সেলফোন হাতে বসে আছি একা-
দেখা হয়নি, তবু বেড়েছে মনের স্পন্দন,
দেখা হবে বলে বলে হয়নিকো দেখা,
হয়নি তো এ দু মনের সেতুবন্ধন।
হঠাত এক অজানা ঝরে-
একই ছাদের নিচে দুজনার-
চোখে চোখ পড়ে।
লজ্জায় কুচি কুচি আমি তুমি ভেতরে,
বেচারি চেয়ে আছে মান গেল, আহা রে!
হয়নি কথা ঐদিন আর তাকিয়ে তাকিয়ে,
দেখে নিলাম তাকে আবার চোখটা বাঁকিয়ে।
সেদিন ছিলাম দাঁড়িয়ে, ছাতা হাতে বৃষ্টিতে,
প্রতীক্ষার অবসান তার ডাকে দৃষ্টিতে।
সে থেকে দুজনার পথচলা একসাথে,
আলাপ চলে অবসর দিন কি রাতে।
দেখা হত মাঝে মাঝে নির্জন প্রান্তরে,
কথা হত চোখে মুখে নাড়া দিত অন্তরে।
--------------------- অসমাপ্ত।।।
শীঘ্রই আসছে বাকি টুকু।
দেখা হয়নি, তবু বেড়েছে মনের স্পন্দন,
দেখা হবে বলে বলে হয়নিকো দেখা,
হয়নি তো এ দু মনের সেতুবন্ধন।
হঠাত এক অজানা ঝরে-
একই ছাদের নিচে দুজনার-
চোখে চোখ পড়ে।
লজ্জায় কুচি কুচি আমি তুমি ভেতরে,
বেচারি চেয়ে আছে মান গেল, আহা রে!
হয়নি কথা ঐদিন আর তাকিয়ে তাকিয়ে,
দেখে নিলাম তাকে আবার চোখটা বাঁকিয়ে।
সেদিন ছিলাম দাঁড়িয়ে, ছাতা হাতে বৃষ্টিতে,
প্রতীক্ষার অবসান তার ডাকে দৃষ্টিতে।
সে থেকে দুজনার পথচলা একসাথে,
আলাপ চলে অবসর দিন কি রাতে।
দেখা হত মাঝে মাঝে নির্জন প্রান্তরে,
কথা হত চোখে মুখে নাড়া দিত অন্তরে।
--------------------- অসমাপ্ত।।।
শীঘ্রই আসছে বাকি টুকু।
No comments:
Post a Comment