Wednesday, 7 September 2016

জীবনরথ

কেউ আর অাসবেনা,বসবেনা,
বলবে না- আয় চল।
হাওরের পানিতে নাও ভাসাবো-
সাঁতার কাটব, দেখব জল।।
জীবন মানে দস্যিপনা-
তোকে নিয়ে আঁকব আলপনা;
নাছোড়বান্দা ওরে পাগল,
তুই, ঘুড়ি উড়াবেনা? (ঐ)
টেবিল কোণে তোর ডায়রিতে,
দেখতে লাগে জং ধরেছে,
মালিকহীন ডায়রিটা ও আর-
আগ বাড়ায় না, রে পাগলা,
আগ বাড়ায় না।
ঘরে এসে তোর নামে কেউ
নালিশ করে না,
আজ আর নালিশ করে না।
তুই নাকি দস্যি ছেলে-
তাও বলে না।
কেন জানি নিজেকে বড় একা লাগে,
জানি তুই তো আছিস পাশে;
জানি সামনে বাকি অনেক পথ,
পাড়ি দিতে হবে চরে জীবনরথ;
দুঃখ-সুখের কত কথা-
তোকে বলা হবে না।।
অভিমানে তোর লালটুকটুকে মুখ-
দেখতে পাব না।।
অামি নতুনের মতো-
সবসময় বাঁচতে চাই,
সময়ের ব্যবধানে তাই কেউ আসে-
কেউ অাবার চলে যায়।
যা চলছে অনাদিকাল থেকে হরদম,
প্রকৃতির মতো অামি করে যাই সব হজম,
হয়ে যাই হরণ; হই কি বল, স্মরণ?

Wednesday, 7 September 2016

জীবনরথ

কেউ আর অাসবেনা,বসবেনা,
বলবে না- আয় চল।
হাওরের পানিতে নাও ভাসাবো-
সাঁতার কাটব, দেখব জল।।
জীবন মানে দস্যিপনা-
তোকে নিয়ে আঁকব আলপনা;
নাছোড়বান্দা ওরে পাগল,
তুই, ঘুড়ি উড়াবেনা? (ঐ)
টেবিল কোণে তোর ডায়রিতে,
দেখতে লাগে জং ধরেছে,
মালিকহীন ডায়রিটা ও আর-
আগ বাড়ায় না, রে পাগলা,
আগ বাড়ায় না।
ঘরে এসে তোর নামে কেউ
নালিশ করে না,
আজ আর নালিশ করে না।
তুই নাকি দস্যি ছেলে-
তাও বলে না।
কেন জানি নিজেকে বড় একা লাগে,
জানি তুই তো আছিস পাশে;
জানি সামনে বাকি অনেক পথ,
পাড়ি দিতে হবে চরে জীবনরথ;
দুঃখ-সুখের কত কথা-
তোকে বলা হবে না।।
অভিমানে তোর লালটুকটুকে মুখ-
দেখতে পাব না।।
অামি নতুনের মতো-
সবসময় বাঁচতে চাই,
সময়ের ব্যবধানে তাই কেউ আসে-
কেউ অাবার চলে যায়।
যা চলছে অনাদিকাল থেকে হরদম,
প্রকৃতির মতো অামি করে যাই সব হজম,
হয়ে যাই হরণ; হই কি বল, স্মরণ?