Saturday, 21 February 2015

We Love Our Bangla

দুই বাংলাকে এক করে দেওয়ার জন্য দুই দেশের সরকারের
কাছে অনুরোধ করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় চলচ্চিত্র নায়ক
দেব। তিনি বলেছেন, দুই বাংলার স্বপ্ন এক, ইচ্ছেও এক। সব
কিছুই এক। তাই দুই বাংলার এক হওয়া দরকার।
আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে সাংস্কৃতিক
ব্যক্তিত্বদের সাথে মতবিনিময়কালে দেব এ কথা বলেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
সাথে বাংলাদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্বদের এই মতবিনিময়
সভার আয়োজন করে ঢাকার ভারতীয় হাইকমিশন, যার নাম
দেওয়া হয়েছিল ‘বৈঠকী বাংলা’।
অনুষ্ঠানে আবেগাপ্লুত দেব বলেন, ‘আমাদের ভাষাটা (বাংলা)
পৃথিবীতে পঞ্চম স্থানে। আমি জানি, আমরা কেউ
এটা আমাদের জন্য করছি না। আমাদের জীবনটা খুব
ভালো কেটেছে, বা কেটেও যাবে। কিন্তু
সমাজে আমরা যে স্থানটাতে আছি, এটা আমাদের দায়িত্ব, এই
ভাষাটাকে নিয়ে আমাদের কিছু বলা উচিত। সেই
কারণে হয়তো আমরা এখানে এসেছি। আমাদের স্বপ্ন এক,
আমাদের ইচ্ছেটাও। সব কিছুই যখন এক, তাহলে আমরা দুই
সরকারকে বলি যে প্লিজ, এপার বাংলা, ওপার বাংলাকে এক
বাংলা করে দাও।’
অনুষ্ঠানে ভারতের বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ
বলেন, ‘আমি আপ্লুত। এত পরিচিত বন্ধুবান্ধব। হৃদয়ের টান। আমার
একটা ছোট্ট কথা বলার। ৬৭-৬৮ বছর আগে এপার বাংলা, ওপার
বাংলা হয়ে গিয়েছিল। তারপর অনেক কাণ্ড ঘটে গেছে। এখন
থেকে এপার বাংলা, ওপার বাংলা না বললেই বোধহয় ভালো।’
গৌতম বলেন, ‘বাংলার গান, বাংলার সাহিত্য, বাংলার নাটক,
বাংলা সিনেমা। সেটা কোন দেশের তা নয়, সেটা সমগ্র
বাঙালির। তার কারণ, বাংলা ভাষা হচ্ছে আমাদের গুরু।
আমরা এখন থেকে শুধু মনে করি যেন দুই বাংলা সংস্কৃতির দিক
দিয়ে একটাই। (তাহলে) আমার মনে হয়, আমরা অনেকটাই
এগিয়ে যাব।’

Is It Really Politics

বাংলাদেশে এখন শুধুই একে অন্যের বিরুধ্যে প্রতিশোধের রাজনীতি চলছে, এ যেন রাজনীতিতে দুই পরিবারের আখেরী খেলা - এই কারণেই প্রতিশোধের নেশা কার বেশি তা মাপার ব্যারোমিটারও দরকার নেই --- সেই প্রতিশোধের মাধ্যম হলো ক্ষমতা --- আর,এফ, এল, এর ভাষায় বলি, "যতই কান্নাকাটি করুক না কেন সাধারণ জনগণ, কোনো লাভ নাই - দুইজনকে প্রতিশোধের নেশা থেকে ফেরাতে পারবে না" -- অথবা লাকি আকন্দ এর গানের মতো, "মোদের ডেকো না, ফেরানো যাবে না, যে খেলায় নেমেছি, পরাজয় মানব না"

Love Our Foreigners

আবুুধাবিতে আগুুনে পুড়ে ১০ বাংলাদেশীর মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত।  আল্লাহ তাদের জান্নাত দান করুন । 

Saturday, 21 February 2015

We Love Our Bangla

দুই বাংলাকে এক করে দেওয়ার জন্য দুই দেশের সরকারের
কাছে অনুরোধ করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় চলচ্চিত্র নায়ক
দেব। তিনি বলেছেন, দুই বাংলার স্বপ্ন এক, ইচ্ছেও এক। সব
কিছুই এক। তাই দুই বাংলার এক হওয়া দরকার।
আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে সাংস্কৃতিক
ব্যক্তিত্বদের সাথে মতবিনিময়কালে দেব এ কথা বলেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
সাথে বাংলাদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্বদের এই মতবিনিময়
সভার আয়োজন করে ঢাকার ভারতীয় হাইকমিশন, যার নাম
দেওয়া হয়েছিল ‘বৈঠকী বাংলা’।
অনুষ্ঠানে আবেগাপ্লুত দেব বলেন, ‘আমাদের ভাষাটা (বাংলা)
পৃথিবীতে পঞ্চম স্থানে। আমি জানি, আমরা কেউ
এটা আমাদের জন্য করছি না। আমাদের জীবনটা খুব
ভালো কেটেছে, বা কেটেও যাবে। কিন্তু
সমাজে আমরা যে স্থানটাতে আছি, এটা আমাদের দায়িত্ব, এই
ভাষাটাকে নিয়ে আমাদের কিছু বলা উচিত। সেই
কারণে হয়তো আমরা এখানে এসেছি। আমাদের স্বপ্ন এক,
আমাদের ইচ্ছেটাও। সব কিছুই যখন এক, তাহলে আমরা দুই
সরকারকে বলি যে প্লিজ, এপার বাংলা, ওপার বাংলাকে এক
বাংলা করে দাও।’
অনুষ্ঠানে ভারতের বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ
বলেন, ‘আমি আপ্লুত। এত পরিচিত বন্ধুবান্ধব। হৃদয়ের টান। আমার
একটা ছোট্ট কথা বলার। ৬৭-৬৮ বছর আগে এপার বাংলা, ওপার
বাংলা হয়ে গিয়েছিল। তারপর অনেক কাণ্ড ঘটে গেছে। এখন
থেকে এপার বাংলা, ওপার বাংলা না বললেই বোধহয় ভালো।’
গৌতম বলেন, ‘বাংলার গান, বাংলার সাহিত্য, বাংলার নাটক,
বাংলা সিনেমা। সেটা কোন দেশের তা নয়, সেটা সমগ্র
বাঙালির। তার কারণ, বাংলা ভাষা হচ্ছে আমাদের গুরু।
আমরা এখন থেকে শুধু মনে করি যেন দুই বাংলা সংস্কৃতির দিক
দিয়ে একটাই। (তাহলে) আমার মনে হয়, আমরা অনেকটাই
এগিয়ে যাব।’

Is It Really Politics

বাংলাদেশে এখন শুধুই একে অন্যের বিরুধ্যে প্রতিশোধের রাজনীতি চলছে, এ যেন রাজনীতিতে দুই পরিবারের আখেরী খেলা - এই কারণেই প্রতিশোধের নেশা কার বেশি তা মাপার ব্যারোমিটারও দরকার নেই --- সেই প্রতিশোধের মাধ্যম হলো ক্ষমতা --- আর,এফ, এল, এর ভাষায় বলি, "যতই কান্নাকাটি করুক না কেন সাধারণ জনগণ, কোনো লাভ নাই - দুইজনকে প্রতিশোধের নেশা থেকে ফেরাতে পারবে না" -- অথবা লাকি আকন্দ এর গানের মতো, "মোদের ডেকো না, ফেরানো যাবে না, যে খেলায় নেমেছি, পরাজয় মানব না"

Love Our Foreigners

আবুুধাবিতে আগুুনে পুড়ে ১০ বাংলাদেশীর মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত।  আল্লাহ তাদের জান্নাত দান করুন ।