Monday 16 February 2015

What Is Online Income Or Outsourcing ?


Online Income or Outsourcing বর্তমানে বহুল পরিচিত
দুইটা শব্দ। আমরা জানি Online থেকে আয় করা যায়। কিন্তু
সেটা কি ভাবে? কিংবা আদো কি Online থেকে আয়
করা যায়?
এর উওর হচ্ছে, হ্যা। যায়। তবে Online থেকে আয়
করতে হলে Online Income এর Process গুলো আমাদের ঠিকমত
জানতে হবে। আর বর্তমানে Outsourcing এর সবচে বড় খাত
হচ্ছে Online Marketing, যেটাকে আমরা সবাই #SEO
নামে জানি। SEO for Search Engine Optimization. SEO
হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি Service, Product
বা Website কে Search Engine এর
কাছে তুলে ধরা যাতে SERPs এ আপনার বা আপনার Client এর
Website টি সবার উপরে থাকে। SEO তে Article Writing,
Forum Posting, Blog Posting, Link building, Affiliation etc.
সহ প্রায় ১০ টি আলাদা আলাদা Sector কাজ করার সুযোগ
রয়ছে। কিন্তু এর মানে এইনয় যে একটা Computer আর Internet
Connection নিয়ে বসলাম কিছুক্ষণ টিপাটিিপ কোরলাম আর
Account এ Dollar জমা হতে শুরু করল। যদি এটা ভেবে থাকেন
তাহলে আপনি এখনো বোকার স্বর্গে বসবাস করছেন।
স্বৎপথে অর্থ উপার্যন কখনই এত সহজ নয়। তবে আপনার
মধ্যে তিনটা গুণ থাকলেই আপনি Outsourcing করে Online থেকে অতি সহজেই Income করতে পারবেন।
আর সেগুলো হচ্ছে:
১। প্রবল জানার ইচ্ছা
২। পরিশ্রম করার মানষিকতা
৩। ধৈর্য ধারনের ক্ষমতা  ।

আর এই কাজ সঠিক ভাবে সম্পুন্ন করার জন্য আপনার দরকার একটি সঠিক গাইডলাইন। শুদু মাএ সঠিক গাইডলাইন এর অভাবে অনেক সময় ইচ্ছা ও সামর্থ্য থাকা স্বত্বেও অনেকে সফল হতে পারেনা।সবার সুস্বাস্থ কামনা করে আজকের মতো এটুকুই।

1 comment:

Frank Davis said...

Does anyone know which is the best service among those listed on this site? https://vancouverseo.net/seo-for-contractors/

Monday 16 February 2015

What Is Online Income Or Outsourcing ?


Online Income or Outsourcing বর্তমানে বহুল পরিচিত
দুইটা শব্দ। আমরা জানি Online থেকে আয় করা যায়। কিন্তু
সেটা কি ভাবে? কিংবা আদো কি Online থেকে আয়
করা যায়?
এর উওর হচ্ছে, হ্যা। যায়। তবে Online থেকে আয়
করতে হলে Online Income এর Process গুলো আমাদের ঠিকমত
জানতে হবে। আর বর্তমানে Outsourcing এর সবচে বড় খাত
হচ্ছে Online Marketing, যেটাকে আমরা সবাই #SEO
নামে জানি। SEO for Search Engine Optimization. SEO
হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি Service, Product
বা Website কে Search Engine এর
কাছে তুলে ধরা যাতে SERPs এ আপনার বা আপনার Client এর
Website টি সবার উপরে থাকে। SEO তে Article Writing,
Forum Posting, Blog Posting, Link building, Affiliation etc.
সহ প্রায় ১০ টি আলাদা আলাদা Sector কাজ করার সুযোগ
রয়ছে। কিন্তু এর মানে এইনয় যে একটা Computer আর Internet
Connection নিয়ে বসলাম কিছুক্ষণ টিপাটিিপ কোরলাম আর
Account এ Dollar জমা হতে শুরু করল। যদি এটা ভেবে থাকেন
তাহলে আপনি এখনো বোকার স্বর্গে বসবাস করছেন।
স্বৎপথে অর্থ উপার্যন কখনই এত সহজ নয়। তবে আপনার
মধ্যে তিনটা গুণ থাকলেই আপনি Outsourcing করে Online থেকে অতি সহজেই Income করতে পারবেন।
আর সেগুলো হচ্ছে:
১। প্রবল জানার ইচ্ছা
২। পরিশ্রম করার মানষিকতা
৩। ধৈর্য ধারনের ক্ষমতা  ।

আর এই কাজ সঠিক ভাবে সম্পুন্ন করার জন্য আপনার দরকার একটি সঠিক গাইডলাইন। শুদু মাএ সঠিক গাইডলাইন এর অভাবে অনেক সময় ইচ্ছা ও সামর্থ্য থাকা স্বত্বেও অনেকে সফল হতে পারেনা।সবার সুস্বাস্থ কামনা করে আজকের মতো এটুকুই।

1 comment:

Frank Davis said...

Does anyone know which is the best service among those listed on this site? https://vancouverseo.net/seo-for-contractors/