Wednesday, 25 February 2015

National Identity Card Processing (PART:2)

জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে, ভুল থাকলে অথবা নতুন পরিচয়পত্র করতে গেলে কি করবেন?

নাম পরিবর্তনঃ
জাতীয় পরিচয়পত্রে নিজের নাম বদল করতে হলে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে এসএসসি বা সমমানের সনদের সত্যায়িত ফটোকপি (শিক্ষাগত যোগ্যতা এর নিচে হলে দেয়ার দরকার
নেই), বিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে স্ত্রী বা স্বামীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, ম্যাজিস্ট্রেট কোর্টে সম্পাদিত এফিডেভিট এবং জাতীয় পত্রিকায় প্রকাশিত নাম পরিবর্তনসংক্রান্ত বিজ্ঞাপনের কপি। নাম পরিবর্তনের জন্য প্রার্থীকে শুনানির দিন প্রকল্পের কার্যালয়ে কাগজপত্রের মূল কপিসহ হাজির হতে হবে।

স্বামীর নাম সংযোজন বা বাদ দেওয়াঃ
বিয়ের পর কেউ জাতীয় পরিচয়পত্রে স্বামীর নাম যুক্ত করতে চাইলে তাকে কাবিননামা ও স্বামীর জাতীয় পরিচয়পত্র আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। আর বিবাহবিচ্ছেদের কারণে স্বামীর নাম বাদ দিতে চাইলে আবেদনকারীকে তালাকনামার সত্যায়িত কপি জমা দিতে হবে।

পিতা বা মাতার নাম পরিবর্তনঃ
পিতা বা মাতার নাম পরিবর্তন করতে হলে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে এসএসসি বা এইচএসসি বা সমমান পরীক্ষার সনদ অথবা রেজিস্ট্রেশন কার্ড। পিতা বা মাতার পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।পিতা বা মাতা বা উভয়ে মৃত হলে দিতে হবে ভাই বা বোনের পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। পিতা-মাতার নাম পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা আবেদনকারীর সাক্ষাৎকার নিতে পারেন।

জন্মতারিখ সংশোধনঃ
যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের , তাদের আবেদনপত্রের সঙ্গে এসএসসি বা সমমানের সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। বয়সের পার্থক্য অস্বাভাবিক না হলে প্রাপ্তি স্বীকারপত্রে উল্লেখ করা তারিখে সংশোধিত পরিচয়পত্র বিতরণ করা হয়। অস্বাভাবিক পরিবর্তনের ক্ষেত্রে সনদের মূল কপি প্রদর্শন
কিংবা ব্যক্তিগত শুনানিতে অংশ নিতে হতে পারে। যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের কম, তাদের জন্মতারিখ সংশোধনের জন্য আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে জাতীয় পরিচয়পত্র পাওয়ার আগের তারিখে পাওয়া সার্ভিস বুক বা এমপিওর কপি, ড্রাইভিং লাইসেন্স, জন্ম সদন, নিকাহনামা, পাসপোর্টের কপি প্রভৃতি। এ ক্ষেত্রে প্রকল্প কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা বা প্রকল্প পরিচালক আবেদনকারীর সাক্ষাৎকার নিয়ে থাকেন। এ ছাড়া দরকার হলে সংশ্লিষ্ট নির্বাচন
কর্মকর্তার মাধ্যমে সরেজমিনে তদন্ত করা হয়।

Chris Gayle became the First batsman in World Cup history to score a double century.


Chris Gayle was struggling for form heading into the
2015 ICC Cricket World Cup against Zimbabwe at the
Manuka Oval in Canberra. He had not scored a century
for close to 20 months and there was some criticism
regarding his form. However, on a gloomy afternoon, he
spectacularly turned his form around and brightened the
mood in the West Indies camp. It was a record-breaking
exhibition of batting by Gayle and his knock, along with
his partnership with Marlon Samuels, broke several
World records in the process. Here is a look at the
records that have been broken in this match:
Chris Gayle blasted 215 off 146 balls. This is the first
time that a double century has been scored in World
Cups. The previous best was 188* by Gary Kirsten
against the UAE in 1996.
Marlon Samuels and Gayle shared a 372-run stand for
the second wicket. This is a world record stand for
any wicket in ODIs. The previous highest partnership
was 331 between Sachin Tendulkar and Rahul Dravid
against New Zealand in Hyderabad in 1999. This was
also the highest partnership in World Cups, going
past 318 set by Sourav Ganguly and Dravid against
Sri Lanka in Taunton in 1999.
Gayle notched up his double century off 138 balls,
the fastest ever double century in ODIs.
Gayle's score is the highest individual score by a
West Indies batsman in ODIs. The previous highest
score by a West Indies batsman in ODIs was 189 by
Sir Viv Richards against England in Old Trafford in
1984.
Gayle become the second man to hit over 400 sixes
in international cricket (229 ODIs, 98 in Tests and 87
in T20Is). Only Shahid Afridi has hit more sixes in
cricket than Gayle.
Gayle equalled the record of most sixes hit in ODIs.
He hit 16 sixes in the innings, tied with Rohit
Sharma and AB de Villiers. However, this is the most
in a World Cup innings, going past the mark of nine
sixes set by David Miller against Zimbabwe in
Hamilton recently.
Gayle became the first non-Indian batsman to score
a double century in ODIs. This is the first double-
century outside the sub-continent as well. This is
the fifth double century in ODIs.
Gayle is the only cricketer currently to have scored a
hundred in T20Is, double hundred in ODIs and a triple
hundred in Tests.

পেসার "ওয়েন পারনেল"

দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট
দলের পেসার "ওয়েন পারনেল" । তিনি খ্রিষ্টান ধর্ম
থেকে ইসলাম ধর্ম গ্রহণে উদ্বুদ্ধ হন ।
ব্যক্তিগত গবেষণা ও ভাবনা থেকেই
ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি ।
ইসলাম ধর্মগ্রহণের সত্যতা নিশ্চিত
করে পারনেল জানান,
অনেকদিন আগে থেকেই ইসলামের
প্রতি এক ধরনের অনুরাগ জন্মেছিল
তার । নতুন ধর্ম গ্রহণ করার পর
পারনেল তার নাম পরিবর্তন করে
"ওয়েন পারনেল" থেকে
"ওয়ালিদ পারনেল" রেখেছেন ।
"ওয়ালিদ" অর্থ 'সদ্য ভূমিষ্ঠ পুত্র
সন্তান'। পোর্ট এলিজাবেথে জন্ম
নেয়া পারনেল বলেছেন, "নতুন ধর্ম
অনুসরণের ব্যাপারটি তিনি খুব
গুরুত্বের সঙ্গে নিয়েছিলেন ।
ইসলাম ধর্ম গ্রহণ করানোর পেছনে
তার সতীর্থ হাশিম আমলা বা
ইমরান তাহিরের কোনো হাত নেই ।
এখন থেকে তিনি শ্রদ্ধার সঙ্গে নতুন
ধর্মের নিয়ম কানুন পালন করবেন ।
ইসলাম ধর্ম গ্রহণের পর মুসলমানদের
জন্য নিষিদ্ধ কোনো অ্যালকোহল
স্পর্শ করেননি তিনি ।
একই সঙ্গে তার প্রতি আগ্রহ থাকায়
ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন
তিনি।"

National Identity Card Processing (Part:1)

জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে, ভুল থাকলে অথবা নতুন
পরিচয়পত্র করতে গেলে কি করবেন? এছাড়াও অনেককেই জাতীয়
পরিচয়পত্রের বিভিন্ন
ভুলভ্রান্তি নিয়ে ভোগান্তি পোহাতে হয়। আবার যারা নতুন
পরিচয়পত্র করতে চান তারাও এ বিষয়ে অনেকে অজ্ঞ।
কিভাবে করব, কোথায় করব, কি কি লাগবে ইত্যাদি বিষয়
জানেন না। আর এ সমস্যা সমাধানের জন্য কিছু পদ্ধতি অনুসরণ
করলে আশা করি সবাই উপকার পাবেন।
পরিচয়পত্রে নিজের নাম, পিতা, মাতা, স্বামী, স্ত্রী ও
অভিভাবকের নাম, জন্মতারিখ, রক্তের গ্রুপ
এবং ঠিকানা সংশোধন কিংবা বদল করতে হতে পারে। এ জন্য
প্রার্থীকে সাদা কাগজে ‘ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন
এবং জাতীয় পরিচয়পত্র প্রদানে সহায়তা প্রদান প্রকল্প’- এর
পরিচালকেরকাছে আবেদন করতে হবে। এই আবেদন আগারগাঁওয়ের
ইসলামিক ফাউন্ডেশন ভবনের সপ্তম তলায় প্রকল্প
কার্যালয়ে পাওয়া ছক বা ফরমেও করা যায়।
ফরম পূরণ করে প্রকল্প কার্যালয়ের নির্দিষ্ট
কাউন্টারে জমা দেওয়ার পর সেখান
থেকে প্রাপ্তি স্বীকারপত্র (প্রাপ্তি নম্বরসংবলিত)
দেওয়া হয়। এতে সংশোধিত জাতীয় পরিচয়পত্র দেওয়ার তারিখ
উল্লেখ থাকবে। এই তারিখের সাত দিনের মধ্যে কাউন্টার
থেকে সংশোধিত পরিচয়পত্র নিতে হবে।
নাম সংশোধনঃ কেউ পরিচয়পত্রে থাকা নিজের নাম, পিতা,
স্বামী কিংবা মাতার নাম সংশোধন
করতে চাইলে তাকে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে-
১। এসএসসি বা সমমান সনদ
২। নাগরিকত্ব সনদ
৩। জন্মনিবন্ধন সনদ
৪। চাকরির প্রমাণপত্র
৫। পাসপোর্ট
৬। নিকাহনামা
৭। পিতা, স্বামী কিংবা মাতার জাতীয় পরিচয়পত্রের
ফটোকপি। আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত এসব নথি অবশ্যই
সত্যায়িত হতে হবে। এ ক্ষেত্রে উল্লেখ করা নথির যার
যেটি আছে, শুধু সেটি দিলেই চলবে। যেমন, যার শিক্ষাগত
যোগ্যতা এসএসসির কম, তাকে এসএসসি বা সমমানের সনদের
ফটোকপি জমা দিতে হবে না। আবার কেউ
যদি চাকরি না করেন, তাকে চাকরির প্রমাণপত্র
দিতে হবে না। আবার পাসপোর্ট না থাকলে তা দেয়ার দরকার
নেই।

Wednesday, 25 February 2015

National Identity Card Processing (PART:2)

জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে, ভুল থাকলে অথবা নতুন পরিচয়পত্র করতে গেলে কি করবেন?

নাম পরিবর্তনঃ
জাতীয় পরিচয়পত্রে নিজের নাম বদল করতে হলে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে এসএসসি বা সমমানের সনদের সত্যায়িত ফটোকপি (শিক্ষাগত যোগ্যতা এর নিচে হলে দেয়ার দরকার
নেই), বিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে স্ত্রী বা স্বামীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, ম্যাজিস্ট্রেট কোর্টে সম্পাদিত এফিডেভিট এবং জাতীয় পত্রিকায় প্রকাশিত নাম পরিবর্তনসংক্রান্ত বিজ্ঞাপনের কপি। নাম পরিবর্তনের জন্য প্রার্থীকে শুনানির দিন প্রকল্পের কার্যালয়ে কাগজপত্রের মূল কপিসহ হাজির হতে হবে।

স্বামীর নাম সংযোজন বা বাদ দেওয়াঃ
বিয়ের পর কেউ জাতীয় পরিচয়পত্রে স্বামীর নাম যুক্ত করতে চাইলে তাকে কাবিননামা ও স্বামীর জাতীয় পরিচয়পত্র আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। আর বিবাহবিচ্ছেদের কারণে স্বামীর নাম বাদ দিতে চাইলে আবেদনকারীকে তালাকনামার সত্যায়িত কপি জমা দিতে হবে।

পিতা বা মাতার নাম পরিবর্তনঃ
পিতা বা মাতার নাম পরিবর্তন করতে হলে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে এসএসসি বা এইচএসসি বা সমমান পরীক্ষার সনদ অথবা রেজিস্ট্রেশন কার্ড। পিতা বা মাতার পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।পিতা বা মাতা বা উভয়ে মৃত হলে দিতে হবে ভাই বা বোনের পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। পিতা-মাতার নাম পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা আবেদনকারীর সাক্ষাৎকার নিতে পারেন।

জন্মতারিখ সংশোধনঃ
যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের , তাদের আবেদনপত্রের সঙ্গে এসএসসি বা সমমানের সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। বয়সের পার্থক্য অস্বাভাবিক না হলে প্রাপ্তি স্বীকারপত্রে উল্লেখ করা তারিখে সংশোধিত পরিচয়পত্র বিতরণ করা হয়। অস্বাভাবিক পরিবর্তনের ক্ষেত্রে সনদের মূল কপি প্রদর্শন
কিংবা ব্যক্তিগত শুনানিতে অংশ নিতে হতে পারে। যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের কম, তাদের জন্মতারিখ সংশোধনের জন্য আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে জাতীয় পরিচয়পত্র পাওয়ার আগের তারিখে পাওয়া সার্ভিস বুক বা এমপিওর কপি, ড্রাইভিং লাইসেন্স, জন্ম সদন, নিকাহনামা, পাসপোর্টের কপি প্রভৃতি। এ ক্ষেত্রে প্রকল্প কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা বা প্রকল্প পরিচালক আবেদনকারীর সাক্ষাৎকার নিয়ে থাকেন। এ ছাড়া দরকার হলে সংশ্লিষ্ট নির্বাচন
কর্মকর্তার মাধ্যমে সরেজমিনে তদন্ত করা হয়।

Chris Gayle became the First batsman in World Cup history to score a double century.


Chris Gayle was struggling for form heading into the
2015 ICC Cricket World Cup against Zimbabwe at the
Manuka Oval in Canberra. He had not scored a century
for close to 20 months and there was some criticism
regarding his form. However, on a gloomy afternoon, he
spectacularly turned his form around and brightened the
mood in the West Indies camp. It was a record-breaking
exhibition of batting by Gayle and his knock, along with
his partnership with Marlon Samuels, broke several
World records in the process. Here is a look at the
records that have been broken in this match:
Chris Gayle blasted 215 off 146 balls. This is the first
time that a double century has been scored in World
Cups. The previous best was 188* by Gary Kirsten
against the UAE in 1996.
Marlon Samuels and Gayle shared a 372-run stand for
the second wicket. This is a world record stand for
any wicket in ODIs. The previous highest partnership
was 331 between Sachin Tendulkar and Rahul Dravid
against New Zealand in Hyderabad in 1999. This was
also the highest partnership in World Cups, going
past 318 set by Sourav Ganguly and Dravid against
Sri Lanka in Taunton in 1999.
Gayle notched up his double century off 138 balls,
the fastest ever double century in ODIs.
Gayle's score is the highest individual score by a
West Indies batsman in ODIs. The previous highest
score by a West Indies batsman in ODIs was 189 by
Sir Viv Richards against England in Old Trafford in
1984.
Gayle become the second man to hit over 400 sixes
in international cricket (229 ODIs, 98 in Tests and 87
in T20Is). Only Shahid Afridi has hit more sixes in
cricket than Gayle.
Gayle equalled the record of most sixes hit in ODIs.
He hit 16 sixes in the innings, tied with Rohit
Sharma and AB de Villiers. However, this is the most
in a World Cup innings, going past the mark of nine
sixes set by David Miller against Zimbabwe in
Hamilton recently.
Gayle became the first non-Indian batsman to score
a double century in ODIs. This is the first double-
century outside the sub-continent as well. This is
the fifth double century in ODIs.
Gayle is the only cricketer currently to have scored a
hundred in T20Is, double hundred in ODIs and a triple
hundred in Tests.

পেসার "ওয়েন পারনেল"

দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট
দলের পেসার "ওয়েন পারনেল" । তিনি খ্রিষ্টান ধর্ম
থেকে ইসলাম ধর্ম গ্রহণে উদ্বুদ্ধ হন ।
ব্যক্তিগত গবেষণা ও ভাবনা থেকেই
ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি ।
ইসলাম ধর্মগ্রহণের সত্যতা নিশ্চিত
করে পারনেল জানান,
অনেকদিন আগে থেকেই ইসলামের
প্রতি এক ধরনের অনুরাগ জন্মেছিল
তার । নতুন ধর্ম গ্রহণ করার পর
পারনেল তার নাম পরিবর্তন করে
"ওয়েন পারনেল" থেকে
"ওয়ালিদ পারনেল" রেখেছেন ।
"ওয়ালিদ" অর্থ 'সদ্য ভূমিষ্ঠ পুত্র
সন্তান'। পোর্ট এলিজাবেথে জন্ম
নেয়া পারনেল বলেছেন, "নতুন ধর্ম
অনুসরণের ব্যাপারটি তিনি খুব
গুরুত্বের সঙ্গে নিয়েছিলেন ।
ইসলাম ধর্ম গ্রহণ করানোর পেছনে
তার সতীর্থ হাশিম আমলা বা
ইমরান তাহিরের কোনো হাত নেই ।
এখন থেকে তিনি শ্রদ্ধার সঙ্গে নতুন
ধর্মের নিয়ম কানুন পালন করবেন ।
ইসলাম ধর্ম গ্রহণের পর মুসলমানদের
জন্য নিষিদ্ধ কোনো অ্যালকোহল
স্পর্শ করেননি তিনি ।
একই সঙ্গে তার প্রতি আগ্রহ থাকায়
ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন
তিনি।"

National Identity Card Processing (Part:1)

জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে, ভুল থাকলে অথবা নতুন
পরিচয়পত্র করতে গেলে কি করবেন? এছাড়াও অনেককেই জাতীয়
পরিচয়পত্রের বিভিন্ন
ভুলভ্রান্তি নিয়ে ভোগান্তি পোহাতে হয়। আবার যারা নতুন
পরিচয়পত্র করতে চান তারাও এ বিষয়ে অনেকে অজ্ঞ।
কিভাবে করব, কোথায় করব, কি কি লাগবে ইত্যাদি বিষয়
জানেন না। আর এ সমস্যা সমাধানের জন্য কিছু পদ্ধতি অনুসরণ
করলে আশা করি সবাই উপকার পাবেন।
পরিচয়পত্রে নিজের নাম, পিতা, মাতা, স্বামী, স্ত্রী ও
অভিভাবকের নাম, জন্মতারিখ, রক্তের গ্রুপ
এবং ঠিকানা সংশোধন কিংবা বদল করতে হতে পারে। এ জন্য
প্রার্থীকে সাদা কাগজে ‘ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন
এবং জাতীয় পরিচয়পত্র প্রদানে সহায়তা প্রদান প্রকল্প’- এর
পরিচালকেরকাছে আবেদন করতে হবে। এই আবেদন আগারগাঁওয়ের
ইসলামিক ফাউন্ডেশন ভবনের সপ্তম তলায় প্রকল্প
কার্যালয়ে পাওয়া ছক বা ফরমেও করা যায়।
ফরম পূরণ করে প্রকল্প কার্যালয়ের নির্দিষ্ট
কাউন্টারে জমা দেওয়ার পর সেখান
থেকে প্রাপ্তি স্বীকারপত্র (প্রাপ্তি নম্বরসংবলিত)
দেওয়া হয়। এতে সংশোধিত জাতীয় পরিচয়পত্র দেওয়ার তারিখ
উল্লেখ থাকবে। এই তারিখের সাত দিনের মধ্যে কাউন্টার
থেকে সংশোধিত পরিচয়পত্র নিতে হবে।
নাম সংশোধনঃ কেউ পরিচয়পত্রে থাকা নিজের নাম, পিতা,
স্বামী কিংবা মাতার নাম সংশোধন
করতে চাইলে তাকে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে-
১। এসএসসি বা সমমান সনদ
২। নাগরিকত্ব সনদ
৩। জন্মনিবন্ধন সনদ
৪। চাকরির প্রমাণপত্র
৫। পাসপোর্ট
৬। নিকাহনামা
৭। পিতা, স্বামী কিংবা মাতার জাতীয় পরিচয়পত্রের
ফটোকপি। আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত এসব নথি অবশ্যই
সত্যায়িত হতে হবে। এ ক্ষেত্রে উল্লেখ করা নথির যার
যেটি আছে, শুধু সেটি দিলেই চলবে। যেমন, যার শিক্ষাগত
যোগ্যতা এসএসসির কম, তাকে এসএসসি বা সমমানের সনদের
ফটোকপি জমা দিতে হবে না। আবার কেউ
যদি চাকরি না করেন, তাকে চাকরির প্রমাণপত্র
দিতে হবে না। আবার পাসপোর্ট না থাকলে তা দেয়ার দরকার
নেই।