Showing posts with label খেলাধুলা. Show all posts
Showing posts with label খেলাধুলা. Show all posts

Tuesday 9 June 2015

ডি ভিলিয়ার্সের রেকর্ড ছুঁতে মুমিনুলের প্রতিক্ষা

মুমিনুল কি পারবেন ডি ভিলিয়ার্সের রেকর্ড ছোতে?ভারতের সাথে আসন্ন ম্যাচকে সামনে রেখে ক্রিকেট প্রেমীদের এখন একটাই প্রত্যাশা।
পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টে অর্ধশতক করে
ভারতের কিংবদন্তি টেন্ডুলকারকে পেছনে
ফেলেন মুমিনুল। টানা ১১ টেস্টে অর্ধশতকে
রিচার্ডস, বিরেন্দর শেবাগ ও গৌতম গম্ভিরের
পাশে বসেন তিনি।এবার শচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে ভিভ রিচার্ডসের পাশে থাকা মুমিনুল হকের সামনে এখন এবি ডি
ভিলিয়ার্সকে স্পর্শ করার সুযোগ। এমনিতে রেকর্ড
নিয়ে খুব একটা ভাবেন না তরুণ মুমিনুল। এবার
দেশবাসীর প্রত্যাশা মেটাতে টানা ১২ টেস্টে
পঞ্চাশ বা তার বেশি রানের রেকর্ডে ভাগ
বসাতে চান বাঁহাতি এই ব্যাটসম্যান।কিন্তু ডি ভিলিয়ার্সের সঙ্গে নিজের তুলনায় আপত্তি আছে মুমিনুলের।নিজের প্রসঙ্গে তিনি যা বলেন “আমিতো উনার আশেপাশে নেই।
আপনারাই জানেন, উনি সব ফরম্যাটেরই রাজা।
আমি মনে করি না যে, আমি উনার প্রতিদ্বন্দ্বী।”
এদিকে পিছনে তাকালে দেখা যায়, ২০১২ সালের নভেম্বর থেকে ২০১৪ সালের
ফেব্রুয়ারি পর্যন্ত টানা ১২ ম্যাচে অর্ধশতক করে
রেকর্ড গড়েন ডি ভিলিয়ার্স।
ভারতের বিপক্ষে ফতুল্লায় একমাত্র টেস্টে
মুখোমুখি হবে বাংলাদেশ। বুধবার শুরু হতে যাওয়া
সেই ম্যাচে সবার প্রত্যাশা মেটাতে এই রেকর্ড
স্পর্শ করতে চান মুমিনুল, কারো পাশে বসার জন্য
নয়।
“কার পাশে বসব কি বসব না, আসলে সেটা নিয়ে
চিন্তা করছি না। … দেশের মানুষ যেভাবে
প্রত্যাশা করে আর আমার যা লক্ষ্য, তা অর্জন
করার চেষ্টা করব।”
২০১৩ সালের অক্টোবর থেকে খেলা টানা ১১
ম্যাচের যে কোনো এক ইনিংসে অন্তত পঞ্চাশ
রান করেন মুমিনুল।
ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণে নিয়মিত
রান পাওয়া মুমিনুল এখন ‘টেস্ট বিশেষজ্ঞ’। অন্য
ধরনের ক্রিকেটে রান না পাওয়ায় আপাতত শুধু
টেস্টেই খেলতে হচ্ছে ২৩ বছর বয়সী
ব্যাটসম্যানকে। তবে নিজের ভুল-ত্রুটি ঠিক করে
এখনও সব সংস্করণে খেলার স্বপ্ন দেখছেন তিনি।
“যদি আমি ভালো করতে পারি, সেক্ষেত্রে আমি
ভালো সুযোগ পাব। এখন এটা নিয়ে যদি আমি
বেশি চিন্তা করি, তাহলে সবকিছুই হারাব।”
এখন পর্যন্ত খেলা ১৪ টেস্টের শুধু একটিতে অর্ধশতক
পাননি মুমিনুল। সেটি ছিল তার ক্যারিয়ারের
তৃতীয় টেস্ট। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে
সেই ম্যাচের দুই ইনিংসে ২৩ ও ২৯ রান করেন
তিনি। এর পর প্রতি ম্যাচেই অর্ধশতক পেয়েছেন
তিনি।
মুমিনুল কি পারবেন দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে?এই প্রশ্নর উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে খেলার আগ পর্যন্ত। 

Sunday 7 June 2015

'ডাবল ট্রেবল' বার্সেলোনা

গোল পাননি লিওনেল মেসি; তাতেও থামেনি বার্সেলোনা।শনিবার চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে জুভেন্টাসের বিরুদ্ধে ৩-১ গোলে জয় পেল বার্সেলোনা৷ এদিন বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বার্সেলোনা৷ একের পর এক আক্রমণে জুভেন্টাসকে নাজেহাল করে তোলে৷ ম্যাচের চতুর্থ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে নেন রাকিতিচ। প্রায় মাঝমাঠ থেকে লম্বা ক্রস করেন মেসি।সেখান থেকে এক টোকায় নেইমারকে বল দেন জর্দি আলবা। নেইমার খুঁজে পান ছুটে ডি বক্সের
ভেতরে ঢুকে পড়া আন্দ্রেস ইনিয়েস্তাকে। তার পাস থেকে জানলুইজি বুফ্ফনকে পরাস্ত করে বল জালে পাঠান ক্রোয়েশিয়ার মিডফিল্ডার রাকিতিচ। প্রথমার্ধে একের পর এক আক্রমণ শানিয়েছেন বার্সেলোনা৷ কিন্তু আর গোল করতে পারেনি তারা৷ বিরতির সময় ম্যাচের ফল ১-০ ছিল৷ বিরতির পরে অবশ্য অন্য চেহারায় দেখা গিয়েছে জুভেন্টাসকে ৷বার্সেলোনার আক্রমণের ধাক্কা সামলে ৫৫তম মিনিটে সমতা ফেরান মোরাতা। স্টেফানলিখটস্টাইনারের পাস থেকে তেভেসের জোরালো শট ঝাঁপিয়ে ঠেকান বার্সেলোনার গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগান। তবে শেষ রক্ষা হয়নি,ফিরতি বলে তাকে পরাস্ত করে জাল খুঁজে নেন রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার মোরাতা।ম্যাচের ৬৮তম মিনিটে দ্বিতীয় বার বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার কৃতিত্ব
সুয়ারেসের। প্রায় মাঝমাঠ থেকে বল নিয়ে ডি-বক্সের ভেতর থেকে জোরালো শট নেন মেসি।ঝাঁপিয়ে তাকে ব্যর্থ করে দেন বুফ্ফন। কিন্তু ফিরতি বল জালে পাঠিয়ে উল্লাসে মাতেন সুয়ারেস। ম্যাচের অতিরিক্ত সময়ে নেইমারের গোলে বার্সেলোনার নিশ্চিত হয়ে যায় পঞ্চমবারের জন্য ইউরোপ সেরা এবং প্রথম দল হিসেবে এক মৌসুমে বার্সেলোনার দ্বিতীয়বার ট্রেবল জয়।
★দেখে নেই বার্সার কিছু ওলটপপালট করে দেওয়া রেকর্ড :
গত দশ বছরে চারবার চ্যাম্পিয়নস লিগ জয়, সাতটি স্প্যানিশ লিগ, এক পঞ্জিকাবর্ষে ছয় ট্রফির সবগুলো জেতার কীর্তির পর ইতিহাসের প্রথম দল হিসেবে‘ডাবল ট্রেবল’ জিতল কাল।
রেকর্ড বইয়ে এর মধ্যে কী কীওলটপালট করল এ দলটি:
* রাকিটিচের গোলটি চ্যাম্পিয়নস লিগ
ফাইনালের তৃতীয় দ্রুততম গোল। এর চেয়ে কম
সময়ে গোল করেছেন পাওলো মালদিনি (প্রথম
মিনিট, ২০০৫) ও গাইজকা মেনদিয়েতা (তৃতীয়
মিনিট, ২০০১)।
* এই প্রথম একই মৌসুমে একই দলের দুই খেলোয়াড় দশ কিংবা তারও বেশি গোল করল (মেসি ওনেইমার)।
* প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি ফাইনালে
গোল সহায়তা (অ্যাসিস্ট) করলেন ইনিয়েস্তা
(২০০৯, ২০১১ ও ২০১৫)।
* সেমিফাইনালের দুই লেগেই গোলের পর
ফাইনালেও গোল করা দ্বিতীয় খেলোয়াড়
মোরাতা। ২০১২-১৩ মৌসুমে করে​ছিলেন
আরিয়েন রোবেন।
* ২০১৪-১৫ মৌসুমে এমএসএন-ত্রয়ীর গোল সংখ্যা ১২২-এ গিয়ে থামল। আগের রেকর্ডটি ছিল রোনালদো-হিগুয়েইন-বেনজেমা ত্রয়ী​র ১১৮।
* জুভেন্টাসের মতো এতবার আর কোনো দল
ফাইনালে হারেনি (এ নিয়ে ছয়বার)।
* জুভেন্টাস তাদের সর্বশেষ চারটি ফাইনালেই
হেরেছে।
* বার্সেলোনা তাদের সর্বশেষ চারটি
ফাইনালেই জিতেছে।
* ১৫১ ম্যাচ খেলে চ্যাম্পিয়নস লিগ থেকেও
বিদায় নিলেন জাভি। সবচেয়ে বেশি ম্যাচ
খেলার রেকর্ড।
* ১৯৯০ সালের পর টানা দুবার চ্যাম্পিয়ন হয়নি
কোনো ক্লাব। শুধু তা-ই নয়, ১৯৯০ সালের পর এই একই দেশের দুই ক্লাব টানা চ্যাম্পিয়ন হলো
(রিয়াল ও বার্সা)। সর্বশেষ টানা দুবার
ইউরোপিয়ান কাপ জিতেছিল ইতালির এসি
মিলান (১৯৮৯ ও ১৯৯০)।
* ইউরোপের ক্লাব ফুটবলে অষ্টমবারের মতো
ট্রেবল (একই মৌসুমে লিগ, কাপ ও চ্যাম্পিয়নস
লিগ জেতা) জেতার ঘটনা ঘটল। বার্সা প্রথম
ক্লাব যারা এই কৃতিত্ব দুবার করে দেখাল
(২০০৮-০৯ ও ২০১৪-১৫)।

Saturday 6 June 2015

মুখোমুখি ফেভারিট বার্সেলোনা-জুভেন্টাস চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে (Champions League Final /Today, 12:45 AM Juventas-Barcelona)

শিরোপা জিতবে কে?স্পানিশ জায়ান্টরা নাকি কাতালান জায়ান্টরা?লক্ষ লক্ষ ফুটবল প্রেমিকের কৌতূহল এখন একটাই।স্বপ্ন টপ ফেভারিটদের নিয়ে। ফেভারিট বার্সেলোনা ও জুভেন্টাস আজ শনিবার যখন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে সে সময় উভয় দলেরই লক্ষ্য হবে ‘ট্রেবল’ জয়। কেননা নিজ নিজ লিগ জয়ের পাশাপাশি স্পেন(Spain) ও ইতালির(Italy) ক্লাব দুটি এছাড়াও ঘরোয়া আরো একটি শিরোপা তুলে নিয়েই মহাদেশীয় এ লড়াইয়ে নামছে। জার্মানির অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের লড়াইটি ঘিরে এখন ইউরোপ জুড়ে সাজ সাজ রব। এ লড়াইয়ে শ্রেষ্ঠত্ব দেখাতে পারলে ইতিহাসে দ্বিতীয়বারের মতো ‘ট্রেবল’ জিতবে স্পানিশ জায়ান্টরা। অপরদিকে জুভেন্তাসের সামনে ‘ট্রেবল’-এর পাশাপাশি থাকছে প্রায় দু’দশক পর আবারো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের হাতছানি। বার্সেলোনা এবারের চ্যাম্পিয়ন্স লিগ জিতলে দারুণ এক রেকর্ড গড়বেন দলটির মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। এই তারকা ২০১০ সালে
স্পেনের বিশ্বকাপজয়ী গোলটি করলেও, চ্যাম্পিয়ন্স
লিগের ফাইনালে কখনো জালে বল পাঠাতে
পারেননি। এমন নয় যে, ইউরোপীয় ক্লাব ফুটবলের
সর্বোচ্চ প্রতিযোগিতাটিতে ইনিয়েস্তার সাফল্য
নেই। কালকের খেলায় জুভেন্তাসকে হারিয়ে দিতে
পারলেই ইনিয়েস্তার নাম দেখা যাবে রিয়াল
মাদ্রিদ এবং এসি মিলানের কিংবদন্তী মিডফিল্ডার ক্ল্যারেন্স সিড্রফের পাশে, যিনি একাধিক ক্লাবের হয়ে চারবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। তিনবার এই প্রতিযোগিতার শিরোপা জিতে পরের স্থানেই রয়েছেন ইনিয়েস্তা। ফাইনালের আগে বার্সা-জুভেন্টাস শিবির থেকে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের কাছ থেকে কথার গোলাও মিলছে। জুভদের সাবেক তারকা মার্কো তারদেল্লি মনে করেন ২০০৬ সালে ইতালিয়ান ফুটবলে কেলেঙ্কারির পর তুরিনের ক্লাবটি আবারো পুনর্গঠিত হচ্ছে। সেই ঘটনায় জড়িত থাকায় শাস্তি হিসেবে আরো চার ক্লাবের সঙ্গে রেলিগেশনে নামিয়ে দেয়া হয়েছিলো জুভেন্তাসকে। দ্যা গার্ডিয়ানকে এক সাক্ষাত্কারে তারদেল্লি বলেন, ‘ক্লাবটি আর্থিক দিক থেকে দাঁড়িয়েছে এবং ফের লিগ শিরোপাগুলো জিতছে। জুভেন্তাস ক্লাবের পেছনে তাকালে কেবল আলোকিত দিনগুলোই দেখা যাবে।’
এদিকে শক্তির দিক থেকে কাতালান ক্লাবটি এগিয়ে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্তাসকে সমীহই করা হচ্ছে বলে জানিয়েছেন তারকা স্ট্রাইকার নেইমার। ইতালিয়ান জায়ান্টদের সঙ্গে লড়ার জন্য ক্লাবটি সর্বোচ্চ প্রস্তুতিই নিচ্ছে বলে জানান ব্রাজিল জাতীয় দলের এই অধিনায়ক। তিনি বলেন, ‘আমরা জুভেন্তাসকে জানি। তারা দারুণ একটি দল এবং তারা সহজ কোনো সুযোগে ফাইনালে আসেনি। এটা অনেক কঠিন একটি খেলা হবে। তাই আমাদেরকে সর্বোচ্চটা দিয়েই খেলতে হবে। আমি মনে করি এটা চলতি মৌসুমের সবচেয়ে কঠিন ম্যাচ হবে। তবে আমরা ইতিহাস গড়তে চাইবো এবং এই লক্ষ্যের খুবই নিকটে চলে এসেছি আমরা।’
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা আরো স্মরণীয় হতে পারে বার্সা কিংবদন্তী জাভি হার্নান্দেজের জন্য। তিনি এরই মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন— মৌসুম শেষেই দীর্ঘদিনের ক্লাবটি ছেড়ে কাতারে পাড়ি জমাবেন। গত বুধবার ক্যাম্প ন্যুতে জাভিকে আনুষ্ঠানিক বিদায়ও জানানো হয়েছে। তার বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতালান ক্লাবটির বর্তমান এবং সাবেক খেলোয়াড়রা; উপস্থিত ছিলেন গ্যালারি ভর্তি সমর্থক।চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল লড়াইটা হবে বার্সার হয়ে জাভির শেষ ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগ দিয়ে এই তারকা মিডফিল্ডারকে বিদায় জানানোটা বেশি তাত্পর্যময় হবে বলে মনে করেন বার্সার সাবেক অধিনায়ক কার্লোস পুয়োল। তিনি বলেন, ‘জাভি তার শেষ খেলায় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা তুলে ধরার জন্য যোগ্যতা রাখে। এই শিরোপা দিয়ে সে বিদায় নিক—এমনটাই আমি চাই।’ জাভির বিদায়টা নিশ্চিত হলেও বিভিন্ন সূত্রে জানা গেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা জুভেন্তাস তারকা আন্দ্রে পিরলোর জন্যও শেষ ম্যাচ হতে পারে। এই ইতালিয়ান তারকা আমেরিকার মেজর লিগ সকারের (এমএলএস) দল নিউইয়র্ক সিটির সঙ্গে যোগাযোগ করছেন বলে জানা গেছে। ফলে চ্যাম্পিয়ন্স লিগ জিতে জুভেন্তাস থেকে বিদায় নেয়াটা আরো মহিমান্বিত করতে চাইবেন পিরলো। ফাইনালের আগে ভালো খবর—খারাপ খবর দু’টিই শুনছেন জুভেন্তাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। ঊরুর চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন সেন্টার-ব্যাক আন্দ্রে বারজাগলি। তবে কাফ ইনজুরিতে ভুগছেন দলের অপর ডিফেন্ডার গিওর্গিও চিয়েলিনি।

Thursday 4 June 2015

সড়ক দুর্ঘটনার শিকার মাশরাফি সতর্ক থেকে বড় বিপদ এড়ালেন

আমাদের মাশরাফি ভাই মাটির মানুষ, সরল মনের মানুষ, ও আমাদের পাগলা কৌশিক।তাইতো ও এত বড় মাপের তারকা হয়েও আকাশেথাকেনা, আমাদের সাথে এই বাংলার মাটিতেই থাকে।তাইতো ও দামি গাড়ির চেয়ে রিক্সা কে বেশি ভালোবাসে।তাইতো ও সকাল বেলা লুঙ্গী পরেই বাজারে চলে যায়।পাড়ার চা দোকানে বসে চা খেতে খেতে সবার সাথে কুশল বিনিময় করে। রাস্তার মোড়ে টং দোকানে বসে চা খেতে পারে অবলীলায়। সবার সাথে মিলে মিশে চলে। আমি অবাক হয়ে ভাবি, এই ছেলেটা এতো ভালো কেন ? মাশরাফি আমাদের গর্ব।তাঁকে ভালবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে কি না আমি জানি না। মাশরাফিকে নিয়ে টিভিতে প্রথম যখন শিরোনাম দেখলাম, বুকে কাপঁন ধরিয়ে দিয়েছিল! আর একটু হলে আমি হাট' ফেল করতাম!!  খবরটি চোখে পড়ার সাথে সাথে বুকের ভেতর ধপ করে কেমন যেন করে উঠলো, বুঝতে পারলাম আমরা মাশরাফিকে কত ভালোবাসি !!
যাহোক, সতর্ক থাকার জন্য বড় রকরের বিপদ এড়ালেন মাশরাফি বিন মর্তুজা। মাশরাফির মেয়ে হুমায়রার টিকা দেওয়ার তারিখবৃহস্পতিবার। তার গাড়িটি মেয়েকে নিয়ে গেছেটিকা কেন্দ্রে। আরেকটি গাড়ির ব্রেকে ছিলসমস্যা। বাসা থেকে ১০-১৫ মিনিটের দূরত্বস্টেডিয়ামে তাই রিকশায় চেপে রওনা হয়েছিলেনতিনি। পথেই পেছন থেকে বাসের ধাক্কা। তবেউপস্থিত বুদ্ধির জোরে বড় ধরনের আঘাত পাওয়াথেকে বেঁচেছেন দেশ সেরা এই পেসার।সকাল ৯টার পর পর বাসা থেকে একটু এগিয়ে কালশি
রোডের কাছে আসতেই দুর্ঘটনা। মাশরাফিইবর্ণনায়, "পেছনের বাসটি যে একটু এলেমেলোচালাচ্ছিল, সেটি বুঝতে পারছিলাম। রিকশায়বসেই তাই খেয়াল রাখছিলাম বাসটির দিকে।বাসটি যখন আমার রিকশার কাছাকাছি এসে যখনধাক্কা দেবে প্রায়, বুঝতে পেরেই আমি লাফ দেই।বাস ঠিকই ধাক্কা দেয় রিকশাকে, রিকশার চাকাভেঙে যায়। পেছনেই ছিল একটি পুলিশের গাড়ি।ওরা এসে আমাকে টেনে তোলে। হাসপাতালেওনিয়ে যেতে চেয়েছিল, তবে আমি ধন্যবাদ জানিয়েবলি যে নিজেই ব্যবস্থা করে নেব।"ওই বাস ও বাসের চালককেও আটক করেছিল পুলিশ।তবে মাশরাফিই পুলিশকে অনুরোধ করেন তাদেরছেড়ে দিতে।তাৎক্ষণিক ভাবে হাসপাতালে না গিয়েশেরেবাংলা জাতীয় স্টেডিয়ামেই চলে আসেনমাশরাফি।বিসিবির চিকিৎসকরা তার দুই হাতে ওহাঁটুতে ব্যান্ডেজ করে দেন। ডান হাতের চোট একটুবেশি। বুড়ো আঙুলের নিচে তালুতে ক্ষত হয়েছে।লাফ দিয়ে রাস্তায় পড়ে গিয়েছিলেন বলে গরমপিচের ঘষা খেয়ে পুড়েও গেছে। বাঁ হাতের তালুর
উল্টো পিঠে ছড়ে গেছে। হাঁটুতেও চোট লেগে ছড়েগেছে। পরে ফুলেও উঠেছে হাঁটু। ক্যারিয়ার জুড়েহাঁটুর চোট কম ভোগায়নি মাশরাফিকে। তবে এবারচোট গুরুতর নয়।
দুপুর নাগাদও হাতে ব্যথা ছিল, হাঁটু ফোলা ছিল। তবুবড় কোনো ক্ষতি হয়নি ভেবে স্বস্তির নি:শ্বাসফেলছিলেন মাশরাফি, "ব্যথা আছে এখনও। তবে এটাকোনো ব্যাপার না। ভাগ্য ভালো আমি বাসটিরদিকে চোখ রাখছিলাম। যদি খেয়াল না করতাম বা
অন্যমনস্ক থাকতাম, তাহলে হয়তো বাসের ধাক্কায়আরও গুরুতর কিছু হতে পারত। আল্লাহর রহমতে বড়ধরনের একটা বিপদ থেকে বেঁচে গেছি।"শনিবার থেকেই জিম অনুশীলন শুরু করতে পাবেনবলে মনে করছেন মাশরাফি। ১২ জুন বগুড়ায় বিসিবি
হাই পারফরম্যান্স ইউনিটের প্রস্তুতি ম্যাচটিতেওখেলতে পারবেন বলে আশা বাংলাদেশের ওয়ানডেঅধিনায়কের। বগুড়ায় হাই পারফরম্যান্স ইউনিটেরপ্রস্তুতি ম্যাচে খেলার কথা মাশরাফিসহ টেস্টদলের বাইরে থাকা আরও কজনের।

এদিকে মাশরাফির হাতের তালুর ক্ষত নিয়ে চিন্তিত কোচ ও। ডান-হাতি বোলার মাশরাফির এই দুর্ঘটনাকেদুর্ভাগ্যজনক উল্লেখ করে জাতীয় দলের কোচচন্দিকা হাথুরুসিংহে বলেন, “এমনিতে চোট বেশি গুরুতর না;কিন্তু হাতের তালু নিয়ে আমরা একটু চিন্তিত।”
“যেহেতু টেস্ট আগে এবং ওয়ানডে সিরিজের আগেসময় আছে; আশা করি, সে সেরে উঠবে। তাকেসেরে ওঠার সর্বোচ্চ সুযোগ দেওয়া হবে।”
ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি ভারতেরবিপক্ষে ফতুল্লার খান সাহেব ওসমান আলীস্টেডিয়ামে ১০ জুন শুরু হতে যাওয়া একমাত্রটেস্টের দলে নেই।তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি শুরু হবে১৮ জুন। বাকি দুটি ওয়ানডে ২১ ও ২৪ জুন। দিবা-রাত্রির তিনটি ওয়ানডেই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

Thursday 12 March 2015

Top Batsmen Leading The Cricket World

Batsmen   Rankings - Test♦
Rank - Name           -        Team -             Rating
1          Sangakkara          Sri Lanka        909
          de Villiers             South Africa   908
          Amla                     South Africa   891
          S Smith                 Australia         873
          Mathews               Sri Lanka        841
          Williamson          New Zealand    839
          Chanderpaul          West Indies  834
          Younis Khan          Pakistan       818
          Warner                    Australia     805
10         J Root                    England       789

Batsmen Rankings - ODI♠
Rank  -  Name -              Team   -            Rating
          de Villiers         South Africa    898
2           Amla                 South Africa    849
          Sangakkara      Sri Lanka         849
          Kohli                  India                847
5           Dilshan              Sri Lanka        798
6           Williamson        New Zealand   789
          Dhawan             India                 784
          Finch                  Australia          734
          Bailey                 Australia          718
10         Dhoni                India                712

Batsmen Rankings - T20♣
Rank  -  Name   -               Team  -           Rating
          Kohli                     India               897
          Finch                    Australia         870
          A Hales                 England         866
          du Plessis            South Africa    795
          B McCullum         New Zealand 751
          Gayle                    West Indies     732
7           K Perera               Sri Lanka       707
          Raina                     India               677
          Warner                    Australia      662
10           Yuvraj                  India              657 

আপনি জানেন কি?
এক দিনের আন্তর্জাতিক ম্যাচে কত রানের সর্বশ্রেষ্ঠ জয়ের ব্যবধান রয়েছে ?
উত্তর  :২৯০ রান
বাংলাদেশ  ক্রিকেট টিমের জন্য অনেক অনেক শুভ কামনা রইল।

Top Teams Of Cricket World

Team Rankings - Test♣
Rank -Team -                Points -   Rating
1          South Africa      3,839       124
2          Australia           4,718       118
3          England            4,063       104
4          Pakistan            3,090       103
         New Zealand     3,660       99
        Sri Lanka           3,258       96
        India                   3,228       95
        West Indies        2,272       76
        Bangladesh         676         32
10        Zimbabwe         228         18

♣Team Rankings - ODI
Rank Team     Points    Rating
1         Australia       6,751     121
        India              8,587     116
        South Africa  6,710    112
        Sri Lanka       9,473    108
        New Zealand  5,346   107
        England           6,160   101
        Pakistan          6,088   95
        West Indies     5,189    93
9         Bangladesh     2,766    77
10        Zimbabwe      2,011    50
11        Ireland                         45
12        Afghanistan 736         39

♠Team Rankings - T20
Rank   Team    Points Rating
1         Sri Lanka       3,006   131
        India               2,009   126
        Pakistan        3,474   120
        Australia        3,041   117
        South Africa  3,362   116
        West Indies   3,140    112
        New Zealand  2,657   111
        England          2,481    99
        Ireland            1,046    87
10       Bangladesh  1,147    72
11       Netherlands    951    68
12       Afghanistan    743    62
13       Zimbabwe        573    52
14       Scotland           512    51
টপ ব্যাটসম্যানদের লিস্ট নিয়ে আমরা শীগ্রই আসছি। সাথে থাকুন।।

Wednesday 4 March 2015

মাশরাফি আমাদের গর্ব ,আমাদের প্রেরণা

দুঃখটা বাংলাদেশের জন্য না। দুঃখ টা মাশরাফির জন্য।।একজন বাবার ৫মাসের শিশু
সন্তান হসপিটালের আই সি ইউ তে কাতরাচ্ছে। তার পরও সেই বাবা দেশের হয়ে নেতৃত্ব দিয়ে যাচ্ছে লক্ষ মাইল দুরে। একজন খেলোয়াড় যার পায়ে ১২বার ডাক্তারের ছুরি চলেছে। যে কোন
সময় আজীবন পংগু হওয়ার সম্ভবনা। এর পরও খেলে যাচ্ছেন দেশের জন্য।।সে খেলোয়াড়ি জীবনে যা ইনকাম করেছে,তা দিয়ে আরামে আয়েশে বসে বড় কোন ব্যবসা শুরু করতে পারতো।কিন্ত না,পাগলা টা তাও ছুটে যায়,সব কিছুকে পেছনে ফেলে।দেশের জন্য।। আজ-কাল কার আনামুলরা কেমনে বুঝবে তার দেশপ্রেম!! একজন ভাল প্লেয়ার হিসেবে নয়। একজন ভাল মানুষ হিসেবে মাশরাফি আমার কাছে অধিকতর প্রিয়।।কিন্তু সে মানুষ কে দুদিন আগে জুমার নামায পড়তে গিয়ে লাঞ্চিত হতে হয়।কেমন
আমরা চিন্তা করুন।মাশরাফির মত আর ৪/৫ টা খেলোয়াড় নিজের জন্য না খেলে দেশের
জন্য খেলতেন তাহলে বাংলাদেশ বিশ্ব
চ্যাম্পিয়ন হতো ।এক মত হলে গর্জে উঠুন ।
I love u মাশরাফি ভাই।
★☆★ আর একটা প্রশ্ন,আপনি কি তামিম কে বাংলাদেশ দলে রাখার প্রয়োজন
আছে বলে মনে করেন???
Showing posts with label খেলাধুলা. Show all posts
Showing posts with label খেলাধুলা. Show all posts

Tuesday 9 June 2015

ডি ভিলিয়ার্সের রেকর্ড ছুঁতে মুমিনুলের প্রতিক্ষা

মুমিনুল কি পারবেন ডি ভিলিয়ার্সের রেকর্ড ছোতে?ভারতের সাথে আসন্ন ম্যাচকে সামনে রেখে ক্রিকেট প্রেমীদের এখন একটাই প্রত্যাশা।
পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টে অর্ধশতক করে
ভারতের কিংবদন্তি টেন্ডুলকারকে পেছনে
ফেলেন মুমিনুল। টানা ১১ টেস্টে অর্ধশতকে
রিচার্ডস, বিরেন্দর শেবাগ ও গৌতম গম্ভিরের
পাশে বসেন তিনি।এবার শচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে ভিভ রিচার্ডসের পাশে থাকা মুমিনুল হকের সামনে এখন এবি ডি
ভিলিয়ার্সকে স্পর্শ করার সুযোগ। এমনিতে রেকর্ড
নিয়ে খুব একটা ভাবেন না তরুণ মুমিনুল। এবার
দেশবাসীর প্রত্যাশা মেটাতে টানা ১২ টেস্টে
পঞ্চাশ বা তার বেশি রানের রেকর্ডে ভাগ
বসাতে চান বাঁহাতি এই ব্যাটসম্যান।কিন্তু ডি ভিলিয়ার্সের সঙ্গে নিজের তুলনায় আপত্তি আছে মুমিনুলের।নিজের প্রসঙ্গে তিনি যা বলেন “আমিতো উনার আশেপাশে নেই।
আপনারাই জানেন, উনি সব ফরম্যাটেরই রাজা।
আমি মনে করি না যে, আমি উনার প্রতিদ্বন্দ্বী।”
এদিকে পিছনে তাকালে দেখা যায়, ২০১২ সালের নভেম্বর থেকে ২০১৪ সালের
ফেব্রুয়ারি পর্যন্ত টানা ১২ ম্যাচে অর্ধশতক করে
রেকর্ড গড়েন ডি ভিলিয়ার্স।
ভারতের বিপক্ষে ফতুল্লায় একমাত্র টেস্টে
মুখোমুখি হবে বাংলাদেশ। বুধবার শুরু হতে যাওয়া
সেই ম্যাচে সবার প্রত্যাশা মেটাতে এই রেকর্ড
স্পর্শ করতে চান মুমিনুল, কারো পাশে বসার জন্য
নয়।
“কার পাশে বসব কি বসব না, আসলে সেটা নিয়ে
চিন্তা করছি না। … দেশের মানুষ যেভাবে
প্রত্যাশা করে আর আমার যা লক্ষ্য, তা অর্জন
করার চেষ্টা করব।”
২০১৩ সালের অক্টোবর থেকে খেলা টানা ১১
ম্যাচের যে কোনো এক ইনিংসে অন্তত পঞ্চাশ
রান করেন মুমিনুল।
ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণে নিয়মিত
রান পাওয়া মুমিনুল এখন ‘টেস্ট বিশেষজ্ঞ’। অন্য
ধরনের ক্রিকেটে রান না পাওয়ায় আপাতত শুধু
টেস্টেই খেলতে হচ্ছে ২৩ বছর বয়সী
ব্যাটসম্যানকে। তবে নিজের ভুল-ত্রুটি ঠিক করে
এখনও সব সংস্করণে খেলার স্বপ্ন দেখছেন তিনি।
“যদি আমি ভালো করতে পারি, সেক্ষেত্রে আমি
ভালো সুযোগ পাব। এখন এটা নিয়ে যদি আমি
বেশি চিন্তা করি, তাহলে সবকিছুই হারাব।”
এখন পর্যন্ত খেলা ১৪ টেস্টের শুধু একটিতে অর্ধশতক
পাননি মুমিনুল। সেটি ছিল তার ক্যারিয়ারের
তৃতীয় টেস্ট। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে
সেই ম্যাচের দুই ইনিংসে ২৩ ও ২৯ রান করেন
তিনি। এর পর প্রতি ম্যাচেই অর্ধশতক পেয়েছেন
তিনি।
মুমিনুল কি পারবেন দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে?এই প্রশ্নর উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে খেলার আগ পর্যন্ত। 

Sunday 7 June 2015

'ডাবল ট্রেবল' বার্সেলোনা

গোল পাননি লিওনেল মেসি; তাতেও থামেনি বার্সেলোনা।শনিবার চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে জুভেন্টাসের বিরুদ্ধে ৩-১ গোলে জয় পেল বার্সেলোনা৷ এদিন বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বার্সেলোনা৷ একের পর এক আক্রমণে জুভেন্টাসকে নাজেহাল করে তোলে৷ ম্যাচের চতুর্থ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে নেন রাকিতিচ। প্রায় মাঝমাঠ থেকে লম্বা ক্রস করেন মেসি।সেখান থেকে এক টোকায় নেইমারকে বল দেন জর্দি আলবা। নেইমার খুঁজে পান ছুটে ডি বক্সের
ভেতরে ঢুকে পড়া আন্দ্রেস ইনিয়েস্তাকে। তার পাস থেকে জানলুইজি বুফ্ফনকে পরাস্ত করে বল জালে পাঠান ক্রোয়েশিয়ার মিডফিল্ডার রাকিতিচ। প্রথমার্ধে একের পর এক আক্রমণ শানিয়েছেন বার্সেলোনা৷ কিন্তু আর গোল করতে পারেনি তারা৷ বিরতির সময় ম্যাচের ফল ১-০ ছিল৷ বিরতির পরে অবশ্য অন্য চেহারায় দেখা গিয়েছে জুভেন্টাসকে ৷বার্সেলোনার আক্রমণের ধাক্কা সামলে ৫৫তম মিনিটে সমতা ফেরান মোরাতা। স্টেফানলিখটস্টাইনারের পাস থেকে তেভেসের জোরালো শট ঝাঁপিয়ে ঠেকান বার্সেলোনার গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগান। তবে শেষ রক্ষা হয়নি,ফিরতি বলে তাকে পরাস্ত করে জাল খুঁজে নেন রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার মোরাতা।ম্যাচের ৬৮তম মিনিটে দ্বিতীয় বার বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার কৃতিত্ব
সুয়ারেসের। প্রায় মাঝমাঠ থেকে বল নিয়ে ডি-বক্সের ভেতর থেকে জোরালো শট নেন মেসি।ঝাঁপিয়ে তাকে ব্যর্থ করে দেন বুফ্ফন। কিন্তু ফিরতি বল জালে পাঠিয়ে উল্লাসে মাতেন সুয়ারেস। ম্যাচের অতিরিক্ত সময়ে নেইমারের গোলে বার্সেলোনার নিশ্চিত হয়ে যায় পঞ্চমবারের জন্য ইউরোপ সেরা এবং প্রথম দল হিসেবে এক মৌসুমে বার্সেলোনার দ্বিতীয়বার ট্রেবল জয়।
★দেখে নেই বার্সার কিছু ওলটপপালট করে দেওয়া রেকর্ড :
গত দশ বছরে চারবার চ্যাম্পিয়নস লিগ জয়, সাতটি স্প্যানিশ লিগ, এক পঞ্জিকাবর্ষে ছয় ট্রফির সবগুলো জেতার কীর্তির পর ইতিহাসের প্রথম দল হিসেবে‘ডাবল ট্রেবল’ জিতল কাল।
রেকর্ড বইয়ে এর মধ্যে কী কীওলটপালট করল এ দলটি:
* রাকিটিচের গোলটি চ্যাম্পিয়নস লিগ
ফাইনালের তৃতীয় দ্রুততম গোল। এর চেয়ে কম
সময়ে গোল করেছেন পাওলো মালদিনি (প্রথম
মিনিট, ২০০৫) ও গাইজকা মেনদিয়েতা (তৃতীয়
মিনিট, ২০০১)।
* এই প্রথম একই মৌসুমে একই দলের দুই খেলোয়াড় দশ কিংবা তারও বেশি গোল করল (মেসি ওনেইমার)।
* প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি ফাইনালে
গোল সহায়তা (অ্যাসিস্ট) করলেন ইনিয়েস্তা
(২০০৯, ২০১১ ও ২০১৫)।
* সেমিফাইনালের দুই লেগেই গোলের পর
ফাইনালেও গোল করা দ্বিতীয় খেলোয়াড়
মোরাতা। ২০১২-১৩ মৌসুমে করে​ছিলেন
আরিয়েন রোবেন।
* ২০১৪-১৫ মৌসুমে এমএসএন-ত্রয়ীর গোল সংখ্যা ১২২-এ গিয়ে থামল। আগের রেকর্ডটি ছিল রোনালদো-হিগুয়েইন-বেনজেমা ত্রয়ী​র ১১৮।
* জুভেন্টাসের মতো এতবার আর কোনো দল
ফাইনালে হারেনি (এ নিয়ে ছয়বার)।
* জুভেন্টাস তাদের সর্বশেষ চারটি ফাইনালেই
হেরেছে।
* বার্সেলোনা তাদের সর্বশেষ চারটি
ফাইনালেই জিতেছে।
* ১৫১ ম্যাচ খেলে চ্যাম্পিয়নস লিগ থেকেও
বিদায় নিলেন জাভি। সবচেয়ে বেশি ম্যাচ
খেলার রেকর্ড।
* ১৯৯০ সালের পর টানা দুবার চ্যাম্পিয়ন হয়নি
কোনো ক্লাব। শুধু তা-ই নয়, ১৯৯০ সালের পর এই একই দেশের দুই ক্লাব টানা চ্যাম্পিয়ন হলো
(রিয়াল ও বার্সা)। সর্বশেষ টানা দুবার
ইউরোপিয়ান কাপ জিতেছিল ইতালির এসি
মিলান (১৯৮৯ ও ১৯৯০)।
* ইউরোপের ক্লাব ফুটবলে অষ্টমবারের মতো
ট্রেবল (একই মৌসুমে লিগ, কাপ ও চ্যাম্পিয়নস
লিগ জেতা) জেতার ঘটনা ঘটল। বার্সা প্রথম
ক্লাব যারা এই কৃতিত্ব দুবার করে দেখাল
(২০০৮-০৯ ও ২০১৪-১৫)।

Saturday 6 June 2015

মুখোমুখি ফেভারিট বার্সেলোনা-জুভেন্টাস চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে (Champions League Final /Today, 12:45 AM Juventas-Barcelona)

শিরোপা জিতবে কে?স্পানিশ জায়ান্টরা নাকি কাতালান জায়ান্টরা?লক্ষ লক্ষ ফুটবল প্রেমিকের কৌতূহল এখন একটাই।স্বপ্ন টপ ফেভারিটদের নিয়ে। ফেভারিট বার্সেলোনা ও জুভেন্টাস আজ শনিবার যখন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে সে সময় উভয় দলেরই লক্ষ্য হবে ‘ট্রেবল’ জয়। কেননা নিজ নিজ লিগ জয়ের পাশাপাশি স্পেন(Spain) ও ইতালির(Italy) ক্লাব দুটি এছাড়াও ঘরোয়া আরো একটি শিরোপা তুলে নিয়েই মহাদেশীয় এ লড়াইয়ে নামছে। জার্মানির অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের লড়াইটি ঘিরে এখন ইউরোপ জুড়ে সাজ সাজ রব। এ লড়াইয়ে শ্রেষ্ঠত্ব দেখাতে পারলে ইতিহাসে দ্বিতীয়বারের মতো ‘ট্রেবল’ জিতবে স্পানিশ জায়ান্টরা। অপরদিকে জুভেন্তাসের সামনে ‘ট্রেবল’-এর পাশাপাশি থাকছে প্রায় দু’দশক পর আবারো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের হাতছানি। বার্সেলোনা এবারের চ্যাম্পিয়ন্স লিগ জিতলে দারুণ এক রেকর্ড গড়বেন দলটির মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। এই তারকা ২০১০ সালে
স্পেনের বিশ্বকাপজয়ী গোলটি করলেও, চ্যাম্পিয়ন্স
লিগের ফাইনালে কখনো জালে বল পাঠাতে
পারেননি। এমন নয় যে, ইউরোপীয় ক্লাব ফুটবলের
সর্বোচ্চ প্রতিযোগিতাটিতে ইনিয়েস্তার সাফল্য
নেই। কালকের খেলায় জুভেন্তাসকে হারিয়ে দিতে
পারলেই ইনিয়েস্তার নাম দেখা যাবে রিয়াল
মাদ্রিদ এবং এসি মিলানের কিংবদন্তী মিডফিল্ডার ক্ল্যারেন্স সিড্রফের পাশে, যিনি একাধিক ক্লাবের হয়ে চারবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। তিনবার এই প্রতিযোগিতার শিরোপা জিতে পরের স্থানেই রয়েছেন ইনিয়েস্তা। ফাইনালের আগে বার্সা-জুভেন্টাস শিবির থেকে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের কাছ থেকে কথার গোলাও মিলছে। জুভদের সাবেক তারকা মার্কো তারদেল্লি মনে করেন ২০০৬ সালে ইতালিয়ান ফুটবলে কেলেঙ্কারির পর তুরিনের ক্লাবটি আবারো পুনর্গঠিত হচ্ছে। সেই ঘটনায় জড়িত থাকায় শাস্তি হিসেবে আরো চার ক্লাবের সঙ্গে রেলিগেশনে নামিয়ে দেয়া হয়েছিলো জুভেন্তাসকে। দ্যা গার্ডিয়ানকে এক সাক্ষাত্কারে তারদেল্লি বলেন, ‘ক্লাবটি আর্থিক দিক থেকে দাঁড়িয়েছে এবং ফের লিগ শিরোপাগুলো জিতছে। জুভেন্তাস ক্লাবের পেছনে তাকালে কেবল আলোকিত দিনগুলোই দেখা যাবে।’
এদিকে শক্তির দিক থেকে কাতালান ক্লাবটি এগিয়ে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্তাসকে সমীহই করা হচ্ছে বলে জানিয়েছেন তারকা স্ট্রাইকার নেইমার। ইতালিয়ান জায়ান্টদের সঙ্গে লড়ার জন্য ক্লাবটি সর্বোচ্চ প্রস্তুতিই নিচ্ছে বলে জানান ব্রাজিল জাতীয় দলের এই অধিনায়ক। তিনি বলেন, ‘আমরা জুভেন্তাসকে জানি। তারা দারুণ একটি দল এবং তারা সহজ কোনো সুযোগে ফাইনালে আসেনি। এটা অনেক কঠিন একটি খেলা হবে। তাই আমাদেরকে সর্বোচ্চটা দিয়েই খেলতে হবে। আমি মনে করি এটা চলতি মৌসুমের সবচেয়ে কঠিন ম্যাচ হবে। তবে আমরা ইতিহাস গড়তে চাইবো এবং এই লক্ষ্যের খুবই নিকটে চলে এসেছি আমরা।’
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা আরো স্মরণীয় হতে পারে বার্সা কিংবদন্তী জাভি হার্নান্দেজের জন্য। তিনি এরই মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন— মৌসুম শেষেই দীর্ঘদিনের ক্লাবটি ছেড়ে কাতারে পাড়ি জমাবেন। গত বুধবার ক্যাম্প ন্যুতে জাভিকে আনুষ্ঠানিক বিদায়ও জানানো হয়েছে। তার বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতালান ক্লাবটির বর্তমান এবং সাবেক খেলোয়াড়রা; উপস্থিত ছিলেন গ্যালারি ভর্তি সমর্থক।চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল লড়াইটা হবে বার্সার হয়ে জাভির শেষ ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগ দিয়ে এই তারকা মিডফিল্ডারকে বিদায় জানানোটা বেশি তাত্পর্যময় হবে বলে মনে করেন বার্সার সাবেক অধিনায়ক কার্লোস পুয়োল। তিনি বলেন, ‘জাভি তার শেষ খেলায় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা তুলে ধরার জন্য যোগ্যতা রাখে। এই শিরোপা দিয়ে সে বিদায় নিক—এমনটাই আমি চাই।’ জাভির বিদায়টা নিশ্চিত হলেও বিভিন্ন সূত্রে জানা গেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা জুভেন্তাস তারকা আন্দ্রে পিরলোর জন্যও শেষ ম্যাচ হতে পারে। এই ইতালিয়ান তারকা আমেরিকার মেজর লিগ সকারের (এমএলএস) দল নিউইয়র্ক সিটির সঙ্গে যোগাযোগ করছেন বলে জানা গেছে। ফলে চ্যাম্পিয়ন্স লিগ জিতে জুভেন্তাস থেকে বিদায় নেয়াটা আরো মহিমান্বিত করতে চাইবেন পিরলো। ফাইনালের আগে ভালো খবর—খারাপ খবর দু’টিই শুনছেন জুভেন্তাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। ঊরুর চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন সেন্টার-ব্যাক আন্দ্রে বারজাগলি। তবে কাফ ইনজুরিতে ভুগছেন দলের অপর ডিফেন্ডার গিওর্গিও চিয়েলিনি।

Thursday 4 June 2015

সড়ক দুর্ঘটনার শিকার মাশরাফি সতর্ক থেকে বড় বিপদ এড়ালেন

আমাদের মাশরাফি ভাই মাটির মানুষ, সরল মনের মানুষ, ও আমাদের পাগলা কৌশিক।তাইতো ও এত বড় মাপের তারকা হয়েও আকাশেথাকেনা, আমাদের সাথে এই বাংলার মাটিতেই থাকে।তাইতো ও দামি গাড়ির চেয়ে রিক্সা কে বেশি ভালোবাসে।তাইতো ও সকাল বেলা লুঙ্গী পরেই বাজারে চলে যায়।পাড়ার চা দোকানে বসে চা খেতে খেতে সবার সাথে কুশল বিনিময় করে। রাস্তার মোড়ে টং দোকানে বসে চা খেতে পারে অবলীলায়। সবার সাথে মিলে মিশে চলে। আমি অবাক হয়ে ভাবি, এই ছেলেটা এতো ভালো কেন ? মাশরাফি আমাদের গর্ব।তাঁকে ভালবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে কি না আমি জানি না। মাশরাফিকে নিয়ে টিভিতে প্রথম যখন শিরোনাম দেখলাম, বুকে কাপঁন ধরিয়ে দিয়েছিল! আর একটু হলে আমি হাট' ফেল করতাম!!  খবরটি চোখে পড়ার সাথে সাথে বুকের ভেতর ধপ করে কেমন যেন করে উঠলো, বুঝতে পারলাম আমরা মাশরাফিকে কত ভালোবাসি !!
যাহোক, সতর্ক থাকার জন্য বড় রকরের বিপদ এড়ালেন মাশরাফি বিন মর্তুজা। মাশরাফির মেয়ে হুমায়রার টিকা দেওয়ার তারিখবৃহস্পতিবার। তার গাড়িটি মেয়েকে নিয়ে গেছেটিকা কেন্দ্রে। আরেকটি গাড়ির ব্রেকে ছিলসমস্যা। বাসা থেকে ১০-১৫ মিনিটের দূরত্বস্টেডিয়ামে তাই রিকশায় চেপে রওনা হয়েছিলেনতিনি। পথেই পেছন থেকে বাসের ধাক্কা। তবেউপস্থিত বুদ্ধির জোরে বড় ধরনের আঘাত পাওয়াথেকে বেঁচেছেন দেশ সেরা এই পেসার।সকাল ৯টার পর পর বাসা থেকে একটু এগিয়ে কালশি
রোডের কাছে আসতেই দুর্ঘটনা। মাশরাফিইবর্ণনায়, "পেছনের বাসটি যে একটু এলেমেলোচালাচ্ছিল, সেটি বুঝতে পারছিলাম। রিকশায়বসেই তাই খেয়াল রাখছিলাম বাসটির দিকে।বাসটি যখন আমার রিকশার কাছাকাছি এসে যখনধাক্কা দেবে প্রায়, বুঝতে পেরেই আমি লাফ দেই।বাস ঠিকই ধাক্কা দেয় রিকশাকে, রিকশার চাকাভেঙে যায়। পেছনেই ছিল একটি পুলিশের গাড়ি।ওরা এসে আমাকে টেনে তোলে। হাসপাতালেওনিয়ে যেতে চেয়েছিল, তবে আমি ধন্যবাদ জানিয়েবলি যে নিজেই ব্যবস্থা করে নেব।"ওই বাস ও বাসের চালককেও আটক করেছিল পুলিশ।তবে মাশরাফিই পুলিশকে অনুরোধ করেন তাদেরছেড়ে দিতে।তাৎক্ষণিক ভাবে হাসপাতালে না গিয়েশেরেবাংলা জাতীয় স্টেডিয়ামেই চলে আসেনমাশরাফি।বিসিবির চিকিৎসকরা তার দুই হাতে ওহাঁটুতে ব্যান্ডেজ করে দেন। ডান হাতের চোট একটুবেশি। বুড়ো আঙুলের নিচে তালুতে ক্ষত হয়েছে।লাফ দিয়ে রাস্তায় পড়ে গিয়েছিলেন বলে গরমপিচের ঘষা খেয়ে পুড়েও গেছে। বাঁ হাতের তালুর
উল্টো পিঠে ছড়ে গেছে। হাঁটুতেও চোট লেগে ছড়েগেছে। পরে ফুলেও উঠেছে হাঁটু। ক্যারিয়ার জুড়েহাঁটুর চোট কম ভোগায়নি মাশরাফিকে। তবে এবারচোট গুরুতর নয়।
দুপুর নাগাদও হাতে ব্যথা ছিল, হাঁটু ফোলা ছিল। তবুবড় কোনো ক্ষতি হয়নি ভেবে স্বস্তির নি:শ্বাসফেলছিলেন মাশরাফি, "ব্যথা আছে এখনও। তবে এটাকোনো ব্যাপার না। ভাগ্য ভালো আমি বাসটিরদিকে চোখ রাখছিলাম। যদি খেয়াল না করতাম বা
অন্যমনস্ক থাকতাম, তাহলে হয়তো বাসের ধাক্কায়আরও গুরুতর কিছু হতে পারত। আল্লাহর রহমতে বড়ধরনের একটা বিপদ থেকে বেঁচে গেছি।"শনিবার থেকেই জিম অনুশীলন শুরু করতে পাবেনবলে মনে করছেন মাশরাফি। ১২ জুন বগুড়ায় বিসিবি
হাই পারফরম্যান্স ইউনিটের প্রস্তুতি ম্যাচটিতেওখেলতে পারবেন বলে আশা বাংলাদেশের ওয়ানডেঅধিনায়কের। বগুড়ায় হাই পারফরম্যান্স ইউনিটেরপ্রস্তুতি ম্যাচে খেলার কথা মাশরাফিসহ টেস্টদলের বাইরে থাকা আরও কজনের।

