Monday, 15 June 2015

ডুয়েট এ ভর্তি স্বপ্ন পূরণ নাকি উচ্চশিক্ষা

গতকাল ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাস এর সামনে এমনি উপচে পড়া ভিড় ছিল।
পরীক্ষার পরে কারো মুখে ছিলো একটু হাসির
ছোয়া আর কারো চোখে ছিল কষ্টের ফোটা।
ডুয়েট এক প্রকার সোনার হরিণ, প্রায় প্রতিটা ছাত্রছাত্রীদের আকুল ইচ্ছা, যে ডুয়েট এ পড়বে, একজন বি.এস.সি
ইনঞ্জিনিয়ার হবে, কিন্তু আসন সংখ্যা খুবই সল্প,
তারপরও অনেক ছাত্র/ছাত্রী তীব্র চেষ্টা চালিয়ে
যায়, Do or die ডুয়েট এ চান্স পেতেই হবে, এবং এই
সব ছাত্রছাত্রীরাই চান্স পেয়ে থাকে, যারা হাল
ছাড়েনা।
ভর্তীযুদ্ধ শেষ, এখন শুধু মাত্র ফলাফল এর প্রত্যাশয়
শিক্ষার্থীরা। ধারনা করা হচ্ছে এইবারের ডুয়েটের
ভর্তি পরীহ্মার,
ফলাফল ১৮ তারিখের কাছাকাছি সময়ে প্রকাশ হতে
পারে।

No comments:

Monday, 15 June 2015

ডুয়েট এ ভর্তি স্বপ্ন পূরণ নাকি উচ্চশিক্ষা

গতকাল ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাস এর সামনে এমনি উপচে পড়া ভিড় ছিল।
পরীক্ষার পরে কারো মুখে ছিলো একটু হাসির
ছোয়া আর কারো চোখে ছিল কষ্টের ফোটা।
ডুয়েট এক প্রকার সোনার হরিণ, প্রায় প্রতিটা ছাত্রছাত্রীদের আকুল ইচ্ছা, যে ডুয়েট এ পড়বে, একজন বি.এস.সি
ইনঞ্জিনিয়ার হবে, কিন্তু আসন সংখ্যা খুবই সল্প,
তারপরও অনেক ছাত্র/ছাত্রী তীব্র চেষ্টা চালিয়ে
যায়, Do or die ডুয়েট এ চান্স পেতেই হবে, এবং এই
সব ছাত্রছাত্রীরাই চান্স পেয়ে থাকে, যারা হাল
ছাড়েনা।
ভর্তীযুদ্ধ শেষ, এখন শুধু মাত্র ফলাফল এর প্রত্যাশয়
শিক্ষার্থীরা। ধারনা করা হচ্ছে এইবারের ডুয়েটের
ভর্তি পরীহ্মার,
ফলাফল ১৮ তারিখের কাছাকাছি সময়ে প্রকাশ হতে
পারে।

No comments: