Tuesday 24 November 2015

কিভাবে হবেন দক্ষ “ডিপ্লোম্যাটিক ইঞ্জিনিয়ার”

কিভাবে হবেন দক্ষ “ডিপ্লোম্যাটিক ইঞ্জিনিয়ার ,আমাদের বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে অবস্থা, তাতে আমাদের যে নামে ডাকা হয় তা দোষের কিছুই না। তাই নিজেদের গ্রহন যোগ্যতা বাড়াতে আজকের এই আয়োজন।
কিভাবে হবেন দক্ষ “ডিপ্লোম্যাটিক ইঞ্জিনিয়ার”।
আমি যেহেতু ইলেক্ট্রিক্যাল এর ছাত্র, তাই অন্য কোন টেকনোলজি সম্পর্কে আমি বলতে পারছি না।এবং একটি কথা সবসময় মনে রাখবেন। ভালো ইঞ্জিনিয়ার যে কোন টেকনোলজির হোক সে উন্নতি করবেই। ভয় পাওয়ার কিছু নেই।সরকারি বা বেসরকারি যে কোন পলিটেকনিকে পড়ুন না কেন, প্রথমেই আপনাকে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে, আপনি যে কোন ভাবেই হোক সনাতন বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের মত হবেন না, এবং
এর জন্য অতিরিক্ত পরিশ্রম করবেন।
প্রথমত বাংলাদেশের ৯৯% পলিটেকনিকই ১০০% শিক্ষাতো দূরে থাক শতকরা ৬০% ও পারফরমেন্স দেয় না। আর এই কারনেই আপনাকে বাড়তি পরিশ্রম করতে হবে।

★★★আমরা ১ম সেমিস্টার এর দিকে একটু নজর দেই,
1 1011 Engineering. Drawing
2 1012 Engineering. Materials
3 5712 English-1
4 5812 Physical Education.& Life Skill Development
5 5911 Mathematics-1
6 5913 Chemistry
7 6711 Basic Electricity
এই সেমিস্টার এর ম্যাথ-১ এবং বেসিক ইলেক্ট্রিসিটি খুবই গুরুত্তপূর্ন । পুরো ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এই বেসিক ইলেক্ট্রিসিটিকে কেন্দ্র করেই কিন্তু পরবর্তিতে ব্যাপকভাবে বিস্তৃত।আর ম্যাথমেটিক্স ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রান। তাই ম্যাথ- ১,২,৩ ও এপ্লাইড ম্যাথএ ১০০% তে ১০০%ই থাকতে হবে। আর ইংরেজি ভালো না জানলে তো চলা একটু দায়। প্রকৃতপক্ষে
ডিপ্লোমাতে প্রাক্টিক্যাল যতটা হওয়ার কথা ততটা হয়না, যদিও তা অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনায় ভালো।তাই পাশাপাশি বুরো অফ ম্যানপাওয়ার এর অধিনে একটি ইলেক্ট্রিক্যাল মেশিন মেইন্ট্যানেন্স ট্রেড কোর্স করুন। হাউস ওয়ারিং এর পাশাপাশি ইলেক্ট্রিক্যাল মেশিন, এস্টিমেটিং সম্পর্কে ধারনা পাবেন। এতে আপনার দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সার্টিফিকেট এর সংখ্যা একটি বাড়ল।এবং ইলেক্ট্রিক্যাল ড্রয়িং সম্পর্কে ধারনা পাবেন।

★★★২য় সেমিস্টার★★★
1 5722 English-2
2 5912 Physics-1
3 5921 Mathematics-2
4 6621 Computer Application-1
5 6721 Electrical Circuit-1
6 6722 Advanced Electricity
7 7011 Basic Workshop Practice
এই সেনিস্টারএ পাশাপাশি আপনি একটি কম্পিউটার এপ্লিকেশন কোর্স করে নিন। এতে আপনার কম্পিউটার ১,২ এবং প্রোগ্রামিং সি সহ মাইক্রোকন্ট্রোলার এবং পি,এল,সি শিখতে সহায়ক হবে। এই সেমিস্টার এ সার্কিট ১ এ প্রচুর গুরুত্ব দিন।নইলে পুরো ডিপ্লোমা আপনাকে পস্তাতে হবে।সার্কিট ১ এবং ২ এ কোন ত্রুটি রাখলে পরবর্তিতে পিছিয়ে পড়বেন। আর ম্যাথ এর কথা আগেই বলেছি।

★★★৩য় সেমিস্টার★★★
1 Electrical Circuit -2
2 6811 Basic Electronics
3 6632 Computer Application -2
4 5931 Mathematics-3
5 5922 Physic-2
6 5711 Bangla
7 5811 Social Science-1
এই সেমিস্টার এ একটা ইলেক্ট্রনিক্স এর কোর্স করে নিন যা বেসিক ইলেক্ট্রনিক্স থেকে শুরু করে মাইক্রোপ্রসেসর পর্যন্ত আপনার সহায়ক হবে।সার্কিট ২ এবং ম্যথ এ প্রচুর জোর দিন। এতদিনে টেকনোলজি আপনার কাছে সহজ হয়ে গিয়েছে।

★★★৪র্থ সেমিস্টার★★★
6741 Electrical. Appliances
2 6742 Elec. Installation, Planning & Estimating
3 6845 Adv. Electronics
4 5941 Applied Mathematics
5 6743 Electrical Engineering Drawing
6 5841 Business organization & Communication
7 5821 Social Science-2
এই সেমিস্টার এ “আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ অটোক্যাড” কোর্সটি করে নিন। এতে আপনার ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সম্পর্কে ধারনা পাবেন।পাশাপাশি ডেভেলপার কোম্পানিতে ক্যারিয়ার গড়ার সুযোগ হয়ে যাবে। এখানে আপনার আগের করা কোর্সটি এস্টিমেটিংকে সহজ করে তুলেছে।এপ্লাইড ম্যাথ এ প্রচুর জোরদিন।

★★★৫ম সেমিস্টার★★★
1 6751 Generation of Electrical Energy
2 6752 DC Machine
3 6753 Electrical and Electronic Measurements-1
4 6832 Industrial Electronics
5 7043 Applied Mechanics
6 7046 Hydraulics & Hydraulic Machinery
7 5851 Book keeping and Accounting
এই সেমিস্টার এ মাইক্রোকন্ট্রোলার এবং পি.এল.সি এর একটা কোর্স করে ট্রেনিং এর ইতি টানুন।

★★★৬ষ্ঠ সেমিস্টার★★★
1 A.C Machine-1
2 Electrical and Electronic Measurements -2
3 Transmission and Distribution of Electrical Energy-1
4 Digital Electronics & Microprocessors.
5 Environmental Management
6 Industrial Management
7 Communication Engineering
এই সেমিস্টার থেকে আপনি যারা ডুয়েট এডমিশন চান তারা নিজেদের প্রস্তুতি শুরু করুন ।

★★★৭ম সেমিস্টার★★★
1 A.C Machine-2
2 Electrical Engineering project
3 Switch gear & Protection
4 Transmission and Distribution of Electrical Energy-2
5 Instrumentation and process control
6 Computer Programming Language
7 Entrepreneurship
এই সেমিস্টার এ আপনাকে একটা বিস্ফোরন ঘটাতে হবে। ইঞ্জিনিয়ারিং প্রজেক্টে নতুন কিছু তৈরি করুন। নিজের দক্ষতা ও মেধাকে কাজে লাগান।

★★★৮ম সেমিস্টার★★★
যেখানেই ট্রেনিং করেন না কেন, তাদের দৃষ্টি আকর্ষন করুন। আপনার কর্মকান্ড আপনাকে তাদের নিকট মেধাবি হিসেবে পরিচিত করে তুলবে। অনেক সময় দেখবেন তারাই আপনার নিকট পরামর্শ চাইবে। আপনাকে অন্যরকম সম্মান করবে। আর চাকুরীর কথা ভাবছেন ???? সেতো অনেক আগে থেকেই আপনার পিছু ছুটছে, তাকে ধরা দেবেন নাকি বি.এস.সি. করবেন সেটা আপনার ইচ্ছা।

Tuesday 24 November 2015

কিভাবে হবেন দক্ষ “ডিপ্লোম্যাটিক ইঞ্জিনিয়ার”

কিভাবে হবেন দক্ষ “ডিপ্লোম্যাটিক ইঞ্জিনিয়ার ,আমাদের বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে অবস্থা, তাতে আমাদের যে নামে ডাকা হয় তা দোষের কিছুই না। তাই নিজেদের গ্রহন যোগ্যতা বাড়াতে আজকের এই আয়োজন।
কিভাবে হবেন দক্ষ “ডিপ্লোম্যাটিক ইঞ্জিনিয়ার”।
আমি যেহেতু ইলেক্ট্রিক্যাল এর ছাত্র, তাই অন্য কোন টেকনোলজি সম্পর্কে আমি বলতে পারছি না।এবং একটি কথা সবসময় মনে রাখবেন। ভালো ইঞ্জিনিয়ার যে কোন টেকনোলজির হোক সে উন্নতি করবেই। ভয় পাওয়ার কিছু নেই।সরকারি বা বেসরকারি যে কোন পলিটেকনিকে পড়ুন না কেন, প্রথমেই আপনাকে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে, আপনি যে কোন ভাবেই হোক সনাতন বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের মত হবেন না, এবং
এর জন্য অতিরিক্ত পরিশ্রম করবেন।
প্রথমত বাংলাদেশের ৯৯% পলিটেকনিকই ১০০% শিক্ষাতো দূরে থাক শতকরা ৬০% ও পারফরমেন্স দেয় না। আর এই কারনেই আপনাকে বাড়তি পরিশ্রম করতে হবে।

★★★আমরা ১ম সেমিস্টার এর দিকে একটু নজর দেই,
1 1011 Engineering. Drawing
2 1012 Engineering. Materials
3 5712 English-1
4 5812 Physical Education.& Life Skill Development
5 5911 Mathematics-1
6 5913 Chemistry
7 6711 Basic Electricity
এই সেমিস্টার এর ম্যাথ-১ এবং বেসিক ইলেক্ট্রিসিটি খুবই গুরুত্তপূর্ন । পুরো ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এই বেসিক ইলেক্ট্রিসিটিকে কেন্দ্র করেই কিন্তু পরবর্তিতে ব্যাপকভাবে বিস্তৃত।আর ম্যাথমেটিক্স ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রান। তাই ম্যাথ- ১,২,৩ ও এপ্লাইড ম্যাথএ ১০০% তে ১০০%ই থাকতে হবে। আর ইংরেজি ভালো না জানলে তো চলা একটু দায়। প্রকৃতপক্ষে
ডিপ্লোমাতে প্রাক্টিক্যাল যতটা হওয়ার কথা ততটা হয়না, যদিও তা অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনায় ভালো।তাই পাশাপাশি বুরো অফ ম্যানপাওয়ার এর অধিনে একটি ইলেক্ট্রিক্যাল মেশিন মেইন্ট্যানেন্স ট্রেড কোর্স করুন। হাউস ওয়ারিং এর পাশাপাশি ইলেক্ট্রিক্যাল মেশিন, এস্টিমেটিং সম্পর্কে ধারনা পাবেন। এতে আপনার দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সার্টিফিকেট এর সংখ্যা একটি বাড়ল।এবং ইলেক্ট্রিক্যাল ড্রয়িং সম্পর্কে ধারনা পাবেন।

★★★২য় সেমিস্টার★★★
1 5722 English-2
2 5912 Physics-1
3 5921 Mathematics-2
4 6621 Computer Application-1
5 6721 Electrical Circuit-1
6 6722 Advanced Electricity
7 7011 Basic Workshop Practice
এই সেনিস্টারএ পাশাপাশি আপনি একটি কম্পিউটার এপ্লিকেশন কোর্স করে নিন। এতে আপনার কম্পিউটার ১,২ এবং প্রোগ্রামিং সি সহ মাইক্রোকন্ট্রোলার এবং পি,এল,সি শিখতে সহায়ক হবে। এই সেমিস্টার এ সার্কিট ১ এ প্রচুর গুরুত্ব দিন।নইলে পুরো ডিপ্লোমা আপনাকে পস্তাতে হবে।সার্কিট ১ এবং ২ এ কোন ত্রুটি রাখলে পরবর্তিতে পিছিয়ে পড়বেন। আর ম্যাথ এর কথা আগেই বলেছি।

★★★৩য় সেমিস্টার★★★
1 Electrical Circuit -2
2 6811 Basic Electronics
3 6632 Computer Application -2
4 5931 Mathematics-3
5 5922 Physic-2
6 5711 Bangla
7 5811 Social Science-1
এই সেমিস্টার এ একটা ইলেক্ট্রনিক্স এর কোর্স করে নিন যা বেসিক ইলেক্ট্রনিক্স থেকে শুরু করে মাইক্রোপ্রসেসর পর্যন্ত আপনার সহায়ক হবে।সার্কিট ২ এবং ম্যথ এ প্রচুর জোর দিন। এতদিনে টেকনোলজি আপনার কাছে সহজ হয়ে গিয়েছে।

★★★৪র্থ সেমিস্টার★★★
6741 Electrical. Appliances
2 6742 Elec. Installation, Planning & Estimating
3 6845 Adv. Electronics
4 5941 Applied Mathematics
5 6743 Electrical Engineering Drawing
6 5841 Business organization & Communication
7 5821 Social Science-2
এই সেমিস্টার এ “আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ অটোক্যাড” কোর্সটি করে নিন। এতে আপনার ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সম্পর্কে ধারনা পাবেন।পাশাপাশি ডেভেলপার কোম্পানিতে ক্যারিয়ার গড়ার সুযোগ হয়ে যাবে। এখানে আপনার আগের করা কোর্সটি এস্টিমেটিংকে সহজ করে তুলেছে।এপ্লাইড ম্যাথ এ প্রচুর জোরদিন।

★★★৫ম সেমিস্টার★★★
1 6751 Generation of Electrical Energy
2 6752 DC Machine
3 6753 Electrical and Electronic Measurements-1
4 6832 Industrial Electronics
5 7043 Applied Mechanics
6 7046 Hydraulics & Hydraulic Machinery
7 5851 Book keeping and Accounting
এই সেমিস্টার এ মাইক্রোকন্ট্রোলার এবং পি.এল.সি এর একটা কোর্স করে ট্রেনিং এর ইতি টানুন।

★★★৬ষ্ঠ সেমিস্টার★★★
1 A.C Machine-1
2 Electrical and Electronic Measurements -2
3 Transmission and Distribution of Electrical Energy-1
4 Digital Electronics & Microprocessors.
5 Environmental Management
6 Industrial Management
7 Communication Engineering
এই সেমিস্টার থেকে আপনি যারা ডুয়েট এডমিশন চান তারা নিজেদের প্রস্তুতি শুরু করুন ।

★★★৭ম সেমিস্টার★★★
1 A.C Machine-2
2 Electrical Engineering project
3 Switch gear & Protection
4 Transmission and Distribution of Electrical Energy-2
5 Instrumentation and process control
6 Computer Programming Language
7 Entrepreneurship
এই সেমিস্টার এ আপনাকে একটা বিস্ফোরন ঘটাতে হবে। ইঞ্জিনিয়ারিং প্রজেক্টে নতুন কিছু তৈরি করুন। নিজের দক্ষতা ও মেধাকে কাজে লাগান।

★★★৮ম সেমিস্টার★★★
যেখানেই ট্রেনিং করেন না কেন, তাদের দৃষ্টি আকর্ষন করুন। আপনার কর্মকান্ড আপনাকে তাদের নিকট মেধাবি হিসেবে পরিচিত করে তুলবে। অনেক সময় দেখবেন তারাই আপনার নিকট পরামর্শ চাইবে। আপনাকে অন্যরকম সম্মান করবে। আর চাকুরীর কথা ভাবছেন ???? সেতো অনেক আগে থেকেই আপনার পিছু ছুটছে, তাকে ধরা দেবেন নাকি বি.এস.সি. করবেন সেটা আপনার ইচ্ছা।