চুরি হয়ে গেছে অস্কারজয়ী অভিনেত্রী লুপিতা নিয়ঙ্গর
সাড়া জাগানো মুক্তোর পোশাক। এই পোশাক পরেই
লুপিতা এবারের অস্কার আসরের লাল গালিচায় সবার নজর
কাড়েন।

লুপিতা এখন অবস্থান করছেন লন্ডন ওয়েস্ট হলিউড হোটেলে।
সেখান থেকেই চুরি হয় দেড় লাখ ডলার মূল্যের পোশাকটি।
ফ্রান্সিসকো কস্তার নকশায় কেলভিন ক্লেইনের এই
পোশাকটি তৈরিতে ব্যবহার করা হয় ছয় হাজার মুক্তা।
বুধবার ৩১ বছর বয়সী এই অভিনেত্রী বাইরে থেকে তার হোটেল
কক্ষে ঢুকে আবিষ্কার করেন পোশাকটি নেই।
লুপিতা সে রাতে তার বন্ধু, মেইক আপ আর্টিস্ট
এবং স্টাইলিস্টদের সঙ্গে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন।
সে রাতের ৮টা থেকে ৯ টার মধে্য সব সারভেইলেন্স ভিডিও
খতিয়ে দেখছে পুলিশ।
লুপিতার তরফ থেকে এখনও এ ব্যাপারে আনুষ্ঠানিক
বিবৃতি দেওয়া হয়নি। তার সঙ্গীদের তরফ থেকেও এ
ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে লস এঞ্জেলসের
কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের অফিসার জন মিচেল
ঘটনাটির সত্যতা নিশ্চত করেন।
No comments:
Post a Comment