বাংলাদেশে এখন শুধুই একে অন্যের বিরুধ্যে প্রতিশোধের রাজনীতি চলছে, এ যেন রাজনীতিতে দুই পরিবারের আখেরী খেলা - এই কারণেই প্রতিশোধের নেশা কার বেশি তা মাপার ব্যারোমিটারও দরকার নেই --- সেই প্রতিশোধের মাধ্যম হলো ক্ষমতা --- আর,এফ, এল, এর ভাষায় বলি, "যতই কান্নাকাটি করুক না কেন সাধারণ জনগণ, কোনো লাভ নাই - দুইজনকে প্রতিশোধের নেশা থেকে ফেরাতে পারবে না" -- অথবা লাকি আকন্দ এর গানের মতো, "মোদের ডেকো না, ফেরানো যাবে না, যে খেলায় নেমেছি, পরাজয় মানব না"
Saturday, 21 February 2015
Is It Really Politics
ছিলটি মোর মাইরমাত। মুই ছিলটি মাতি আর নাগরি হরফে লেকি। আফনেও কুল্লে আড়াই দিনে হিকিলতা ফারবা ছিলটি নাগরি
Subscribe to:
Post Comments (Atom)
Saturday, 21 February 2015
Is It Really Politics
বাংলাদেশে এখন শুধুই একে অন্যের বিরুধ্যে প্রতিশোধের রাজনীতি চলছে, এ যেন রাজনীতিতে দুই পরিবারের আখেরী খেলা - এই কারণেই প্রতিশোধের নেশা কার বেশি তা মাপার ব্যারোমিটারও দরকার নেই --- সেই প্রতিশোধের মাধ্যম হলো ক্ষমতা --- আর,এফ, এল, এর ভাষায় বলি, "যতই কান্নাকাটি করুক না কেন সাধারণ জনগণ, কোনো লাভ নাই - দুইজনকে প্রতিশোধের নেশা থেকে ফেরাতে পারবে না" -- অথবা লাকি আকন্দ এর গানের মতো, "মোদের ডেকো না, ফেরানো যাবে না, যে খেলায় নেমেছি, পরাজয় মানব না"
ছিলটি মোর মাইরমাত। মুই ছিলটি মাতি আর নাগরি হরফে লেকি। আফনেও কুল্লে আড়াই দিনে হিকিলতা ফারবা ছিলটি নাগরি
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment