Friday 28 August 2015

জাতীয় বিশ্ববিদ্যালয় এ মার্ক ডিস্ট্রিবিউশন

♦জাতীয় বিশ্ববিদ্যালয় উচ্চতর
(ড্রিগ্রী,অনা র্স এবং
মাস্টার্স)শ্রেণিতে প্রথম,দ্বিতীয়
এবং তৃতীয় বর্ষে প্রোমোশন পেতে হলে
একজন পরীক্ষার্থীকে..
.ইনকোর্স,মৌখিক,
ব্যবহারিক,মাঠকর্ম,মনোগ্রাফ পরীক্ষাসহ নিম্নোক্ত
GPA-অজর্ন করতে হবে।
*প্রথম ব র্ষ থেকে দ্বিতীয় বর্ষে
কমপক্ষে GPA-1.75
*দ্বিতীয় ব র্ষ থেকে তৃতীয় বর্ষে
কমপক্ষে GPA-2.00
*তৃতীয় ব র্ষ থেকে চতুর্থ বর্ষে
কমপক্ষে GPA-2.25
*গড় নম্বর GPA-2.00
বিঃদ্রঃ প্রথম বার পরীক্ষা দিয়ে কম
পেলে পরবর্তী বার গুলোতে
পরীক্ষা দিয়ে অবশ্যই উপরে
উল্লেখিত GPA-পেতে হবে৷
*CGPA-2.00,3rd Class
*CGPA-2.25,2nd Class
*CGPA-2.50থেকে CGPA-2.75,Higher 2nd
Class
*CGPA-3.00,1st Class
এবং
CGPA-3.75থেকেCGPA-4.00 Higher 1st
Class
*CGPA-হল কোর্সের মোট নাম্বারের
গড়৷
বিঃদ্রঃযারা অনার্সে পড়ে
CGPA-3.75থেকেCGPA-4.00পাবে
তাদের সার্টিফিকেটে
Distinctionকথাটি লেখা
থাকবে৷Distinctionএর অর্থ বিশেষ
সম্মান।
.......................................................................
গ্রেডিং পয়েন্ট হিসাবের নিয়ম। (প্রতি বছরের
টা):
★★ ১.ধরুন আপনার মোট বিষয় ৬ টি। যেমন :
বাংলা,ইংরেজী,গনিত , বিজ্ঞান ও কৃষি।
★★২. এখন বাংলার টোটাল মাকর্স হলো ১০০ আর
ক্রেডিট ৪।
ইংরেজীর মাকর্স ১০০, ক্রেডিট ৪।
গনিতের টোটাল মাকর্স ১০০ ক্রেডিট ৪।
বিজ্ঞান এর ১০০ আর ক্রেডিট ৪।
সমাজের টোটাল মাকর্স ৫০ ক্রেডিট ২।
কৃষির টোটাল মাকর্স ৫০ ক্রেডিট ২।
★★তাহলে আপনার সর্বমোট ক্রেডিট হল
৪+৪+৪+৪+২+২=২০।
★★এখন ধরুন আপনি বাংলায় B+(3.25)।
ইংরেজীতে B(3)
গনিতে B(3)
বিজ্ঞান C(2.25)
সমাজে C+(2.50)
কৃষিতে B+(3.25) পেলেন।
★★ এখন আপনার কাজ হলো, প্রত্যকটা বিষয়ের
পয়েন্ট কে ঐ বিষয়ের ক্রেডিট দিয়ে গুন করা। চলুন
করা যাক
★★বাংলা
(৩.২৫ গুন ৪) =১৩
ইংরেজী
(৩ গুন ৪) =১২
গনিত
(৩ গুন ৪)=১২
বিজ্ঞান
(২.২৫ গুন ৪) =৯
সমাজ
(২.৫০গুন ২)=৫
কৃষি
(৩.২৫ গুন২)= ৬.৫।
★★ক্রেডিট দিয়ে গুন করার পর আসুন দেখি টোটাল
কত হল
(১৩+১২+১২+৯+৫+৬.৫)
=৫৭.৫
★★ এবার টোটাল পয়েন্ট কে, টোটাল ক্রেডিট
দিয়ে ভাগ করি।
(৫৭.৫/২০)=২.৮৭৫ বা ২.৮৮(প্রায়)
★★ উক্ত ২.৮৮ ই হলো আপনার CGPA.
ব্রি : দ্র: যারা ইমপ্রুভ বা রিটেকের পর নতুন পয়েন্ট
পেয়েছেন, তার ঐ বিষয়ের অাগের পয়েন্ট বাদ
দিয়ে নতুন টা দিয়ে হিসাব করে নিবেন।

Friday 28 August 2015

জাতীয় বিশ্ববিদ্যালয় এ মার্ক ডিস্ট্রিবিউশন

♦জাতীয় বিশ্ববিদ্যালয় উচ্চতর
(ড্রিগ্রী,অনা র্স এবং
মাস্টার্স)শ্রেণিতে প্রথম,দ্বিতীয়
এবং তৃতীয় বর্ষে প্রোমোশন পেতে হলে
একজন পরীক্ষার্থীকে..
.ইনকোর্স,মৌখিক,
ব্যবহারিক,মাঠকর্ম,মনোগ্রাফ পরীক্ষাসহ নিম্নোক্ত
GPA-অজর্ন করতে হবে।
*প্রথম ব র্ষ থেকে দ্বিতীয় বর্ষে
কমপক্ষে GPA-1.75
*দ্বিতীয় ব র্ষ থেকে তৃতীয় বর্ষে
কমপক্ষে GPA-2.00
*তৃতীয় ব র্ষ থেকে চতুর্থ বর্ষে
কমপক্ষে GPA-2.25
*গড় নম্বর GPA-2.00
বিঃদ্রঃ প্রথম বার পরীক্ষা দিয়ে কম
পেলে পরবর্তী বার গুলোতে
পরীক্ষা দিয়ে অবশ্যই উপরে
উল্লেখিত GPA-পেতে হবে৷
*CGPA-2.00,3rd Class
*CGPA-2.25,2nd Class
*CGPA-2.50থেকে CGPA-2.75,Higher 2nd
Class
*CGPA-3.00,1st Class
এবং
CGPA-3.75থেকেCGPA-4.00 Higher 1st
Class
*CGPA-হল কোর্সের মোট নাম্বারের
গড়৷
বিঃদ্রঃযারা অনার্সে পড়ে
CGPA-3.75থেকেCGPA-4.00পাবে
তাদের সার্টিফিকেটে
Distinctionকথাটি লেখা
থাকবে৷Distinctionএর অর্থ বিশেষ
সম্মান।
.......................................................................
গ্রেডিং পয়েন্ট হিসাবের নিয়ম। (প্রতি বছরের
টা):
★★ ১.ধরুন আপনার মোট বিষয় ৬ টি। যেমন :
বাংলা,ইংরেজী,গনিত , বিজ্ঞান ও কৃষি।
★★২. এখন বাংলার টোটাল মাকর্স হলো ১০০ আর
ক্রেডিট ৪।
ইংরেজীর মাকর্স ১০০, ক্রেডিট ৪।
গনিতের টোটাল মাকর্স ১০০ ক্রেডিট ৪।
বিজ্ঞান এর ১০০ আর ক্রেডিট ৪।
সমাজের টোটাল মাকর্স ৫০ ক্রেডিট ২।
কৃষির টোটাল মাকর্স ৫০ ক্রেডিট ২।
★★তাহলে আপনার সর্বমোট ক্রেডিট হল
৪+৪+৪+৪+২+২=২০।
★★এখন ধরুন আপনি বাংলায় B+(3.25)।
ইংরেজীতে B(3)
গনিতে B(3)
বিজ্ঞান C(2.25)
সমাজে C+(2.50)
কৃষিতে B+(3.25) পেলেন।
★★ এখন আপনার কাজ হলো, প্রত্যকটা বিষয়ের
পয়েন্ট কে ঐ বিষয়ের ক্রেডিট দিয়ে গুন করা। চলুন
করা যাক
★★বাংলা
(৩.২৫ গুন ৪) =১৩
ইংরেজী
(৩ গুন ৪) =১২
গনিত
(৩ গুন ৪)=১২
বিজ্ঞান
(২.২৫ গুন ৪) =৯
সমাজ
(২.৫০গুন ২)=৫
কৃষি
(৩.২৫ গুন২)= ৬.৫।
★★ক্রেডিট দিয়ে গুন করার পর আসুন দেখি টোটাল
কত হল
(১৩+১২+১২+৯+৫+৬.৫)
=৫৭.৫
★★ এবার টোটাল পয়েন্ট কে, টোটাল ক্রেডিট
দিয়ে ভাগ করি।
(৫৭.৫/২০)=২.৮৭৫ বা ২.৮৮(প্রায়)
★★ উক্ত ২.৮৮ ই হলো আপনার CGPA.
ব্রি : দ্র: যারা ইমপ্রুভ বা রিটেকের পর নতুন পয়েন্ট
পেয়েছেন, তার ঐ বিষয়ের অাগের পয়েন্ট বাদ
দিয়ে নতুন টা দিয়ে হিসাব করে নিবেন।