চেয়ে আছি ছোট্ট দুটি খোকা-খুকির দিকে,
লাল-জামা আর চুড়ি না পেয়ে ঈদটা হবে ফিকে,
ফিরনি-পায়েস ঘরে-ঘরে,সন্দেশের ঘ্রাণ নাকে,
বৃষ্টি পড়ে ওরা তাকায়- চালের ফোটার ফাকে,
কেউ ডাকে বুয়া আমায়,কেউবা খালা,
সারাদিন খেটে যাই- বোঝেনা কেউ মনের জ্বালা,
চলে যায় বাড়ি সবে- অফিস,কলেজ,ভার্সিটি পেয়ে ছুটি,
ভাবে না একবার ও কেউ- জুটবে কি বুয়ার রুটি?
বছর শেষে ঈদ আসে নিয়ে আনন্দের বন্যা,
একরাশ ব্যথা চাপা দিয়ে চলছি গরিবের কন্যা।
Showing posts with label ছড়া. Show all posts
Showing posts with label ছড়া. Show all posts
Sunday, 29 May 2016
বিষণ্ণ এক ঈদ
ছিলটি মোর মাইরমাত। মুই ছিলটি মাতি আর নাগরি হরফে লেকি। আফনেও কুল্লে আড়াই দিনে হিকিলতা ফারবা ছিলটি নাগরি
Tuesday, 10 May 2016
পেরত্নির ডর
পেরত্নির ডর
বাঘর ডরে উঠি গাছে,
আগার মাঝে দেখি পেরত্নি নাছে,
ওরে পেরত্নি হবায় যা,
যারে পাছ, তারে খা,
একটা, দুইটা, তিনটা করি,
হখলটির ঘাড় ধরি,
আমারে রাখিয়া অতারে লইয়া-
যা,আন্দাইরো মিলাইয়া যা।
অমাবস্যাত ঝনী পোক জ্বলে,
দেখিইয়া শাওস ডেখইর তুলে,
ধামকি দেওয়ায় পেরত্নি বাগে,
আনন্দ অতার লাগি মনর মাঝে।
পেত্নী ভয়
বাঘের ডরে উঠি গাছে,
আগায় দেখি পেত্নী নাছে,
ওরে পেত্নী ঐদিকে যা,
যাকে পাস, তাকে খা,
একটা, দুটা, তিনটা করে,
সবগুলার ঘাড়ে ধরে,
আমায় রেখে ওদের নিয়ে-
যা,আধাঁরে মিলিয়ে যা।
অমাবস্যায় জোনাক জ্বলে,
দেখে সাহস হাই তুলে,
ধমকানিতে পেত্নী তাড়ায়,
আনন্দ তাই মনর কোণায়।
Labels:
ছড়া
ছিলটি মোর মাইরমাত। মুই ছিলটি মাতি আর নাগরি হরফে লেকি। আফনেও কুল্লে আড়াই দিনে হিকিলতা ফারবা ছিলটি নাগরি
Subscribe to:
Posts (Atom)
Showing posts with label ছড়া. Show all posts
Showing posts with label ছড়া. Show all posts
Sunday, 29 May 2016
বিষণ্ণ এক ঈদ
চেয়ে আছি ছোট্ট দুটি খোকা-খুকির দিকে,
লাল-জামা আর চুড়ি না পেয়ে ঈদটা হবে ফিকে,
ফিরনি-পায়েস ঘরে-ঘরে,সন্দেশের ঘ্রাণ নাকে,
বৃষ্টি পড়ে ওরা তাকায়- চালের ফোটার ফাকে,
কেউ ডাকে বুয়া আমায়,কেউবা খালা,
সারাদিন খেটে যাই- বোঝেনা কেউ মনের জ্বালা,
চলে যায় বাড়ি সবে- অফিস,কলেজ,ভার্সিটি পেয়ে ছুটি,
ভাবে না একবার ও কেউ- জুটবে কি বুয়ার রুটি?
বছর শেষে ঈদ আসে নিয়ে আনন্দের বন্যা,
একরাশ ব্যথা চাপা দিয়ে চলছি গরিবের কন্যা।
ছিলটি মোর মাইরমাত। মুই ছিলটি মাতি আর নাগরি হরফে লেকি। আফনেও কুল্লে আড়াই দিনে হিকিলতা ফারবা ছিলটি নাগরি
Tuesday, 10 May 2016
পেরত্নির ডর
পেরত্নির ডর
বাঘর ডরে উঠি গাছে,
আগার মাঝে দেখি পেরত্নি নাছে,
ওরে পেরত্নি হবায় যা,
যারে পাছ, তারে খা,
একটা, দুইটা, তিনটা করি,
হখলটির ঘাড় ধরি,
আমারে রাখিয়া অতারে লইয়া-
যা,আন্দাইরো মিলাইয়া যা।
অমাবস্যাত ঝনী পোক জ্বলে,
দেখিইয়া শাওস ডেখইর তুলে,
ধামকি দেওয়ায় পেরত্নি বাগে,
আনন্দ অতার লাগি মনর মাঝে।
পেত্নী ভয়
বাঘের ডরে উঠি গাছে,
আগায় দেখি পেত্নী নাছে,
ওরে পেত্নী ঐদিকে যা,
যাকে পাস, তাকে খা,
একটা, দুটা, তিনটা করে,
সবগুলার ঘাড়ে ধরে,
আমায় রেখে ওদের নিয়ে-
যা,আধাঁরে মিলিয়ে যা।
অমাবস্যায় জোনাক জ্বলে,
দেখে সাহস হাই তুলে,
ধমকানিতে পেত্নী তাড়ায়,
আনন্দ তাই মনর কোণায়।
Labels:
ছড়া
ছিলটি মোর মাইরমাত। মুই ছিলটি মাতি আর নাগরি হরফে লেকি। আফনেও কুল্লে আড়াই দিনে হিকিলতা ফারবা ছিলটি নাগরি
Subscribe to:
Posts (Atom)