Saturday 14 February 2015

" Windows 10 On Lumia "


সাশ্রয়ী লুমিয়াতেও উইন্ডোজ ১০

উইন্ডোজ অপারেটিং সিস্টেমচালিত সাশ্রয়ী দামের
লুমিয়া ফোনেও নতুন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম
সমর্থনের বিষয়টি নিশ্চিত করেছে মাইক্রোসফট।
মাইক্রোসফটের মোবাইল পরিকল্পনা বিভাগের
কর্মকর্তা জো বেলফিউরি সম্প্রতি টুইটারে একটি টুইটে বাজেট
উইন্ডোজ ফোনে উইন্ডোজ ১০ সমর্থনের বিষয়টি জানিয়েছেন।
মাইক্রোসফটের জনপ্রিয় সাশ্রয়ী লুমিয়া ৫২০ মডেলের
স্মার্টফোনটিতে উইন্ডোজ ১০ হালনাগাদ করা যাবে। কিন্তু
সমস্যা হচ্ছে, যে ফোনে ৫১২ মেগাবাইট র্যাম
থাকবে তাতে উইন্ডোজ ১০-এর সব ফিচার ব্যবহার
করা যাবে না। যে লুমিয়া ফোনগুলোতে বেশি র্যাম
থাকবে তাতে উইন্ডোজ ১০-এর ফিচার সমর্থন করবে। শিগগিরই
বাজেট ফোনগুলোর জন্য উইন্ডোজ ১০ উন্মুক্ত
করবে প্রতিষ্ঠানটি। বর্তমানে অভ্যন্তরীণভাবে এই ওএস
পরীক্ষা করে দেখছে মাইক্রোসফট।
উইন্ডোজ ফোনে নতুন এই ওএস আসলে নতুন ইউজার ইন্টারফেস,
উন্নত অফিস অ্যাপ, উন্নত কিবোর্ডসহ নতুন বেশ কিছু ফিচার
ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

No comments:

Saturday 14 February 2015

" Windows 10 On Lumia "


সাশ্রয়ী লুমিয়াতেও উইন্ডোজ ১০

উইন্ডোজ অপারেটিং সিস্টেমচালিত সাশ্রয়ী দামের
লুমিয়া ফোনেও নতুন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম
সমর্থনের বিষয়টি নিশ্চিত করেছে মাইক্রোসফট।
মাইক্রোসফটের মোবাইল পরিকল্পনা বিভাগের
কর্মকর্তা জো বেলফিউরি সম্প্রতি টুইটারে একটি টুইটে বাজেট
উইন্ডোজ ফোনে উইন্ডোজ ১০ সমর্থনের বিষয়টি জানিয়েছেন।
মাইক্রোসফটের জনপ্রিয় সাশ্রয়ী লুমিয়া ৫২০ মডেলের
স্মার্টফোনটিতে উইন্ডোজ ১০ হালনাগাদ করা যাবে। কিন্তু
সমস্যা হচ্ছে, যে ফোনে ৫১২ মেগাবাইট র্যাম
থাকবে তাতে উইন্ডোজ ১০-এর সব ফিচার ব্যবহার
করা যাবে না। যে লুমিয়া ফোনগুলোতে বেশি র্যাম
থাকবে তাতে উইন্ডোজ ১০-এর ফিচার সমর্থন করবে। শিগগিরই
বাজেট ফোনগুলোর জন্য উইন্ডোজ ১০ উন্মুক্ত
করবে প্রতিষ্ঠানটি। বর্তমানে অভ্যন্তরীণভাবে এই ওএস
পরীক্ষা করে দেখছে মাইক্রোসফট।
উইন্ডোজ ফোনে নতুন এই ওএস আসলে নতুন ইউজার ইন্টারফেস,
উন্নত অফিস অ্যাপ, উন্নত কিবোর্ডসহ নতুন বেশ কিছু ফিচার
ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

No comments: