Tuesday, 26 May 2015

বাংলাদেশের সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট এর ওয়েবসাইট সমূহ (Websites of Bangladesh Government Polytechnic Institute)

♦ যে সব ছোট ভাইয়েরা এবছর ssc বা সমমানের পরীক্ষা দিয়ে রিজাল্টের জন্য বসে আছো, তোমাদের কাঙ্ক্ষিত মুহূর্তের আর মাত্র কয়েকদদিন বাকি।রিজাল্ট বের হওয়ার পর অনেকের ইচ্ছা আছে সরকারী পলিটেকনিক গুলোতে ভর্তি হওয়ার।মূলত তোমাদের উদ্দেশ্যেই এই পোস্ট। একটু মনোযোগ দিয়ে পড়,অন্যরা ও পড়ে দেখেন, তাহলে আপনার ভাই,বন্ধু কিংবা চেনাজানা কাউকে বলতে পারবেন।তো এবার শুরু করা যাক,তোমরা এবার যারা পরীক্ষা দিলে আগে নবম-দশম এর বোর্ড বই গুলো ভাল করে পড় ।
★বাংলা ১ম ও ২য় পত্র,
★ইংলিশ ২য় পত্র,
★পদার্থ বিজ্ঞান,
★রসায়ন বিজ্ঞান,
★জীববিজ্ঞান,
★গণিত/উচ্চতর গণিত এসকল বইগুলো পড়বে।
আর যারা বিজ্ঞান গ্রুপ এর ছাত্র না তারা অন্যদের কাছ থেকে বইগুলো সংগ্রহ করে অন্য কারো সহায়তা নিতে পারো। সমসাময়িক দেশীয় এবং আন্তর্জাতিক বিষয়গুলো মনে রাখার চেষ্টা করবে। আর একটি কথা পড়ালেখা এখন তোমার নিজের কাছে,কোচিং তোমাকে পলিটেকনিক এ ভরতি করিয়ে দিবেনা। সত্য কথা বলতে পলিটেকনিক গুলোতে যেসকল শিক্ষার্থী এডমিশন নিতে পারে তাদের অধিকাংশই কোনো কোচিং না করেই চান্স পেয়েছে।আবার অনেকে কোচিং করেও ২ ৩ বার পরীক্ষা দিয়েও চান্স পায় না। অতএব তোমার নিজস্ব পড়ালেখাই তোমার ব্যাপারে সিদ্ধান্ত দিবে।
★জানি পলিটেকনিক সম্পর্কে তোমাদের অনেক কিছু জানার আছে! তাই আমার জানা মত দেশের সরকারি পলিটেকনিক গুলোর ওয়েবসাইট তোমাদের উদ্দেশ্যে শেয়ার করলাম।
=> Dhaka Polytechnic Institute
www.dpi.gov.bd
=>Dhaka Mohila Polytechnic Institute
www.dmpi.gov.bd
=>Bangladesh Sweden Polytechnic Institute
www.bspi.gov.bd/
=>Comilla Polytechnic Institute
www.comillapoly.gov.bd
=>Bogra Polytechnic Institute, Bogra
www.bpi.gov.bd
=>Barisal Polytechnic Institute
www.bpi.edu.bd
=>Chittagong Polytechnic Institute
www.ctgpoly.gov.bd
=>Jessore Polytechnic Institute
www.jpi.edu.bd
=>Faridpur Polytechnic Institute
www.faridpurpolytechnic.gov.bd
=>Dinajpur Polytechnic Institute
www.dpi.edu.bd
=>Tangail Polytechnic Institute
www.tpi.gov.bd
=>Feni Polytechnic Institute
www.fenipoly.edu.bd
=>Jhenaidah Polytechnic Institute
www.jhenaidahpoly.gov.bd
=>Khulna Mohila Polytechnic Institute
www.kmpibd.com
=>Khulna Polytechnic Institute
www.kpi.edu.bd
=>Kishorganj Polytechnic Institute
www.kishorepoly.com
=>Mymensingh polytechnic institute
www.mpi.edu.bd
=>Rangpur polytechnic institute
www.rpirangpur.com
=>Sylhet polytechnic institute
www.spi.gov.bd
=>Patuakhali polytechnic institute
www.ppi-bd.webs.com
=>Graphics arts institute
www.gai.gov.bd
=>Engineering and survey institute, Rajshahi
www.esiraj.gov.bd
=>Mahila polytechnic institute,Rajshahi
www.rmpi.gov.bd
=>Thakurgaon polytechnic institute
www.tpi.edu.bd
=>Naogaon polytechnic institute
www.npi.gov.bd
=>Kurigram polytechnic institute
www.kpik.gov.bd
=>Narsingdi polytechnic institute
www.narpoly.gov.bd
=>Munshiganj polytechnic institute
www.munshiganjpoly.com
=>Magura polytechnic institute
www.mpiedu.com
=>Feni computer institute
www.fcibd.net
এছাড়াও আরো যেসব পলিটেকনিক বাংলাদেশ এ রয়েছে,তোমরা চাইলে কমেন্ট করে জানাতে পার।তোমাদের যেকোনো সমস্যায় নক কর,যথাসাধ্য চেষ্টা করব হেল্প করার।

Tuesday, 26 May 2015

বাংলাদেশের সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট এর ওয়েবসাইট সমূহ (Websites of Bangladesh Government Polytechnic Institute)

♦ যে সব ছোট ভাইয়েরা এবছর ssc বা সমমানের পরীক্ষা দিয়ে রিজাল্টের জন্য বসে আছো, তোমাদের কাঙ্ক্ষিত মুহূর্তের আর মাত্র কয়েকদদিন বাকি।রিজাল্ট বের হওয়ার পর অনেকের ইচ্ছা আছে সরকারী পলিটেকনিক গুলোতে ভর্তি হওয়ার।মূলত তোমাদের উদ্দেশ্যেই এই পোস্ট। একটু মনোযোগ দিয়ে পড়,অন্যরা ও পড়ে দেখেন, তাহলে আপনার ভাই,বন্ধু কিংবা চেনাজানা কাউকে বলতে পারবেন।তো এবার শুরু করা যাক,তোমরা এবার যারা পরীক্ষা দিলে আগে নবম-দশম এর বোর্ড বই গুলো ভাল করে পড় ।
★বাংলা ১ম ও ২য় পত্র,
★ইংলিশ ২য় পত্র,
★পদার্থ বিজ্ঞান,
★রসায়ন বিজ্ঞান,
★জীববিজ্ঞান,
★গণিত/উচ্চতর গণিত এসকল বইগুলো পড়বে।
আর যারা বিজ্ঞান গ্রুপ এর ছাত্র না তারা অন্যদের কাছ থেকে বইগুলো সংগ্রহ করে অন্য কারো সহায়তা নিতে পারো। সমসাময়িক দেশীয় এবং আন্তর্জাতিক বিষয়গুলো মনে রাখার চেষ্টা করবে। আর একটি কথা পড়ালেখা এখন তোমার নিজের কাছে,কোচিং তোমাকে পলিটেকনিক এ ভরতি করিয়ে দিবেনা। সত্য কথা বলতে পলিটেকনিক গুলোতে যেসকল শিক্ষার্থী এডমিশন নিতে পারে তাদের অধিকাংশই কোনো কোচিং না করেই চান্স পেয়েছে।আবার অনেকে কোচিং করেও ২ ৩ বার পরীক্ষা দিয়েও চান্স পায় না। অতএব তোমার নিজস্ব পড়ালেখাই তোমার ব্যাপারে সিদ্ধান্ত দিবে।
★জানি পলিটেকনিক সম্পর্কে তোমাদের অনেক কিছু জানার আছে! তাই আমার জানা মত দেশের সরকারি পলিটেকনিক গুলোর ওয়েবসাইট তোমাদের উদ্দেশ্যে শেয়ার করলাম।
=> Dhaka Polytechnic Institute
www.dpi.gov.bd
=>Dhaka Mohila Polytechnic Institute
www.dmpi.gov.bd
=>Bangladesh Sweden Polytechnic Institute
www.bspi.gov.bd/
=>Comilla Polytechnic Institute
www.comillapoly.gov.bd
=>Bogra Polytechnic Institute, Bogra
www.bpi.gov.bd
=>Barisal Polytechnic Institute
www.bpi.edu.bd
=>Chittagong Polytechnic Institute
www.ctgpoly.gov.bd
=>Jessore Polytechnic Institute
www.jpi.edu.bd
=>Faridpur Polytechnic Institute
www.faridpurpolytechnic.gov.bd
=>Dinajpur Polytechnic Institute
www.dpi.edu.bd
=>Tangail Polytechnic Institute
www.tpi.gov.bd
=>Feni Polytechnic Institute
www.fenipoly.edu.bd
=>Jhenaidah Polytechnic Institute
www.jhenaidahpoly.gov.bd
=>Khulna Mohila Polytechnic Institute
www.kmpibd.com
=>Khulna Polytechnic Institute
www.kpi.edu.bd
=>Kishorganj Polytechnic Institute
www.kishorepoly.com
=>Mymensingh polytechnic institute
www.mpi.edu.bd
=>Rangpur polytechnic institute
www.rpirangpur.com
=>Sylhet polytechnic institute
www.spi.gov.bd
=>Patuakhali polytechnic institute
www.ppi-bd.webs.com
=>Graphics arts institute
www.gai.gov.bd
=>Engineering and survey institute, Rajshahi
www.esiraj.gov.bd
=>Mahila polytechnic institute,Rajshahi
www.rmpi.gov.bd
=>Thakurgaon polytechnic institute
www.tpi.edu.bd
=>Naogaon polytechnic institute
www.npi.gov.bd
=>Kurigram polytechnic institute
www.kpik.gov.bd
=>Narsingdi polytechnic institute
www.narpoly.gov.bd
=>Munshiganj polytechnic institute
www.munshiganjpoly.com
=>Magura polytechnic institute
www.mpiedu.com
=>Feni computer institute
www.fcibd.net
এছাড়াও আরো যেসব পলিটেকনিক বাংলাদেশ এ রয়েছে,তোমরা চাইলে কমেন্ট করে জানাতে পার।তোমাদের যেকোনো সমস্যায় নক কর,যথাসাধ্য চেষ্টা করব হেল্প করার।