Monday, 2 March 2015

The Popular "DX ing"


DX ing কী?
DX ing
কথাটি বিশ্বব্যাপী অতি পরিচিত
একটি শব্দ ৷ তারপরও অনেকে জানেন
না DX ing কী?
বেতার বা রেডিও হল
একটি শক্তিশালী গণমাধ্যম ৷
বিশ্বের প্রতিটি দেশই বিভিন্ন
ভাষায়✍ বিভিন্ন কম্পাংকে ( LW,
MW, SW, FM) বিভিন্ন ভাষায় অনুষ্ঠান
প্রচার করে থাকে ৷ আর এসব
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল রাষ্ট্রের
আইন কানুন, শিক্ষা, স্বাস্থ্য,
চিকিৎসা, সংবাদ, বিনোদন,
ইতিহাস, বিজ্ঞান -
ইত্যাদি সবচেয়ে কম
খরচে শ্রোতাদের
মাঝে পৌছে দেয়া ৷
শ্রোতারা এসব অনুষ্ঠান শুনেন আর
বেতার কেন্দ্রগুলোর আয়োজিত
বিভিন্ন কার্যক্রমে অংশ নেন ৷
এককথায় - বেতার শোনা ও বেতার
কেন্দ্রগুলোর কার্যক্রমে অংশ
নেয়াই হল DX ing.
DX ing আওতায় যেসব কাজ
পড়ে তা হল - অনুষ্ঠান শোনা,
অনুষ্ঠানে চিঠি লেখা, বিভিন্ন
বিষয় জানতে চাওয়া,
শুনতে চাওয়া, কুইজে অংশ নেয়া,
শ্রোতা সম্মেলনে অংশ নেয়া,
শ্রোতা ক্লাব গঠন ইত্যাদি ৷
আপনি ইচ্ছে করলেই পারেন এসব
কার্যক্রমে অংশ নিয়ে নিজের
জ্ঞান বাড়াতে , পুরষ্কার
জিততে সর্বপরি বিশ্বব্যাপী পরিচিত
হতে ৷
অনেকে এটা করেন শখের বশে ৷ সহজ
ও সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম
হিসেবে বেতারের সমকক্ষ আর
কোনটি নেই ৷ এর সুবিধা হল
সম্প্রচার খরচ কম আর
শ্রোতারা শুনতে পারেন খুব কম
খরচে ৷ বেতার শোনার সুবিধা হল
এর জন্য আলাদা সময় ব্যয় না করলেও
চলে ৷ অন্যান্য কাজের মাঝেই
এটা শোনা যায় ৷ বিশ্বের যে কোন
প্রান্ত থেকেই এটা শোনা যায়;
দরকার শুধু একটি ভাল মানের
রিসিভার ৷
বিশ্বের অনেক দেশ
বাংলা ভাষায় অনুষ্ঠান প্রচার
করে ৷ যেমন রেডিও তেহরান ,
রেডিও জাপান, রেডিও
ভেরিতাস এশিয়া, চীন
আন্তর্জাতিক বেতার, ভয়েস অব
আমেরিকা, বিবিসি, অল
ইন্ডিয়া রেডিও,
ডয়চেভেলে( বর্তমানে বন্ধ), আশার
বানী, রেডিও কুয়েত, বাংলাদেশ
বেতার, রেডিও রাশিয়া (বন্ধ)
ইত্যাদি ৷ আপনি শুধু অনুষ্ঠান
শোনা নয়; অংশ নিতে পারেন
সাক্ষাতকারে , পাঠাতে পারেন
আপনার লেখা প্রতিবেদন, ভয়েস
রেকর্ডিং ৷ কুইজে অংশ
নিয়ে জিততে পারেন বিদেশ
ভ্রমনের সুযোগ, পেতে পারেন
টি শার্ট, ক্যাপ, টেবিল ক্লথ, নগদ
টাকা, ওয়াল ম্যাট, চাবি রিং,
ব্যাগ, তোয়ালে, আইপড, রেডিও,
কলম, ডায়েরি, ঘড়ি, ক্যালকুলেটর,
বই সহ নানা পুরস্কার ৷
বাংলা ভাষা বাদেও অন্যান্য
ভাষার অনুষ্ঠানও শুনতে পারেন ৷
তাই বেতার [RADIO] শুনুন;
নিজেকে আবিষ্কার☀ করুন এক নতুন
জগতে ৷

No comments:

Monday, 2 March 2015

The Popular "DX ing"


DX ing কী?
DX ing
কথাটি বিশ্বব্যাপী অতি পরিচিত
একটি শব্দ ৷ তারপরও অনেকে জানেন
না DX ing কী?
বেতার বা রেডিও হল
একটি শক্তিশালী গণমাধ্যম ৷
বিশ্বের প্রতিটি দেশই বিভিন্ন
ভাষায়✍ বিভিন্ন কম্পাংকে ( LW,
MW, SW, FM) বিভিন্ন ভাষায় অনুষ্ঠান
প্রচার করে থাকে ৷ আর এসব
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল রাষ্ট্রের
আইন কানুন, শিক্ষা, স্বাস্থ্য,
চিকিৎসা, সংবাদ, বিনোদন,
ইতিহাস, বিজ্ঞান -
ইত্যাদি সবচেয়ে কম
খরচে শ্রোতাদের
মাঝে পৌছে দেয়া ৷
শ্রোতারা এসব অনুষ্ঠান শুনেন আর
বেতার কেন্দ্রগুলোর আয়োজিত
বিভিন্ন কার্যক্রমে অংশ নেন ৷
এককথায় - বেতার শোনা ও বেতার
কেন্দ্রগুলোর কার্যক্রমে অংশ
নেয়াই হল DX ing.
DX ing আওতায় যেসব কাজ
পড়ে তা হল - অনুষ্ঠান শোনা,
অনুষ্ঠানে চিঠি লেখা, বিভিন্ন
বিষয় জানতে চাওয়া,
শুনতে চাওয়া, কুইজে অংশ নেয়া,
শ্রোতা সম্মেলনে অংশ নেয়া,
শ্রোতা ক্লাব গঠন ইত্যাদি ৷
আপনি ইচ্ছে করলেই পারেন এসব
কার্যক্রমে অংশ নিয়ে নিজের
জ্ঞান বাড়াতে , পুরষ্কার
জিততে সর্বপরি বিশ্বব্যাপী পরিচিত
হতে ৷
অনেকে এটা করেন শখের বশে ৷ সহজ
ও সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম
হিসেবে বেতারের সমকক্ষ আর
কোনটি নেই ৷ এর সুবিধা হল
সম্প্রচার খরচ কম আর
শ্রোতারা শুনতে পারেন খুব কম
খরচে ৷ বেতার শোনার সুবিধা হল
এর জন্য আলাদা সময় ব্যয় না করলেও
চলে ৷ অন্যান্য কাজের মাঝেই
এটা শোনা যায় ৷ বিশ্বের যে কোন
প্রান্ত থেকেই এটা শোনা যায়;
দরকার শুধু একটি ভাল মানের
রিসিভার ৷
বিশ্বের অনেক দেশ
বাংলা ভাষায় অনুষ্ঠান প্রচার
করে ৷ যেমন রেডিও তেহরান ,
রেডিও জাপান, রেডিও
ভেরিতাস এশিয়া, চীন
আন্তর্জাতিক বেতার, ভয়েস অব
আমেরিকা, বিবিসি, অল
ইন্ডিয়া রেডিও,
ডয়চেভেলে( বর্তমানে বন্ধ), আশার
বানী, রেডিও কুয়েত, বাংলাদেশ
বেতার, রেডিও রাশিয়া (বন্ধ)
ইত্যাদি ৷ আপনি শুধু অনুষ্ঠান
শোনা নয়; অংশ নিতে পারেন
সাক্ষাতকারে , পাঠাতে পারেন
আপনার লেখা প্রতিবেদন, ভয়েস
রেকর্ডিং ৷ কুইজে অংশ
নিয়ে জিততে পারেন বিদেশ
ভ্রমনের সুযোগ, পেতে পারেন
টি শার্ট, ক্যাপ, টেবিল ক্লথ, নগদ
টাকা, ওয়াল ম্যাট, চাবি রিং,
ব্যাগ, তোয়ালে, আইপড, রেডিও,
কলম, ডায়েরি, ঘড়ি, ক্যালকুলেটর,
বই সহ নানা পুরস্কার ৷
বাংলা ভাষা বাদেও অন্যান্য
ভাষার অনুষ্ঠানও শুনতে পারেন ৷
তাই বেতার [RADIO] শুনুন;
নিজেকে আবিষ্কার☀ করুন এক নতুন
জগতে ৷

No comments: