Saturday 13 June 2015

ডুয়েট এ বিএসসি ইঞ্জিনিয়ারিং/বি. আর্ক প্রোগ্রামে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী রবিবার

ডুয়েট (ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের) বিএসসি ইঞ্জিনিয়ারিং/বি. আর্ক প্রোগ্রামে ভর্তি পরীক্ষাঃ

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(ডুয়েট) বিএসসি ইঞ্জিনিয়ারিং/বি. আর্ক প্রোগ্রামে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী রবিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় মনোনীত প্রার্থীদের আসন বণ্টন নোটিশ বোর্ডসহ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে টাঙিয়ে দেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রথম পর্বে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে পুরকৌশল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ও স্থাপত্য বিভাগের প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা। আর দ্বিতীয় পর্বে দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক কৌশল, যন্ত্রকৌশলটেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা।ডুয়েটের পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার কামরুন নাহার জানান, এ বছর সাতটি বিভাগে ৫৪০আসনের বিপরীতে বাছাই করে পাঁচ হাজার ৩৮৩ শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। গড়ে প্রতি আসনের জন্য লড়ছেন ১০ জন পরীক্ষার্থী।
বিভাগ অনুযায়ী পুরকৌশল বিভাগের ১২০ আসনের বিপরীতে এক হাজার ১৯২ জন,
 ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক কৌশল বিভাগের ১৩৯৫ জন প্রতিযোগিতা করছেন ১২০টি আসনের বিপরীতে,
যন্ত্রকৌশল বিভাগের ১২০ আসনের জন্য লড়ছেন ৯৩১ জন,  
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬০ আসনের বিপরীতে ৫২৫ জন, 
 টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬০আসনের বিপরীতে ২৯৭ জন,  
স্থাপত্য বিভাগের ৩০ আসনের বিপরীতে ২২১ জন এবং
ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩০ আসনের বিপরীতে ৮২২ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।গতবারে মোট পরিক্ষার্থী ছিল ৪ হাজার ৩শ’ ৭৭ জন, যা
বর্তমান পরিক্ষার্থী থেকে প্রায় ১ হাজার জন কম। যে
হারে পরীক্ষার্থী বাড়ছে সে হারে আসন সংখ্যা বৃদ্ধি
পাচ্ছে না।
দেশের বিভিন্ন পলিটেকনিক ইন্সটিটিউট থেকে প্রকৌশল
ডিপ্লোমা সনদধারীরাই কেবল ডুয়েটের ভর্তি
পরীক্ষায় অংশ নিতে পারবেন। ডিপ্লোমা
প্রকৌশলীদের বিএসসি করার একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়
ডুয়েট।

No comments:

Saturday 13 June 2015

ডুয়েট এ বিএসসি ইঞ্জিনিয়ারিং/বি. আর্ক প্রোগ্রামে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী রবিবার

ডুয়েট (ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের) বিএসসি ইঞ্জিনিয়ারিং/বি. আর্ক প্রোগ্রামে ভর্তি পরীক্ষাঃ

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(ডুয়েট) বিএসসি ইঞ্জিনিয়ারিং/বি. আর্ক প্রোগ্রামে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী রবিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় মনোনীত প্রার্থীদের আসন বণ্টন নোটিশ বোর্ডসহ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে টাঙিয়ে দেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রথম পর্বে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে পুরকৌশল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ও স্থাপত্য বিভাগের প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা। আর দ্বিতীয় পর্বে দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক কৌশল, যন্ত্রকৌশলটেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা।ডুয়েটের পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার কামরুন নাহার জানান, এ বছর সাতটি বিভাগে ৫৪০আসনের বিপরীতে বাছাই করে পাঁচ হাজার ৩৮৩ শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। গড়ে প্রতি আসনের জন্য লড়ছেন ১০ জন পরীক্ষার্থী।
বিভাগ অনুযায়ী পুরকৌশল বিভাগের ১২০ আসনের বিপরীতে এক হাজার ১৯২ জন,
 ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক কৌশল বিভাগের ১৩৯৫ জন প্রতিযোগিতা করছেন ১২০টি আসনের বিপরীতে,
যন্ত্রকৌশল বিভাগের ১২০ আসনের জন্য লড়ছেন ৯৩১ জন,  
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬০ আসনের বিপরীতে ৫২৫ জন, 
 টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬০আসনের বিপরীতে ২৯৭ জন,  
স্থাপত্য বিভাগের ৩০ আসনের বিপরীতে ২২১ জন এবং
ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩০ আসনের বিপরীতে ৮২২ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।গতবারে মোট পরিক্ষার্থী ছিল ৪ হাজার ৩শ’ ৭৭ জন, যা
বর্তমান পরিক্ষার্থী থেকে প্রায় ১ হাজার জন কম। যে
হারে পরীক্ষার্থী বাড়ছে সে হারে আসন সংখ্যা বৃদ্ধি
পাচ্ছে না।
দেশের বিভিন্ন পলিটেকনিক ইন্সটিটিউট থেকে প্রকৌশল
ডিপ্লোমা সনদধারীরাই কেবল ডুয়েটের ভর্তি
পরীক্ষায় অংশ নিতে পারবেন। ডিপ্লোমা
প্রকৌশলীদের বিএসসি করার একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়
ডুয়েট।

No comments: