Wednesday, 25 February 2015

পেসার "ওয়েন পারনেল"

দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট
দলের পেসার "ওয়েন পারনেল" । তিনি খ্রিষ্টান ধর্ম
থেকে ইসলাম ধর্ম গ্রহণে উদ্বুদ্ধ হন ।
ব্যক্তিগত গবেষণা ও ভাবনা থেকেই
ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি ।
ইসলাম ধর্মগ্রহণের সত্যতা নিশ্চিত
করে পারনেল জানান,
অনেকদিন আগে থেকেই ইসলামের
প্রতি এক ধরনের অনুরাগ জন্মেছিল
তার । নতুন ধর্ম গ্রহণ করার পর
পারনেল তার নাম পরিবর্তন করে
"ওয়েন পারনেল" থেকে
"ওয়ালিদ পারনেল" রেখেছেন ।
"ওয়ালিদ" অর্থ 'সদ্য ভূমিষ্ঠ পুত্র
সন্তান'। পোর্ট এলিজাবেথে জন্ম
নেয়া পারনেল বলেছেন, "নতুন ধর্ম
অনুসরণের ব্যাপারটি তিনি খুব
গুরুত্বের সঙ্গে নিয়েছিলেন ।
ইসলাম ধর্ম গ্রহণ করানোর পেছনে
তার সতীর্থ হাশিম আমলা বা
ইমরান তাহিরের কোনো হাত নেই ।
এখন থেকে তিনি শ্রদ্ধার সঙ্গে নতুন
ধর্মের নিয়ম কানুন পালন করবেন ।
ইসলাম ধর্ম গ্রহণের পর মুসলমানদের
জন্য নিষিদ্ধ কোনো অ্যালকোহল
স্পর্শ করেননি তিনি ।
একই সঙ্গে তার প্রতি আগ্রহ থাকায়
ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন
তিনি।"

No comments:

Wednesday, 25 February 2015

পেসার "ওয়েন পারনেল"

দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট
দলের পেসার "ওয়েন পারনেল" । তিনি খ্রিষ্টান ধর্ম
থেকে ইসলাম ধর্ম গ্রহণে উদ্বুদ্ধ হন ।
ব্যক্তিগত গবেষণা ও ভাবনা থেকেই
ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি ।
ইসলাম ধর্মগ্রহণের সত্যতা নিশ্চিত
করে পারনেল জানান,
অনেকদিন আগে থেকেই ইসলামের
প্রতি এক ধরনের অনুরাগ জন্মেছিল
তার । নতুন ধর্ম গ্রহণ করার পর
পারনেল তার নাম পরিবর্তন করে
"ওয়েন পারনেল" থেকে
"ওয়ালিদ পারনেল" রেখেছেন ।
"ওয়ালিদ" অর্থ 'সদ্য ভূমিষ্ঠ পুত্র
সন্তান'। পোর্ট এলিজাবেথে জন্ম
নেয়া পারনেল বলেছেন, "নতুন ধর্ম
অনুসরণের ব্যাপারটি তিনি খুব
গুরুত্বের সঙ্গে নিয়েছিলেন ।
ইসলাম ধর্ম গ্রহণ করানোর পেছনে
তার সতীর্থ হাশিম আমলা বা
ইমরান তাহিরের কোনো হাত নেই ।
এখন থেকে তিনি শ্রদ্ধার সঙ্গে নতুন
ধর্মের নিয়ম কানুন পালন করবেন ।
ইসলাম ধর্ম গ্রহণের পর মুসলমানদের
জন্য নিষিদ্ধ কোনো অ্যালকোহল
স্পর্শ করেননি তিনি ।
একই সঙ্গে তার প্রতি আগ্রহ থাকায়
ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন
তিনি।"

No comments: