Monday, 5 September 2016

অতঃপর কাব্যনারী

ক্যানবাসে নয়, তুই বাস্তবে সুদর্শনা
অন্বেষণের পর বুঝেছি-
তুই ই তোর উপমা।
তোর অপলক দৃষ্টিতে চেয়ে,
নিমিষে উতলা হয়ে- যাই হারিয়ে।
বিধাতা তোকে গড়ল- হয়ে অকৃপণ,
প্রকৃতি তাই সেজেছে নিয়ে- তোর রূপ রং।
গোলাভরা সোনালী-ফসল-হাসি
জুড়ে আছে তোর মুখখানি,
তোকে দেখে তাই ঈর্ষা করে-
কল্পলোকের রাণী।
পুষ্পে-পুষ্পে সুশোভিত তোর স্নিগ্ধতা,
তোকে দেখে পূর্ণ হয় সহস্র কবিতা।

No comments:

Monday, 5 September 2016

অতঃপর কাব্যনারী

ক্যানবাসে নয়, তুই বাস্তবে সুদর্শনা
অন্বেষণের পর বুঝেছি-
তুই ই তোর উপমা।
তোর অপলক দৃষ্টিতে চেয়ে,
নিমিষে উতলা হয়ে- যাই হারিয়ে।
বিধাতা তোকে গড়ল- হয়ে অকৃপণ,
প্রকৃতি তাই সেজেছে নিয়ে- তোর রূপ রং।
গোলাভরা সোনালী-ফসল-হাসি
জুড়ে আছে তোর মুখখানি,
তোকে দেখে তাই ঈর্ষা করে-
কল্পলোকের রাণী।
পুষ্পে-পুষ্পে সুশোভিত তোর স্নিগ্ধতা,
তোকে দেখে পূর্ণ হয় সহস্র কবিতা।

No comments: