির্ণয় করে ব্যবহারকারীর অবস্থান বের করা যায়।
টাওয়ারের অবস্থান দূরে হলে বা কোনো ভবন বা পাহাড়ের
কারণে পিং পেতে সমস্যা হলে মোবাইল ফোনে তখন
বাড়তি কিছুটা শক্তি খরচ করে।
যদি ব্যবহারকারী মোবাইল ফোন নিয়ে কোথায় কোথায় যান
সে বিষয়টি কিছুদিন ধরে খেয়াল করা হয় এবং এই রুটিন
স্বাভাবিক হয়, তখন ৯০ শতাংশ নির্ভুলভাবে ব্যবহারকারীর
অবস্থান শনাক্ত করা যায়। কিন্তু ফোন
ব্যবহারকারী যদি রুটিনমাফিক না চলেন, তখন তাঁর অবস্থান
শনাক্ত করার সম্ভাবনা ৬০ শতাংশে নেমে আসে।
বিশেষজ্ঞরা বলছেন, স্মার্টফোনে এভাবে নজরদারির
বিষয়টি উদ্বেগের কারণ হতে পারে। কারণ এ ধরনের
নজরদারি হলে ব্যাটারি খুলে রাখা ছাড়া তা এড়ানোর জুতসই
কোনো পথ নেই। এ ধরনের তথ্য সংগ্রহের জন্য মোবাইল ফোনের
সাধারণ কোনো অ্যাপই যথেষ্ট। এ ধরনের
অ্যাপকে ব্যাটারি ব্যবহার-সংক্রান্ত তথ্য সংগ্রহে গুগলেরও
কোনো বাধা নেই। সাইবার দুর্বৃত্তরা চাইলে এরকম
কোনো অ্যাপ তৈরি করে সহজেই ব্যবহারকারীর ওপর
নজরদারি করতে পারে।

National Identity Card Processing (PART:4)

জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে, ভুল থাকলে অথবা নতুন পরিচয়পত্র করতে গেলে কি করবেন?

যারা এখনো পরিচয়পত্র ওঠাননিঃ
ঢাকা সিটি করপোরেশনের যেসব বাসিন্দা (ডেমরা, যাত্রাবাড়ী, কদমতলী, শ্যামপুর থানা ছাড়া) ২০০৭-০৮ সালে পরিচয়পত্রের জন্য সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন, কিন্তু সেটি সংশ্লিষ্ট কার্যালয়ে গিয়ে আর আনেননি, তারা প্রকল্প কার্যালয়ে গিয়ে মূল প্রাপ্তি রসিদ জমা দিয়ে সেই পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন।ডিসিসির
বাইরে ঢাকা জেলার অন্যান্য উপজেলা বা থানার
বাসিন্দা কিংবা দেশের অন্য কোনো জেলার বাসিন্দারা পরিচয়পত্র নির্দিষ্ট সময়ে না উঠিয়ে থাকলে, তাঁদের প্রাপ্তি রসিদ সংশ্লিষ্ট উপজেলা,
থানা বা জেলা নির্বাচন কর্মকর্তার মন্তব্যসহ প্রাপ্তি রসিদ জমা দিয়ে পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন। তাঁদের মূল প্রাপ্তি রসিদ প্রকল্প কার্যালয়ের নির্দিষ্ট কাউন্টারে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র গ্রহণ করতে হবে। প্রাপ্তি স্বীকারপত্রে উল্লেখ করা তারিখে তাঁদের পরিচয়পত্র দেওয়া হবে।
অভিবাসীরা যেভাবে জাতীয় পরিচয়পত্র পাবেনঃ
অভিবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র পাওয়ার সুযোগ আছে। এ জন্য তাঁদের অবশ্যই দেশে আসতে হবে। তাঁদের থাকতে হবেপাসপোর্ট। আর তাতে বাংলাদেশে আসার সিল (অ্যারাইভাল সিল) থাকতে হবে। কারও যদি পাসপোর্ট না থাকে, তবে তাঁকে এমন কোনো কাগজ দেখাতে হবে, যেটা প্রমাণ করে যে তিনি বিদেশে ছিলেন। পাসপোর্ট বা সেই প্রমাণপত্র নিয়ে তাঁকে যেতে হবে তাঁর থানা বা উপজেলা নির্বাচন কার্যালয়ে। সেখানে জাতীয় পরিচয়পত্র পাওয়া এবং ভোটার হওয়ার আবেদনপত্র পূরণ করতে হবে। সেখানে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করে আবেদনকারীকে ফরম ও আনুষঙ্গিক কাগজপত্র নিয়ে আসতে হবে জেলা নির্বাচন কার্যালয়ে। সেই দপ্তর থেকে সব কাগজপত্র ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে নির্বাচন
কমিশন সচিবালয়ের অধীনে থাকা ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন এবং জাতীয় পরিচয়পত্র
প্রদানে সহায়তা প্রদান প্রকল্পের দপ্তরে। তবে জেলা নির্বাচন কার্যালয়ে কাগজপত্রের সব প্রক্রিয়া শেষ
করে আবেদনকারী সেগুলো হাতে হাতে নিয়ে আসতে পারেন প্রকল্পের কার্যালয়ে। এখানে আবেদনকারীর ছবি তোলা হবে, নেওয়া হবে হাতের ছাপ ও চোখের (আইরিশ) স্ক্যান। এসব কাজ সম্পন্ন হওয়ার পর আবেদনকারীকে প্রাপ্তি রসিদ দেওয়া হবে। তাতে আবেদনকারীকে ১৫ দিন পর আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশন ভবনের সপ্তম তলায় প্রকল্পের দপ্তর থেকে জাতীয়
পরিচয়পত্র নিয়ে যাওয়ার জন্য বলা হবে। তখন অবশ্যই প্রাপ্তি রসিদ আবেদনকারীর সঙ্গে থাকতে হবে। নতুন জাতীয় পরিচয়পত্র পেতে হলেঃ
বাংলাদেশে কারও বয়স ১৮ বছর হলেই কেবল তিনি ভোটার তালিকায় নাম ওঠাতে পারবেন। দেশের প্রতিটি উপজেলায় সার্ভার স্টেশন তৈরির প্রক্রিয়া চলছে। এসব স্টেশনে ভোটার তালিকা তৈরি ও বিতরণের কাজ করা হবে। এগুলোয় কার্যক্রম শুরু হলে যখন যার বয়স ১৮ বছর হবে, তখন তিনি ভোটার তালিকায় নাম ওঠাতে পারবেন। এখন ১৮ বছর পূর্ণ হওয়া মাত্রই জাতীয় পরিচয়পত্র তৈরির সুযোগ থাকছে তাদেরই,যাদের
চিকিৎসা, পড়াশোনা বা কাজের জন্য বিদেশে যেতে হবে। এ জাতীয় কোনো প্রয়োজনীয়তার প্রমাণ দেখাতে হবে।
যোগাযোগঃ
ভোটার তালিকাসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে হলে যোগাযোগ করতে হবে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন এবং জাতীয় পরিচয়পত্র প্রদানে সহায়তা প্রদান প্রকল্পের আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশন ভবনের সপ্তম তলার কার্যালয়ে।

ক্রোম ব্রাউজারে একটি সতর্কবার্তা

"কোনো সাইট যদি অনাকাঙ্ক্ষিত সফটওয়্যার ডাউনলোড করতে বলে তবে ক্রোমে এ ধরনের বার্তা দেখাবে ক্রোম"
ব্রাউজারে নতুন একটি সুবিধা যুক্ত করেছে গুগল,যাতে অনাকাঙ্ক্ষিত সফটওয়্যার ডাউনলোডের আগে ব্যবহারকারীকে বিশেষ সতর্কবার্তা দেখাবে।গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব ওয়েবসাইট ব্যবহারকারীকে অনাকাঙ্ক্ষিত সফটওয়্যার ডাউনলোডে উত্সাহী করে, সেই সাইটগুলো ব্রাউজ করলে ক্রোম ব্রাউজারে একটি সতর্কবার্তা পপ আপ আকারে দেখানো হবে।ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করতে লাল রঙের এই সতর্কবার্তায় ওই সাইটটি ক্ষতিকর বলে উল্লেখ করা হবে। বর্তমানে ক্রোম ব্যবহার করে যদি কোনো সাইট থেকে সফটওয়্যার ডাউনলোড হতে থাকে এ ধরনের পপ আপ বার্তা শুধু তখনই দেখানো হয়।
গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্টারনেট ব্যবহারকারীকে সুরক্ষিত রাখতে তারা আরেক প্রস্থ নিরাপত্তা স্তর যুক্ত করছে। গুগলের সার্চ ইঞ্জিনে একটি ফ্রেমওয়ার্ক যুক্ত করা হয়েছে যাতে ছদ্মবেশী সাইটগুলো ধরতে পারবে এবং সার্চ ফলাফলে তাদের দেখানো হবে না।
সাইবার নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে এই পরিবর্তন আনছে। এ ছাড়া গুগল সম্প্রতি ছদ্মবেশী বিজ্ঞাপন বা যেসব বিজ্ঞাপন অনাকাঙ্ক্ষিত সফটওয়্যার ডাউনলোডের সাইটে নিয়ে যায়, সেগুলো বন্ধ করে দিয়েছে।
শুধু ক্রোম বা সার্চ ইঞ্জিনেই নয় গুগলের ব্লগিং প্ল্যাটফর্মকেও পরিষ্কার করার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।গুগল কর্তৃপক্ষ জানিয়েছে,ব্লগারে কোনো পর্নো ছবি বা ভিডিও দেখানো যাবে না।

এবার ওজন কমাতেও সাহায্য করছে স্মার্টফোন


ওজন কমাতে চান? স্মার্টফোন
আছে? ব্যাস তাহলেই
চিন্তা শেষ। এই সংক্রান্ত
একাধিক স্মার্টফোন অ্যাপ এখন
বাজারে ভর্তি। যে কোনও একটা ডাউনলোড
করতে পারলেই কেল্লাফতে। এই অ্যাপগুলো লাগাতার
মেসেজ করে ভিডিও পাঠিয়ে আপনাকে ডায়েট
নিয়ন্ত্রণে সাহায্য করে। কী খাবেন আর কী খাবেন
না সেই বিষয়ে বিস্তারিত পরামর্শ দেয়। নতুন এক
গবেষণায় দেখা গেছে ওজন কমাতে এই অ্যাপসগুলো বেশ
কার্যকরী ভূমিকা গ্রহণ করে।
মার্কিন যুক্তরাষ্ট্রের টুলান ইউনিভার্সিটি অফ
পাবলিক হেলথ ও ট্রপিকাল মেডিসিনের গবেষকদের
মতে এই স্মার্টফোন অ্যাপগুলির
সাহায্যে লক্ষ্যনীয়ভাবে ওজন কমে। এই
অ্যাপগুলি থেকে আসা লাগাতার মেসেজ বা ভিডিও
স্মার্টফোন ব্যবহারকারীদের খাদ্য তালিকায় পরিবর্তন
আনতে বাধ্যকরে।
এই ধরণের অ্যাপ ব্যবহারকারী ১,৩৩৭ জনের উপর র্যান্ডম
সমীক্ষা চালিয়েছেন গবেষকরা। বেশিরভাগ ক্ষেত্রেই
পসিটিভ ফলাফল মিলেছে।
টানা ৬মাস বা ১ বছর এই ধরণের অ্যাপ ব্যবহার
করলে দেখা গেছে গড়ে প্রায় প্রতিমাসে ১.৪৪
কেজি ওজন কমেছে।

Thursday 26 February 2015

National Identity Card Processing (PART:3)

জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে, ভুল থাকলে অথবা নতুন পরিচয়পত্র করতে গেলে কি করবেন?

ঠিকানা সংশোধনঃ
জাতীয় পরিচয়পত্রে থাকা বর্তমান ঠিকানা ও ভোটার এলাকা বদল করার সুযোগ আছে। তবে সারা বছর সেই সুযোগ মেলে না। এটা শুধু ভোটার তালিকা হালনাগাদ করার সময় করা যাবে। বর্তমানে হালনাগাদ করার কাজটি করা হয় শুধু
জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে। সারা বছর ভোটার
এলাকা বদলের সুযোগ থাকে না কেন, জানতে চাইলে প্রকল্পের কমিউনিকেশন অফিসার দেবাশীষ কুণ্ডু বলেন, ‘আমাদের দেশে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, সিটি করপোরেশন
ও জাতীয় সংসদ নির্বাচন ভিন্ন ভিন্ন সময়ে হয়। দেখা যায়, একই বছর একাধিক নির্বাচন হয়। একই বছরে কেউ যাতে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে না পারেন, তাই সারা বছর ভোটার এলাকা বদলের সুযোগ দেওয়া হয় না।’ হালনাগাদ করার সময় ভোটার এলাকা বদল করতে হলে নতুন ঠিকানার উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে দেওয়া ফরম-১৩ অথবা ফরম-১৪ পূরণ করে উপজেলা বা থানা নির্বাচন অফিসে আবেদন করতে হবে।
তবে ঠিকানা পরিবর্তন না করে সংশোধন (বানান, বাড়ির নম্বর, সড়ক নম্বর ভুল থাকলে) করার সুযোগ ঢাকার প্রকল্প কার্যালয়ে রয়েছে।এ ছাড়া স্থায়ী ঠিকানা পরিবর্তন বা এর কোনো তথ্য সংশোধনেরও সুযোগ আছে। ঠিকানার ছোটখাটো ভুল সংশোধন বা স্থায়ী ঠিকানা পরিবর্তনের সুযোগ সারা বছরই থাকে। এ জন্য আবেদনপত্রের সঙ্গে প্রকল্প কার্যালয়ের নির্দিষ্ট কাউন্টারে জমা দিতে হবে পরিবারের কোনো সদস্যের পরিচয়পত্রের কপি, গ্যাস, বিদ্যুৎ,টেলিফোন বিলের যেকোনো একটির কপি বা কর দেওয়ার কপি। আরও জমা দিতে হবে চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়নপত্র। স্থায়ী ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে ওই ঠিকানায় নিজের নামে বা পিতা বা মাতার নামে থাকা জমি বা ফ্ল্যাটের দলিলের সত্যায়িত ফটোকপিও জমা দিতে হবে।

রক্তের গ্রুপ সংশোধনঃ
রক্তের গ্রুপ সংশোধন করতে হলে মেডিকেল প্রতিবেদন দাখিল করতে হবে।

বিবিধ সংশোধনঃ
জাতীয় পরিচয়পত্রে কোনো নামের আগে পদবি, উপাধি, খেতাব ইত্যাদি সংযুক্ত করা যাবে না।
পিতা বা স্বামী বা মাতাকে মৃত উল্লেখ করতে চাইলে মৃত্যুর সনদ দাখিল করতে হবে। জীবিত
পিতা বা স্বামী বা মাতাকে ভুলক্রমে মৃত হিসেবে উল্লেখ করার কারণে পরিচয়পত্র সংশোধন করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়পত্রের কপি দাখিল করতে হবে।

হালনাগাদ কর্মসূচির পরিচয়পত্র সংশোধনঃ
২০০৯ সালে হালনাগাদ কর্মসূচির সময় যাদের নাম ভোটার তালিকায় যুক্ত হয়েছে, তাদের জাতীয় পরিচয়পত্রে কোনো ভুল থাকলে বা হারিয়ে গেলে তাদের ২০১০ সালের ডিসেম্বরের পর প্রকল্প কার্যালয়ে যোগাযোগ করতে হবে।

পরিচয়পত্র হারিয়ে গেলেঃ
পরিচয়পত্র হারিয়ে গেলে সংশ্লিষ্ট থানায় ভোটার নম্বর বা আইডি নম্বর উল্লেখ করে সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। এরপর জিডির মূল কপিসহ প্রকল্প কার্যালয় থেকে নেওয়া ছকের আবেদনপত্র নির্দিষ্ট কাউন্টারে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র নিতে হবে। প্রাপ্তি স্বীকারপত্রে উল্লেখ করা তারিখে ডুপ্লিকেট পরিচয়পত্র বিতরণ করা হয়।

অবশেষে দাম কমতে যাচ্ছে ইন্টারনেটের

বাড়বে গতি কমবে দাম ইন্টারনেটের -
অবশেষে দাম কমতে যাচ্ছে ইন্টারনেটের। একই
সঙ্গে গতিও বাড়বে অাগের চেয়ে কয়েকগুন।
'দেশে ইন্টারনেটের দাম বেশি' - গ্রাহকদের এমন
অভিযোগ দীর্ঘদিনের। এরই
পরিপ্রেক্ষিতে সরকার ইন্টারনেটের দাম
কমাতে উদ্যোগী হয়েছে ।দেশের ৭০টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অর্ধেক মূল্যে ব্যান্ডউইথ সরবরাহেরও উদ্যোগ নিয়েছে সরকার। এর ন্যূনতম গতি হবে ১ গিগা।অাগামী এপ্রিল মাসের মধ্যে বিশ্ববিদ্যালয় গুলোতে এ সেবা চালু করা হবে বলে জানা গেছে।এদিকে জাতীয় ব্রডব্যান্ড নীতিমালা-২০০৯ -এ ব্রডব্যান্ডের 'সংজ্ঞা' সংশোধনেরও উদ্যোগ নিয়েছে সরকার।জাতীয় ব্রডব্যান্ড নীতিমালা-২০০৯ -এ ব্রডব্যান্ডের সংজ্ঞায় বলা হয়েছিল যাহার ন্যূনতম গতি হবে ১২৮ কেবিপিএস। এর চেয়ে গতি কম হইলে তাকে বলা হইবে ন্যারোব্যান্ড ইন্টারনেট।যদিও ২০১৩ সালে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিঅারসির জারি করা এক নিদের্শনায় নতুন করে ব্রডব্যান্ডের সংজ্ঞা নির্ধারণ করা হয়।নতুন সংজ্ঞায় বলা হয়, 'যাহার ন্যূনতম ব্যান্ডউইথ ১ এমবিপিএস
(মেগাবাইট পার সেকেন্ড) হইবে। ১ এমবিপিএস
হইতে কম ব্যান্ডউইথকে ন্যারোব্যান্ড বলা হইবে।'
ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহারকারীরা ২০১৩
সালের মে মাসের ১ তারিখ থেকে এই গতি উপভোগ করছেন।

বিটিআরসি একই বছরের এপ্রিলের ১ তারিখে এ
বিষয়ে নির্দেশনা জারি করে।চলতি বছর অাবারও ব্রডব্যান্ডের সংজ্ঞায় পরিবর্তন অানা হচ্ছে। এবার ন্যূনতম ব্যান্ডউইথ ১ মেগার পরিবর্তে ৫ মেগা করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সংশ্লিষ্টদের ব্রডব্যান্ডের সংজ্ঞা পরিবর্তনের পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, ২০০৭ সালে প্রতি মেগা ব্যান্ডউইডথের
দাম ছিল ৭২ হাজার টাকা। একবারে ৪২ হাজার
টাকা কমিয়ে করা হয় ৩০ হাজার টাকা। পরের বছর দাম নির্ধারিত হয় ১৮ হাজার টাকা।
২০০৯ সালে ৬ হাজার টাকা কমিয়ে করা হয় ১২
হাজার টাকা। ২০১০ সালে দাম কমানো না হলেও এর পরের বছর ২ হাজার টাকা কমিয়ে করা হয় ১০ হাজার টাকা। এর পরে অারও দুই ধাপে দাম কমিয়ে করা হয় যথাক্রমে ৮ হাজার এবং ৪ হাজার ৮০০ টাকা। সর্বশেষ গত বছর সরকার প্রতি মেগা ব্যান্ডউইথের দাম নির্ধারণ করেছে ২ হাজার ৮০০ টাকা।
জুনাইদ অাহমেদ পলক জানান, প্রধানমন্ত্রীর
নির্দেশে একটি 'টেকনিক্যাল অডিট টিম' গঠন
করা হয়েছে। ওই টিম পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে কেন গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের খরচ কমছে না।তারা প্রতিবেদন দিলেই এ বিষয়ে উদ্যোগী হবে সরকার। শিগগিরই ইন্টারনেট
ব্যবহারকারীদের এ বিষয়ে সুখবর দিতে পারবেন
বলে তিনি অাশাবাদ ব্যক্ত করেন।তবে বর্তমানের চেয়ে কত শতাংশ দাম কমতে পারে এ ব্যাপারে পরিষ্কার কোনও ধারণা পাওয়া যায়নি সংশ্লিষ্টদের
কাছ থেকে।
জানা গেছে, ব্যান্ডউইথ দেশে আনতে গেলে এর
সঙ্গে কতগুলো উপাদান বা বিশেষ পক্ষ জড়িত
থাকে। এর মধ্যে রয়েছে ইন্টারনেট ট্রানজিট (আইপি ক্লাউড),বিদেশি ডাটা সেন্টারের ভাড়া, দেশি-বিদেশি ব্যাকহল চার্জ,ল্যান্ডিং স্টেশন ভাড়া, কেন্দ্রীয় সার্ভারের পরিবহন খরচ,গেটওয়ে ভাড়া, আইএসপি প্রতিষ্ঠানের মুনাফা,এনটিটিএন
প্রতিষ্ঠানের আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক ভাড়া,
ইন্টারনেট যন্ত্রাংশের ওপর জাতীয় রাজস্ব বোর্ডের ধার্য করা ভ্যাট ও শুল্ক, বিটিআরসির রাজস্ব ভাগাভাগিসহ ১৬টি উপাদান বা পক্ষ। বিগত দিনগুলোতে কেবল ব্যান্ডউইথের দামই কমানো হয়েছে।এই ১৬টি পক্ষের প্রতি বিশেষ নজর দেওয়া হয়নি। এ কারণে ইন্টারনেটের দাম কমেনি। সংশ্লিষ্টরা বলেছেন, এসব পক্ষের সেবাচার্জ যদি কমানো না হয় তা হলে ব্যান্ডউইথ ফ্রি করে দিলেও ইন্টারনেটের দাম কমবে না।এদিকে দেশের মোট ইন্টারনেট ব্যবহারকারীর
মধ্যে প্রায় ৯০ ভাগ মোবাইল ইন্টারনেট ব্যবহার করলেও এর দাম বেশ চড়া।বর্তমানে যে মূল্যে মোবাইল ইন্টারনেট বিক্রি হচ্ছে তার থেকে দাম কমাতে গেলে কেবল ব্যান্ডউইথের দাম কামলেই
হবে না। এ ক্ষেত্রেও কয়েকটি পক্ষ রয়েছে। সে সব
পক্ষকে বিবেচনায় এনে অানুপাতিক হারে খরচ
কমানো হলেই) কেবল মোবাইল ইন্টারনেটের দাম
কমবে বলে মনে করেন মোবাইলফোন অপারেটর
গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেইন।
‌ নেটওয়ার্ক খরচ, স্পেক্ট্রামের মূল্য,
যন্ত্রাংশ ও এর সেটঅাপ চার্জ
এবং মোবাইলফোন সেটের দাম
কমানো না হলে মোবাইল অপারেটরগুলোর
পক্ষে ইন্টারনেটের দাম কমানো সম্ভব হবে না।
সংশ্লিষ্টদের এ বিষয়গুলোর প্রতি সুদৃষ্টি দেওয়ার
অাহবান জানান তিনি। যদিও মোবাইলফোন
অপারেটরগুলো ২০০৪ সাল
থেকে প্রতি কিলোবাইটের জন্য ২
পয়সা করে চার্জ করেছে একটানা ৯ বছর।প্রযুক্তিপ্
রেমীদের দীর্ঘদিনের অান্দোলন পরে ২০১৩
সালের জুন মাসে মোবাইলফোন
অপারেটরগুলো ইন্টারনেটের দাম কমায়।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ
সংস্থা বিটিআরসি মোবাইল ফোন
অপারেটরগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক
করে ইন্টারনেটের দাম কমায়। কিন্তু তারপরও
মোবাইল ইন্টারনেটের এখন যা দাম তা-ও অনেক
বেশি বলে মনে করেন এর ব্যবহারকারী,
অান্দোলনকারী বিভিন্ন সংগঠনের সদস্যরা। এ
প্রসঙ্গে অাইসিটি প্রতিমন্ত্রী বলেন, ব্যান্ডউইথ
সরবারহকারী এবং ইন্টারনেট ব্যবহারকারীদের
মাঝ খানে যারা সার্ভিস দিচ্ছেন তাদের
ক্ষেত্রে কী কী ব্যবস্থা নেওয়া যায়, কী পদক্ষেপ
নিলে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যবহার খরচ
কমবে সে উপায় খুঁজে বের করা হবে। শিগগিরই
ইন্টারনেট ব্যবহারকারীরা এ সুফল ভোগ করবেন
বলে তিনি জানান।

Wednesday 25 February 2015

National Identity Card Processing (PART:2)

জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে, ভুল থাকলে অথবা নতুন পরিচয়পত্র করতে গেলে কি করবেন?

নাম পরিবর্তনঃ
জাতীয় পরিচয়পত্রে নিজের নাম বদল করতে হলে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে এসএসসি বা সমমানের সনদের সত্যায়িত ফটোকপি (শিক্ষাগত যোগ্যতা এর নিচে হলে দেয়ার দরকার
নেই), বিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে স্ত্রী বা স্বামীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, ম্যাজিস্ট্রেট কোর্টে সম্পাদিত এফিডেভিট এবং জাতীয় পত্রিকায় প্রকাশিত নাম পরিবর্তনসংক্রান্ত বিজ্ঞাপনের কপি। নাম পরিবর্তনের জন্য প্রার্থীকে শুনানির দিন প্রকল্পের কার্যালয়ে কাগজপত্রের মূল কপিসহ হাজির হতে হবে।

স্বামীর নাম সংযোজন বা বাদ দেওয়াঃ
বিয়ের পর কেউ জাতীয় পরিচয়পত্রে স্বামীর নাম যুক্ত করতে চাইলে তাকে কাবিননামা ও স্বামীর জাতীয় পরিচয়পত্র আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। আর বিবাহবিচ্ছেদের কারণে স্বামীর নাম বাদ দিতে চাইলে আবেদনকারীকে তালাকনামার সত্যায়িত কপি জমা দিতে হবে।

পিতা বা মাতার নাম পরিবর্তনঃ
পিতা বা মাতার নাম পরিবর্তন করতে হলে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে এসএসসি বা এইচএসসি বা সমমান পরীক্ষার সনদ অথবা রেজিস্ট্রেশন কার্ড। পিতা বা মাতার পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।পিতা বা মাতা বা উভয়ে মৃত হলে দিতে হবে ভাই বা বোনের পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। পিতা-মাতার নাম পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা আবেদনকারীর সাক্ষাৎকার নিতে পারেন।

জন্মতারিখ সংশোধনঃ
যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের , তাদের আবেদনপত্রের সঙ্গে এসএসসি বা সমমানের সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। বয়সের পার্থক্য অস্বাভাবিক না হলে প্রাপ্তি স্বীকারপত্রে উল্লেখ করা তারিখে সংশোধিত পরিচয়পত্র বিতরণ করা হয়। অস্বাভাবিক পরিবর্তনের ক্ষেত্রে সনদের মূল কপি প্রদর্শন
কিংবা ব্যক্তিগত শুনানিতে অংশ নিতে হতে পারে। যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের কম, তাদের জন্মতারিখ সংশোধনের জন্য আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে জাতীয় পরিচয়পত্র পাওয়ার আগের তারিখে পাওয়া সার্ভিস বুক বা এমপিওর কপি, ড্রাইভিং লাইসেন্স, জন্ম সদন, নিকাহনামা, পাসপোর্টের কপি প্রভৃতি। এ ক্ষেত্রে প্রকল্প কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা বা প্রকল্প পরিচালক আবেদনকারীর সাক্ষাৎকার নিয়ে থাকেন। এ ছাড়া দরকার হলে সংশ্লিষ্ট নির্বাচন
কর্মকর্তার মাধ্যমে সরেজমিনে তদন্ত করা হয়।

Chris Gayle became the First batsman in World Cup history to score a double century.


Chris Gayle was struggling for form heading into the
2015 ICC Cricket World Cup against Zimbabwe at the
Manuka Oval in Canberra. He had not scored a century
for close to 20 months and there was some criticism
regarding his form. However, on a gloomy afternoon, he
spectacularly turned his form around and brightened the
mood in the West Indies camp. It was a record-breaking
exhibition of batting by Gayle and his knock, along with
his partnership with Marlon Samuels, broke several
World records in the process. Here is a look at the
records that have been broken in this match:
Chris Gayle blasted 215 off 146 balls. This is the first
time that a double century has been scored in World
Cups. The previous best was 188* by Gary Kirsten
against the UAE in 1996.
Marlon Samuels and Gayle shared a 372-run stand for
the second wicket. This is a world record stand for
any wicket in ODIs. The previous highest partnership
was 331 between Sachin Tendulkar and Rahul Dravid
against New Zealand in Hyderabad in 1999. This was
also the highest partnership in World Cups, going
past 318 set by Sourav Ganguly and Dravid against
Sri Lanka in Taunton in 1999.
Gayle notched up his double century off 138 balls,
the fastest ever double century in ODIs.
Gayle's score is the highest individual score by a
West Indies batsman in ODIs. The previous highest
score by a West Indies batsman in ODIs was 189 by
Sir Viv Richards against England in Old Trafford in
1984.
Gayle become the second man to hit over 400 sixes
in international cricket (229 ODIs, 98 in Tests and 87
in T20Is). Only Shahid Afridi has hit more sixes in
cricket than Gayle.
Gayle equalled the record of most sixes hit in ODIs.
He hit 16 sixes in the innings, tied with Rohit
Sharma and AB de Villiers. However, this is the most
in a World Cup innings, going past the mark of nine
sixes set by David Miller against Zimbabwe in
Hamilton recently.
Gayle became the first non-Indian batsman to score
a double century in ODIs. This is the first double-
century outside the sub-continent as well. This is
the fifth double century in ODIs.
Gayle is the only cricketer currently to have scored a
hundred in T20Is, double hundred in ODIs and a triple
hundred in Tests.

পেসার "ওয়েন পারনেল"

দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট
দলের পেসার "ওয়েন পারনেল" । তিনি খ্রিষ্টান ধর্ম
থেকে ইসলাম ধর্ম গ্রহণে উদ্বুদ্ধ হন ।
ব্যক্তিগত গবেষণা ও ভাবনা থেকেই
ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি ।
ইসলাম ধর্মগ্রহণের সত্যতা নিশ্চিত
করে পারনেল জানান,
অনেকদিন আগে থেকেই ইসলামের
প্রতি এক ধরনের অনুরাগ জন্মেছিল
তার । নতুন ধর্ম গ্রহণ করার পর
পারনেল তার নাম পরিবর্তন করে
"ওয়েন পারনেল" থেকে
"ওয়ালিদ পারনেল" রেখেছেন ।
"ওয়ালিদ" অর্থ 'সদ্য ভূমিষ্ঠ পুত্র
সন্তান'। পোর্ট এলিজাবেথে জন্ম
নেয়া পারনেল বলেছেন, "নতুন ধর্ম
অনুসরণের ব্যাপারটি তিনি খুব
গুরুত্বের সঙ্গে নিয়েছিলেন ।
ইসলাম ধর্ম গ্রহণ করানোর পেছনে
তার সতীর্থ হাশিম আমলা বা
ইমরান তাহিরের কোনো হাত নেই ।
এখন থেকে তিনি শ্রদ্ধার সঙ্গে নতুন
ধর্মের নিয়ম কানুন পালন করবেন ।
ইসলাম ধর্ম গ্রহণের পর মুসলমানদের
জন্য নিষিদ্ধ কোনো অ্যালকোহল
স্পর্শ করেননি তিনি ।
একই সঙ্গে তার প্রতি আগ্রহ থাকায়
ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন
তিনি।"

National Identity Card Processing (Part:1)

জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে, ভুল থাকলে অথবা নতুন
পরিচয়পত্র করতে গেলে কি করবেন? এছাড়াও অনেককেই জাতীয়
পরিচয়পত্রের বিভিন্ন
ভুলভ্রান্তি নিয়ে ভোগান্তি পোহাতে হয়। আবার যারা নতুন
পরিচয়পত্র করতে চান তারাও এ বিষয়ে অনেকে অজ্ঞ।
কিভাবে করব, কোথায় করব, কি কি লাগবে ইত্যাদি বিষয়
জানেন না। আর এ সমস্যা সমাধানের জন্য কিছু পদ্ধতি অনুসরণ
করলে আশা করি সবাই উপকার পাবেন।
পরিচয়পত্রে নিজের নাম, পিতা, মাতা, স্বামী, স্ত্রী ও
অভিভাবকের নাম, জন্মতারিখ, রক্তের গ্রুপ
এবং ঠিকানা সংশোধন কিংবা বদল করতে হতে পারে। এ জন্য
প্রার্থীকে সাদা কাগজে ‘ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন
এবং জাতীয় পরিচয়পত্র প্রদানে সহায়তা প্রদান প্রকল্প’- এর
পরিচালকেরকাছে আবেদন করতে হবে। এই আবেদন আগারগাঁওয়ের
ইসলামিক ফাউন্ডেশন ভবনের সপ্তম তলায় প্রকল্প
কার্যালয়ে পাওয়া ছক বা ফরমেও করা যায়।
ফরম পূরণ করে প্রকল্প কার্যালয়ের নির্দিষ্ট
কাউন্টারে জমা দেওয়ার পর সেখান
থেকে প্রাপ্তি স্বীকারপত্র (প্রাপ্তি নম্বরসংবলিত)
দেওয়া হয়। এতে সংশোধিত জাতীয় পরিচয়পত্র দেওয়ার তারিখ
উল্লেখ থাকবে। এই তারিখের সাত দিনের মধ্যে কাউন্টার
থেকে সংশোধিত পরিচয়পত্র নিতে হবে।
নাম সংশোধনঃ কেউ পরিচয়পত্রে থাকা নিজের নাম, পিতা,
স্বামী কিংবা মাতার নাম সংশোধন
করতে চাইলে তাকে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে-
১। এসএসসি বা সমমান সনদ
২। নাগরিকত্ব সনদ
৩। জন্মনিবন্ধন সনদ
৪। চাকরির প্রমাণপত্র
৫। পাসপোর্ট
৬। নিকাহনামা
৭। পিতা, স্বামী কিংবা মাতার জাতীয় পরিচয়পত্রের
ফটোকপি। আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত এসব নথি অবশ্যই
সত্যায়িত হতে হবে। এ ক্ষেত্রে উল্লেখ করা নথির যার
যেটি আছে, শুধু সেটি দিলেই চলবে। যেমন, যার শিক্ষাগত
যোগ্যতা এসএসসির কম, তাকে এসএসসি বা সমমানের সনদের
ফটোকপি জমা দিতে হবে না। আবার কেউ
যদি চাকরি না করেন, তাকে চাকরির প্রমাণপত্র
দিতে হবে না। আবার পাসপোর্ট না থাকলে তা দেয়ার দরকার
নেই।

Sunday 22 February 2015

Once Upon A Time In Sylhet

কালের বিবর্তনে সিলেটের ওসমানী নগরের এককালের উত্তাল
রত্না নদী হারিয়েছে তার স্রোত, যৌবন ও পেটের ক্ষুধা।
বর্তমানে এ নদী নাম পরিবর্তিত হয়ে বিভিন্ন এলাকায়
বিভিন্ন নামে পরিচিতি পাচ্ছে। ইতিহাস সাক্ষ্যে প্রমাণিত
হয় এই নদীর আয়তন ছিল প্রায় ১৫ কিলোমিটার। কিন্তু
বর্তমানে তার এক তৃতীয়াংশও খুঁজে পাওয়া দুষ্কর। কথিত আছে,
সুরমা নদী হয়ে জাহাজ, লঞ্চ রত্না নদীর ঢেউয়ের
সাথে খেলা করে গোয়ালাবাজারের গয়নাঘাটে ভিড়তো।
ব্রিটিশ বেনিয়াগোষ্ঠী ব্যবসা করতে এ স্থানে আসতো।
১৬৬২ সালে মোঘল বাদশাহ শাহজাহান সিলেট ভ্রমণের সময়
৭টি জাহাজ নিয়ে এ নদী দেখতে এসেছিলেন। ফেরার
পথে ঢেউয়ের তোড়ে ১টি জাহাজ ডুবে যায়।
যেটি পরবর্তীতে আর উদ্ধার করা সম্ভব হয়নি। ১৯৯৭
সালে ইসবপুর গ্রামের একটি পুকুর খননকালে জাহাজের মাস্তুল
পাওয়া গিয়েছিল। এ ছাড়া বিভিন্ন সময়ে নানা রকমের
পিতলের সামগ্রী পাওয়া গেছে বলে প্রবীণরা জানান।
মহাভারত ও শ্রীচৈতন্য চরিতামৃত আকর গ্রন্থে এ নদীর উল্লেখ্য
আছে। ব্রিটিশ আমলে পিতল ও কাসার ব্যবসা ছিল তুঙ্গে আর
তাই রত্না নদীর বুকে বড় বড় জাহাজ ভাসতো। সে সময়ের
রাজা-বাদশারা ভ্রমণে আসতেন বাহারী নৌকা নিয়ে।
একদা প্রমত্তা রত্না নদী পরিবর্তনের ধারায় প্রকৃতির
কাছে আত্মসমর্পণ করে খাল বলে চিহ্নিত হলেও ইতিহাস
তাকে নদী হিসাবে ধরে রেখেছে সযত্নে

Saturday 21 February 2015

We Love Our Bangla

দুই বাংলাকে এক করে দেওয়ার জন্য দুই দেশের সরকারের
কাছে অনুরোধ করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় চলচ্চিত্র নায়ক
দেব। তিনি বলেছেন, দুই বাংলার স্বপ্ন এক, ইচ্ছেও এক। সব
কিছুই এক। তাই দুই বাংলার এক হওয়া দরকার।
আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে সাংস্কৃতিক
ব্যক্তিত্বদের সাথে মতবিনিময়কালে দেব এ কথা বলেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
সাথে বাংলাদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্বদের এই মতবিনিময়
সভার আয়োজন করে ঢাকার ভারতীয় হাইকমিশন, যার নাম
দেওয়া হয়েছিল ‘বৈঠকী বাংলা’।
অনুষ্ঠানে আবেগাপ্লুত দেব বলেন, ‘আমাদের ভাষাটা (বাংলা)
পৃথিবীতে পঞ্চম স্থানে। আমি জানি, আমরা কেউ
এটা আমাদের জন্য করছি না। আমাদের জীবনটা খুব
ভালো কেটেছে, বা কেটেও যাবে। কিন্তু
সমাজে আমরা যে স্থানটাতে আছি, এটা আমাদের দায়িত্ব, এই
ভাষাটাকে নিয়ে আমাদের কিছু বলা উচিত। সেই
কারণে হয়তো আমরা এখানে এসেছি। আমাদের স্বপ্ন এক,
আমাদের ইচ্ছেটাও। সব কিছুই যখন এক, তাহলে আমরা দুই
সরকারকে বলি যে প্লিজ, এপার বাংলা, ওপার বাংলাকে এক
বাংলা করে দাও।’
অনুষ্ঠানে ভারতের বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ
বলেন, ‘আমি আপ্লুত। এত পরিচিত বন্ধুবান্ধব। হৃদয়ের টান। আমার
একটা ছোট্ট কথা বলার। ৬৭-৬৮ বছর আগে এপার বাংলা, ওপার
বাংলা হয়ে গিয়েছিল। তারপর অনেক কাণ্ড ঘটে গেছে। এখন
থেকে এপার বাংলা, ওপার বাংলা না বললেই বোধহয় ভালো।’
গৌতম বলেন, ‘বাংলার গান, বাংলার সাহিত্য, বাংলার নাটক,
বাংলা সিনেমা। সেটা কোন দেশের তা নয়, সেটা সমগ্র
বাঙালির। তার কারণ, বাংলা ভাষা হচ্ছে আমাদের গুরু।
আমরা এখন থেকে শুধু মনে করি যেন দুই বাংলা সংস্কৃতির দিক
দিয়ে একটাই। (তাহলে) আমার মনে হয়, আমরা অনেকটাই
এগিয়ে যাব।’