Sunday, 29 May 2016

বিষণ্ণ এক ঈদ

চেয়ে আছি ছোট্ট দুটি খোকা-খুকির দিকে,

লাল-জামা আর চুড়ি না পেয়ে ঈদটা হবে ফিকে,

ফিরনি-পায়েস ঘরে-ঘরে,সন্দেশের ঘ্রাণ নাকে,

বৃষ্টি পড়ে ওরা তাকায়- চালের ফোটার ফাকে,

কেউ ডাকে বুয়া আমায়,কেউবা খালা,

সারাদিন খেটে যাই- বোঝেনা কেউ মনের জ্বালা,

চলে যায় বাড়ি সবে- অফিস,কলেজ,ভার্সিটি পেয়ে ছুটি,

ভাবে না একবার ও কেউ- জুটবে কি বুয়ার রুটি?

বছর শেষে ঈদ আসে নিয়ে আনন্দের বন্যা,

একরাশ ব্যথা চাপা দিয়ে চলছি গরিবের কন্যা।

No comments:

Sunday, 29 May 2016

বিষণ্ণ এক ঈদ

চেয়ে আছি ছোট্ট দুটি খোকা-খুকির দিকে,

লাল-জামা আর চুড়ি না পেয়ে ঈদটা হবে ফিকে,

ফিরনি-পায়েস ঘরে-ঘরে,সন্দেশের ঘ্রাণ নাকে,

বৃষ্টি পড়ে ওরা তাকায়- চালের ফোটার ফাকে,

কেউ ডাকে বুয়া আমায়,কেউবা খালা,

সারাদিন খেটে যাই- বোঝেনা কেউ মনের জ্বালা,

চলে যায় বাড়ি সবে- অফিস,কলেজ,ভার্সিটি পেয়ে ছুটি,

ভাবে না একবার ও কেউ- জুটবে কি বুয়ার রুটি?

বছর শেষে ঈদ আসে নিয়ে আনন্দের বন্যা,

একরাশ ব্যথা চাপা দিয়ে চলছি গরিবের কন্যা।

No comments: