Saturday, 21 February 2015

Is It Really Politics

বাংলাদেশে এখন শুধুই একে অন্যের বিরুধ্যে প্রতিশোধের রাজনীতি চলছে, এ যেন রাজনীতিতে দুই পরিবারের আখেরী খেলা - এই কারণেই প্রতিশোধের নেশা কার বেশি তা মাপার ব্যারোমিটারও দরকার নেই --- সেই প্রতিশোধের মাধ্যম হলো ক্ষমতা --- আর,এফ, এল, এর ভাষায় বলি, "যতই কান্নাকাটি করুক না কেন সাধারণ জনগণ, কোনো লাভ নাই - দুইজনকে প্রতিশোধের নেশা থেকে ফেরাতে পারবে না" -- অথবা লাকি আকন্দ এর গানের মতো, "মোদের ডেকো না, ফেরানো যাবে না, যে খেলায় নেমেছি, পরাজয় মানব না"

Love Our Foreigners

আবুুধাবিতে আগুুনে পুড়ে ১০ বাংলাদেশীর মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত।  আল্লাহ তাদের জান্নাত দান করুন । 

Friday, 20 February 2015

"বোর্ড পরীক্ষার সার্টিফিকেট হারিয়ে গেলে আপনার যা করনীয়"



একটি ছাত্রের শিক্ষাজীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ
সার্টিফিকেট আর তা হারিয়ে গেলে ভীষণ চিন্তায় পড়ে যান
অনেকেই। কী করবেন, কিভাবে সার্টিফিকেট ফিরে পাবেন
তা বুঝতে পারেন না। সার্টিফিকেট বা এ ধরনের মূল্যবান
শিক্ষাসংক্রান্ত কাগজপত্র হারালে বা নষ্ট
হয়ে গেলে ঘাবড়ানোর কিছু নেই।

প্রথমে যা করবেনঃ
সার্টিফিকেট, নম্বরপত্র বা প্রবেশপত্র
হারিয়ে গেলে দেরি না করে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ
নেওয়া উচিত। এর জন্য প্রথমে আপনার এলাকার
নিকটবর্তী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে।
জিডির একটি কপি অবশ্যই নিজের কাছে রাখতে হবে। এরপর
যেকোনো একটি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে।
বিজ্ঞপ্তিতে নাম, শাখা, পরীক্ষার কেন্দ্র, রোল নম্বর,
পাসের সাল, বোর্ডের নাম এবং কিভাবে আপনি সাটিফিকেট,
নম্বরপত্র অথবা প্রবেশপত্র হারিয়েছেন তা সংক্ষেপে উল্লেখ
করতে হবে।
থানায় জিডি ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর
আপনাকে যেতে হবে যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন
সেই শিক্ষা বোর্ডে। শিক্ষাবোর্ডের ‘তথ্যসংগ্রহ কেন্দ্র’
থেকে আবেদনপত্র সংগ্রহের পর নির্ভুলভাবে পূরণ করতে হবে।
এরপর নির্ধারিত ফি সোনালী ব্যাংকের ডিমান্ড ড্রাফটের
মাধ্যমে বোর্ডের সচিব বরাবর জমা দিতে হবে।
টাকা জমা হওয়ার পর আবেদন কার্যকর হবে। আবেদনপত্রের
সঙ্গে মূল ব্যাংক ড্রাফট, পত্রিকায় বিজ্ঞপ্তির কাটিং ও
থানার জিডির কপি জমা দিতে হবে।

আবেদনপত্রে যা পূরণ করতে হবেঃ
আবেদনপত্র পূরণের ক্ষেত্রে প্রথমেই উল্লেখ
করতে হবে আপনি কোন পরীক্ষার (মাধ্যমিক না উচ্চমাধ্যমিক)
কী হারিয়েছেন এবং কী কারণে আবেদন করছেন। আবেদনপত্রের
বিভিন্ন অংশে ইংরেজি বড় অক্ষরে এবং বাংলায় স্পষ্ট
অক্ষরে পূর্ণ নাম, মাতার নাম, পিতার নাম, শিক্ষাপ্রতিষ্ঠা
নের নাম, রোল নম্বর, পাশের বিভাগ/জিপিএ, শাখা,
রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষাবর্ষ এবং জন্মতারিখ সহ বিভিন্ন
তথ্য লিখতে হবে।
পরবর্তী অংশে জাতীয়তা, বিজ্ঞপ্তি যে দৈনিক পত্রিকায়
প্রকাশিত হয়েছে সেটির নাম ও তারিখ
এবং সোনালী ব্যাংকের যে শাখায় ব্যাংক ড্রাফট করেছেন
সে শাখার নাম, ড্রাফট নম্বর ও তারিখ উল্লেখ করতে হবে।
আবেদনপত্রে প্রতিষ্ঠান প্রধানের সুপারিশের প্রয়োজন হবে।
এতে তার দস্তখত ও নামসহ সিলমোহর থাকতে হবে। আর
প্রাইভেট প্রার্থীদের আবেদনপত্র অবশ্যই গেজেটেড কর্মকর্তার
স্বাক্ষর ও নামসহ সিলমোহর থাকতে হবে।
নষ্ট হয়ে যাওয়া সনদপত্র/নম্বরপত্র/একাডেমিক ট্রান্সক্রিপ্টের
অংশবিশেষ থাকলে পত্রিকায়
বিজ্ঞপ্তি দিতে হবে না বা থানায় জিডি করতে হবে না। এ
ক্ষেত্রে আবেদনপত্রের সঙ্গে ওই অংশবিশেষ জমা দিতে হবে।
তবে সনদে ও নম্বরপত্রের অংশবিশেষে নাম, রোল নম্বর, কেন্দ্র,
পাশের বিভাগ ও সন, জন্ম তারিখ ও পরীক্ষার নাম
না থাকলে তা গ্রহণযোগ্য হবে না। আর
বিদেশি নাগরিককে ব্যাংক ড্রাফটসহ নিজ সরকারের
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করতে হবে।

কত টাকা লাগবেঃ
সাময়িক সনদ, নম্বরপত্র, প্রবেশপত্র ফি (জরুরি ফিসহ) ১৩০
টাকা। এ ছাড়া ত্রি-নকলের জন্য ১৫০ টাকা এবং চৌ-নকলের
জন্য ২৫০ টাকা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিতে হয়।

কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন।
আপনাদের সুখী জীবন আমাদের কাম্য।ধন্যবাদ।

Nuclear Binding Energy in Deuterium



The mass of a 2H atom is less than the sum of the
masses of a proton, a neutron, and an electron by
0.002388 amu; the difference in mass corresponds to
the nuclear binding energy. The larger the value of
the mass defect, the greater the nuclear binding
energy and the more stable the nucleus.

Thursday, 19 February 2015

খেলবে বাংলাদেশ,দেখবে বিশ্ব


ইউএস অ্যামবাসেডর ও অন্যান্যরা আমাদের টাইগারদের খেলা উপভোগ করছিলেন । ২১শে ফেব্রুয়ারি ,আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে

লাল

সবুজ

পতাকা উড়িয়ে মাঠে নামছে আমাদের টাইগার রা । এদিকে অনেক সিলেটি লোকেদের দেখেছি দেশের মাটিতে খেলা দেখবেন বলে দেশে ছুটে এসেছেন । সবার একটাই প্রত্যাশা , বাংলাদেশ যেন অনেক ভালো খেলে । সময় এসেছে বিশ্বের বুকে আরো একবার লাল-সবুজের পতাকা নিয়ে হাজির হওয়ার ।

Know the shortcut commands to open windows Programs faster




No need to try all shortcuts commands, just
try for frequently accessed programs.
Just press CTRL+ R and type the command and press
enter.
Here is the Shortcut commands for you:
appwiz.cpl ----> Add/Remove Programs
access.cpl ----> Accessibility Controls
hdwwiz.cpl ----> Add Hardware Wizard
control admintools ----> Administrative Tools
wuaucpl.cpl ----> Automatic Updates
fsquirt ----> Bluetooth Transfer Wizard
calc ----> Calculator
certmgr.msc ----> Certificate Manager
charmap ----> Character Map
chkdsk ----> Check Disk Utility
clipbrd ----> Clipboard Viewer
cmd ----> Command Prompt
dcomcnfg ----> Component Services
compmgmt.msc ----> Computer Management
control panel ----> Control Panel
timedate.cpl ----> Date and Time Properties
ddeshare ----> DDE Share
devmgmt.msc ----> Device Manager
directx.cpl ----> Direct X Control Panel
dxdiag ----> Direct X Troubleshooter
cleanmgr ----> Disk Cleanup Utility
dfrg.msc ----> Disk Defragment
diskmgmt.msc ----> Disk Management
diskpart ----> Disk Partition Manager
control desktop ----> Display Properties
desk.cpl ----> Display Properties
control color ----> Display Properties
drwtsn32 ----> Dr. Watson System Troubleshooting
Utility
 verifier ----> Driver Verifier Utility
eventvwr.msc ----> Event Viewer
sigverif ----> File Signature Verification Tool
findfast.cpl ----> Findfast
control folders ----> Folders Properties
control fonts ----> Fonts
fonts ----> Fonts Folder
joy.cpl ----> Game Controllers
gpedit.msc ----> Group Policy Editor
iexpress ----> Iexpress Wizard
ciadv.msc ----> Indexing Service
inetcpl.cpl ----> Internet Properties
Iexplore ----> Internet Explorer
ipconfig /all ----> IP Configuration (Connection
Configuration
 ipconfig /displaydns ----> IP Config (Displays DNS
Cache Contents
ipconfig /flushdns ----> IP Config (Delete DNS
Cache Contents
ipconfig /release ----> IP Config (Release All
Connections
 ipconfig /renew ----> IP Config (Renew All
Connections
 ipconfig /registerdns ----> IP Config (Refresh
DHCP & Re-Registers DNS
ipconfig /showclassid ----> IP Config (Display
DHCP Class ID
ipconfig /setclassid ----> IP Config (Modifies
DHCP Class ID
jpicpl32.cpl ----> Java Control Panel (If Installed
javaws ----> Java Control Panel (If Installed
toy.cpl ----> Joystick Properties (If Installed
control keyboard ----> Keyboard Properties
main.cpl keyboard ----> Keyboard Properties
secpol.msc ----> Local Security Settings
usrmgr.msc ----> Local Users and Groups
logoff ----> Logs You Out Of Windows
winchat ----> Microsoft Chat
winmine ----> Minesweeper Game
control mouse ----> Mouse Properties
main.cpl ----> Mouse Properties
control netconnections ----> Network Connections
ncpa.cpl ----> Network Connections
netsetup.cpl ----> Network Setup Wizard
notepad ----> Notepad
nvtuicpl.cpl ----> Nview Desktop Manager (If
Installed
 packager ----> Object Packager
odbccp32.cpl ----> ODBC Data Source
Administrator
 osk ----> On Screen Keyboard
acfilter.cpl ----> Opens AC Filter (If Installed
password.cpl ----> Password Properties
perfmon.msc ----> Performance Monitor
perfmon ----> Performance Monitor
telephon.cpl ----> Phone and Modem Options
powercfg.cpl ----> Power Management
control printers ----> Printers and Faxes
printers ----> Printers Folder
eudcedit ----> Private Character Editor
QuickTime.cpl ----> Quicktime (If Installed
intl.cpl ----> Regional Settings
regedit ---->
Registry Editor
regedit32 ----> Registry Editor
mstsc ----> Remote Desktop
ntmsmgr.msc ----> Removable Storage
ntmsoprq.msc ----> Removable Storage Operator
Requests
 rsop.msc ----> Resultant Set of Policy (XP Prof
sticpl.cpl ----> Scanners and Cameras
control schedtasks ----> Scheduled Tasks
wscui.cpl ----> Security Center
services.msc ----> Services
fsmgmt.msc ----> Shared Folders
shutdown ----> Shuts Down Windows
mmsys.cpl ----> Sounds and Audio
spider ----> Spider Solitare Card Game
cliconfg ----> SQL Client Configuration
sysedit ----> System Configuration Editor
msconfig ----> System Configuration Utility
sfc /scannow ----> System File Checker (Scan
Immediately
 sfc /scanonce ----> System FC (Scan Once At Next
Boot
 sfc /scanboot ----> System FC (Scan On Every
Boot
 sfc /revert ----> System FC (Return to Default
Setting
 sfc /purgecache ----> System FC (Purge File Cache
sfc /cachesize=x ----> System FC (Set Cache Size
to size x
sysdm.cpl ----> System Properties
Taskmgr ----> Task Manager
nusrmgr.cpl ----> User Account Management
utilman ----> Utility Manager
explorer ----> Windows Explorer
firewall.cpl ----> Windows Firewall
magnify ----> Windows Magnifier
wmimgmt.msc ----> Windows Management
Infrastructure
 syskey ----> Windows System Security Tool
wupdmgr ----> Windows Update Launches
winver ----> Windows Version
tourstart ----> Windows XP Tour Wizard
Write ----> WordPad
If you want to open the " Add or Removal Program",just
press Ctrl+R and type as "appwiz.cpl " in run box and
press enter.
Likewise for opening wordpad just type " write ".

Windows ব্যবহারকারীদের জন্য প্রয়োজনীয় কিছু টিপস


আপনার পাওয়ার বাটন কি নষ্ট হয়ে গিয়েছে অথবা আপনি কি অধৈর্য্য হয়ে পড়েছে রিসাইকেল বিনের নাম পরিবর্তন করতে না পেরে। অথবা এও হতে পারে পিসিতে কাজের চাপে এক গাদা উইন্ডো আপনাকে জালিয়ে যাচ্ছে। আপনি যদি এমন অসুবিধার সম্মুখীন হোন তাহলে আপনি সঠিক জায়গাতেই আছেন। উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য কয়েকটি পুরাতন ও কার্যকরী টিপস এই লেখায় সকলের সামনে উপস্থাপন করব। পরিবর্তন করুন রিসাইকেল বিনের নাম ডেস্কটপের যে কোন শর্টকাট কি, আইকন থেকে শুরু করে যে কোন ফোল্ডার বা ফাইলের নামকে আপনি রিনেম করতে পারেন খুব সহজেই কিন্তু আপনি রিসাইকেল বিনকে রিনেম করতে গিয়েই পারেননি। কারণ রিসাইকেল বিন-এর ওপর মাউসের রাইট বাটন ক্লিক করলে সেখানে কোন রিনেম অপশনই থাকে না। কিন্তু আপনি চাইলেই ভিন্ন উপায়ে আপনার পছন্দ মত নাম দিয়ে রিনেম করতে পারেন। এর জন্য প্রথমেই আপনাকে স্টার্ট মেন্যু থেকে গিয়ে রান অপশনে গিয়ে লিখতে হবে regedit.exe, তারপর এন্টার চাপুন। সেখানে আপনি বামের দিকে থাকা HKEY_CLASSES_ROOT রুট ফোল্ডারটি ওপেন করে CLSID খুঁজে বের করুন। তারপর সেখানে {645FF040-5081-101B-9F08-00AA002F954E} ফোল্ডারটি ওপেন করে যে মান “40 01 00 20” দেওয়া আছে সেটা পরিবর্তন করে “70 01 00 20” এই মানে পরিবর্তন করুন। এবার দেখুন আপনি সহজেই রিসাইকেল বিনকে রিনেম করতে পারছেন। কম্পিউটার চালু করুন কি-বোর্ডের মাধ্যমে কম্পিউটার চালু করার ট্রাডিশেনাল পদ্ধতি হচ্ছে পাওয়ার বাটন চেপে পিসি অন করা। কিন্তু ধরুণ হঠাৎ করে আপনার এই ট্রাডিশেন হারিয়ে গেল অর্থ্যাৎ পাওয়ার যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি কি করবেন। এর একটি উপায় হচ্ছে প্রথমে কম্পিউটার চালু হওয়ার সময় কিবোর্ড থেকে Del বাটনটি চেপে ধরে Bios এ প্রবেশ করতে হবে। এরপরে Power Management Setup নির্বাচন করে এন্টার চাপুন। এখন Power on my keyboard নির্বাচন করে এন্টার দিন। তারপর আবার Password নির্বাচন করে এন্টার দিন। Enter Password এ কোন একটি কি পাসওয়ার্ড হিসেবে দিয়ে সেভ (F10) করে বেরিয়ে আসুন। হয়ে গেল কাজ। এরপর কিবোর্ড থেকে উক্ত কি অর্থ্যাৎ পাসওয়ার্ড কি চেপে পিসিটি চালু করতে পারবেন। গিগাবাইট এবং অন্যান্য মাদারবোর্ডের ক্ষেত্রে একই শর্ত প্রযোজ্য। নিজেই তৈরী করুন Hot Keys দ্রুত কাজের সুবিধার্থে হটকিস একটি কার্যকর ফিচার। হটকিস দিয়ে মূলত যেকোন কাজ কিবোর্ডের কি চেপে দ্রুত সময়ে করা যায়। উইন্ডোজে কাজে সুবিধার জন্য অনেক হটকিস তৈরী করে রাখা আছে। আপনি নিজের কাজের সুবিধার জন্য প্রয়োজনে নিজের হটকিস তৈরী করে নিতে পারবেন। এই ঠিকানা থেকে খুব ছোট সাইজের টুলটি নামিয়ে নিন। হটকি তৈরী করতে টুলটি চালু করুন। একটি ফোল্ডার ওপেন করুন এবং সুবিধা মত কি প্রদান করুন। পরবর্তীতে সেই কি চেপে আপনি আপনার প্রয়োজনীয় প্রোগ্রামটি ওপেন করতে পারবেন। সয়ংক্রিয়ভাবে অচল উইন্ডোগুলোকে মিনিমাইজ করুন একসাথে অনেক কাজ করলে মাঝেমধ্যে ডেস্কটপে বিভিন্ন উইন্ডোর ঝঞ্জাল সৃষ্টি হয়। কাজে বেশি ব্যস্ত থাকলে সেইসব উইন্ডোগুলোকে আর বন্ধ করা বা মিনিমাইজ করা হয় না। আপনি চাইলে ৪৩৮ কেবির একটি সফটওয়্যার ইন্সটলের মাধ্যমে ইনএকটিভ উইন্ডোগুলোকে স্বয়ংক্রিয়ভাবে মিনিমাইজ করাতে পারেন। নির্দিষ্ট সময় পরপর সফটওয়্যারটি অচল উইন্ডো গুলোকে মিনিমাইজ করে দেয়। চাইলে নির্দিষ্ট সময়কে ইচ্ছামত পরিবর্তন করতে পারবেন। সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে। ভুলবশত বন্ধ করে ফেলা উইন্ডো ফিরিয়ে আনুন: ডেস্কটপে কাজ করতে করতে অনেক সময় ভুলবশত কোন দরকারী উইন্ডো বন্ধ হয়ে যেতে পারে। এবং এতে আপনার আফসোসের শেষ থাকবে না। হায় রে! এ কি করলাম। কিন্তু হারানো উইন্ডো আপনি চাইলে সহজে ফিরিয়ে আনতে পারেন ছোট একটি ফ্রীওয়্যার দিয়ে। এই লিঙ্ক থেকে ফ্রীওয়্যারটি ডাউনলোড করে নিন। আপনি যখনই একটি উইন্ডো ক্লোজ করবেন সফটওয়্যারটি ৬০ সেকেন্ডের জন্য সেটি সেভ করে রাখবে। আপনি সিস্টেম ট্রে থেকে সফটওয়্যারের আইকনে ক্লিক করে উইন্ডো ফিরিয়ে আনতে পারবেন। ৬০ সেকেন্ডের সময়কে আপনি চাইলে বারিয়ে নিতে পারেন।

Wednesday, 18 February 2015

"All Useful Software Serial Keys"



╚═►VMware Workstation v9.X ◄═╝
Serial Key:→↓
ZF3X0-4ZW0Q-0842P-E6PGC-PKRZF
VY19K-01X5L-084MY-MXMZG-MAUF2
YA5X2-FEFDK-H80VQ-4YWQC-MPARD
YU1WA-F1GD7-485UQ-ADNNT-XCAR6
GF1WR-FGZ5J-485RY-JGQQC-XZ2G8
AY3HA-F1D5N-08D7Q-Z6X5T-XK2G2
YG5EK-D1X8L-088XY-NNQEC-P3AW6
VF14H-0YFE5-48D2Z-ZDPNT-YFUZ8
ZU31H-2WY83-0853Y-Z5WQZ-ZAAC6
GC1WK-F8XEM-M812P-9WMG9-XUU9F
AY540-00W0M-088DY-GDQ7T-QL8Z8
FF34U-A5W11-H80UP-F6WNV-NL8V6
CF71K-AGD52-H894Q-Q4P7E-XL2R6
YZ5MA-6GXDP-0841Y-K4PNG-XK2ZF
====================================================
====================
╚═►NovaPDF Professional Desktop v7.7.387◄═╝
Name : Dennis Anker
Serial: B11F-8V0T-XRU2-Z344-4MDF-2WM5-6XEB-NHK4
====================================================
====================
╚═►Microsoft Office 2013◄═╝
S/N: 9MBNG-4VQ2Q-WQ2VF-X9MV2-MPXKV
====================================================
====================
╚═►PowerDVD v5.0◄═╝
S/N: MV588995988G2285
====================================================
====================
╚═►Active Partition Recovery Enterprise v8.0◄═╝
Registered Name: Bernhard Walder
Registration Key: 00001Q-RB25T2-24ZXFW-WVDC84-
RCD4EQ-YWMDZ6-MD61TD-
VQ4VMU-87UDC3-5JB9DX-8NJMPA
====================================================
====================
╚═►AUTO CAD 2013◄═╝
sl no= 110-10061620, product key= 781E1
====================================================
====================
╚═►Internet Download Manager v6.15.1 Serial◄═╝
First Name: Anything
Last Name: Anything
Email: Anything
Serial: 7G7QY-NZWKQ-23KRA-RAMQ4
====================================================
====================
╚═►Registry Workshop v4.6.2◄═╝
Serial Key:→↓
01CBC4B66A06969B2638235982DED475E724C63B3D32A
13286D226D99703423AA060156394800258D5EF54FCCFB
52306C7A2AA1D44A028E17E2833D3CC70F31E
====================================================
====================
╚═►USB Disk Security v6.2.0.30 Serial Key◄═╝
ACADEMIC
18027
------------------------------
ABUTTER
18011
------------------------------
ABRAZITE
17950
------------------------------
ABRADE
17875
------------------------------
WIRING
17820
====================================================
====================
╚═►Advanced Archive Password Recovery Pro v4.53◄═╝
↓→:Serial Key:→↓
ARCHPRP-NWGTN-45653-DXZWD-93326
ARCHPRP-LEHKE-58253-RHCZW-73269n
====================================================
====================
╚═►Internet Download Manager v6.14.3◄═╝
First Name: Any Name
Last Name: Any Name
Email: Any Email
Serials:
7G7QY-NZWKQ-23KRA-RAMQ4
or
D4B22-SWRY9-FLFVP-NETDI
====================================================
====================
╚═►ImTOO Video Converter Ultimate
v7.7.0.20121224◄═╝
←↓→:Serial Key:→↓←
3A17-E5E5-C390-A079-39A9-E3EA-80A4-6C62
CB28-7E7E-5CA1-B182-F8A7-0041-D754-4B55
A5C6-1818-3A4F-5F69-E202-75D0-89ED-FC87
C3A1-7E8E-5C39-3A00-7C33-822B-389B-44D3
1BC5-E0E7-92BC-BC56-1161-A53D-F9E7-918D
A18F-5C6C-3A17-18EB-34FC-2042-46A4-5695
816C-5A5A-38E7-17C3-9E64-05A5-257B-02BF
====================================================
====================
╚═►FutureDecks DJ Pro v3.0.5◄═╝
Serial Key:→↓
759P4A3S56MN
M669C575KC43
L7NNSFL5MPPK
99765CLCKHK5
F9K65L35C5C5
====================================================
====================
╚═►avg internet security 2013◄═╝
Licence: 8MEH-RFR8J-PTS8Q-92ATA-O4WHO-JEMBR-
ACED
====================================================
====================
╚═►Microsoft Windows 8 RTM◄═╝
---------------Key:--------------------
6CNK2-RTVRV-TXYQK-86DBM-B4DHC
3HBY3-3GNXP-22R96-CCMCB-HT67C
KGQND-Q2HH6-XHXHC-89VWW-82KVC
F2V7V-8WN76-77BPV-MKY36-MKH3P
====================================================
====================
╚═►Adobe Photoshop Lightroom v4.3◄═╝
Serial Key: →↓
Name: mahn
Serial: 1160-4808-4026-5497-2931-5822
Name: Flash Gordon
Serial: 1160-4859-8564-6751-6040-3185
Name: Green Lantern
Serial: 1160-4254-4822-7250-4150-5688
====================================================
====================
╚═►Any Video Converter Ultimate v4.5.8◄═╝
Name: LiveLong
Serial: 0000KZ-KFQ4Q5-21UJ38-7AB787-812BM7-209R1A-
DNTPG7
====================================================
====================
╚═►TeamViewer Premium 5.1.9290 serial number ◄═╝
s/n: 09-31004-61457-936046
====================================================
====================
╚═►Photoshine Serial Key ◄═╝
name :ACPJ0020C4E
serial : A0JJ8022CFB
====================================================
====================
╚═► PowerISO 5.4◄═╝
Name: PowerISO
Serial: M9PHF-E3AK2-Q166Y-DAQ1H-TVXVJ
====================================================
====================
Kaspersky Internet Security 2013 License Key :-
Use One Of This Activation Code To Get 90 Days License
→↓
4GGYH-S7HEJ-QEGXT-4C88H
(OR)
QCGUH-J8FF6-33WGA-UBY62
====================================================
====================
╚═►TuneUp Utilities 2013 v13.0.2020.15◄═╝
Serial Key: →↓
FC661R-DA19J6-9WFX5T-79RYJX-DX6T1Y-A9K5E3
WVACTK-RNWVQ9-AK1YVC-Y07WYB-TB9Y5H-FVHFA8
C9ATBK-F4CXJE-H60MH3-NHXPKQ-80RPB9-0KF6V2
99VV7M-KRN8PK-4PDPX4-KY9Y7T-Q7TQ34-WJ5AKD
HNBHQA-B3QEWW-4Y6TWC-KXDRT8-QR4591-CRTV8H
9H2JWP-YPKKAM-3M8TAD-J82PYB-55WMFN-N5K428
8DRYX9-B4AKRK-CTH3TE-N0QFY1-RX777P-TTRKC6
MWETXX-RA0TAM-J570RF-YFHNW9-VMEVV0-60666M
====================================================
====================
Avast! AntiVirus v7.0.11 License Key Expiry Date
(2038) :-
C2092321R9946A0912-U52DEWK3
OR
C2092321R9946A0912-U52DEWK3
====================================================
====================
╚═►Flash Player Pro v5.4◄═╝
Name: LiveLong
Serial: LdfFla-23B9AC7E23E323AA6E448A9BD65AADFB
====================================================
====================
╚═►Hide Files and Folders v3.5◄═╝
Serial Key: →↓
a66e44fe14a7fcd5
be8054ffac8c3d28
3d5cbbdd6049fe6b
788887cd0bbcf8e2
fd434bde7a94fe93
====================================================
====================
╚═►Nitro PDF Professional Enterprise 8 v8.0.6.3◄═╝
Serial: →↓
NP8D95K4GG0610986CC
NP8D28K08K861091A52
NP8D8F04GSK619D6560
NP8D98G4XKS61068817
NP8DD60C8S061FC5394
NP8D23CX8C8612FA36D
NP8DCD8GOK4610DCCA4
NP8D03S4SGK612D6DA0
NP8D772561161D133E8
NP8D764G84C61247501
NP8D2F4KXC861F6DFBA
NP8D03C80SK613F59AA
NP8D20KSX08613BF266
NP8DCD4COS46100F9C6
NP8D52G00O0614E8C6C
NP8D772561161D133E8
====================================================
====================
╚═►SUPERAntiSpyware Professional v5.6.1014◄═╝
Serial Number: 322-412-2500
Activation Code: 60c2-7e0c-10ad-329d
Serial Number: 395-790-9638
Activation Code: b8b9-f84b-0e4d-dd7d
Serial Number: 109-577-0923
Activation Code: ca2c-0423-1199-78f0
====================================================
====================
╚═►Office 2010 professional plus Serials◄═╝
BDD3G-XM7FB-BD2HM-YK63V-VQFDK
W3BTX-H6BW7-Q6DFW-BXFFY-8RVJP
DX4MW-PB7F4-YR4WT-BV3MM-4YV79
6D739-9F4F2-BKKV8-YCHRF-PWR8B
4C9PX-DH3G9-D424D-FGGKF-PRWH3
W3G79-KFKR2-M9C86-JG748-G8373
====================================================
====================
╚═►Avast 5+6+7 serial ( Free )◄═╝
S/N: W6754380R9978A0910-4TZ59467
====================================================
====================
╚═►USB Drive Antivirus V.3.02 Build 0509◄═╝
1. NAME-USB Antivirus
Serial-WWHKZY
---------------------------
2. NAME-User
Serial-WWKZ
---------------------------
3. NAME-Rock_OM
Serial-TSIS
---------------------------
4. NAME-Frendz
Serial-HVKVN
====================================================
====================
╚═►Corel Graphic Suit X6◄═╝
S/N: DR16R22-LZA9ZQN-6HPW8RX-6QTKYZ
====================================================
====================
╚═►Corel Video Studio 12 Serials ◄═╝
VS14R22-PZ9U4XB-4USTVDL-PEPLKE2
VS14R22-D3466GB-UUS6K43-7EQW6UW
VS14R22-PR6QWBP-GUCYVNG-UKSQJHA
VS14R22-T5525UA-V4EG9DR-P6TB6UE
VS14R22-UYC4CTQ-BPQJT25-WTT4SPS
VS14R22-9LHHX33-ZP4N5P4-SBM7HGS
VS14R22-D8YUMAB-A2Q3YNE-HMQWNWE
VS14R22-R5BNPCQ-DKY26BT-DPY6C9J
VS14R22-QKDXPFN-YRVKL2E-HGZRG6E
====================================================
====================
╚═►Super DVD Factory v5.7 ◄═╝
Name: freeserialkey
Serial:
1199BA01C9C8B64244B4A42A662A723A2CBF089A005BE4
CF26AE68FCCF22992A0E9CF910CF06804A6686148DFD58C
8293818E5268FB78439C578DAAD2A87BFFF2F60CC40A24D7
C4707A8A8A572431074A008160333830C862C73D3BAC576
CF11803C0D84142979EC5834921FE9C4E63896150A4F3EC32
C61028A1F493D0003C5
====================================================
====================
╚═►Virtual DJ 6◄═╝
Serial: WBBS-UCHF-UBBLG
====================================================
====================
╚═►Sony Sound Forge 7.0.0.262◄═╝
SN : HQ-EM4R8P-7S407G-S93NCR
====================================================
====================
╚═►ADOBE PREMIERE PRO CS4 SERIAL KEYS◄═╝
1132-1033-0380-3409-5427-6334
1132-1686-5385-1891-1718-6945
====================================================
====================
╚═►Quick Heal Total Security version: 13.00
(6.0.0.4)◄═╝
Serial: VNI4-GACF-2358-RSUW
====================================================
====================
╚═►Avira internet security 2012 until 19 April 2013
key :◄═╝
Serial: P3WWW-WWWT3-PJHYD-CNCJ3-7973S
====================================================
====================
╚═►ESET SMART SECURITY 4 and 5,6 !◄═╝
Username: EAV-71746858
password : kbbmak3xen
06-12-2012
Username: EAV-71549467
password : 8ad8k72nbm
04-12-2012
Username:EAV-72535882
Password:j2jfk4u6pe
Expire:21-10-2012
Username:EAV-72535886
Password:xbjaarhjs5
Expire:21-10-2012
Username:EAV-72535888
Password:h6sb4ctejc
Expire:21-10-2012
Username:EAV-72535884
Password:rmjcev7tra
Expire:21-10-2012
Username:EAV-72535899
Password:cdedc44tt3
Expire:21-10-2012
====================================================
====================
╚═►avg antivirus 2013 Serial◄═╝
8meh-r9q3v-zhe2t-92kcr-a9gls-yembr-aced
8meh-rlkzo-8chhh-hsyka-kauxg-sembr-aced
8meh-r6633-ypt9h-ycnsr-h42ot-eembr-aced
8meh-r2cml-sswfw-moxfr-tcrgu-3embr-aced
8meh-rfod4-sx7r8-jrtqa-jgero-wembr-aced
8meh-rnzll-2yuqx-79ppa-m3tde-aembr-aced
8meh-rk82s-pwf92-c33ba-qdw4h-gembr-aced
8meh-rf22z-an7hs-qdwmr-2eebp-bembr-aced
8meh-ryh2w-sak7n-h2hga-w73j4-9embr-aced
8meh-rnxbd-gmngf-bslsr-zjkod-pembr-aced
8meh-rf4bz-fh4uo-vrv3a-4ch9l-dembr-aced
8meh-rg9b7-bggvc-pxrcr-jpr2l-hembr-aced
8meh-rvega-vjyy3-y3dla-8nxy2-6embr-aced
====================================================
====================
Windows 8 developer preview product key
6RH4V-HNTWC-JQKG8-RFR3R-36498
====================================================
====================
AVG Antivirus Professional 2012 Serial Number
+++++++++++++++++++++++++++++++++++++++
8MEH-RW2ZU-29S4F-26QCR-WFZV4-BEMBR-ACED
8MEH-RREY3-L2LQA-LUMOR-UHNK2-6EMBR-ACED
8MEH-RPDWL-THRLY-O8Z3R-474SC-4EMBR-ACED
8MEH-RPTGT-KMOL7-EEEVR-KORKD-LEMBR-ACED
8MEH-RMXLW-HN44A-BABPA-SBK3B-PEMBR-ACED
8MEH-RCKOP-BP9KK-YW8EA-6K8TK-SEMBR-ACED
8MEH-RXYFD-JUV72-8922R-FTBZ6-QEMBR-ACED
8MEH-RAJC2-O3P77-KRRQA-H3SLN-REMBR-ACED
8MEH-R2CML-SS7FW-MOXFR-TRU8V-3EMBR-ACED
8MEH-RS47Y-82HT8-GONVA-BCCCZ-DEMBR-ACED
8MEH-RXYFD-JUV72-8922R-FTDO8-QEMBR-ACED
+++++++++++++++++++++++++++++++++++++++
====================================================
====================
Nero 11.2.00400
Code: 9004-0173-5M17-EU7K-KLPZ-XT4P-2MT3-4PA8
====================================================
====================
Nero 11.2.01000
Code: 9004-0173-5M17-EU7K-KLPZ-XT4P-2MT3-4PA8
====================================================
====================
╚═►Adobe Flash Professional CS5◄═╝
Serial Key:→↓←
1302-1194-4375-5059-8090-0288
1302-1956-2248-1616-0365-7124
1302-1645-5592-7683-5740-9343
1302-1065-1908-3692-6001-0784
1302-1086-3696-5544-5238-9400
1302-1339-8680-7615-5184-8324
1302-1065-1908-3692-6001-0784
1302-1059-9625-8530-7802-6962
1302-1339-8680-7615-5184-8324
1302-1116-8780-8984-8675-8256
1302-1912-4694-1510-2945-5932
1302-1059-9625-8530-7802-6962
1302-1194-4375-5059-8090-0288
1302-1339-8680-7615-5184-8324
1302-1956-2248-1616-0365-7124
1302-1912-4694-1510-2945-5932
1302-1116-8780-8984-8675-8256
1302-1956-2248-1616-0365-7124
1302-1912-4694-1510-2945-5932
1302-1065-1908-3692-6001-0784
1302-1835-3972-5775-4732-9757
====================================================
====================
╚═►FIFA 12 serials online (PC)◄═╝
Serial:→↓←
QJAA-SCPR-2XYK-X3ML-0UNL
S4LU-NP8Z-GKAD-7GK2-JRLD
Y7GY-CSUG-3B54-3V1N-0UNL
MXMD-8GX6-23KL-Q67F-0UNL
5Y9H 9GCV 6L7F 7GG4 DU6E
====================================================
====================
╚═►Adobe CS3 Keygen serial number◄═╝
Serial number:1326-0651-74702-0424-4066-8309
Activation number: 3244-5309-7205-7250-5740-2918-5471
Activation type: Normal
====================================================
====================
╚═►Windows XP SP2 geniune key◄═╝
Serial: JG28K-H9Q7X-BH6W4-3PDCQ-6XBFJ
====================================================
====================
╚═►SpeedUpMyPC 2013◄═╝
Licence Key:→↓←
SP-EKSPY-W97SD-VRMZN-CWM4C-MJKVH-EHAZ8
====================================================
====================
╚═►Game Maker 6◄═╝
Serial: E3133057BE7AD9E655FEE02F
====================================================
====================
╚═►WinUtilities v10.53 Professional Edition◄═╝
Serial: WYMTGGP-7362-85FE-A519-4F96-QKWU
====================================================
====================
╚═►Cyberlink Powerdirector 9◄═╝
Seiral: BF937-FZ7NB-KHZEY-B3LAP-BNEFL-VT3EW
====================================================
====================
╚═►Your Uninstaller Pro 7.5.2012.12 Serial ◄═╝
Name: sharyn kolibob
Serial: 000016-9P0U6X-N5BBFB-EH9ZTE-
DEZ8P0-9U4R72-RGZ6PF-EMYUAZ-9J6XQQ-89BV1Z
====================================================
====================
Adobe Photoshop CS3 Master Collection Serial
Serial: 1325-1164-8142-5014-6460-3938
====================================================
====================
PasswordUnlocker PDF Password Remover 5.0.0
Serial:
hzNHEuQvcGvzRyVJHgv9pyiki7kbTQymwmCViiUCjEO0
UQmchDw8NwjlmHE09nDe2ztZrUJ3UUtvoQY2
CdDIQbzQKzoC0ae7+w3EvYYd9W1UPJ2+1a6z42vAxCf231
nV2Mn4A+601rPJwnqJa2FK7kZJOFr3NszWprjzsFAdQgw=
====================================================
====================
Microsft office 2007 enterprise 32 bit
Serial: F3DJD-6FFQ4-XQTQF-PGK47-8MDQ8
CM9R7-9X4DV-F43J4-JVC67-GYDQ8
====================================================
====================
bitdefender free edition v10oem
Serial: 7C7CC-DCA97-71242-F0814
====================================================
====================
FIFA 2010
Serial: URU4-HVRD-G8H7-F7G4-1911
KKHH-FRTB-L1M2-F5V8-1911
URKK-F9Y4-G5U8-33Q1-1911
PMXP-49L2-D1G2-85L0-1911
J87P-39P7-W8J4-T3F7-1911
====================================================
====================
Folder Lock 7.1.1 Final
serial key: F7-20120725-2-873991
registration:
58260C22969C0EE8C65E3CB20460E4F44A063486
serial key: F7-20120725-3-968359
registration:
4E3A626E0EE4E0CEDE30EE22509858386C7A7CEA
serial key: F7-20120725-8-354379
registration :76F60EB08CE6186A88C2E4AE646EAEA8147E
4052
serial key: F7-20120725-3-339758
registration :C6E26644AA4AA606CC00B46206B2FC129EB
256B0
serial key: F7-20120725-1-691441
registration :5AB890E642D6400C1678D0640E9E88CA26FA88
C4
serial key: F7-20120725-3-663346
registration :8AC2E8BAC028EAA26042C018B8B4A6B8F46A1
AAA
serial key: F7-20120725-9-295215
registration :B6EA60745C24DE70769A1EC4FCD62C5CD8E8
FC6A
serial key: F7-20120725-4-188913
registration :9CAEC42C5E74CE10065A20D85410601EC4007
CFA
serial key: F7-20120725-6-219585
registration :9A98B6FC12A60E621E462AAE4EAE70AED
4126002
serial key: F7-20120725-1-869828
registration :8242FA5E14AE88C89EACF6964068121A2264
BCC2
serial key: F7-20120725-4-863538
registration :D090E2729622027884288C1E1E46DCC81CD4FE
30
serial key: F7-20120725-8-475696
registration :42C85E9E8620E404F25412C4EA6852944EA4CA
88
serial key: F7-20120725-9-222467
registration :7E52F24C3254C40A3802A6924E44B0A21A3060
C0
serial key: F7-20120725-4-436627
registration :7A52720C8E12A0A80CF8FE9ABA1094089C6EB
034
serial key: F7-20120725-5-224353
registration :7CEA8028A8F808569AB0AAFECC98B2E
896302882
serial key: F7-20120725-7-112789
registration :784C1ABE7AAAC8E80680F8BAF00292DE4CDCC
4DE
serial key: F7-20120725-6-137291
registration :F6FA767AE2DEBCCA1AF64A4E0C88B82844781
E94
serial key: F7-20120725-1-619748
registration :82C820C8825CF4B4D8F8BA46D42EA4A2CAC41
A8
====================================================
====================
MP3 Encoder 1.0
s/n: _23456789a_ydcgwvaf
s/n: _23456789a_ydcgwvaf
====================================================
====================
Defrag Professional Edition 4.0.508
Name: Hans Mueller
License: DPM1-0VNZ-002Q-X32X-033Y
Name: Hans Mueller
License: DPM1-0VNZ-002Q-X32X-033Y
====================================================
====================
TraceRoute 2.0.2
s/n: Key-B03-30-230-209-164-3899
s/n: Key-B03-30-230-209-164-3899
====================================================
====================
Norton Internet Security 2012
Serial: JT888GWHQ7RQ32B932BB89XJM Only 1 User !
====================================================
====================
Angry Birds Space
Serial: THET-ALEV-LEFR-USWO OR 00a00b00c00d
====================================================
====================
PC Optimizer Pro
Serial: XUV4-9MP-6AFC-NN8-7NP|XUV4-9MP-6AFC-
NN8-7NR
====================================================
====================
╚═► WinPDFEditor v1.0.3 ◄═╝
BAKW-R82A-D42N-UNFG
BPNW-R26A-D99N-LIWG
BPOW-R90A-D88N-HIGG
BBUW-R26A-D59N-CAWG
BDOW-R13A-D25N-CLDG
BCFW-R93A-D39N-YETG
====================================================
====================
╚═► Uniblue Driverscanner 2013 Serial ◄═╝
Serial: DS-PKMGJ-9WRLL-G9XVB-UBXXE-MLY8P-MSGSV
TYPE THIS SERIAL YOURSELF.SIMPLY COPYING AND
PASTING WILL NOT ACTIVATE THE SOFTWARE.
====================================================
====================
╚═►XILISOFT DVD RIPPER ULTIMATE 5.0.46.1212 ◄═╝
646DF9DC-EFE0-E866-3790B-A73A-8CEF-B6AF
CB7DB302-29D9-96F5-AE6DE-B40A-4937-8F46
38F60D65-30E0-CB98-7F118-28CD-3601-F179
181CCB43-477A-99BB-34F4A-E9C7-B5C3-8A2A
1E552ADD-56B1-8907-9A5AE-B16A-99B8-B167
====================================================
====================
╚═► PC Tools Internet Security 2012 ◄═╝
Name: Bin ma
License: 49DF-D50D-C304-08E9-8DDC-D3DF-
D505-46FC-94E8-1CA9 OR
License key: A5CB-49B9-52D8-E24D-33C4-6A44-F953-
CA9D-CA3C-123F
License Name: Max Porter
License Code: BF54-0053-
F550-4C81-2E21-4E30-66D9-707A-707D-2FDA
Name: Heribert Muller
License key: CAA6-007D-5B58-1C97-2D45-A10C-3ABF-
E802-650C-A4F8
Name: Bruno Herz
License key: 7D71-265D-1629-D483-DDB0-B333-0917-
CC09-D503-972F
Name: Viktor Werk
License key: 7935-3160-FF79-6D10-E04A-
CDEB-3810-9100-1382-5DA3
Name: Viktor Vogel
License key: D08D-207A-07EE-B7E0-6C56-
CB4F-3A3E-9950-169C-B6D1
Name: Lothar Wolf
License key: 8965-E188-D75C-F544-
F58E-1298-03DC-6CE8-46A1-B6B4
Name: Olga Feist
License key: 4D1F-2459-A574-B918-956E-F50A-2C77-
C083-95D7-2C23
Name: Pidrilo Dushnoy
License key: A96D-2709-8445-16AA-8D18-6CB0-
A763-41A4-688D-ED1
====================================================
====================
╚═►Adobe photoshop cs6 Extender◄═╝
Serial: PCR-Y5P77P-7EZ2QG-77UQ97-5D2MNQ