এদিকে মাশরাফির হাতের তালুর ক্ষত নিয়ে চিন্তিত কোচ ও। ডান-হাতি বোলার মাশরাফির এই দুর্ঘটনাকেদুর্ভাগ্যজনক উল্লেখ করে জাতীয় দলের কোচচন্দিকা হাথুরুসিংহে বলেন, “এমনিতে চোট বেশি গুরুতর না;কিন্তু হাতের তালু নিয়ে আমরা একটু চিন্তিত।”
“যেহেতু টেস্ট আগে এবং ওয়ানডে সিরিজের আগেসময় আছে; আশা করি, সে সেরে উঠবে। তাকেসেরে ওঠার সর্বোচ্চ সুযোগ দেওয়া হবে।”
ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি ভারতেরবিপক্ষে ফতুল্লার খান সাহেব ওসমান আলীস্টেডিয়ামে ১০ জুন শুরু হতে যাওয়া একমাত্রটেস্টের দলে নেই।তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি শুরু হবে১৮ জুন। বাকি দুটি ওয়ানডে ২১ ও ২৪ জুন। দিবা-রাত্রির তিনটি ওয়ানডেই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

Thursday 12 March 2015

Top Batsmen Leading The Cricket World

Batsmen   Rankings - Test♦
Rank - Name           -        Team -             Rating
1          Sangakkara          Sri Lanka        909
          de Villiers             South Africa   908
          Amla                     South Africa   891
          S Smith                 Australia         873
          Mathews               Sri Lanka        841
          Williamson          New Zealand    839
          Chanderpaul          West Indies  834
          Younis Khan          Pakistan       818
          Warner                    Australia     805
10         J Root                    England       789

Batsmen Rankings - ODI♠
Rank  -  Name -              Team   -            Rating
          de Villiers         South Africa    898
2           Amla                 South Africa    849
          Sangakkara      Sri Lanka         849
          Kohli                  India                847
5           Dilshan              Sri Lanka        798
6           Williamson        New Zealand   789
          Dhawan             India                 784
          Finch                  Australia          734
          Bailey                 Australia          718
10         Dhoni                India                712

Batsmen Rankings - T20♣
Rank  -  Name   -               Team  -           Rating
          Kohli                     India               897
          Finch                    Australia         870
          A Hales                 England         866
          du Plessis            South Africa    795
          B McCullum         New Zealand 751
          Gayle                    West Indies     732
7           K Perera               Sri Lanka       707
          Raina                     India               677
          Warner                    Australia      662
10           Yuvraj                  India              657 

আপনি জানেন কি?
এক দিনের আন্তর্জাতিক ম্যাচে কত রানের সর্বশ্রেষ্ঠ জয়ের ব্যবধান রয়েছে ?
উত্তর  :২৯০ রান
বাংলাদেশ  ক্রিকেট টিমের জন্য অনেক অনেক শুভ কামনা রইল।

Top Teams Of Cricket World

Team Rankings - Test♣
Rank -Team -                Points -   Rating
1          South Africa      3,839       124
2          Australia           4,718       118
3          England            4,063       104
4          Pakistan            3,090       103
         New Zealand     3,660       99
        Sri Lanka           3,258       96
        India                   3,228       95
        West Indies        2,272       76
        Bangladesh         676         32
10        Zimbabwe         228         18

♣Team Rankings - ODI
Rank Team     Points    Rating
1         Australia       6,751     121
        India              8,587     116
        South Africa  6,710    112
        Sri Lanka       9,473    108
        New Zealand  5,346   107
        England           6,160   101
        Pakistan          6,088   95
        West Indies     5,189    93
9         Bangladesh     2,766    77
10        Zimbabwe      2,011    50
11        Ireland                         45
12        Afghanistan 736         39

♠Team Rankings - T20
Rank   Team    Points Rating
1         Sri Lanka       3,006   131
        India               2,009   126
        Pakistan        3,474   120
        Australia        3,041   117
        South Africa  3,362   116
        West Indies   3,140    112
        New Zealand  2,657   111
        England          2,481    99
        Ireland            1,046    87
10       Bangladesh  1,147    72
11       Netherlands    951    68
12       Afghanistan    743    62
13       Zimbabwe        573    52
14       Scotland           512    51
টপ ব্যাটসম্যানদের লিস্ট নিয়ে আমরা শীগ্রই আসছি। সাথে থাকুন।।

Wednesday 4 March 2015

মাশরাফি আমাদের গর্ব ,আমাদের প্রেরণা

দুঃখটা বাংলাদেশের জন্য না। দুঃখ টা মাশরাফির জন্য।।একজন বাবার ৫মাসের শিশু
সন্তান হসপিটালের আই সি ইউ তে কাতরাচ্ছে। তার পরও সেই বাবা দেশের হয়ে নেতৃত্ব দিয়ে যাচ্ছে লক্ষ মাইল দুরে। একজন খেলোয়াড় যার পায়ে ১২বার ডাক্তারের ছুরি চলেছে। যে কোন
সময় আজীবন পংগু হওয়ার সম্ভবনা। এর পরও খেলে যাচ্ছেন দেশের জন্য।।সে খেলোয়াড়ি জীবনে যা ইনকাম করেছে,তা দিয়ে আরামে আয়েশে বসে বড় কোন ব্যবসা শুরু করতে পারতো।কিন্ত না,পাগলা টা তাও ছুটে যায়,সব কিছুকে পেছনে ফেলে।দেশের জন্য।। আজ-কাল কার আনামুলরা কেমনে বুঝবে তার দেশপ্রেম!! একজন ভাল প্লেয়ার হিসেবে নয়। একজন ভাল মানুষ হিসেবে মাশরাফি আমার কাছে অধিকতর প্রিয়।।কিন্তু সে মানুষ কে দুদিন আগে জুমার নামায পড়তে গিয়ে লাঞ্চিত হতে হয়।কেমন
আমরা চিন্তা করুন।মাশরাফির মত আর ৪/৫ টা খেলোয়াড় নিজের জন্য না খেলে দেশের
জন্য খেলতেন তাহলে বাংলাদেশ বিশ্ব
চ্যাম্পিয়ন হতো ।এক মত হলে গর্জে উঠুন ।
I love u মাশরাফি ভাই।
★☆★ আর একটা প্রশ্ন,আপনি কি তামিম কে বাংলাদেশ দলে রাখার প্রয়োজন
আছে বলে মনে করেন???