Showing posts with label জানি-জানাই. Show all posts
Showing posts with label জানি-জানাই. Show all posts

Saturday 21 May 2016

ডাচ্-বাংলা ব্যাংক অর শিক্ষা বৃত্তি

বাংলাদেশো ডাচ্-বাংলা ব্যাংক তার শিক্ষা বির্তি কর্মসূচীর বিতরে দেশর বউত শিক্ষা প্রতিষ্ঠানর উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায় অ লেখাফরা খরা মেধাবী আর টেখাপয়সায় অসচ্ছল ছাত্র-ছাত্রী অখলরে বির্তি দিয়া আড়। অউ ধারাবাহিকতায় ২০১৬ সালর এসএসসি/ সমমান পরীক্ষাত পাস মেধাবি আর শিক্ষাক্ষেত্রর মাঝে টেখাপয়সায় শাইয্য প্রত্যাশী শিক্ষার্থী অখলরে বির্তি প্রদান করব ডাচ্-বাংলা ব্যাংক।

বির্তির পরিমাণ আর সময়কালঃ
শিক্ষার স্তরঃ এইচ.এস.সি.
সময়সীমাঃ ২ বছর
মাসিক বির্তিঃ ২,০০০ টেখা
বছরি অনুদানঃ লেখাফরার বইখাতা-বাতার লাগি এখলগে ২৫০০ টেখা আর খাফর ছোফরর লাগি ১,০০০ টেখা
আবেদন খরার নিয়ম আর শর্তঅখলঃ
ডাচ্-বাংলা ব্যাংক ওর শিক্ষা বির্তির আবেদন ওর প্রক্রিয়া গেলবারর লাখান ঔবারো অনলাইনো খরা অইছে। অতার লাগি সরাসরি কোনো আবেদন নেওয়া অইত নায়। আউকা জানি লাই কিলা অনলাইনো আবেদন খরা লাগবঃ
বির্তির লাগি আবেদনর যোগ্যতাঃ
সিটি কর্পোরেশন এলাকাত থাখা ইস্কুল/শিক্ষা প্রতিষ্ঠানর লাগিঃ খমর মাঝে জিপিএ ৫.০০ (চতুর্থ বিষয় বাদে, হখল গ্রুফর লাগি)
জেলা শহর এলাকাত থাখা ইস্কুল/শিক্ষা প্রতিষ্ঠানর লাগিঃ খমর মাঝে জিপিএ ৪.৮৮ (চতুর্থ বিষয় বাদে, হখল গ্রুফর লাগি)
গাওর খরলামাইল অঞ্চলওখলর ইস্কুল/শিক্ষা প্রতিষ্ঠানর লাগিঃ খমর মাঝে জিপিএ ৪.৭০ (চতুর্থ বিষয় বাদে, হখল গ্রুফর লাগি)
বির্তির হখল গুরুত্বপূর্ণ তারিখঃ
আবেদন শুরু অইছে ১৫ মে ২০১৬ থনে ।
আবেদনের শেষ তারিখঃ ৩১ জুলাই ২০১৬ ফর্যন্ত।
ওয়েবসাইটর মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইখরা অখলর তালিকা প্রকাশঃ ১০ আগস্ট ২০১৬।
প্রাথমিকভাবে বাছাইখরা অখলর হখল কাগজপত্রের
সত্যতা যাচাইয়র লাগি ডাচ্-বাংলা ব্যাংক ওর যেছা শাখাত নাইলে মোবাইল ব্যাংকিং অফিসো
উপস্থিত অওয়ার তারিখঃ ১১ আগস্ট ২০১৬ – ৩১
আগস্ট ২০১৬।

Thursday 19 May 2016

হখলোর উফরে যাইবার লড়াইয়ো বাংলাদেশি অ্যাপ

যুক্তরাষ্ট্রর মহাকাশ গবেষণা সংস্থা নাসার আয়োঝন খরা হ্যাকাথন প্রতিযোগিতা ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬’র ছূড়ান্ত পর্বর পিপলস চয়েজ ক্যাটাগরিত উফরে উঠার লড়াইয়ো রইছে বাংলাদেশি প্রকল্প মার্শিয়ান ওয়েসিস। অনলাইন ভোটর মাধ্যমে পাঁচটা প্রকল্প থনে ছূড়ান্ত বিজয়ী নির্বাচন খরা অইব। অনলাইনো ভোট দিয়া ই প্রকল্পটারে হখলোর উফরে লইয়া যাওয়া লাগবো।

বেসিসর উদ্যোগে বাংলাদেশো আয়োঝিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬ প্রতিযোগিতাত চিটাগাং ওর আঞ্চলিক পর্যায়ো পিপলস চয়েজ ওর ক্যাটাগরিত আন্তর্জাতিক প্রতিযোগিতার লাগি বাছা অইছিল প্রকল্পটা।

বেসিসর পরিচালক আর নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬-র আহ্বায়ক আরিফুল হাসান অপু প্রথম আলোরে খইছইন, বিশ্বর ২২০ টার থনে বেশি শহররে খরেদি ফালাইয়া বাংলাদেশি প্রকল্প ‘মার্শিয়ান ওয়েসিস’ সেরা ৫-এর মাঝে আইচ্চে। একটা বাংলাদেশর লাগি ঝে খুশি আর গর্বর বেফার। জেরা ভোট দিয়া প্রকল্পটারে অউ পর্যায়ো লইয়া আইছইন, তারাের ধন্যবাদ। অখন ইগুরে হখলোর উফরে লইয়া যাওয়ার লাগি আগামী দুই দিন আরও ভোট দেওয়া লাগবো। ২০ তারিখ পর্যন্ত ভোট দেওয়া যাইব।
মার্শিয়ান ওয়েসিস প্রকল্পটারে ভোট দেওয়ার লাগি ফয়লা ( https://2016.spaceappschallenge.org/ ) সাইটো গিয়া আনা টেখায় একটা অ্যাকাউন্ট খুলা লাগব। বাদে ( https://2016.spaceappschallenge.org/challenges/mars/simspace/projects/martianoasis ) লিংকো গিয়া ভোট দেওয়া যাইবো। একটা অ্যাকাউন্ট থনে দিন একবার ভোট দেওয়া যাইব।

[[আমাদের পোস্ট গুলো পড়তে শেয়ার করে আপনার টাইমলাইন এ রেখে দিন।]]

Saturday 14 May 2016

জিপি সিমো দারুন অফার মাত্র ১৯ টেকায় ১ জিবি ইন্টারনেট

আশা খরি হখল বালা আছইন, আমিও বালা আছি' বেশি মাথথাম উত্তাম নায়। হেশে বিরক্ত অইজাইবা।আওকা জানি লাই কিলা আফনে
জিপিত ১৯ টেকা দি ১জিবি ইন্টারনেট নিতা ফারবা।

আফনারা বউতে অয়ত মন খররা ১৯ টেকা দি ১জিবি মন খয় “হখল সময় “ব্যবহার খরা জাইতো নায়।না না, ইকটা দিন/রাইত ২৪ ঘন্টাই ব্যবহার
খরা যাইব।

তুরা শর্ত আছে আকিঃ
আফনার সিম রে অবশ্যই বায়োমেট্রিক পদ্ধতিতে রি-রেজিশট্রেশন খরা লাগব।
সিম বায়োমেট্রিক পদ্ধতিতেরি-রেজিশট্রেশন খরার বাদে আফনে খালি ১বার নিতা ফারবা। অফারটি নেওয়ার লাগি
আফনার একাউন্টে ১৯ টেকা তইয়া *৫০০০*২০০# ডায়াল খরকা। এর বাদে আফনি ১জিবি ইন্টারনেট ৫দিনর লাগি ফাই যাইবা।


Monday 2 May 2016

নাগরি বর্ণমালার সরকারি স্বীকৃতি

প্রাচীনকাল থেকে সিলেট জনপদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ভাষা স্বাতন্ত্র বৈশিষ্ট্যপূর্ন ও সমৃদ্ধশীল। সিলেট অঞ্চলের অধিবাসীরা ‘সিলেটি ভাষা’য় কথা বলেন। সিলেটি ভাষা আমাদের মাতৃভাষা। পৃথিবীতে প্রায় আট হাজার ভাষার মধ্যে তিন হাজার ভাষার নিজস্ব বর্ণমালা আছে। তন্মধ্যে সিলেটি ভাষা একটি, যার নিজস্ব বর্ণমালা রয়েছে। ফ্রান্সের ভাষা জাদুঘরে অসংখ্য ভাষার মধ্যে বাংলাদেশের দুইটি ভাষার নাম রয়েছে, একটি বাংলা অপরটি সিলেটি।

আমরা অনেক রক্ত ও ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা হিসাবে প্রতিষ্টিত করেছি। সিলেটের আঞ্চলিক ভাষা-ভাষী হিসাবে আমাদের দাবী বাংলাভাষা ও লিপির পাশাপাশি সিলেটি আঞ্চলিক ভাষার নাগরি লিপিকে স্বীকৃতি প্রদান করা হউক এবং প্রত্যেক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় ঐচ্ছিক বিষয় হিসাবে পাঠদানের সুযোগ করে দিয়ে, সিলেটি ভাষার নাগরি লিপিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা হউক। কারণ, একটি লিপিসর্বস্ব ভাষা ও সাহিত্যের বিলুপ্তি ঘটলে বৃহৎ জনগোষ্টির ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি ধংস হয়ে যাবে। সভ্য জাতি হিসাবে এটা কারো কাম্য হতে পারেনা। নাগরি বর্ণে ছিলটি ভাষাকে স্বীকৃতি প্রদান সিলেটবাসীর প্রাণের দাবি।
তাই এই বর্ণমালা এবং ভাষাকে টিকিয়ে রাখার জন্য সরকার কর্তৃক স্বীকৃতি পাওয়ার জন্য বিভিন্ন জেলা-উপজেলায় এমনকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ‘নাগরি বর্ণে ছিলটি ভাষা স্বীকৃতি পরিষদ’ নামে অনেক কমিটি গঠন করা হয়েছে। এমনকি ‘সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট’-এ ও এর একটি শাখা রয়েছে। এ কমিটির উদ্যোগে আজ ০২-০৫-২০১৬ ইং তারিখে উক্ত প্রতিষ্টানে নাগরি সরকারি স্বীকৃতির দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে প্রেরণের জন্য (সমন্বয়ক: আবু সাঈদ,উপদেষ্টা: এ.এস পার্থ এবং আর.জে হৃদয়- এর নেতৃত্বে) এক “গনস্বাক্ষর কর্মসূচির” আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিকে সুষ্টভাবে সম্পন্ন করার জন্য সকল শিক্ষকমণ্ডলী এবং ছাত্রছাত্রীরা অংশগ্রহন করে।

Sunday 1 May 2016

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জাপান সরকারের বৃত্তি


মুনোবুকাকাশো বৃত্তির আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে জাপান সরকার। জাপানে স্নাতক, কলেজ অব টেকনোলজি এবং স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়তে আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের মধ্য থেকে প্রাথমিকভাবে ১৫০ জনকে জাপান দূতাবাসে সাক্ষাৎকারের জন্য নির্বাচন করবে শিক্ষা মন্ত্রণালয়।
স্নাতক পর্যায় ও কলেজ অব টেকনোলজিতে পড়ার যোগ্যতা হিসেবে বলা হয়েছে, ২ এপ্রিল ১৯৯৫ থেকে ১ এপ্রিল ২০০০ সালের মধ্যে জন্মগ্রহণকারী উচ্চমাধ্যমিক পাস শিক্ষার্থী হতে হবে। ২ এপ্রিল ১৯৮২ সালের পর জন্মগ্রহণকারী স্নাতক বা স্নাতকোত্তর উত্তীর্ণ শিক্ষার্থীরা জাপানে স্নাতকোত্তর বা পিএইচডি পর্যায়ে পড়ার সুযোগ পাবেন। তবে স্নাতকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।
এ ছাড়া বিজ্ঞপ্তিতে বলা রয়েছে, জাপানি ভাষা জানা কিংবা আইইএলটিএস বা টোয়েফল সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদন করা যাবে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবাসইটে ( www.banbeis.gov.bd/MEXT ) আবেদনের শেষ তারিখ ১৫ মে।

Friday 29 April 2016

99 NAMES of ALLAH ( SWT )

নিজে জানুন,
অন্যকে জানতে সহায়তা করুন [ Share করুন ]
মহান আল্লাহর ৯৯টি নাম ও তার অর্থ -
১। আল্লাহ্-আল্লাহ্,
২। আর রহিম- পরম দয়ালু,
৩। আর রহমান- পরম দয়াময়,
৪। আল জাব্বার-পরাক্রমশালী,
৫। আল-আজিজ- প্রবল,
৬। আল-মুহায়মিন-রক্ষণ ব্যবস্থাকারী
৭। আল-মুমিন- নিরাপত্তা বিধায়ক,
৮। আস-সালাম-শান্তি বিধায়ক,
৯। আল-কুদ্দুস- নিষ্কলুষ,
১০। আল-মালিক-সর্বাধিকারী,
১১। আল-ওয়াহহাব- মহা বদান্য,
১২। আল-কাহার- মহাপরাক্রান্ত,
১৩। আল-গাফফার- মহাক্ষমাশীল,
১৪। আল মুসাওবির- রুপদানকারী,
১৫। আল-বারী- উন্মেষকারী,
১৬। আল খালিক- সৃষ্টিকারী,
১৭। আল মুতাকাব্বির- অহংকারের ন্যায্য
অধিকারী,
১৮। আল রাফি- উন্নয়নকারী,
১৯। আল খাফিদ- অবনমনকারী,
২০। আল বাসিত- সম্প্রসারণকারী,
২১। আল কাবিদ- সংকোচনকারী,
২২। আল আলীম- মহাজ্ঞানী,
২৩। আল ফাত্তাহ- মহাবিজয়ী,
২৪। আর রাজ্জাক- জীবিকাদাতা,
২৫। আল লাতিফ- সুক্ষ দক্ষতাসম্পন্ন,
২৬। আল আদল- ন্যায়নিষ্ঠ,
২৭। আল হাকাম- মিমাংসাকারী,
২৮। আল বাসির- সর্বদ্রষ্টা
২৯। আস সামী- সর্বশ্রোতা,
৩০। আল মুযিল্ল- হতমানকারী,
৩১। আল-মুইয্য- সম্মানদাতা,
৩২। আল কাবীর- বিরাট, মহৎ,
৩৩। আল আলী- অত্যুচ্চ,
৩৪। আশ শাকুর- গুণগ্রাহী,
৩৫। আল গফুর- ক্ষমাশীল,
৩৬। আল আজীম- মহিমাময়,
৩৭। আল হালীম- সহিষ্ণু,
৩৮। আল খাবীর- সর্বজ্ঞ,
৩৯। আল মুজীব- প্রার্থনা গ্রহণকারী
৪০। আর রাকীব- নিরীক্ষণকারী,
৪১। আল কারীম- মহামান্য,
৪২। আল জালীল- প্রতাপশালী,
৪৩। আল হাসীব- মহাপরীক্ষক,
৪৪। আল মুকিত- আহার্যদাতা,
৪৫। আল হাফীজ- মহারক্ষক,
৪৬। আল হাক্ক-সত্য,
৪৭। আশ-শাহীদ-প্রত্যক্ষকারী
৪৮। আল বাইছ- পুনরুত্থানকারী,
৪৯। আল মাজীদ- গৌরবময়,
৫০। আল ওয়াদুদ- প্রেমময়,
৫১। আল হাকীম – বিচক্ষণ,
৫২। আল ওয়াসি- সর্বব্যাপী,
৫৩। আল মুবদী- আদি স্রষ্টা,
৫৪। আল মুহসী- হিসাব গ্রহণকারী,
৫৫। আল হামিদ- প্রশংসিত,
৫৬। আল ওয়ালী- অভিভাবক,
৫৭। আল মাতীন- দৃঢ়তাসম্পন্ন,
৫৮। আল কাবী- শক্তিশালী,
৫৯। আল ওয়াকীল- তত্বাবধায়ক,
৬০। আল মাজিদ-মহান,
৬১। আল ওয়াজিদ- অবধারক,
৬২। আল কায়্যুম- স্বয়ং স্থিতিশীল,
৬৩। আল হায়্যু- জীবিত
৬৪। আল মুমীত- মরণদাতা,
৬৫। আল মুহয়ী- জীবনদাতা,
৬৬। আল মুঈদ- পুনঃ সৃষ্টিকারী,
৬৭। আল আওয়াল- অনাদী,
৬৮। আল মুয়াখখীর পশ্চাদবর্তীকারী ,
৬৯। আল মুকাদ্দিম- অগ্রবর্তীকারী,
৭০। আল মুকতাদীর- প্রবল,পরাক্রম,
৭১। আল কাদীর- শক্তিশালী,
৭২। আস সামাদ- অভাবমুক্ত,
৭৩। আল ওয়াহিদ-একক,
৭৪। আত তাওয়াব- তওবা গ্রহণকারী,
৭৫। আল বার্র- ন্যায়বান,
৭৬। আল মুতাআলী- সুউচ্চ,
৭৭। আল ওয়ালী- কার্যনির্বাহক,
৭৮। আল বাতিন- গুপ্ত,
৭৯। আল জাহির- প্রকাশ্য,
৮০। আল আখির- অনন্ত,
৮১। আল মুকসিত- ন্যায়পরায়ণ,
৮২। যুল জালাল ওয়াল ইকরাম- মহিমান্বিত ও মাহাত্ম্যপূর্ণ
৮৩। মালিকুল মুলক- রাজ্যের মালিক,
৮৪। আর রাউফ- কোমল হৃদয়,
৮৫। আল আওউফ- ক্ষমাকারী,
৮৬। আল মুনতাকীম-প্রতিশোধ গ্রহণকারী,
৮৭। আল হাদী- পথ প্রদর্শক,
৮৮। আন নাফী- কল্যাণকর্তা,
৮৯। আদ দারর – (তাগুতের) অকল্যাণকর্তা,
৯০। আল মানি- প্রতিরোধকারী,
৯১। আল মুগনী- অভাব মোচনকারী,
৯২। আল গানী- সম্পদশালী
৯৩। আল জামি- একত্রীকরণকারী,
৯৪। আস সাবুর- ধৈর্যশীল,
৯৫। আল রশীদ- সত্যদর্শী,
৯৬। আল ওয়ারিছ- উত্তরাধিকারী,
৯৭। আল বাকী- চিরস্থায়ী,
৯৮। আল বাদী- অভিনব সৃষ্টিকারী,
৯৯। আন নূর- জ্যোতি।
99 NAMES
of ALLAH ( SWT )
1 Allah (ﺍﻟﻠﻪ ) The Greatest Name
2 Ar-Rahman (ﺍﻟﺮﺣﻤﻦ) The All-Compassionate
3 Ar-Rahim (ﺍﻟﺮﺣﻴﻢ ) The All-Merciful
4 Al-Malik (ﺍﻟﻤﻠﻚ) The Absolute Ruler
5 Al-Quddus (ﺍﻟﻘﺪﻭﺱ ) The Pure One
6 As-lam ( ﺍﻟﺴﻼﻡ ) The Source of Peace
7 Al-Mu'min (ﺍﻟﻤﺆﻣﻦ ) The Inspirer of Faith
8 Al-Muhaymin (ﺍﻟﻤﻬﻴﻤﻦ ) The Guardian
9 Al-Aziz (ﺍﻟﻌﺰﻳﺰ ) The Victorious
10 Al-Jabbar ( ﺍﻟﺠﺒﺎﺭ ) The Compeller
11 Al-Mutakabbir ( ﺍﻟﻤﺘﻜﺒﺮ ) The Greatest
12 Al-Khaliq (ﺍﻟﺨﺎﻟﻖ) The Creator
13 Al-Bari' (ﺍﻟﺒﺎﺭﺉ ) The Maker of Order
14 Al-Musawwir (ﺍﻟﻤﺼﻮﺭ ) The Shaper of Beauty
15 Al-Ghaffar (ﺍﻟﻐﻔﺎﺭ) The Forgiving
16 Al-Qahhar (ﺍﻟﻘﻬﺎﺭ) The Subduer
17 Al-Wahhab (ﺍﻟﻮﻫﺎﺏ ) The Giver of All
18 Ar-Razzaq (ﺍﻟﺮﺯﺍﻕ ) The Sustainer
19 Al-Fattah (ﺍﻟﻔﺘﺎﺡ) The Opener
20 Al-`Alim ( ﺍﻟﻌﻠﻴﻢ ) The Knower of All
21 Al-Qabid ( ﺍﻟﻘﺎﺑﺾ) The Constrictor
22 Al-Basit (ﺍﻟﺒﺎﺳﻂ ) The Reliever
23 Al-Khafid (ﺍﻟﺨﺎﻓﺾ ) The Abaser
24 Ar-Rafi (ﺍﻟﺮﺍﻓﻊ ) The Exalter
25 Al-Mu'izz (ﺍﻟﻤﻌﺰ) The Bestower of Honors
26 Al-Mudhill (ﺍﻟﻤﺬﻝ ) The Humiliator
27 As-Sami (ﺍﻟﺴﻤﻴﻊ) The Hearer of All
28 Al-Basir (ﺍﻟﺒﺼﻴﺮ ) The Seer of All
29 Al-Hakam (ﺍﻟﺤﻜﻢ) The Judge
30 Al-`Adl ( ﺍﻟﻌﺪﻝ ) The Just
31 Al-Latif (ﺍﻟﻠﻄﻴﻒ ) The Subtle One
32 Al-Khabir (ﺍﻟﺨﺒﻴﺮ) The All-Aware
33 Al-Halim (ﺍﻟﺤﻠﻴﻢ) The Forbearing
34 Al-Azim (ﺍﻟﻌﻈﻴﻢ) The Magnificent
35 Al-Ghafur ( ﺍﻟﻐﻔﻮﺭ) The Forgiver and Hider of Faults
36 Ash-Shakur (ﺍﻟﺸﻜﻮﺭ ) The Rewarder of Thankfulness
37 Al-Ali ( ﺍﻟﻌﻠﻰ ) The Highest
38 Al-Kabir ( ﺍﻟﻜﺒﻴﺮ ) The Greatest
39 Al-Hafiz (ﺍﻟﺤﻔﻴﻆ ) The Preserver
40 Al-Muqit (ﺍﻟﻤﻘﻴﺖ ) The Nourisher
41 Al-Hasib (ﺍﻟﺤﺴﻴﺐ ) The Accounter
42 Al-Jalil (ﺍﻟﺠﻠﻴﻞ) The Mighty
43 Al-Karim (ﺍﻟﻜﺮﻳﻢ ) The Generous
44 Ar-Raqib (ﺍﻟﺮﻗﻴﺐ) The Watchful One
45 Al-Mujib (ﺍﻟﻤﺠﻴﺐ) The Responder to Prayer
46 Al-Wasi (ﺍﻟﻮﺍﺳﻊ ) The All-Comprehendi
ng
47 Al-Hakim (ﺍﻟﺤﻜﻴﻢ) The Perfectly Wise
48 Al-Wadud (ﺍﻟﻮﺩﻭﺩ ) The Loving One
49 Al-Majid (ﺍﻟﻤﺠﻴﺪ ) The Majestic One
50 Al-Ba'ith (ﺍﻟﺒﺎﻋﺚ ) The Resurrector
51 Ash-Shahid (ﺍﻟﺸﻬﻴﺪ ) The Witness
52 Al-Haqq (ﺍﻟﺤﻖ ) The Truth
53 Al-Wakil (ﺍﻟﻮﻛﻴﻞ ) The Trustee
54 Al-Qawiyy (ﺍﻟﻘﻮﻯ) The Possessor of All Strength
55 Al-Matin (ﺍﻟﻤﺘﻴﻦ ) The Forceful One
56 Al-Waliyy (ﺍﻟﻮﻟﻰ ) The Governor
57 Al-Hamid (ﺍﻟﺤﻤﻴﺪ ) The Praised One
58 Al-Muhsi (ﺍﻟﻤﺤﺼﻰ ) The Appraiser
59 Al-Mubdi' (ﺍﻟﻤﺒﺪﺉ ) The Originator
60 Al-Mu'id (ﺍﻟﻤﻌﻴﺪ) The Restorer
61 Al-Muhyi ( ﺍﻟﻤﺤﻴﻰ ) The Giver of Life
62 Al-Mumit (ﺍﻟﻤﻤﻴﺖ) The Taker of Life
63 Al-Hayy (ﺍﻟﺤﻲ) The Ever Living One
64 Al-Qayyum (ﺍﻟﻘﻴﻮﻡ ) The Self-Existing One
65 Al-Wajid (ﺍﻟﻮﺍﺟﺪ ) The Finder
66 Al-Majid (ﺍﻟﻤﺎﺟﺪ ) The Glorious
67 Al-Wahid (ﺍﻟﻮﺍﺣﺪ ) The One, the All Inclusive,
The Indivisible
68 As-Samad (ﺍﻟﺼﻤﺪ ) The Satisfier of All Needs
69 Al-Qadir (ﺍﻟﻘﺎﺩﺭ ) The All Powerful
70 Al-Muqtadir (ﺍﻟﻤﻘﺘﺪﺭ ) The Creator of All Power
71 Al-Muqaddim (ﺍﻟﻤﻘﺪﻡ) The Expediter
72 Al-Mu'akhkhir (ﺍﻟﻤﺆﺧﺮ) The Delayer
73 Al-Aww Al (ﺍﻷﻭﻝ ) The First
74 Al-Akhir (ﺍﻷﺧﺮ) The Last
75 Az-Zahir (ﺍﻟﻈﺎﻫﺮ) The Manifest One
76 Al-Batin ( ﺍﻟﺒﺎﻃﻦ ) The Hidden One
77 Al-Wali (ﺍﻟﻮﺍﻟﻲ ) The Protecting Friend
78 Al-Muta' Ali (ﺍﻟﻤﺘﻌﺎﻟﻲ) The Supreme One
79 Al-Barr (ﺍﻟﺒﺮ ) The Doer of Good
80 At-Tawwab (ﺍﻟﺘﻮﺍﺏ ) The Guide to Repentance
81 Al-Muntaqim (ﺍﻟﻤﻨﺘﻘﻢ) The Avenger
82 Al-'Afuww (ﺍﻟﻌﻔﻮ ) The Forgiver
83 Ar-Ra'uf (ﺍﻟﺮﺅﻭﻑ ) The Clement
84 Malik- Al-Mulk ( ﻣﺎﻟﻚ ﺍﻟﻤﻠﻚ ) The Owner of All
85 Dhu- Al-Jal Al wa-Al-Ikram ( ﺫﻭ ﺍﻟﺠﻼﻝ ﻭ ﺍﻹﻛﺮﺍﻡ) The Lord of Majesty and Bounty
86 Al-Muqsit (ﺍﻟﻤﻘﺴﻂ ) The Equitable One
87 Al-Jami' (ﺍﻟﺠﺎﻣﻊ ) The Gatherer
88 Al-Ghani (ﺍﻟﻐﻨﻰ) The Rich One
89 Al-Mughni ( ﺍﻟﻤﻐﻨﻰ ) The Enricher
90 Al-Mani'( ﺍﻟﻤﺎﻧﻊ ) The Preventer of Harm
91 Ad-Darr (ﺍﻟﻀﺎﺭ) The Creator of The Harmful
92 An-Nafi' (ﺍﻟﻨﺎﻓﻊ) The Creator of Good
93 An-Nur (ﺍﻟﻨﻮﺭ) The Light
94 Al-Hadi (ﺍﻟﻬﺎﺩﻱ ) The Guide
95 Al-Badi ( ﺍﻟﺒﺪﻳﻊ ) The Originator
96 Al-Baqi ( ﺍﻟﺒﺎﻗﻲ ) The Everlasting One
97 Al-Warith (ﺍﻟﻮﺍﺭﺙ) The Inheritor of All
98 Ar-Rashid (ﺍﻟﺮﺷﻴﺪ ) The Righteous Teacher
99 As-Sabur (ﺍﻟﺼﺒﻮﺭ ) The Patient One

Saturday 5 December 2015

আইইএলটিএস শিক্ষাবৃত্তি দেবে ব্রিটিশ কাউন্সিল

আইইএলটিএস(IELTS) শিক্ষাবৃত্তি দেবে ব্রিটিশ কাউন্সিল(British Council)যাতে দেশের বাইরে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের সহায়ক হয়।

দেশের বাইরে আইইএলটিএস স্বীকৃতি দেয় এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যেসব শিক্ষার্থী স্নাতক অথবা স্নাতোকোত্তর করার পরিকল্পনা করছেন তাদের মধ্য থেকে পাঁচজন শিক্ষার্থীকে এ শিক্ষাবৃত্তি দেওয়া হবে।
২৪ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ কাউন্সিল।বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচিত পাঁচজন শিক্ষার্থীর প্রত্যেকে তিন লাখ টাকার শিক্ষাবৃত্তি পাবেন। তবে তাদের এ বছরের ১ আগস্ট থেকে আগামী বছরের ১৩ ফেব্রুয়ারির মধ্যে আইএলটিএস সম্পন্ন করা থাকতে হবে ও স্কোর সর্বনিন্ম ৬ হতে হবে।
আবেদনকারীদের আবেদনপত্রের সঙ্গে তাদের লেখা জমা দিতে হবে। লেখার দক্ষতার উপর ভিত্তি করে সংক্ষিপ্ত বাছাই করা হবে ও তাদের সাক্ষাৎকার নেওয়া হবে। শিক্ষাবৃত্তির জন্য আবেদনের যোগ্যতা ও অন্য তথ্যসহ আবেদনপত্র ডাউনলোড করা যাবে britishcouncil এর ওয়েবসাইট থেকে।

আগামী বছরের ফেব্রুয়ারি মাসের ২৯ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। ১৭ মার্চ বৃত্তিপ্রাপ্ত পাঁচজন শিক্ষার্থীর নাম ঘোষণা করবে ব্রিটিশ কাউন্সিল।
বিস্তারিত তথ্যের জন্য +৮৮০৯৬৬৬৭৭৩৩৭৭
নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

Saturday 28 November 2015

রবি,গ্রামীণফোন & এয়ারটেল ব্যাল্যান্স ট্র্যান্সফার সিস্টেম (Robi, grameenphone & airtel Balance transfer system)

রবিতে কীভাবে ব্যাল্যান্স ট্র্যান্সফার করবেন?
যেকোনো পরিমানের টাকা টাইপ করে সেন্ড করুন 1212018xxxxxxxx
যেমন : 100 তারপর সেন্ড করুন 121201819400400 নাম্বারে
[Note: 2.30tk will be charged from sender and receiver]


গ্রামীণফোন  এ কীভাবে ব্যাল্যান্স ট্র্যান্সফার করবেন?
১মে আপনাকে রেজিস্টার করে নিতে হবে।
''রেজিস্টার করতে টাইপ করুন REGI আর পাটিয়ে দিন 1000 নাম্বারে''
এখন আপনি একটা পিন নাম্বার পাবেন, এটা হারাবেন না।

ব্যাল্যান্স ট্র্যান্সফার করতে ;  BTR<স্পেস>রিসিভার নাম্বার<স্পেস>টাকার পরিমাণ<স্পেস>পিন আর পাটিয়ে দিন 1000 নাম্বারে

যেমন : BTR 017XXXXXXXX 100 34692

ব্যাল্যান্স ট্র্যান্সফার জিপি,রবি এবং এয়ারটেলে ।

Tuesday 24 November 2015

কিভাবে হবেন দক্ষ “ডিপ্লোম্যাটিক ইঞ্জিনিয়ার”

কিভাবে হবেন দক্ষ “ডিপ্লোম্যাটিক ইঞ্জিনিয়ার ,আমাদের বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে অবস্থা, তাতে আমাদের যে নামে ডাকা হয় তা দোষের কিছুই না। তাই নিজেদের গ্রহন যোগ্যতা বাড়াতে আজকের এই আয়োজন।
কিভাবে হবেন দক্ষ “ডিপ্লোম্যাটিক ইঞ্জিনিয়ার”।
আমি যেহেতু ইলেক্ট্রিক্যাল এর ছাত্র, তাই অন্য কোন টেকনোলজি সম্পর্কে আমি বলতে পারছি না।এবং একটি কথা সবসময় মনে রাখবেন। ভালো ইঞ্জিনিয়ার যে কোন টেকনোলজির হোক সে উন্নতি করবেই। ভয় পাওয়ার কিছু নেই।সরকারি বা বেসরকারি যে কোন পলিটেকনিকে পড়ুন না কেন, প্রথমেই আপনাকে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে, আপনি যে কোন ভাবেই হোক সনাতন বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের মত হবেন না, এবং
এর জন্য অতিরিক্ত পরিশ্রম করবেন।
প্রথমত বাংলাদেশের ৯৯% পলিটেকনিকই ১০০% শিক্ষাতো দূরে থাক শতকরা ৬০% ও পারফরমেন্স দেয় না। আর এই কারনেই আপনাকে বাড়তি পরিশ্রম করতে হবে।

★★★আমরা ১ম সেমিস্টার এর দিকে একটু নজর দেই,
1 1011 Engineering. Drawing
2 1012 Engineering. Materials
3 5712 English-1
4 5812 Physical Education.& Life Skill Development
5 5911 Mathematics-1
6 5913 Chemistry
7 6711 Basic Electricity
এই সেমিস্টার এর ম্যাথ-১ এবং বেসিক ইলেক্ট্রিসিটি খুবই গুরুত্তপূর্ন । পুরো ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এই বেসিক ইলেক্ট্রিসিটিকে কেন্দ্র করেই কিন্তু পরবর্তিতে ব্যাপকভাবে বিস্তৃত।আর ম্যাথমেটিক্স ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রান। তাই ম্যাথ- ১,২,৩ ও এপ্লাইড ম্যাথএ ১০০% তে ১০০%ই থাকতে হবে। আর ইংরেজি ভালো না জানলে তো চলা একটু দায়। প্রকৃতপক্ষে
ডিপ্লোমাতে প্রাক্টিক্যাল যতটা হওয়ার কথা ততটা হয়না, যদিও তা অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনায় ভালো।তাই পাশাপাশি বুরো অফ ম্যানপাওয়ার এর অধিনে একটি ইলেক্ট্রিক্যাল মেশিন মেইন্ট্যানেন্স ট্রেড কোর্স করুন। হাউস ওয়ারিং এর পাশাপাশি ইলেক্ট্রিক্যাল মেশিন, এস্টিমেটিং সম্পর্কে ধারনা পাবেন। এতে আপনার দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সার্টিফিকেট এর সংখ্যা একটি বাড়ল।এবং ইলেক্ট্রিক্যাল ড্রয়িং সম্পর্কে ধারনা পাবেন।

★★★২য় সেমিস্টার★★★
1 5722 English-2
2 5912 Physics-1
3 5921 Mathematics-2
4 6621 Computer Application-1
5 6721 Electrical Circuit-1
6 6722 Advanced Electricity
7 7011 Basic Workshop Practice
এই সেনিস্টারএ পাশাপাশি আপনি একটি কম্পিউটার এপ্লিকেশন কোর্স করে নিন। এতে আপনার কম্পিউটার ১,২ এবং প্রোগ্রামিং সি সহ মাইক্রোকন্ট্রোলার এবং পি,এল,সি শিখতে সহায়ক হবে। এই সেমিস্টার এ সার্কিট ১ এ প্রচুর গুরুত্ব দিন।নইলে পুরো ডিপ্লোমা আপনাকে পস্তাতে হবে।সার্কিট ১ এবং ২ এ কোন ত্রুটি রাখলে পরবর্তিতে পিছিয়ে পড়বেন। আর ম্যাথ এর কথা আগেই বলেছি।

★★★৩য় সেমিস্টার★★★
1 Electrical Circuit -2
2 6811 Basic Electronics
3 6632 Computer Application -2
4 5931 Mathematics-3
5 5922 Physic-2
6 5711 Bangla
7 5811 Social Science-1
এই সেমিস্টার এ একটা ইলেক্ট্রনিক্স এর কোর্স করে নিন যা বেসিক ইলেক্ট্রনিক্স থেকে শুরু করে মাইক্রোপ্রসেসর পর্যন্ত আপনার সহায়ক হবে।সার্কিট ২ এবং ম্যথ এ প্রচুর জোর দিন। এতদিনে টেকনোলজি আপনার কাছে সহজ হয়ে গিয়েছে।

★★★৪র্থ সেমিস্টার★★★
6741 Electrical. Appliances
2 6742 Elec. Installation, Planning & Estimating
3 6845 Adv. Electronics
4 5941 Applied Mathematics
5 6743 Electrical Engineering Drawing
6 5841 Business organization & Communication
7 5821 Social Science-2
এই সেমিস্টার এ “আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ অটোক্যাড” কোর্সটি করে নিন। এতে আপনার ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সম্পর্কে ধারনা পাবেন।পাশাপাশি ডেভেলপার কোম্পানিতে ক্যারিয়ার গড়ার সুযোগ হয়ে যাবে। এখানে আপনার আগের করা কোর্সটি এস্টিমেটিংকে সহজ করে তুলেছে।এপ্লাইড ম্যাথ এ প্রচুর জোরদিন।

★★★৫ম সেমিস্টার★★★
1 6751 Generation of Electrical Energy
2 6752 DC Machine
3 6753 Electrical and Electronic Measurements-1
4 6832 Industrial Electronics
5 7043 Applied Mechanics
6 7046 Hydraulics & Hydraulic Machinery
7 5851 Book keeping and Accounting
এই সেমিস্টার এ মাইক্রোকন্ট্রোলার এবং পি.এল.সি এর একটা কোর্স করে ট্রেনিং এর ইতি টানুন।

★★★৬ষ্ঠ সেমিস্টার★★★
1 A.C Machine-1
2 Electrical and Electronic Measurements -2
3 Transmission and Distribution of Electrical Energy-1
4 Digital Electronics & Microprocessors.
5 Environmental Management
6 Industrial Management
7 Communication Engineering
এই সেমিস্টার থেকে আপনি যারা ডুয়েট এডমিশন চান তারা নিজেদের প্রস্তুতি শুরু করুন ।

★★★৭ম সেমিস্টার★★★
1 A.C Machine-2
2 Electrical Engineering project
3 Switch gear & Protection
4 Transmission and Distribution of Electrical Energy-2
5 Instrumentation and process control
6 Computer Programming Language
7 Entrepreneurship
এই সেমিস্টার এ আপনাকে একটা বিস্ফোরন ঘটাতে হবে। ইঞ্জিনিয়ারিং প্রজেক্টে নতুন কিছু তৈরি করুন। নিজের দক্ষতা ও মেধাকে কাজে লাগান।

★★★৮ম সেমিস্টার★★★
যেখানেই ট্রেনিং করেন না কেন, তাদের দৃষ্টি আকর্ষন করুন। আপনার কর্মকান্ড আপনাকে তাদের নিকট মেধাবি হিসেবে পরিচিত করে তুলবে। অনেক সময় দেখবেন তারাই আপনার নিকট পরামর্শ চাইবে। আপনাকে অন্যরকম সম্মান করবে। আর চাকুরীর কথা ভাবছেন ???? সেতো অনেক আগে থেকেই আপনার পিছু ছুটছে, তাকে ধরা দেবেন নাকি বি.এস.সি. করবেন সেটা আপনার ইচ্ছা।

Sunday 22 November 2015

বাংলাদেশিদের জন্য নেদারল্যান্ডস এবং অস্ট্রেলিয়ায় ফ্রি স্কলারশিপ

ইউরোপে পড়াশোনার স্বপ্ন অনেকেরই আছে।আর নেদারল্যান্ডে পড়াশোনা অনেকটা সৌভাগ্যের বিষয়। ইউরোপের অন্য যেকোন দেশের তুলনায় এখানকার লেখাপড়ার মান অনেক ভালো।আর এখানে বিনা পয়সায় পড়াশোনার সুযোগটা নিশ্চই কেউ হাতছাড়া করতে চাইবেন না।হল্যান্ডে এবার ইউনিভার্সিটি টোয়েন্টি স্কলারশিপের অধীনে মাস্টার্সে অধ্যয়নের সুযোগ দেয়া হয়েছে।এজন্য আবেদনপত্র আহবান করা হয়েছে। বাংলাদেশী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নেদারল্যান্ডের বিখ্যাত সব বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে।
স্কলারশিপের সংখ্য : মোট ৩০জন শিক্ষার্থীকে এ স্কলারশিপ প্রদান করা হবে।
যোগ্যতা :
১. মাস্টার্স প্রোগ্রামে আবেদন করার জন্য প্রয়োজনীয় সকল যোগ্যতা।
২. শিক্ষা জীবনের কোন ক্ষেত্রে দ্বিতীয় বিভাগ থাকা চলবেনা।
৩. হল্যান্ডে পড়ালেখা করার জন্য শারিরীক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।
৪. আইইএলটিএস এ ন্যুনতম ৬.৫ স্কোর থাকতে হবে ।

স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থী যেসব বিষয়ে পড়তে পারবেন :
১. অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স
২. এপ্লাইডফিজিক্স
৩. বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং
৪. বিজনেস এডমিনিস্ট্রেশন
৫. বিজনেস ইনফরমেশন টেকনোলজি
৬. কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং
৭. সিভিল ইঞ্জিনিয়ারিং
৮. ম্যানেজমেন্ট
৯. কমিউনিকেশন স্টাডিজ
১০. কম্পিউটার সায়েন্স
১১. কন্সট্রাকশন ম্যানেজমেন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং
১২. এজুকেশনাল সায়েন্স এন্ড টেকনোলজি
১৩. ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং
১৪. ইনডাস্ট্রিয়াল ডিজাইন ইঞ্জিনিয়ারিং
১৫. ইনডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ ন্ড ম্যানেজমেন্ট
১৬. ন্যানো টেকনোলজি
১৭. ফিলসফি অব সায়েন্স
১৮. পাবলিক এডমিনিস্ট্রেশন
১৯. সাসটেইনেবল এনার্জি টেকনোলজি

স্কলারশিপের মেয়াদ: দুই বছর।

যা পাবেন : স্কলারশিপের পরিমান সর্বনিম্ন বাৎসরিক ৬০০০ইউরো থেকে সর্বোচ্চ ২৫০০০ ইউরো। যা বাংলাদেশি ৪ লাখ ৯৮ হাজার থেকে সর্বোচ্চ ২০ লাখ ৭৬ হাজার টাকা। দুই বছরে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পাবেন।

যেভাবে আবেদন করবেন : আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্য ক্লিক করুন https://goo.gl/TCagJr
আবেদনের শেষ সময় : চলতি বছরের ০৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

★★এবার আসি অস্ট্রেলিয়ায় স্কলারশিপ সম্পর্কে★★
আইনে পড়াশোনার স্বপ্ন অনেকেরই থাকে।আর সেটা যদি হয় বিনা খরচে তাহলেতো সোনায় সোহাগা।অস্ট্রেলিয়ায় আইন বিষয়ে পড়াশোনার খ্যাতি বিশ্বজুড়ে।হ্যাঁ পাঠক দেশটির University of Queensland এ বিনা খরচে মাস্টার্সে পড়াশোনার সুযোগ দেয়া হয়েছে।বিশ্ববিদ্যালয়টিতে স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের টিউশন ফি ১০০% মওকুফ করা হয়।
চলুন জেনে নেই বিস্তারিত :
যোগ্যতা: স্কলারশিপ দেয়া হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে যারা হাইলি কোয়ালিফাইড তাদের অগ্রাধিকার বেশি।যারা অস্ট্রেলিয়ার নাগরিক বা কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন তাদের জন্য এ স্কলারশিপ প্রযোজ্য হবে না।
স্কলারশিপের বর্ণনা : University of Queensland এ স্কলারশিপের আওতাভুক্ত শিক্ষার্থীর টিউশন ফি ১০০% মওকুফ করা হবে। মাস্টার্সের ৩ সেমিস্টার ধরে এটা চলমান থাকবে।
যেভাবে আবেদন করতে হবে : শিক্ষার্থীদের post অথবা ই-মেইলের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনের শেষ সময় : চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন করার জন্য এখানে ক্লিক করুন : http://scholarships.uq.edu.au/scholarship/master-of-laws-llm-scholarship
তাহলে আর দেরি কেন আবেদন করুন আজই।

Sunday 15 November 2015

আপনার সংযোগ(সিম) টির তথ্য হালনাগাদ করুন এখনই

আজই শেষ দিন।ঘোষণা মোতাবেক মোবাইল তথ্য পাঠানোর শেষ সময় ১৫ নভেম্বর। তাই আর দেরি না করে পরিচিত ও অপরিচিত সকল বন্ধু-বান্ধব,ভাই-বোন,চাচা -ভাতিজা,মামা-মামী সকল শুভাকাংখী দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনাদের ব্যবহৃত সংযোগ(সিম) টির তথ্য হালনাগাদ করতে নিম্নলিখিত পদ্ধতি অনুসরন
করুনঃ-
এন.আইডি সিরিয়াল নাম্বার,আপনার জন্ম তারিখ (জাতীয় পরিচয় পত্র অনুযায়ী), আপনার নাম এবং পাঠিয়ে দিন 1600 এই নাম্বারে।
উধাহরণ স্বরুপঃ-
NID,21-03-1971,East To West 24
and send to 1600(Toll Free)

বিস্তারিত তথ্যের জন্য কল করুন হেল্পলাইনেঃ-
এয়ারটেলঃ-786
বাংলালিংকঃ-111
রবিঃ-123
গ্রামীনফোনঃ-121
শুধু মাত্র জাতীয় পরিচয় পত্র দ্বারাই তথ্য হালনাগাদ হবে।

Friday 13 November 2015

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্নাতক ভর্তি পরীক্ষা ২০১৫-১৬ শিক্ষাবর্ষ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আগামীকাল ১৪ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের পরীক্ষা সকাল সাড়ে ৯টা থেকে এবং ‘বি’ ইউনিটের পরীক্ষা দুপুর আড়াইটা থেকে অনুষ্ঠিত হবে। তবে নিরাপত্তা ও অন্যান্য কাজের সুবিধার জন্য পরীক্ষা শুরুর এক ঘন্টা আগেই কেন্দ্রে প্রবেশের জন্য ভর্তি কমিটি কর্তৃক অনুরোধ জানানো হয়েছে।

সাস্টের এবারের ভর্তি পরীক্ষায় নিম্নোক্ত মডেলের ক্যালকুলেটরসমূহ ব্যবহার করা যাবেঃ-
CANON F200, F401, F402, F500, F501, F502,F601, F602, F604, F612, F720
CASIO FX82 SUPER,FX82MS,FX100MS, FX100,ES, FX100 ES PLUS,FX115MS, FX570MS,FX570ES, FX570 ES PLUS, FX570W, FX911MS,FX911S, FX991D, FX991ES, FX991 ES PLUS ,FX991H, FX991MS, FX992S SHARP EL506L, EL506R, EL506V, EL509G, EL509L, EL509R, EL509V, EL510R, EL520G,EL520L, EL531GH, EL531LH, EL531P, EL531RH,EL531V, EL531VB, EL531VH, EL546G, EL546L,EL546R, EL546VA, EL553, EL556G, EL556L TEXAS INSTRUMENTS BA REAL ESTATE, BA35SOLAR, BAIIPLUS, TI 25STAT, TI 30 Challenger, TI 30X, TI 30XA, TI 30X SOLAR,TI-30XIIS, TI-30XIIB, TI 32 Xplorer PLUS, TI 34TI 35X, TI 36 SOLAR, TI 36X SOLAR

Sunday 8 November 2015

দীর্ঘ সাত বছর পর কুয়েতে খুলল বাংলাদেশের শ্রমবাজার

মধ্যপ্রাচের অনেক দেশে বাংলাদেশী ভিসা বন্ধ।আলোর মুখ দেখতে শুরু করছে সৌদি আরব এর ভিসা খোলার মধ্যদিয়ে। অপেক্ষায় আছে সংযুক্ত আরব আমিরত। সাত বছর পর আবারো খুলছে কুয়েতে বাংলাদেশের শ্রমবাজার। ইতিমধ্যে সে দেশের একটি প্রতিষ্ঠান ৫৯২ জন শ্রমিক নিতে চাহিদাপত্র পাঠিয়েছে বলে জানিয়েছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো-বিএমইটি।
বিএমইটির তথ্য অনুযায়ী, ১৯৭৬ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত কুয়েতে চার লাখ ৮০ হাজার বাংলাদেশী শ্রমিকের কর্মসংস্থান হয়। বাংলাদেশী শ্রমিকদের বিরুদ্ধে কিছু আইন ভঙ্গ করার অভিযোগ এনে, ২০০৭ সাল থেকে বাংলাদেশী শ্রমিক নেয়া প্রায় বন্ধ রাখে কুয়েত সরকার।
তবে চলতি মাসেই কুয়েতে আবারো শ্রমিক পাঠানো যাবে বলে জানিয়েছেন বিএমইটির মহাপরিচালক বেগম শামসুন নাহার।
তিনি জানান, কয়েকটি প্রতিনিধি দল কয়েক দফায় কুয়েত সরকারের সঙ্গে বৈঠকের পর দেশটি বাংলাদেশ থেকে আবারো শ্রমিক নিতে রাজি হয়।প্রসঙ্গত, বিশ্বের যে কয়টি দেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে তার মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত অন্যতম।

Saturday 7 November 2015

প্রিন্স আব্দুল আজিজ পুরস্কার পেলো বাংলাদেশি কিশোর নাজমুস সাকিব

বাংলাদেশি কিশোর নাজমুস সাকিব অন্ধ এবং চলাচলে অক্ষম ব্যক্তিদের জন্য স্মার্ট কন্ট্রোল গ্লাস তৈরি করে আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে প্রিন্স আব্দুল আজিজ উদ্যোক্তা পুরস্কার জিতেছে।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ নেওয়া ৪০টি দেশের মধ্যে সেরা উদ্যোক্তা পুরস্কার জিতে নেয় সাকিব। সে ঢাকা বিএসআইআর স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।নাজমুস সাকিবের আবিস্কার স্মার্ট কন্ট্রোল গ্লাস ব্যবহার করে অন্ধরা পথ চলতে পারবেন। চলার পথে ডানে-বামে ১৮০ ডিগ্রি কোণে কোনো বস্তুর অস্তিত্ব পেলেই সংকেত দেবে এ গ্লাস। এ গ্লাস ব্যবহার করে প্যারালাইজড অথবা অন্য কোনো কারণে চলাফেরায় অক্ষম ব্যক্তি এই
গ্লাস ব্যবহার করে রুমের লাইট, ফ্যান চালাতে এবং বন্ধ করতে পারবেন।

রিয়াদের রিজ কাল্টন হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সাকিবের হাতে পুরস্কার তুলে দেন দ্য সেনটেনিয়াল ফান্ডের (টিসিএফ) বোর্ড অব ডিরেক্টর আব্দুল আজিজ আল মোতাইরি। বিশ্ব বাজারে বর্তমানে যে স্মার্ট কন্ট্রোল গ্লাস পাওয়া যায় তার মূল্য কমপক্ষে ১ হাজার ডলার।কিন্তু তার স্মার্ট কন্ট্রোল গ্লাস মাত্র ৩ হাজার টাকায় কেনা যাবে।

Friday 6 November 2015

দাঁতের মাড়ি থেকে রক্ত পড়লে যা করবেন

দাঁতের মাড়ি থেকে রক্তক্ষরণের বেশির ভাগ ক্ষেত্রে কারণটা হলো মাড়ির প্রদাহ। দাঁতে প্লাক বা দন্তমল জমা হওয়ার কারণে মাড়িতে প্রদাহ হয়। এটাকে বলা হয় জিনজিভাইটিস। এ সমস্যায় পরবর্তী সময়ে দাঁত ও চোয়ালের হাড়ও আক্রান্ত হয়। সেই সমস্যাকে বলে পেরিওডন্টাইটিজ। অন্য যেসব কারণে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়তে পারে, সেগুলো হলো-

১. খুব শক্ত ব্রাশ দিয়ে দাঁত মাজা
২. কৃত্রিম দাঁত ঠিকমতো ফিট না করা
৩. অ্যাসপিরিন জাতীয় ওষুধ সেবন
৪. রক্তের নানা রকম রোগ (যেমন লিউকেমিয়া)
৫. ডেঙ্গুজ্বরের মতো সংক্রমণ, যকৃতের সমস্যা ইত্যাদি
৬. ভিটামিন ‘কে’-এর অভাব, 

★স্কার্ভি হলে যা করণীয়★
১. রক্তক্ষরণ বেশি হলে এক টুকরো তুলা বা গজ বরফ ঠাণ্ডা পানিতে ভিজিয়ে মাড়ির ওই ক্ষত জায়গাটায় চেপে ধরুন। একটু পর রক্ত পড়া বন্ধ হবে
২. বেশি রক্ত পড়লে অ্যাসপিরিন জাতীয় ওষুধ সেবন আপাতত বন্ধ রাখুন
৩. নরম শলাকার টুথব্রাশ ব্যবহার করুন। লবণ-পানি দিয়ে মুখ কুলি করুন। দাঁত পরিষ্কার করার তন্তু বা সুতা (ফ্লস) ব্যবহার করতে পারেন
৪. ছয় মাস পরপর দন্তমল পরিষ্কার করার জন্য দন্ত চিকিৎসকের সঙ্গে দেখা করুন
৫. তামাক ও জর্দা পরিহার করুন
৬. পেয়ারা, আমলকী, জাম্বুরা, কলা, কমলা,কামরাঙা ইত্যাদি ফল, পালংশাক, পুঁইশাকসহ লাল-সবুজ-হলুদ শাকসবজি এবং সালাদ নিয়মিত খেলে ভিটামিনের অভাব হবে না
৭. মাড়ি থেকে অতিরিক্ত ও বারবার রক্তক্ষরণ এবং সঙ্গে অন্যান্য গুরুতর উপসর্গ (যেমন জ্বর, ওজন হ্রাস ও শরীরে অন্যান্য জায়গা থেকে রক্তক্ষরণ) হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
একটু যত্ন নিলেই দাঁত দিয়ে রক্ত পড়ার সমস্যা আর
থাকবে না।

Monday 2 November 2015

চারকোল (পাটজাত পণ্য) বাংলাদেশে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের সোনালি আঁশখ্যাত পাট হারিয়েছে তার গৌরব। তবে আন্তর্জাতিক বাজারে পাটজাত অনেক দ্রব্যের চাহিদা বাড়ছে এখনো। পণ্যগুলোর রফতানি বাজার ধরতে পারলে পাটের হারানো গৌরব পুনরুদ্ধার সম্ভব। এ রকমই একটি সম্ভাবনাময় পণ্য পাটখড়ি পুড়িয়ে তৈরি কয়লা বা চারকোল। জানা গেছে, পণ্যটি রফতানির মাধ্যমে বার্ষিক রফতানি আয় বাড়ানো সম্ভব আড়াই হাজার কোটি টাকা। বস্ত্র ও পাট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্ভাবনাময় এ পণ্যটির বিকাশে সরকারও এগিয়ে আসছে।

জানা গেছে, দেশে প্রথম বাণিজ্যিকভাবে চারকোল উত্পাদন শুরু হয় ২০১২ সালে। ওই বছরই চীনে প্রথম চালান পাঠানোর মাধ্যমে রফতানিমুখী পণ্য হিসেবে অভিষেক ঘটে দেশে উত্পাদিত চারকোলের। বর্তমানে পণ্যটির চাহিদা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। দেশে বাণিজ্যিকভাবে পণ্যটির উত্পাদন বাড়লে আগামীতে জাপান,ব্রাজিল, তুরস্ক, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে চারকোল রফতানি সম্ভব হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে প্রতিবছর প্রায় ৩০ লাখ টন পাটকাঠি উত্পাদিত হয়। এর মধ্যে ৫০ শতাংশের সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করা গেলে চারকোলের বার্ষিক উত্পাদন দাঁড়াতে পারে প্রায় ২ লাখ ৫০ হাজার টনে, যা বিদেশে রফতানির মাধ্যমে বার্ষিক বৈদেশিক মুদ্রার আয় বাড়ানো সম্ভব প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। একই সঙ্গে সারা দেশে বাড়বে কর্মসংস্থানের সুযোগ।বিশ্বব্যাপী চারকোলের ব্যবহার বহুমুখী। ফেসওয়াশ,ফটোকপিয়ারের কালি, পানির ফিল্টার, বিষ ধ্বংসকারী ওষুধ, জীবন রক্ষাকারী ওষুধ, দাঁত পরিষ্কারের ওষুধসহ আরো বিভিন্ন পণ্য তৈরিতে ব্যবহূত হয় চারকোল।
বাংলাদেশে বর্তমানে চারকোল উত্পাদনকারী প্রতিষ্ঠানের সংখ্যা ১০-১২টি। এর মধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হলো সানবিম কর্পোরেশন, মাহফুজা অ্যান্ড আহান এন্টারপ্রাইজ,জামালপুর চারকোল লিমিটেড ও রিগারো প্রাইভেট লিমিটেড। এছাড়াও অপ্রাতিষ্ঠানিকভাবে চারকোলের উত্পাদন শুরু হয়েছে জামালপুর,নারায়ণগঞ্জ, রাজশাহী, পাবনা, রাজবাড়ী,ফরিদপুর, গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায়।
সানবিম কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল এর বলেন, ‘চারকোল উত্পাদনকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে দেশে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব।তবে এ সম্ভাবনা বাস্তবায়ন করতে হলে উত্পাদনকারী প্রতিষ্ঠানগুলোর সরকারি সহযোগিতা প্রয়োজন। পাটজাত পণ্য উত্পাদক হিসেবে গত এক বছর ধরে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি। এরই মধ্যে পাট মন্ত্রণালয় থেকে সহায়তার আশ্বাসও পেয়েছি আমরা। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী,চারকোল উত্পাদন খাতে সরকারি সহযোগিতা হিসেবে প্রস্তাবিত বিষয়গুলোর মধ্যে রয়েছে একে একটি উদীয়মান শিল্প হিসাবে ঘোষণা, উত্পাদনকারী প্রতিষ্ঠানগুলোর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত বা সহযোগী প্রতিষ্ঠানে রূপান্তরের সুযোগ সৃষ্টি, শিল্পটির জন্য দ্রুত পৃথক নীতিমালা তৈরি এবং সরকারি-বেসরকারি সহযোগিতার পাশাপাশি ব্যাংক ঋণের ব্যবস্থা নিশ্চিত করা।
চারকোল উত্পাদনকারীদের মতে, নতুন বলেই খাতটিকে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়। এর মধ্যে কাঁচামালের সরবরাহ সংকটের পাশাপাশি রয়েছে সাম্প্রতিক সময়ে পাটকাঠির মূল্যবৃদ্ধি। এসব সমস্যা মোকাবেলার জন্য পাট মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
জানা গেছে, গত ২৮ ও ২৯ অক্টোবর বিষয়গুলো নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে একটি সভা হয়। সভায় উত্পাদনকারীদের সমস্যাগুলো দূর করার জন্য সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশনা দেয়া হয়। জানা গেছে, বিষয়টি নিয়ে খুব শিগগিরই একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজনের উদ্যোগ নেয়া হচ্ছে।
বিষয়টি নিয়ে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম জানান, চারকোল বাংলাদেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এতে পাট উত্পাদনে আবারো আগ্রহী হবেন কৃষকরা। এভাবেই ফিরিয়ে আনা হবে সোনালি আঁশের হারানো ঐতিহ্য।

বীরশ্রেষ্ঠ মতিউরের লেখা তাঁর স্ত্রীর উদ্দেশ্যে শেষ চিঠি

"বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের লেখা তাঁর স্ত্রীর উদ্দেশ্যে শেষ চিঠি"

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান (২৯শে অক্টোবর, ১৯৪১-২০শে আগস্ট, ১৯৭১) একজন বাংলাদেশী মুক্তিযোদ্ধা। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ হন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয় ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান তাদের মধ্যে অন্যতম।বীরশ্রেষ্ঠ মতিউরের লেখা তাঁর স্ত্রীর উদ্দেশ্যে শেষ চিঠি।

Saturday 31 October 2015

বাংলাদেশিদের জন্য সুইডিশ সরকারের স্কলারশিপ (Swedish Government Scholarship For Bangladeshi Student)

‘সুইডিশ সরকারের স্কলারশিপ’
এখনই সময় প্রস্তুত হতে।
The Swedish Institute Study Scholarships (SISS) সংক্ষেপে SI স্কলারশিপ নামে পরিচিত। এই স্কলারশিপের আবেদন করতে হবে ডিসেম্বরে। প্রস্তুতির সময় এখনই। গুরুত্বপূর্ণ বিষয় ও লিংক নিচে তুলে ধরা হলো।
০১. এই স্কলারশিপ দেয়া হয় মাস্টার্স স্টাডির জন্য। দুই বছর (চার সেমিস্টার) ফুল স্কলারশিপ দেয়া হবে। প্রথমে এক বছরের(দুই সেমিস্টার) বৃত্তি দেয়া হ। পরবর্তীতে কোর্স ও সেমিস্টারের অগ্রগতির উপর ভিত্তি করে দ্বিতীয় বছরের বৃত্তি দেয়া হয়। কারণ অনেকে যথা সময়ে কোর্স ও পরীক্ষায় ভাল ফলাফল করতে ব্যার্থ হয়। প্রতি মাসে ৯০০০ সুইডিশ ক্রোনর বৃত্তি দেয়া হয়।ভ্রমণের জন্য এককালীন ১৫০০০ সুইডিশ ক্রোনর।
০২. বাংলাদেশের জন্য কতটি স্কলারশিপ দেয়া হবে সেটা উল্লেখ করা থাকে না।
০৩. আবেদনের প্রথম ধাপেই একটি সাইট সম্পর্কে খুব ভালো করে জেনে নেওয়া উচিত। সেটি হলো
https://www.universityadmissions.se ; এখান থেকেই শুরু করতে হবে। সাইটে গেলেই দেখা যাবে লেখা আছে, Start your journey here!এই সাইটে একটি একাউন্ট খুলতে হবে। এটা আবশ্যক(Must)।একাউন্ট খুলতে গেলে দুটি অপশন থাকে। বাংলাদেশ থেকে আবেদন করতে গেলে ডান দিকের অপশন ফলো করতে হবে (No I don't have Swedish personal ID number!) একাউন্ট খুলে ফেলুন এখনই!মনে রাখা গুরুত্বপূর্ণ, নিজ নিজ একাউন্টের মাধ্যমে সকল প্রকার আবেদন করতে হবে।
০৪. দুইটি রাউন্ডে আবেদন করতে হবে। প্রথম রাউন্ড আবেদনের সময় ১-১৫ ডিসেম্বর। প্রথম রাউন্ডে উর্ত্তীণ হলে দ্বিতীয় রাউন্ডে আবেদন করতে হবে ১-১৩ ফেব্রুয়ারী। তারপর যারা বৃত্তি পাবে তাদের নাম এপ্রিল-২০১৬ প্রকাশ করা হবে (ই-মেইল করা হবে)। সেশন ( Autumn) শুরু হবে August-2016 থেকে।
০৫. প্রথম রাউন্ডে উত্তীর্ণ হলে দ্বিতীয় রাউন্ডে আবেদনের পূর্বে আবেদন ফি বাবদ ৯০০ (নয় শত) সুইডিশ ক্রোনর pay করতে হবে। ব্যক্তিগত ডেবিট/ক্রেডিট কার্ড না থাকলেও, ব্যাঙ্কের মাধ্যমে আবেদনের টাকা পে/ট্রান্সফার করা যাবে। টাকা ট্রান্সফার নিয়ে বিস্তারিত জানার নির্দিষ্ট লিংক: https://www.universityadmissions.seen/All-you-need-to-know1/Applyingfor-studies/Fees-and-scholarships/Paying-your-application-fee/
০৬. চারটি ডকুমেন্ট প্রস্তুত রাখতে হবে এখনই: মটিভেশন লেটার/কাভার লেটার(Motivation Letter), CV, দুইটি রেফারেন্স লেটার, পাসপোর্ট (স্ক্যান)।
০৭. CV হতে হবে ইউরোপিয়ান স্টাইলে। যেটা বলা হয় Europass; এই ফরমেটে সিভি তৈরির জন্য দেখতে হবে এই লিংক: http://europass.cedefop.europa.eu/en/documents/curriculum-vitae
০৮. ইংরেজিতে ইউরোপাস ফরমেটের পিডিএফ
ফাইলের জন্য দেখুন এই লিংক: file://C:/Users/
rauful/Downloads/CVInstructions.pdf
০৯. Motivation letter এবং রেফারেন্স লেটারের ফরমেট নিজের ইচ্ছেমতো হলে চলবে না। সেটার জন্যও নির্দিষ্ট ফরমেট(SI format) অনুসরন করতে হবে। নির্দিষ্ট ফরমেট খুঁজে নিন এই লিংকে:
https://eng.si.se/?s=Motivation+letter&submit=Search
১০. IELTS/TOFEL ছাড়াও অনেক প্রোগ্রামেই আবেদন করা যায়। সেক্ষেত্রে আপনার স্টাডি অব মিডিয়াম(স্নাতক/স্নাতকোত্তর) ইংরেজিতে হতে হবে এবং সেটির প্রমাণ লাগবে। মনে রাখা আবশ্যক, শুধু মাত্র IELTS/TOFEL স্কোর কখনোই কোন দেশে বৃত্তি সুনিশ্চিত করে না। বিশেষ করে বিজ্ঞানে তো নয়ই। এটা ভাষা-জ্ঞানের সনদ এবং আবেদনের জন্য একটি requirement; নিজের পড়াশুনার ক্ষেত্রের বা গবেষণার দক্ষতার যাচাই নয়—আমরা অনেকেই এই সহজ বিষয়টা ঠিক মতো বুঝি না।
১১. SI স্কলারশিপ বিষয়ক আরো বিস্তারিত জানতে হলে অনুসরন করতে হবে যে লিংক: https://eng.si.se/areas-of-operation/scholarships-and-grants/the-swedish-institute-study-scholarships/siss-application-procedure-and-key-dates/

আশা করি আপনাদের একটু হলেও কাজে আসবে।

Friday 30 October 2015

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ হয়েছে। প্রকাশিত সময়সূচি অনুসারে এই পরীক্ষা আগামী ১৯ নভেম্বর ২০১৫ তারিখ থেকে শুরু হয়ে তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ২৯ ডিসেম্বর ২০১৫ তারিখে শেষ হবে।তাহলে দেখে নেই পরীক্ষার বিস্তারিত সময়সূচি:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল এবং প্রফেশনাল কোর্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ


★★★জাতীয় বিশ্ববিদ্যালয় National University:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার
ফলাফল প্রকাশিত হয়েছে।

অনলাইন এ ফলাফল পেতে ভিজিট করুন www.nu.edu.bd/results

অথবা ম্যাসেজ অপশনে গিয়ে NU <স্পেস>H3<স্পেস>ROLL লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে।

★★★জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল কোর্সে ভর্তির মেধাতালিকা প্রকাশিত হয়েছে  ২৯ শে অক্টোবর। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ শিক্ষাবর্ষের মাস্টার্স / ডিপ্লোমা (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমের মেধা তালিকা ২৯ অক্টোবর ২০১৫ তারিখে প্রকাশ করা হয়। SMS এর মাধ্যমে ফলাফল জানতে nu<স্পেস>atpm<স্পেস>Roll No
টাইপ করে ১৬২২২ নাম্বারে Send
করেন।এবং অনলাইন এ জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 
ওয়েবসাইট ( www.nu.edu.bd/admissions অথবা
www.admissions.nu.edu.bd ) ভিজিট করুন।
Showing posts with label জানি-জানাই. Show all posts
Showing posts with label জানি-জানাই. Show all posts

Saturday 21 May 2016

ডাচ্-বাংলা ব্যাংক অর শিক্ষা বৃত্তি

বাংলাদেশো ডাচ্-বাংলা ব্যাংক তার শিক্ষা বির্তি কর্মসূচীর বিতরে দেশর বউত শিক্ষা প্রতিষ্ঠানর উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায় অ লেখাফরা খরা মেধাবী আর টেখাপয়সায় অসচ্ছল ছাত্র-ছাত্রী অখলরে বির্তি দিয়া আড়। অউ ধারাবাহিকতায় ২০১৬ সালর এসএসসি/ সমমান পরীক্ষাত পাস মেধাবি আর শিক্ষাক্ষেত্রর মাঝে টেখাপয়সায় শাইয্য প্রত্যাশী শিক্ষার্থী অখলরে বির্তি প্রদান করব ডাচ্-বাংলা ব্যাংক।

বির্তির পরিমাণ আর সময়কালঃ
শিক্ষার স্তরঃ এইচ.এস.সি.
সময়সীমাঃ ২ বছর
মাসিক বির্তিঃ ২,০০০ টেখা
বছরি অনুদানঃ লেখাফরার বইখাতা-বাতার লাগি এখলগে ২৫০০ টেখা আর খাফর ছোফরর লাগি ১,০০০ টেখা
আবেদন খরার নিয়ম আর শর্তঅখলঃ
ডাচ্-বাংলা ব্যাংক ওর শিক্ষা বির্তির আবেদন ওর প্রক্রিয়া গেলবারর লাখান ঔবারো অনলাইনো খরা অইছে। অতার লাগি সরাসরি কোনো আবেদন নেওয়া অইত নায়। আউকা জানি লাই কিলা অনলাইনো আবেদন খরা লাগবঃ
বির্তির লাগি আবেদনর যোগ্যতাঃ
সিটি কর্পোরেশন এলাকাত থাখা ইস্কুল/শিক্ষা প্রতিষ্ঠানর লাগিঃ খমর মাঝে জিপিএ ৫.০০ (চতুর্থ বিষয় বাদে, হখল গ্রুফর লাগি)
জেলা শহর এলাকাত থাখা ইস্কুল/শিক্ষা প্রতিষ্ঠানর লাগিঃ খমর মাঝে জিপিএ ৪.৮৮ (চতুর্থ বিষয় বাদে, হখল গ্রুফর লাগি)
গাওর খরলামাইল অঞ্চলওখলর ইস্কুল/শিক্ষা প্রতিষ্ঠানর লাগিঃ খমর মাঝে জিপিএ ৪.৭০ (চতুর্থ বিষয় বাদে, হখল গ্রুফর লাগি)
বির্তির হখল গুরুত্বপূর্ণ তারিখঃ
আবেদন শুরু অইছে ১৫ মে ২০১৬ থনে ।
আবেদনের শেষ তারিখঃ ৩১ জুলাই ২০১৬ ফর্যন্ত।
ওয়েবসাইটর মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইখরা অখলর তালিকা প্রকাশঃ ১০ আগস্ট ২০১৬।
প্রাথমিকভাবে বাছাইখরা অখলর হখল কাগজপত্রের
সত্যতা যাচাইয়র লাগি ডাচ্-বাংলা ব্যাংক ওর যেছা শাখাত নাইলে মোবাইল ব্যাংকিং অফিসো
উপস্থিত অওয়ার তারিখঃ ১১ আগস্ট ২০১৬ – ৩১
আগস্ট ২০১৬।

Thursday 19 May 2016

হখলোর উফরে যাইবার লড়াইয়ো বাংলাদেশি অ্যাপ

যুক্তরাষ্ট্রর মহাকাশ গবেষণা সংস্থা নাসার আয়োঝন খরা হ্যাকাথন প্রতিযোগিতা ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬’র ছূড়ান্ত পর্বর পিপলস চয়েজ ক্যাটাগরিত উফরে উঠার লড়াইয়ো রইছে বাংলাদেশি প্রকল্প মার্শিয়ান ওয়েসিস। অনলাইন ভোটর মাধ্যমে পাঁচটা প্রকল্প থনে ছূড়ান্ত বিজয়ী নির্বাচন খরা অইব। অনলাইনো ভোট দিয়া ই প্রকল্পটারে হখলোর উফরে লইয়া যাওয়া লাগবো।

বেসিসর উদ্যোগে বাংলাদেশো আয়োঝিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬ প্রতিযোগিতাত চিটাগাং ওর আঞ্চলিক পর্যায়ো পিপলস চয়েজ ওর ক্যাটাগরিত আন্তর্জাতিক প্রতিযোগিতার লাগি বাছা অইছিল প্রকল্পটা।

বেসিসর পরিচালক আর নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬-র আহ্বায়ক আরিফুল হাসান অপু প্রথম আলোরে খইছইন, বিশ্বর ২২০ টার থনে বেশি শহররে খরেদি ফালাইয়া বাংলাদেশি প্রকল্প ‘মার্শিয়ান ওয়েসিস’ সেরা ৫-এর মাঝে আইচ্চে। একটা বাংলাদেশর লাগি ঝে খুশি আর গর্বর বেফার। জেরা ভোট দিয়া প্রকল্পটারে অউ পর্যায়ো লইয়া আইছইন, তারাের ধন্যবাদ। অখন ইগুরে হখলোর উফরে লইয়া যাওয়ার লাগি আগামী দুই দিন আরও ভোট দেওয়া লাগবো। ২০ তারিখ পর্যন্ত ভোট দেওয়া যাইব।
মার্শিয়ান ওয়েসিস প্রকল্পটারে ভোট দেওয়ার লাগি ফয়লা ( https://2016.spaceappschallenge.org/ ) সাইটো গিয়া আনা টেখায় একটা অ্যাকাউন্ট খুলা লাগব। বাদে ( https://2016.spaceappschallenge.org/challenges/mars/simspace/projects/martianoasis ) লিংকো গিয়া ভোট দেওয়া যাইবো। একটা অ্যাকাউন্ট থনে দিন একবার ভোট দেওয়া যাইব।

[[আমাদের পোস্ট গুলো পড়তে শেয়ার করে আপনার টাইমলাইন এ রেখে দিন।]]

Saturday 14 May 2016

জিপি সিমো দারুন অফার মাত্র ১৯ টেকায় ১ জিবি ইন্টারনেট

আশা খরি হখল বালা আছইন, আমিও বালা আছি' বেশি মাথথাম উত্তাম নায়। হেশে বিরক্ত অইজাইবা।আওকা জানি লাই কিলা আফনে
জিপিত ১৯ টেকা দি ১জিবি ইন্টারনেট নিতা ফারবা।

আফনারা বউতে অয়ত মন খররা ১৯ টেকা দি ১জিবি মন খয় “হখল সময় “ব্যবহার খরা জাইতো নায়।না না, ইকটা দিন/রাইত ২৪ ঘন্টাই ব্যবহার
খরা যাইব।

তুরা শর্ত আছে আকিঃ
আফনার সিম রে অবশ্যই বায়োমেট্রিক পদ্ধতিতে রি-রেজিশট্রেশন খরা লাগব।
সিম বায়োমেট্রিক পদ্ধতিতেরি-রেজিশট্রেশন খরার বাদে আফনে খালি ১বার নিতা ফারবা। অফারটি নেওয়ার লাগি
আফনার একাউন্টে ১৯ টেকা তইয়া *৫০০০*২০০# ডায়াল খরকা। এর বাদে আফনি ১জিবি ইন্টারনেট ৫দিনর লাগি ফাই যাইবা।


Monday 2 May 2016

নাগরি বর্ণমালার সরকারি স্বীকৃতি

প্রাচীনকাল থেকে সিলেট জনপদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ভাষা স্বাতন্ত্র বৈশিষ্ট্যপূর্ন ও সমৃদ্ধশীল। সিলেট অঞ্চলের অধিবাসীরা ‘সিলেটি ভাষা’য় কথা বলেন। সিলেটি ভাষা আমাদের মাতৃভাষা। পৃথিবীতে প্রায় আট হাজার ভাষার মধ্যে তিন হাজার ভাষার নিজস্ব বর্ণমালা আছে। তন্মধ্যে সিলেটি ভাষা একটি, যার নিজস্ব বর্ণমালা রয়েছে। ফ্রান্সের ভাষা জাদুঘরে অসংখ্য ভাষার মধ্যে বাংলাদেশের দুইটি ভাষার নাম রয়েছে, একটি বাংলা অপরটি সিলেটি।

আমরা অনেক রক্ত ও ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা হিসাবে প্রতিষ্টিত করেছি। সিলেটের আঞ্চলিক ভাষা-ভাষী হিসাবে আমাদের দাবী বাংলাভাষা ও লিপির পাশাপাশি সিলেটি আঞ্চলিক ভাষার নাগরি লিপিকে স্বীকৃতি প্রদান করা হউক এবং প্রত্যেক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় ঐচ্ছিক বিষয় হিসাবে পাঠদানের সুযোগ করে দিয়ে, সিলেটি ভাষার নাগরি লিপিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা হউক। কারণ, একটি লিপিসর্বস্ব ভাষা ও সাহিত্যের বিলুপ্তি ঘটলে বৃহৎ জনগোষ্টির ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি ধংস হয়ে যাবে। সভ্য জাতি হিসাবে এটা কারো কাম্য হতে পারেনা। নাগরি বর্ণে ছিলটি ভাষাকে স্বীকৃতি প্রদান সিলেটবাসীর প্রাণের দাবি।
তাই এই বর্ণমালা এবং ভাষাকে টিকিয়ে রাখার জন্য সরকার কর্তৃক স্বীকৃতি পাওয়ার জন্য বিভিন্ন জেলা-উপজেলায় এমনকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ‘নাগরি বর্ণে ছিলটি ভাষা স্বীকৃতি পরিষদ’ নামে অনেক কমিটি গঠন করা হয়েছে। এমনকি ‘সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট’-এ ও এর একটি শাখা রয়েছে। এ কমিটির উদ্যোগে আজ ০২-০৫-২০১৬ ইং তারিখে উক্ত প্রতিষ্টানে নাগরি সরকারি স্বীকৃতির দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে প্রেরণের জন্য (সমন্বয়ক: আবু সাঈদ,উপদেষ্টা: এ.এস পার্থ এবং আর.জে হৃদয়- এর নেতৃত্বে) এক “গনস্বাক্ষর কর্মসূচির” আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিকে সুষ্টভাবে সম্পন্ন করার জন্য সকল শিক্ষকমণ্ডলী এবং ছাত্রছাত্রীরা অংশগ্রহন করে।

Sunday 1 May 2016

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জাপান সরকারের বৃত্তি


মুনোবুকাকাশো বৃত্তির আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে জাপান সরকার। জাপানে স্নাতক, কলেজ অব টেকনোলজি এবং স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়তে আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের মধ্য থেকে প্রাথমিকভাবে ১৫০ জনকে জাপান দূতাবাসে সাক্ষাৎকারের জন্য নির্বাচন করবে শিক্ষা মন্ত্রণালয়।
স্নাতক পর্যায় ও কলেজ অব টেকনোলজিতে পড়ার যোগ্যতা হিসেবে বলা হয়েছে, ২ এপ্রিল ১৯৯৫ থেকে ১ এপ্রিল ২০০০ সালের মধ্যে জন্মগ্রহণকারী উচ্চমাধ্যমিক পাস শিক্ষার্থী হতে হবে। ২ এপ্রিল ১৯৮২ সালের পর জন্মগ্রহণকারী স্নাতক বা স্নাতকোত্তর উত্তীর্ণ শিক্ষার্থীরা জাপানে স্নাতকোত্তর বা পিএইচডি পর্যায়ে পড়ার সুযোগ পাবেন। তবে স্নাতকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।
এ ছাড়া বিজ্ঞপ্তিতে বলা রয়েছে, জাপানি ভাষা জানা কিংবা আইইএলটিএস বা টোয়েফল সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদন করা যাবে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবাসইটে ( www.banbeis.gov.bd/MEXT ) আবেদনের শেষ তারিখ ১৫ মে।

Friday 29 April 2016

99 NAMES of ALLAH ( SWT )

নিজে জানুন,
অন্যকে জানতে সহায়তা করুন [ Share করুন ]
মহান আল্লাহর ৯৯টি নাম ও তার অর্থ -
১। আল্লাহ্-আল্লাহ্,
২। আর রহিম- পরম দয়ালু,
৩। আর রহমান- পরম দয়াময়,
৪। আল জাব্বার-পরাক্রমশালী,
৫। আল-আজিজ- প্রবল,
৬। আল-মুহায়মিন-রক্ষণ ব্যবস্থাকারী
৭। আল-মুমিন- নিরাপত্তা বিধায়ক,
৮। আস-সালাম-শান্তি বিধায়ক,
৯। আল-কুদ্দুস- নিষ্কলুষ,
১০। আল-মালিক-সর্বাধিকারী,
১১। আল-ওয়াহহাব- মহা বদান্য,
১২। আল-কাহার- মহাপরাক্রান্ত,
১৩। আল-গাফফার- মহাক্ষমাশীল,
১৪। আল মুসাওবির- রুপদানকারী,
১৫। আল-বারী- উন্মেষকারী,
১৬। আল খালিক- সৃষ্টিকারী,
১৭। আল মুতাকাব্বির- অহংকারের ন্যায্য
অধিকারী,
১৮। আল রাফি- উন্নয়নকারী,
১৯। আল খাফিদ- অবনমনকারী,
২০। আল বাসিত- সম্প্রসারণকারী,
২১। আল কাবিদ- সংকোচনকারী,
২২। আল আলীম- মহাজ্ঞানী,
২৩। আল ফাত্তাহ- মহাবিজয়ী,
২৪। আর রাজ্জাক- জীবিকাদাতা,
২৫। আল লাতিফ- সুক্ষ দক্ষতাসম্পন্ন,
২৬। আল আদল- ন্যায়নিষ্ঠ,
২৭। আল হাকাম- মিমাংসাকারী,
২৮। আল বাসির- সর্বদ্রষ্টা
২৯। আস সামী- সর্বশ্রোতা,
৩০। আল মুযিল্ল- হতমানকারী,
৩১। আল-মুইয্য- সম্মানদাতা,
৩২। আল কাবীর- বিরাট, মহৎ,
৩৩। আল আলী- অত্যুচ্চ,
৩৪। আশ শাকুর- গুণগ্রাহী,
৩৫। আল গফুর- ক্ষমাশীল,
৩৬। আল আজীম- মহিমাময়,
৩৭। আল হালীম- সহিষ্ণু,
৩৮। আল খাবীর- সর্বজ্ঞ,
৩৯। আল মুজীব- প্রার্থনা গ্রহণকারী
৪০। আর রাকীব- নিরীক্ষণকারী,
৪১। আল কারীম- মহামান্য,
৪২। আল জালীল- প্রতাপশালী,
৪৩। আল হাসীব- মহাপরীক্ষক,
৪৪। আল মুকিত- আহার্যদাতা,
৪৫। আল হাফীজ- মহারক্ষক,
৪৬। আল হাক্ক-সত্য,
৪৭। আশ-শাহীদ-প্রত্যক্ষকারী
৪৮। আল বাইছ- পুনরুত্থানকারী,
৪৯। আল মাজীদ- গৌরবময়,
৫০। আল ওয়াদুদ- প্রেমময়,
৫১। আল হাকীম – বিচক্ষণ,
৫২। আল ওয়াসি- সর্বব্যাপী,
৫৩। আল মুবদী- আদি স্রষ্টা,
৫৪। আল মুহসী- হিসাব গ্রহণকারী,
৫৫। আল হামিদ- প্রশংসিত,
৫৬। আল ওয়ালী- অভিভাবক,
৫৭। আল মাতীন- দৃঢ়তাসম্পন্ন,
৫৮। আল কাবী- শক্তিশালী,
৫৯। আল ওয়াকীল- তত্বাবধায়ক,
৬০। আল মাজিদ-মহান,
৬১। আল ওয়াজিদ- অবধারক,
৬২। আল কায়্যুম- স্বয়ং স্থিতিশীল,
৬৩। আল হায়্যু- জীবিত
৬৪। আল মুমীত- মরণদাতা,
৬৫। আল মুহয়ী- জীবনদাতা,
৬৬। আল মুঈদ- পুনঃ সৃষ্টিকারী,
৬৭। আল আওয়াল- অনাদী,
৬৮। আল মুয়াখখীর পশ্চাদবর্তীকারী ,
৬৯। আল মুকাদ্দিম- অগ্রবর্তীকারী,
৭০। আল মুকতাদীর- প্রবল,পরাক্রম,
৭১। আল কাদীর- শক্তিশালী,
৭২। আস সামাদ- অভাবমুক্ত,
৭৩। আল ওয়াহিদ-একক,
৭৪। আত তাওয়াব- তওবা গ্রহণকারী,
৭৫। আল বার্র- ন্যায়বান,
৭৬। আল মুতাআলী- সুউচ্চ,
৭৭। আল ওয়ালী- কার্যনির্বাহক,
৭৮। আল বাতিন- গুপ্ত,
৭৯। আল জাহির- প্রকাশ্য,
৮০। আল আখির- অনন্ত,
৮১। আল মুকসিত- ন্যায়পরায়ণ,
৮২। যুল জালাল ওয়াল ইকরাম- মহিমান্বিত ও মাহাত্ম্যপূর্ণ
৮৩। মালিকুল মুলক- রাজ্যের মালিক,
৮৪। আর রাউফ- কোমল হৃদয়,
৮৫। আল আওউফ- ক্ষমাকারী,
৮৬। আল মুনতাকীম-প্রতিশোধ গ্রহণকারী,
৮৭। আল হাদী- পথ প্রদর্শক,
৮৮। আন নাফী- কল্যাণকর্তা,
৮৯। আদ দারর – (তাগুতের) অকল্যাণকর্তা,
৯০। আল মানি- প্রতিরোধকারী,
৯১। আল মুগনী- অভাব মোচনকারী,
৯২। আল গানী- সম্পদশালী
৯৩। আল জামি- একত্রীকরণকারী,
৯৪। আস সাবুর- ধৈর্যশীল,
৯৫। আল রশীদ- সত্যদর্শী,
৯৬। আল ওয়ারিছ- উত্তরাধিকারী,
৯৭। আল বাকী- চিরস্থায়ী,
৯৮। আল বাদী- অভিনব সৃষ্টিকারী,
৯৯। আন নূর- জ্যোতি।
99 NAMES
of ALLAH ( SWT )
1 Allah (ﺍﻟﻠﻪ ) The Greatest Name
2 Ar-Rahman (ﺍﻟﺮﺣﻤﻦ) The All-Compassionate
3 Ar-Rahim (ﺍﻟﺮﺣﻴﻢ ) The All-Merciful
4 Al-Malik (ﺍﻟﻤﻠﻚ) The Absolute Ruler
5 Al-Quddus (ﺍﻟﻘﺪﻭﺱ ) The Pure One
6 As-lam ( ﺍﻟﺴﻼﻡ ) The Source of Peace
7 Al-Mu'min (ﺍﻟﻤﺆﻣﻦ ) The Inspirer of Faith
8 Al-Muhaymin (ﺍﻟﻤﻬﻴﻤﻦ ) The Guardian
9 Al-Aziz (ﺍﻟﻌﺰﻳﺰ ) The Victorious
10 Al-Jabbar ( ﺍﻟﺠﺒﺎﺭ ) The Compeller
11 Al-Mutakabbir ( ﺍﻟﻤﺘﻜﺒﺮ ) The Greatest
12 Al-Khaliq (ﺍﻟﺨﺎﻟﻖ) The Creator
13 Al-Bari' (ﺍﻟﺒﺎﺭﺉ ) The Maker of Order
14 Al-Musawwir (ﺍﻟﻤﺼﻮﺭ ) The Shaper of Beauty
15 Al-Ghaffar (ﺍﻟﻐﻔﺎﺭ) The Forgiving
16 Al-Qahhar (ﺍﻟﻘﻬﺎﺭ) The Subduer
17 Al-Wahhab (ﺍﻟﻮﻫﺎﺏ ) The Giver of All
18 Ar-Razzaq (ﺍﻟﺮﺯﺍﻕ ) The Sustainer
19 Al-Fattah (ﺍﻟﻔﺘﺎﺡ) The Opener
20 Al-`Alim ( ﺍﻟﻌﻠﻴﻢ ) The Knower of All
21 Al-Qabid ( ﺍﻟﻘﺎﺑﺾ) The Constrictor
22 Al-Basit (ﺍﻟﺒﺎﺳﻂ ) The Reliever
23 Al-Khafid (ﺍﻟﺨﺎﻓﺾ ) The Abaser
24 Ar-Rafi (ﺍﻟﺮﺍﻓﻊ ) The Exalter
25 Al-Mu'izz (ﺍﻟﻤﻌﺰ) The Bestower of Honors
26 Al-Mudhill (ﺍﻟﻤﺬﻝ ) The Humiliator
27 As-Sami (ﺍﻟﺴﻤﻴﻊ) The Hearer of All
28 Al-Basir (ﺍﻟﺒﺼﻴﺮ ) The Seer of All
29 Al-Hakam (ﺍﻟﺤﻜﻢ) The Judge
30 Al-`Adl ( ﺍﻟﻌﺪﻝ ) The Just
31 Al-Latif (ﺍﻟﻠﻄﻴﻒ ) The Subtle One
32 Al-Khabir (ﺍﻟﺨﺒﻴﺮ) The All-Aware
33 Al-Halim (ﺍﻟﺤﻠﻴﻢ) The Forbearing
34 Al-Azim (ﺍﻟﻌﻈﻴﻢ) The Magnificent
35 Al-Ghafur ( ﺍﻟﻐﻔﻮﺭ) The Forgiver and Hider of Faults
36 Ash-Shakur (ﺍﻟﺸﻜﻮﺭ ) The Rewarder of Thankfulness
37 Al-Ali ( ﺍﻟﻌﻠﻰ ) The Highest
38 Al-Kabir ( ﺍﻟﻜﺒﻴﺮ ) The Greatest
39 Al-Hafiz (ﺍﻟﺤﻔﻴﻆ ) The Preserver
40 Al-Muqit (ﺍﻟﻤﻘﻴﺖ ) The Nourisher
41 Al-Hasib (ﺍﻟﺤﺴﻴﺐ ) The Accounter
42 Al-Jalil (ﺍﻟﺠﻠﻴﻞ) The Mighty
43 Al-Karim (ﺍﻟﻜﺮﻳﻢ ) The Generous
44 Ar-Raqib (ﺍﻟﺮﻗﻴﺐ) The Watchful One
45 Al-Mujib (ﺍﻟﻤﺠﻴﺐ) The Responder to Prayer
46 Al-Wasi (ﺍﻟﻮﺍﺳﻊ ) The All-Comprehendi
ng
47 Al-Hakim (ﺍﻟﺤﻜﻴﻢ) The Perfectly Wise
48 Al-Wadud (ﺍﻟﻮﺩﻭﺩ ) The Loving One
49 Al-Majid (ﺍﻟﻤﺠﻴﺪ ) The Majestic One
50 Al-Ba'ith (ﺍﻟﺒﺎﻋﺚ ) The Resurrector
51 Ash-Shahid (ﺍﻟﺸﻬﻴﺪ ) The Witness
52 Al-Haqq (ﺍﻟﺤﻖ ) The Truth
53 Al-Wakil (ﺍﻟﻮﻛﻴﻞ ) The Trustee
54 Al-Qawiyy (ﺍﻟﻘﻮﻯ) The Possessor of All Strength
55 Al-Matin (ﺍﻟﻤﺘﻴﻦ ) The Forceful One
56 Al-Waliyy (ﺍﻟﻮﻟﻰ ) The Governor
57 Al-Hamid (ﺍﻟﺤﻤﻴﺪ ) The Praised One
58 Al-Muhsi (ﺍﻟﻤﺤﺼﻰ ) The Appraiser
59 Al-Mubdi' (ﺍﻟﻤﺒﺪﺉ ) The Originator
60 Al-Mu'id (ﺍﻟﻤﻌﻴﺪ) The Restorer
61 Al-Muhyi ( ﺍﻟﻤﺤﻴﻰ ) The Giver of Life
62 Al-Mumit (ﺍﻟﻤﻤﻴﺖ) The Taker of Life
63 Al-Hayy (ﺍﻟﺤﻲ) The Ever Living One
64 Al-Qayyum (ﺍﻟﻘﻴﻮﻡ ) The Self-Existing One
65 Al-Wajid (ﺍﻟﻮﺍﺟﺪ ) The Finder
66 Al-Majid (ﺍﻟﻤﺎﺟﺪ ) The Glorious
67 Al-Wahid (ﺍﻟﻮﺍﺣﺪ ) The One, the All Inclusive,
The Indivisible
68 As-Samad (ﺍﻟﺼﻤﺪ ) The Satisfier of All Needs
69 Al-Qadir (ﺍﻟﻘﺎﺩﺭ ) The All Powerful
70 Al-Muqtadir (ﺍﻟﻤﻘﺘﺪﺭ ) The Creator of All Power
71 Al-Muqaddim (ﺍﻟﻤﻘﺪﻡ) The Expediter
72 Al-Mu'akhkhir (ﺍﻟﻤﺆﺧﺮ) The Delayer
73 Al-Aww Al (ﺍﻷﻭﻝ ) The First
74 Al-Akhir (ﺍﻷﺧﺮ) The Last
75 Az-Zahir (ﺍﻟﻈﺎﻫﺮ) The Manifest One
76 Al-Batin ( ﺍﻟﺒﺎﻃﻦ ) The Hidden One
77 Al-Wali (ﺍﻟﻮﺍﻟﻲ ) The Protecting Friend
78 Al-Muta' Ali (ﺍﻟﻤﺘﻌﺎﻟﻲ) The Supreme One
79 Al-Barr (ﺍﻟﺒﺮ ) The Doer of Good
80 At-Tawwab (ﺍﻟﺘﻮﺍﺏ ) The Guide to Repentance
81 Al-Muntaqim (ﺍﻟﻤﻨﺘﻘﻢ) The Avenger
82 Al-'Afuww (ﺍﻟﻌﻔﻮ ) The Forgiver
83 Ar-Ra'uf (ﺍﻟﺮﺅﻭﻑ ) The Clement
84 Malik- Al-Mulk ( ﻣﺎﻟﻚ ﺍﻟﻤﻠﻚ ) The Owner of All
85 Dhu- Al-Jal Al wa-Al-Ikram ( ﺫﻭ ﺍﻟﺠﻼﻝ ﻭ ﺍﻹﻛﺮﺍﻡ) The Lord of Majesty and Bounty
86 Al-Muqsit (ﺍﻟﻤﻘﺴﻂ ) The Equitable One
87 Al-Jami' (ﺍﻟﺠﺎﻣﻊ ) The Gatherer
88 Al-Ghani (ﺍﻟﻐﻨﻰ) The Rich One
89 Al-Mughni ( ﺍﻟﻤﻐﻨﻰ ) The Enricher
90 Al-Mani'( ﺍﻟﻤﺎﻧﻊ ) The Preventer of Harm
91 Ad-Darr (ﺍﻟﻀﺎﺭ) The Creator of The Harmful
92 An-Nafi' (ﺍﻟﻨﺎﻓﻊ) The Creator of Good
93 An-Nur (ﺍﻟﻨﻮﺭ) The Light
94 Al-Hadi (ﺍﻟﻬﺎﺩﻱ ) The Guide
95 Al-Badi ( ﺍﻟﺒﺪﻳﻊ ) The Originator
96 Al-Baqi ( ﺍﻟﺒﺎﻗﻲ ) The Everlasting One
97 Al-Warith (ﺍﻟﻮﺍﺭﺙ) The Inheritor of All
98 Ar-Rashid (ﺍﻟﺮﺷﻴﺪ ) The Righteous Teacher
99 As-Sabur (ﺍﻟﺼﺒﻮﺭ ) The Patient One

Saturday 5 December 2015

আইইএলটিএস শিক্ষাবৃত্তি দেবে ব্রিটিশ কাউন্সিল

আইইএলটিএস(IELTS) শিক্ষাবৃত্তি দেবে ব্রিটিশ কাউন্সিল(British Council)যাতে দেশের বাইরে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের সহায়ক হয়।

দেশের বাইরে আইইএলটিএস স্বীকৃতি দেয় এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যেসব শিক্ষার্থী স্নাতক অথবা স্নাতোকোত্তর করার পরিকল্পনা করছেন তাদের মধ্য থেকে পাঁচজন শিক্ষার্থীকে এ শিক্ষাবৃত্তি দেওয়া হবে।
২৪ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ কাউন্সিল।বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচিত পাঁচজন শিক্ষার্থীর প্রত্যেকে তিন লাখ টাকার শিক্ষাবৃত্তি পাবেন। তবে তাদের এ বছরের ১ আগস্ট থেকে আগামী বছরের ১৩ ফেব্রুয়ারির মধ্যে আইএলটিএস সম্পন্ন করা থাকতে হবে ও স্কোর সর্বনিন্ম ৬ হতে হবে।
আবেদনকারীদের আবেদনপত্রের সঙ্গে তাদের লেখা জমা দিতে হবে। লেখার দক্ষতার উপর ভিত্তি করে সংক্ষিপ্ত বাছাই করা হবে ও তাদের সাক্ষাৎকার নেওয়া হবে। শিক্ষাবৃত্তির জন্য আবেদনের যোগ্যতা ও অন্য তথ্যসহ আবেদনপত্র ডাউনলোড করা যাবে britishcouncil এর ওয়েবসাইট থেকে।

আগামী বছরের ফেব্রুয়ারি মাসের ২৯ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। ১৭ মার্চ বৃত্তিপ্রাপ্ত পাঁচজন শিক্ষার্থীর নাম ঘোষণা করবে ব্রিটিশ কাউন্সিল।
বিস্তারিত তথ্যের জন্য +৮৮০৯৬৬৬৭৭৩৩৭৭
নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

Saturday 28 November 2015

রবি,গ্রামীণফোন & এয়ারটেল ব্যাল্যান্স ট্র্যান্সফার সিস্টেম (Robi, grameenphone & airtel Balance transfer system)

রবিতে কীভাবে ব্যাল্যান্স ট্র্যান্সফার করবেন?
যেকোনো পরিমানের টাকা টাইপ করে সেন্ড করুন 1212018xxxxxxxx
যেমন : 100 তারপর সেন্ড করুন 121201819400400 নাম্বারে
[Note: 2.30tk will be charged from sender and receiver]


গ্রামীণফোন  এ কীভাবে ব্যাল্যান্স ট্র্যান্সফার করবেন?
১মে আপনাকে রেজিস্টার করে নিতে হবে।
''রেজিস্টার করতে টাইপ করুন REGI আর পাটিয়ে দিন 1000 নাম্বারে''
এখন আপনি একটা পিন নাম্বার পাবেন, এটা হারাবেন না।

ব্যাল্যান্স ট্র্যান্সফার করতে ;  BTR<স্পেস>রিসিভার নাম্বার<স্পেস>টাকার পরিমাণ<স্পেস>পিন আর পাটিয়ে দিন 1000 নাম্বারে

যেমন : BTR 017XXXXXXXX 100 34692

ব্যাল্যান্স ট্র্যান্সফার জিপি,রবি এবং এয়ারটেলে ।

Tuesday 24 November 2015

কিভাবে হবেন দক্ষ “ডিপ্লোম্যাটিক ইঞ্জিনিয়ার”

কিভাবে হবেন দক্ষ “ডিপ্লোম্যাটিক ইঞ্জিনিয়ার ,আমাদের বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে অবস্থা, তাতে আমাদের যে নামে ডাকা হয় তা দোষের কিছুই না। তাই নিজেদের গ্রহন যোগ্যতা বাড়াতে আজকের এই আয়োজন।
কিভাবে হবেন দক্ষ “ডিপ্লোম্যাটিক ইঞ্জিনিয়ার”।
আমি যেহেতু ইলেক্ট্রিক্যাল এর ছাত্র, তাই অন্য কোন টেকনোলজি সম্পর্কে আমি বলতে পারছি না।এবং একটি কথা সবসময় মনে রাখবেন। ভালো ইঞ্জিনিয়ার যে কোন টেকনোলজির হোক সে উন্নতি করবেই। ভয় পাওয়ার কিছু নেই।সরকারি বা বেসরকারি যে কোন পলিটেকনিকে পড়ুন না কেন, প্রথমেই আপনাকে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে, আপনি যে কোন ভাবেই হোক সনাতন বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের মত হবেন না, এবং
এর জন্য অতিরিক্ত পরিশ্রম করবেন।
প্রথমত বাংলাদেশের ৯৯% পলিটেকনিকই ১০০% শিক্ষাতো দূরে থাক শতকরা ৬০% ও পারফরমেন্স দেয় না। আর এই কারনেই আপনাকে বাড়তি পরিশ্রম করতে হবে।

★★★আমরা ১ম সেমিস্টার এর দিকে একটু নজর দেই,
1 1011 Engineering. Drawing
2 1012 Engineering. Materials
3 5712 English-1
4 5812 Physical Education.& Life Skill Development
5 5911 Mathematics-1
6 5913 Chemistry
7 6711 Basic Electricity
এই সেমিস্টার এর ম্যাথ-১ এবং বেসিক ইলেক্ট্রিসিটি খুবই গুরুত্তপূর্ন । পুরো ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এই বেসিক ইলেক্ট্রিসিটিকে কেন্দ্র করেই কিন্তু পরবর্তিতে ব্যাপকভাবে বিস্তৃত।আর ম্যাথমেটিক্স ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রান। তাই ম্যাথ- ১,২,৩ ও এপ্লাইড ম্যাথএ ১০০% তে ১০০%ই থাকতে হবে। আর ইংরেজি ভালো না জানলে তো চলা একটু দায়। প্রকৃতপক্ষে
ডিপ্লোমাতে প্রাক্টিক্যাল যতটা হওয়ার কথা ততটা হয়না, যদিও তা অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনায় ভালো।তাই পাশাপাশি বুরো অফ ম্যানপাওয়ার এর অধিনে একটি ইলেক্ট্রিক্যাল মেশিন মেইন্ট্যানেন্স ট্রেড কোর্স করুন। হাউস ওয়ারিং এর পাশাপাশি ইলেক্ট্রিক্যাল মেশিন, এস্টিমেটিং সম্পর্কে ধারনা পাবেন। এতে আপনার দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সার্টিফিকেট এর সংখ্যা একটি বাড়ল।এবং ইলেক্ট্রিক্যাল ড্রয়িং সম্পর্কে ধারনা পাবেন।

★★★২য় সেমিস্টার★★★
1 5722 English-2
2 5912 Physics-1
3 5921 Mathematics-2
4 6621 Computer Application-1
5 6721 Electrical Circuit-1
6 6722 Advanced Electricity
7 7011 Basic Workshop Practice
এই সেনিস্টারএ পাশাপাশি আপনি একটি কম্পিউটার এপ্লিকেশন কোর্স করে নিন। এতে আপনার কম্পিউটার ১,২ এবং প্রোগ্রামিং সি সহ মাইক্রোকন্ট্রোলার এবং পি,এল,সি শিখতে সহায়ক হবে। এই সেমিস্টার এ সার্কিট ১ এ প্রচুর গুরুত্ব দিন।নইলে পুরো ডিপ্লোমা আপনাকে পস্তাতে হবে।সার্কিট ১ এবং ২ এ কোন ত্রুটি রাখলে পরবর্তিতে পিছিয়ে পড়বেন। আর ম্যাথ এর কথা আগেই বলেছি।

★★★৩য় সেমিস্টার★★★
1 Electrical Circuit -2
2 6811 Basic Electronics
3 6632 Computer Application -2
4 5931 Mathematics-3
5 5922 Physic-2
6 5711 Bangla
7 5811 Social Science-1
এই সেমিস্টার এ একটা ইলেক্ট্রনিক্স এর কোর্স করে নিন যা বেসিক ইলেক্ট্রনিক্স থেকে শুরু করে মাইক্রোপ্রসেসর পর্যন্ত আপনার সহায়ক হবে।সার্কিট ২ এবং ম্যথ এ প্রচুর জোর দিন। এতদিনে টেকনোলজি আপনার কাছে সহজ হয়ে গিয়েছে।

★★★৪র্থ সেমিস্টার★★★
6741 Electrical. Appliances
2 6742 Elec. Installation, Planning & Estimating
3 6845 Adv. Electronics
4 5941 Applied Mathematics
5 6743 Electrical Engineering Drawing
6 5841 Business organization & Communication
7 5821 Social Science-2
এই সেমিস্টার এ “আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ অটোক্যাড” কোর্সটি করে নিন। এতে আপনার ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সম্পর্কে ধারনা পাবেন।পাশাপাশি ডেভেলপার কোম্পানিতে ক্যারিয়ার গড়ার সুযোগ হয়ে যাবে। এখানে আপনার আগের করা কোর্সটি এস্টিমেটিংকে সহজ করে তুলেছে।এপ্লাইড ম্যাথ এ প্রচুর জোরদিন।

★★★৫ম সেমিস্টার★★★
1 6751 Generation of Electrical Energy
2 6752 DC Machine
3 6753 Electrical and Electronic Measurements-1
4 6832 Industrial Electronics
5 7043 Applied Mechanics
6 7046 Hydraulics & Hydraulic Machinery
7 5851 Book keeping and Accounting
এই সেমিস্টার এ মাইক্রোকন্ট্রোলার এবং পি.এল.সি এর একটা কোর্স করে ট্রেনিং এর ইতি টানুন।

★★★৬ষ্ঠ সেমিস্টার★★★
1 A.C Machine-1
2 Electrical and Electronic Measurements -2
3 Transmission and Distribution of Electrical Energy-1
4 Digital Electronics & Microprocessors.
5 Environmental Management
6 Industrial Management
7 Communication Engineering
এই সেমিস্টার থেকে আপনি যারা ডুয়েট এডমিশন চান তারা নিজেদের প্রস্তুতি শুরু করুন ।

★★★৭ম সেমিস্টার★★★
1 A.C Machine-2
2 Electrical Engineering project
3 Switch gear & Protection
4 Transmission and Distribution of Electrical Energy-2
5 Instrumentation and process control
6 Computer Programming Language
7 Entrepreneurship
এই সেমিস্টার এ আপনাকে একটা বিস্ফোরন ঘটাতে হবে। ইঞ্জিনিয়ারিং প্রজেক্টে নতুন কিছু তৈরি করুন। নিজের দক্ষতা ও মেধাকে কাজে লাগান।

★★★৮ম সেমিস্টার★★★
যেখানেই ট্রেনিং করেন না কেন, তাদের দৃষ্টি আকর্ষন করুন। আপনার কর্মকান্ড আপনাকে তাদের নিকট মেধাবি হিসেবে পরিচিত করে তুলবে। অনেক সময় দেখবেন তারাই আপনার নিকট পরামর্শ চাইবে। আপনাকে অন্যরকম সম্মান করবে। আর চাকুরীর কথা ভাবছেন ???? সেতো অনেক আগে থেকেই আপনার পিছু ছুটছে, তাকে ধরা দেবেন নাকি বি.এস.সি. করবেন সেটা আপনার ইচ্ছা।

Sunday 22 November 2015

বাংলাদেশিদের জন্য নেদারল্যান্ডস এবং অস্ট্রেলিয়ায় ফ্রি স্কলারশিপ

ইউরোপে পড়াশোনার স্বপ্ন অনেকেরই আছে।আর নেদারল্যান্ডে পড়াশোনা অনেকটা সৌভাগ্যের বিষয়। ইউরোপের অন্য যেকোন দেশের তুলনায় এখানকার লেখাপড়ার মান অনেক ভালো।আর এখানে বিনা পয়সায় পড়াশোনার সুযোগটা নিশ্চই কেউ হাতছাড়া করতে চাইবেন না।হল্যান্ডে এবার ইউনিভার্সিটি টোয়েন্টি স্কলারশিপের অধীনে মাস্টার্সে অধ্যয়নের সুযোগ দেয়া হয়েছে।এজন্য আবেদনপত্র আহবান করা হয়েছে। বাংলাদেশী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নেদারল্যান্ডের বিখ্যাত সব বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে।
স্কলারশিপের সংখ্য : মোট ৩০জন শিক্ষার্থীকে এ স্কলারশিপ প্রদান করা হবে।
যোগ্যতা :
১. মাস্টার্স প্রোগ্রামে আবেদন করার জন্য প্রয়োজনীয় সকল যোগ্যতা।
২. শিক্ষা জীবনের কোন ক্ষেত্রে দ্বিতীয় বিভাগ থাকা চলবেনা।
৩. হল্যান্ডে পড়ালেখা করার জন্য শারিরীক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।
৪. আইইএলটিএস এ ন্যুনতম ৬.৫ স্কোর থাকতে হবে ।

স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থী যেসব বিষয়ে পড়তে পারবেন :
১. অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স
২. এপ্লাইডফিজিক্স
৩. বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং
৪. বিজনেস এডমিনিস্ট্রেশন
৫. বিজনেস ইনফরমেশন টেকনোলজি
৬. কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং
৭. সিভিল ইঞ্জিনিয়ারিং
৮. ম্যানেজমেন্ট
৯. কমিউনিকেশন স্টাডিজ
১০. কম্পিউটার সায়েন্স
১১. কন্সট্রাকশন ম্যানেজমেন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং
১২. এজুকেশনাল সায়েন্স এন্ড টেকনোলজি
১৩. ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং
১৪. ইনডাস্ট্রিয়াল ডিজাইন ইঞ্জিনিয়ারিং
১৫. ইনডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ ন্ড ম্যানেজমেন্ট
১৬. ন্যানো টেকনোলজি
১৭. ফিলসফি অব সায়েন্স
১৮. পাবলিক এডমিনিস্ট্রেশন
১৯. সাসটেইনেবল এনার্জি টেকনোলজি

স্কলারশিপের মেয়াদ: দুই বছর।

যা পাবেন : স্কলারশিপের পরিমান সর্বনিম্ন বাৎসরিক ৬০০০ইউরো থেকে সর্বোচ্চ ২৫০০০ ইউরো। যা বাংলাদেশি ৪ লাখ ৯৮ হাজার থেকে সর্বোচ্চ ২০ লাখ ৭৬ হাজার টাকা। দুই বছরে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পাবেন।

যেভাবে আবেদন করবেন : আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্য ক্লিক করুন https://goo.gl/TCagJr
আবেদনের শেষ সময় : চলতি বছরের ০৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

★★এবার আসি অস্ট্রেলিয়ায় স্কলারশিপ সম্পর্কে★★
আইনে পড়াশোনার স্বপ্ন অনেকেরই থাকে।আর সেটা যদি হয় বিনা খরচে তাহলেতো সোনায় সোহাগা।অস্ট্রেলিয়ায় আইন বিষয়ে পড়াশোনার খ্যাতি বিশ্বজুড়ে।হ্যাঁ পাঠক দেশটির University of Queensland এ বিনা খরচে মাস্টার্সে পড়াশোনার সুযোগ দেয়া হয়েছে।বিশ্ববিদ্যালয়টিতে স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের টিউশন ফি ১০০% মওকুফ করা হয়।
চলুন জেনে নেই বিস্তারিত :
যোগ্যতা: স্কলারশিপ দেয়া হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে যারা হাইলি কোয়ালিফাইড তাদের অগ্রাধিকার বেশি।যারা অস্ট্রেলিয়ার নাগরিক বা কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন তাদের জন্য এ স্কলারশিপ প্রযোজ্য হবে না।
স্কলারশিপের বর্ণনা : University of Queensland এ স্কলারশিপের আওতাভুক্ত শিক্ষার্থীর টিউশন ফি ১০০% মওকুফ করা হবে। মাস্টার্সের ৩ সেমিস্টার ধরে এটা চলমান থাকবে।
যেভাবে আবেদন করতে হবে : শিক্ষার্থীদের post অথবা ই-মেইলের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনের শেষ সময় : চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন করার জন্য এখানে ক্লিক করুন : http://scholarships.uq.edu.au/scholarship/master-of-laws-llm-scholarship
তাহলে আর দেরি কেন আবেদন করুন আজই।

Sunday 15 November 2015

আপনার সংযোগ(সিম) টির তথ্য হালনাগাদ করুন এখনই

আজই শেষ দিন।ঘোষণা মোতাবেক মোবাইল তথ্য পাঠানোর শেষ সময় ১৫ নভেম্বর। তাই আর দেরি না করে পরিচিত ও অপরিচিত সকল বন্ধু-বান্ধব,ভাই-বোন,চাচা -ভাতিজা,মামা-মামী সকল শুভাকাংখী দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনাদের ব্যবহৃত সংযোগ(সিম) টির তথ্য হালনাগাদ করতে নিম্নলিখিত পদ্ধতি অনুসরন
করুনঃ-
এন.আইডি সিরিয়াল নাম্বার,আপনার জন্ম তারিখ (জাতীয় পরিচয় পত্র অনুযায়ী), আপনার নাম এবং পাঠিয়ে দিন 1600 এই নাম্বারে।
উধাহরণ স্বরুপঃ-
NID,21-03-1971,East To West 24
and send to 1600(Toll Free)

বিস্তারিত তথ্যের জন্য কল করুন হেল্পলাইনেঃ-
এয়ারটেলঃ-786
বাংলালিংকঃ-111
রবিঃ-123
গ্রামীনফোনঃ-121
শুধু মাত্র জাতীয় পরিচয় পত্র দ্বারাই তথ্য হালনাগাদ হবে।

Friday 13 November 2015

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্নাতক ভর্তি পরীক্ষা ২০১৫-১৬ শিক্ষাবর্ষ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আগামীকাল ১৪ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের পরীক্ষা সকাল সাড়ে ৯টা থেকে এবং ‘বি’ ইউনিটের পরীক্ষা দুপুর আড়াইটা থেকে অনুষ্ঠিত হবে। তবে নিরাপত্তা ও অন্যান্য কাজের সুবিধার জন্য পরীক্ষা শুরুর এক ঘন্টা আগেই কেন্দ্রে প্রবেশের জন্য ভর্তি কমিটি কর্তৃক অনুরোধ জানানো হয়েছে।

সাস্টের এবারের ভর্তি পরীক্ষায় নিম্নোক্ত মডেলের ক্যালকুলেটরসমূহ ব্যবহার করা যাবেঃ-
CANON F200, F401, F402, F500, F501, F502,F601, F602, F604, F612, F720
CASIO FX82 SUPER,FX82MS,FX100MS, FX100,ES, FX100 ES PLUS,FX115MS, FX570MS,FX570ES, FX570 ES PLUS, FX570W, FX911MS,FX911S, FX991D, FX991ES, FX991 ES PLUS ,FX991H, FX991MS, FX992S SHARP EL506L, EL506R, EL506V, EL509G, EL509L, EL509R, EL509V, EL510R, EL520G,EL520L, EL531GH, EL531LH, EL531P, EL531RH,EL531V, EL531VB, EL531VH, EL546G, EL546L,EL546R, EL546VA, EL553, EL556G, EL556L TEXAS INSTRUMENTS BA REAL ESTATE, BA35SOLAR, BAIIPLUS, TI 25STAT, TI 30 Challenger, TI 30X, TI 30XA, TI 30X SOLAR,TI-30XIIS, TI-30XIIB, TI 32 Xplorer PLUS, TI 34TI 35X, TI 36 SOLAR, TI 36X SOLAR

Sunday 8 November 2015

দীর্ঘ সাত বছর পর কুয়েতে খুলল বাংলাদেশের শ্রমবাজার

মধ্যপ্রাচের অনেক দেশে বাংলাদেশী ভিসা বন্ধ।আলোর মুখ দেখতে শুরু করছে সৌদি আরব এর ভিসা খোলার মধ্যদিয়ে। অপেক্ষায় আছে সংযুক্ত আরব আমিরত। সাত বছর পর আবারো খুলছে কুয়েতে বাংলাদেশের শ্রমবাজার। ইতিমধ্যে সে দেশের একটি প্রতিষ্ঠান ৫৯২ জন শ্রমিক নিতে চাহিদাপত্র পাঠিয়েছে বলে জানিয়েছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো-বিএমইটি।
বিএমইটির তথ্য অনুযায়ী, ১৯৭৬ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত কুয়েতে চার লাখ ৮০ হাজার বাংলাদেশী শ্রমিকের কর্মসংস্থান হয়। বাংলাদেশী শ্রমিকদের বিরুদ্ধে কিছু আইন ভঙ্গ করার অভিযোগ এনে, ২০০৭ সাল থেকে বাংলাদেশী শ্রমিক নেয়া প্রায় বন্ধ রাখে কুয়েত সরকার।
তবে চলতি মাসেই কুয়েতে আবারো শ্রমিক পাঠানো যাবে বলে জানিয়েছেন বিএমইটির মহাপরিচালক বেগম শামসুন নাহার।
তিনি জানান, কয়েকটি প্রতিনিধি দল কয়েক দফায় কুয়েত সরকারের সঙ্গে বৈঠকের পর দেশটি বাংলাদেশ থেকে আবারো শ্রমিক নিতে রাজি হয়।প্রসঙ্গত, বিশ্বের যে কয়টি দেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে তার মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত অন্যতম।

Saturday 7 November 2015

প্রিন্স আব্দুল আজিজ পুরস্কার পেলো বাংলাদেশি কিশোর নাজমুস সাকিব

বাংলাদেশি কিশোর নাজমুস সাকিব অন্ধ এবং চলাচলে অক্ষম ব্যক্তিদের জন্য স্মার্ট কন্ট্রোল গ্লাস তৈরি করে আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে প্রিন্স আব্দুল আজিজ উদ্যোক্তা পুরস্কার জিতেছে।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ নেওয়া ৪০টি দেশের মধ্যে সেরা উদ্যোক্তা পুরস্কার জিতে নেয় সাকিব। সে ঢাকা বিএসআইআর স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।নাজমুস সাকিবের আবিস্কার স্মার্ট কন্ট্রোল গ্লাস ব্যবহার করে অন্ধরা পথ চলতে পারবেন। চলার পথে ডানে-বামে ১৮০ ডিগ্রি কোণে কোনো বস্তুর অস্তিত্ব পেলেই সংকেত দেবে এ গ্লাস। এ গ্লাস ব্যবহার করে প্যারালাইজড অথবা অন্য কোনো কারণে চলাফেরায় অক্ষম ব্যক্তি এই
গ্লাস ব্যবহার করে রুমের লাইট, ফ্যান চালাতে এবং বন্ধ করতে পারবেন।

রিয়াদের রিজ কাল্টন হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সাকিবের হাতে পুরস্কার তুলে দেন দ্য সেনটেনিয়াল ফান্ডের (টিসিএফ) বোর্ড অব ডিরেক্টর আব্দুল আজিজ আল মোতাইরি। বিশ্ব বাজারে বর্তমানে যে স্মার্ট কন্ট্রোল গ্লাস পাওয়া যায় তার মূল্য কমপক্ষে ১ হাজার ডলার।কিন্তু তার স্মার্ট কন্ট্রোল গ্লাস মাত্র ৩ হাজার টাকায় কেনা যাবে।

Friday 6 November 2015

দাঁতের মাড়ি থেকে রক্ত পড়লে যা করবেন

দাঁতের মাড়ি থেকে রক্তক্ষরণের বেশির ভাগ ক্ষেত্রে কারণটা হলো মাড়ির প্রদাহ। দাঁতে প্লাক বা দন্তমল জমা হওয়ার কারণে মাড়িতে প্রদাহ হয়। এটাকে বলা হয় জিনজিভাইটিস। এ সমস্যায় পরবর্তী সময়ে দাঁত ও চোয়ালের হাড়ও আক্রান্ত হয়। সেই সমস্যাকে বলে পেরিওডন্টাইটিজ। অন্য যেসব কারণে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়তে পারে, সেগুলো হলো-

১. খুব শক্ত ব্রাশ দিয়ে দাঁত মাজা
২. কৃত্রিম দাঁত ঠিকমতো ফিট না করা
৩. অ্যাসপিরিন জাতীয় ওষুধ সেবন
৪. রক্তের নানা রকম রোগ (যেমন লিউকেমিয়া)
৫. ডেঙ্গুজ্বরের মতো সংক্রমণ, যকৃতের সমস্যা ইত্যাদি
৬. ভিটামিন ‘কে’-এর অভাব, 

★স্কার্ভি হলে যা করণীয়★
১. রক্তক্ষরণ বেশি হলে এক টুকরো তুলা বা গজ বরফ ঠাণ্ডা পানিতে ভিজিয়ে মাড়ির ওই ক্ষত জায়গাটায় চেপে ধরুন। একটু পর রক্ত পড়া বন্ধ হবে
২. বেশি রক্ত পড়লে অ্যাসপিরিন জাতীয় ওষুধ সেবন আপাতত বন্ধ রাখুন
৩. নরম শলাকার টুথব্রাশ ব্যবহার করুন। লবণ-পানি দিয়ে মুখ কুলি করুন। দাঁত পরিষ্কার করার তন্তু বা সুতা (ফ্লস) ব্যবহার করতে পারেন
৪. ছয় মাস পরপর দন্তমল পরিষ্কার করার জন্য দন্ত চিকিৎসকের সঙ্গে দেখা করুন
৫. তামাক ও জর্দা পরিহার করুন
৬. পেয়ারা, আমলকী, জাম্বুরা, কলা, কমলা,কামরাঙা ইত্যাদি ফল, পালংশাক, পুঁইশাকসহ লাল-সবুজ-হলুদ শাকসবজি এবং সালাদ নিয়মিত খেলে ভিটামিনের অভাব হবে না
৭. মাড়ি থেকে অতিরিক্ত ও বারবার রক্তক্ষরণ এবং সঙ্গে অন্যান্য গুরুতর উপসর্গ (যেমন জ্বর, ওজন হ্রাস ও শরীরে অন্যান্য জায়গা থেকে রক্তক্ষরণ) হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
একটু যত্ন নিলেই দাঁত দিয়ে রক্ত পড়ার সমস্যা আর
থাকবে না।

Monday 2 November 2015

চারকোল (পাটজাত পণ্য) বাংলাদেশে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের সোনালি আঁশখ্যাত পাট হারিয়েছে তার গৌরব। তবে আন্তর্জাতিক বাজারে পাটজাত অনেক দ্রব্যের চাহিদা বাড়ছে এখনো। পণ্যগুলোর রফতানি বাজার ধরতে পারলে পাটের হারানো গৌরব পুনরুদ্ধার সম্ভব। এ রকমই একটি সম্ভাবনাময় পণ্য পাটখড়ি পুড়িয়ে তৈরি কয়লা বা চারকোল। জানা গেছে, পণ্যটি রফতানির মাধ্যমে বার্ষিক রফতানি আয় বাড়ানো সম্ভব আড়াই হাজার কোটি টাকা। বস্ত্র ও পাট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্ভাবনাময় এ পণ্যটির বিকাশে সরকারও এগিয়ে আসছে।

জানা গেছে, দেশে প্রথম বাণিজ্যিকভাবে চারকোল উত্পাদন শুরু হয় ২০১২ সালে। ওই বছরই চীনে প্রথম চালান পাঠানোর মাধ্যমে রফতানিমুখী পণ্য হিসেবে অভিষেক ঘটে দেশে উত্পাদিত চারকোলের। বর্তমানে পণ্যটির চাহিদা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। দেশে বাণিজ্যিকভাবে পণ্যটির উত্পাদন বাড়লে আগামীতে জাপান,ব্রাজিল, তুরস্ক, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে চারকোল রফতানি সম্ভব হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে প্রতিবছর প্রায় ৩০ লাখ টন পাটকাঠি উত্পাদিত হয়। এর মধ্যে ৫০ শতাংশের সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করা গেলে চারকোলের বার্ষিক উত্পাদন দাঁড়াতে পারে প্রায় ২ লাখ ৫০ হাজার টনে, যা বিদেশে রফতানির মাধ্যমে বার্ষিক বৈদেশিক মুদ্রার আয় বাড়ানো সম্ভব প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। একই সঙ্গে সারা দেশে বাড়বে কর্মসংস্থানের সুযোগ।বিশ্বব্যাপী চারকোলের ব্যবহার বহুমুখী। ফেসওয়াশ,ফটোকপিয়ারের কালি, পানির ফিল্টার, বিষ ধ্বংসকারী ওষুধ, জীবন রক্ষাকারী ওষুধ, দাঁত পরিষ্কারের ওষুধসহ আরো বিভিন্ন পণ্য তৈরিতে ব্যবহূত হয় চারকোল।
বাংলাদেশে বর্তমানে চারকোল উত্পাদনকারী প্রতিষ্ঠানের সংখ্যা ১০-১২টি। এর মধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হলো সানবিম কর্পোরেশন, মাহফুজা অ্যান্ড আহান এন্টারপ্রাইজ,জামালপুর চারকোল লিমিটেড ও রিগারো প্রাইভেট লিমিটেড। এছাড়াও অপ্রাতিষ্ঠানিকভাবে চারকোলের উত্পাদন শুরু হয়েছে জামালপুর,নারায়ণগঞ্জ, রাজশাহী, পাবনা, রাজবাড়ী,ফরিদপুর, গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায়।
সানবিম কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল এর বলেন, ‘চারকোল উত্পাদনকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে দেশে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব।তবে এ সম্ভাবনা বাস্তবায়ন করতে হলে উত্পাদনকারী প্রতিষ্ঠানগুলোর সরকারি সহযোগিতা প্রয়োজন। পাটজাত পণ্য উত্পাদক হিসেবে গত এক বছর ধরে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি। এরই মধ্যে পাট মন্ত্রণালয় থেকে সহায়তার আশ্বাসও পেয়েছি আমরা। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী,চারকোল উত্পাদন খাতে সরকারি সহযোগিতা হিসেবে প্রস্তাবিত বিষয়গুলোর মধ্যে রয়েছে একে একটি উদীয়মান শিল্প হিসাবে ঘোষণা, উত্পাদনকারী প্রতিষ্ঠানগুলোর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত বা সহযোগী প্রতিষ্ঠানে রূপান্তরের সুযোগ সৃষ্টি, শিল্পটির জন্য দ্রুত পৃথক নীতিমালা তৈরি এবং সরকারি-বেসরকারি সহযোগিতার পাশাপাশি ব্যাংক ঋণের ব্যবস্থা নিশ্চিত করা।
চারকোল উত্পাদনকারীদের মতে, নতুন বলেই খাতটিকে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়। এর মধ্যে কাঁচামালের সরবরাহ সংকটের পাশাপাশি রয়েছে সাম্প্রতিক সময়ে পাটকাঠির মূল্যবৃদ্ধি। এসব সমস্যা মোকাবেলার জন্য পাট মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
জানা গেছে, গত ২৮ ও ২৯ অক্টোবর বিষয়গুলো নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে একটি সভা হয়। সভায় উত্পাদনকারীদের সমস্যাগুলো দূর করার জন্য সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশনা দেয়া হয়। জানা গেছে, বিষয়টি নিয়ে খুব শিগগিরই একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজনের উদ্যোগ নেয়া হচ্ছে।
বিষয়টি নিয়ে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম জানান, চারকোল বাংলাদেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এতে পাট উত্পাদনে আবারো আগ্রহী হবেন কৃষকরা। এভাবেই ফিরিয়ে আনা হবে সোনালি আঁশের হারানো ঐতিহ্য।

বীরশ্রেষ্ঠ মতিউরের লেখা তাঁর স্ত্রীর উদ্দেশ্যে শেষ চিঠি

"বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের লেখা তাঁর স্ত্রীর উদ্দেশ্যে শেষ চিঠি"

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান (২৯শে অক্টোবর, ১৯৪১-২০শে আগস্ট, ১৯৭১) একজন বাংলাদেশী মুক্তিযোদ্ধা। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ হন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয় ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান তাদের মধ্যে অন্যতম।বীরশ্রেষ্ঠ মতিউরের লেখা তাঁর স্ত্রীর উদ্দেশ্যে শেষ চিঠি।

Saturday 31 October 2015

বাংলাদেশিদের জন্য সুইডিশ সরকারের স্কলারশিপ (Swedish Government Scholarship For Bangladeshi Student)

‘সুইডিশ সরকারের স্কলারশিপ’
এখনই সময় প্রস্তুত হতে।
The Swedish Institute Study Scholarships (SISS) সংক্ষেপে SI স্কলারশিপ নামে পরিচিত। এই স্কলারশিপের আবেদন করতে হবে ডিসেম্বরে। প্রস্তুতির সময় এখনই। গুরুত্বপূর্ণ বিষয় ও লিংক নিচে তুলে ধরা হলো।
০১. এই স্কলারশিপ দেয়া হয় মাস্টার্স স্টাডির জন্য। দুই বছর (চার সেমিস্টার) ফুল স্কলারশিপ দেয়া হবে। প্রথমে এক বছরের(দুই সেমিস্টার) বৃত্তি দেয়া হ। পরবর্তীতে কোর্স ও সেমিস্টারের অগ্রগতির উপর ভিত্তি করে দ্বিতীয় বছরের বৃত্তি দেয়া হয়। কারণ অনেকে যথা সময়ে কোর্স ও পরীক্ষায় ভাল ফলাফল করতে ব্যার্থ হয়। প্রতি মাসে ৯০০০ সুইডিশ ক্রোনর বৃত্তি দেয়া হয়।ভ্রমণের জন্য এককালীন ১৫০০০ সুইডিশ ক্রোনর।
০২. বাংলাদেশের জন্য কতটি স্কলারশিপ দেয়া হবে সেটা উল্লেখ করা থাকে না।
০৩. আবেদনের প্রথম ধাপেই একটি সাইট সম্পর্কে খুব ভালো করে জেনে নেওয়া উচিত। সেটি হলো
https://www.universityadmissions.se ; এখান থেকেই শুরু করতে হবে। সাইটে গেলেই দেখা যাবে লেখা আছে, Start your journey here!এই সাইটে একটি একাউন্ট খুলতে হবে। এটা আবশ্যক(Must)।একাউন্ট খুলতে গেলে দুটি অপশন থাকে। বাংলাদেশ থেকে আবেদন করতে গেলে ডান দিকের অপশন ফলো করতে হবে (No I don't have Swedish personal ID number!) একাউন্ট খুলে ফেলুন এখনই!মনে রাখা গুরুত্বপূর্ণ, নিজ নিজ একাউন্টের মাধ্যমে সকল প্রকার আবেদন করতে হবে।
০৪. দুইটি রাউন্ডে আবেদন করতে হবে। প্রথম রাউন্ড আবেদনের সময় ১-১৫ ডিসেম্বর। প্রথম রাউন্ডে উর্ত্তীণ হলে দ্বিতীয় রাউন্ডে আবেদন করতে হবে ১-১৩ ফেব্রুয়ারী। তারপর যারা বৃত্তি পাবে তাদের নাম এপ্রিল-২০১৬ প্রকাশ করা হবে (ই-মেইল করা হবে)। সেশন ( Autumn) শুরু হবে August-2016 থেকে।
০৫. প্রথম রাউন্ডে উত্তীর্ণ হলে দ্বিতীয় রাউন্ডে আবেদনের পূর্বে আবেদন ফি বাবদ ৯০০ (নয় শত) সুইডিশ ক্রোনর pay করতে হবে। ব্যক্তিগত ডেবিট/ক্রেডিট কার্ড না থাকলেও, ব্যাঙ্কের মাধ্যমে আবেদনের টাকা পে/ট্রান্সফার করা যাবে। টাকা ট্রান্সফার নিয়ে বিস্তারিত জানার নির্দিষ্ট লিংক: https://www.universityadmissions.seen/All-you-need-to-know1/Applyingfor-studies/Fees-and-scholarships/Paying-your-application-fee/
০৬. চারটি ডকুমেন্ট প্রস্তুত রাখতে হবে এখনই: মটিভেশন লেটার/কাভার লেটার(Motivation Letter), CV, দুইটি রেফারেন্স লেটার, পাসপোর্ট (স্ক্যান)।
০৭. CV হতে হবে ইউরোপিয়ান স্টাইলে। যেটা বলা হয় Europass; এই ফরমেটে সিভি তৈরির জন্য দেখতে হবে এই লিংক: http://europass.cedefop.europa.eu/en/documents/curriculum-vitae
০৮. ইংরেজিতে ইউরোপাস ফরমেটের পিডিএফ
ফাইলের জন্য দেখুন এই লিংক: file://C:/Users/
rauful/Downloads/CVInstructions.pdf
০৯. Motivation letter এবং রেফারেন্স লেটারের ফরমেট নিজের ইচ্ছেমতো হলে চলবে না। সেটার জন্যও নির্দিষ্ট ফরমেট(SI format) অনুসরন করতে হবে। নির্দিষ্ট ফরমেট খুঁজে নিন এই লিংকে:
https://eng.si.se/?s=Motivation+letter&submit=Search
১০. IELTS/TOFEL ছাড়াও অনেক প্রোগ্রামেই আবেদন করা যায়। সেক্ষেত্রে আপনার স্টাডি অব মিডিয়াম(স্নাতক/স্নাতকোত্তর) ইংরেজিতে হতে হবে এবং সেটির প্রমাণ লাগবে। মনে রাখা আবশ্যক, শুধু মাত্র IELTS/TOFEL স্কোর কখনোই কোন দেশে বৃত্তি সুনিশ্চিত করে না। বিশেষ করে বিজ্ঞানে তো নয়ই। এটা ভাষা-জ্ঞানের সনদ এবং আবেদনের জন্য একটি requirement; নিজের পড়াশুনার ক্ষেত্রের বা গবেষণার দক্ষতার যাচাই নয়—আমরা অনেকেই এই সহজ বিষয়টা ঠিক মতো বুঝি না।
১১. SI স্কলারশিপ বিষয়ক আরো বিস্তারিত জানতে হলে অনুসরন করতে হবে যে লিংক: https://eng.si.se/areas-of-operation/scholarships-and-grants/the-swedish-institute-study-scholarships/siss-application-procedure-and-key-dates/

আশা করি আপনাদের একটু হলেও কাজে আসবে।

Friday 30 October 2015

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ হয়েছে। প্রকাশিত সময়সূচি অনুসারে এই পরীক্ষা আগামী ১৯ নভেম্বর ২০১৫ তারিখ থেকে শুরু হয়ে তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ২৯ ডিসেম্বর ২০১৫ তারিখে শেষ হবে।তাহলে দেখে নেই পরীক্ষার বিস্তারিত সময়সূচি:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল এবং প্রফেশনাল কোর্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ


★★★জাতীয় বিশ্ববিদ্যালয় National University:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার
ফলাফল প্রকাশিত হয়েছে।

অনলাইন এ ফলাফল পেতে ভিজিট করুন www.nu.edu.bd/results

অথবা ম্যাসেজ অপশনে গিয়ে NU <স্পেস>H3<স্পেস>ROLL লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে।

★★★জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল কোর্সে ভর্তির মেধাতালিকা প্রকাশিত হয়েছে  ২৯ শে অক্টোবর। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ শিক্ষাবর্ষের মাস্টার্স / ডিপ্লোমা (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমের মেধা তালিকা ২৯ অক্টোবর ২০১৫ তারিখে প্রকাশ করা হয়। SMS এর মাধ্যমে ফলাফল জানতে nu<স্পেস>atpm<স্পেস>Roll No
টাইপ করে ১৬২২২ নাম্বারে Send
করেন।এবং অনলাইন এ জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 
ওয়েবসাইট ( www.nu.edu.bd/admissions অথবা
www.admissions.nu.edu.bd ) ভিজিট করুন।