Thursday, 12 March 2015

Top Teams Of Cricket World

Team Rankings - Test♣
Rank -Team -                Points -   Rating
1          South Africa      3,839       124
2          Australia           4,718       118
3          England            4,063       104
4          Pakistan            3,090       103
         New Zealand     3,660       99
        Sri Lanka           3,258       96
        India                   3,228       95
        West Indies        2,272       76
        Bangladesh         676         32
10        Zimbabwe         228         18

♣Team Rankings - ODI
Rank Team     Points    Rating
1         Australia       6,751     121
        India              8,587     116
        South Africa  6,710    112
        Sri Lanka       9,473    108
        New Zealand  5,346   107
        England           6,160   101
        Pakistan          6,088   95
        West Indies     5,189    93
9         Bangladesh     2,766    77
10        Zimbabwe      2,011    50
11        Ireland                         45
12        Afghanistan 736         39

♠Team Rankings - T20
Rank   Team    Points Rating
1         Sri Lanka       3,006   131
        India               2,009   126
        Pakistan        3,474   120
        Australia        3,041   117
        South Africa  3,362   116
        West Indies   3,140    112
        New Zealand  2,657   111
        England          2,481    99
        Ireland            1,046    87
10       Bangladesh  1,147    72
11       Netherlands    951    68
12       Afghanistan    743    62
13       Zimbabwe        573    52
14       Scotland           512    51
টপ ব্যাটসম্যানদের লিস্ট নিয়ে আমরা শীগ্রই আসছি। সাথে থাকুন।।

ল্যাপটপের সুরক্ষায় যা করনীয়

বিশ্বের অন্যান্য দেশের মতো বর্তমানে বাংলাদেশে ও এখন ল্যাপটপের ব্যাপক
চাহিদা। বিভিন্ন সুবিধার কারনে অনেকেই এখন
ডেস্কটপ এর পরিবর্তে ল্যাপটপ ব্যাবহার করছে। যদিও
প্রোফেশনাল কাজের জন্য ডেস্কটপই উপযুক্ত।
তবে যারা শখের বশে কম্পিউটার ব্যবহার করেন,
তাদের ল্যাপটপ কেনাই উচিত। ল্যাপটপ সাধারনত দুই
ধরনের হয়ে থাকে- নেটবুক, নোটবুক।
যারা হাল্কা কাজ বা অনলাইনে কাজ করে থাকেন
তারা সাধারনত নেটবুক ব্যাবহার করে থাকেন। আর
অপেক্ষাকৃত ভারী কাজ ও হাই গ্রাফিক্স এর
গেমিং এর জন্য অনেকে নোটবুক কিনে থাকেন। শুধু
ল্যাপটপ কিনে ব্যাবহার করলেই চলবে না। ব্যাবহার
এর সাথে সাথে নিয়মিতভাবে এর যত্নও নিতে হবে।
আপনার ল্যাপটপটি যাতে দীর্ঘদিন
ঠিকভাবে সার্ভিস দিতে পারে সে জন্য কিছু টিপস
মেনে চলা উচিত। এতে করে ল্যাপটপের পারফরমেন্স
ভাল থাকবে।
ল্যাপটপ ব্যবহারের টিপসঃ
◆কিছু নিয়ম মেনে চললে ল্যাপটপের পারফরমেন্স
ভালো হয়।
●ব্যাটারি দিয়ে ল্যাপটপ চালানো না লাগলেও
২/৩
সপ্তাহে মাঝে মাঝে ব্যাটারি থেকে চালাতে
হবে, নতুবা ব্যাটারি আয়ু কমে যাবে।
◆ব্যাটারিতে ল্যাপটপ চালানোর সময় স্ক্রিনের
ব্রাইটনেস কমিয়ে দিন।
মাঝে মাঝে ব্যাটারির কানেক্টর লাইন পরিষ্কার
করুন।
●ভালো মানের এন্টিভাইরাস ব্যবহার করুন।
দরকারি ছাড়া অন্য উইন্ডোগুলো মিনিমাইজ
করে রাখুন।
◆হার্ডডিস্ক থেকে মুভি-গান প্লে করুন, কারণ
সিডি/ডিভিডি র্যাম অনেক বেশি পাওয়ার নেয়।
●এয়ার ভেন্টের পথ খোলা রাখুন, সহজে বাতাস
চলাচল করে এমনভাবে ল্যাপটপ পজিশনিং করুন,
সরাসরি সূর্যের আলোতে রাখবেন না।
◆শাট ডাউনের পরিবর্তে হাইবারনেট অপশন ইউজ
করুন।
●ব্লু-টুথ ও ওয়াই-ফাই কানেকশন বন্ধ রাখুন।
হার্ডডিস্ক ও সিপিইউ-এর
মেইনটেন্যান্সে কোনো কাজ করবেন না।
◆অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো বন্ধ করুন।
মাঝে মাঝে মেমোরি ক্লিনের জন্য Ram Cleaner,
Ram Optimizer, Mem Monster, Free Up Ram, Super Ram
নিয়মমাফিক ডিফ্রাগমেন্ট করুন।
●আপাতত দরকার নেই এমন প্রোগ্রাম আনইনস্টল করুন।

♦♦♦কম্পিউটার এর গতি বাড়ানো বিষয়ক আগের  পুষ্ট টি দেখার অনুরোধ রইল। ♦♦♦

Wednesday, 11 March 2015

ডিজিটাল বাংলাদেশ এর জন্য ডিজিটাল পাঠ্য বই

আমরা কাগজের বই দিয়ে তো অনেক পড়াশুনা করেছি কিন্তু
সরকার নতুন প্রজন্মের জন্য তৈরি করেছেন
ফাটাফাটি একটা ওয়েবসাইট। হ্যাঁ, এই ওয়েবসাইটের
মাধ্যমে আপনি পাবেন ১ম শ্রেণী থেকে ১০ম শ্রেণীর সকল
বোর্ড নির্ধারিত পাঠ্য বই / টেক্সট বুক। ডিজিটাল বাংলাদেশ
এর জন্য ডিজিটাল পাঠ্য বই ।
http://www.ebook.gov.bd/
এছাড়াও নিচের লিঙ্কটির মাধ্যমেও পাবেন প্রথম থেকে দশম
শ্রেণীর পাঠ্য বই / টেক্সট বুক।
http://www.nctb.gov.bd/book.php?cat=4&subcat=35
যারা ইউনিভারসিটির প্রস্তুতি নিচ্ছেন তাদের কাজে আসবে আশা করি।

Tuesday, 10 March 2015

মেমোরী তে সংখ্যার খেলা

বর্তমানে আমরা সেলফোন হোক  বা কম্পিউটার যাই হোক দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের মেমোরী ব্যবহার করে থাকি। ফ্ল্যাশ মেমোরী বা পেনড্রাইভ কিংবা হার্ডডিস্ক ইত্যাদি।
আমরা প্রতিদিন মেমোরী কার্ডের মধ্যে কত কিছু যে লোড করে থাকি কিন্তু এগুলো মেমোরী কার্ডের ভিতরে যায় কোথায় ভিতরে জিনিষ ঢুকছে কিন্তু ওজন কেন বাড়ছে না?
আমরা মেমোরী কার্ড যখন ফর্মেট দিলাম এর ভিতর থেকে সব ডাটা ডিলিট হয়ে গেলো কিন্তু ওজনের এক ফোটাও হেরফের হচ্ছে না!
উপরে প্রশ্নগুলো অনেকের মনে নিশ্চয়ই জেগেছে। আর আপনাদের এই প্রশ্নের চমকপ্রদ উত্তর নিয়েই আজ হাজির হয়েছি আমি।
==>আপনারা দেখছেন যে চমৎকার ডিজাইনের হার্ডডিস্ক এদের ভিতর কি আসলেই বাইরে থেকে কোন ডাটা ঢুকানো যায়? এক কথায় এর উত্তর হলো ‘না’।
এবার আবার প্রশ্ন আসতে পারে “আমরা যে সব গান শুনি বা মুভি দেখি এইসব কই থাকে?”
==>তাহলে আমার একটা কথা শুনুন,কম্পিউটার আপনার আমার মত মুভিও বুঝে না গানও বুঝে না। সে একমাত্র তার সার্কিটগুলোর মধ্যে বয়ে যাওয়া ট্রিলিয়ন সংখ্যক বিদ্যুৎ প্রবাহের হিসেব রাখতে পারে।বিদ্যুৎ থাকলে 1 আর না থাকলে 0।তার মানে আপনি যখন গান শুনছেন সেটা আপনার কম্পিউটারের কাছে একটা বিদ্যুৎ প্রবাহের হিসেব মাত্র। একটা সোর্স থেকে গানটা যখন মেমোরীতে রাখলেন তখন আপনার গানের জন্য সেটা একটি মেমোরী এড্রেস তৈরী করল অর্থাৎ আপনার গানটা হয়ে গেলো ১০০০১১০০০১০০০১০১০০১০০১০১১১০১১১০১০১০১
এরকম টাইপের কিছু সংখ্যা।আপনি যদি গানটা ডিলেট করেন তখন কম্পিউটার যাস্ট গানের মেমোরী এড্রেসটা বদলে দেবে অর্থাৎ সে জায়গায় অন্য একটা সফটওয়্যার বা গান আনলো যার মেমোরী এড্রেস হলো ১১০০১১০১১০০১ এরকম অর্থাৎ আমাদের  কাছে যেটা গান সেটা কম্পিউটারের কাছে সংখ্যার খেলা। তাই কোন ডাটা কম্পিউটারে ঢুকানো মানে শুধু 1 ও 0 এর স্থান পরিবর্তন বা পুনর্বিন্যস্তকরণ। তাইলে তো 1,0 গুলো হার্ডড্রাইভে আগে থেকেই আছে জাস্ট সংখ্যার স্থানগুলো পালটে দিলেই হলো। ঠিক এই কারণেই কম্পিউটারের হার্ডড্রাইভ থেকে ডিলেট হয়ে যাওয়া ডাটাগুলো বিভিন্ন রিকভারী সফটওয়ারের মাধ্যমে ফিরিয়ে আনা যায়।
ডি এন এ (D.N.A) ও আধুনিক ডাটা স্টোরেজঃ
DNA এর কথা শুনেনি এমন কাওকে পাওয়া যাবে না। হাভার্ড ইন্সটিটিউটের একজন বায়োইঞ্জিনিয়ার এক গ্রাম ডিএনএ’র মধ্যে ৫.৫ পেটাবাইট (১ পেটাবাইট =১০০০০০০ গিগাবাইট) ডাটা সংরক্ষণ করতে সক্ষম হয়েছেন।
হার্ডডিস্কের ম্যাগনেটিক বাইনারী ডাটা সংরক্ষণ ব্যবস্থার বদলে DNA এর চারটি বেস (T,G,A,C) কে ৯৬ বিট ক্যারেক্টার ধরে ব্যবহার করা হয়েছে। এদের মধ্যে T ও G কে বাইনারী সংখ্যা পদ্ধতির ১ এবং A ও C কে বাইনারী সংখ্যা পদ্ধতির ০ হিসেবে ব্যবহার করা হয়েছে। যেহেতু DNA হাজার বছর পর্যন্ত অক্ষত থাকে তাই এর নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম।আশা করি ভবিষ্যতে DNA ই হবে আমাদের বিশাল নির্ভরযোগ্য ডাটাব্যাংক।

Monday, 9 March 2015

Increase Your Computers Speed

আপনার কম্পিউটার কে আরো দ্রুত গতির করার দুর্দান্ত কিছু টিপস:
অনেক সময় দেখা যায় কাজ করতে করতে কম্পিউটার ধির গতির হয়ে যায়। এতে আমাদের অনেক সময় তো নষ্ট হয়ই সাথে সাথে মাথার মেজাজ ও যায় চড়কে।অনেকে আবার এই সমস্যা থেকে সমাধান পেতে অনেক ধরনের Utilities Software ব্যাবহার করে থাকেন। কিন্তু এইসব Utilities Software ফুল Version করে ব্যবহার করতে হ্য়,এর জন্য অনেক ঝামেলা পোহাতে হয়।
আজ আমি আপনাদের কে দেখাবো কিভাবে খুব সহজেই কিছু টিপসের মাধ্যমে আপনার কম্পিউটারকে রাখতে পারবেন সতেজ এবং গতিশিল । তাহলে শুরু করা যাক ==>>
-Ctrl+Alt+Delete চেপে Task Manager খুলুন,তারপর Processes-এ ক্লিক করলে অনেকগুলো প্রোগ্রাম-এর তালিকা দেখতে পাবেন। এর মধ্যে বর্তমানে যে প্রোগ্রামগুলো কাজে লাগছে না সেগুলো নির্বাচন করে End Process-এ ক্লিক করে বন্ধ করে দেন।
-আর যদি ২নম্বর কাজটা করতে গিয়ে ভুল করে কোনো প্রোগ্রাম বন্ধ করে দেন এবং এতে যদি অপারেটিং সিস্টেম এর কোন সমস্যা হয় তাহলে কম্পিউটার রিস্টার্ট করুন।
-কম্পিউটারের র্যাম কম থাকলে কম্পিউটার ধীর গতির হয়ে যায়। ভার্চুয়াল মেমোরি বাড়িয়ে কম্পিউটার গতি কিছুটা বাড়ানো যায়।
-ভার্চুয়াল মেমোরি বাড়ানোর জন্য প্রথমে My computer-এ মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Properties-এ যান।এখন Advance-এ ক্লিক করে performance এর settings-এ ক্লিক করুন। আবার Advance-এ ক্লিক করুন। এখন change-এ ক্লিক করে নতুন উইন্ডো এলে সেটির Initial size ও Maximum size-এ
আপনার ইচ্ছামত size লিখে set-এ ক্লিক করে ok দিয়ে বেরিয়ে আসুন।
-তবে Initial size-এ আপনার কম্পিউটারের র্যামের size-এর দ্বিগুন এবং Maximum size-এ র্যামের size-এর চারগুন দিলে ভাল হয়।
-কন্ট্রোল প্যানেলে গিয়ে Add/Remove-এ ক্লিক করুন। Add/Remove windows components-এ ক্লিক করুন। নতুন যে উইন্ডো আসবে সেটির বাম পাশ থেকে অদরকারি প্রোগ্রামগুলোর পাশের টিক চিহ্ন তুলে দিন।
তারপর Accessories and Utilities নির্বাচন করে Details-এ ক্লিক করুন। নতুন
যে উইন্ডো আসবে সেটি থেকে যে প্রোগ্রামগুলো আপনার কাজে লাগে না সেগুলোর টিক চিহ্ন তুলে দিয়ে OK করুন। এখন next-এ ক্লিক করুন। Successful message আসলে Finish-এ
ক্লিক করুন।
-কিছুক্ষন পরপর Start থেকে Run-এ ক্লিক করে tree লিখে ok করুন।এতে র্যামের কার্যক্ষমতা বাড়ে।
-
GO ” run ” – prefetch লিখে এন্টার করুন। (একটা নতুন উইন্ডো আসবে সব ফোল্ডার এবং ফাইল ডিলিট করুন।
GO ” run ” – temp লিখে এন্টার করুন। এখন টেম্পোরারী ফাইল গুলো ডিলিট করুন।
GO ” run ” – %temp% লিখে এন্টার করুন। এখন টেম্পোরারী ফাইল গুলো ডিলিট করুন।
GO ” run ” – recent লিখে এন্টার করুন। এখন রিসেন্ট ফাইল গুলো ডিলিট করুন
আশা করি যাদের জানা ছিল না, তারা এখন নিজেই কম্পিউটারের গতি বাড়িয়ে নিতে পারবেন । এরকম আরো টিপস পেতে আমাদের সাথেই থাকোন ।।

Friday, 6 March 2015

Choose Your Easy Online Payment Method

অনলাইন মার্কেটিং এ পেমেন্ট সম্পর্কে আপনার জানা থাকলে ভালো :
 পিটিসি(PTC), ডাটা এন্ট্রি(DATA ENTRY) থেকে শুরু করে গ্রাফিক ডিজাইন বা প্রোগ্রামিং এর কাজ করুন,ইন্টারনেটের মাধ্যমে কিছু বিক্রি করুন, টাকা হাতে পাওয়ার জন্য আপনার প্রয়োজন অনলাইন পেমেন্ট ব্যবস্থা। এখানে অনলাইনে লেনদেনের বিভিন্ন পদ্ধতির একটি চিত্র তুলে ধরা হলো ---

পেওনিয়ার মাষ্টার কার্ড(Master Card) : পেমেন্ট সমস্যা সমাধানে বিভিন্ন বিকল্পের অন্যতম ও কার্যকর ব্যবস্থাটি হল পেওনিয়ার কার্ড। পেওনিয়ার কার্ডের কথা জানা নেই এরকম কম মানুষই আছেন। পেওনিয়ার কার্ড দিয়ে প্রায় সকল ওয়েবসাইট থেকে কেনাকাটা করা যায়। পেপাল, ফেসবুক, ইবে, অ্যাডওয়ার্ড ইত্যাদি অ্যাকাউন্ট ভেরিফাই করা যায়। এমনকি পেপালে টাকা গ্রহণ করা যায়। বিশ্বের সকল দেশের এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন (বাংলাদেশ থেকেও)। ফ্রিল্যান্স সাইট সমূহ, ক্লায়েন্ট বা অন্য কারো কাছে থেকে পেমেন্ট গ্রহন। পেওনিয়ার প্রায় ২০০ কোম্পানি হতে পেমেন্ট সাপোর্ট করে। সুবিধার পাশাপাশি অল্প কিছু অসুবিধাও পেওনিয়ারের নেই, তা নয়। তবে সুবিধার তুলনায় তা নগন্য। আমার মতে সবচেয়ে বড় অসুবিধা হল ফি। পেওনিয়ারের এটিএম উইথড্র এর ক্ষেত্রে ফি টা একটু বেশি। এছাড়াও ২০ ডলারের নিচে কার্ড লোড করতে না পারাটাও অন্যতম একটা সমস্যা। অবশ্য এসব আমার মনে হয় সুবিধার তুলনায় নগন্য। পেওনিয়ার সাইটে গিয়ে সরাসরি এপ্লাই করতে পারেন কার্ডের জন্য। তবে কোনো পার্টনারের সাহায্যে বা রেফারেল লিংক হতে এপ্লাই করে কার্ড পাওয়ার পসিবিলিটি বেশি।

ওয়েষ্টার্ন ইউনিয়ন : ওয়েষ্টার্ন ইউনিয়ন ব্যবহার করে অনলাইনে বা ফোনের মাধ্যমে টাকা লেনদেন করা যায় কিংবা অনলানে বিল দেয়া, কেনাকাটা করা যায়। একাজ করতে হয় তাদের কোন এজেন্ট (Bank) এর মাধ্যমে। টাকা প্রদানের জন্য নির্দিষ্ট কোড ব্যবহার করা হয় বলে লেনদেন নিরাপদ।

অয়্যার ট্রান্সফার : এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা পাঠানোর পদ্ধতি। আপনি যার কাছে অর্থ পাবেন তিনি তার ব্যাংক একাউন্ট থেকে টাকা পাঠাবেন। সেটা জমা হবে আপনার ব্যাংক একাউন্টে। দেশ এবং অর্থ পরিমান ইত্যাদি বিষয়ের ওপর ভিত্তি করে লেনদেনের জন্য ফি দিতে হয় !


ব্যাংক চেক : আপনার নামে সরাসরি ব্যাংক চেক পাঠানো হবে। আপনি স্থানীয় ব্যাংক থেকে তার বিপরীতে টাকা উঠাতে পারেন। গুগল, চিতিকা এবং আরো কিছু কোম্পানী এই ব্যবস্থা ব্যবহার করে। সমস্যা হচ্ছে, চেক হারিয়ে যেতে পারে, হাতে পেতে দেরী হতে পারে। গুগলের এমন ব্যবস্থা রয়েছে যেখানে অতিরিক্ত টাকা দিয়ে কুরিয়ারের মাধ্যমে চেক নিতে পারেন। এতে দ্রুত চেক পাওয়া যায়।

পে-পল: সহজে অর্থ লেনদেনের সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি। তাদের সাইটে গিয়ে বিনামুল্যে একাউন্ট করা যায় (বাংলাদেশসহ কিছু দেশ বাদে)। লেনদেনের জন্য শুধুমাত্র ই-মেইল এড্রেস ব্যবহার করতে হয়। অর্থাৎ আপনি যারকাছে টাকা পাবেন তাকে ই-মেইল এড্রেস জানালে তিনি আপনার একাউন্টে টাকা পাঠিয়ে দিতে পারেন। একইভাবে কোথাও অর্থ দেয়া প্রয়োজন হলে (যেমন সার্ভার ভাড়া করা বা সফটঅয়্যার কেনা) আপনি পে-পল একাউন্ট থেকে টাকা দিতে পারেন। কিংবা অনলাইনে কিছু কিনতে পারেন। প্রায় সব কোম্পানী এই ব্যবস্থা ব্যবহার করে থাকে। বাংলাদেশ থেকে পে-পলের সদস্য হওয়া যায় না। সরকার এবিষয়ে সিদ্ধান্ত নেবে জানালেও বাস্তবে সেটা এখনো হয়নি।

স্ক্রীল: পে-পলের মত একই ধরনের আরেকটি প্রতিস্ঠান। এখানেও ইমেইল এড্রেস ব্যবহার করে টাকা লেনদেন করা হয়। বাংলাদেশে স্ক্রীল ব্যবহার করা যায়্ তবে এর জনপ্রিয়তা এবং ব্যবহার পে-পলের থেকে কম। ফলে যে কোম্পানী এই ব্যবস্থা ব্যবহার করে কেবলমাত্র তাদের সাথে লেনদেনের কাজ করতে পারেন। সদস্য হতে টাকা দিতে হয় না, তবে প্রতিটি লেনদেন থেকে সার্ভিস চার্জ হিসেবে কিছু টাকা কেটে নেয়া হয়। নিজস্ব ব্যাংক একাউন্ট থেকে এখানে জমা হওয়া টাকা উঠানো যায়।

পায়জা: এটাও ইমেইল এড্রেস ব্যবহার করে টাকা স্থানান্তরের পদ্ধতি। তাদের একাউন্টে জমা হওয়া টাকা ব্যাঙকের মাধ্যমে কিংবা চেক অয়্যার ট্রান্সফার, ডেবিট-ক্রেডিট কার্ডের মাধ্যমে উঠানো যায়। এছাড়া কয়েকটি দেশের জন্য তাদের নিজস্ব কার্ড রয়েছে। বাংলাদেশ থেকে পায়জা ব্যবহার করা যায়।

এগুলি ছাড়াও এধরনের আরো বেশকিছু পদ্ধতি রয়েছে যার মাধ্যমে অনলাইনে অর্থ লেনদেন করা যায়।
আপনাদের প্রযোজনীয় টিপস নিয়ে আমরা সব সময় প্রস্তুত , আমাদের সাথেই থাকুন !!! 

    Thursday, 5 March 2015

    "Facebook Emotions Codes"

    Facebook all latest cool
    chat emotions with codes :-
    Go To Your Facebook Comment Box And Remove The  (*) then Comment >>>
    [[f9.sad*]]
    [[f9.angry*]]
    [[f9.sleepy*]]
    [[f9.shock*]]
    [[f9.kiss*]]
    [[f9.inlove*]]
    [[f9.pizza*]]
    [[f9.coffee*]]
    [[f9.rain*]]
    [[f9.bomb*]]
    [[f9.sun*]]
    [[f9.heart*]]
    [[f9.heartbreak *]]
    [[f9.doctor*]]
    [[f9.ghost*]]
    [[f9.brb*]]
    [[f9.wine*]]
    [[f9.gift*]]
    [[f9.adore*]]
    [[f9.angel*]]
    [[f9.baloons*]]
    [[f9.bowl*]]
    [[f9.cake*]]
    [[f9.callme*]]
    [[f9.clap*]]
    [[f9.confused*] ]
    [[f9.curllip*]]
    [[f9.devilface* ]]
    [[f9.lying*]]
    [[f9.rofl*]]
    [[f9.billiard*] ]
    [[f9.cakepiece* ]]
    [[f9.rosedown*] ]
    [[f9.shutmouth* ]]
    [[f9.shy*]]
    [[f9.silly*]]
    [[f9.tongue1*]]
    [[f9.fastfood*]]
    [[f9.ring*]]
    [[f9.plate*]]

    Past, Present And Future

    ☆ ১ বছরের মূল্য বুঝতে চান?
    তাকে জিজ্ঞেস করুন,যে পরীক্ষায় পাশ করতে পারেনি।
    ☆ ১ মাসের মূল্য বুঝতে চান?
    তাকে জিজ্ঞেস করুন,যে তার বেতন পায়নি।
    ☆ ১ সপ্তাহের মূল্য বুঝতে চান?
    তাকে জিজ্ঞেস করুন,যে হাসপাতালে ভর্তি ছিল।
    ☆ ১ দিনের মূল্য বুঝতে চান?
    তাকে জিজ্ঞেস করুন,যে কারাগারে ছিল।
    ☆ ১ ঘন্টার মূল্য বুঝতে চান?
    তাকে জিজ্ঞেস করুন,যে প্রিয়জনের অপেক্ষায় ছিল।
    ☆ ১ মিনিটের মূল্য বুঝতে চান?
    তাকে জিজ্ঞেস করুন,যে ট্রেন মিস করেছিল।
    ☆ ১ সেকেন্ডের মূল্য বুঝতে চান?
    তাকে জিজ্ঞেস করুন,যে এক্সিডেন্টের হাত থেকে রক্ষা পেল।
    ★★★ প্রতিটা মুহুর্ত খুব মুল্যবান..গতকাল ইতিহাস...আগামীকাল অজানা...কিন্তু আজকের দিনটা আমাদের জন্য উপহার...
    আর এ কেই বলে বর্তমান....!!

    গার্বেজ ব্যাগে পাওয়া গেল অস্কারজয়ী তারকার সেই পোশাক!


    অস্কারজয়ী অভিনেত্রী লুপিতা নিয়োঙ্গের ১
    লাখ ৫০ হাজার মার্কিন ডলারের পোশাক চুরি হওয়ার ২ দিনের মধ্যেই উদ্ধার করা হয়েছে। তার এ পোশাক৬ হাজার মুক্তা ও হীরা দিয়ে খচিত ছিল। এবারের অস্কার অনুষ্ঠানে এ পোশাক পরে উপস্থিত ছিলেন তিনি।
    মঙ্গলবার সন্ধ্যা অথবা বুধবার দিনে এই পোশাক
    চুরি হতে পারে বলে ধারণা করছে পুলিশ। ওয়েস্ট হলিউডের লন্ডন হোটেলের টয়লেটের ভেতর একটি গার্বেজ ব্যাগ থেকে পোশাকটি পাওয়া যায়। বর্তমানে লস এনঞ্জেলেসের কর্মীরা হোটেলটির পুনঃসংস্কারের কাজ করছে।
    পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন কিছু ধরা না পড়লেও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ৬ হাজার মুক্তা দিয়ে খচিত এই পোশাকের কিছু মুক্তা পড়ে গেছে,তবে পোশাকটির কোনো ক্ষতি হয়নি।
    ৩১ বছর বয়সী লুপিতা নিয়োঙ্গে গত রোববার ৮৭তম অস্কার অনুষ্ঠানে এ পোশাকটি পরেন। ওই
    অনুষ্ঠানে তিনি উপস্থাপিকার ভূমিকা পালন করেন। কেনিয়ান অভিনেত্রী লুপিটা নিয়োঙ্গে গত বছর ‘টুয়েলভ ইয়ারস অ্যা স্লেভ’র জন্য সেরা সহ-অভিনেত্রী হিসেবে অস্কার পুরস্কার লাভ করেন। তিনি একই বছর যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাপ্তাহিক ‘পিপল ম্যাগাজিন’র সেরা সুন্দরী নির্বাচিত হন।

    Wednesday, 4 March 2015

    মাশরাফি আমাদের গর্ব ,আমাদের প্রেরণা

    দুঃখটা বাংলাদেশের জন্য না। দুঃখ টা মাশরাফির জন্য।।একজন বাবার ৫মাসের শিশু
    সন্তান হসপিটালের আই সি ইউ তে কাতরাচ্ছে। তার পরও সেই বাবা দেশের হয়ে নেতৃত্ব দিয়ে যাচ্ছে লক্ষ মাইল দুরে। একজন খেলোয়াড় যার পায়ে ১২বার ডাক্তারের ছুরি চলেছে। যে কোন
    সময় আজীবন পংগু হওয়ার সম্ভবনা। এর পরও খেলে যাচ্ছেন দেশের জন্য।।সে খেলোয়াড়ি জীবনে যা ইনকাম করেছে,তা দিয়ে আরামে আয়েশে বসে বড় কোন ব্যবসা শুরু করতে পারতো।কিন্ত না,পাগলা টা তাও ছুটে যায়,সব কিছুকে পেছনে ফেলে।দেশের জন্য।। আজ-কাল কার আনামুলরা কেমনে বুঝবে তার দেশপ্রেম!! একজন ভাল প্লেয়ার হিসেবে নয়। একজন ভাল মানুষ হিসেবে মাশরাফি আমার কাছে অধিকতর প্রিয়।।কিন্তু সে মানুষ কে দুদিন আগে জুমার নামায পড়তে গিয়ে লাঞ্চিত হতে হয়।কেমন
    আমরা চিন্তা করুন।মাশরাফির মত আর ৪/৫ টা খেলোয়াড় নিজের জন্য না খেলে দেশের
    জন্য খেলতেন তাহলে বাংলাদেশ বিশ্ব
    চ্যাম্পিয়ন হতো ।এক মত হলে গর্জে উঠুন ।
    I love u মাশরাফি ভাই।
    ★☆★ আর একটা প্রশ্ন,আপনি কি তামিম কে বাংলাদেশ দলে রাখার প্রয়োজন
    আছে বলে মনে করেন???

    Monday, 2 March 2015

    Learn The Core Meaning Of Different Colours

    যে সব নতুন  ভাইয়েরা ডিজাইনইং কিংবা html এ নতুনভাবে লেখালিখি করছেন ,তাদের কাজে আসতে পারে।
    প্রত্যেক ডিজাইনার এর বিষয় ভিত্তিক রং এর ব্যবহার সম্পর্কে ভালো অভিজ্ঞতা থাকা অত্যন্ত জরুরী, তাই জেনে নিন কখন কোন রং ব্যবহার করবেন
    -• Red: Passion, Love, Anger ( আবেগ, ভালবাসা, রাগ )
    • Orange: Energy, Happiness, Vitality ( শক্তি, সুখ, জীবনীশক্তি )
    • Yellow: Happiness, Hope, Deceit ( সুখ, আশা, কৌশল )
    • Green: New Beginnings, Abundance, Nature ( নতুন সূত্রপাত, প্রাচুর্য, প্রকৃতি )
    • Blue: Calm, Responsible, Sadness ( শান্ত, দায়িত্বপ্রাপ্ত, বিষণ্ণতা )
    • Purple: Creativity, Royalty, Wealth (সৃজনশীলতা, সার্বভৌমত্ব, সম্পদ)
    • Black: Mystery, Elegance, Evil ( রহস্য, কমনীয়তা, মন্দ )
    • Gray: Moody, Conservative, Formality ( বিষণ্ণ, রক্ষনশীল, লৌকিকতা )
    • White: Purity, Cleanliness, Virtue ( বিশুদ্ধতা, পরিচ্ছন্নতা, পুণ্য )
    • Brown: Nature, Wholesomeness, Dependability ( প্রকৃতি, সততা, নির্ভরযোগ্য)
    • Tan or Beige: Conservative, Piety, Dull ( রক্ষনশীল, ভক্তি, নিস্তেজ )
    • Cream or Ivory: Calm, Elegant, Purity ( শান্ত, মার্জিত, স্বচ্ছতা )
    আপনাদের সুবিধার্থে একেবারে বেসিক জিনিস নিয়ে আলোচনা করি ।লেখায় ভুল ত্রুটির জন্য ক্ষমা করবেন ।আর আমার ব্লগের সাথে থাকেন। আমার একটা পোস্ট ও যদি আপনাদের কাজে আসে তাহলে নিজেকে সার্থক মনে করব। এবং কোন সমস্যা থাকলে বলবেন ,যথাসাধ্য চেষ্টা করব। আর কোন কোন বিষয় এর পোস্ট চান তা বলতে কিন্তু ভুলবেন না !!!সবাই ভালো থাকেন

    The Popular "DX ing"


    DX ing কী?
    DX ing
    কথাটি বিশ্বব্যাপী অতি পরিচিত
    একটি শব্দ ৷ তারপরও অনেকে জানেন
    না DX ing কী?
    বেতার বা রেডিও হল
    একটি শক্তিশালী গণমাধ্যম ৷
    বিশ্বের প্রতিটি দেশই বিভিন্ন
    ভাষায়✍ বিভিন্ন কম্পাংকে ( LW,
    MW, SW, FM) বিভিন্ন ভাষায় অনুষ্ঠান
    প্রচার করে থাকে ৷ আর এসব
    অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল রাষ্ট্রের
    আইন কানুন, শিক্ষা, স্বাস্থ্য,
    চিকিৎসা, সংবাদ, বিনোদন,
    ইতিহাস, বিজ্ঞান -
    ইত্যাদি সবচেয়ে কম
    খরচে শ্রোতাদের
    মাঝে পৌছে দেয়া ৷
    শ্রোতারা এসব অনুষ্ঠান শুনেন আর
    বেতার কেন্দ্রগুলোর আয়োজিত
    বিভিন্ন কার্যক্রমে অংশ নেন ৷
    এককথায় - বেতার শোনা ও বেতার
    কেন্দ্রগুলোর কার্যক্রমে অংশ
    নেয়াই হল DX ing.
    DX ing আওতায় যেসব কাজ
    পড়ে তা হল - অনুষ্ঠান শোনা,
    অনুষ্ঠানে চিঠি লেখা, বিভিন্ন
    বিষয় জানতে চাওয়া,
    শুনতে চাওয়া, কুইজে অংশ নেয়া,
    শ্রোতা সম্মেলনে অংশ নেয়া,
    শ্রোতা ক্লাব গঠন ইত্যাদি ৷
    আপনি ইচ্ছে করলেই পারেন এসব
    কার্যক্রমে অংশ নিয়ে নিজের
    জ্ঞান বাড়াতে , পুরষ্কার
    জিততে সর্বপরি বিশ্বব্যাপী পরিচিত
    হতে ৷
    অনেকে এটা করেন শখের বশে ৷ সহজ
    ও সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম
    হিসেবে বেতারের সমকক্ষ আর
    কোনটি নেই ৷ এর সুবিধা হল
    সম্প্রচার খরচ কম আর
    শ্রোতারা শুনতে পারেন খুব কম
    খরচে ৷ বেতার শোনার সুবিধা হল
    এর জন্য আলাদা সময় ব্যয় না করলেও
    চলে ৷ অন্যান্য কাজের মাঝেই
    এটা শোনা যায় ৷ বিশ্বের যে কোন
    প্রান্ত থেকেই এটা শোনা যায়;
    দরকার শুধু একটি ভাল মানের
    রিসিভার ৷
    বিশ্বের অনেক দেশ
    বাংলা ভাষায় অনুষ্ঠান প্রচার
    করে ৷ যেমন রেডিও তেহরান ,
    রেডিও জাপান, রেডিও
    ভেরিতাস এশিয়া, চীন
    আন্তর্জাতিক বেতার, ভয়েস অব
    আমেরিকা, বিবিসি, অল
    ইন্ডিয়া রেডিও,
    ডয়চেভেলে( বর্তমানে বন্ধ), আশার
    বানী, রেডিও কুয়েত, বাংলাদেশ
    বেতার, রেডিও রাশিয়া (বন্ধ)
    ইত্যাদি ৷ আপনি শুধু অনুষ্ঠান
    শোনা নয়; অংশ নিতে পারেন
    সাক্ষাতকারে , পাঠাতে পারেন
    আপনার লেখা প্রতিবেদন, ভয়েস
    রেকর্ডিং ৷ কুইজে অংশ
    নিয়ে জিততে পারেন বিদেশ
    ভ্রমনের সুযোগ, পেতে পারেন
    টি শার্ট, ক্যাপ, টেবিল ক্লথ, নগদ
    টাকা, ওয়াল ম্যাট, চাবি রিং,
    ব্যাগ, তোয়ালে, আইপড, রেডিও,
    কলম, ডায়েরি, ঘড়ি, ক্যালকুলেটর,
    বই সহ নানা পুরস্কার ৷
    বাংলা ভাষা বাদেও অন্যান্য
    ভাষার অনুষ্ঠানও শুনতে পারেন ৷
    তাই বেতার [RADIO] শুনুন;
    নিজেকে আবিষ্কার☀ করুন এক নতুন
    জগতে ৷

    Sunday, 1 March 2015

    ফেসবুক নিউজফিড সাজান ইচ্ছে মতো

    ইচ্ছেমতো ফেসবুক নিউজফিড সাজিয়ে নেওয়ার ৫ কৌশল:
    ইচ্ছে না থাকলেও ফেসবুক ফিডে অপ্রয়োজনীয় অনেক কিছুই
    দেখতে হয় আমাদের। এর মাঝে থাকে বন্ধুদের প্যাঁচাল,
    বিভিন্ন গ্রুপের অপ্রাসঙ্গিক পোস্ট, বিজ্ঞাপন ইত্যাদি। ছোট্ট
    কিছু কৌশলে এসব বাদ দিয়ে ফেসবুক নিউজ ফিড
    ভরিয়ে তুলতে পারবেন নিজের পছন্দের কনটেন্ট দিয়ে।
    ১. বিরক্তিকর মানুষদের “আনফলো” করুন : যেসব মানুষ খুব
    বিরক্তিকর অথচ আনফ্রেন্ড করে ফেললে কষ্ট পাবে,
    তাদেরকে আনফলো করাটাই বেশ ভালো একটি উপায়। তাদের
    বিরক্তিকর পোস্টের ডান দিকের কোনায়
    ত্থাকা অ্যারো ক্লিক করুন এবং আনফলো করে ফেলুন তাকে।
    এছাড়াও তাদের প্রোফাইলে গিয়ে দেখুন ‘ফলোইং’ নামের
    একটি বাটন আছে। ওর উপরে একবার ক্লিক করলেই
    আনফলো হয়ে যাবে। ওই মানুষটির ড্রামা আর আপনাকে সহ্য
    করতে হবে না।
    ২. অপ্রয়োজনীয় পেজ থেকে কনটেন্ট এড়িয়ে চলুন: আপনার
    বন্ধুরা যদি আজেবাজে গ্রুপ বা পেইজ থেকে কনটেন্ট শেয়ার
    করতে থাকে অহরহ, তাহলে কি করবেন? ওই পোস্টের ডান
    কোনায় থাকা অ্যারো ক্লিক করুন। এরপর সিলেক্ট করুন “Hide
    all from [অমুক পেজ]”। ওই বন্ধুর অন্যান্য পোস্ট দেখতে পাবেন
    কিন্তু ওই পেজ থেকে আর কিছু দেখতে পাবেন না।
    ৩. ফেসবুককে জানান কি ধরণের পোস্ট আপনাকে বিরক্ত করছে
    : যে ধরণের পোস্ট আপনার বিরক্তির কারণে হয়ে দাঁড়াচ্ছে,
    সেগুলোর ওই ডান কোনার অ্যারোতে দেখতে পাবেন “ I don’t
    want to see this” অপশনটি। বিরক্তিকর পোস্টগুলোতে এই
    অপশন সিলেক্ট করতে থাকলে ফেসবুক বুঝে নেবে কি ধরণের
    পোস্টে আপনার অ্যালার্জি আছে, আর এসব পোস্ট আপনার
    নিউজফিডে কম আসবে।
    ৪. ফেসবুক সার্ভে পূরণ করুন: ফেসবুক
    জানে যে ব্যবহারকারীরা বেশ কিছু ব্যাপারে বিরক্ত হয়। তাই
    আপনাকে সাহায্য করার জন্যই আছে এই সার্ভে। ছোট এই
    সার্ভে পূরণ করলে আপনারই উপকার হবে। পোস্টের ডান দিকের
    অ্যারোতে ক্লিক করলে নিচের দিকে “more options” পাবেন,
    এ থেকে ফেসবুক সার্ভে গ্রহণের অপশন আসবে।
    ৫. “নিউজ ফিড প্রেফারেন্স” নিয়ন্ত্রণ করুন: ফেসবুকের মেইন
    সেটিংস মেনুতে গিয়ে “News Feed Preferences” সিলেক্ট
    করুন। এর থেকে দেখতে পাবেন আপনি কি ধরণের কনটেন্ট
    বেশি দেখে থাকেন, কাকে আনফলো করেছেন ইত্যাদি।
    ইচ্ছেমতো এগুলোর পরিবর্তন করে নিউজ ফিড নিয়ন্ত্রণ
    করতে পারবেন আপনি।

    লাউয়াছড়া

    লাউয়াছড়ার প্রাকৃতিক রুপ
    ............................
    দিনদিন পৃথিবীতে মানুষ বৃদ্ধি পাচ্ছে আর তার
    সাথে সাথে ধ্বংস হচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশ।
    মানুষের জীবনযাপন ক্রমশ হয়ে উঠছে নগর কেন্দ্রীক। কিন্তু
    যে হারে প্রকৃতি ধ্বংস হচ্ছে তার চেয়ে দ্বিগুণ হারে মানুষের
    চাহিদা বাড়ছে অরণ্যে ভ্রমণের জন্য। প্রতিদিন ধ্বংস
    হচ্ছে আমাদের শষ্যশ্যামলা বাংলার শ্যামল প্রকৃতি।
    বৃদ্ধি পাচ্ছে শহরের ব্যস্ত জীবন কিন্তু শহরের ব্যস্ত জীবনের
    ফাঁকে এখন ঘন ঘন মানুষ পেতে চায় শ্যামল অভয়ারণ্যের
    ছোঁয়া কিংবা একটু নিস্তব্ধতার একাকীত্ব।
    আপনার এই চাহিদা পূরণ করতে আপনি ঘুরে আসতে পারেন
    দেশের পূর্বাঞ্চলের একমাত্র বন গবেষণা কেন্দ্র
    ‘লাউয়াছড়া ন্যাশনাল পার্ক’। অবিশ্বাস্য হলেও সত্য
    লাউয়াছড়া ন্যাশনাল পার্কের জীবজন্তুর হুংকার,
    ঝিঁঝিঁ পোকার শব্দ, বানরের লাফালাফি, ঝাঁকবাঁধা হুলুকের
    কলকাকলী একটু সময়ের জন্য হলেও আপনার ব্যস্ত জীবনের
    কান্তি দূর করে মনের তৃপ্ততা এনে দিবে। প্রায় ১২ শত হেক্টর
    এলাকা জুড়ে লাউয়াছড়া পার্কের ভিতর আড়াই হাজার
    প্রজাতির পাখি, ১০ প্রজাতির সরিসৃপ, অর্ধশত প্রজাতির
    জীবজন্তু রয়েছে। এর ভিতরে রয়েছে কয়েকটি খাসিয়া পুঞ্জি,
    পার্কের পাহাড় বিস্তৃত লম্বা বৃ েখাসিয়ারা খাসিয়া পানের
    চাষ করে। পার্কের এক পাশে রয়েছে আনারসের বাগান, এক
    পাশে চায়ের বাগান আবার কোথায় রয়েছে লেবু বাগান।
    জঙ্গলের ভিতর রয়েছে কয়েকটি পাহাড়ী ছড়া। পুরো ন্যাশনাল
    পার্কটি শ্রীমঙ্গল ভানুগাছ পাকা মহাসড়ক ও সিলেট
    আখাউড়া রেলওয়ে সেকশনের রেললাইন দ্বারা ৩ খন্ডে বিভক্ত।
    কিন্তু রেললাইন ও পাকাসড়ক দ্বারা বিভক্ত হলেও পার্কের
    ভিতর তেমন কোন বাড়ী-ঘর না থাকায় ও ঘন জঙ্গলের
    কারণে একাকীত্বের তেমন কোন সমস্যা হয়না। লাউড়াছড়ায়
    এক ধরণের পোকা রয়েছে, যার শব্দ শোনার পর আপনার
    আচমকাই বা হঠাৎ করেই যেন আপনার ভালো লাগতে শুরু করবে।
    মনে হবে যেন আপনি অন্য কোন পৃথিবীতে পা দিয়েছেন। এই
    পোকার শব্দকে ‘ফরেস্ট মিউজিক’ বলে অখ্যায়িত করেছেন
    পার্কের ট্যুরিস্টরা। লাউয়াছড়া ন্যাশনাল পার্কেই
    রয়েছে বিরল প্রজাতির একটি বৃ। যেই বৃটিকে নিয়ে নানা জনের
    রয়েছে না কৌতুহল। একসময় এই বৃরে গায়ে লেখা ছিল
    ‘কোরোফম’। দীর্ঘ দিন এই নাম থাকায়
    দেশবাসী এটিকে ‘কোরোফম’ বলেই জানেন। মাস ছয় এক
    পূর্বে হঠাৎ করে এর গাত্র থেকে কোরোফম সাইন
    বোর্ডটি নামিয়ে এর গায়ে টাঙানো হয়েছিল ‘আফ্রিকান অক
    ট্রি’। বর্তমানে এই নেম পেটটিও
    নামিয়ে লেখা হয়েছে ‘একটি বিরল প্রজাতির বৃ’।
    লোকমুখে প্রচারিত রয়েছে এই বৃটি কোটি টাকা মূল্যের।
    এটি নাকি একবার বিমান আটকিয়েছিল। এটির পাতার গন্ধ
    শুকলে নাকি মানুষ অজ্ঞান হয়ে যেত। তবে বন বিভাগের কাছ
    থেকে এরকম কোন সত্যতাই পাওয়া যায়নি।
    একটি সূত্রে জানা যায়, এ প্রজাতির বৃ বিরল। বাংলাদেশে এ
    প্রজাতি আর কোথাও নেই। যাই হোক নানাভাবে এর খবর
    দেশে ছড়িয়ে পড়ায় মানুষ এই বিরল প্রজাতির বৃটিকে প্রধান
    উদ্দেশ্য করে লাউয়াছড়ায় যায়। বৃটি পার্কের ফরেস্ট রেস্ট
    হাউজের পার্শে অবস্থিত। বর্তমানে গাছটির
    চারপাশে কাটা তারের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে।
    কোথায় লাউয়াছড়ার অবস্থান?
    .......................................
    ঢাকা, চট্টগ্রাম থেকে বাস
    কিংবা ট্রেনযোগে শ্রীমঙ্গলে পৌঁছুবেন। শ্রীমঙ্গল
    থেকে ভানুগাছ-কমলগঞ্জের রাস্তায় ৭ কি·মি· এগুোলেই
    লাউয়াছড়া পার্কের সীমানা। এটি শ্রীমঙ্গল ও কমলগঞ্জ
    উপজেলায় মধ্যে পড়েছে। তবে বেশিভাগ অংশ পড়েছে কমলগঞ্জ
    উপজেলায়। শ্রীমঙ্গল ভানুগাছ রোড থেকে বাসে জনপ্রতি ৬
    টাকা, প্রাইভেট কার নিয়ে গেলে ৩শ থেকে ৫শ টাকা, মিশুক
    নিয়ে গিলে ১৫০ টাকায় ঘুরে আসতে পারেন।
    কোথায় থাকবেন ?
    ..............................
    লাউয়াছড়ায় রয়েছে ১টি ফরেস্ট রেস্ট হাউজ, ফরেস্টের
    অনুমতি নিয়ে আপনি লাউয়াছড়া রেস্ট হাউজেই
    থাকতে পারেন। এছাড়াও শ্রীমঙ্গল হবিগঞ্জ
    রোডে রয়েছে এসি, নন এসি, ঠান্ডা গরম পানি, টিভি, ফোন
    ও গাড়ী পার্কিংএর সুবিধা সহ ‘টি টাউন রেস্টহাউজ’। হোটেল
    ইউনাইটেড, সবুজ বাংলা, মুক্ত, আল-রহমান, নীলিমা, মুন,
    সন্ধ্যা সহ ২৯টি হোটেল ও ২০/২৫টি সরকারী রেস্ট হাউজ।
    হোটেলগুলোতে থাকতে আপনার ব্যয় হবে ৪০ থেকে ১০০০
    টাকা পর্যন্ত।
    খাওয়া-দাওয়ার ব্যবস্থা
    .............................
    শ্রীমঙ্গলে খাওয়াদাওয়া জন্য মাছ, মাংস, সব্জি সবরকম
    আইটেমই পাওয়া যায়। তবে হিন্দু অধ্যুশিত
    এলাকা বলে শ্রীমঙ্গলের কোন হোটেলে গরুর মাংস
    রান্না হয়না। গরুর মাংস খেতে হলে আপনাকে রেস্ট হাউজের
    বাবুর্চিকে দিয়ে তৈরি করে নিতে হবে।
    কি কি সাথে নিবেন?
    ..........................
    শীতের সময় আসলে অবশ্যই শীতের কাপড় সঙ্গে আনতে হবে।
    স্টিল
    ক্যামেরা বা ম্যুভি ক্যামেরা থাকলে সাথে নিয়ে আসতে পারেন।
    বাইনুকুলার থাকলে ভালো হয়। জঙ্গলের ভিতর প্রবেশের
    পূর্বে হালকা খাবার ও পানি নিয়ে যেতে পারেন। কারণ
    সেখানে কোন খাবার পাওয়া যায়না। বর্ষার সময়
    ছাতা নিতে হবে কারণ শ্রীমঙ্গলের হঠাৎ বৃষ্টির
    সমস্যা রয়েছে। শীত-গ্রীষ্ম উভয় সময়েই সম্ভব হলে শহর
    থেকে ১ জন গাইড নিতে পারেন।
    কিকি সতর্কতা অবলম্বন করতে হবে ?
    ................................................
    লাউয়াছড়া পার্কে রয়েছে এক ধরণের চিনা জুক। যা ঘাসের
    সাথে মিশে থাকে এবং এর রঙও ঘাসের মতো সবুজ।
    আপনি ঘাসের উপর দিয়ে যদি হাঁটেন চিনা জুক কখন
    আপনাকে আকড়ে ধরবে আপনি টেরই পাবেন না। যদি দেখেন
    আপনার শরীরের কোথায় থেকে রক্ত পড়ছে তাহালে বুঝবেন
    চিনা জুক আপনাকে কামড় দিয়ে চলে গেছে।
    তাছাড়াও আপনাকে সবসময় স্মরণ
    রাখতে হবে লাউয়াছড়া ন্যাশনাল পার্কের জীববৈচিত্র্য রায়
    সরকার সকল প্রকার আহরণ নিষিদ্ধ করেছে।
    পার্কে ভ্রমণকালে কোন গাছের পাতা ছেঁড়া বা কোন পশু-
    পাখি বা কীট-পতঙ্গকে ডিসটার্ব করা যাবে না। জঙ্গলের
    ভিতরে একা ভ্রমণ করতে অবশ্যই ভয় করবে। তবে কয়েকজন
    হলে ভালো হয়। নতুবা শ্রীমঙ্গল থেকে পরিচিত
    কাউকে নিয়ে যেতে পারেন। সবশেষে যদি সময় পান
    তাহলে দেখে আসতে পারেন মাগুরছড়া গ্যাসকূপ।
    দেখতে পারেন ১৯৯৭ সালের কূপ বিস্ফোরনে সৃষ্ট
    অগ্নিকান্ডে পুড়ে যাওয়া বৃ সেখানে এখানো কালের
    স্বাী হয়ে দাঁড়িয়ে আছে। এটি লাউয়াছড়া ফরেস্ট মুখ
    থেকে ভানুগাছের দিকে পাকা সড়কে ২
    কিলো অন্তরে রয়েছে।
    কিভাবে ফিরবেন?
    ............................
    শ্রীমঙ্গল থেকে আন্তঃনগর ট্রেনে করে অথবা বাস
    যোগে চট্টগ্রাম-ঢাকা পৌঁছাতে হবে। চট্টগ্রামের জন্য
    রয়েছে প্রতি শুক্রবার ছাড়া দুপুর ১২টায় পাহাড়িকা, রাত
    সাড়ে ১১ টায় উদয়ন সহ দিনে-রাতে আরো দু’টি লোকাল
    ট্রেন। ঢাকার জন্য রয়েছে সকাল সাড়ে ১০টায় জয়ন্তিকা, ৫টায়
    পারাবত ও রাত ১২টায় উপবন সহ আরো দু’টি লোকাল ট্রেন।
    ট্রেনে শ্রীমঙ্গল থেকে ঢাকা পৌছাতে ৫/৬ ঘন্টার সময়
    লাগবে। কিন্তু বাসে সময় লাগে সাড়ে ৩ থেকে ৪ ঘন্টা।
    আপনি যদি বাসে যেতে চান তাহলে সিলেট উত্তরবঙ্গ, সিলেট
    দণিবঙ্গ, সিলেট কলকাতা, সিলেট
    আগরতলা যাতায়াতকারী পরিবহণ-এ আসতে পারেন।

    Stop Misuse of Public Spectrum

    সাড়ে ৯৮ হাজার কোটি টাকার তরঙ্গ
    মাত্র ৫০০০ কোটি টাকায়
    বিক্রি কেন?
    রাষ্ট্রের অমূল্য সম্পদ মোবাইল তরঙ্গ
    পছন্দের
    কোম্পানীকে পাইয়ে দেবার জন্যই
    কি পানির দরে বিক্রির এ
    ব্যবস্থা হচ্ছে?
    ১৫ বছর আগে মোবাইলফোন অপারেটর
    ‘একটেল’ পরবর্তীতে ‘রবি আজিয়াটা’
    নামে তাদের ব্যবসা শুরু করে।
    শুরুতে ‘রবি’ ১৭ দশমিক ৮ মেগাহার্টজ
    ফ্রিকোয়েন্সি (তরঙ্গ)
    নিয়ে ব্যবসা শুরু করলেও কোনো তরঙ্গ
    চার্জ দেয়নি।
    এ ধরনের কোনো আইন না থাকার
    সুযোগ নিয়ে রবি ওই সময় বিনা পয়সায়
    তরঙ্গ ব্যবহার করে হাজার হাজার
    কোটি টাকা আয় করলেও
    সরকারকে এজন্য কোনো ফি দেয়নি। ১
    টাকার কল মিনিট বিক্রি করেছে ৭-৮
    টাকায়। অথচ
    সে আমলে পার্শ্ববর্তী দেশ ভারত,
    পাকিস্তান, নেপালসহ বিশ্বের
    অন্যান্য দেশ মিলিয়ন-বিলিয়ন ডলার
    আয় করেছিল এই
    ফ্রিকোয়েন্সি বিক্রি করে।
    দেখা গেছে, ভারত ওই সময়
    প্রতি মেগাহার্টজ
    ফ্রিকোয়েন্সি বিক্রি করে আয়
    করছিল ১১৩ মিলিয়ন রুপি। অথচ
    বাংলাদেশ হাজার হাজার
    কোটি টাকার
    মুনাফা লাভকারী প্রতিষ্ঠানের
    কাছে এই তরঙ্গ দিয়েছিল স্রেফ শূন্য
    টাকায়। সোজা কথায় ‘মাগনা’।
    শুধু অতীতে নয়, বর্তমানেও সরকারের
    যুগোপযোগী টেলিযোগাযোগ
    নীতিমালার অভাবে হাজার
    হাজার কোটি টাকা দামের তরঙ্গ
    (স্পেকট্রাম) পানির
    দরে বিক্রি হয়ে যাচ্ছে।
    বাংলাদেশ টেলিকমিউনিকেশন
    রেগুলেটরি কমিশনের (বিটিআরসি)
    কাছে অবশিষ্ট থাকা টুজির ১০ দশমিক
    ৬ মেগাহাটজ এবং থ্রিজির আরও ১৫
    মেগাহার্টজ স্পেকট্রাম বা তরঙ্গ
    নিলামের চূড়ান্ত তারিখ
    ঘোষণা করা হয়েছে।
    নীতিমালা অনুসারে আগামী ৩০
    এপ্রিল এ নিলাম অনুষ্ঠিত হবে। আর উভয়
    ধরনের ব্যান্ডের স্পেকট্রামের এ
    নিলামে অংশ নিতে ২৬
    ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে।
    কিন্তু পর্যবেক্ষক মহল মনে করছেন, মূল্য
    অনেক বেশী কম ধরে ও
    ‘প্রতিযোগিতাহীন’ নিলামের
    মাধ্যমে অ্যববহৃত থ্রি-জি ও টু-জি তরঙ্গ
    নিলামে বিক্রির সিদ্ধান্ত
    নিয়েছে বাংলাদেশ
    টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন
    (বিটিআরসি)। খাত সংশ্লিষ্ট
    বিশেষজ্ঞদের মতে এতে প্রায় লাখ
    কোটি টাকার রাজস্ব আয়
    থেকে বঞ্চিত হবে সরকার।
    নতুন গাইড লাইনে এ তরঙ্গের
    ভিত্তিমূল্য প্রতিবেশী দেশগুলোর
    তুলনায় বিশেষ করে ভারতের তুলনায়ও
    অনেক বেশী কম ধরা হয়েছে।
    ভারতে চলতি বছরের নিলাম
    অনুযায়ী ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডের
    প্রতি মেগাহার্জ তরঙ্গের
    ভিত্তিমূল্য যেখানে ২৭৩৮
    কোটি টাকা সেখানে আমাদের
    দেশে ধরা হয়েছে মাত্র ২৩০
    কোটি (৩ কোটি ইউএস ডলার),
    অন্যদিকে ভারতে ২১০০ মেগাহার্জ
    ব্যান্ডের তরঙ্গের ভিত্তিমূল্য
    যেখানে ৪৬৩১
    কোটি টাকা সেখানে আমাদের
    দেশে মাত্র ১৬৫ কোটি টাকা (২.২০
    কোটি ইউএস ডলার) ধরা হয়েছে।
    বিটিআরসি ঘোষিত
    নিলামে প্রতিবেশী ভারতের
    প্রতি মেগাহার্টজ তরঙ্গের
    মূল্যকে ভিত্তিমূল্য ধরে নিলাম
    করলেও টুজি’র
    ক্ষেত্রে প্রতি মেগাহার্টজে ২৭৩৮
    কোটি টাকা করে ১০.৬
    মেগাহার্টজে পাওয়া যেত ২৯০২২
    কোটি টাকা। আবার থ্রিজি’র ৪৬৩১
    কোটি টাকা করে ১৫
    মেগাহার্টজে পাওয়া যেত ৬৯৪৯৫
    কোটি টাকা। নিলামে সরকারের
    মোট আয় দাড়াত ৯৮৫১৭ কোটি টাকা।
    অথচ বিটিআরসি’র বর্তমান ঘোষিত
    মূল্যে নিলামে পাওয়া যাবে সর্বোচ্চ
    ৫০০০ কোটি টাকা। ফলে সরকার প্রায়
    সাড়ে ৯৩ হাজার কোটি টাকার আয়
    থেকে বঞ্চিত হচ্ছে।
    উল্লেখ্য, ফ্রিকোয়েন্সি ও
    মেগাহার্টজ জনগণের সম্পত্তি। এজন্য
    দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতে হবে।
    কিন্তু এসব
    অসঙ্গতি তুলে ধরতে কোনো সিটিজেন
    ফোরাম নেই। কেউ কথা বলে না।
    ফ্রিকোয়েন্সি ও মেগাহার্টজ
    সীমিত। অথচ
    ফ্রিকোয়েন্সি বরাদ্দের
    কোনো ম্যাপিং নেই। এজন্য
    মাস্টারপ্ল্যান থাকতে হবে। সবার
    অংশগ্রহণে এটি করা জরুরী। সস্তায়
    তরঙ্গ বিক্রির বিষয়টি চোখে আঙ্গুল
    দিয়ে দেখিয়ে দিচ্ছে যে, জনগণ ও
    দেশের সম্পদের সঠিক ব্যবহার
    সম্পর্কে সরকার কত উদাসীন।
    টেলিযোগাযোগ
    বিশেষজ্ঞরা বলছেন, সরকারের
    সমন্বয়হীনতা ও দূরদর্শিতার অভাবেই
    দেশের ব্যবহারযোগ্য সম্পদ মোবাইল
    ফোন ‘তরঙ্গ’ পানির
    দরে বিক্রি হয়ে যাচ্ছে।
    মোবাইল তরঙ্গ সীমিত সম্পদ। সীমিত
    যে কোনো কিছুই বেশ মূল্যবান, আর
    তাই উচিত- সে সম্পদ থেকে সর্বোচ্চ
    মুনাফা আদায় করা। বিশেষ
    করে যদি তৃতীয় পক্ষ কেউ
    যদি সে সম্পদকে পুঁজি করে ব্যবসা করে।
    উদাহরণ হিসাবে বলা যায় যে-
    সরকার বিদ্যুৎ কোম্পানিগুলোর
    কাছে গ্যাস বিক্রি করছে, আবার
    বিদ্যুৎ কোম্পানিগুলো নাগরিকদের
    বিদ্যুৎ বিক্রি করছে। ঠিক
    তেমনি সরকার তরঙ্গ বিক্রি করবে আর
    মোবাইল কোম্পানিগুলো তা ব্যবহার
    করে মোবাইল সার্ভিস
    বিক্রি করে মুনাফা করবে। মোবাইল
    কোম্পানীর ব্যবসার
    মুনাফা যতটা বেশি হবে সরকারকেও
    তার কাঁচামাল তরঙ্গ তত
    বেশি মূল্যে বিক্রি করতে হবে।
    কিন্তু যথাযথ নীতিমালা ছাড়াই
    চলছে তরঙ্গ ব্যবসা। আর এর সুযোগ
    নিচ্ছে মোবাইল অপারেটররা।
    এতে দেশ বিপুল পরিমাণ রাজস্ব আয়
    থেকে বঞ্চিত হচ্ছে।
    পাশাপাশি টেলিযোগাযোগ
    খাতে বড় বিনিয়োগ হওয়ার
    সম্ভাবনা হাতছাড়া হয়ে যাচ্ছে।
    টেলিযোগাযোগ নিয়ন্ত্রক
    সংস্থা বিটিআরসি’র তথ্যমতে,
    দেশে মোবাইল গ্রাহক ১২
    কোটি ছাড়িয়েছে।
    দেশে মোবাইলের
    মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীর
    সংখ্যা ৩ কোটি ৯০ লাখ ৫২ হাজার।
    অর্থাৎ টেলিযোগাযোগ খাত,
    বিশেষ করে মোবাইলফোন খাত
    হতে পারে বাংলাদেশের
    অর্থনীতির অন্যতম মূল চালিকাশক্তি।
    এ খাত দেশের
    জিডিপি প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য
    অবদান রেখে চলেছে।
    খাতটি কর্মসংস্থান ও বৈদেশিক
    বিনিয়োগের (এফডিআই) বৃহত্তম
    সংস্থানকারী এবং সরকারের কর
    রাজস্বের সবচেয়ে বড় উৎস। কিন্তু
    সরকারের উদাসীনতায়
    এক্ষেত্রে কাঙ্খিত সমৃদ্ধি আসছে না,
    জনগণ বঞ্চিত হচ্ছে আর
    বিদেশীরা লুটপাট করছে।
    এক্ষেত্রে সরকারের উদাসীনতা ও
    নিষ্ক্রিয়তার
    বিপরীতে জনগণকে সচেতন
    হতে হবে নিজেদের হক্ব যাতে নষ্ট
    না হয়, সে সম্পর্কে সচেতন ও সক্রিয়
    থাকতে হবে।

    Saturday, 28 February 2015

    এন্ড্রয়েড স্মার্টফোনে এপ্স ব্যবহারে এখন একটু সতর্ক হোন:

    বর্তমান সময়ে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশেও প্রতিনিয়ত এন্ড্রয়েড চালিত স্মার্টফোনের সংখ্য দিনকে দিন বেড়েই চলছে। স্মার্টফোনেরসাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে এপ্স।প্লে স্টোরে দিন দিন যুক্ত হচ্ছে লক্ষ লক্ষ এপ্স। প্লে স্টোর হতে আমরা যে সব এপ্স নামিয়ে ব্যবহার করি তার সবই কি আমাদের তথ্যর জন্য নিরাপদ বা ভাইরাস ফ্রি?
    মোবাইল ফোনের ব্যক্তিগত তথ্য চলে যাচ্ছে অন্যের হাতে। দূর থেকেই মোবাইল ফোনের তথ্য
    হাতিয়ে নেওয়া সম্ভব হচ্ছে এমনটাই জানিয়েছে নিরাপত্তা সফটওয়্যার নির্মাতাvপ্রতিষ্ঠান ম্যাকাফি তারা জানিয়েছে  মোবাইল অ্যাপ ব্যবহারের
    সুবিধাযুক্ত স্মার্টফোন বিশ্বজুড়েই সাইবার হামলার লক্ষ্যে পরিণত হয়েছে এবং মোবাইল গ্রাহকের তথ্যবিশেষ করে স্মার্টফোনে ব্যবহৃত নাম-পাসওয়ার্ড হ্যাক হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।তারা জানিয়েছে মোবাইল অ্যাপ্লিকেশন
    নির্মাতারা সিকিউর সকেটস লেয়ার (এসএসএল) দুর্বলতার জন্য প্যাচ দিতে ব্যর্থ হওয়ায় লাখ লাখ মোবাইল ফোন ব্যবহারকারী ঝুঁকির মধ্যে রয়েছেন।
    দেখেনিন প্যাচ দুর্বলতার কারনে কিভাবে ঘটে এমন টা..
    গত বছরের সেপ্টেম্বর মাসে কার্নেগি মেলন
    বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম(সিইআরটি) ক্ষতিকর ও নিরাপত্তা দুর্বলতাযুক্ত মোবাইল অ্যাপ্লিকেশনের একটি তালিকা প্রকাশ করে। ওই তালিকায় থাকা জনপ্রিয় ২৫টি অ্যাপ্লিকেশননিয়ে বিশেষ পরীক্ষা চালিয়েছে ম্যাকাফি ল্যাবস। এই পরীক্ষার সময় দেখা গেছে, এখন পর্যন্ত ১৮টি অ্যাপ্লিকেশনে কোনো প্যাচ যুক্ত করা হয়নি, যদিও এসব অ্যাপ্লিকেশন নিরাপদ বলে দাবি করা হয়।
    এই গ্রুপে যেসব অ্যাপ বেশি ডাউনলোড করা হয়, সেগুলোর মধ্যে মোবাইলে ছবি সম্পাদনার অ্যাপই বেশি। এই অ্যাপগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ও ক্লাউডে ছবি শেয়ার করার সুবিধা দেওয়ার কথা বলে।ম্যাকাফির গবেষকেরা জানিয়েছেন, ম্যান-ইন-দ্য-মিডল (এমআইটিএম) আক্রমণ চালিয়ে তথাকথিত এসএসএল নিরাপত্তা সুবিধার এই অ্যাপগুলো কাজে লাগিয়ে মোবাইল ফোন থেকে তথ্য হাতিয়ে নেওয়া হয়। ক্রিপটোগ্রাফি বা কম্পিউটার
    নিরাপত্তার দিক থেকে ম্যান-ইন-দ্য-মিডল আক্রমণ চালাতে আক্রমণকারীকে মোবাইল ফোন ব্যবহারকারীর ওপর নজরদারি করা বা তার যোগাযোগের চ্যানেল পরিবর্তন করে দেওয়ার সক্ষমতা থাকতে হয়।ব্যবহারকারীর অজান্তেই এ ধরনের আক্রমণ করে তার ফোনে আলাদা সংযোগ করে দেওয়া হয় এবং কথোপকথনকারীর বার্তা পরস্পরকে সম্প্রচার করে শোনানো হয়। এসময় ব্যবহারকারীকে তাদের কথোপকথন ব্যক্তিগত চ্যানেলে হচ্ছে এটা বোঝানো হলেও এই কথোপকথন নিয়ন্ত্রণ করে আক্রমণকারী। যদিও এ ধরনের মোবাইল অ্যাপসের নিরাপত্তা ভেঙে ফেলার কোনো প্রমাণ নেইবলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।ম্যাকাফির গবেষকেরা জানিয়েছেন, অ্যাপ নির্মাতারা এসএসএল নিরাপত্তার কোনো প্যাচ না রাখায় লাখ লাখ ব্যবহারকারী এমআইটিএম আক্রমণের ঝুঁকির মধ্যে পড়ে গেছেন।অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাসে মোবাইলে ম্যালওয়্যার বা ক্ষতিকর প্রোগ্রামের সংখ্যা ১৪ শতাংশ বেড়েছে। এশিয়া আর আফ্রিকা অঞ্চলে এই ম্যালওয়্যার আক্রমণের হার সবচেয়ে বেশি।
    কি করতে পারে হ্যাকার রা আপনাকে এপ্স ব্যবহার করানোর মাধ্যমে:
    আপনার ফোনের সমস্ত ইউজার আইডি পাসওয়ার্ড যা আপনি ফেসবুক লগিনসহ বিভিন্ন কাজে ব্যবহার করেছেন তা হাতিয়ে নিতে পারে।
    আপনার সমস্ত একটিভিটির উপর নজরদারি করতে পারে।
    আপনি কখন কোন নম্বরে কল বা মেসেজ করছেন তার উপর নজরদারি করতে পারবে।
    আপনার ব্যক্তিগত ফাইল যেমন ছবি বা ভিডিও ওডিও ক্লিপ আপনার অজান্তেই চলে যাবে বিশ্বের
    অন্য প্রান্তে থাকা হ্যাকারের হাতে।
    আপনার ফোনের কন্টাক বুক বা ফোনবুকের সমস্ত নম্বর হাতিয়ে নিতে পারে।
    আপনার লগিন করা বিভিন্ন একাউন্ট যেমন ফেসবুক, টুইটার, মেইল ইত্যাদিতে একসেস নিতে পারে।
    স্কাইপ, ভাইবার, ট্যঙ্গ ইত্যাদিতে আপনি কি কথা বলছেন তা রেকর্ড করতে পারে।
    ম্যলওয়্যারের মাধ্যমে আপনার ফোনের অপারেটিং সিস্টেম এর ২৫টা বাজিয়ে দিতে পারে।
    ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ( সারা রাত লিখলেও হয়তো ফুরাবেনা)
    এ অবস্থায় কি করবেন এধরনের সমস্যা হতে মুক্তি পেতে পুরো লেখাটা পড়ার পর নিশ্চই ভাবছেন এই যখন অবস্থা তখন এমন সমস্যাহতে পরিত্রান পাব কি করে তাই না?
    চলুন দেখেনিই কি করতে পারেন এ ধরনের সমস্যা হতে বাচতে:মোবাইল ফোনে পোটেনশিয়ালি আনওয়ান্টেড প্রোগ্রামস (পিইউপিএস) সবথেকে বেশি ক্ষতি করে তাই এধরনের আনওয়ান্টেড প্রোগ্রামস হতে বাচতে ভালো মানের মোবাইল এন্টিভাইরাস এপ্স ব্যবহার করতে পারেন।
    অবস্যই পেইড ভার্সন ব্যবহার করবেন। কারন
    ফ্রি এন্টিভাইরাসেও ম্যলওয়ার
    থাকতে পারে।
    মোবাইলে ছবি সম্পাদনার অ্যাপ যেমন পিক্সলার এক্সপ্রেস, অটোক্যড এ ধরনের অন্যান্ন এপ্স ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। এসব এপ্স হতে সরারসি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করবেন না। এসব এপ্সদিয়ে ছবি সম্পাদনা করার পর তা আপনার ফোনের মেমোরিতে সেভ করে তারপর সেখান থেকে শেয়ার করুন।
    প্রয়োজনে এধরনের এপ্স এর ব্যকগ্রাউন্ড
    ডাটা অফ করে রাখুন অথবা NoRoot
    Firewall এর মত এপ্স ব্যবহার করে এসব এপ্সকে ইন্টারনেট হতে দূরে রাখুন।এতে করে একদিকে আপনার ডাটা ও বাচবে অপরদিকে ফোন ও বাচবে।স্কাইপ, ফেসবুক, ভাইবার ইত্যাদি এপ্স দিয়ে কথাবলা বা চ্যাটিং করার সময় এমন
    কথা বলা হতে বিরত থাকুন যা আপনাকে আসামির কাটগড়ায় দার করাতে পারে। ( স্কাইপ ও ভাইবার নিয়ে সাম্প্রতি আমাদের দেশের
    দুটি ঘটনা মনে করার চেষ্টা করুন।
    আসলে এসব হ্যাক করা হ্যাকার দের জন্য
    অনেক সহজ)সর্বপরি আপনার জন্য অপ্রয়োজনীয় সকল এপ্স এর ব্যবহার হতে বিরত থাকুন অথবা সাবধানতার সাথে ব্যবহার করুন।

    ছয় হাজার মুক্তোর পোশাক চুরি




    চুরি হয়ে গেছে অস্কারজয়ী অভিনেত্রী লুপিতা নিয়ঙ্গর
    সাড়া জাগানো মুক্তোর পোশাক। এই পোশাক পরেই
    লুপিতা এবারের অস্কার আসরের লাল গালিচায় সবার নজর
    কাড়েন।

    লুপিতা এখন অবস্থান করছেন লন্ডন ওয়েস্ট হলিউড হোটেলে।
    সেখান থেকেই চুরি হয় দেড় লাখ ডলার মূল্যের পোশাকটি।
    ফ্রান্সিসকো কস্তার নকশায় কেলভিন ক্লেইনের এই
    পোশাকটি তৈরিতে ব্যবহার করা হয় ছয় হাজার মুক্তা।
    বুধবার ৩১ বছর বয়সী এই অভিনেত্রী বাইরে থেকে তার হোটেল
    কক্ষে ঢুকে আবিষ্কার করেন পোশাকটি নেই।
    লুপিতা সে রাতে তার বন্ধু, মেইক আপ আর্টিস্ট
    এবং স্টাইলিস্টদের সঙ্গে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন।
    সে রাতের ৮টা থেকে ৯ টার মধে্য সব সারভেইলেন্স ভিডিও
    খতিয়ে দেখছে পুলিশ।
    লুপিতার তরফ থেকে এখনও এ ব্যাপারে আনুষ্ঠানিক
    বিবৃতি দেওয়া হয়নি। তার সঙ্গীদের তরফ থেকেও এ
    ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে লস এঞ্জেলসের
    কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের অফিসার জন মিচেল
    ঘটনাটির সত্যতা নিশ্চত করেন।

    Friday, 27 February 2015

    অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারির ওপর নজরদারি

    ফোনের ব্যাটারি সর্বনাশ ঘটাতে পারে যেভাবে:
    স্মার্টফোন ব্যবহারকারীদের ওপর
    গোয়েন্দা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের
    নজরদারির খবর গোপন কিছু নয়। অধিকাংশ
    স্মার্টফোনে জিপিএস চিপ থাকে যার মাধ্যমে সহজেই
    স্মার্টফোন নজরদারির আওতায় থাকে।
    যাঁরা নজরদারি এড়াতে চান, তাঁরা জিপিএস ফিচারটি বন্ধ
    করে রাখেন, তাই না? কিন্তু মোবাইল ফোনে নজরদারি করার
    অন্য আরেকটি উপায়ও আছে। পদ্ধতিটি হচ্ছে অ্যান্ড্রয়েড
    ফোনের ব্যাটারির ওপর নজরদারি করা। প্রযুক্তি বিষয়ক
    ওয়েবসাইট গিজমোডো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
    সম্প্রতি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও ইসরায়েলের
    সরকারি সংস্থার গবেষকেরা মোবাইল ফোনের ব্যাটারির
    মাধ্যমে নজরদারি করার পদ্ধতিটির বিস্তারিত জানিয়েছেন।
    এই পদ্ধতিতে স্মার্টফোন ব্যাটারির চার্জে সামান্য হেরফের
    হওয়ার বিষয়টি হিসাব করে ব্যবহারকারী কোথায় কোথায় যান,
    সে বিষয়টি ধরা যায়। মোবাইল ফোনের টাওয়ার
    থেকে মোবাইল ফোনে পিং পেতে কী ধরনের বাধা আসে,
    তা নির্ণয় করে ব্যবহারকারীর অবস্থান বের করা যায়।
    টাওয়ারের অবস্থান দূরে হলে বা কোনো ভবন বা পাহাড়ের
    কারণে পিং পেতে সমস্যা হলে মোবাইল ফোনে তখন
    বাড়তি কিছুটা শক্তি খরচ করে।
    যদি ব্যবহারকারী মোবাইল ফোন নিয়ে কোথায় কোথায় যান
    সে বিষয়টি কিছুদিন ধরে খেয়াল করা হয় এবং এই রুটিন
    স্বাভাবিক হয়, তখন ৯০ শতাংশ নির্ভুলভাবে ব্যবহারকারীর
    অবস্থান শনাক্ত করা যায়। কিন্তু ফোন
    ব্যবহারকারী যদি রুটিনমাফিক না চলেন, তখন তাঁর অবস্থান
    শনাক্ত করার সম্ভাবনা ৬০ শতাংশে নেমে আসে।
    বিশেষজ্ঞরা বলছেন, স্মার্টফোনে এভাবে নজরদারির
    বিষয়টি উদ্বেগের কারণ হতে পারে। কারণ এ ধরনের
    নজরদারি হলে ব্যাটারি খুলে রাখা ছাড়া তা এড়ানোর জুতসই
    কোনো পথ নেই। এ ধরনের তথ্য সংগ্রহের জন্য মোবাইল ফোনের
    সাধারণ কোনো অ্যাপই যথেষ্ট। এ ধরনের
    অ্যাপকে ব্যাটারি ব্যবহার-সংক্রান্ত তথ্য সংগ্রহে গুগলেরও
    কোনো বাধা নেই। সাইবার দুর্বৃত্তরা চাইলে এরকম
    কোনো অ্যাপ তৈরি করে সহজেই ব্যবহারকারীর ওপর
    নজরদারি করতে পারে।

    National Identity Card Processing (PART:4)

    জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে, ভুল থাকলে অথবা নতুন পরিচয়পত্র করতে গেলে কি করবেন?

    যারা এখনো পরিচয়পত্র ওঠাননিঃ
    ঢাকা সিটি করপোরেশনের যেসব বাসিন্দা (ডেমরা, যাত্রাবাড়ী, কদমতলী, শ্যামপুর থানা ছাড়া) ২০০৭-০৮ সালে পরিচয়পত্রের জন্য সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন, কিন্তু সেটি সংশ্লিষ্ট কার্যালয়ে গিয়ে আর আনেননি, তারা প্রকল্প কার্যালয়ে গিয়ে মূল প্রাপ্তি রসিদ জমা দিয়ে সেই পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন।ডিসিসির
    বাইরে ঢাকা জেলার অন্যান্য উপজেলা বা থানার
    বাসিন্দা কিংবা দেশের অন্য কোনো জেলার বাসিন্দারা পরিচয়পত্র নির্দিষ্ট সময়ে না উঠিয়ে থাকলে, তাঁদের প্রাপ্তি রসিদ সংশ্লিষ্ট উপজেলা,
    থানা বা জেলা নির্বাচন কর্মকর্তার মন্তব্যসহ প্রাপ্তি রসিদ জমা দিয়ে পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন। তাঁদের মূল প্রাপ্তি রসিদ প্রকল্প কার্যালয়ের নির্দিষ্ট কাউন্টারে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র গ্রহণ করতে হবে। প্রাপ্তি স্বীকারপত্রে উল্লেখ করা তারিখে তাঁদের পরিচয়পত্র দেওয়া হবে।
    অভিবাসীরা যেভাবে জাতীয় পরিচয়পত্র পাবেনঃ
    অভিবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র পাওয়ার সুযোগ আছে। এ জন্য তাঁদের অবশ্যই দেশে আসতে হবে। তাঁদের থাকতে হবেপাসপোর্ট। আর তাতে বাংলাদেশে আসার সিল (অ্যারাইভাল সিল) থাকতে হবে। কারও যদি পাসপোর্ট না থাকে, তবে তাঁকে এমন কোনো কাগজ দেখাতে হবে, যেটা প্রমাণ করে যে তিনি বিদেশে ছিলেন। পাসপোর্ট বা সেই প্রমাণপত্র নিয়ে তাঁকে যেতে হবে তাঁর থানা বা উপজেলা নির্বাচন কার্যালয়ে। সেখানে জাতীয় পরিচয়পত্র পাওয়া এবং ভোটার হওয়ার আবেদনপত্র পূরণ করতে হবে। সেখানে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করে আবেদনকারীকে ফরম ও আনুষঙ্গিক কাগজপত্র নিয়ে আসতে হবে জেলা নির্বাচন কার্যালয়ে। সেই দপ্তর থেকে সব কাগজপত্র ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে নির্বাচন
    কমিশন সচিবালয়ের অধীনে থাকা ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন এবং জাতীয় পরিচয়পত্র
    প্রদানে সহায়তা প্রদান প্রকল্পের দপ্তরে। তবে জেলা নির্বাচন কার্যালয়ে কাগজপত্রের সব প্রক্রিয়া শেষ
    করে আবেদনকারী সেগুলো হাতে হাতে নিয়ে আসতে পারেন প্রকল্পের কার্যালয়ে। এখানে আবেদনকারীর ছবি তোলা হবে, নেওয়া হবে হাতের ছাপ ও চোখের (আইরিশ) স্ক্যান। এসব কাজ সম্পন্ন হওয়ার পর আবেদনকারীকে প্রাপ্তি রসিদ দেওয়া হবে। তাতে আবেদনকারীকে ১৫ দিন পর আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশন ভবনের সপ্তম তলায় প্রকল্পের দপ্তর থেকে জাতীয়
    পরিচয়পত্র নিয়ে যাওয়ার জন্য বলা হবে। তখন অবশ্যই প্রাপ্তি রসিদ আবেদনকারীর সঙ্গে থাকতে হবে। নতুন জাতীয় পরিচয়পত্র পেতে হলেঃ
    বাংলাদেশে কারও বয়স ১৮ বছর হলেই কেবল তিনি ভোটার তালিকায় নাম ওঠাতে পারবেন। দেশের প্রতিটি উপজেলায় সার্ভার স্টেশন তৈরির প্রক্রিয়া চলছে। এসব স্টেশনে ভোটার তালিকা তৈরি ও বিতরণের কাজ করা হবে। এগুলোয় কার্যক্রম শুরু হলে যখন যার বয়স ১৮ বছর হবে, তখন তিনি ভোটার তালিকায় নাম ওঠাতে পারবেন। এখন ১৮ বছর পূর্ণ হওয়া মাত্রই জাতীয় পরিচয়পত্র তৈরির সুযোগ থাকছে তাদেরই,যাদের
    চিকিৎসা, পড়াশোনা বা কাজের জন্য বিদেশে যেতে হবে। এ জাতীয় কোনো প্রয়োজনীয়তার প্রমাণ দেখাতে হবে।
    যোগাযোগঃ
    ভোটার তালিকাসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে হলে যোগাযোগ করতে হবে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন এবং জাতীয় পরিচয়পত্র প্রদানে সহায়তা প্রদান প্রকল্পের আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশন ভবনের সপ্তম তলার কার্যালয়ে।

    ক্রোম ব্রাউজারে একটি সতর্কবার্তা

    "কোনো সাইট যদি অনাকাঙ্ক্ষিত সফটওয়্যার ডাউনলোড করতে বলে তবে ক্রোমে এ ধরনের বার্তা দেখাবে ক্রোম"
    ব্রাউজারে নতুন একটি সুবিধা যুক্ত করেছে গুগল,যাতে অনাকাঙ্ক্ষিত সফটওয়্যার ডাউনলোডের আগে ব্যবহারকারীকে বিশেষ সতর্কবার্তা দেখাবে।গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব ওয়েবসাইট ব্যবহারকারীকে অনাকাঙ্ক্ষিত সফটওয়্যার ডাউনলোডে উত্সাহী করে, সেই সাইটগুলো ব্রাউজ করলে ক্রোম ব্রাউজারে একটি সতর্কবার্তা পপ আপ আকারে দেখানো হবে।ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করতে লাল রঙের এই সতর্কবার্তায় ওই সাইটটি ক্ষতিকর বলে উল্লেখ করা হবে। বর্তমানে ক্রোম ব্যবহার করে যদি কোনো সাইট থেকে সফটওয়্যার ডাউনলোড হতে থাকে এ ধরনের পপ আপ বার্তা শুধু তখনই দেখানো হয়।
    গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্টারনেট ব্যবহারকারীকে সুরক্ষিত রাখতে তারা আরেক প্রস্থ নিরাপত্তা স্তর যুক্ত করছে। গুগলের সার্চ ইঞ্জিনে একটি ফ্রেমওয়ার্ক যুক্ত করা হয়েছে যাতে ছদ্মবেশী সাইটগুলো ধরতে পারবে এবং সার্চ ফলাফলে তাদের দেখানো হবে না।
    সাইবার নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে এই পরিবর্তন আনছে। এ ছাড়া গুগল সম্প্রতি ছদ্মবেশী বিজ্ঞাপন বা যেসব বিজ্ঞাপন অনাকাঙ্ক্ষিত সফটওয়্যার ডাউনলোডের সাইটে নিয়ে যায়, সেগুলো বন্ধ করে দিয়েছে।
    শুধু ক্রোম বা সার্চ ইঞ্জিনেই নয় গুগলের ব্লগিং প্ল্যাটফর্মকেও পরিষ্কার করার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।গুগল কর্তৃপক্ষ জানিয়েছে,ব্লগারে কোনো পর্নো ছবি বা ভিডিও দেখানো যাবে না।

    এবার ওজন কমাতেও সাহায্য করছে স্মার্টফোন


    ওজন কমাতে চান? স্মার্টফোন
    আছে? ব্যাস তাহলেই
    চিন্তা শেষ। এই সংক্রান্ত
    একাধিক স্মার্টফোন অ্যাপ এখন
    বাজারে ভর্তি। যে কোনও একটা ডাউনলোড
    করতে পারলেই কেল্লাফতে। এই অ্যাপগুলো লাগাতার
    মেসেজ করে ভিডিও পাঠিয়ে আপনাকে ডায়েট
    নিয়ন্ত্রণে সাহায্য করে। কী খাবেন আর কী খাবেন
    না সেই বিষয়ে বিস্তারিত পরামর্শ দেয়। নতুন এক
    গবেষণায় দেখা গেছে ওজন কমাতে এই অ্যাপসগুলো বেশ
    কার্যকরী ভূমিকা গ্রহণ করে।
    মার্কিন যুক্তরাষ্ট্রের টুলান ইউনিভার্সিটি অফ
    পাবলিক হেলথ ও ট্রপিকাল মেডিসিনের গবেষকদের
    মতে এই স্মার্টফোন অ্যাপগুলির
    সাহায্যে লক্ষ্যনীয়ভাবে ওজন কমে। এই
    অ্যাপগুলি থেকে আসা লাগাতার মেসেজ বা ভিডিও
    স্মার্টফোন ব্যবহারকারীদের খাদ্য তালিকায় পরিবর্তন
    আনতে বাধ্যকরে।
    এই ধরণের অ্যাপ ব্যবহারকারী ১,৩৩৭ জনের উপর র্যান্ডম
    সমীক্ষা চালিয়েছেন গবেষকরা। বেশিরভাগ ক্ষেত্রেই
    পসিটিভ ফলাফল মিলেছে।
    টানা ৬মাস বা ১ বছর এই ধরণের অ্যাপ ব্যবহার
    করলে দেখা গেছে গড়ে প্রায় প্রতিমাসে ১.৪৪
    কেজি ওজন কমেছে।

    Thursday, 26 February 2015

    National Identity Card Processing (PART:3)

    জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে, ভুল থাকলে অথবা নতুন পরিচয়পত্র করতে গেলে কি করবেন?

    ঠিকানা সংশোধনঃ
    জাতীয় পরিচয়পত্রে থাকা বর্তমান ঠিকানা ও ভোটার এলাকা বদল করার সুযোগ আছে। তবে সারা বছর সেই সুযোগ মেলে না। এটা শুধু ভোটার তালিকা হালনাগাদ করার সময় করা যাবে। বর্তমানে হালনাগাদ করার কাজটি করা হয় শুধু
    জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে। সারা বছর ভোটার
    এলাকা বদলের সুযোগ থাকে না কেন, জানতে চাইলে প্রকল্পের কমিউনিকেশন অফিসার দেবাশীষ কুণ্ডু বলেন, ‘আমাদের দেশে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, সিটি করপোরেশন
    ও জাতীয় সংসদ নির্বাচন ভিন্ন ভিন্ন সময়ে হয়। দেখা যায়, একই বছর একাধিক নির্বাচন হয়। একই বছরে কেউ যাতে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে না পারেন, তাই সারা বছর ভোটার এলাকা বদলের সুযোগ দেওয়া হয় না।’ হালনাগাদ করার সময় ভোটার এলাকা বদল করতে হলে নতুন ঠিকানার উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে দেওয়া ফরম-১৩ অথবা ফরম-১৪ পূরণ করে উপজেলা বা থানা নির্বাচন অফিসে আবেদন করতে হবে।
    তবে ঠিকানা পরিবর্তন না করে সংশোধন (বানান, বাড়ির নম্বর, সড়ক নম্বর ভুল থাকলে) করার সুযোগ ঢাকার প্রকল্প কার্যালয়ে রয়েছে।এ ছাড়া স্থায়ী ঠিকানা পরিবর্তন বা এর কোনো তথ্য সংশোধনেরও সুযোগ আছে। ঠিকানার ছোটখাটো ভুল সংশোধন বা স্থায়ী ঠিকানা পরিবর্তনের সুযোগ সারা বছরই থাকে। এ জন্য আবেদনপত্রের সঙ্গে প্রকল্প কার্যালয়ের নির্দিষ্ট কাউন্টারে জমা দিতে হবে পরিবারের কোনো সদস্যের পরিচয়পত্রের কপি, গ্যাস, বিদ্যুৎ,টেলিফোন বিলের যেকোনো একটির কপি বা কর দেওয়ার কপি। আরও জমা দিতে হবে চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়নপত্র। স্থায়ী ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে ওই ঠিকানায় নিজের নামে বা পিতা বা মাতার নামে থাকা জমি বা ফ্ল্যাটের দলিলের সত্যায়িত ফটোকপিও জমা দিতে হবে।

    রক্তের গ্রুপ সংশোধনঃ
    রক্তের গ্রুপ সংশোধন করতে হলে মেডিকেল প্রতিবেদন দাখিল করতে হবে।

    বিবিধ সংশোধনঃ
    জাতীয় পরিচয়পত্রে কোনো নামের আগে পদবি, উপাধি, খেতাব ইত্যাদি সংযুক্ত করা যাবে না।
    পিতা বা স্বামী বা মাতাকে মৃত উল্লেখ করতে চাইলে মৃত্যুর সনদ দাখিল করতে হবে। জীবিত
    পিতা বা স্বামী বা মাতাকে ভুলক্রমে মৃত হিসেবে উল্লেখ করার কারণে পরিচয়পত্র সংশোধন করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়পত্রের কপি দাখিল করতে হবে।

    হালনাগাদ কর্মসূচির পরিচয়পত্র সংশোধনঃ
    ২০০৯ সালে হালনাগাদ কর্মসূচির সময় যাদের নাম ভোটার তালিকায় যুক্ত হয়েছে, তাদের জাতীয় পরিচয়পত্রে কোনো ভুল থাকলে বা হারিয়ে গেলে তাদের ২০১০ সালের ডিসেম্বরের পর প্রকল্প কার্যালয়ে যোগাযোগ করতে হবে।

    পরিচয়পত্র হারিয়ে গেলেঃ
    পরিচয়পত্র হারিয়ে গেলে সংশ্লিষ্ট থানায় ভোটার নম্বর বা আইডি নম্বর উল্লেখ করে সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। এরপর জিডির মূল কপিসহ প্রকল্প কার্যালয় থেকে নেওয়া ছকের আবেদনপত্র নির্দিষ্ট কাউন্টারে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র নিতে হবে। প্রাপ্তি স্বীকারপত্রে উল্লেখ করা তারিখে ডুপ্লিকেট পরিচয়পত্র বিতরণ করা হয়।

    অবশেষে দাম কমতে যাচ্ছে ইন্টারনেটের

    বাড়বে গতি কমবে দাম ইন্টারনেটের -
    অবশেষে দাম কমতে যাচ্ছে ইন্টারনেটের। একই
    সঙ্গে গতিও বাড়বে অাগের চেয়ে কয়েকগুন।
    'দেশে ইন্টারনেটের দাম বেশি' - গ্রাহকদের এমন
    অভিযোগ দীর্ঘদিনের। এরই
    পরিপ্রেক্ষিতে সরকার ইন্টারনেটের দাম
    কমাতে উদ্যোগী হয়েছে ।দেশের ৭০টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অর্ধেক মূল্যে ব্যান্ডউইথ সরবরাহেরও উদ্যোগ নিয়েছে সরকার। এর ন্যূনতম গতি হবে ১ গিগা।অাগামী এপ্রিল মাসের মধ্যে বিশ্ববিদ্যালয় গুলোতে এ সেবা চালু করা হবে বলে জানা গেছে।এদিকে জাতীয় ব্রডব্যান্ড নীতিমালা-২০০৯ -এ ব্রডব্যান্ডের 'সংজ্ঞা' সংশোধনেরও উদ্যোগ নিয়েছে সরকার।জাতীয় ব্রডব্যান্ড নীতিমালা-২০০৯ -এ ব্রডব্যান্ডের সংজ্ঞায় বলা হয়েছিল যাহার ন্যূনতম গতি হবে ১২৮ কেবিপিএস। এর চেয়ে গতি কম হইলে তাকে বলা হইবে ন্যারোব্যান্ড ইন্টারনেট।যদিও ২০১৩ সালে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিঅারসির জারি করা এক নিদের্শনায় নতুন করে ব্রডব্যান্ডের সংজ্ঞা নির্ধারণ করা হয়।নতুন সংজ্ঞায় বলা হয়, 'যাহার ন্যূনতম ব্যান্ডউইথ ১ এমবিপিএস
    (মেগাবাইট পার সেকেন্ড) হইবে। ১ এমবিপিএস
    হইতে কম ব্যান্ডউইথকে ন্যারোব্যান্ড বলা হইবে।'
    ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহারকারীরা ২০১৩
    সালের মে মাসের ১ তারিখ থেকে এই গতি উপভোগ করছেন।

    বিটিআরসি একই বছরের এপ্রিলের ১ তারিখে এ
    বিষয়ে নির্দেশনা জারি করে।চলতি বছর অাবারও ব্রডব্যান্ডের সংজ্ঞায় পরিবর্তন অানা হচ্ছে। এবার ন্যূনতম ব্যান্ডউইথ ১ মেগার পরিবর্তে ৫ মেগা করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সংশ্লিষ্টদের ব্রডব্যান্ডের সংজ্ঞা পরিবর্তনের পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।
    প্রসঙ্গত, ২০০৭ সালে প্রতি মেগা ব্যান্ডউইডথের
    দাম ছিল ৭২ হাজার টাকা। একবারে ৪২ হাজার
    টাকা কমিয়ে করা হয় ৩০ হাজার টাকা। পরের বছর দাম নির্ধারিত হয় ১৮ হাজার টাকা।
    ২০০৯ সালে ৬ হাজার টাকা কমিয়ে করা হয় ১২
    হাজার টাকা। ২০১০ সালে দাম কমানো না হলেও এর পরের বছর ২ হাজার টাকা কমিয়ে করা হয় ১০ হাজার টাকা। এর পরে অারও দুই ধাপে দাম কমিয়ে করা হয় যথাক্রমে ৮ হাজার এবং ৪ হাজার ৮০০ টাকা। সর্বশেষ গত বছর সরকার প্রতি মেগা ব্যান্ডউইথের দাম নির্ধারণ করেছে ২ হাজার ৮০০ টাকা।
    জুনাইদ অাহমেদ পলক জানান, প্রধানমন্ত্রীর
    নির্দেশে একটি 'টেকনিক্যাল অডিট টিম' গঠন
    করা হয়েছে। ওই টিম পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে কেন গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের খরচ কমছে না।তারা প্রতিবেদন দিলেই এ বিষয়ে উদ্যোগী হবে সরকার। শিগগিরই ইন্টারনেট
    ব্যবহারকারীদের এ বিষয়ে সুখবর দিতে পারবেন
    বলে তিনি অাশাবাদ ব্যক্ত করেন।তবে বর্তমানের চেয়ে কত শতাংশ দাম কমতে পারে এ ব্যাপারে পরিষ্কার কোনও ধারণা পাওয়া যায়নি সংশ্লিষ্টদের
    কাছ থেকে।
    জানা গেছে, ব্যান্ডউইথ দেশে আনতে গেলে এর
    সঙ্গে কতগুলো উপাদান বা বিশেষ পক্ষ জড়িত
    থাকে। এর মধ্যে রয়েছে ইন্টারনেট ট্রানজিট (আইপি ক্লাউড),বিদেশি ডাটা সেন্টারের ভাড়া, দেশি-বিদেশি ব্যাকহল চার্জ,ল্যান্ডিং স্টেশন ভাড়া, কেন্দ্রীয় সার্ভারের পরিবহন খরচ,গেটওয়ে ভাড়া, আইএসপি প্রতিষ্ঠানের মুনাফা,এনটিটিএন
    প্রতিষ্ঠানের আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক ভাড়া,
    ইন্টারনেট যন্ত্রাংশের ওপর জাতীয় রাজস্ব বোর্ডের ধার্য করা ভ্যাট ও শুল্ক, বিটিআরসির রাজস্ব ভাগাভাগিসহ ১৬টি উপাদান বা পক্ষ। বিগত দিনগুলোতে কেবল ব্যান্ডউইথের দামই কমানো হয়েছে।এই ১৬টি পক্ষের প্রতি বিশেষ নজর দেওয়া হয়নি। এ কারণে ইন্টারনেটের দাম কমেনি। সংশ্লিষ্টরা বলেছেন, এসব পক্ষের সেবাচার্জ যদি কমানো না হয় তা হলে ব্যান্ডউইথ ফ্রি করে দিলেও ইন্টারনেটের দাম কমবে না।এদিকে দেশের মোট ইন্টারনেট ব্যবহারকারীর
    মধ্যে প্রায় ৯০ ভাগ মোবাইল ইন্টারনেট ব্যবহার করলেও এর দাম বেশ চড়া।বর্তমানে যে মূল্যে মোবাইল ইন্টারনেট বিক্রি হচ্ছে তার থেকে দাম কমাতে গেলে কেবল ব্যান্ডউইথের দাম কামলেই
    হবে না। এ ক্ষেত্রেও কয়েকটি পক্ষ রয়েছে। সে সব
    পক্ষকে বিবেচনায় এনে অানুপাতিক হারে খরচ
    কমানো হলেই) কেবল মোবাইল ইন্টারনেটের দাম
    কমবে বলে মনে করেন মোবাইলফোন অপারেটর
    গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেইন।
    ‌ নেটওয়ার্ক খরচ, স্পেক্ট্রামের মূল্য,
    যন্ত্রাংশ ও এর সেটঅাপ চার্জ
    এবং মোবাইলফোন সেটের দাম
    কমানো না হলে মোবাইল অপারেটরগুলোর
    পক্ষে ইন্টারনেটের দাম কমানো সম্ভব হবে না।
    সংশ্লিষ্টদের এ বিষয়গুলোর প্রতি সুদৃষ্টি দেওয়ার
    অাহবান জানান তিনি। যদিও মোবাইলফোন
    অপারেটরগুলো ২০০৪ সাল
    থেকে প্রতি কিলোবাইটের জন্য ২
    পয়সা করে চার্জ করেছে একটানা ৯ বছর।প্রযুক্তিপ্
    রেমীদের দীর্ঘদিনের অান্দোলন পরে ২০১৩
    সালের জুন মাসে মোবাইলফোন
    অপারেটরগুলো ইন্টারনেটের দাম কমায়।
    টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ
    সংস্থা বিটিআরসি মোবাইল ফোন
    অপারেটরগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক
    করে ইন্টারনেটের দাম কমায়। কিন্তু তারপরও
    মোবাইল ইন্টারনেটের এখন যা দাম তা-ও অনেক
    বেশি বলে মনে করেন এর ব্যবহারকারী,
    অান্দোলনকারী বিভিন্ন সংগঠনের সদস্যরা। এ
    প্রসঙ্গে অাইসিটি প্রতিমন্ত্রী বলেন, ব্যান্ডউইথ
    সরবারহকারী এবং ইন্টারনেট ব্যবহারকারীদের
    মাঝ খানে যারা সার্ভিস দিচ্ছেন তাদের
    ক্ষেত্রে কী কী ব্যবস্থা নেওয়া যায়, কী পদক্ষেপ
    নিলে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যবহার খরচ
    কমবে সে উপায় খুঁজে বের করা হবে। শিগগিরই
    ইন্টারনেট ব্যবহারকারীরা এ সুফল ভোগ করবেন
    বলে তিনি জানান।

    Thursday, 12 March 2015

    Top Teams Of Cricket World

    Team Rankings - Test♣
    Rank -Team -                Points -   Rating
    1          South Africa      3,839       124
    2          Australia           4,718       118
    3          England            4,063       104
    4          Pakistan            3,090       103
             New Zealand     3,660       99
            Sri Lanka           3,258       96
            India                   3,228       95
            West Indies        2,272       76
            Bangladesh         676         32
    10        Zimbabwe         228         18

    ♣Team Rankings - ODI
    Rank Team     Points    Rating
    1         Australia       6,751     121
            India              8,587     116
            South Africa  6,710    112
            Sri Lanka       9,473    108
            New Zealand  5,346   107
            England           6,160   101
            Pakistan          6,088   95
            West Indies     5,189    93
    9         Bangladesh     2,766    77
    10        Zimbabwe      2,011    50
    11        Ireland                         45
    12        Afghanistan 736         39

    ♠Team Rankings - T20
    Rank   Team    Points Rating
    1         Sri Lanka       3,006   131
            India               2,009   126
            Pakistan        3,474   120
            Australia        3,041   117
            South Africa  3,362   116
            West Indies   3,140    112
            New Zealand  2,657   111
            England          2,481    99
            Ireland            1,046    87
    10       Bangladesh  1,147    72
    11       Netherlands    951    68
    12       Afghanistan    743    62
    13       Zimbabwe        573    52
    14       Scotland           512    51
    টপ ব্যাটসম্যানদের লিস্ট নিয়ে আমরা শীগ্রই আসছি। সাথে থাকুন।।

    ল্যাপটপের সুরক্ষায় যা করনীয়

    বিশ্বের অন্যান্য দেশের মতো বর্তমানে বাংলাদেশে ও এখন ল্যাপটপের ব্যাপক
    চাহিদা। বিভিন্ন সুবিধার কারনে অনেকেই এখন
    ডেস্কটপ এর পরিবর্তে ল্যাপটপ ব্যাবহার করছে। যদিও
    প্রোফেশনাল কাজের জন্য ডেস্কটপই উপযুক্ত।
    তবে যারা শখের বশে কম্পিউটার ব্যবহার করেন,
    তাদের ল্যাপটপ কেনাই উচিত। ল্যাপটপ সাধারনত দুই
    ধরনের হয়ে থাকে- নেটবুক, নোটবুক।
    যারা হাল্কা কাজ বা অনলাইনে কাজ করে থাকেন
    তারা সাধারনত নেটবুক ব্যাবহার করে থাকেন। আর
    অপেক্ষাকৃত ভারী কাজ ও হাই গ্রাফিক্স এর
    গেমিং এর জন্য অনেকে নোটবুক কিনে থাকেন। শুধু
    ল্যাপটপ কিনে ব্যাবহার করলেই চলবে না। ব্যাবহার
    এর সাথে সাথে নিয়মিতভাবে এর যত্নও নিতে হবে।
    আপনার ল্যাপটপটি যাতে দীর্ঘদিন
    ঠিকভাবে সার্ভিস দিতে পারে সে জন্য কিছু টিপস
    মেনে চলা উচিত। এতে করে ল্যাপটপের পারফরমেন্স
    ভাল থাকবে।
    ল্যাপটপ ব্যবহারের টিপসঃ
    ◆কিছু নিয়ম মেনে চললে ল্যাপটপের পারফরমেন্স
    ভালো হয়।
    ●ব্যাটারি দিয়ে ল্যাপটপ চালানো না লাগলেও
    ২/৩
    সপ্তাহে মাঝে মাঝে ব্যাটারি থেকে চালাতে
    হবে, নতুবা ব্যাটারি আয়ু কমে যাবে।
    ◆ব্যাটারিতে ল্যাপটপ চালানোর সময় স্ক্রিনের
    ব্রাইটনেস কমিয়ে দিন।
    মাঝে মাঝে ব্যাটারির কানেক্টর লাইন পরিষ্কার
    করুন।
    ●ভালো মানের এন্টিভাইরাস ব্যবহার করুন।
    দরকারি ছাড়া অন্য উইন্ডোগুলো মিনিমাইজ
    করে রাখুন।
    ◆হার্ডডিস্ক থেকে মুভি-গান প্লে করুন, কারণ
    সিডি/ডিভিডি র্যাম অনেক বেশি পাওয়ার নেয়।
    ●এয়ার ভেন্টের পথ খোলা রাখুন, সহজে বাতাস
    চলাচল করে এমনভাবে ল্যাপটপ পজিশনিং করুন,
    সরাসরি সূর্যের আলোতে রাখবেন না।
    ◆শাট ডাউনের পরিবর্তে হাইবারনেট অপশন ইউজ
    করুন।
    ●ব্লু-টুথ ও ওয়াই-ফাই কানেকশন বন্ধ রাখুন।
    হার্ডডিস্ক ও সিপিইউ-এর
    মেইনটেন্যান্সে কোনো কাজ করবেন না।
    ◆অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো বন্ধ করুন।
    মাঝে মাঝে মেমোরি ক্লিনের জন্য Ram Cleaner,
    Ram Optimizer, Mem Monster, Free Up Ram, Super Ram
    নিয়মমাফিক ডিফ্রাগমেন্ট করুন।
    ●আপাতত দরকার নেই এমন প্রোগ্রাম আনইনস্টল করুন।

    ♦♦♦কম্পিউটার এর গতি বাড়ানো বিষয়ক আগের  পুষ্ট টি দেখার অনুরোধ রইল। ♦♦♦

    Wednesday, 11 March 2015

    ডিজিটাল বাংলাদেশ এর জন্য ডিজিটাল পাঠ্য বই

    আমরা কাগজের বই দিয়ে তো অনেক পড়াশুনা করেছি কিন্তু
    সরকার নতুন প্রজন্মের জন্য তৈরি করেছেন
    ফাটাফাটি একটা ওয়েবসাইট। হ্যাঁ, এই ওয়েবসাইটের
    মাধ্যমে আপনি পাবেন ১ম শ্রেণী থেকে ১০ম শ্রেণীর সকল
    বোর্ড নির্ধারিত পাঠ্য বই / টেক্সট বুক। ডিজিটাল বাংলাদেশ
    এর জন্য ডিজিটাল পাঠ্য বই ।
    http://www.ebook.gov.bd/
    এছাড়াও নিচের লিঙ্কটির মাধ্যমেও পাবেন প্রথম থেকে দশম
    শ্রেণীর পাঠ্য বই / টেক্সট বুক।
    http://www.nctb.gov.bd/book.php?cat=4&subcat=35
    যারা ইউনিভারসিটির প্রস্তুতি নিচ্ছেন তাদের কাজে আসবে আশা করি।

    Tuesday, 10 March 2015

    মেমোরী তে সংখ্যার খেলা

    বর্তমানে আমরা সেলফোন হোক  বা কম্পিউটার যাই হোক দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের মেমোরী ব্যবহার করে থাকি। ফ্ল্যাশ মেমোরী বা পেনড্রাইভ কিংবা হার্ডডিস্ক ইত্যাদি।
    আমরা প্রতিদিন মেমোরী কার্ডের মধ্যে কত কিছু যে লোড করে থাকি কিন্তু এগুলো মেমোরী কার্ডের ভিতরে যায় কোথায় ভিতরে জিনিষ ঢুকছে কিন্তু ওজন কেন বাড়ছে না?
    আমরা মেমোরী কার্ড যখন ফর্মেট দিলাম এর ভিতর থেকে সব ডাটা ডিলিট হয়ে গেলো কিন্তু ওজনের এক ফোটাও হেরফের হচ্ছে না!
    উপরে প্রশ্নগুলো অনেকের মনে নিশ্চয়ই জেগেছে। আর আপনাদের এই প্রশ্নের চমকপ্রদ উত্তর নিয়েই আজ হাজির হয়েছি আমি।
    ==>আপনারা দেখছেন যে চমৎকার ডিজাইনের হার্ডডিস্ক এদের ভিতর কি আসলেই বাইরে থেকে কোন ডাটা ঢুকানো যায়? এক কথায় এর উত্তর হলো ‘না’।
    এবার আবার প্রশ্ন আসতে পারে “আমরা যে সব গান শুনি বা মুভি দেখি এইসব কই থাকে?”
    ==>তাহলে আমার একটা কথা শুনুন,কম্পিউটার আপনার আমার মত মুভিও বুঝে না গানও বুঝে না। সে একমাত্র তার সার্কিটগুলোর মধ্যে বয়ে যাওয়া ট্রিলিয়ন সংখ্যক বিদ্যুৎ প্রবাহের হিসেব রাখতে পারে।বিদ্যুৎ থাকলে 1 আর না থাকলে 0।তার মানে আপনি যখন গান শুনছেন সেটা আপনার কম্পিউটারের কাছে একটা বিদ্যুৎ প্রবাহের হিসেব মাত্র। একটা সোর্স থেকে গানটা যখন মেমোরীতে রাখলেন তখন আপনার গানের জন্য সেটা একটি মেমোরী এড্রেস তৈরী করল অর্থাৎ আপনার গানটা হয়ে গেলো ১০০০১১০০০১০০০১০১০০১০০১০১১১০১১১০১০১০১
    এরকম টাইপের কিছু সংখ্যা।আপনি যদি গানটা ডিলেট করেন তখন কম্পিউটার যাস্ট গানের মেমোরী এড্রেসটা বদলে দেবে অর্থাৎ সে জায়গায় অন্য একটা সফটওয়্যার বা গান আনলো যার মেমোরী এড্রেস হলো ১১০০১১০১১০০১ এরকম অর্থাৎ আমাদের  কাছে যেটা গান সেটা কম্পিউটারের কাছে সংখ্যার খেলা। তাই কোন ডাটা কম্পিউটারে ঢুকানো মানে শুধু 1 ও 0 এর স্থান পরিবর্তন বা পুনর্বিন্যস্তকরণ। তাইলে তো 1,0 গুলো হার্ডড্রাইভে আগে থেকেই আছে জাস্ট সংখ্যার স্থানগুলো পালটে দিলেই হলো। ঠিক এই কারণেই কম্পিউটারের হার্ডড্রাইভ থেকে ডিলেট হয়ে যাওয়া ডাটাগুলো বিভিন্ন রিকভারী সফটওয়ারের মাধ্যমে ফিরিয়ে আনা যায়।
    ডি এন এ (D.N.A) ও আধুনিক ডাটা স্টোরেজঃ
    DNA এর কথা শুনেনি এমন কাওকে পাওয়া যাবে না। হাভার্ড ইন্সটিটিউটের একজন বায়োইঞ্জিনিয়ার এক গ্রাম ডিএনএ’র মধ্যে ৫.৫ পেটাবাইট (১ পেটাবাইট =১০০০০০০ গিগাবাইট) ডাটা সংরক্ষণ করতে সক্ষম হয়েছেন।
    হার্ডডিস্কের ম্যাগনেটিক বাইনারী ডাটা সংরক্ষণ ব্যবস্থার বদলে DNA এর চারটি বেস (T,G,A,C) কে ৯৬ বিট ক্যারেক্টার ধরে ব্যবহার করা হয়েছে। এদের মধ্যে T ও G কে বাইনারী সংখ্যা পদ্ধতির ১ এবং A ও C কে বাইনারী সংখ্যা পদ্ধতির ০ হিসেবে ব্যবহার করা হয়েছে। যেহেতু DNA হাজার বছর পর্যন্ত অক্ষত থাকে তাই এর নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম।আশা করি ভবিষ্যতে DNA ই হবে আমাদের বিশাল নির্ভরযোগ্য ডাটাব্যাংক।

    Monday, 9 March 2015

    Increase Your Computers Speed

    আপনার কম্পিউটার কে আরো দ্রুত গতির করার দুর্দান্ত কিছু টিপস:
    অনেক সময় দেখা যায় কাজ করতে করতে কম্পিউটার ধির গতির হয়ে যায়। এতে আমাদের অনেক সময় তো নষ্ট হয়ই সাথে সাথে মাথার মেজাজ ও যায় চড়কে।অনেকে আবার এই সমস্যা থেকে সমাধান পেতে অনেক ধরনের Utilities Software ব্যাবহার করে থাকেন। কিন্তু এইসব Utilities Software ফুল Version করে ব্যবহার করতে হ্য়,এর জন্য অনেক ঝামেলা পোহাতে হয়।
    আজ আমি আপনাদের কে দেখাবো কিভাবে খুব সহজেই কিছু টিপসের মাধ্যমে আপনার কম্পিউটারকে রাখতে পারবেন সতেজ এবং গতিশিল । তাহলে শুরু করা যাক ==>>
    -Ctrl+Alt+Delete চেপে Task Manager খুলুন,তারপর Processes-এ ক্লিক করলে অনেকগুলো প্রোগ্রাম-এর তালিকা দেখতে পাবেন। এর মধ্যে বর্তমানে যে প্রোগ্রামগুলো কাজে লাগছে না সেগুলো নির্বাচন করে End Process-এ ক্লিক করে বন্ধ করে দেন।
    -আর যদি ২নম্বর কাজটা করতে গিয়ে ভুল করে কোনো প্রোগ্রাম বন্ধ করে দেন এবং এতে যদি অপারেটিং সিস্টেম এর কোন সমস্যা হয় তাহলে কম্পিউটার রিস্টার্ট করুন।
    -কম্পিউটারের র্যাম কম থাকলে কম্পিউটার ধীর গতির হয়ে যায়। ভার্চুয়াল মেমোরি বাড়িয়ে কম্পিউটার গতি কিছুটা বাড়ানো যায়।
    -ভার্চুয়াল মেমোরি বাড়ানোর জন্য প্রথমে My computer-এ মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Properties-এ যান।এখন Advance-এ ক্লিক করে performance এর settings-এ ক্লিক করুন। আবার Advance-এ ক্লিক করুন। এখন change-এ ক্লিক করে নতুন উইন্ডো এলে সেটির Initial size ও Maximum size-এ
    আপনার ইচ্ছামত size লিখে set-এ ক্লিক করে ok দিয়ে বেরিয়ে আসুন।
    -তবে Initial size-এ আপনার কম্পিউটারের র্যামের size-এর দ্বিগুন এবং Maximum size-এ র্যামের size-এর চারগুন দিলে ভাল হয়।
    -কন্ট্রোল প্যানেলে গিয়ে Add/Remove-এ ক্লিক করুন। Add/Remove windows components-এ ক্লিক করুন। নতুন যে উইন্ডো আসবে সেটির বাম পাশ থেকে অদরকারি প্রোগ্রামগুলোর পাশের টিক চিহ্ন তুলে দিন।
    তারপর Accessories and Utilities নির্বাচন করে Details-এ ক্লিক করুন। নতুন
    যে উইন্ডো আসবে সেটি থেকে যে প্রোগ্রামগুলো আপনার কাজে লাগে না সেগুলোর টিক চিহ্ন তুলে দিয়ে OK করুন। এখন next-এ ক্লিক করুন। Successful message আসলে Finish-এ
    ক্লিক করুন।
    -কিছুক্ষন পরপর Start থেকে Run-এ ক্লিক করে tree লিখে ok করুন।এতে র্যামের কার্যক্ষমতা বাড়ে।
    -
    GO ” run ” – prefetch লিখে এন্টার করুন। (একটা নতুন উইন্ডো আসবে সব ফোল্ডার এবং ফাইল ডিলিট করুন।
    GO ” run ” – temp লিখে এন্টার করুন। এখন টেম্পোরারী ফাইল গুলো ডিলিট করুন।
    GO ” run ” – %temp% লিখে এন্টার করুন। এখন টেম্পোরারী ফাইল গুলো ডিলিট করুন।
    GO ” run ” – recent লিখে এন্টার করুন। এখন রিসেন্ট ফাইল গুলো ডিলিট করুন
    আশা করি যাদের জানা ছিল না, তারা এখন নিজেই কম্পিউটারের গতি বাড়িয়ে নিতে পারবেন । এরকম আরো টিপস পেতে আমাদের সাথেই থাকোন ।।

    Friday, 6 March 2015

    Choose Your Easy Online Payment Method

    অনলাইন মার্কেটিং এ পেমেন্ট সম্পর্কে আপনার জানা থাকলে ভালো :
     পিটিসি(PTC), ডাটা এন্ট্রি(DATA ENTRY) থেকে শুরু করে গ্রাফিক ডিজাইন বা প্রোগ্রামিং এর কাজ করুন,ইন্টারনেটের মাধ্যমে কিছু বিক্রি করুন, টাকা হাতে পাওয়ার জন্য আপনার প্রয়োজন অনলাইন পেমেন্ট ব্যবস্থা। এখানে অনলাইনে লেনদেনের বিভিন্ন পদ্ধতির একটি চিত্র তুলে ধরা হলো ---

    পেওনিয়ার মাষ্টার কার্ড(Master Card) : পেমেন্ট সমস্যা সমাধানে বিভিন্ন বিকল্পের অন্যতম ও কার্যকর ব্যবস্থাটি হল পেওনিয়ার কার্ড। পেওনিয়ার কার্ডের কথা জানা নেই এরকম কম মানুষই আছেন। পেওনিয়ার কার্ড দিয়ে প্রায় সকল ওয়েবসাইট থেকে কেনাকাটা করা যায়। পেপাল, ফেসবুক, ইবে, অ্যাডওয়ার্ড ইত্যাদি অ্যাকাউন্ট ভেরিফাই করা যায়। এমনকি পেপালে টাকা গ্রহণ করা যায়। বিশ্বের সকল দেশের এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন (বাংলাদেশ থেকেও)। ফ্রিল্যান্স সাইট সমূহ, ক্লায়েন্ট বা অন্য কারো কাছে থেকে পেমেন্ট গ্রহন। পেওনিয়ার প্রায় ২০০ কোম্পানি হতে পেমেন্ট সাপোর্ট করে। সুবিধার পাশাপাশি অল্প কিছু অসুবিধাও পেওনিয়ারের নেই, তা নয়। তবে সুবিধার তুলনায় তা নগন্য। আমার মতে সবচেয়ে বড় অসুবিধা হল ফি। পেওনিয়ারের এটিএম উইথড্র এর ক্ষেত্রে ফি টা একটু বেশি। এছাড়াও ২০ ডলারের নিচে কার্ড লোড করতে না পারাটাও অন্যতম একটা সমস্যা। অবশ্য এসব আমার মনে হয় সুবিধার তুলনায় নগন্য। পেওনিয়ার সাইটে গিয়ে সরাসরি এপ্লাই করতে পারেন কার্ডের জন্য। তবে কোনো পার্টনারের সাহায্যে বা রেফারেল লিংক হতে এপ্লাই করে কার্ড পাওয়ার পসিবিলিটি বেশি।

    ওয়েষ্টার্ন ইউনিয়ন : ওয়েষ্টার্ন ইউনিয়ন ব্যবহার করে অনলাইনে বা ফোনের মাধ্যমে টাকা লেনদেন করা যায় কিংবা অনলানে বিল দেয়া, কেনাকাটা করা যায়। একাজ করতে হয় তাদের কোন এজেন্ট (Bank) এর মাধ্যমে। টাকা প্রদানের জন্য নির্দিষ্ট কোড ব্যবহার করা হয় বলে লেনদেন নিরাপদ।

    অয়্যার ট্রান্সফার : এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা পাঠানোর পদ্ধতি। আপনি যার কাছে অর্থ পাবেন তিনি তার ব্যাংক একাউন্ট থেকে টাকা পাঠাবেন। সেটা জমা হবে আপনার ব্যাংক একাউন্টে। দেশ এবং অর্থ পরিমান ইত্যাদি বিষয়ের ওপর ভিত্তি করে লেনদেনের জন্য ফি দিতে হয় !


    ব্যাংক চেক : আপনার নামে সরাসরি ব্যাংক চেক পাঠানো হবে। আপনি স্থানীয় ব্যাংক থেকে তার বিপরীতে টাকা উঠাতে পারেন। গুগল, চিতিকা এবং আরো কিছু কোম্পানী এই ব্যবস্থা ব্যবহার করে। সমস্যা হচ্ছে, চেক হারিয়ে যেতে পারে, হাতে পেতে দেরী হতে পারে। গুগলের এমন ব্যবস্থা রয়েছে যেখানে অতিরিক্ত টাকা দিয়ে কুরিয়ারের মাধ্যমে চেক নিতে পারেন। এতে দ্রুত চেক পাওয়া যায়।

    পে-পল: সহজে অর্থ লেনদেনের সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি। তাদের সাইটে গিয়ে বিনামুল্যে একাউন্ট করা যায় (বাংলাদেশসহ কিছু দেশ বাদে)। লেনদেনের জন্য শুধুমাত্র ই-মেইল এড্রেস ব্যবহার করতে হয়। অর্থাৎ আপনি যারকাছে টাকা পাবেন তাকে ই-মেইল এড্রেস জানালে তিনি আপনার একাউন্টে টাকা পাঠিয়ে দিতে পারেন। একইভাবে কোথাও অর্থ দেয়া প্রয়োজন হলে (যেমন সার্ভার ভাড়া করা বা সফটঅয়্যার কেনা) আপনি পে-পল একাউন্ট থেকে টাকা দিতে পারেন। কিংবা অনলাইনে কিছু কিনতে পারেন। প্রায় সব কোম্পানী এই ব্যবস্থা ব্যবহার করে থাকে। বাংলাদেশ থেকে পে-পলের সদস্য হওয়া যায় না। সরকার এবিষয়ে সিদ্ধান্ত নেবে জানালেও বাস্তবে সেটা এখনো হয়নি।

    স্ক্রীল: পে-পলের মত একই ধরনের আরেকটি প্রতিস্ঠান। এখানেও ইমেইল এড্রেস ব্যবহার করে টাকা লেনদেন করা হয়। বাংলাদেশে স্ক্রীল ব্যবহার করা যায়্ তবে এর জনপ্রিয়তা এবং ব্যবহার পে-পলের থেকে কম। ফলে যে কোম্পানী এই ব্যবস্থা ব্যবহার করে কেবলমাত্র তাদের সাথে লেনদেনের কাজ করতে পারেন। সদস্য হতে টাকা দিতে হয় না, তবে প্রতিটি লেনদেন থেকে সার্ভিস চার্জ হিসেবে কিছু টাকা কেটে নেয়া হয়। নিজস্ব ব্যাংক একাউন্ট থেকে এখানে জমা হওয়া টাকা উঠানো যায়।

    পায়জা: এটাও ইমেইল এড্রেস ব্যবহার করে টাকা স্থানান্তরের পদ্ধতি। তাদের একাউন্টে জমা হওয়া টাকা ব্যাঙকের মাধ্যমে কিংবা চেক অয়্যার ট্রান্সফার, ডেবিট-ক্রেডিট কার্ডের মাধ্যমে উঠানো যায়। এছাড়া কয়েকটি দেশের জন্য তাদের নিজস্ব কার্ড রয়েছে। বাংলাদেশ থেকে পায়জা ব্যবহার করা যায়।

    এগুলি ছাড়াও এধরনের আরো বেশকিছু পদ্ধতি রয়েছে যার মাধ্যমে অনলাইনে অর্থ লেনদেন করা যায়।
    আপনাদের প্রযোজনীয় টিপস নিয়ে আমরা সব সময় প্রস্তুত , আমাদের সাথেই থাকুন !!! 

      Thursday, 5 March 2015

      "Facebook Emotions Codes"

      Facebook all latest cool
      chat emotions with codes :-
      Go To Your Facebook Comment Box And Remove The  (*) then Comment >>>
      [[f9.sad*]]
      [[f9.angry*]]
      [[f9.sleepy*]]
      [[f9.shock*]]
      [[f9.kiss*]]
      [[f9.inlove*]]
      [[f9.pizza*]]
      [[f9.coffee*]]
      [[f9.rain*]]
      [[f9.bomb*]]
      [[f9.sun*]]
      [[f9.heart*]]
      [[f9.heartbreak *]]
      [[f9.doctor*]]
      [[f9.ghost*]]
      [[f9.brb*]]
      [[f9.wine*]]
      [[f9.gift*]]
      [[f9.adore*]]
      [[f9.angel*]]
      [[f9.baloons*]]
      [[f9.bowl*]]
      [[f9.cake*]]
      [[f9.callme*]]
      [[f9.clap*]]
      [[f9.confused*] ]
      [[f9.curllip*]]
      [[f9.devilface* ]]
      [[f9.lying*]]
      [[f9.rofl*]]
      [[f9.billiard*] ]
      [[f9.cakepiece* ]]
      [[f9.rosedown*] ]
      [[f9.shutmouth* ]]
      [[f9.shy*]]
      [[f9.silly*]]
      [[f9.tongue1*]]
      [[f9.fastfood*]]
      [[f9.ring*]]
      [[f9.plate*]]

      Past, Present And Future

      ☆ ১ বছরের মূল্য বুঝতে চান?
      তাকে জিজ্ঞেস করুন,যে পরীক্ষায় পাশ করতে পারেনি।
      ☆ ১ মাসের মূল্য বুঝতে চান?
      তাকে জিজ্ঞেস করুন,যে তার বেতন পায়নি।
      ☆ ১ সপ্তাহের মূল্য বুঝতে চান?
      তাকে জিজ্ঞেস করুন,যে হাসপাতালে ভর্তি ছিল।
      ☆ ১ দিনের মূল্য বুঝতে চান?
      তাকে জিজ্ঞেস করুন,যে কারাগারে ছিল।
      ☆ ১ ঘন্টার মূল্য বুঝতে চান?
      তাকে জিজ্ঞেস করুন,যে প্রিয়জনের অপেক্ষায় ছিল।
      ☆ ১ মিনিটের মূল্য বুঝতে চান?
      তাকে জিজ্ঞেস করুন,যে ট্রেন মিস করেছিল।
      ☆ ১ সেকেন্ডের মূল্য বুঝতে চান?
      তাকে জিজ্ঞেস করুন,যে এক্সিডেন্টের হাত থেকে রক্ষা পেল।
      ★★★ প্রতিটা মুহুর্ত খুব মুল্যবান..গতকাল ইতিহাস...আগামীকাল অজানা...কিন্তু আজকের দিনটা আমাদের জন্য উপহার...
      আর এ কেই বলে বর্তমান....!!

      গার্বেজ ব্যাগে পাওয়া গেল অস্কারজয়ী তারকার সেই পোশাক!


      অস্কারজয়ী অভিনেত্রী লুপিতা নিয়োঙ্গের ১
      লাখ ৫০ হাজার মার্কিন ডলারের পোশাক চুরি হওয়ার ২ দিনের মধ্যেই উদ্ধার করা হয়েছে। তার এ পোশাক৬ হাজার মুক্তা ও হীরা দিয়ে খচিত ছিল। এবারের অস্কার অনুষ্ঠানে এ পোশাক পরে উপস্থিত ছিলেন তিনি।
      মঙ্গলবার সন্ধ্যা অথবা বুধবার দিনে এই পোশাক
      চুরি হতে পারে বলে ধারণা করছে পুলিশ। ওয়েস্ট হলিউডের লন্ডন হোটেলের টয়লেটের ভেতর একটি গার্বেজ ব্যাগ থেকে পোশাকটি পাওয়া যায়। বর্তমানে লস এনঞ্জেলেসের কর্মীরা হোটেলটির পুনঃসংস্কারের কাজ করছে।
      পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন কিছু ধরা না পড়লেও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ৬ হাজার মুক্তা দিয়ে খচিত এই পোশাকের কিছু মুক্তা পড়ে গেছে,তবে পোশাকটির কোনো ক্ষতি হয়নি।
      ৩১ বছর বয়সী লুপিতা নিয়োঙ্গে গত রোববার ৮৭তম অস্কার অনুষ্ঠানে এ পোশাকটি পরেন। ওই
      অনুষ্ঠানে তিনি উপস্থাপিকার ভূমিকা পালন করেন। কেনিয়ান অভিনেত্রী লুপিটা নিয়োঙ্গে গত বছর ‘টুয়েলভ ইয়ারস অ্যা স্লেভ’র জন্য সেরা সহ-অভিনেত্রী হিসেবে অস্কার পুরস্কার লাভ করেন। তিনি একই বছর যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাপ্তাহিক ‘পিপল ম্যাগাজিন’র সেরা সুন্দরী নির্বাচিত হন।

      Wednesday, 4 March 2015

      মাশরাফি আমাদের গর্ব ,আমাদের প্রেরণা

      দুঃখটা বাংলাদেশের জন্য না। দুঃখ টা মাশরাফির জন্য।।একজন বাবার ৫মাসের শিশু
      সন্তান হসপিটালের আই সি ইউ তে কাতরাচ্ছে। তার পরও সেই বাবা দেশের হয়ে নেতৃত্ব দিয়ে যাচ্ছে লক্ষ মাইল দুরে। একজন খেলোয়াড় যার পায়ে ১২বার ডাক্তারের ছুরি চলেছে। যে কোন
      সময় আজীবন পংগু হওয়ার সম্ভবনা। এর পরও খেলে যাচ্ছেন দেশের জন্য।।সে খেলোয়াড়ি জীবনে যা ইনকাম করেছে,তা দিয়ে আরামে আয়েশে বসে বড় কোন ব্যবসা শুরু করতে পারতো।কিন্ত না,পাগলা টা তাও ছুটে যায়,সব কিছুকে পেছনে ফেলে।দেশের জন্য।। আজ-কাল কার আনামুলরা কেমনে বুঝবে তার দেশপ্রেম!! একজন ভাল প্লেয়ার হিসেবে নয়। একজন ভাল মানুষ হিসেবে মাশরাফি আমার কাছে অধিকতর প্রিয়।।কিন্তু সে মানুষ কে দুদিন আগে জুমার নামায পড়তে গিয়ে লাঞ্চিত হতে হয়।কেমন
      আমরা চিন্তা করুন।মাশরাফির মত আর ৪/৫ টা খেলোয়াড় নিজের জন্য না খেলে দেশের
      জন্য খেলতেন তাহলে বাংলাদেশ বিশ্ব
      চ্যাম্পিয়ন হতো ।এক মত হলে গর্জে উঠুন ।
      I love u মাশরাফি ভাই।
      ★☆★ আর একটা প্রশ্ন,আপনি কি তামিম কে বাংলাদেশ দলে রাখার প্রয়োজন
      আছে বলে মনে করেন???

      Monday, 2 March 2015

      Learn The Core Meaning Of Different Colours

      যে সব নতুন  ভাইয়েরা ডিজাইনইং কিংবা html এ নতুনভাবে লেখালিখি করছেন ,তাদের কাজে আসতে পারে।
      প্রত্যেক ডিজাইনার এর বিষয় ভিত্তিক রং এর ব্যবহার সম্পর্কে ভালো অভিজ্ঞতা থাকা অত্যন্ত জরুরী, তাই জেনে নিন কখন কোন রং ব্যবহার করবেন
      -• Red: Passion, Love, Anger ( আবেগ, ভালবাসা, রাগ )
      • Orange: Energy, Happiness, Vitality ( শক্তি, সুখ, জীবনীশক্তি )
      • Yellow: Happiness, Hope, Deceit ( সুখ, আশা, কৌশল )
      • Green: New Beginnings, Abundance, Nature ( নতুন সূত্রপাত, প্রাচুর্য, প্রকৃতি )
      • Blue: Calm, Responsible, Sadness ( শান্ত, দায়িত্বপ্রাপ্ত, বিষণ্ণতা )
      • Purple: Creativity, Royalty, Wealth (সৃজনশীলতা, সার্বভৌমত্ব, সম্পদ)
      • Black: Mystery, Elegance, Evil ( রহস্য, কমনীয়তা, মন্দ )
      • Gray: Moody, Conservative, Formality ( বিষণ্ণ, রক্ষনশীল, লৌকিকতা )
      • White: Purity, Cleanliness, Virtue ( বিশুদ্ধতা, পরিচ্ছন্নতা, পুণ্য )
      • Brown: Nature, Wholesomeness, Dependability ( প্রকৃতি, সততা, নির্ভরযোগ্য)
      • Tan or Beige: Conservative, Piety, Dull ( রক্ষনশীল, ভক্তি, নিস্তেজ )
      • Cream or Ivory: Calm, Elegant, Purity ( শান্ত, মার্জিত, স্বচ্ছতা )
      আপনাদের সুবিধার্থে একেবারে বেসিক জিনিস নিয়ে আলোচনা করি ।লেখায় ভুল ত্রুটির জন্য ক্ষমা করবেন ।আর আমার ব্লগের সাথে থাকেন। আমার একটা পোস্ট ও যদি আপনাদের কাজে আসে তাহলে নিজেকে সার্থক মনে করব। এবং কোন সমস্যা থাকলে বলবেন ,যথাসাধ্য চেষ্টা করব। আর কোন কোন বিষয় এর পোস্ট চান তা বলতে কিন্তু ভুলবেন না !!!সবাই ভালো থাকেন

      The Popular "DX ing"


      DX ing কী?
      DX ing
      কথাটি বিশ্বব্যাপী অতি পরিচিত
      একটি শব্দ ৷ তারপরও অনেকে জানেন
      না DX ing কী?
      বেতার বা রেডিও হল
      একটি শক্তিশালী গণমাধ্যম ৷
      বিশ্বের প্রতিটি দেশই বিভিন্ন
      ভাষায়✍ বিভিন্ন কম্পাংকে ( LW,
      MW, SW, FM) বিভিন্ন ভাষায় অনুষ্ঠান
      প্রচার করে থাকে ৷ আর এসব
      অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল রাষ্ট্রের
      আইন কানুন, শিক্ষা, স্বাস্থ্য,
      চিকিৎসা, সংবাদ, বিনোদন,
      ইতিহাস, বিজ্ঞান -
      ইত্যাদি সবচেয়ে কম
      খরচে শ্রোতাদের
      মাঝে পৌছে দেয়া ৷
      শ্রোতারা এসব অনুষ্ঠান শুনেন আর
      বেতার কেন্দ্রগুলোর আয়োজিত
      বিভিন্ন কার্যক্রমে অংশ নেন ৷
      এককথায় - বেতার শোনা ও বেতার
      কেন্দ্রগুলোর কার্যক্রমে অংশ
      নেয়াই হল DX ing.
      DX ing আওতায় যেসব কাজ
      পড়ে তা হল - অনুষ্ঠান শোনা,
      অনুষ্ঠানে চিঠি লেখা, বিভিন্ন
      বিষয় জানতে চাওয়া,
      শুনতে চাওয়া, কুইজে অংশ নেয়া,
      শ্রোতা সম্মেলনে অংশ নেয়া,
      শ্রোতা ক্লাব গঠন ইত্যাদি ৷
      আপনি ইচ্ছে করলেই পারেন এসব
      কার্যক্রমে অংশ নিয়ে নিজের
      জ্ঞান বাড়াতে , পুরষ্কার
      জিততে সর্বপরি বিশ্বব্যাপী পরিচিত
      হতে ৷
      অনেকে এটা করেন শখের বশে ৷ সহজ
      ও সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম
      হিসেবে বেতারের সমকক্ষ আর
      কোনটি নেই ৷ এর সুবিধা হল
      সম্প্রচার খরচ কম আর
      শ্রোতারা শুনতে পারেন খুব কম
      খরচে ৷ বেতার শোনার সুবিধা হল
      এর জন্য আলাদা সময় ব্যয় না করলেও
      চলে ৷ অন্যান্য কাজের মাঝেই
      এটা শোনা যায় ৷ বিশ্বের যে কোন
      প্রান্ত থেকেই এটা শোনা যায়;
      দরকার শুধু একটি ভাল মানের
      রিসিভার ৷
      বিশ্বের অনেক দেশ
      বাংলা ভাষায় অনুষ্ঠান প্রচার
      করে ৷ যেমন রেডিও তেহরান ,
      রেডিও জাপান, রেডিও
      ভেরিতাস এশিয়া, চীন
      আন্তর্জাতিক বেতার, ভয়েস অব
      আমেরিকা, বিবিসি, অল
      ইন্ডিয়া রেডিও,
      ডয়চেভেলে( বর্তমানে বন্ধ), আশার
      বানী, রেডিও কুয়েত, বাংলাদেশ
      বেতার, রেডিও রাশিয়া (বন্ধ)
      ইত্যাদি ৷ আপনি শুধু অনুষ্ঠান
      শোনা নয়; অংশ নিতে পারেন
      সাক্ষাতকারে , পাঠাতে পারেন
      আপনার লেখা প্রতিবেদন, ভয়েস
      রেকর্ডিং ৷ কুইজে অংশ
      নিয়ে জিততে পারেন বিদেশ
      ভ্রমনের সুযোগ, পেতে পারেন
      টি শার্ট, ক্যাপ, টেবিল ক্লথ, নগদ
      টাকা, ওয়াল ম্যাট, চাবি রিং,
      ব্যাগ, তোয়ালে, আইপড, রেডিও,
      কলম, ডায়েরি, ঘড়ি, ক্যালকুলেটর,
      বই সহ নানা পুরস্কার ৷
      বাংলা ভাষা বাদেও অন্যান্য
      ভাষার অনুষ্ঠানও শুনতে পারেন ৷
      তাই বেতার [RADIO] শুনুন;
      নিজেকে আবিষ্কার☀ করুন এক নতুন
      জগতে ৷

      Sunday, 1 March 2015

      ফেসবুক নিউজফিড সাজান ইচ্ছে মতো

      ইচ্ছেমতো ফেসবুক নিউজফিড সাজিয়ে নেওয়ার ৫ কৌশল:
      ইচ্ছে না থাকলেও ফেসবুক ফিডে অপ্রয়োজনীয় অনেক কিছুই
      দেখতে হয় আমাদের। এর মাঝে থাকে বন্ধুদের প্যাঁচাল,
      বিভিন্ন গ্রুপের অপ্রাসঙ্গিক পোস্ট, বিজ্ঞাপন ইত্যাদি। ছোট্ট
      কিছু কৌশলে এসব বাদ দিয়ে ফেসবুক নিউজ ফিড
      ভরিয়ে তুলতে পারবেন নিজের পছন্দের কনটেন্ট দিয়ে।
      ১. বিরক্তিকর মানুষদের “আনফলো” করুন : যেসব মানুষ খুব
      বিরক্তিকর অথচ আনফ্রেন্ড করে ফেললে কষ্ট পাবে,
      তাদেরকে আনফলো করাটাই বেশ ভালো একটি উপায়। তাদের
      বিরক্তিকর পোস্টের ডান দিকের কোনায়
      ত্থাকা অ্যারো ক্লিক করুন এবং আনফলো করে ফেলুন তাকে।
      এছাড়াও তাদের প্রোফাইলে গিয়ে দেখুন ‘ফলোইং’ নামের
      একটি বাটন আছে। ওর উপরে একবার ক্লিক করলেই
      আনফলো হয়ে যাবে। ওই মানুষটির ড্রামা আর আপনাকে সহ্য
      করতে হবে না।
      ২. অপ্রয়োজনীয় পেজ থেকে কনটেন্ট এড়িয়ে চলুন: আপনার
      বন্ধুরা যদি আজেবাজে গ্রুপ বা পেইজ থেকে কনটেন্ট শেয়ার
      করতে থাকে অহরহ, তাহলে কি করবেন? ওই পোস্টের ডান
      কোনায় থাকা অ্যারো ক্লিক করুন। এরপর সিলেক্ট করুন “Hide
      all from [অমুক পেজ]”। ওই বন্ধুর অন্যান্য পোস্ট দেখতে পাবেন
      কিন্তু ওই পেজ থেকে আর কিছু দেখতে পাবেন না।
      ৩. ফেসবুককে জানান কি ধরণের পোস্ট আপনাকে বিরক্ত করছে
      : যে ধরণের পোস্ট আপনার বিরক্তির কারণে হয়ে দাঁড়াচ্ছে,
      সেগুলোর ওই ডান কোনার অ্যারোতে দেখতে পাবেন “ I don’t
      want to see this” অপশনটি। বিরক্তিকর পোস্টগুলোতে এই
      অপশন সিলেক্ট করতে থাকলে ফেসবুক বুঝে নেবে কি ধরণের
      পোস্টে আপনার অ্যালার্জি আছে, আর এসব পোস্ট আপনার
      নিউজফিডে কম আসবে।
      ৪. ফেসবুক সার্ভে পূরণ করুন: ফেসবুক
      জানে যে ব্যবহারকারীরা বেশ কিছু ব্যাপারে বিরক্ত হয়। তাই
      আপনাকে সাহায্য করার জন্যই আছে এই সার্ভে। ছোট এই
      সার্ভে পূরণ করলে আপনারই উপকার হবে। পোস্টের ডান দিকের
      অ্যারোতে ক্লিক করলে নিচের দিকে “more options” পাবেন,
      এ থেকে ফেসবুক সার্ভে গ্রহণের অপশন আসবে।
      ৫. “নিউজ ফিড প্রেফারেন্স” নিয়ন্ত্রণ করুন: ফেসবুকের মেইন
      সেটিংস মেনুতে গিয়ে “News Feed Preferences” সিলেক্ট
      করুন। এর থেকে দেখতে পাবেন আপনি কি ধরণের কনটেন্ট
      বেশি দেখে থাকেন, কাকে আনফলো করেছেন ইত্যাদি।
      ইচ্ছেমতো এগুলোর পরিবর্তন করে নিউজ ফিড নিয়ন্ত্রণ
      করতে পারবেন আপনি।

      লাউয়াছড়া

      লাউয়াছড়ার প্রাকৃতিক রুপ
      ............................
      দিনদিন পৃথিবীতে মানুষ বৃদ্ধি পাচ্ছে আর তার
      সাথে সাথে ধ্বংস হচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশ।
      মানুষের জীবনযাপন ক্রমশ হয়ে উঠছে নগর কেন্দ্রীক। কিন্তু
      যে হারে প্রকৃতি ধ্বংস হচ্ছে তার চেয়ে দ্বিগুণ হারে মানুষের
      চাহিদা বাড়ছে অরণ্যে ভ্রমণের জন্য। প্রতিদিন ধ্বংস
      হচ্ছে আমাদের শষ্যশ্যামলা বাংলার শ্যামল প্রকৃতি।
      বৃদ্ধি পাচ্ছে শহরের ব্যস্ত জীবন কিন্তু শহরের ব্যস্ত জীবনের
      ফাঁকে এখন ঘন ঘন মানুষ পেতে চায় শ্যামল অভয়ারণ্যের
      ছোঁয়া কিংবা একটু নিস্তব্ধতার একাকীত্ব।
      আপনার এই চাহিদা পূরণ করতে আপনি ঘুরে আসতে পারেন
      দেশের পূর্বাঞ্চলের একমাত্র বন গবেষণা কেন্দ্র
      ‘লাউয়াছড়া ন্যাশনাল পার্ক’। অবিশ্বাস্য হলেও সত্য
      লাউয়াছড়া ন্যাশনাল পার্কের জীবজন্তুর হুংকার,
      ঝিঁঝিঁ পোকার শব্দ, বানরের লাফালাফি, ঝাঁকবাঁধা হুলুকের
      কলকাকলী একটু সময়ের জন্য হলেও আপনার ব্যস্ত জীবনের
      কান্তি দূর করে মনের তৃপ্ততা এনে দিবে। প্রায় ১২ শত হেক্টর
      এলাকা জুড়ে লাউয়াছড়া পার্কের ভিতর আড়াই হাজার
      প্রজাতির পাখি, ১০ প্রজাতির সরিসৃপ, অর্ধশত প্রজাতির
      জীবজন্তু রয়েছে। এর ভিতরে রয়েছে কয়েকটি খাসিয়া পুঞ্জি,
      পার্কের পাহাড় বিস্তৃত লম্বা বৃ েখাসিয়ারা খাসিয়া পানের
      চাষ করে। পার্কের এক পাশে রয়েছে আনারসের বাগান, এক
      পাশে চায়ের বাগান আবার কোথায় রয়েছে লেবু বাগান।
      জঙ্গলের ভিতর রয়েছে কয়েকটি পাহাড়ী ছড়া। পুরো ন্যাশনাল
      পার্কটি শ্রীমঙ্গল ভানুগাছ পাকা মহাসড়ক ও সিলেট
      আখাউড়া রেলওয়ে সেকশনের রেললাইন দ্বারা ৩ খন্ডে বিভক্ত।
      কিন্তু রেললাইন ও পাকাসড়ক দ্বারা বিভক্ত হলেও পার্কের
      ভিতর তেমন কোন বাড়ী-ঘর না থাকায় ও ঘন জঙ্গলের
      কারণে একাকীত্বের তেমন কোন সমস্যা হয়না। লাউড়াছড়ায়
      এক ধরণের পোকা রয়েছে, যার শব্দ শোনার পর আপনার
      আচমকাই বা হঠাৎ করেই যেন আপনার ভালো লাগতে শুরু করবে।
      মনে হবে যেন আপনি অন্য কোন পৃথিবীতে পা দিয়েছেন। এই
      পোকার শব্দকে ‘ফরেস্ট মিউজিক’ বলে অখ্যায়িত করেছেন
      পার্কের ট্যুরিস্টরা। লাউয়াছড়া ন্যাশনাল পার্কেই
      রয়েছে বিরল প্রজাতির একটি বৃ। যেই বৃটিকে নিয়ে নানা জনের
      রয়েছে না কৌতুহল। একসময় এই বৃরে গায়ে লেখা ছিল
      ‘কোরোফম’। দীর্ঘ দিন এই নাম থাকায়
      দেশবাসী এটিকে ‘কোরোফম’ বলেই জানেন। মাস ছয় এক
      পূর্বে হঠাৎ করে এর গাত্র থেকে কোরোফম সাইন
      বোর্ডটি নামিয়ে এর গায়ে টাঙানো হয়েছিল ‘আফ্রিকান অক
      ট্রি’। বর্তমানে এই নেম পেটটিও
      নামিয়ে লেখা হয়েছে ‘একটি বিরল প্রজাতির বৃ’।
      লোকমুখে প্রচারিত রয়েছে এই বৃটি কোটি টাকা মূল্যের।
      এটি নাকি একবার বিমান আটকিয়েছিল। এটির পাতার গন্ধ
      শুকলে নাকি মানুষ অজ্ঞান হয়ে যেত। তবে বন বিভাগের কাছ
      থেকে এরকম কোন সত্যতাই পাওয়া যায়নি।
      একটি সূত্রে জানা যায়, এ প্রজাতির বৃ বিরল। বাংলাদেশে এ
      প্রজাতি আর কোথাও নেই। যাই হোক নানাভাবে এর খবর
      দেশে ছড়িয়ে পড়ায় মানুষ এই বিরল প্রজাতির বৃটিকে প্রধান
      উদ্দেশ্য করে লাউয়াছড়ায় যায়। বৃটি পার্কের ফরেস্ট রেস্ট
      হাউজের পার্শে অবস্থিত। বর্তমানে গাছটির
      চারপাশে কাটা তারের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে।
      কোথায় লাউয়াছড়ার অবস্থান?
      .......................................
      ঢাকা, চট্টগ্রাম থেকে বাস
      কিংবা ট্রেনযোগে শ্রীমঙ্গলে পৌঁছুবেন। শ্রীমঙ্গল
      থেকে ভানুগাছ-কমলগঞ্জের রাস্তায় ৭ কি·মি· এগুোলেই
      লাউয়াছড়া পার্কের সীমানা। এটি শ্রীমঙ্গল ও কমলগঞ্জ
      উপজেলায় মধ্যে পড়েছে। তবে বেশিভাগ অংশ পড়েছে কমলগঞ্জ
      উপজেলায়। শ্রীমঙ্গল ভানুগাছ রোড থেকে বাসে জনপ্রতি ৬
      টাকা, প্রাইভেট কার নিয়ে গেলে ৩শ থেকে ৫শ টাকা, মিশুক
      নিয়ে গিলে ১৫০ টাকায় ঘুরে আসতে পারেন।
      কোথায় থাকবেন ?
      ..............................
      লাউয়াছড়ায় রয়েছে ১টি ফরেস্ট রেস্ট হাউজ, ফরেস্টের
      অনুমতি নিয়ে আপনি লাউয়াছড়া রেস্ট হাউজেই
      থাকতে পারেন। এছাড়াও শ্রীমঙ্গল হবিগঞ্জ
      রোডে রয়েছে এসি, নন এসি, ঠান্ডা গরম পানি, টিভি, ফোন
      ও গাড়ী পার্কিংএর সুবিধা সহ ‘টি টাউন রেস্টহাউজ’। হোটেল
      ইউনাইটেড, সবুজ বাংলা, মুক্ত, আল-রহমান, নীলিমা, মুন,
      সন্ধ্যা সহ ২৯টি হোটেল ও ২০/২৫টি সরকারী রেস্ট হাউজ।
      হোটেলগুলোতে থাকতে আপনার ব্যয় হবে ৪০ থেকে ১০০০
      টাকা পর্যন্ত।
      খাওয়া-দাওয়ার ব্যবস্থা
      .............................
      শ্রীমঙ্গলে খাওয়াদাওয়া জন্য মাছ, মাংস, সব্জি সবরকম
      আইটেমই পাওয়া যায়। তবে হিন্দু অধ্যুশিত
      এলাকা বলে শ্রীমঙ্গলের কোন হোটেলে গরুর মাংস
      রান্না হয়না। গরুর মাংস খেতে হলে আপনাকে রেস্ট হাউজের
      বাবুর্চিকে দিয়ে তৈরি করে নিতে হবে।
      কি কি সাথে নিবেন?
      ..........................
      শীতের সময় আসলে অবশ্যই শীতের কাপড় সঙ্গে আনতে হবে।
      স্টিল
      ক্যামেরা বা ম্যুভি ক্যামেরা থাকলে সাথে নিয়ে আসতে পারেন।
      বাইনুকুলার থাকলে ভালো হয়। জঙ্গলের ভিতর প্রবেশের
      পূর্বে হালকা খাবার ও পানি নিয়ে যেতে পারেন। কারণ
      সেখানে কোন খাবার পাওয়া যায়না। বর্ষার সময়
      ছাতা নিতে হবে কারণ শ্রীমঙ্গলের হঠাৎ বৃষ্টির
      সমস্যা রয়েছে। শীত-গ্রীষ্ম উভয় সময়েই সম্ভব হলে শহর
      থেকে ১ জন গাইড নিতে পারেন।
      কিকি সতর্কতা অবলম্বন করতে হবে ?
      ................................................
      লাউয়াছড়া পার্কে রয়েছে এক ধরণের চিনা জুক। যা ঘাসের
      সাথে মিশে থাকে এবং এর রঙও ঘাসের মতো সবুজ।
      আপনি ঘাসের উপর দিয়ে যদি হাঁটেন চিনা জুক কখন
      আপনাকে আকড়ে ধরবে আপনি টেরই পাবেন না। যদি দেখেন
      আপনার শরীরের কোথায় থেকে রক্ত পড়ছে তাহালে বুঝবেন
      চিনা জুক আপনাকে কামড় দিয়ে চলে গেছে।
      তাছাড়াও আপনাকে সবসময় স্মরণ
      রাখতে হবে লাউয়াছড়া ন্যাশনাল পার্কের জীববৈচিত্র্য রায়
      সরকার সকল প্রকার আহরণ নিষিদ্ধ করেছে।
      পার্কে ভ্রমণকালে কোন গাছের পাতা ছেঁড়া বা কোন পশু-
      পাখি বা কীট-পতঙ্গকে ডিসটার্ব করা যাবে না। জঙ্গলের
      ভিতরে একা ভ্রমণ করতে অবশ্যই ভয় করবে। তবে কয়েকজন
      হলে ভালো হয়। নতুবা শ্রীমঙ্গল থেকে পরিচিত
      কাউকে নিয়ে যেতে পারেন। সবশেষে যদি সময় পান
      তাহলে দেখে আসতে পারেন মাগুরছড়া গ্যাসকূপ।
      দেখতে পারেন ১৯৯৭ সালের কূপ বিস্ফোরনে সৃষ্ট
      অগ্নিকান্ডে পুড়ে যাওয়া বৃ সেখানে এখানো কালের
      স্বাী হয়ে দাঁড়িয়ে আছে। এটি লাউয়াছড়া ফরেস্ট মুখ
      থেকে ভানুগাছের দিকে পাকা সড়কে ২
      কিলো অন্তরে রয়েছে।
      কিভাবে ফিরবেন?
      ............................
      শ্রীমঙ্গল থেকে আন্তঃনগর ট্রেনে করে অথবা বাস
      যোগে চট্টগ্রাম-ঢাকা পৌঁছাতে হবে। চট্টগ্রামের জন্য
      রয়েছে প্রতি শুক্রবার ছাড়া দুপুর ১২টায় পাহাড়িকা, রাত
      সাড়ে ১১ টায় উদয়ন সহ দিনে-রাতে আরো দু’টি লোকাল
      ট্রেন। ঢাকার জন্য রয়েছে সকাল সাড়ে ১০টায় জয়ন্তিকা, ৫টায়
      পারাবত ও রাত ১২টায় উপবন সহ আরো দু’টি লোকাল ট্রেন।
      ট্রেনে শ্রীমঙ্গল থেকে ঢাকা পৌছাতে ৫/৬ ঘন্টার সময়
      লাগবে। কিন্তু বাসে সময় লাগে সাড়ে ৩ থেকে ৪ ঘন্টা।
      আপনি যদি বাসে যেতে চান তাহলে সিলেট উত্তরবঙ্গ, সিলেট
      দণিবঙ্গ, সিলেট কলকাতা, সিলেট
      আগরতলা যাতায়াতকারী পরিবহণ-এ আসতে পারেন।

      Stop Misuse of Public Spectrum

      সাড়ে ৯৮ হাজার কোটি টাকার তরঙ্গ
      মাত্র ৫০০০ কোটি টাকায়
      বিক্রি কেন?
      রাষ্ট্রের অমূল্য সম্পদ মোবাইল তরঙ্গ
      পছন্দের
      কোম্পানীকে পাইয়ে দেবার জন্যই
      কি পানির দরে বিক্রির এ
      ব্যবস্থা হচ্ছে?
      ১৫ বছর আগে মোবাইলফোন অপারেটর
      ‘একটেল’ পরবর্তীতে ‘রবি আজিয়াটা’
      নামে তাদের ব্যবসা শুরু করে।
      শুরুতে ‘রবি’ ১৭ দশমিক ৮ মেগাহার্টজ
      ফ্রিকোয়েন্সি (তরঙ্গ)
      নিয়ে ব্যবসা শুরু করলেও কোনো তরঙ্গ
      চার্জ দেয়নি।
      এ ধরনের কোনো আইন না থাকার
      সুযোগ নিয়ে রবি ওই সময় বিনা পয়সায়
      তরঙ্গ ব্যবহার করে হাজার হাজার
      কোটি টাকা আয় করলেও
      সরকারকে এজন্য কোনো ফি দেয়নি। ১
      টাকার কল মিনিট বিক্রি করেছে ৭-৮
      টাকায়। অথচ
      সে আমলে পার্শ্ববর্তী দেশ ভারত,
      পাকিস্তান, নেপালসহ বিশ্বের
      অন্যান্য দেশ মিলিয়ন-বিলিয়ন ডলার
      আয় করেছিল এই
      ফ্রিকোয়েন্সি বিক্রি করে।
      দেখা গেছে, ভারত ওই সময়
      প্রতি মেগাহার্টজ
      ফ্রিকোয়েন্সি বিক্রি করে আয়
      করছিল ১১৩ মিলিয়ন রুপি। অথচ
      বাংলাদেশ হাজার হাজার
      কোটি টাকার
      মুনাফা লাভকারী প্রতিষ্ঠানের
      কাছে এই তরঙ্গ দিয়েছিল স্রেফ শূন্য
      টাকায়। সোজা কথায় ‘মাগনা’।
      শুধু অতীতে নয়, বর্তমানেও সরকারের
      যুগোপযোগী টেলিযোগাযোগ
      নীতিমালার অভাবে হাজার
      হাজার কোটি টাকা দামের তরঙ্গ
      (স্পেকট্রাম) পানির
      দরে বিক্রি হয়ে যাচ্ছে।
      বাংলাদেশ টেলিকমিউনিকেশন
      রেগুলেটরি কমিশনের (বিটিআরসি)
      কাছে অবশিষ্ট থাকা টুজির ১০ দশমিক
      ৬ মেগাহাটজ এবং থ্রিজির আরও ১৫
      মেগাহার্টজ স্পেকট্রাম বা তরঙ্গ
      নিলামের চূড়ান্ত তারিখ
      ঘোষণা করা হয়েছে।
      নীতিমালা অনুসারে আগামী ৩০
      এপ্রিল এ নিলাম অনুষ্ঠিত হবে। আর উভয়
      ধরনের ব্যান্ডের স্পেকট্রামের এ
      নিলামে অংশ নিতে ২৬
      ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে।
      কিন্তু পর্যবেক্ষক মহল মনে করছেন, মূল্য
      অনেক বেশী কম ধরে ও
      ‘প্রতিযোগিতাহীন’ নিলামের
      মাধ্যমে অ্যববহৃত থ্রি-জি ও টু-জি তরঙ্গ
      নিলামে বিক্রির সিদ্ধান্ত
      নিয়েছে বাংলাদেশ
      টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন
      (বিটিআরসি)। খাত সংশ্লিষ্ট
      বিশেষজ্ঞদের মতে এতে প্রায় লাখ
      কোটি টাকার রাজস্ব আয়
      থেকে বঞ্চিত হবে সরকার।
      নতুন গাইড লাইনে এ তরঙ্গের
      ভিত্তিমূল্য প্রতিবেশী দেশগুলোর
      তুলনায় বিশেষ করে ভারতের তুলনায়ও
      অনেক বেশী কম ধরা হয়েছে।
      ভারতে চলতি বছরের নিলাম
      অনুযায়ী ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডের
      প্রতি মেগাহার্জ তরঙ্গের
      ভিত্তিমূল্য যেখানে ২৭৩৮
      কোটি টাকা সেখানে আমাদের
      দেশে ধরা হয়েছে মাত্র ২৩০
      কোটি (৩ কোটি ইউএস ডলার),
      অন্যদিকে ভারতে ২১০০ মেগাহার্জ
      ব্যান্ডের তরঙ্গের ভিত্তিমূল্য
      যেখানে ৪৬৩১
      কোটি টাকা সেখানে আমাদের
      দেশে মাত্র ১৬৫ কোটি টাকা (২.২০
      কোটি ইউএস ডলার) ধরা হয়েছে।
      বিটিআরসি ঘোষিত
      নিলামে প্রতিবেশী ভারতের
      প্রতি মেগাহার্টজ তরঙ্গের
      মূল্যকে ভিত্তিমূল্য ধরে নিলাম
      করলেও টুজি’র
      ক্ষেত্রে প্রতি মেগাহার্টজে ২৭৩৮
      কোটি টাকা করে ১০.৬
      মেগাহার্টজে পাওয়া যেত ২৯০২২
      কোটি টাকা। আবার থ্রিজি’র ৪৬৩১
      কোটি টাকা করে ১৫
      মেগাহার্টজে পাওয়া যেত ৬৯৪৯৫
      কোটি টাকা। নিলামে সরকারের
      মোট আয় দাড়াত ৯৮৫১৭ কোটি টাকা।
      অথচ বিটিআরসি’র বর্তমান ঘোষিত
      মূল্যে নিলামে পাওয়া যাবে সর্বোচ্চ
      ৫০০০ কোটি টাকা। ফলে সরকার প্রায়
      সাড়ে ৯৩ হাজার কোটি টাকার আয়
      থেকে বঞ্চিত হচ্ছে।
      উল্লেখ্য, ফ্রিকোয়েন্সি ও
      মেগাহার্টজ জনগণের সম্পত্তি। এজন্য
      দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতে হবে।
      কিন্তু এসব
      অসঙ্গতি তুলে ধরতে কোনো সিটিজেন
      ফোরাম নেই। কেউ কথা বলে না।
      ফ্রিকোয়েন্সি ও মেগাহার্টজ
      সীমিত। অথচ
      ফ্রিকোয়েন্সি বরাদ্দের
      কোনো ম্যাপিং নেই। এজন্য
      মাস্টারপ্ল্যান থাকতে হবে। সবার
      অংশগ্রহণে এটি করা জরুরী। সস্তায়
      তরঙ্গ বিক্রির বিষয়টি চোখে আঙ্গুল
      দিয়ে দেখিয়ে দিচ্ছে যে, জনগণ ও
      দেশের সম্পদের সঠিক ব্যবহার
      সম্পর্কে সরকার কত উদাসীন।
      টেলিযোগাযোগ
      বিশেষজ্ঞরা বলছেন, সরকারের
      সমন্বয়হীনতা ও দূরদর্শিতার অভাবেই
      দেশের ব্যবহারযোগ্য সম্পদ মোবাইল
      ফোন ‘তরঙ্গ’ পানির
      দরে বিক্রি হয়ে যাচ্ছে।
      মোবাইল তরঙ্গ সীমিত সম্পদ। সীমিত
      যে কোনো কিছুই বেশ মূল্যবান, আর
      তাই উচিত- সে সম্পদ থেকে সর্বোচ্চ
      মুনাফা আদায় করা। বিশেষ
      করে যদি তৃতীয় পক্ষ কেউ
      যদি সে সম্পদকে পুঁজি করে ব্যবসা করে।
      উদাহরণ হিসাবে বলা যায় যে-
      সরকার বিদ্যুৎ কোম্পানিগুলোর
      কাছে গ্যাস বিক্রি করছে, আবার
      বিদ্যুৎ কোম্পানিগুলো নাগরিকদের
      বিদ্যুৎ বিক্রি করছে। ঠিক
      তেমনি সরকার তরঙ্গ বিক্রি করবে আর
      মোবাইল কোম্পানিগুলো তা ব্যবহার
      করে মোবাইল সার্ভিস
      বিক্রি করে মুনাফা করবে। মোবাইল
      কোম্পানীর ব্যবসার
      মুনাফা যতটা বেশি হবে সরকারকেও
      তার কাঁচামাল তরঙ্গ তত
      বেশি মূল্যে বিক্রি করতে হবে।
      কিন্তু যথাযথ নীতিমালা ছাড়াই
      চলছে তরঙ্গ ব্যবসা। আর এর সুযোগ
      নিচ্ছে মোবাইল অপারেটররা।
      এতে দেশ বিপুল পরিমাণ রাজস্ব আয়
      থেকে বঞ্চিত হচ্ছে।
      পাশাপাশি টেলিযোগাযোগ
      খাতে বড় বিনিয়োগ হওয়ার
      সম্ভাবনা হাতছাড়া হয়ে যাচ্ছে।
      টেলিযোগাযোগ নিয়ন্ত্রক
      সংস্থা বিটিআরসি’র তথ্যমতে,
      দেশে মোবাইল গ্রাহক ১২
      কোটি ছাড়িয়েছে।
      দেশে মোবাইলের
      মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীর
      সংখ্যা ৩ কোটি ৯০ লাখ ৫২ হাজার।
      অর্থাৎ টেলিযোগাযোগ খাত,
      বিশেষ করে মোবাইলফোন খাত
      হতে পারে বাংলাদেশের
      অর্থনীতির অন্যতম মূল চালিকাশক্তি।
      এ খাত দেশের
      জিডিপি প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য
      অবদান রেখে চলেছে।
      খাতটি কর্মসংস্থান ও বৈদেশিক
      বিনিয়োগের (এফডিআই) বৃহত্তম
      সংস্থানকারী এবং সরকারের কর
      রাজস্বের সবচেয়ে বড় উৎস। কিন্তু
      সরকারের উদাসীনতায়
      এক্ষেত্রে কাঙ্খিত সমৃদ্ধি আসছে না,
      জনগণ বঞ্চিত হচ্ছে আর
      বিদেশীরা লুটপাট করছে।
      এক্ষেত্রে সরকারের উদাসীনতা ও
      নিষ্ক্রিয়তার
      বিপরীতে জনগণকে সচেতন
      হতে হবে নিজেদের হক্ব যাতে নষ্ট
      না হয়, সে সম্পর্কে সচেতন ও সক্রিয়
      থাকতে হবে।

      Saturday, 28 February 2015

      এন্ড্রয়েড স্মার্টফোনে এপ্স ব্যবহারে এখন একটু সতর্ক হোন:

      বর্তমান সময়ে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশেও প্রতিনিয়ত এন্ড্রয়েড চালিত স্মার্টফোনের সংখ্য দিনকে দিন বেড়েই চলছে। স্মার্টফোনেরসাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে এপ্স।প্লে স্টোরে দিন দিন যুক্ত হচ্ছে লক্ষ লক্ষ এপ্স। প্লে স্টোর হতে আমরা যে সব এপ্স নামিয়ে ব্যবহার করি তার সবই কি আমাদের তথ্যর জন্য নিরাপদ বা ভাইরাস ফ্রি?
      মোবাইল ফোনের ব্যক্তিগত তথ্য চলে যাচ্ছে অন্যের হাতে। দূর থেকেই মোবাইল ফোনের তথ্য
      হাতিয়ে নেওয়া সম্ভব হচ্ছে এমনটাই জানিয়েছে নিরাপত্তা সফটওয়্যার নির্মাতাvপ্রতিষ্ঠান ম্যাকাফি তারা জানিয়েছে  মোবাইল অ্যাপ ব্যবহারের
      সুবিধাযুক্ত স্মার্টফোন বিশ্বজুড়েই সাইবার হামলার লক্ষ্যে পরিণত হয়েছে এবং মোবাইল গ্রাহকের তথ্যবিশেষ করে স্মার্টফোনে ব্যবহৃত নাম-পাসওয়ার্ড হ্যাক হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।তারা জানিয়েছে মোবাইল অ্যাপ্লিকেশন
      নির্মাতারা সিকিউর সকেটস লেয়ার (এসএসএল) দুর্বলতার জন্য প্যাচ দিতে ব্যর্থ হওয়ায় লাখ লাখ মোবাইল ফোন ব্যবহারকারী ঝুঁকির মধ্যে রয়েছেন।
      দেখেনিন প্যাচ দুর্বলতার কারনে কিভাবে ঘটে এমন টা..
      গত বছরের সেপ্টেম্বর মাসে কার্নেগি মেলন
      বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম(সিইআরটি) ক্ষতিকর ও নিরাপত্তা দুর্বলতাযুক্ত মোবাইল অ্যাপ্লিকেশনের একটি তালিকা প্রকাশ করে। ওই তালিকায় থাকা জনপ্রিয় ২৫টি অ্যাপ্লিকেশননিয়ে বিশেষ পরীক্ষা চালিয়েছে ম্যাকাফি ল্যাবস। এই পরীক্ষার সময় দেখা গেছে, এখন পর্যন্ত ১৮টি অ্যাপ্লিকেশনে কোনো প্যাচ যুক্ত করা হয়নি, যদিও এসব অ্যাপ্লিকেশন নিরাপদ বলে দাবি করা হয়।
      এই গ্রুপে যেসব অ্যাপ বেশি ডাউনলোড করা হয়, সেগুলোর মধ্যে মোবাইলে ছবি সম্পাদনার অ্যাপই বেশি। এই অ্যাপগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ও ক্লাউডে ছবি শেয়ার করার সুবিধা দেওয়ার কথা বলে।ম্যাকাফির গবেষকেরা জানিয়েছেন, ম্যান-ইন-দ্য-মিডল (এমআইটিএম) আক্রমণ চালিয়ে তথাকথিত এসএসএল নিরাপত্তা সুবিধার এই অ্যাপগুলো কাজে লাগিয়ে মোবাইল ফোন থেকে তথ্য হাতিয়ে নেওয়া হয়। ক্রিপটোগ্রাফি বা কম্পিউটার
      নিরাপত্তার দিক থেকে ম্যান-ইন-দ্য-মিডল আক্রমণ চালাতে আক্রমণকারীকে মোবাইল ফোন ব্যবহারকারীর ওপর নজরদারি করা বা তার যোগাযোগের চ্যানেল পরিবর্তন করে দেওয়ার সক্ষমতা থাকতে হয়।ব্যবহারকারীর অজান্তেই এ ধরনের আক্রমণ করে তার ফোনে আলাদা সংযোগ করে দেওয়া হয় এবং কথোপকথনকারীর বার্তা পরস্পরকে সম্প্রচার করে শোনানো হয়। এসময় ব্যবহারকারীকে তাদের কথোপকথন ব্যক্তিগত চ্যানেলে হচ্ছে এটা বোঝানো হলেও এই কথোপকথন নিয়ন্ত্রণ করে আক্রমণকারী। যদিও এ ধরনের মোবাইল অ্যাপসের নিরাপত্তা ভেঙে ফেলার কোনো প্রমাণ নেইবলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।ম্যাকাফির গবেষকেরা জানিয়েছেন, অ্যাপ নির্মাতারা এসএসএল নিরাপত্তার কোনো প্যাচ না রাখায় লাখ লাখ ব্যবহারকারী এমআইটিএম আক্রমণের ঝুঁকির মধ্যে পড়ে গেছেন।অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাসে মোবাইলে ম্যালওয়্যার বা ক্ষতিকর প্রোগ্রামের সংখ্যা ১৪ শতাংশ বেড়েছে। এশিয়া আর আফ্রিকা অঞ্চলে এই ম্যালওয়্যার আক্রমণের হার সবচেয়ে বেশি।
      কি করতে পারে হ্যাকার রা আপনাকে এপ্স ব্যবহার করানোর মাধ্যমে:
      আপনার ফোনের সমস্ত ইউজার আইডি পাসওয়ার্ড যা আপনি ফেসবুক লগিনসহ বিভিন্ন কাজে ব্যবহার করেছেন তা হাতিয়ে নিতে পারে।
      আপনার সমস্ত একটিভিটির উপর নজরদারি করতে পারে।
      আপনি কখন কোন নম্বরে কল বা মেসেজ করছেন তার উপর নজরদারি করতে পারবে।
      আপনার ব্যক্তিগত ফাইল যেমন ছবি বা ভিডিও ওডিও ক্লিপ আপনার অজান্তেই চলে যাবে বিশ্বের
      অন্য প্রান্তে থাকা হ্যাকারের হাতে।
      আপনার ফোনের কন্টাক বুক বা ফোনবুকের সমস্ত নম্বর হাতিয়ে নিতে পারে।
      আপনার লগিন করা বিভিন্ন একাউন্ট যেমন ফেসবুক, টুইটার, মেইল ইত্যাদিতে একসেস নিতে পারে।
      স্কাইপ, ভাইবার, ট্যঙ্গ ইত্যাদিতে আপনি কি কথা বলছেন তা রেকর্ড করতে পারে।
      ম্যলওয়্যারের মাধ্যমে আপনার ফোনের অপারেটিং সিস্টেম এর ২৫টা বাজিয়ে দিতে পারে।
      ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ( সারা রাত লিখলেও হয়তো ফুরাবেনা)
      এ অবস্থায় কি করবেন এধরনের সমস্যা হতে মুক্তি পেতে পুরো লেখাটা পড়ার পর নিশ্চই ভাবছেন এই যখন অবস্থা তখন এমন সমস্যাহতে পরিত্রান পাব কি করে তাই না?
      চলুন দেখেনিই কি করতে পারেন এ ধরনের সমস্যা হতে বাচতে:মোবাইল ফোনে পোটেনশিয়ালি আনওয়ান্টেড প্রোগ্রামস (পিইউপিএস) সবথেকে বেশি ক্ষতি করে তাই এধরনের আনওয়ান্টেড প্রোগ্রামস হতে বাচতে ভালো মানের মোবাইল এন্টিভাইরাস এপ্স ব্যবহার করতে পারেন।
      অবস্যই পেইড ভার্সন ব্যবহার করবেন। কারন
      ফ্রি এন্টিভাইরাসেও ম্যলওয়ার
      থাকতে পারে।
      মোবাইলে ছবি সম্পাদনার অ্যাপ যেমন পিক্সলার এক্সপ্রেস, অটোক্যড এ ধরনের অন্যান্ন এপ্স ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। এসব এপ্স হতে সরারসি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করবেন না। এসব এপ্সদিয়ে ছবি সম্পাদনা করার পর তা আপনার ফোনের মেমোরিতে সেভ করে তারপর সেখান থেকে শেয়ার করুন।
      প্রয়োজনে এধরনের এপ্স এর ব্যকগ্রাউন্ড
      ডাটা অফ করে রাখুন অথবা NoRoot
      Firewall এর মত এপ্স ব্যবহার করে এসব এপ্সকে ইন্টারনেট হতে দূরে রাখুন।এতে করে একদিকে আপনার ডাটা ও বাচবে অপরদিকে ফোন ও বাচবে।স্কাইপ, ফেসবুক, ভাইবার ইত্যাদি এপ্স দিয়ে কথাবলা বা চ্যাটিং করার সময় এমন
      কথা বলা হতে বিরত থাকুন যা আপনাকে আসামির কাটগড়ায় দার করাতে পারে। ( স্কাইপ ও ভাইবার নিয়ে সাম্প্রতি আমাদের দেশের
      দুটি ঘটনা মনে করার চেষ্টা করুন।
      আসলে এসব হ্যাক করা হ্যাকার দের জন্য
      অনেক সহজ)সর্বপরি আপনার জন্য অপ্রয়োজনীয় সকল এপ্স এর ব্যবহার হতে বিরত থাকুন অথবা সাবধানতার সাথে ব্যবহার করুন।

      ছয় হাজার মুক্তোর পোশাক চুরি




      চুরি হয়ে গেছে অস্কারজয়ী অভিনেত্রী লুপিতা নিয়ঙ্গর
      সাড়া জাগানো মুক্তোর পোশাক। এই পোশাক পরেই
      লুপিতা এবারের অস্কার আসরের লাল গালিচায় সবার নজর
      কাড়েন।

      লুপিতা এখন অবস্থান করছেন লন্ডন ওয়েস্ট হলিউড হোটেলে।
      সেখান থেকেই চুরি হয় দেড় লাখ ডলার মূল্যের পোশাকটি।
      ফ্রান্সিসকো কস্তার নকশায় কেলভিন ক্লেইনের এই
      পোশাকটি তৈরিতে ব্যবহার করা হয় ছয় হাজার মুক্তা।
      বুধবার ৩১ বছর বয়সী এই অভিনেত্রী বাইরে থেকে তার হোটেল
      কক্ষে ঢুকে আবিষ্কার করেন পোশাকটি নেই।
      লুপিতা সে রাতে তার বন্ধু, মেইক আপ আর্টিস্ট
      এবং স্টাইলিস্টদের সঙ্গে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন।
      সে রাতের ৮টা থেকে ৯ টার মধে্য সব সারভেইলেন্স ভিডিও
      খতিয়ে দেখছে পুলিশ।
      লুপিতার তরফ থেকে এখনও এ ব্যাপারে আনুষ্ঠানিক
      বিবৃতি দেওয়া হয়নি। তার সঙ্গীদের তরফ থেকেও এ
      ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে লস এঞ্জেলসের
      কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের অফিসার জন মিচেল
      ঘটনাটির সত্যতা নিশ্চত করেন।

      Friday, 27 February 2015

      অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারির ওপর নজরদারি

      ফোনের ব্যাটারি সর্বনাশ ঘটাতে পারে যেভাবে:
      স্মার্টফোন ব্যবহারকারীদের ওপর
      গোয়েন্দা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের
      নজরদারির খবর গোপন কিছু নয়। অধিকাংশ
      স্মার্টফোনে জিপিএস চিপ থাকে যার মাধ্যমে সহজেই
      স্মার্টফোন নজরদারির আওতায় থাকে।
      যাঁরা নজরদারি এড়াতে চান, তাঁরা জিপিএস ফিচারটি বন্ধ
      করে রাখেন, তাই না? কিন্তু মোবাইল ফোনে নজরদারি করার
      অন্য আরেকটি উপায়ও আছে। পদ্ধতিটি হচ্ছে অ্যান্ড্রয়েড
      ফোনের ব্যাটারির ওপর নজরদারি করা। প্রযুক্তি বিষয়ক
      ওয়েবসাইট গিজমোডো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
      সম্প্রতি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও ইসরায়েলের
      সরকারি সংস্থার গবেষকেরা মোবাইল ফোনের ব্যাটারির
      মাধ্যমে নজরদারি করার পদ্ধতিটির বিস্তারিত জানিয়েছেন।
      এই পদ্ধতিতে স্মার্টফোন ব্যাটারির চার্জে সামান্য হেরফের
      হওয়ার বিষয়টি হিসাব করে ব্যবহারকারী কোথায় কোথায় যান,
      সে বিষয়টি ধরা যায়। মোবাইল ফোনের টাওয়ার
      থেকে মোবাইল ফোনে পিং পেতে কী ধরনের বাধা আসে,
      তা নির্ণয় করে ব্যবহারকারীর অবস্থান বের করা যায়।
      টাওয়ারের অবস্থান দূরে হলে বা কোনো ভবন বা পাহাড়ের
      কারণে পিং পেতে সমস্যা হলে মোবাইল ফোনে তখন
      বাড়তি কিছুটা শক্তি খরচ করে।
      যদি ব্যবহারকারী মোবাইল ফোন নিয়ে কোথায় কোথায় যান
      সে বিষয়টি কিছুদিন ধরে খেয়াল করা হয় এবং এই রুটিন
      স্বাভাবিক হয়, তখন ৯০ শতাংশ নির্ভুলভাবে ব্যবহারকারীর
      অবস্থান শনাক্ত করা যায়। কিন্তু ফোন
      ব্যবহারকারী যদি রুটিনমাফিক না চলেন, তখন তাঁর অবস্থান
      শনাক্ত করার সম্ভাবনা ৬০ শতাংশে নেমে আসে।
      বিশেষজ্ঞরা বলছেন, স্মার্টফোনে এভাবে নজরদারির
      বিষয়টি উদ্বেগের কারণ হতে পারে। কারণ এ ধরনের
      নজরদারি হলে ব্যাটারি খুলে রাখা ছাড়া তা এড়ানোর জুতসই
      কোনো পথ নেই। এ ধরনের তথ্য সংগ্রহের জন্য মোবাইল ফোনের
      সাধারণ কোনো অ্যাপই যথেষ্ট। এ ধরনের
      অ্যাপকে ব্যাটারি ব্যবহার-সংক্রান্ত তথ্য সংগ্রহে গুগলেরও
      কোনো বাধা নেই। সাইবার দুর্বৃত্তরা চাইলে এরকম
      কোনো অ্যাপ তৈরি করে সহজেই ব্যবহারকারীর ওপর
      নজরদারি করতে পারে।

      National Identity Card Processing (PART:4)

      জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে, ভুল থাকলে অথবা নতুন পরিচয়পত্র করতে গেলে কি করবেন?

      যারা এখনো পরিচয়পত্র ওঠাননিঃ
      ঢাকা সিটি করপোরেশনের যেসব বাসিন্দা (ডেমরা, যাত্রাবাড়ী, কদমতলী, শ্যামপুর থানা ছাড়া) ২০০৭-০৮ সালে পরিচয়পত্রের জন্য সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন, কিন্তু সেটি সংশ্লিষ্ট কার্যালয়ে গিয়ে আর আনেননি, তারা প্রকল্প কার্যালয়ে গিয়ে মূল প্রাপ্তি রসিদ জমা দিয়ে সেই পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন।ডিসিসির
      বাইরে ঢাকা জেলার অন্যান্য উপজেলা বা থানার
      বাসিন্দা কিংবা দেশের অন্য কোনো জেলার বাসিন্দারা পরিচয়পত্র নির্দিষ্ট সময়ে না উঠিয়ে থাকলে, তাঁদের প্রাপ্তি রসিদ সংশ্লিষ্ট উপজেলা,
      থানা বা জেলা নির্বাচন কর্মকর্তার মন্তব্যসহ প্রাপ্তি রসিদ জমা দিয়ে পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন। তাঁদের মূল প্রাপ্তি রসিদ প্রকল্প কার্যালয়ের নির্দিষ্ট কাউন্টারে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র গ্রহণ করতে হবে। প্রাপ্তি স্বীকারপত্রে উল্লেখ করা তারিখে তাঁদের পরিচয়পত্র দেওয়া হবে।
      অভিবাসীরা যেভাবে জাতীয় পরিচয়পত্র পাবেনঃ
      অভিবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র পাওয়ার সুযোগ আছে। এ জন্য তাঁদের অবশ্যই দেশে আসতে হবে। তাঁদের থাকতে হবেপাসপোর্ট। আর তাতে বাংলাদেশে আসার সিল (অ্যারাইভাল সিল) থাকতে হবে। কারও যদি পাসপোর্ট না থাকে, তবে তাঁকে এমন কোনো কাগজ দেখাতে হবে, যেটা প্রমাণ করে যে তিনি বিদেশে ছিলেন। পাসপোর্ট বা সেই প্রমাণপত্র নিয়ে তাঁকে যেতে হবে তাঁর থানা বা উপজেলা নির্বাচন কার্যালয়ে। সেখানে জাতীয় পরিচয়পত্র পাওয়া এবং ভোটার হওয়ার আবেদনপত্র পূরণ করতে হবে। সেখানে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করে আবেদনকারীকে ফরম ও আনুষঙ্গিক কাগজপত্র নিয়ে আসতে হবে জেলা নির্বাচন কার্যালয়ে। সেই দপ্তর থেকে সব কাগজপত্র ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে নির্বাচন
      কমিশন সচিবালয়ের অধীনে থাকা ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন এবং জাতীয় পরিচয়পত্র
      প্রদানে সহায়তা প্রদান প্রকল্পের দপ্তরে। তবে জেলা নির্বাচন কার্যালয়ে কাগজপত্রের সব প্রক্রিয়া শেষ
      করে আবেদনকারী সেগুলো হাতে হাতে নিয়ে আসতে পারেন প্রকল্পের কার্যালয়ে। এখানে আবেদনকারীর ছবি তোলা হবে, নেওয়া হবে হাতের ছাপ ও চোখের (আইরিশ) স্ক্যান। এসব কাজ সম্পন্ন হওয়ার পর আবেদনকারীকে প্রাপ্তি রসিদ দেওয়া হবে। তাতে আবেদনকারীকে ১৫ দিন পর আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশন ভবনের সপ্তম তলায় প্রকল্পের দপ্তর থেকে জাতীয়
      পরিচয়পত্র নিয়ে যাওয়ার জন্য বলা হবে। তখন অবশ্যই প্রাপ্তি রসিদ আবেদনকারীর সঙ্গে থাকতে হবে। নতুন জাতীয় পরিচয়পত্র পেতে হলেঃ
      বাংলাদেশে কারও বয়স ১৮ বছর হলেই কেবল তিনি ভোটার তালিকায় নাম ওঠাতে পারবেন। দেশের প্রতিটি উপজেলায় সার্ভার স্টেশন তৈরির প্রক্রিয়া চলছে। এসব স্টেশনে ভোটার তালিকা তৈরি ও বিতরণের কাজ করা হবে। এগুলোয় কার্যক্রম শুরু হলে যখন যার বয়স ১৮ বছর হবে, তখন তিনি ভোটার তালিকায় নাম ওঠাতে পারবেন। এখন ১৮ বছর পূর্ণ হওয়া মাত্রই জাতীয় পরিচয়পত্র তৈরির সুযোগ থাকছে তাদেরই,যাদের
      চিকিৎসা, পড়াশোনা বা কাজের জন্য বিদেশে যেতে হবে। এ জাতীয় কোনো প্রয়োজনীয়তার প্রমাণ দেখাতে হবে।
      যোগাযোগঃ
      ভোটার তালিকাসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে হলে যোগাযোগ করতে হবে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন এবং জাতীয় পরিচয়পত্র প্রদানে সহায়তা প্রদান প্রকল্পের আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশন ভবনের সপ্তম তলার কার্যালয়ে।

      ক্রোম ব্রাউজারে একটি সতর্কবার্তা

      "কোনো সাইট যদি অনাকাঙ্ক্ষিত সফটওয়্যার ডাউনলোড করতে বলে তবে ক্রোমে এ ধরনের বার্তা দেখাবে ক্রোম"
      ব্রাউজারে নতুন একটি সুবিধা যুক্ত করেছে গুগল,যাতে অনাকাঙ্ক্ষিত সফটওয়্যার ডাউনলোডের আগে ব্যবহারকারীকে বিশেষ সতর্কবার্তা দেখাবে।গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব ওয়েবসাইট ব্যবহারকারীকে অনাকাঙ্ক্ষিত সফটওয়্যার ডাউনলোডে উত্সাহী করে, সেই সাইটগুলো ব্রাউজ করলে ক্রোম ব্রাউজারে একটি সতর্কবার্তা পপ আপ আকারে দেখানো হবে।ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করতে লাল রঙের এই সতর্কবার্তায় ওই সাইটটি ক্ষতিকর বলে উল্লেখ করা হবে। বর্তমানে ক্রোম ব্যবহার করে যদি কোনো সাইট থেকে সফটওয়্যার ডাউনলোড হতে থাকে এ ধরনের পপ আপ বার্তা শুধু তখনই দেখানো হয়।
      গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্টারনেট ব্যবহারকারীকে সুরক্ষিত রাখতে তারা আরেক প্রস্থ নিরাপত্তা স্তর যুক্ত করছে। গুগলের সার্চ ইঞ্জিনে একটি ফ্রেমওয়ার্ক যুক্ত করা হয়েছে যাতে ছদ্মবেশী সাইটগুলো ধরতে পারবে এবং সার্চ ফলাফলে তাদের দেখানো হবে না।
      সাইবার নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে এই পরিবর্তন আনছে। এ ছাড়া গুগল সম্প্রতি ছদ্মবেশী বিজ্ঞাপন বা যেসব বিজ্ঞাপন অনাকাঙ্ক্ষিত সফটওয়্যার ডাউনলোডের সাইটে নিয়ে যায়, সেগুলো বন্ধ করে দিয়েছে।
      শুধু ক্রোম বা সার্চ ইঞ্জিনেই নয় গুগলের ব্লগিং প্ল্যাটফর্মকেও পরিষ্কার করার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।গুগল কর্তৃপক্ষ জানিয়েছে,ব্লগারে কোনো পর্নো ছবি বা ভিডিও দেখানো যাবে না।

      এবার ওজন কমাতেও সাহায্য করছে স্মার্টফোন


      ওজন কমাতে চান? স্মার্টফোন
      আছে? ব্যাস তাহলেই
      চিন্তা শেষ। এই সংক্রান্ত
      একাধিক স্মার্টফোন অ্যাপ এখন
      বাজারে ভর্তি। যে কোনও একটা ডাউনলোড
      করতে পারলেই কেল্লাফতে। এই অ্যাপগুলো লাগাতার
      মেসেজ করে ভিডিও পাঠিয়ে আপনাকে ডায়েট
      নিয়ন্ত্রণে সাহায্য করে। কী খাবেন আর কী খাবেন
      না সেই বিষয়ে বিস্তারিত পরামর্শ দেয়। নতুন এক
      গবেষণায় দেখা গেছে ওজন কমাতে এই অ্যাপসগুলো বেশ
      কার্যকরী ভূমিকা গ্রহণ করে।
      মার্কিন যুক্তরাষ্ট্রের টুলান ইউনিভার্সিটি অফ
      পাবলিক হেলথ ও ট্রপিকাল মেডিসিনের গবেষকদের
      মতে এই স্মার্টফোন অ্যাপগুলির
      সাহায্যে লক্ষ্যনীয়ভাবে ওজন কমে। এই
      অ্যাপগুলি থেকে আসা লাগাতার মেসেজ বা ভিডিও
      স্মার্টফোন ব্যবহারকারীদের খাদ্য তালিকায় পরিবর্তন
      আনতে বাধ্যকরে।
      এই ধরণের অ্যাপ ব্যবহারকারী ১,৩৩৭ জনের উপর র্যান্ডম
      সমীক্ষা চালিয়েছেন গবেষকরা। বেশিরভাগ ক্ষেত্রেই
      পসিটিভ ফলাফল মিলেছে।
      টানা ৬মাস বা ১ বছর এই ধরণের অ্যাপ ব্যবহার
      করলে দেখা গেছে গড়ে প্রায় প্রতিমাসে ১.৪৪
      কেজি ওজন কমেছে।

      Thursday, 26 February 2015

      National Identity Card Processing (PART:3)

      জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে, ভুল থাকলে অথবা নতুন পরিচয়পত্র করতে গেলে কি করবেন?

      ঠিকানা সংশোধনঃ
      জাতীয় পরিচয়পত্রে থাকা বর্তমান ঠিকানা ও ভোটার এলাকা বদল করার সুযোগ আছে। তবে সারা বছর সেই সুযোগ মেলে না। এটা শুধু ভোটার তালিকা হালনাগাদ করার সময় করা যাবে। বর্তমানে হালনাগাদ করার কাজটি করা হয় শুধু
      জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে। সারা বছর ভোটার
      এলাকা বদলের সুযোগ থাকে না কেন, জানতে চাইলে প্রকল্পের কমিউনিকেশন অফিসার দেবাশীষ কুণ্ডু বলেন, ‘আমাদের দেশে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, সিটি করপোরেশন
      ও জাতীয় সংসদ নির্বাচন ভিন্ন ভিন্ন সময়ে হয়। দেখা যায়, একই বছর একাধিক নির্বাচন হয়। একই বছরে কেউ যাতে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে না পারেন, তাই সারা বছর ভোটার এলাকা বদলের সুযোগ দেওয়া হয় না।’ হালনাগাদ করার সময় ভোটার এলাকা বদল করতে হলে নতুন ঠিকানার উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে দেওয়া ফরম-১৩ অথবা ফরম-১৪ পূরণ করে উপজেলা বা থানা নির্বাচন অফিসে আবেদন করতে হবে।
      তবে ঠিকানা পরিবর্তন না করে সংশোধন (বানান, বাড়ির নম্বর, সড়ক নম্বর ভুল থাকলে) করার সুযোগ ঢাকার প্রকল্প কার্যালয়ে রয়েছে।এ ছাড়া স্থায়ী ঠিকানা পরিবর্তন বা এর কোনো তথ্য সংশোধনেরও সুযোগ আছে। ঠিকানার ছোটখাটো ভুল সংশোধন বা স্থায়ী ঠিকানা পরিবর্তনের সুযোগ সারা বছরই থাকে। এ জন্য আবেদনপত্রের সঙ্গে প্রকল্প কার্যালয়ের নির্দিষ্ট কাউন্টারে জমা দিতে হবে পরিবারের কোনো সদস্যের পরিচয়পত্রের কপি, গ্যাস, বিদ্যুৎ,টেলিফোন বিলের যেকোনো একটির কপি বা কর দেওয়ার কপি। আরও জমা দিতে হবে চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়নপত্র। স্থায়ী ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে ওই ঠিকানায় নিজের নামে বা পিতা বা মাতার নামে থাকা জমি বা ফ্ল্যাটের দলিলের সত্যায়িত ফটোকপিও জমা দিতে হবে।

      রক্তের গ্রুপ সংশোধনঃ
      রক্তের গ্রুপ সংশোধন করতে হলে মেডিকেল প্রতিবেদন দাখিল করতে হবে।

      বিবিধ সংশোধনঃ
      জাতীয় পরিচয়পত্রে কোনো নামের আগে পদবি, উপাধি, খেতাব ইত্যাদি সংযুক্ত করা যাবে না।
      পিতা বা স্বামী বা মাতাকে মৃত উল্লেখ করতে চাইলে মৃত্যুর সনদ দাখিল করতে হবে। জীবিত
      পিতা বা স্বামী বা মাতাকে ভুলক্রমে মৃত হিসেবে উল্লেখ করার কারণে পরিচয়পত্র সংশোধন করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়পত্রের কপি দাখিল করতে হবে।

      হালনাগাদ কর্মসূচির পরিচয়পত্র সংশোধনঃ
      ২০০৯ সালে হালনাগাদ কর্মসূচির সময় যাদের নাম ভোটার তালিকায় যুক্ত হয়েছে, তাদের জাতীয় পরিচয়পত্রে কোনো ভুল থাকলে বা হারিয়ে গেলে তাদের ২০১০ সালের ডিসেম্বরের পর প্রকল্প কার্যালয়ে যোগাযোগ করতে হবে।

      পরিচয়পত্র হারিয়ে গেলেঃ
      পরিচয়পত্র হারিয়ে গেলে সংশ্লিষ্ট থানায় ভোটার নম্বর বা আইডি নম্বর উল্লেখ করে সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। এরপর জিডির মূল কপিসহ প্রকল্প কার্যালয় থেকে নেওয়া ছকের আবেদনপত্র নির্দিষ্ট কাউন্টারে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র নিতে হবে। প্রাপ্তি স্বীকারপত্রে উল্লেখ করা তারিখে ডুপ্লিকেট পরিচয়পত্র বিতরণ করা হয়।

      অবশেষে দাম কমতে যাচ্ছে ইন্টারনেটের

      বাড়বে গতি কমবে দাম ইন্টারনেটের -
      অবশেষে দাম কমতে যাচ্ছে ইন্টারনেটের। একই
      সঙ্গে গতিও বাড়বে অাগের চেয়ে কয়েকগুন।
      'দেশে ইন্টারনেটের দাম বেশি' - গ্রাহকদের এমন
      অভিযোগ দীর্ঘদিনের। এরই
      পরিপ্রেক্ষিতে সরকার ইন্টারনেটের দাম
      কমাতে উদ্যোগী হয়েছে ।দেশের ৭০টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অর্ধেক মূল্যে ব্যান্ডউইথ সরবরাহেরও উদ্যোগ নিয়েছে সরকার। এর ন্যূনতম গতি হবে ১ গিগা।অাগামী এপ্রিল মাসের মধ্যে বিশ্ববিদ্যালয় গুলোতে এ সেবা চালু করা হবে বলে জানা গেছে।এদিকে জাতীয় ব্রডব্যান্ড নীতিমালা-২০০৯ -এ ব্রডব্যান্ডের 'সংজ্ঞা' সংশোধনেরও উদ্যোগ নিয়েছে সরকার।জাতীয় ব্রডব্যান্ড নীতিমালা-২০০৯ -এ ব্রডব্যান্ডের সংজ্ঞায় বলা হয়েছিল যাহার ন্যূনতম গতি হবে ১২৮ কেবিপিএস। এর চেয়ে গতি কম হইলে তাকে বলা হইবে ন্যারোব্যান্ড ইন্টারনেট।যদিও ২০১৩ সালে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিঅারসির জারি করা এক নিদের্শনায় নতুন করে ব্রডব্যান্ডের সংজ্ঞা নির্ধারণ করা হয়।নতুন সংজ্ঞায় বলা হয়, 'যাহার ন্যূনতম ব্যান্ডউইথ ১ এমবিপিএস
      (মেগাবাইট পার সেকেন্ড) হইবে। ১ এমবিপিএস
      হইতে কম ব্যান্ডউইথকে ন্যারোব্যান্ড বলা হইবে।'
      ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহারকারীরা ২০১৩
      সালের মে মাসের ১ তারিখ থেকে এই গতি উপভোগ করছেন।

      বিটিআরসি একই বছরের এপ্রিলের ১ তারিখে এ
      বিষয়ে নির্দেশনা জারি করে।চলতি বছর অাবারও ব্রডব্যান্ডের সংজ্ঞায় পরিবর্তন অানা হচ্ছে। এবার ন্যূনতম ব্যান্ডউইথ ১ মেগার পরিবর্তে ৫ মেগা করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সংশ্লিষ্টদের ব্রডব্যান্ডের সংজ্ঞা পরিবর্তনের পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।
      প্রসঙ্গত, ২০০৭ সালে প্রতি মেগা ব্যান্ডউইডথের
      দাম ছিল ৭২ হাজার টাকা। একবারে ৪২ হাজার
      টাকা কমিয়ে করা হয় ৩০ হাজার টাকা। পরের বছর দাম নির্ধারিত হয় ১৮ হাজার টাকা।
      ২০০৯ সালে ৬ হাজার টাকা কমিয়ে করা হয় ১২
      হাজার টাকা। ২০১০ সালে দাম কমানো না হলেও এর পরের বছর ২ হাজার টাকা কমিয়ে করা হয় ১০ হাজার টাকা। এর পরে অারও দুই ধাপে দাম কমিয়ে করা হয় যথাক্রমে ৮ হাজার এবং ৪ হাজার ৮০০ টাকা। সর্বশেষ গত বছর সরকার প্রতি মেগা ব্যান্ডউইথের দাম নির্ধারণ করেছে ২ হাজার ৮০০ টাকা।
      জুনাইদ অাহমেদ পলক জানান, প্রধানমন্ত্রীর
      নির্দেশে একটি 'টেকনিক্যাল অডিট টিম' গঠন
      করা হয়েছে। ওই টিম পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে কেন গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের খরচ কমছে না।তারা প্রতিবেদন দিলেই এ বিষয়ে উদ্যোগী হবে সরকার। শিগগিরই ইন্টারনেট
      ব্যবহারকারীদের এ বিষয়ে সুখবর দিতে পারবেন
      বলে তিনি অাশাবাদ ব্যক্ত করেন।তবে বর্তমানের চেয়ে কত শতাংশ দাম কমতে পারে এ ব্যাপারে পরিষ্কার কোনও ধারণা পাওয়া যায়নি সংশ্লিষ্টদের
      কাছ থেকে।
      জানা গেছে, ব্যান্ডউইথ দেশে আনতে গেলে এর
      সঙ্গে কতগুলো উপাদান বা বিশেষ পক্ষ জড়িত
      থাকে। এর মধ্যে রয়েছে ইন্টারনেট ট্রানজিট (আইপি ক্লাউড),বিদেশি ডাটা সেন্টারের ভাড়া, দেশি-বিদেশি ব্যাকহল চার্জ,ল্যান্ডিং স্টেশন ভাড়া, কেন্দ্রীয় সার্ভারের পরিবহন খরচ,গেটওয়ে ভাড়া, আইএসপি প্রতিষ্ঠানের মুনাফা,এনটিটিএন
      প্রতিষ্ঠানের আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক ভাড়া,
      ইন্টারনেট যন্ত্রাংশের ওপর জাতীয় রাজস্ব বোর্ডের ধার্য করা ভ্যাট ও শুল্ক, বিটিআরসির রাজস্ব ভাগাভাগিসহ ১৬টি উপাদান বা পক্ষ। বিগত দিনগুলোতে কেবল ব্যান্ডউইথের দামই কমানো হয়েছে।এই ১৬টি পক্ষের প্রতি বিশেষ নজর দেওয়া হয়নি। এ কারণে ইন্টারনেটের দাম কমেনি। সংশ্লিষ্টরা বলেছেন, এসব পক্ষের সেবাচার্জ যদি কমানো না হয় তা হলে ব্যান্ডউইথ ফ্রি করে দিলেও ইন্টারনেটের দাম কমবে না।এদিকে দেশের মোট ইন্টারনেট ব্যবহারকারীর
      মধ্যে প্রায় ৯০ ভাগ মোবাইল ইন্টারনেট ব্যবহার করলেও এর দাম বেশ চড়া।বর্তমানে যে মূল্যে মোবাইল ইন্টারনেট বিক্রি হচ্ছে তার থেকে দাম কমাতে গেলে কেবল ব্যান্ডউইথের দাম কামলেই
      হবে না। এ ক্ষেত্রেও কয়েকটি পক্ষ রয়েছে। সে সব
      পক্ষকে বিবেচনায় এনে অানুপাতিক হারে খরচ
      কমানো হলেই) কেবল মোবাইল ইন্টারনেটের দাম
      কমবে বলে মনে করেন মোবাইলফোন অপারেটর
      গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেইন।
      ‌ নেটওয়ার্ক খরচ, স্পেক্ট্রামের মূল্য,
      যন্ত্রাংশ ও এর সেটঅাপ চার্জ
      এবং মোবাইলফোন সেটের দাম
      কমানো না হলে মোবাইল অপারেটরগুলোর
      পক্ষে ইন্টারনেটের দাম কমানো সম্ভব হবে না।
      সংশ্লিষ্টদের এ বিষয়গুলোর প্রতি সুদৃষ্টি দেওয়ার
      অাহবান জানান তিনি। যদিও মোবাইলফোন
      অপারেটরগুলো ২০০৪ সাল
      থেকে প্রতি কিলোবাইটের জন্য ২
      পয়সা করে চার্জ করেছে একটানা ৯ বছর।প্রযুক্তিপ্
      রেমীদের দীর্ঘদিনের অান্দোলন পরে ২০১৩
      সালের জুন মাসে মোবাইলফোন
      অপারেটরগুলো ইন্টারনেটের দাম কমায়।
      টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ
      সংস্থা বিটিআরসি মোবাইল ফোন
      অপারেটরগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক
      করে ইন্টারনেটের দাম কমায়। কিন্তু তারপরও
      মোবাইল ইন্টারনেটের এখন যা দাম তা-ও অনেক
      বেশি বলে মনে করেন এর ব্যবহারকারী,
      অান্দোলনকারী বিভিন্ন সংগঠনের সদস্যরা। এ
      প্রসঙ্গে অাইসিটি প্রতিমন্ত্রী বলেন, ব্যান্ডউইথ
      সরবারহকারী এবং ইন্টারনেট ব্যবহারকারীদের
      মাঝ খানে যারা সার্ভিস দিচ্ছেন তাদের
      ক্ষেত্রে কী কী ব্যবস্থা নেওয়া যায়, কী পদক্ষেপ
      নিলে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যবহার খরচ
      কমবে সে উপায় খুঁজে বের করা হবে। শিগগিরই
      ইন্টারনেট ব্যবহারকারীরা এ সুফল ভোগ করবেন
      বলে তিনি জানান।