DIFFERENCE BETWEEN CORE i3, CORE i5, CORE i7




► Core i3:
* Entry level processor.
* 2-4 Cores
* 4 Threads
* Hyper-Threading (efficient use of processor resources)
* 3-4 MB Cache
* 32 nm Silicon (less heat and energy)

► Core i5:
* Mid range processor.
* 2-4 Cores
* 4 Threads
* Turbo Mode (turn off core if not used)
* Hyper-Threading (efficient use of processor resources)
* 3-8 MB Cache
* 32-45 nm Silicon (less heat and energy)

► Core i7:
* High end processor.
* 4 Cores
* 8 Threads
* Turbo Mode (turn off core if not used)
* Hyper-Threading (efficient use of processor resources)
* 4-8 MB Cache
* 32-45 nm Silicon (less heat and energy)

How To Install Windows 7/8/8.1



Step-1: BIOS (BASIC INPUT OUTPUT SYSTEM) Setup
Computer এর Power সুইচ টিপ দেওয়ার পর Display আসার
সাথে সাথে F2/Del Key চেপে BIOS এ প্রবেশ করতে হবে।
এখন Boot Option এ গিয়ে 1st Boot : CD/DVD আর 2nd Boot :
HD/Hard Disk করে দিতে হবে। যদি আগে থেকে CD/DVD Rom
এর ভেতরে আপনার উইন্ডোজ এর ডিভিডি ঢোকান
না থাকে তাহলে ঠিক এখনি ঢোকান। এইবার F10 চেপে ও Y
(Yes) চাপে Enter চেপায় BIOS Save হবে এবং Computer
restart হবে।
[MotherBoard এর কারনে BIOS এর ধরন ভিন্ন হতে পারে।
তবে 1st Boot, 2nd Boot এর ব্যাপারটা সকল ক্ষেত্রে সম্পূর্ণ একই রকম।]

Step-2: Windows-7/8/8.1 Setup........
Computer restart হওয়ার সময় Press any key to boot from cd or dvd আসার সাথে সাথে Keyboard থেকে যে কোন একটি Button চাপ দিন।
এরপর এই রকম আসবে, এখন অপেক্ষা করুন......... তার পরে এইরকম একটা লিখা আসবে
Press any key to boot from CD or DVD...
এই লিখাটা আসবার সাথে সাথেই আপনাকে কীবোর্ড এর
যে কোনো একটা বাটন চাপতে হবে।
এর পরে Windows is loading files.... এইটা সম্পর্ন হবার পরে যেভাবে আগাবেন সেটা নিচে দেওয়া হল।

Step-3: Installing Windows 7/8/8.1 ........
এইবার আপনে Next এ Click করুন > Install Now তে Click করুন
> I accept the license termsএ Click করে Next এ Click করুন
> Windows 7 এ Ultimate আর Windows 8/8.1 এ Pro
(professional) বা Enterprise এ Click করে Next এ Click করুন
(32bit=x86 and 64bit=x64) > Custom এ Click করুন > Disk 0
Partition 2 তে Click করে Format করুন এবং Next এ Click করুন
(সাধারনত এইটাই C Drive হয়)......।
হুম, শুরু হল
Installing Windows...>
Installing updates...>
installing updates শেষে ১০ সেকেন্ড পর Computer restart
হবে...>
রিস্টের্ট নেবার পরে আর কিছুই করবেন বা শুধু বসে থাকবেন
আর অপেক্ষা করবেন......>
এইবার User Name ও Computer Name লিখে Next এ Click
করুন.........>
ইচ্ছে করলে Password দিতে পারেন
না হলে এমনিতেই Next করবেন.........>
Product key চাইবে! ভয় পাবেন না! Product key
কে পাত্তা না দিয়ে Next এ Click করুন......>
Ask me later এ Click করুন.........>
Computer এর ঘড়ির সময় ঠিক না থাকলে ঠিক করেন।
বাংলাদেশের Time Zone +6 Dhaka করে Next এ Click করুন.........>
এইটা চাইতেও পারে বা নাও পারে কিন্তু চাইলে Public
Network এ Click করুন.........>
এইবার শুধু অপেক্ষা করুন। বাস আপনার উইন্ডোজ দেওয়া শেষ।

Step-4: The Finishing........
এইবার আপনার সকল Driver গুলা ইন্সটল করুন,
সাথে আগে যে সফটওয়্যার গুলা চালাতেন সেগুলাও ইন্সটল করুন।
একটা ভাল অ্যান্টিভাইরাস ইন্সটল রাখবেন।
আসা করি তাইলেই আর আপনার বার বার উইন্ডোজ ইন্সটল
করতে হবে না।

Tuesday, 17 February 2015

গুগলে দেখুন আপনার সড়ক-শহর


ঢাকা: রাজধানী ঢাকা আর বন্দর নগরী চট্টগ্রাম দেখতে চাইলে এক ক্লিকেই এখন থেকে দেখা সম্ভব। এমনকি চাইলে পাড়ার অলিগলিও দেখা যাবে। শুধুই তাই নয় রাস্তার পাশের ঠিক যে বাড়িটি দেখতে চান সেটিও দেখতে পারবেন। সব চিত্রই ত্রিমাত্রিক পদ্ধতিতে প্রদর্শন করবে গুগল। বৃহস্পতিবার এই প্রযুক্তি সুবিধা উন্মোচিত হওয়ার পর এখন ইন্টারনেট ঢাকা-চট্টগ্রাম দেখা যাচ্ছে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে। কেউ চাইলেই ঢাকা চট্রগ্রামের রাস্তাগুলো ৩৬০ ডিগ্রি বা প্যানোরমায় অর্থাৎ একেবারে কোনাকোনি সহ বিস্তৃত পরিসরে দেখতে পারবেন। ক্লিক করুন গুগলের এই সুবিধা চালুর ফলে সারা বিশ্বের মানুষের জন্য ডিজিটাল উপায়ে ঢাকার কোনো সেতু থেকে শুরু করে বন্দরনগরী চট্টগ্রামের উপকূলীয় এলাকার পথচিত্র বা রাস্তার ৩৬০ ডিগ্রি কোণ জেনে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। গুগল এশিয়া প্যাসিফিকের পাবলিক পলিসি পরিচালক অ্যান লাভিন বাংলানিউজকে জানান, আগামী মাসগুলোতে বাংলাদেশের আরও অনেক জায়গার পথচিত্র ত্রিমাত্রিকভাবে গুগলে নিয়ে আসা যাবে। যা সবাই দেখতে পারবেন। গুগলে এশিয়া প্যাসিফিকের অন্যান্য কর্মকর্তারা আরও জানান, বৃহস্পতিবার থেকে বাংলাদেশে স্ট্রিট ভিউ ট্রেকার এবং ইউয়ারেবল ব্যাকপ্যাক চালু হয়েছে। এরফলে ৩৬০ ডিগ্রি বা বহুমাত্রিক উপায়ে পায়ে হাঁটার রাস্তাগুলোর ছবি তোলা যাবে। আর স্ট্রিটভিউ ট্রেকারের সাহায্যে গুগল বাংলাদেশের আরও অনেক অফ-রোড বা জনগণ কম চলাচল করে এমন সব রাস্তার ছবি ও মানচিত্র তুলে ধরবে। যা সবাই অনলাইনের মাধ্যমে দেখতে পারবেন। গুগল জানায়, এই স্ট্রিট ভিউ বা পথচিত্র তৈরি করতে গিয়ে গুগল মানুষের প্রাইভেসি বা গোপনীয়তা রক্ষার বিষয়টিকেও গুরুত্ব দিয়েছে। গুগল অত্যাধুনিক প্রযু্ক্তি ব্যবহারের মাধ্যমে স্ট্রিটভিউ বা পথচিত্রের ছবিগুলো এমনভাবে উপস্থাপন করেছে যেখানে কারো চেহারা বা গাড়ির লাইসেন্স প্লেটের লেখা ঘোলাটে দেখাবে।

Facebook Shortcut Keys




Facebook is one of the most popular social networking site where most of us spend hours chatting and surfing on facebook. So here are some usefull facebook keyboard shortcuts for Google chrome and Mozilla Firefox users.

Mozilla Firefox :
Shift+Alt+1: View your News Feed
Shift+Alt+2: View your own Profile
Shift+Alt+3: View pop-up of friend requests
Shift+Alt+4: View pop-up of messages
Shift+Alt+5: View pop-up of notifications
Shift+Alt+6: View Account Settings
Shift+Alt+7: View Privacy Settings
Shift+Alt+8: View Facebook’s own
profile Shift+Alt+9: Read latest Terms of Service agreement.
Shift+Alt+0: Open Facebook Help Center

Google Chrome :
Alt+1: View your News Feed
Alt+2: View your own Profile
Alt+3: View pop-up of friend requests
Alt+4: View pop-up of messages
Alt+5: View pop-up of notifications
Alt+6: View Account Settings
Alt+7: View Privacy Settings
Alt+8: View Facebook’s own profile
Alt+9: Read latest Terms of Service agreement.

Muse Masters - Season Two




A Performance Poetry Contest, The British Council in partnership with Monsoon Letters has successfully launched ‘Muse Masters’- the 1st ever performance poetry contest in Bangladesh in 2013. More than 750 young poets across the country participated in that nationwide bilingual poetry contest. The shortlisted top 20 poets participated in a two day basic performance poetry workshop from 19 to 20 February 2014, facilitated by InuaEllams, performance poet from the UK. The national competition was judged by renowned poet Kaisar Haq, Rubana Huq, Editor Monsoon Letters and Eeshita Azad, Head of Arts, British Council Bangladesh. Winners of the competition were awarded with an exposure visit to the UK to learn more about performance poetry. After the success of Muse Masters season 1, we are launching the season 2 of the nationwide performance poetry contest, Muse Masters . This time, we are running the competition in two different strands.
1. Performance Poetry Contest.
2. Written Poetry Contest.

The award of the performance poetry contest will be exposure tour to the UK and the for written part, it is a book publishing opportunity.

SUBMISSION GUIDELINES

General
*The competition is open to anyone aged 18 to 35.Submission opens on 25 December 2014. The closing date of the competition is 12:00 AM (GMT+6), 22 February 2015. The competition is only for the Bangladeshi Citizens residing in Bangladesh. One person can submit up to three poems in a single document. Under no circumstances can alterations be made to poems once entered. An email confirmation will be sent after asuccessful submission of the poem. The competition organisers reserve the right to change the judging panel without notice and not to award prizes if, in the judges’ opinion, such an action is justified. The judges’ decision is final and neither the judges nor the British Council and Monsoon Letter staffs will enter into any correspondence. No current employee of the British Council and Monsoon Letters are eligible to enter the Muse Masters Season 2 competition.

Poems
All poems must have a title and must not exceed 40 lines in length (excluding title). Entries can be on any subject. Name of the poet must be written after the poems title for each poem. Poems must be the original work of the entrant. Handwritten entries cannot be accepted. Entries should be typed and saved as a .doc,.docx, .pdf file. You can upload maximum three poems in a single document. Entries can be written both in English and Bangla. Poets can participate in Written or Performing Poetry Contest.

Winners & Prize
Shortlisted poets will be notified by email and SMS by the end of January. Prizes for performance poetry contest will be an exposer trip to the UK. Prizes for the written poetry contest will be a publication by Monsoon Letters. The copyright of each poem remains with the author. However, authors of the winning poems, by entering the competition, grant the British Council the right to publish and/or broadcast their poem with appropriate mentions.

Monday, 16 February 2015

What Is Online Income Or Outsourcing ?


Online Income or Outsourcing বর্তমানে বহুল পরিচিত
দুইটা শব্দ। আমরা জানি Online থেকে আয় করা যায়। কিন্তু
সেটা কি ভাবে? কিংবা আদো কি Online থেকে আয়
করা যায়?
এর উওর হচ্ছে, হ্যা। যায়। তবে Online থেকে আয়
করতে হলে Online Income এর Process গুলো আমাদের ঠিকমত
জানতে হবে। আর বর্তমানে Outsourcing এর সবচে বড় খাত
হচ্ছে Online Marketing, যেটাকে আমরা সবাই #SEO
নামে জানি। SEO for Search Engine Optimization. SEO
হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি Service, Product
বা Website কে Search Engine এর
কাছে তুলে ধরা যাতে SERPs এ আপনার বা আপনার Client এর
Website টি সবার উপরে থাকে। SEO তে Article Writing,
Forum Posting, Blog Posting, Link building, Affiliation etc.
সহ প্রায় ১০ টি আলাদা আলাদা Sector কাজ করার সুযোগ
রয়ছে। কিন্তু এর মানে এইনয় যে একটা Computer আর Internet
Connection নিয়ে বসলাম কিছুক্ষণ টিপাটিিপ কোরলাম আর
Account এ Dollar জমা হতে শুরু করল। যদি এটা ভেবে থাকেন
তাহলে আপনি এখনো বোকার স্বর্গে বসবাস করছেন।
স্বৎপথে অর্থ উপার্যন কখনই এত সহজ নয়। তবে আপনার
মধ্যে তিনটা গুণ থাকলেই আপনি Outsourcing করে Online থেকে অতি সহজেই Income করতে পারবেন।
আর সেগুলো হচ্ছে:
১। প্রবল জানার ইচ্ছা
২। পরিশ্রম করার মানষিকতা
৩। ধৈর্য ধারনের ক্ষমতা  ।

আর এই কাজ সঠিক ভাবে সম্পুন্ন করার জন্য আপনার দরকার একটি সঠিক গাইডলাইন। শুদু মাএ সঠিক গাইডলাইন এর অভাবে অনেক সময় ইচ্ছা ও সামর্থ্য থাকা স্বত্বেও অনেকে সফল হতে পারেনা।সবার সুস্বাস্থ কামনা করে আজকের মতো এটুকুই।

Windows Keyboard Shortcuts For Mozilla Firefox


শর্টকাট ব্যবহার করতে আমরা কে না ভালবাসি । শর্টকাট ব্যবহারের ফলে আমাদের কাজ যেমন সহজ হয়ে  উঠে , তেমনি সময়ও সাশ্রয় হয় । তাই কিছু শর্টকাট শেয়ার করলাম , আসা করি আপনাদের ভাল লাগবে । আমি যা জানি শেয়ার কলাম , আপনি যদি আরো জানেন কমেন্ট করে শেয়ার করবেন ।
 Windows Keyboard Shortcuts for Mozilla Firefox

CTRL + A Select all text on a webpage
CTRL + B Open the Bookmarks sidebar
CTRL +C Copy the selected text to the Windows
clipboard
CTRL + D Bookmark the current webpage
CTRL + F Find text within the current webpage
CTRL + G Find more text within the same webpage
CTRL + H Opens the webpage History sidebar
CTRL + I Open the Bookmarks sidebar
CTRL + J Opens the Download Dialogue Box
CTRL + K Places the cursor in the Web Search box ready to type your search
CTRL + L Places the cursor into the URL box ready to type a website address
CTRL + M Opens your mail program (if you have one) to create a new email message
CTRL + N Opens a new Firefox window
CTRL + O Open a local file
CTRL + P Print the current webpage
 CTRL + R Reloads the current webpage
CTRL + S Save the current webpage on your PC
CTRL + T Opens a new Firefox Tab
CTRL + U View the page source of the current webpage
CTRL + V Paste the contents of the Windows clipboard
CTRL + W Closes the current Firefox Tab or Window (if
more than one tab is open)
CTRL + X Cut the selected text

এ কোন 'আইএস ভূত' বাংলাদেশের ঘাড়ে


যৌনদাসী ইস্যুতে ‘আইএস ভূত’ বাংলাদেশের ঘাড়ে

ঢালাও যৌন নির্যাতনের মুখে ইন্দোনেশিয়া ফিলিপাইন শ্রীলংকা বিগত বছরগুলোতে সউদি আরবে নারী গৃহকর্মী প্রেরণ বন্ধ করে দেয়ার পর সংকট নিরসনে নতুন ৪টি দেশ ইথিওপিয়া, কেনিয়া, নেপাল ও বাংলাদেশ থেকে ‘হাউজ মেইড’ নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয় সৌদি শ্রম মন্ত্রনালয়। নারীদের অধিকার রক্ষায় উক্ত ৪টি দেশে ‘জনসচেতনতা’ কম থাকার পাশাপাশি সরকারী-বেসরকারী পর্যায়ে ‘উদাসীনতা’র সুযোগ কাজে লাগিয়েই মূলতঃ নিজ দেশের গৃহকর্মী সংকট দূর করার উদ্যোগ নেয় সৌদিরা। বাংলাদেশ অবশ্য ‘অন্য কারণে’ আগে থেকেই সৌদি শ্রম মন্ত্রনালয়ের ব্ল্যাকলিস্টে থাকায় সম্প্রতি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরপরই শুরু হয়েছে সেই সংকট নিরসনেরই তোড়জোড়।

অনুসন্ধানে জানা যায়, কেনিয়ান ও ইথিওপিয়ানদের গায়ের রং ছাড়াও অভ্যাস-আচরণগত অনেক বিষয়াদি বিশেষ শ্রেনীর সৌদি পুরুষদের মনঃপুত না হবার কারণে এবং নেপালীরা তুলনামূলকভাবে বেশি চালাক- চতুর হওয়ায় গৃহস্থালীর কাজের হাজার হাজার শূন্যস্থান পূরণে এক্ষেত্রে ‘নো আদার অপশান’ হিসেবে বেছে নেয়া হয় বাংলাদেশকে। অথচ গৃহকর্মী (হাউজ মেইড) হিসেবে নিয়োগ দেয়ার পর তাদেরকে নিজ নিজ বাসা- বাড়িতে নিয়ে গিয়ে যৌনদাসী তথা ‘সেক্স- স্লেভস’ বানিয়ে থাকে অধিকাংশ সৌদি মালিকরা – বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমে এমন খবর ফলাও করে বহুবার প্রকাশিত ও প্রচারিত হলেও কানে পানি যায়নি বাংলাদেশ সরকারের। বাংলাদেশে রাজনৈতিক নেতৃত্বের তরফ থেকে একসময় ঘরে ঘরে কাজ দেয়ার প্রতিশ্রুতি দেয়া হলেও পরিকল্পনা ও আন্তরিকতার অভাবে ভেস্তে যায় সবকিছুই। বিরোধী রাজনৈতিক দলগুলোর অসহযোগিতার পাশাপাশি ‘জ্বালাও- পোড়াও’ মার্কা আন্দোলন সেই সাথে সরকারের অসহিষ্ণু মনোভাব এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ‘গনতন্ত্রের কবর’ রচিত হওয়ায় লাইমলাইটের বাইরে চলে যায় বিদেশে নতুন শ্রমবাজার সন্ধানের অতীব গুরুত্ববহ বিষয়টি। দেশের ইতিহাসের সবচাইতে ‘রং হেডেড’ শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের অনুর্বর মস্তিষ্কপ্রসূত পলিসি জি-টু-জি’র ভুল প্রয়োগে দেশে দেশে ধ্বংস হয়ে যায় বাংলাদেশের শ্রমবাজার। মন্ত্রীর আনাড়িপনাতেই মুখ থুবড়ে পড়ে জনশক্তি রফতানী। ভয়াবহ এই ব্যর্থতা ঢাকতেই মূলতঃ বাংলাদেশে সরকার সৌদি আরবের অন্ধকার জগতের সব তথ্য চেপে গিয়ে দেশটিতে নারী গৃহকর্মী প্রেরণে রাজি হয়ে যায়। আগে নারীদের ‘সাপ্লাই’ করা হলে পরে অন্য পেশায় পুরুষদের নিয়োগের বিষয়টি বিবেচনা করবে সৌদিরা – এমন নেক্কারজনক কন্ডিশনকেই মাথা পেতে নেয় বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন, ‘হাউজ মেইড’ মোড়কে নিজ দেশের নারীদের নিশ্চিত যৌনদাসত্বের পাইপলাইনে তুলে দিয়ে বাংলাদেশ এক অর্থে জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর পদাংকই অনুরণ করতে যাচ্ছে। ইরাকের ইয়াজিদী সম্প্রদায়ের হাজার হাজার নারীকে যেভাবে যৌনদাসী করেছে আইএস জঙ্গীরা, ভদ্রতার মুখোশধারী সৌদি পুরুষদের ঠিক সেই ‘কামলীলা’র সব খবর রেখেও বাংলাদেশ সরকার তার দেশের নারীদের আজ একই অন্ধকারে ঠেলে দিচ্ছে। প্রসঙ্গত, ইরাক-সিরিয়াতে আইএস নিয়ন্ত্রিত জনপদে রয়েছে যৌনদাসীদের একাধিক বিশাল বিশাল বাজার, যেখানে বিক্রি করার জন্য বিভিন্ন এলাকা থেকে ধরে আনা হয় নারীদের। কথিত যুদ্ধে লিপ্ত দেশ-বিদেশের যোদ্ধারা প্রতিনিয়ত এসে থাকে যৌনদাসীদের উক্ত বাজারগুলোতে এবং নগদ অর্থে যার যার পছন্দ মোতাবেক নারীদের কিনে নিয়ে যায়। যৌনদাসী দিয়ে যৌনক্ষুধা মেটানো আইএস জঙ্গীরা যেমন ‘নিজস্ব শরীয়ত’ মোতাবেক ‘হালাল’ মনে করে থাকে, ঠিক একইভাবে সৌদি নিয়োগদাতা মালিকরাও বিভিন্ন দেশের নারী গৃহকর্মীদের ইচ্ছেমতো ভোগ করাকে ‘অবৈধ’ মনে করে না। দাস-দাসীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপনকে অধিকাংশ সৌদিরা সেই আইএস স্টাইলেই ‘হালাল’ মেনে থাকে। সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশের নারীরাও দলে দলে আসবে এখন মরু প্রান্তরে এবং ক্ষুধার্ত সৌদি পুরুষরা নির্ধারিত অফিস থেকে যার যার চাহিদা মোতাবেক তাদের ঘরে নিয়ে যাবে। নামে ‘হাউজ মেইড’ কাজে যৌন দাস-দাসী, বিভিন্ন দেশের এমন নারী গৃহকর্মীদের সৌদিরা অস্বাভাবিক অনিয়ন্ত্রিত বিকৃত সব যৌনাচারে বাধ্য করার পাশাপাশি উঠতে বসতে মারধর সহ ভয়ানক সব টর্চার করে থাকে - এসব তথ্য বাংলাদেশ সরকারের কাছে থাকলেও দেশটিতে সেই ‘সো কল্ড’ হাউজ মেইড প্রেরণের সিদ্ধান্ত এখনো স্থগিত না করায় ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন সৌদি প্রবাসী বাংলাদেশীরা। তাঁরা বলছেন, পেট্রোল বোমার ‘ভূত’ নামের আগেই দেশ ও জাতির ঘাড়ে এভাবে ‘আইএস ভূত’ চেপে বসবে, এটা কোনভাবেই আজ কাম্য নয়। সৌদি প্রবাসীদের প্রশ্ন, এজন্যই কি বাংলার মা- বোনেরা বীরাঙ্গনা হয়েছিল একাত্তরে ?

Sunday, 15 February 2015

Check whether your visa is valid or not


৫৪টি দেশের ভিসা চেক করুণ অনলাইনে।নিশ্চিত হয়ে নিন আপনার ভিসা সঠিক কিনা।তাহলে আর দেরি না করে এখনি ভিসিট করুন ওয়েবসাইট সমূহ ।

১. তানজানিয়া- link
২. কাতার- link
৩. কুয়েত- link
৪. পাকিস্তান- link
৫. সৌদি আরব- link
৬. দুবাই/আরব আমিরাত- link
৭. মিশর- link
৮. বাংলাদেশ- link
৯. সাইপ্রাস- link
১০. নেপাল- link
১১.আলবেনিয়া- link
১২ জামবিয়া- link
১৩. জর্দান- link
১৪. ইন্ডিয়া- link
১৫. কেনিয়া- link
১৬. ইটালী- link
১৭. সিংগাপুর- link
১৮. গ্রীস- link
১৯. শ্রীলংকা- link
২০. দক্ষিণ আফ্রিকা- link
২১. ইরান- link
২২. গানা- link
২৩. তাইল্যান্ড- link
২৪. বাহরাইন- link
২৫. ভূটান- link
২৬. কলমবিয়া- link or
link
২৭. কানাডা- link or
link
২৮. বারবাডোস- link
২৯. কোরিয়া- link
৩০. জাপান- link
৩১. সাইপ্রাস- link
৩২. ভিয়েতনাম- link
৩৩. নিউজিল্যান্ড- link
৩৪. নামিবিয়া-link
৩৫. মালদ্বীপ- link
৩৬. মায়ানমার- link
৩৭. লেবানন- link
৩৮.পোল্যান্ড- link
৩৯. ইংল্যান্ড- link
৪০. বুলগেরিয়া- link
৪১. আমেরিকা- link or
link
৪২. স্পেন- link
৪৩. ইউক্রেইন- link
৪৪. উগান্ডা- link
৪৫. পেলেস্তাইন- link
৪৬. ব্রুনাই- link
৪৭. ইয়ামেন- link
৪৮. নেদারল্যান্ড- link
৪৯. জামবিয়া- link
৫০. অষ্ট্রেলিয়া- link
৫১. জিমবাবুয়ে- link
৫২. ফিলিফাইন- link
৫৩. মালয়েশিয়া- link
৫৪. রাশিয়া- link
সুত্রঃ নেট।

(Codex Gigas) কোডেক্স গিগাস বা শয়তানের বাইবেল

রহস্যময় বইঃ কোডেক্স গিগাস বা শয়তানের বাইবেল
পৃথিবীর সব থেকে বড় বই মানে আকার
আকৃতিতে কোনটা জানেন নাকি? এটি কোডেক্স গিগাস
(Codex Gigas) নামে পরিচিত অন্য কথায় একে “শয়তানের
বাইবেল” বলা হয়। বলা হয়ে থাকে দুনিয়ার সব থেকে বড়
রহস্যময় হাতে লেখা বই এই কোডেক্স গিগাস
১৬৫ পাউন্ড ওজনের শয়তানের বাইবেলের
যা কমপক্ষে ১৬০টি গাধা বা খচ্চড়ের চামড়ার ওপর লিখিত।
বইটিতে ৬০০ পৃষ্টা আছে। আর তিন ফুট লম্বা। কমপক্ষে ২
জন মানুষ লাগে এই বই কে স্থানান্তারিত করতে।
ধারনা করা হারম্যান রিকুলাস নামক চেকোশ্লাভাকিয়ার
এক ফাদার এই কোডেক্স গিগাস লিখছে। এই ফাদার এক
খ্রীষ্টান মঠে অন্য সাধুদের সাথে পরমপিতার নাম গান
গেয়ে জীবন কাটাচ্ছিল কিন্তু এক দূর্বল
মুহুর্তে সে মঠের নিয়ম ভঙ্গ করে বসে।
সাথে সাথে ধরা পরে। এর পর তাকে কঠিন শাস্তি দেয়া হয়।
শাস্তি হল একটা খুপরির মাঝে তাকে আজীবন নিঃসঙ্গ
জীবন কাটাতে হবে।
হারম্যান মেনে নেয় এই শাস্তি। এক
পর্যায়ে সে মঠাধক্ষ্য কে তার পাপের শাস্তি লাগবের
জন্য প্রস্তাব দেয় সে এক রাতের মধ্যে তার অর্জিত
জ্ঞান যা আছে মানুষের কল্যানে তা নিয়ে সে একটা বই
লিখবে। যে বইতে সৃষ্টিকর্তা আর মঠের গুনগান
থাকবে থাকবে মানুষের বিভিন্ন উপকার কিভাবে হয়
সেব্যাপারে বিস্তারিত তথ্য। মঠাধক্ষ্য হারম্যান এর
আর্জি কবুল করে।
হারম্যান কে দেয়া হয় প্রয়োজনীয় লেখার উপকরন
মানে খচ্চরের চামড়া আর কালি। এক সন্ধ্যায়। খচ্চরের
চামড়া আর কালি নিয়ে লিখতে বসে হারম্যান। মাঝ রাত
আবধি এসে দেখতে পায় মাত্র অর্ধেক
পাতা লিখতে পেরেছে। হতাশায় হারম্যান শয়তান
কে একটা চিঠি লিখে বসে ওই মাঝ রাতে নিজের রক্ত
দিয়ে তাতে সে শয়তানের সাহায্য কামনা করে,
সে লেখে শয়তান যদি তাকে এই বই লিখে দেয় তবে তার
আত্মা সে শয়তান কে দিয়ে দেবে। সাড়া দেয় শয়তান।
স শরীরে দেখা দেয় শয়তান। শুরু হয় কোডেক্স গিগাস
লেখা। মাঝ রাত থেকে উষার আগেই লেখা শেষ হয়ে যায় এই
বিশাল বই। নিজেকে প্রমান দেবার জন্য নিজ হাতে শয়তান
তার ছবি একে রেখে যায় কোডেক্স গিগাসে। এই হল
কোডেক্স গিগাসের মিথ।
কোডেক্স গিগাসে স্রষ্টার বিপক্ষতার
পাশাপাশি বিভিন্ন ডাক্তারির
বর্ননা দেয়া আছে কিভাবে কালাজ্বর, মৃগী রোগ
ভালো হবে সে ব্যাপারে লেখা আছে আরো এর
পাশাপাশি কিভাবে চোর
ধরতে হবে ডাইনি কিভাবে চেনা যাবে সে সবও লেখা আছে।
কোডেক্স গিগাস নিয়ে প্রচুর গবেষনা চলছে।
তবে এটা নিশ্চিত করা হয়েছে এই কোডেক্স গিগাস এক জন
মানুষের হাতে লেখা। যা আধুনিক হ্যান্ড
রাইটিং এক্সপার্টরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে প্রমান
করেছে। তবে এর লেখার ব্যাপ্তি কাল নিয়ে মতভেদ আছে,
কেউ কেউ বলেন এটা লিখতে ৫ বছর লাগছে আবার কেউ কেউ
বলেন এটা লিখতে ২৫-৩০ বছর লাগছে। সময় যত ই লাগুক
এটা একজনের হাতে লিখিত এ নিয়ে কোন সন্দেহ নাই। সেই
একজন কি হারম্যান না কি শয়তান নিজে সেটা এখনো কেউ
জানে না।
বইর হিসাব অনুযায়ী এই বই ১২২৯ সালের শেষের কোন এক
রাতে এটা লেখা শেষ হয়। কোডেক্স গিগাস যে মঠে লিখিত
হয়েছিল সে মঠ “হুসাইত বিদ্রোহ” র যুদ্ধে ধ্বংস হয়ে যায়
১৫ শতকে। এর পর এই বই ১৪৭৭-১৫৯৩ পর্যন্ত ব্রোমভ
মনাষ্টরিতে ছিল। এরপর প্যারাগুয়ের রাজা রুডলফ দ্বিতীয়
এই বইটার সংগ্রহশালায় নিয়ে যান ১৬৯৪ সালে।
প্যারাগুয়ের সাথে ত্রিশ বছরের যুদ্ধ
শেষে বিজয়ী সুইডিশ আর্মি এই বই লুঠ করে ১৬৪৮
সাথে ষ্টকহোমে সুইডিশ রয়াল লাইব্রেরীতে নিয়ে যায়।
৭ ই মে ১৬৯৭ সালে এক মারত্মক আগুন লাগে সুইডেনের
রাজার প্রসাদে যেখানের লাইব্রেরীতে এই বই রক্ষিত
ছিল। আগুনে বইটির পুরা পুড়ে যাবার আগেই
জানালা দিয়ে এটাকে উদ্ধার
কর্মীরা নীচে ফেলে দিতে সমর্থ হয়। কিন্তু
ক্ষতি ততক্ষনে অনেক হয়ে গেছে। কিছু পাতা পুড়ে গেছে।
কিছু পাতা নীচে পড়ার সময় বতাসে উড়ে যায়। এই
পৃষ্টাগুলো এখনো পাওয়া যায় নাই।
৩৫৯ বছর পর এই কোডেক্স গিগাস সুইডেন থেকে আবার
প্যারাগুয়ে আনা হয় এক বছরের চুক্তিতে প্রদর্শনীর জন্য
২০০৭ সালে। পরে ২০০৮ সালে আবার সুইডেন কর্তৃপক্ষ আবার
তাদের বই ফিরিয়ে নেয়.
কোডেক্স গিগাস কি আসলেই শয়তানের লিখিত না মানুষের
লিখিত সেটা নিয়ে বিতর্ক আছে কিন্তু এটা যে একজনের
হাতে লিখিত এনিয়ে কোন সন্দেহ নাই।
বইটি এখন সুইডেন রয়াল মিউজিয়ামে রক্ষিত আছে।

Saturday, 14 February 2015

String Theory


Don't understand string,no matter its so easy.String
theory attempts to unite quantum mechanics and general
relativity,so we can make sense of the universe on all
scales, at any place or time, large or small without
breaking down.
String theory does this by throwing away the idea that
subatomic particles are point-like; instead replacing that
notion with tiny vibrating bits of energy, called strings.
They’re so tiny that if you think a single atom to the size
of our solar system, a string only be the size of a tree on
earth.
These stricg are said to vibrate at different rates. These
notes or vibrational friquencies are what give rise to the
different properties of quarks and atoms.
One particular type of vibration may give rise to a muon,
while another represents an electron. By changing the
vibration of the strings, you can create different
particles.so who said that we can not make anything?so
go ahead,we can do this.can we?

" Windows 10 On Lumia "


সাশ্রয়ী লুমিয়াতেও উইন্ডোজ ১০

উইন্ডোজ অপারেটিং সিস্টেমচালিত সাশ্রয়ী দামের
লুমিয়া ফোনেও নতুন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম
সমর্থনের বিষয়টি নিশ্চিত করেছে মাইক্রোসফট।
মাইক্রোসফটের মোবাইল পরিকল্পনা বিভাগের
কর্মকর্তা জো বেলফিউরি সম্প্রতি টুইটারে একটি টুইটে বাজেট
উইন্ডোজ ফোনে উইন্ডোজ ১০ সমর্থনের বিষয়টি জানিয়েছেন।
মাইক্রোসফটের জনপ্রিয় সাশ্রয়ী লুমিয়া ৫২০ মডেলের
স্মার্টফোনটিতে উইন্ডোজ ১০ হালনাগাদ করা যাবে। কিন্তু
সমস্যা হচ্ছে, যে ফোনে ৫১২ মেগাবাইট র্যাম
থাকবে তাতে উইন্ডোজ ১০-এর সব ফিচার ব্যবহার
করা যাবে না। যে লুমিয়া ফোনগুলোতে বেশি র্যাম
থাকবে তাতে উইন্ডোজ ১০-এর ফিচার সমর্থন করবে। শিগগিরই
বাজেট ফোনগুলোর জন্য উইন্ডোজ ১০ উন্মুক্ত
করবে প্রতিষ্ঠানটি। বর্তমানে অভ্যন্তরীণভাবে এই ওএস
পরীক্ষা করে দেখছে মাইক্রোসফট।
উইন্ডোজ ফোনে নতুন এই ওএস আসলে নতুন ইউজার ইন্টারফেস,
উন্নত অফিস অ্যাপ, উন্নত কিবোর্ডসহ নতুন বেশ কিছু ফিচার
ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

Saturday, 21 February 2015

Is It Really Politics

বাংলাদেশে এখন শুধুই একে অন্যের বিরুধ্যে প্রতিশোধের রাজনীতি চলছে, এ যেন রাজনীতিতে দুই পরিবারের আখেরী খেলা - এই কারণেই প্রতিশোধের নেশা কার বেশি তা মাপার ব্যারোমিটারও দরকার নেই --- সেই প্রতিশোধের মাধ্যম হলো ক্ষমতা --- আর,এফ, এল, এর ভাষায় বলি, "যতই কান্নাকাটি করুক না কেন সাধারণ জনগণ, কোনো লাভ নাই - দুইজনকে প্রতিশোধের নেশা থেকে ফেরাতে পারবে না" -- অথবা লাকি আকন্দ এর গানের মতো, "মোদের ডেকো না, ফেরানো যাবে না, যে খেলায় নেমেছি, পরাজয় মানব না"

Love Our Foreigners

আবুুধাবিতে আগুুনে পুড়ে ১০ বাংলাদেশীর মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত।  আল্লাহ তাদের জান্নাত দান করুন । 

Friday, 20 February 2015

"বোর্ড পরীক্ষার সার্টিফিকেট হারিয়ে গেলে আপনার যা করনীয়"



একটি ছাত্রের শিক্ষাজীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ
সার্টিফিকেট আর তা হারিয়ে গেলে ভীষণ চিন্তায় পড়ে যান
অনেকেই। কী করবেন, কিভাবে সার্টিফিকেট ফিরে পাবেন
তা বুঝতে পারেন না। সার্টিফিকেট বা এ ধরনের মূল্যবান
শিক্ষাসংক্রান্ত কাগজপত্র হারালে বা নষ্ট
হয়ে গেলে ঘাবড়ানোর কিছু নেই।

প্রথমে যা করবেনঃ
সার্টিফিকেট, নম্বরপত্র বা প্রবেশপত্র
হারিয়ে গেলে দেরি না করে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ
নেওয়া উচিত। এর জন্য প্রথমে আপনার এলাকার
নিকটবর্তী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে।
জিডির একটি কপি অবশ্যই নিজের কাছে রাখতে হবে। এরপর
যেকোনো একটি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে।
বিজ্ঞপ্তিতে নাম, শাখা, পরীক্ষার কেন্দ্র, রোল নম্বর,
পাসের সাল, বোর্ডের নাম এবং কিভাবে আপনি সাটিফিকেট,
নম্বরপত্র অথবা প্রবেশপত্র হারিয়েছেন তা সংক্ষেপে উল্লেখ
করতে হবে।
থানায় জিডি ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর
আপনাকে যেতে হবে যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন
সেই শিক্ষা বোর্ডে। শিক্ষাবোর্ডের ‘তথ্যসংগ্রহ কেন্দ্র’
থেকে আবেদনপত্র সংগ্রহের পর নির্ভুলভাবে পূরণ করতে হবে।
এরপর নির্ধারিত ফি সোনালী ব্যাংকের ডিমান্ড ড্রাফটের
মাধ্যমে বোর্ডের সচিব বরাবর জমা দিতে হবে।
টাকা জমা হওয়ার পর আবেদন কার্যকর হবে। আবেদনপত্রের
সঙ্গে মূল ব্যাংক ড্রাফট, পত্রিকায় বিজ্ঞপ্তির কাটিং ও
থানার জিডির কপি জমা দিতে হবে।

আবেদনপত্রে যা পূরণ করতে হবেঃ
আবেদনপত্র পূরণের ক্ষেত্রে প্রথমেই উল্লেখ
করতে হবে আপনি কোন পরীক্ষার (মাধ্যমিক না উচ্চমাধ্যমিক)
কী হারিয়েছেন এবং কী কারণে আবেদন করছেন। আবেদনপত্রের
বিভিন্ন অংশে ইংরেজি বড় অক্ষরে এবং বাংলায় স্পষ্ট
অক্ষরে পূর্ণ নাম, মাতার নাম, পিতার নাম, শিক্ষাপ্রতিষ্ঠা
নের নাম, রোল নম্বর, পাশের বিভাগ/জিপিএ, শাখা,
রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষাবর্ষ এবং জন্মতারিখ সহ বিভিন্ন
তথ্য লিখতে হবে।
পরবর্তী অংশে জাতীয়তা, বিজ্ঞপ্তি যে দৈনিক পত্রিকায়
প্রকাশিত হয়েছে সেটির নাম ও তারিখ
এবং সোনালী ব্যাংকের যে শাখায় ব্যাংক ড্রাফট করেছেন
সে শাখার নাম, ড্রাফট নম্বর ও তারিখ উল্লেখ করতে হবে।
আবেদনপত্রে প্রতিষ্ঠান প্রধানের সুপারিশের প্রয়োজন হবে।
এতে তার দস্তখত ও নামসহ সিলমোহর থাকতে হবে। আর
প্রাইভেট প্রার্থীদের আবেদনপত্র অবশ্যই গেজেটেড কর্মকর্তার
স্বাক্ষর ও নামসহ সিলমোহর থাকতে হবে।
নষ্ট হয়ে যাওয়া সনদপত্র/নম্বরপত্র/একাডেমিক ট্রান্সক্রিপ্টের
অংশবিশেষ থাকলে পত্রিকায়
বিজ্ঞপ্তি দিতে হবে না বা থানায় জিডি করতে হবে না। এ
ক্ষেত্রে আবেদনপত্রের সঙ্গে ওই অংশবিশেষ জমা দিতে হবে।
তবে সনদে ও নম্বরপত্রের অংশবিশেষে নাম, রোল নম্বর, কেন্দ্র,
পাশের বিভাগ ও সন, জন্ম তারিখ ও পরীক্ষার নাম
না থাকলে তা গ্রহণযোগ্য হবে না। আর
বিদেশি নাগরিককে ব্যাংক ড্রাফটসহ নিজ সরকারের
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করতে হবে।

কত টাকা লাগবেঃ
সাময়িক সনদ, নম্বরপত্র, প্রবেশপত্র ফি (জরুরি ফিসহ) ১৩০
টাকা। এ ছাড়া ত্রি-নকলের জন্য ১৫০ টাকা এবং চৌ-নকলের
জন্য ২৫০ টাকা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিতে হয়।

কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন।
আপনাদের সুখী জীবন আমাদের কাম্য।ধন্যবাদ।

Nuclear Binding Energy in Deuterium



The mass of a 2H atom is less than the sum of the
masses of a proton, a neutron, and an electron by
0.002388 amu; the difference in mass corresponds to
the nuclear binding energy. The larger the value of
the mass defect, the greater the nuclear binding
energy and the more stable the nucleus.

Thursday, 19 February 2015

খেলবে বাংলাদেশ,দেখবে বিশ্ব


ইউএস অ্যামবাসেডর ও অন্যান্যরা আমাদের টাইগারদের খেলা উপভোগ করছিলেন । ২১শে ফেব্রুয়ারি ,আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে

লাল

সবুজ

পতাকা উড়িয়ে মাঠে নামছে আমাদের টাইগার রা । এদিকে অনেক সিলেটি লোকেদের দেখেছি দেশের মাটিতে খেলা দেখবেন বলে দেশে ছুটে এসেছেন । সবার একটাই প্রত্যাশা , বাংলাদেশ যেন অনেক ভালো খেলে । সময় এসেছে বিশ্বের বুকে আরো একবার লাল-সবুজের পতাকা নিয়ে হাজির হওয়ার ।

Know the shortcut commands to open windows Programs faster




No need to try all shortcuts commands, just
try for frequently accessed programs.
Just press CTRL+ R and type the command and press
enter.
Here is the Shortcut commands for you:
appwiz.cpl ----> Add/Remove Programs
access.cpl ----> Accessibility Controls
hdwwiz.cpl ----> Add Hardware Wizard
control admintools ----> Administrative Tools
wuaucpl.cpl ----> Automatic Updates
fsquirt ----> Bluetooth Transfer Wizard
calc ----> Calculator
certmgr.msc ----> Certificate Manager
charmap ----> Character Map
chkdsk ----> Check Disk Utility
clipbrd ----> Clipboard Viewer
cmd ----> Command Prompt
dcomcnfg ----> Component Services
compmgmt.msc ----> Computer Management
control panel ----> Control Panel
timedate.cpl ----> Date and Time Properties
ddeshare ----> DDE Share
devmgmt.msc ----> Device Manager
directx.cpl ----> Direct X Control Panel
dxdiag ----> Direct X Troubleshooter
cleanmgr ----> Disk Cleanup Utility
dfrg.msc ----> Disk Defragment
diskmgmt.msc ----> Disk Management
diskpart ----> Disk Partition Manager
control desktop ----> Display Properties
desk.cpl ----> Display Properties
control color ----> Display Properties
drwtsn32 ----> Dr. Watson System Troubleshooting
Utility
 verifier ----> Driver Verifier Utility
eventvwr.msc ----> Event Viewer
sigverif ----> File Signature Verification Tool
findfast.cpl ----> Findfast
control folders ----> Folders Properties
control fonts ----> Fonts
fonts ----> Fonts Folder
joy.cpl ----> Game Controllers
gpedit.msc ----> Group Policy Editor
iexpress ----> Iexpress Wizard
ciadv.msc ----> Indexing Service
inetcpl.cpl ----> Internet Properties
Iexplore ----> Internet Explorer
ipconfig /all ----> IP Configuration (Connection
Configuration
 ipconfig /displaydns ----> IP Config (Displays DNS
Cache Contents
ipconfig /flushdns ----> IP Config (Delete DNS
Cache Contents
ipconfig /release ----> IP Config (Release All
Connections
 ipconfig /renew ----> IP Config (Renew All
Connections
 ipconfig /registerdns ----> IP Config (Refresh
DHCP & Re-Registers DNS
ipconfig /showclassid ----> IP Config (Display
DHCP Class ID
ipconfig /setclassid ----> IP Config (Modifies
DHCP Class ID
jpicpl32.cpl ----> Java Control Panel (If Installed
javaws ----> Java Control Panel (If Installed
toy.cpl ----> Joystick Properties (If Installed
control keyboard ----> Keyboard Properties
main.cpl keyboard ----> Keyboard Properties
secpol.msc ----> Local Security Settings
usrmgr.msc ----> Local Users and Groups
logoff ----> Logs You Out Of Windows
winchat ----> Microsoft Chat
winmine ----> Minesweeper Game
control mouse ----> Mouse Properties
main.cpl ----> Mouse Properties
control netconnections ----> Network Connections
ncpa.cpl ----> Network Connections
netsetup.cpl ----> Network Setup Wizard
notepad ----> Notepad
nvtuicpl.cpl ----> Nview Desktop Manager (If
Installed
 packager ----> Object Packager
odbccp32.cpl ----> ODBC Data Source
Administrator
 osk ----> On Screen Keyboard
acfilter.cpl ----> Opens AC Filter (If Installed
password.cpl ----> Password Properties
perfmon.msc ----> Performance Monitor
perfmon ----> Performance Monitor
telephon.cpl ----> Phone and Modem Options
powercfg.cpl ----> Power Management
control printers ----> Printers and Faxes
printers ----> Printers Folder
eudcedit ----> Private Character Editor
QuickTime.cpl ----> Quicktime (If Installed
intl.cpl ----> Regional Settings
regedit ---->
Registry Editor
regedit32 ----> Registry Editor
mstsc ----> Remote Desktop
ntmsmgr.msc ----> Removable Storage
ntmsoprq.msc ----> Removable Storage Operator
Requests
 rsop.msc ----> Resultant Set of Policy (XP Prof
sticpl.cpl ----> Scanners and Cameras
control schedtasks ----> Scheduled Tasks
wscui.cpl ----> Security Center
services.msc ----> Services
fsmgmt.msc ----> Shared Folders
shutdown ----> Shuts Down Windows
mmsys.cpl ----> Sounds and Audio
spider ----> Spider Solitare Card Game
cliconfg ----> SQL Client Configuration
sysedit ----> System Configuration Editor
msconfig ----> System Configuration Utility
sfc /scannow ----> System File Checker (Scan
Immediately
 sfc /scanonce ----> System FC (Scan Once At Next
Boot
 sfc /scanboot ----> System FC (Scan On Every
Boot
 sfc /revert ----> System FC (Return to Default
Setting
 sfc /purgecache ----> System FC (Purge File Cache
sfc /cachesize=x ----> System FC (Set Cache Size
to size x
sysdm.cpl ----> System Properties
Taskmgr ----> Task Manager
nusrmgr.cpl ----> User Account Management
utilman ----> Utility Manager
explorer ----> Windows Explorer
firewall.cpl ----> Windows Firewall
magnify ----> Windows Magnifier
wmimgmt.msc ----> Windows Management
Infrastructure
 syskey ----> Windows System Security Tool
wupdmgr ----> Windows Update Launches
winver ----> Windows Version
tourstart ----> Windows XP Tour Wizard
Write ----> WordPad
If you want to open the " Add or Removal Program",just
press Ctrl+R and type as "appwiz.cpl " in run box and
press enter.
Likewise for opening wordpad just type " write ".

Windows ব্যবহারকারীদের জন্য প্রয়োজনীয় কিছু টিপস


আপনার পাওয়ার বাটন কি নষ্ট হয়ে গিয়েছে অথবা আপনি কি অধৈর্য্য হয়ে পড়েছে রিসাইকেল বিনের নাম পরিবর্তন করতে না পেরে। অথবা এও হতে পারে পিসিতে কাজের চাপে এক গাদা উইন্ডো আপনাকে জালিয়ে যাচ্ছে। আপনি যদি এমন অসুবিধার সম্মুখীন হোন তাহলে আপনি সঠিক জায়গাতেই আছেন। উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য কয়েকটি পুরাতন ও কার্যকরী টিপস এই লেখায় সকলের সামনে উপস্থাপন করব। পরিবর্তন করুন রিসাইকেল বিনের নাম ডেস্কটপের যে কোন শর্টকাট কি, আইকন থেকে শুরু করে যে কোন ফোল্ডার বা ফাইলের নামকে আপনি রিনেম করতে পারেন খুব সহজেই কিন্তু আপনি রিসাইকেল বিনকে রিনেম করতে গিয়েই পারেননি। কারণ রিসাইকেল বিন-এর ওপর মাউসের রাইট বাটন ক্লিক করলে সেখানে কোন রিনেম অপশনই থাকে না। কিন্তু আপনি চাইলেই ভিন্ন উপায়ে আপনার পছন্দ মত নাম দিয়ে রিনেম করতে পারেন। এর জন্য প্রথমেই আপনাকে স্টার্ট মেন্যু থেকে গিয়ে রান অপশনে গিয়ে লিখতে হবে regedit.exe, তারপর এন্টার চাপুন। সেখানে আপনি বামের দিকে থাকা HKEY_CLASSES_ROOT রুট ফোল্ডারটি ওপেন করে CLSID খুঁজে বের করুন। তারপর সেখানে {645FF040-5081-101B-9F08-00AA002F954E} ফোল্ডারটি ওপেন করে যে মান “40 01 00 20” দেওয়া আছে সেটা পরিবর্তন করে “70 01 00 20” এই মানে পরিবর্তন করুন। এবার দেখুন আপনি সহজেই রিসাইকেল বিনকে রিনেম করতে পারছেন। কম্পিউটার চালু করুন কি-বোর্ডের মাধ্যমে কম্পিউটার চালু করার ট্রাডিশেনাল পদ্ধতি হচ্ছে পাওয়ার বাটন চেপে পিসি অন করা। কিন্তু ধরুণ হঠাৎ করে আপনার এই ট্রাডিশেন হারিয়ে গেল অর্থ্যাৎ পাওয়ার যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি কি করবেন। এর একটি উপায় হচ্ছে প্রথমে কম্পিউটার চালু হওয়ার সময় কিবোর্ড থেকে Del বাটনটি চেপে ধরে Bios এ প্রবেশ করতে হবে। এরপরে Power Management Setup নির্বাচন করে এন্টার চাপুন। এখন Power on my keyboard নির্বাচন করে এন্টার দিন। তারপর আবার Password নির্বাচন করে এন্টার দিন। Enter Password এ কোন একটি কি পাসওয়ার্ড হিসেবে দিয়ে সেভ (F10) করে বেরিয়ে আসুন। হয়ে গেল কাজ। এরপর কিবোর্ড থেকে উক্ত কি অর্থ্যাৎ পাসওয়ার্ড কি চেপে পিসিটি চালু করতে পারবেন। গিগাবাইট এবং অন্যান্য মাদারবোর্ডের ক্ষেত্রে একই শর্ত প্রযোজ্য। নিজেই তৈরী করুন Hot Keys দ্রুত কাজের সুবিধার্থে হটকিস একটি কার্যকর ফিচার। হটকিস দিয়ে মূলত যেকোন কাজ কিবোর্ডের কি চেপে দ্রুত সময়ে করা যায়। উইন্ডোজে কাজে সুবিধার জন্য অনেক হটকিস তৈরী করে রাখা আছে। আপনি নিজের কাজের সুবিধার জন্য প্রয়োজনে নিজের হটকিস তৈরী করে নিতে পারবেন। এই ঠিকানা থেকে খুব ছোট সাইজের টুলটি নামিয়ে নিন। হটকি তৈরী করতে টুলটি চালু করুন। একটি ফোল্ডার ওপেন করুন এবং সুবিধা মত কি প্রদান করুন। পরবর্তীতে সেই কি চেপে আপনি আপনার প্রয়োজনীয় প্রোগ্রামটি ওপেন করতে পারবেন। সয়ংক্রিয়ভাবে অচল উইন্ডোগুলোকে মিনিমাইজ করুন একসাথে অনেক কাজ করলে মাঝেমধ্যে ডেস্কটপে বিভিন্ন উইন্ডোর ঝঞ্জাল সৃষ্টি হয়। কাজে বেশি ব্যস্ত থাকলে সেইসব উইন্ডোগুলোকে আর বন্ধ করা বা মিনিমাইজ করা হয় না। আপনি চাইলে ৪৩৮ কেবির একটি সফটওয়্যার ইন্সটলের মাধ্যমে ইনএকটিভ উইন্ডোগুলোকে স্বয়ংক্রিয়ভাবে মিনিমাইজ করাতে পারেন। নির্দিষ্ট সময় পরপর সফটওয়্যারটি অচল উইন্ডো গুলোকে মিনিমাইজ করে দেয়। চাইলে নির্দিষ্ট সময়কে ইচ্ছামত পরিবর্তন করতে পারবেন। সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে। ভুলবশত বন্ধ করে ফেলা উইন্ডো ফিরিয়ে আনুন: ডেস্কটপে কাজ করতে করতে অনেক সময় ভুলবশত কোন দরকারী উইন্ডো বন্ধ হয়ে যেতে পারে। এবং এতে আপনার আফসোসের শেষ থাকবে না। হায় রে! এ কি করলাম। কিন্তু হারানো উইন্ডো আপনি চাইলে সহজে ফিরিয়ে আনতে পারেন ছোট একটি ফ্রীওয়্যার দিয়ে। এই লিঙ্ক থেকে ফ্রীওয়্যারটি ডাউনলোড করে নিন। আপনি যখনই একটি উইন্ডো ক্লোজ করবেন সফটওয়্যারটি ৬০ সেকেন্ডের জন্য সেটি সেভ করে রাখবে। আপনি সিস্টেম ট্রে থেকে সফটওয়্যারের আইকনে ক্লিক করে উইন্ডো ফিরিয়ে আনতে পারবেন। ৬০ সেকেন্ডের সময়কে আপনি চাইলে বারিয়ে নিতে পারেন।

Wednesday, 18 February 2015

"All Useful Software Serial Keys"



╚═►VMware Workstation v9.X ◄═╝
Serial Key:→↓
ZF3X0-4ZW0Q-0842P-E6PGC-PKRZF
VY19K-01X5L-084MY-MXMZG-MAUF2
YA5X2-FEFDK-H80VQ-4YWQC-MPARD
YU1WA-F1GD7-485UQ-ADNNT-XCAR6
GF1WR-FGZ5J-485RY-JGQQC-XZ2G8
AY3HA-F1D5N-08D7Q-Z6X5T-XK2G2
YG5EK-D1X8L-088XY-NNQEC-P3AW6
VF14H-0YFE5-48D2Z-ZDPNT-YFUZ8
ZU31H-2WY83-0853Y-Z5WQZ-ZAAC6
GC1WK-F8XEM-M812P-9WMG9-XUU9F
AY540-00W0M-088DY-GDQ7T-QL8Z8
FF34U-A5W11-H80UP-F6WNV-NL8V6
CF71K-AGD52-H894Q-Q4P7E-XL2R6
YZ5MA-6GXDP-0841Y-K4PNG-XK2ZF
====================================================
====================
╚═►NovaPDF Professional Desktop v7.7.387◄═╝
Name : Dennis Anker
Serial: B11F-8V0T-XRU2-Z344-4MDF-2WM5-6XEB-NHK4
====================================================
====================
╚═►Microsoft Office 2013◄═╝
S/N: 9MBNG-4VQ2Q-WQ2VF-X9MV2-MPXKV
====================================================
====================
╚═►PowerDVD v5.0◄═╝
S/N: MV588995988G2285
====================================================
====================
╚═►Active Partition Recovery Enterprise v8.0◄═╝
Registered Name: Bernhard Walder
Registration Key: 00001Q-RB25T2-24ZXFW-WVDC84-
RCD4EQ-YWMDZ6-MD61TD-
VQ4VMU-87UDC3-5JB9DX-8NJMPA
====================================================
====================
╚═►AUTO CAD 2013◄═╝
sl no= 110-10061620, product key= 781E1
====================================================
====================
╚═►Internet Download Manager v6.15.1 Serial◄═╝
First Name: Anything
Last Name: Anything
Email: Anything
Serial: 7G7QY-NZWKQ-23KRA-RAMQ4
====================================================
====================
╚═►Registry Workshop v4.6.2◄═╝
Serial Key:→↓
01CBC4B66A06969B2638235982DED475E724C63B3D32A
13286D226D99703423AA060156394800258D5EF54FCCFB
52306C7A2AA1D44A028E17E2833D3CC70F31E
====================================================
====================
╚═►USB Disk Security v6.2.0.30 Serial Key◄═╝
ACADEMIC
18027
------------------------------
ABUTTER
18011
------------------------------
ABRAZITE
17950
------------------------------
ABRADE
17875
------------------------------
WIRING
17820
====================================================
====================
╚═►Advanced Archive Password Recovery Pro v4.53◄═╝
↓→:Serial Key:→↓
ARCHPRP-NWGTN-45653-DXZWD-93326
ARCHPRP-LEHKE-58253-RHCZW-73269n
====================================================
====================
╚═►Internet Download Manager v6.14.3◄═╝
First Name: Any Name
Last Name: Any Name
Email: Any Email
Serials:
7G7QY-NZWKQ-23KRA-RAMQ4
or
D4B22-SWRY9-FLFVP-NETDI
====================================================
====================
╚═►ImTOO Video Converter Ultimate
v7.7.0.20121224◄═╝
←↓→:Serial Key:→↓←
3A17-E5E5-C390-A079-39A9-E3EA-80A4-6C62
CB28-7E7E-5CA1-B182-F8A7-0041-D754-4B55
A5C6-1818-3A4F-5F69-E202-75D0-89ED-FC87
C3A1-7E8E-5C39-3A00-7C33-822B-389B-44D3
1BC5-E0E7-92BC-BC56-1161-A53D-F9E7-918D
A18F-5C6C-3A17-18EB-34FC-2042-46A4-5695
816C-5A5A-38E7-17C3-9E64-05A5-257B-02BF
====================================================
====================
╚═►FutureDecks DJ Pro v3.0.5◄═╝
Serial Key:→↓
759P4A3S56MN
M669C575KC43
L7NNSFL5MPPK
99765CLCKHK5
F9K65L35C5C5
====================================================
====================
╚═►avg internet security 2013◄═╝
Licence: 8MEH-RFR8J-PTS8Q-92ATA-O4WHO-JEMBR-
ACED
====================================================
====================
╚═►Microsoft Windows 8 RTM◄═╝
---------------Key:--------------------
6CNK2-RTVRV-TXYQK-86DBM-B4DHC
3HBY3-3GNXP-22R96-CCMCB-HT67C
KGQND-Q2HH6-XHXHC-89VWW-82KVC
F2V7V-8WN76-77BPV-MKY36-MKH3P
====================================================
====================
╚═►Adobe Photoshop Lightroom v4.3◄═╝
Serial Key: →↓
Name: mahn
Serial: 1160-4808-4026-5497-2931-5822
Name: Flash Gordon
Serial: 1160-4859-8564-6751-6040-3185
Name: Green Lantern
Serial: 1160-4254-4822-7250-4150-5688
====================================================
====================
╚═►Any Video Converter Ultimate v4.5.8◄═╝
Name: LiveLong
Serial: 0000KZ-KFQ4Q5-21UJ38-7AB787-812BM7-209R1A-
DNTPG7
====================================================
====================
╚═►TeamViewer Premium 5.1.9290 serial number ◄═╝
s/n: 09-31004-61457-936046
====================================================
====================
╚═►Photoshine Serial Key ◄═╝
name :ACPJ0020C4E
serial : A0JJ8022CFB
====================================================
====================
╚═► PowerISO 5.4◄═╝
Name: PowerISO
Serial: M9PHF-E3AK2-Q166Y-DAQ1H-TVXVJ
====================================================
====================
Kaspersky Internet Security 2013 License Key :-
Use One Of This Activation Code To Get 90 Days License
→↓
4GGYH-S7HEJ-QEGXT-4C88H
(OR)
QCGUH-J8FF6-33WGA-UBY62
====================================================
====================
╚═►TuneUp Utilities 2013 v13.0.2020.15◄═╝
Serial Key: →↓
FC661R-DA19J6-9WFX5T-79RYJX-DX6T1Y-A9K5E3
WVACTK-RNWVQ9-AK1YVC-Y07WYB-TB9Y5H-FVHFA8
C9ATBK-F4CXJE-H60MH3-NHXPKQ-80RPB9-0KF6V2
99VV7M-KRN8PK-4PDPX4-KY9Y7T-Q7TQ34-WJ5AKD
HNBHQA-B3QEWW-4Y6TWC-KXDRT8-QR4591-CRTV8H
9H2JWP-YPKKAM-3M8TAD-J82PYB-55WMFN-N5K428
8DRYX9-B4AKRK-CTH3TE-N0QFY1-RX777P-TTRKC6
MWETXX-RA0TAM-J570RF-YFHNW9-VMEVV0-60666M
====================================================
====================
Avast! AntiVirus v7.0.11 License Key Expiry Date
(2038) :-
C2092321R9946A0912-U52DEWK3
OR
C2092321R9946A0912-U52DEWK3
====================================================
====================
╚═►Flash Player Pro v5.4◄═╝
Name: LiveLong
Serial: LdfFla-23B9AC7E23E323AA6E448A9BD65AADFB
====================================================
====================
╚═►Hide Files and Folders v3.5◄═╝
Serial Key: →↓
a66e44fe14a7fcd5
be8054ffac8c3d28
3d5cbbdd6049fe6b
788887cd0bbcf8e2
fd434bde7a94fe93
====================================================
====================
╚═►Nitro PDF Professional Enterprise 8 v8.0.6.3◄═╝
Serial: →↓
NP8D95K4GG0610986CC
NP8D28K08K861091A52
NP8D8F04GSK619D6560
NP8D98G4XKS61068817
NP8DD60C8S061FC5394
NP8D23CX8C8612FA36D
NP8DCD8GOK4610DCCA4
NP8D03S4SGK612D6DA0
NP8D772561161D133E8
NP8D764G84C61247501
NP8D2F4KXC861F6DFBA
NP8D03C80SK613F59AA
NP8D20KSX08613BF266
NP8DCD4COS46100F9C6
NP8D52G00O0614E8C6C
NP8D772561161D133E8
====================================================
====================
╚═►SUPERAntiSpyware Professional v5.6.1014◄═╝
Serial Number: 322-412-2500
Activation Code: 60c2-7e0c-10ad-329d
Serial Number: 395-790-9638
Activation Code: b8b9-f84b-0e4d-dd7d
Serial Number: 109-577-0923
Activation Code: ca2c-0423-1199-78f0
====================================================
====================
╚═►Office 2010 professional plus Serials◄═╝
BDD3G-XM7FB-BD2HM-YK63V-VQFDK
W3BTX-H6BW7-Q6DFW-BXFFY-8RVJP
DX4MW-PB7F4-YR4WT-BV3MM-4YV79
6D739-9F4F2-BKKV8-YCHRF-PWR8B
4C9PX-DH3G9-D424D-FGGKF-PRWH3
W3G79-KFKR2-M9C86-JG748-G8373
====================================================
====================
╚═►Avast 5+6+7 serial ( Free )◄═╝
S/N: W6754380R9978A0910-4TZ59467
====================================================
====================
╚═►USB Drive Antivirus V.3.02 Build 0509◄═╝
1. NAME-USB Antivirus
Serial-WWHKZY
---------------------------
2. NAME-User
Serial-WWKZ
---------------------------
3. NAME-Rock_OM
Serial-TSIS
---------------------------
4. NAME-Frendz
Serial-HVKVN
====================================================
====================
╚═►Corel Graphic Suit X6◄═╝
S/N: DR16R22-LZA9ZQN-6HPW8RX-6QTKYZ
====================================================
====================
╚═►Corel Video Studio 12 Serials ◄═╝
VS14R22-PZ9U4XB-4USTVDL-PEPLKE2
VS14R22-D3466GB-UUS6K43-7EQW6UW
VS14R22-PR6QWBP-GUCYVNG-UKSQJHA
VS14R22-T5525UA-V4EG9DR-P6TB6UE
VS14R22-UYC4CTQ-BPQJT25-WTT4SPS
VS14R22-9LHHX33-ZP4N5P4-SBM7HGS
VS14R22-D8YUMAB-A2Q3YNE-HMQWNWE
VS14R22-R5BNPCQ-DKY26BT-DPY6C9J
VS14R22-QKDXPFN-YRVKL2E-HGZRG6E
====================================================
====================
╚═►Super DVD Factory v5.7 ◄═╝
Name: freeserialkey
Serial:
1199BA01C9C8B64244B4A42A662A723A2CBF089A005BE4
CF26AE68FCCF22992A0E9CF910CF06804A6686148DFD58C
8293818E5268FB78439C578DAAD2A87BFFF2F60CC40A24D7
C4707A8A8A572431074A008160333830C862C73D3BAC576
CF11803C0D84142979EC5834921FE9C4E63896150A4F3EC32
C61028A1F493D0003C5
====================================================
====================
╚═►Virtual DJ 6◄═╝
Serial: WBBS-UCHF-UBBLG
====================================================
====================
╚═►Sony Sound Forge 7.0.0.262◄═╝
SN : HQ-EM4R8P-7S407G-S93NCR
====================================================
====================
╚═►ADOBE PREMIERE PRO CS4 SERIAL KEYS◄═╝
1132-1033-0380-3409-5427-6334
1132-1686-5385-1891-1718-6945
====================================================
====================
╚═►Quick Heal Total Security version: 13.00
(6.0.0.4)◄═╝
Serial: VNI4-GACF-2358-RSUW
====================================================
====================
╚═►Avira internet security 2012 until 19 April 2013
key :◄═╝
Serial: P3WWW-WWWT3-PJHYD-CNCJ3-7973S
====================================================
====================
╚═►ESET SMART SECURITY 4 and 5,6 !◄═╝
Username: EAV-71746858
password : kbbmak3xen
06-12-2012
Username: EAV-71549467
password : 8ad8k72nbm
04-12-2012
Username:EAV-72535882
Password:j2jfk4u6pe
Expire:21-10-2012
Username:EAV-72535886
Password:xbjaarhjs5
Expire:21-10-2012
Username:EAV-72535888
Password:h6sb4ctejc
Expire:21-10-2012
Username:EAV-72535884
Password:rmjcev7tra
Expire:21-10-2012
Username:EAV-72535899
Password:cdedc44tt3
Expire:21-10-2012
====================================================
====================
╚═►avg antivirus 2013 Serial◄═╝
8meh-r9q3v-zhe2t-92kcr-a9gls-yembr-aced
8meh-rlkzo-8chhh-hsyka-kauxg-sembr-aced
8meh-r6633-ypt9h-ycnsr-h42ot-eembr-aced
8meh-r2cml-sswfw-moxfr-tcrgu-3embr-aced
8meh-rfod4-sx7r8-jrtqa-jgero-wembr-aced
8meh-rnzll-2yuqx-79ppa-m3tde-aembr-aced
8meh-rk82s-pwf92-c33ba-qdw4h-gembr-aced
8meh-rf22z-an7hs-qdwmr-2eebp-bembr-aced
8meh-ryh2w-sak7n-h2hga-w73j4-9embr-aced
8meh-rnxbd-gmngf-bslsr-zjkod-pembr-aced
8meh-rf4bz-fh4uo-vrv3a-4ch9l-dembr-aced
8meh-rg9b7-bggvc-pxrcr-jpr2l-hembr-aced
8meh-rvega-vjyy3-y3dla-8nxy2-6embr-aced
====================================================
====================
Windows 8 developer preview product key
6RH4V-HNTWC-JQKG8-RFR3R-36498
====================================================
====================
AVG Antivirus Professional 2012 Serial Number
+++++++++++++++++++++++++++++++++++++++
8MEH-RW2ZU-29S4F-26QCR-WFZV4-BEMBR-ACED
8MEH-RREY3-L2LQA-LUMOR-UHNK2-6EMBR-ACED
8MEH-RPDWL-THRLY-O8Z3R-474SC-4EMBR-ACED
8MEH-RPTGT-KMOL7-EEEVR-KORKD-LEMBR-ACED
8MEH-RMXLW-HN44A-BABPA-SBK3B-PEMBR-ACED
8MEH-RCKOP-BP9KK-YW8EA-6K8TK-SEMBR-ACED
8MEH-RXYFD-JUV72-8922R-FTBZ6-QEMBR-ACED
8MEH-RAJC2-O3P77-KRRQA-H3SLN-REMBR-ACED
8MEH-R2CML-SS7FW-MOXFR-TRU8V-3EMBR-ACED
8MEH-RS47Y-82HT8-GONVA-BCCCZ-DEMBR-ACED
8MEH-RXYFD-JUV72-8922R-FTDO8-QEMBR-ACED
+++++++++++++++++++++++++++++++++++++++
====================================================
====================
Nero 11.2.00400
Code: 9004-0173-5M17-EU7K-KLPZ-XT4P-2MT3-4PA8
====================================================
====================
Nero 11.2.01000
Code: 9004-0173-5M17-EU7K-KLPZ-XT4P-2MT3-4PA8
====================================================
====================
╚═►Adobe Flash Professional CS5◄═╝
Serial Key:→↓←
1302-1194-4375-5059-8090-0288
1302-1956-2248-1616-0365-7124
1302-1645-5592-7683-5740-9343
1302-1065-1908-3692-6001-0784
1302-1086-3696-5544-5238-9400
1302-1339-8680-7615-5184-8324
1302-1065-1908-3692-6001-0784
1302-1059-9625-8530-7802-6962
1302-1339-8680-7615-5184-8324
1302-1116-8780-8984-8675-8256
1302-1912-4694-1510-2945-5932
1302-1059-9625-8530-7802-6962
1302-1194-4375-5059-8090-0288
1302-1339-8680-7615-5184-8324
1302-1956-2248-1616-0365-7124
1302-1912-4694-1510-2945-5932
1302-1116-8780-8984-8675-8256
1302-1956-2248-1616-0365-7124
1302-1912-4694-1510-2945-5932
1302-1065-1908-3692-6001-0784
1302-1835-3972-5775-4732-9757
====================================================
====================
╚═►FIFA 12 serials online (PC)◄═╝
Serial:→↓←
QJAA-SCPR-2XYK-X3ML-0UNL
S4LU-NP8Z-GKAD-7GK2-JRLD
Y7GY-CSUG-3B54-3V1N-0UNL
MXMD-8GX6-23KL-Q67F-0UNL
5Y9H 9GCV 6L7F 7GG4 DU6E
====================================================
====================
╚═►Adobe CS3 Keygen serial number◄═╝
Serial number:1326-0651-74702-0424-4066-8309
Activation number: 3244-5309-7205-7250-5740-2918-5471
Activation type: Normal
====================================================
====================
╚═►Windows XP SP2 geniune key◄═╝
Serial: JG28K-H9Q7X-BH6W4-3PDCQ-6XBFJ
====================================================
====================
╚═►SpeedUpMyPC 2013◄═╝
Licence Key:→↓←
SP-EKSPY-W97SD-VRMZN-CWM4C-MJKVH-EHAZ8
====================================================
====================
╚═►Game Maker 6◄═╝
Serial: E3133057BE7AD9E655FEE02F
====================================================
====================
╚═►WinUtilities v10.53 Professional Edition◄═╝
Serial: WYMTGGP-7362-85FE-A519-4F96-QKWU
====================================================
====================
╚═►Cyberlink Powerdirector 9◄═╝
Seiral: BF937-FZ7NB-KHZEY-B3LAP-BNEFL-VT3EW
====================================================
====================
╚═►Your Uninstaller Pro 7.5.2012.12 Serial ◄═╝
Name: sharyn kolibob
Serial: 000016-9P0U6X-N5BBFB-EH9ZTE-
DEZ8P0-9U4R72-RGZ6PF-EMYUAZ-9J6XQQ-89BV1Z
====================================================
====================
Adobe Photoshop CS3 Master Collection Serial
Serial: 1325-1164-8142-5014-6460-3938
====================================================
====================
PasswordUnlocker PDF Password Remover 5.0.0
Serial:
hzNHEuQvcGvzRyVJHgv9pyiki7kbTQymwmCViiUCjEO0
UQmchDw8NwjlmHE09nDe2ztZrUJ3UUtvoQY2
CdDIQbzQKzoC0ae7+w3EvYYd9W1UPJ2+1a6z42vAxCf231
nV2Mn4A+601rPJwnqJa2FK7kZJOFr3NszWprjzsFAdQgw=
====================================================
====================
Microsft office 2007 enterprise 32 bit
Serial: F3DJD-6FFQ4-XQTQF-PGK47-8MDQ8
CM9R7-9X4DV-F43J4-JVC67-GYDQ8
====================================================
====================
bitdefender free edition v10oem
Serial: 7C7CC-DCA97-71242-F0814
====================================================
====================
FIFA 2010
Serial: URU4-HVRD-G8H7-F7G4-1911
KKHH-FRTB-L1M2-F5V8-1911
URKK-F9Y4-G5U8-33Q1-1911
PMXP-49L2-D1G2-85L0-1911
J87P-39P7-W8J4-T3F7-1911
====================================================
====================
Folder Lock 7.1.1 Final
serial key: F7-20120725-2-873991
registration:
58260C22969C0EE8C65E3CB20460E4F44A063486
serial key: F7-20120725-3-968359
registration:
4E3A626E0EE4E0CEDE30EE22509858386C7A7CEA
serial key: F7-20120725-8-354379
registration :76F60EB08CE6186A88C2E4AE646EAEA8147E
4052
serial key: F7-20120725-3-339758
registration :C6E26644AA4AA606CC00B46206B2FC129EB
256B0
serial key: F7-20120725-1-691441
registration :5AB890E642D6400C1678D0640E9E88CA26FA88
C4
serial key: F7-20120725-3-663346
registration :8AC2E8BAC028EAA26042C018B8B4A6B8F46A1
AAA
serial key: F7-20120725-9-295215
registration :B6EA60745C24DE70769A1EC4FCD62C5CD8E8
FC6A
serial key: F7-20120725-4-188913
registration :9CAEC42C5E74CE10065A20D85410601EC4007
CFA
serial key: F7-20120725-6-219585
registration :9A98B6FC12A60E621E462AAE4EAE70AED
4126002
serial key: F7-20120725-1-869828
registration :8242FA5E14AE88C89EACF6964068121A2264
BCC2
serial key: F7-20120725-4-863538
registration :D090E2729622027884288C1E1E46DCC81CD4FE
30
serial key: F7-20120725-8-475696
registration :42C85E9E8620E404F25412C4EA6852944EA4CA
88
serial key: F7-20120725-9-222467
registration :7E52F24C3254C40A3802A6924E44B0A21A3060
C0
serial key: F7-20120725-4-436627
registration :7A52720C8E12A0A80CF8FE9ABA1094089C6EB
034
serial key: F7-20120725-5-224353
registration :7CEA8028A8F808569AB0AAFECC98B2E
896302882
serial key: F7-20120725-7-112789
registration :784C1ABE7AAAC8E80680F8BAF00292DE4CDCC
4DE
serial key: F7-20120725-6-137291
registration :F6FA767AE2DEBCCA1AF64A4E0C88B82844781
E94
serial key: F7-20120725-1-619748
registration :82C820C8825CF4B4D8F8BA46D42EA4A2CAC41
A8
====================================================
====================
MP3 Encoder 1.0
s/n: _23456789a_ydcgwvaf
s/n: _23456789a_ydcgwvaf
====================================================
====================
Defrag Professional Edition 4.0.508
Name: Hans Mueller
License: DPM1-0VNZ-002Q-X32X-033Y
Name: Hans Mueller
License: DPM1-0VNZ-002Q-X32X-033Y
====================================================
====================
TraceRoute 2.0.2
s/n: Key-B03-30-230-209-164-3899
s/n: Key-B03-30-230-209-164-3899
====================================================
====================
Norton Internet Security 2012
Serial: JT888GWHQ7RQ32B932BB89XJM Only 1 User !
====================================================
====================
Angry Birds Space
Serial: THET-ALEV-LEFR-USWO OR 00a00b00c00d
====================================================
====================
PC Optimizer Pro
Serial: XUV4-9MP-6AFC-NN8-7NP|XUV4-9MP-6AFC-
NN8-7NR
====================================================
====================
╚═► WinPDFEditor v1.0.3 ◄═╝
BAKW-R82A-D42N-UNFG
BPNW-R26A-D99N-LIWG
BPOW-R90A-D88N-HIGG
BBUW-R26A-D59N-CAWG
BDOW-R13A-D25N-CLDG
BCFW-R93A-D39N-YETG
====================================================
====================
╚═► Uniblue Driverscanner 2013 Serial ◄═╝
Serial: DS-PKMGJ-9WRLL-G9XVB-UBXXE-MLY8P-MSGSV
TYPE THIS SERIAL YOURSELF.SIMPLY COPYING AND
PASTING WILL NOT ACTIVATE THE SOFTWARE.
====================================================
====================
╚═►XILISOFT DVD RIPPER ULTIMATE 5.0.46.1212 ◄═╝
646DF9DC-EFE0-E866-3790B-A73A-8CEF-B6AF
CB7DB302-29D9-96F5-AE6DE-B40A-4937-8F46
38F60D65-30E0-CB98-7F118-28CD-3601-F179
181CCB43-477A-99BB-34F4A-E9C7-B5C3-8A2A
1E552ADD-56B1-8907-9A5AE-B16A-99B8-B167
====================================================
====================
╚═► PC Tools Internet Security 2012 ◄═╝
Name: Bin ma
License: 49DF-D50D-C304-08E9-8DDC-D3DF-
D505-46FC-94E8-1CA9 OR
License key: A5CB-49B9-52D8-E24D-33C4-6A44-F953-
CA9D-CA3C-123F
License Name: Max Porter
License Code: BF54-0053-
F550-4C81-2E21-4E30-66D9-707A-707D-2FDA
Name: Heribert Muller
License key: CAA6-007D-5B58-1C97-2D45-A10C-3ABF-
E802-650C-A4F8
Name: Bruno Herz
License key: 7D71-265D-1629-D483-DDB0-B333-0917-
CC09-D503-972F
Name: Viktor Werk
License key: 7935-3160-FF79-6D10-E04A-
CDEB-3810-9100-1382-5DA3
Name: Viktor Vogel
License key: D08D-207A-07EE-B7E0-6C56-
CB4F-3A3E-9950-169C-B6D1
Name: Lothar Wolf
License key: 8965-E188-D75C-F544-
F58E-1298-03DC-6CE8-46A1-B6B4
Name: Olga Feist
License key: 4D1F-2459-A574-B918-956E-F50A-2C77-
C083-95D7-2C23
Name: Pidrilo Dushnoy
License key: A96D-2709-8445-16AA-8D18-6CB0-
A763-41A4-688D-ED1
====================================================
====================
╚═►Adobe photoshop cs6 Extender◄═╝
Serial: PCR-Y5P77P-7EZ2QG-77UQ97-5D2MNQ

DIFFERENCE BETWEEN CORE i3, CORE i5, CORE i7




► Core i3:
* Entry level processor.
* 2-4 Cores
* 4 Threads
* Hyper-Threading (efficient use of processor resources)
* 3-4 MB Cache
* 32 nm Silicon (less heat and energy)

► Core i5:
* Mid range processor.
* 2-4 Cores
* 4 Threads
* Turbo Mode (turn off core if not used)
* Hyper-Threading (efficient use of processor resources)
* 3-8 MB Cache
* 32-45 nm Silicon (less heat and energy)

► Core i7:
* High end processor.
* 4 Cores
* 8 Threads
* Turbo Mode (turn off core if not used)
* Hyper-Threading (efficient use of processor resources)
* 4-8 MB Cache
* 32-45 nm Silicon (less heat and energy)

How To Install Windows 7/8/8.1



Step-1: BIOS (BASIC INPUT OUTPUT SYSTEM) Setup
Computer এর Power সুইচ টিপ দেওয়ার পর Display আসার
সাথে সাথে F2/Del Key চেপে BIOS এ প্রবেশ করতে হবে।
এখন Boot Option এ গিয়ে 1st Boot : CD/DVD আর 2nd Boot :
HD/Hard Disk করে দিতে হবে। যদি আগে থেকে CD/DVD Rom
এর ভেতরে আপনার উইন্ডোজ এর ডিভিডি ঢোকান
না থাকে তাহলে ঠিক এখনি ঢোকান। এইবার F10 চেপে ও Y
(Yes) চাপে Enter চেপায় BIOS Save হবে এবং Computer
restart হবে।
[MotherBoard এর কারনে BIOS এর ধরন ভিন্ন হতে পারে।
তবে 1st Boot, 2nd Boot এর ব্যাপারটা সকল ক্ষেত্রে সম্পূর্ণ একই রকম।]

Step-2: Windows-7/8/8.1 Setup........
Computer restart হওয়ার সময় Press any key to boot from cd or dvd আসার সাথে সাথে Keyboard থেকে যে কোন একটি Button চাপ দিন।
এরপর এই রকম আসবে, এখন অপেক্ষা করুন......... তার পরে এইরকম একটা লিখা আসবে
Press any key to boot from CD or DVD...
এই লিখাটা আসবার সাথে সাথেই আপনাকে কীবোর্ড এর
যে কোনো একটা বাটন চাপতে হবে।
এর পরে Windows is loading files.... এইটা সম্পর্ন হবার পরে যেভাবে আগাবেন সেটা নিচে দেওয়া হল।

Step-3: Installing Windows 7/8/8.1 ........
এইবার আপনে Next এ Click করুন > Install Now তে Click করুন
> I accept the license termsএ Click করে Next এ Click করুন
> Windows 7 এ Ultimate আর Windows 8/8.1 এ Pro
(professional) বা Enterprise এ Click করে Next এ Click করুন
(32bit=x86 and 64bit=x64) > Custom এ Click করুন > Disk 0
Partition 2 তে Click করে Format করুন এবং Next এ Click করুন
(সাধারনত এইটাই C Drive হয়)......।
হুম, শুরু হল
Installing Windows...>
Installing updates...>
installing updates শেষে ১০ সেকেন্ড পর Computer restart
হবে...>
রিস্টের্ট নেবার পরে আর কিছুই করবেন বা শুধু বসে থাকবেন
আর অপেক্ষা করবেন......>
এইবার User Name ও Computer Name লিখে Next এ Click
করুন.........>
ইচ্ছে করলে Password দিতে পারেন
না হলে এমনিতেই Next করবেন.........>
Product key চাইবে! ভয় পাবেন না! Product key
কে পাত্তা না দিয়ে Next এ Click করুন......>
Ask me later এ Click করুন.........>
Computer এর ঘড়ির সময় ঠিক না থাকলে ঠিক করেন।
বাংলাদেশের Time Zone +6 Dhaka করে Next এ Click করুন.........>
এইটা চাইতেও পারে বা নাও পারে কিন্তু চাইলে Public
Network এ Click করুন.........>
এইবার শুধু অপেক্ষা করুন। বাস আপনার উইন্ডোজ দেওয়া শেষ।

Step-4: The Finishing........
এইবার আপনার সকল Driver গুলা ইন্সটল করুন,
সাথে আগে যে সফটওয়্যার গুলা চালাতেন সেগুলাও ইন্সটল করুন।
একটা ভাল অ্যান্টিভাইরাস ইন্সটল রাখবেন।
আসা করি তাইলেই আর আপনার বার বার উইন্ডোজ ইন্সটল
করতে হবে না।

Tuesday, 17 February 2015

গুগলে দেখুন আপনার সড়ক-শহর


ঢাকা: রাজধানী ঢাকা আর বন্দর নগরী চট্টগ্রাম দেখতে চাইলে এক ক্লিকেই এখন থেকে দেখা সম্ভব। এমনকি চাইলে পাড়ার অলিগলিও দেখা যাবে। শুধুই তাই নয় রাস্তার পাশের ঠিক যে বাড়িটি দেখতে চান সেটিও দেখতে পারবেন। সব চিত্রই ত্রিমাত্রিক পদ্ধতিতে প্রদর্শন করবে গুগল। বৃহস্পতিবার এই প্রযুক্তি সুবিধা উন্মোচিত হওয়ার পর এখন ইন্টারনেট ঢাকা-চট্টগ্রাম দেখা যাচ্ছে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে। কেউ চাইলেই ঢাকা চট্রগ্রামের রাস্তাগুলো ৩৬০ ডিগ্রি বা প্যানোরমায় অর্থাৎ একেবারে কোনাকোনি সহ বিস্তৃত পরিসরে দেখতে পারবেন। ক্লিক করুন গুগলের এই সুবিধা চালুর ফলে সারা বিশ্বের মানুষের জন্য ডিজিটাল উপায়ে ঢাকার কোনো সেতু থেকে শুরু করে বন্দরনগরী চট্টগ্রামের উপকূলীয় এলাকার পথচিত্র বা রাস্তার ৩৬০ ডিগ্রি কোণ জেনে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। গুগল এশিয়া প্যাসিফিকের পাবলিক পলিসি পরিচালক অ্যান লাভিন বাংলানিউজকে জানান, আগামী মাসগুলোতে বাংলাদেশের আরও অনেক জায়গার পথচিত্র ত্রিমাত্রিকভাবে গুগলে নিয়ে আসা যাবে। যা সবাই দেখতে পারবেন। গুগলে এশিয়া প্যাসিফিকের অন্যান্য কর্মকর্তারা আরও জানান, বৃহস্পতিবার থেকে বাংলাদেশে স্ট্রিট ভিউ ট্রেকার এবং ইউয়ারেবল ব্যাকপ্যাক চালু হয়েছে। এরফলে ৩৬০ ডিগ্রি বা বহুমাত্রিক উপায়ে পায়ে হাঁটার রাস্তাগুলোর ছবি তোলা যাবে। আর স্ট্রিটভিউ ট্রেকারের সাহায্যে গুগল বাংলাদেশের আরও অনেক অফ-রোড বা জনগণ কম চলাচল করে এমন সব রাস্তার ছবি ও মানচিত্র তুলে ধরবে। যা সবাই অনলাইনের মাধ্যমে দেখতে পারবেন। গুগল জানায়, এই স্ট্রিট ভিউ বা পথচিত্র তৈরি করতে গিয়ে গুগল মানুষের প্রাইভেসি বা গোপনীয়তা রক্ষার বিষয়টিকেও গুরুত্ব দিয়েছে। গুগল অত্যাধুনিক প্রযু্ক্তি ব্যবহারের মাধ্যমে স্ট্রিটভিউ বা পথচিত্রের ছবিগুলো এমনভাবে উপস্থাপন করেছে যেখানে কারো চেহারা বা গাড়ির লাইসেন্স প্লেটের লেখা ঘোলাটে দেখাবে।

Facebook Shortcut Keys




Facebook is one of the most popular social networking site where most of us spend hours chatting and surfing on facebook. So here are some usefull facebook keyboard shortcuts for Google chrome and Mozilla Firefox users.

Mozilla Firefox :
Shift+Alt+1: View your News Feed
Shift+Alt+2: View your own Profile
Shift+Alt+3: View pop-up of friend requests
Shift+Alt+4: View pop-up of messages
Shift+Alt+5: View pop-up of notifications
Shift+Alt+6: View Account Settings
Shift+Alt+7: View Privacy Settings
Shift+Alt+8: View Facebook’s own
profile Shift+Alt+9: Read latest Terms of Service agreement.
Shift+Alt+0: Open Facebook Help Center

Google Chrome :
Alt+1: View your News Feed
Alt+2: View your own Profile
Alt+3: View pop-up of friend requests
Alt+4: View pop-up of messages
Alt+5: View pop-up of notifications
Alt+6: View Account Settings
Alt+7: View Privacy Settings
Alt+8: View Facebook’s own profile
Alt+9: Read latest Terms of Service agreement.

Muse Masters - Season Two




A Performance Poetry Contest, The British Council in partnership with Monsoon Letters has successfully launched ‘Muse Masters’- the 1st ever performance poetry contest in Bangladesh in 2013. More than 750 young poets across the country participated in that nationwide bilingual poetry contest. The shortlisted top 20 poets participated in a two day basic performance poetry workshop from 19 to 20 February 2014, facilitated by InuaEllams, performance poet from the UK. The national competition was judged by renowned poet Kaisar Haq, Rubana Huq, Editor Monsoon Letters and Eeshita Azad, Head of Arts, British Council Bangladesh. Winners of the competition were awarded with an exposure visit to the UK to learn more about performance poetry. After the success of Muse Masters season 1, we are launching the season 2 of the nationwide performance poetry contest, Muse Masters . This time, we are running the competition in two different strands.
1. Performance Poetry Contest.
2. Written Poetry Contest.

The award of the performance poetry contest will be exposure tour to the UK and the for written part, it is a book publishing opportunity.

SUBMISSION GUIDELINES

General
*The competition is open to anyone aged 18 to 35.Submission opens on 25 December 2014. The closing date of the competition is 12:00 AM (GMT+6), 22 February 2015. The competition is only for the Bangladeshi Citizens residing in Bangladesh. One person can submit up to three poems in a single document. Under no circumstances can alterations be made to poems once entered. An email confirmation will be sent after asuccessful submission of the poem. The competition organisers reserve the right to change the judging panel without notice and not to award prizes if, in the judges’ opinion, such an action is justified. The judges’ decision is final and neither the judges nor the British Council and Monsoon Letter staffs will enter into any correspondence. No current employee of the British Council and Monsoon Letters are eligible to enter the Muse Masters Season 2 competition.

Poems
All poems must have a title and must not exceed 40 lines in length (excluding title). Entries can be on any subject. Name of the poet must be written after the poems title for each poem. Poems must be the original work of the entrant. Handwritten entries cannot be accepted. Entries should be typed and saved as a .doc,.docx, .pdf file. You can upload maximum three poems in a single document. Entries can be written both in English and Bangla. Poets can participate in Written or Performing Poetry Contest.

Winners & Prize
Shortlisted poets will be notified by email and SMS by the end of January. Prizes for performance poetry contest will be an exposer trip to the UK. Prizes for the written poetry contest will be a publication by Monsoon Letters. The copyright of each poem remains with the author. However, authors of the winning poems, by entering the competition, grant the British Council the right to publish and/or broadcast their poem with appropriate mentions.

Monday, 16 February 2015

What Is Online Income Or Outsourcing ?


Online Income or Outsourcing বর্তমানে বহুল পরিচিত
দুইটা শব্দ। আমরা জানি Online থেকে আয় করা যায়। কিন্তু
সেটা কি ভাবে? কিংবা আদো কি Online থেকে আয়
করা যায়?
এর উওর হচ্ছে, হ্যা। যায়। তবে Online থেকে আয়
করতে হলে Online Income এর Process গুলো আমাদের ঠিকমত
জানতে হবে। আর বর্তমানে Outsourcing এর সবচে বড় খাত
হচ্ছে Online Marketing, যেটাকে আমরা সবাই #SEO
নামে জানি। SEO for Search Engine Optimization. SEO
হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি Service, Product
বা Website কে Search Engine এর
কাছে তুলে ধরা যাতে SERPs এ আপনার বা আপনার Client এর
Website টি সবার উপরে থাকে। SEO তে Article Writing,
Forum Posting, Blog Posting, Link building, Affiliation etc.
সহ প্রায় ১০ টি আলাদা আলাদা Sector কাজ করার সুযোগ
রয়ছে। কিন্তু এর মানে এইনয় যে একটা Computer আর Internet
Connection নিয়ে বসলাম কিছুক্ষণ টিপাটিিপ কোরলাম আর
Account এ Dollar জমা হতে শুরু করল। যদি এটা ভেবে থাকেন
তাহলে আপনি এখনো বোকার স্বর্গে বসবাস করছেন।
স্বৎপথে অর্থ উপার্যন কখনই এত সহজ নয়। তবে আপনার
মধ্যে তিনটা গুণ থাকলেই আপনি Outsourcing করে Online থেকে অতি সহজেই Income করতে পারবেন।
আর সেগুলো হচ্ছে:
১। প্রবল জানার ইচ্ছা
২। পরিশ্রম করার মানষিকতা
৩। ধৈর্য ধারনের ক্ষমতা  ।

আর এই কাজ সঠিক ভাবে সম্পুন্ন করার জন্য আপনার দরকার একটি সঠিক গাইডলাইন। শুদু মাএ সঠিক গাইডলাইন এর অভাবে অনেক সময় ইচ্ছা ও সামর্থ্য থাকা স্বত্বেও অনেকে সফল হতে পারেনা।সবার সুস্বাস্থ কামনা করে আজকের মতো এটুকুই।

Windows Keyboard Shortcuts For Mozilla Firefox


শর্টকাট ব্যবহার করতে আমরা কে না ভালবাসি । শর্টকাট ব্যবহারের ফলে আমাদের কাজ যেমন সহজ হয়ে  উঠে , তেমনি সময়ও সাশ্রয় হয় । তাই কিছু শর্টকাট শেয়ার করলাম , আসা করি আপনাদের ভাল লাগবে । আমি যা জানি শেয়ার কলাম , আপনি যদি আরো জানেন কমেন্ট করে শেয়ার করবেন ।
 Windows Keyboard Shortcuts for Mozilla Firefox

CTRL + A Select all text on a webpage
CTRL + B Open the Bookmarks sidebar
CTRL +C Copy the selected text to the Windows
clipboard
CTRL + D Bookmark the current webpage
CTRL + F Find text within the current webpage
CTRL + G Find more text within the same webpage
CTRL + H Opens the webpage History sidebar
CTRL + I Open the Bookmarks sidebar
CTRL + J Opens the Download Dialogue Box
CTRL + K Places the cursor in the Web Search box ready to type your search
CTRL + L Places the cursor into the URL box ready to type a website address
CTRL + M Opens your mail program (if you have one) to create a new email message
CTRL + N Opens a new Firefox window
CTRL + O Open a local file
CTRL + P Print the current webpage
 CTRL + R Reloads the current webpage
CTRL + S Save the current webpage on your PC
CTRL + T Opens a new Firefox Tab
CTRL + U View the page source of the current webpage
CTRL + V Paste the contents of the Windows clipboard
CTRL + W Closes the current Firefox Tab or Window (if
more than one tab is open)
CTRL + X Cut the selected text

এ কোন 'আইএস ভূত' বাংলাদেশের ঘাড়ে


যৌনদাসী ইস্যুতে ‘আইএস ভূত’ বাংলাদেশের ঘাড়ে

ঢালাও যৌন নির্যাতনের মুখে ইন্দোনেশিয়া ফিলিপাইন শ্রীলংকা বিগত বছরগুলোতে সউদি আরবে নারী গৃহকর্মী প্রেরণ বন্ধ করে দেয়ার পর সংকট নিরসনে নতুন ৪টি দেশ ইথিওপিয়া, কেনিয়া, নেপাল ও বাংলাদেশ থেকে ‘হাউজ মেইড’ নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয় সৌদি শ্রম মন্ত্রনালয়। নারীদের অধিকার রক্ষায় উক্ত ৪টি দেশে ‘জনসচেতনতা’ কম থাকার পাশাপাশি সরকারী-বেসরকারী পর্যায়ে ‘উদাসীনতা’র সুযোগ কাজে লাগিয়েই মূলতঃ নিজ দেশের গৃহকর্মী সংকট দূর করার উদ্যোগ নেয় সৌদিরা। বাংলাদেশ অবশ্য ‘অন্য কারণে’ আগে থেকেই সৌদি শ্রম মন্ত্রনালয়ের ব্ল্যাকলিস্টে থাকায় সম্প্রতি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরপরই শুরু হয়েছে সেই সংকট নিরসনেরই তোড়জোড়।

অনুসন্ধানে জানা যায়, কেনিয়ান ও ইথিওপিয়ানদের গায়ের রং ছাড়াও অভ্যাস-আচরণগত অনেক বিষয়াদি বিশেষ শ্রেনীর সৌদি পুরুষদের মনঃপুত না হবার কারণে এবং নেপালীরা তুলনামূলকভাবে বেশি চালাক- চতুর হওয়ায় গৃহস্থালীর কাজের হাজার হাজার শূন্যস্থান পূরণে এক্ষেত্রে ‘নো আদার অপশান’ হিসেবে বেছে নেয়া হয় বাংলাদেশকে। অথচ গৃহকর্মী (হাউজ মেইড) হিসেবে নিয়োগ দেয়ার পর তাদেরকে নিজ নিজ বাসা- বাড়িতে নিয়ে গিয়ে যৌনদাসী তথা ‘সেক্স- স্লেভস’ বানিয়ে থাকে অধিকাংশ সৌদি মালিকরা – বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমে এমন খবর ফলাও করে বহুবার প্রকাশিত ও প্রচারিত হলেও কানে পানি যায়নি বাংলাদেশ সরকারের। বাংলাদেশে রাজনৈতিক নেতৃত্বের তরফ থেকে একসময় ঘরে ঘরে কাজ দেয়ার প্রতিশ্রুতি দেয়া হলেও পরিকল্পনা ও আন্তরিকতার অভাবে ভেস্তে যায় সবকিছুই। বিরোধী রাজনৈতিক দলগুলোর অসহযোগিতার পাশাপাশি ‘জ্বালাও- পোড়াও’ মার্কা আন্দোলন সেই সাথে সরকারের অসহিষ্ণু মনোভাব এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ‘গনতন্ত্রের কবর’ রচিত হওয়ায় লাইমলাইটের বাইরে চলে যায় বিদেশে নতুন শ্রমবাজার সন্ধানের অতীব গুরুত্ববহ বিষয়টি। দেশের ইতিহাসের সবচাইতে ‘রং হেডেড’ শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের অনুর্বর মস্তিষ্কপ্রসূত পলিসি জি-টু-জি’র ভুল প্রয়োগে দেশে দেশে ধ্বংস হয়ে যায় বাংলাদেশের শ্রমবাজার। মন্ত্রীর আনাড়িপনাতেই মুখ থুবড়ে পড়ে জনশক্তি রফতানী। ভয়াবহ এই ব্যর্থতা ঢাকতেই মূলতঃ বাংলাদেশে সরকার সৌদি আরবের অন্ধকার জগতের সব তথ্য চেপে গিয়ে দেশটিতে নারী গৃহকর্মী প্রেরণে রাজি হয়ে যায়। আগে নারীদের ‘সাপ্লাই’ করা হলে পরে অন্য পেশায় পুরুষদের নিয়োগের বিষয়টি বিবেচনা করবে সৌদিরা – এমন নেক্কারজনক কন্ডিশনকেই মাথা পেতে নেয় বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন, ‘হাউজ মেইড’ মোড়কে নিজ দেশের নারীদের নিশ্চিত যৌনদাসত্বের পাইপলাইনে তুলে দিয়ে বাংলাদেশ এক অর্থে জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর পদাংকই অনুরণ করতে যাচ্ছে। ইরাকের ইয়াজিদী সম্প্রদায়ের হাজার হাজার নারীকে যেভাবে যৌনদাসী করেছে আইএস জঙ্গীরা, ভদ্রতার মুখোশধারী সৌদি পুরুষদের ঠিক সেই ‘কামলীলা’র সব খবর রেখেও বাংলাদেশ সরকার তার দেশের নারীদের আজ একই অন্ধকারে ঠেলে দিচ্ছে। প্রসঙ্গত, ইরাক-সিরিয়াতে আইএস নিয়ন্ত্রিত জনপদে রয়েছে যৌনদাসীদের একাধিক বিশাল বিশাল বাজার, যেখানে বিক্রি করার জন্য বিভিন্ন এলাকা থেকে ধরে আনা হয় নারীদের। কথিত যুদ্ধে লিপ্ত দেশ-বিদেশের যোদ্ধারা প্রতিনিয়ত এসে থাকে যৌনদাসীদের উক্ত বাজারগুলোতে এবং নগদ অর্থে যার যার পছন্দ মোতাবেক নারীদের কিনে নিয়ে যায়। যৌনদাসী দিয়ে যৌনক্ষুধা মেটানো আইএস জঙ্গীরা যেমন ‘নিজস্ব শরীয়ত’ মোতাবেক ‘হালাল’ মনে করে থাকে, ঠিক একইভাবে সৌদি নিয়োগদাতা মালিকরাও বিভিন্ন দেশের নারী গৃহকর্মীদের ইচ্ছেমতো ভোগ করাকে ‘অবৈধ’ মনে করে না। দাস-দাসীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপনকে অধিকাংশ সৌদিরা সেই আইএস স্টাইলেই ‘হালাল’ মেনে থাকে। সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশের নারীরাও দলে দলে আসবে এখন মরু প্রান্তরে এবং ক্ষুধার্ত সৌদি পুরুষরা নির্ধারিত অফিস থেকে যার যার চাহিদা মোতাবেক তাদের ঘরে নিয়ে যাবে। নামে ‘হাউজ মেইড’ কাজে যৌন দাস-দাসী, বিভিন্ন দেশের এমন নারী গৃহকর্মীদের সৌদিরা অস্বাভাবিক অনিয়ন্ত্রিত বিকৃত সব যৌনাচারে বাধ্য করার পাশাপাশি উঠতে বসতে মারধর সহ ভয়ানক সব টর্চার করে থাকে - এসব তথ্য বাংলাদেশ সরকারের কাছে থাকলেও দেশটিতে সেই ‘সো কল্ড’ হাউজ মেইড প্রেরণের সিদ্ধান্ত এখনো স্থগিত না করায় ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন সৌদি প্রবাসী বাংলাদেশীরা। তাঁরা বলছেন, পেট্রোল বোমার ‘ভূত’ নামের আগেই দেশ ও জাতির ঘাড়ে এভাবে ‘আইএস ভূত’ চেপে বসবে, এটা কোনভাবেই আজ কাম্য নয়। সৌদি প্রবাসীদের প্রশ্ন, এজন্যই কি বাংলার মা- বোনেরা বীরাঙ্গনা হয়েছিল একাত্তরে ?

Sunday, 15 February 2015

Check whether your visa is valid or not


৫৪টি দেশের ভিসা চেক করুণ অনলাইনে।নিশ্চিত হয়ে নিন আপনার ভিসা সঠিক কিনা।তাহলে আর দেরি না করে এখনি ভিসিট করুন ওয়েবসাইট সমূহ ।

১. তানজানিয়া- link
২. কাতার- link
৩. কুয়েত- link
৪. পাকিস্তান- link
৫. সৌদি আরব- link
৬. দুবাই/আরব আমিরাত- link
৭. মিশর- link
৮. বাংলাদেশ- link
৯. সাইপ্রাস- link
১০. নেপাল- link
১১.আলবেনিয়া- link
১২ জামবিয়া- link
১৩. জর্দান- link
১৪. ইন্ডিয়া- link
১৫. কেনিয়া- link
১৬. ইটালী- link
১৭. সিংগাপুর- link
১৮. গ্রীস- link
১৯. শ্রীলংকা- link
২০. দক্ষিণ আফ্রিকা- link
২১. ইরান- link
২২. গানা- link
২৩. তাইল্যান্ড- link
২৪. বাহরাইন- link
২৫. ভূটান- link
২৬. কলমবিয়া- link or
link
২৭. কানাডা- link or
link
২৮. বারবাডোস- link
২৯. কোরিয়া- link
৩০. জাপান- link
৩১. সাইপ্রাস- link
৩২. ভিয়েতনাম- link
৩৩. নিউজিল্যান্ড- link
৩৪. নামিবিয়া-link
৩৫. মালদ্বীপ- link
৩৬. মায়ানমার- link
৩৭. লেবানন- link
৩৮.পোল্যান্ড- link
৩৯. ইংল্যান্ড- link
৪০. বুলগেরিয়া- link
৪১. আমেরিকা- link or
link
৪২. স্পেন- link
৪৩. ইউক্রেইন- link
৪৪. উগান্ডা- link
৪৫. পেলেস্তাইন- link
৪৬. ব্রুনাই- link
৪৭. ইয়ামেন- link
৪৮. নেদারল্যান্ড- link
৪৯. জামবিয়া- link
৫০. অষ্ট্রেলিয়া- link
৫১. জিমবাবুয়ে- link
৫২. ফিলিফাইন- link
৫৩. মালয়েশিয়া- link
৫৪. রাশিয়া- link
সুত্রঃ নেট।

(Codex Gigas) কোডেক্স গিগাস বা শয়তানের বাইবেল

রহস্যময় বইঃ কোডেক্স গিগাস বা শয়তানের বাইবেল
পৃথিবীর সব থেকে বড় বই মানে আকার
আকৃতিতে কোনটা জানেন নাকি? এটি কোডেক্স গিগাস
(Codex Gigas) নামে পরিচিত অন্য কথায় একে “শয়তানের
বাইবেল” বলা হয়। বলা হয়ে থাকে দুনিয়ার সব থেকে বড়
রহস্যময় হাতে লেখা বই এই কোডেক্স গিগাস
১৬৫ পাউন্ড ওজনের শয়তানের বাইবেলের
যা কমপক্ষে ১৬০টি গাধা বা খচ্চড়ের চামড়ার ওপর লিখিত।
বইটিতে ৬০০ পৃষ্টা আছে। আর তিন ফুট লম্বা। কমপক্ষে ২
জন মানুষ লাগে এই বই কে স্থানান্তারিত করতে।
ধারনা করা হারম্যান রিকুলাস নামক চেকোশ্লাভাকিয়ার
এক ফাদার এই কোডেক্স গিগাস লিখছে। এই ফাদার এক
খ্রীষ্টান মঠে অন্য সাধুদের সাথে পরমপিতার নাম গান
গেয়ে জীবন কাটাচ্ছিল কিন্তু এক দূর্বল
মুহুর্তে সে মঠের নিয়ম ভঙ্গ করে বসে।
সাথে সাথে ধরা পরে। এর পর তাকে কঠিন শাস্তি দেয়া হয়।
শাস্তি হল একটা খুপরির মাঝে তাকে আজীবন নিঃসঙ্গ
জীবন কাটাতে হবে।
হারম্যান মেনে নেয় এই শাস্তি। এক
পর্যায়ে সে মঠাধক্ষ্য কে তার পাপের শাস্তি লাগবের
জন্য প্রস্তাব দেয় সে এক রাতের মধ্যে তার অর্জিত
জ্ঞান যা আছে মানুষের কল্যানে তা নিয়ে সে একটা বই
লিখবে। যে বইতে সৃষ্টিকর্তা আর মঠের গুনগান
থাকবে থাকবে মানুষের বিভিন্ন উপকার কিভাবে হয়
সেব্যাপারে বিস্তারিত তথ্য। মঠাধক্ষ্য হারম্যান এর
আর্জি কবুল করে।
হারম্যান কে দেয়া হয় প্রয়োজনীয় লেখার উপকরন
মানে খচ্চরের চামড়া আর কালি। এক সন্ধ্যায়। খচ্চরের
চামড়া আর কালি নিয়ে লিখতে বসে হারম্যান। মাঝ রাত
আবধি এসে দেখতে পায় মাত্র অর্ধেক
পাতা লিখতে পেরেছে। হতাশায় হারম্যান শয়তান
কে একটা চিঠি লিখে বসে ওই মাঝ রাতে নিজের রক্ত
দিয়ে তাতে সে শয়তানের সাহায্য কামনা করে,
সে লেখে শয়তান যদি তাকে এই বই লিখে দেয় তবে তার
আত্মা সে শয়তান কে দিয়ে দেবে। সাড়া দেয় শয়তান।
স শরীরে দেখা দেয় শয়তান। শুরু হয় কোডেক্স গিগাস
লেখা। মাঝ রাত থেকে উষার আগেই লেখা শেষ হয়ে যায় এই
বিশাল বই। নিজেকে প্রমান দেবার জন্য নিজ হাতে শয়তান
তার ছবি একে রেখে যায় কোডেক্স গিগাসে। এই হল
কোডেক্স গিগাসের মিথ।
কোডেক্স গিগাসে স্রষ্টার বিপক্ষতার
পাশাপাশি বিভিন্ন ডাক্তারির
বর্ননা দেয়া আছে কিভাবে কালাজ্বর, মৃগী রোগ
ভালো হবে সে ব্যাপারে লেখা আছে আরো এর
পাশাপাশি কিভাবে চোর
ধরতে হবে ডাইনি কিভাবে চেনা যাবে সে সবও লেখা আছে।
কোডেক্স গিগাস নিয়ে প্রচুর গবেষনা চলছে।
তবে এটা নিশ্চিত করা হয়েছে এই কোডেক্স গিগাস এক জন
মানুষের হাতে লেখা। যা আধুনিক হ্যান্ড
রাইটিং এক্সপার্টরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে প্রমান
করেছে। তবে এর লেখার ব্যাপ্তি কাল নিয়ে মতভেদ আছে,
কেউ কেউ বলেন এটা লিখতে ৫ বছর লাগছে আবার কেউ কেউ
বলেন এটা লিখতে ২৫-৩০ বছর লাগছে। সময় যত ই লাগুক
এটা একজনের হাতে লিখিত এ নিয়ে কোন সন্দেহ নাই। সেই
একজন কি হারম্যান না কি শয়তান নিজে সেটা এখনো কেউ
জানে না।
বইর হিসাব অনুযায়ী এই বই ১২২৯ সালের শেষের কোন এক
রাতে এটা লেখা শেষ হয়। কোডেক্স গিগাস যে মঠে লিখিত
হয়েছিল সে মঠ “হুসাইত বিদ্রোহ” র যুদ্ধে ধ্বংস হয়ে যায়
১৫ শতকে। এর পর এই বই ১৪৭৭-১৫৯৩ পর্যন্ত ব্রোমভ
মনাষ্টরিতে ছিল। এরপর প্যারাগুয়ের রাজা রুডলফ দ্বিতীয়
এই বইটার সংগ্রহশালায় নিয়ে যান ১৬৯৪ সালে।
প্যারাগুয়ের সাথে ত্রিশ বছরের যুদ্ধ
শেষে বিজয়ী সুইডিশ আর্মি এই বই লুঠ করে ১৬৪৮
সাথে ষ্টকহোমে সুইডিশ রয়াল লাইব্রেরীতে নিয়ে যায়।
৭ ই মে ১৬৯৭ সালে এক মারত্মক আগুন লাগে সুইডেনের
রাজার প্রসাদে যেখানের লাইব্রেরীতে এই বই রক্ষিত
ছিল। আগুনে বইটির পুরা পুড়ে যাবার আগেই
জানালা দিয়ে এটাকে উদ্ধার
কর্মীরা নীচে ফেলে দিতে সমর্থ হয়। কিন্তু
ক্ষতি ততক্ষনে অনেক হয়ে গেছে। কিছু পাতা পুড়ে গেছে।
কিছু পাতা নীচে পড়ার সময় বতাসে উড়ে যায়। এই
পৃষ্টাগুলো এখনো পাওয়া যায় নাই।
৩৫৯ বছর পর এই কোডেক্স গিগাস সুইডেন থেকে আবার
প্যারাগুয়ে আনা হয় এক বছরের চুক্তিতে প্রদর্শনীর জন্য
২০০৭ সালে। পরে ২০০৮ সালে আবার সুইডেন কর্তৃপক্ষ আবার
তাদের বই ফিরিয়ে নেয়.
কোডেক্স গিগাস কি আসলেই শয়তানের লিখিত না মানুষের
লিখিত সেটা নিয়ে বিতর্ক আছে কিন্তু এটা যে একজনের
হাতে লিখিত এনিয়ে কোন সন্দেহ নাই।
বইটি এখন সুইডেন রয়াল মিউজিয়ামে রক্ষিত আছে।

Saturday, 14 February 2015

String Theory


Don't understand string,no matter its so easy.String
theory attempts to unite quantum mechanics and general
relativity,so we can make sense of the universe on all
scales, at any place or time, large or small without
breaking down.
String theory does this by throwing away the idea that
subatomic particles are point-like; instead replacing that
notion with tiny vibrating bits of energy, called strings.
They’re so tiny that if you think a single atom to the size
of our solar system, a string only be the size of a tree on
earth.
These stricg are said to vibrate at different rates. These
notes or vibrational friquencies are what give rise to the
different properties of quarks and atoms.
One particular type of vibration may give rise to a muon,
while another represents an electron. By changing the
vibration of the strings, you can create different
particles.so who said that we can not make anything?so
go ahead,we can do this.can we?

" Windows 10 On Lumia "


সাশ্রয়ী লুমিয়াতেও উইন্ডোজ ১০

উইন্ডোজ অপারেটিং সিস্টেমচালিত সাশ্রয়ী দামের
লুমিয়া ফোনেও নতুন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম
সমর্থনের বিষয়টি নিশ্চিত করেছে মাইক্রোসফট।
মাইক্রোসফটের মোবাইল পরিকল্পনা বিভাগের
কর্মকর্তা জো বেলফিউরি সম্প্রতি টুইটারে একটি টুইটে বাজেট
উইন্ডোজ ফোনে উইন্ডোজ ১০ সমর্থনের বিষয়টি জানিয়েছেন।
মাইক্রোসফটের জনপ্রিয় সাশ্রয়ী লুমিয়া ৫২০ মডেলের
স্মার্টফোনটিতে উইন্ডোজ ১০ হালনাগাদ করা যাবে। কিন্তু
সমস্যা হচ্ছে, যে ফোনে ৫১২ মেগাবাইট র্যাম
থাকবে তাতে উইন্ডোজ ১০-এর সব ফিচার ব্যবহার
করা যাবে না। যে লুমিয়া ফোনগুলোতে বেশি র্যাম
থাকবে তাতে উইন্ডোজ ১০-এর ফিচার সমর্থন করবে। শিগগিরই
বাজেট ফোনগুলোর জন্য উইন্ডোজ ১০ উন্মুক্ত
করবে প্রতিষ্ঠানটি। বর্তমানে অভ্যন্তরীণভাবে এই ওএস
পরীক্ষা করে দেখছে মাইক্রোসফট।
উইন্ডোজ ফোনে নতুন এই ওএস আসলে নতুন ইউজার ইন্টারফেস,
উন্নত অফিস অ্যাপ, উন্নত কিবোর্ডসহ নতুন বেশ কিছু ফিচার
ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা।