Friday, 11 September 2015

চলুন দেশটাকে পরিস্কার করি (সিলেট অভিযান)

# স্থান ও তারিখঃসিলেট ১২সেপ্টেম্বের
# নিবন্ধন : https://docs.google.com/forms/d/1hwq1Nw-rpJl1UJalCqdx3uJFfhfZIflTK1qRdjEX0j4/viewform
***(অংশগ্রহণকারী সকলকে টি-শার্ট সহ পরিচ্ছন্নতা সংশ্লিষ্ট
অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদি বিতরণ করা হবে)
আমরা কে না চাই আমার ঘরটা পরিষ্কার থাক, আমার বাসাটা
পরিষ্কার থাক, আমার এলাকাটা পরিষ্কার থাক, আমার দেশটা
পরিষ্কার থাক? আমরা সবাই চাই একটি পরিষ্কার পরিচ্ছন্ন
পরিবেশে বাঁচতে । কিন্তু শহরায়ন এবং নগরায়নের যুগে এসে
আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে দূরে সরে যাচ্ছি । ক্ষতিটা
আমাদেরই । আমরা নিজেদের দেশকে সুজলা সুফলা শস্যশামলা
বলে গর্ব করলেও, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে আমাদের
অবস্থান অনেক পিছিয়ে ।
শুধু প্রশাসনের দোষ দিয়ে আর কতদিন, আসুন না আমরাই উদ্যোগ
নেই, আসুন না আমরাই একটি সামজিক আন্দোলন গড়ে তুলি-
দেশটাকে পরিষ্কার করার । মনে রাখবেন একটি পরিচ্ছন্ন দেশ
একটি পরিচ্ছন্ন জাতিস্বত্বার পরিচায়ক ।
এরই পরিপ্রেক্ষিতে ‘ পরিবর্তন চাই ’ নামক একটি সামাজিক
স্বেচ্ছাসেবামূলক সংগঠন দেশটাকে পরিষ্কার করার আন্দোলনে
নেমেছে । এই সংগঠনের লক্ষ্য এক এক করে পুরো বাংলাদেশে
পরিচ্ছন্নতার এই আন্দোলন ছড়িয়ে দেয়া । এরই ধারাবাহিকতায়
‘পরিবর্তন চাই’ আসছে আপনাদের-আমাদের সিলেটে। আপনি
চাইলেই এই প্রচেষ্টার গর্বিত অংশ হতে পারেন ।
দেশটাকে পরিষ্কার করি - সিলেট অভিযানের নিবন্ধন ফর্মের
লিংক : https://docs.google.com/forms/d/1hwq1Nw-rpJl1UJalCqdx3uJFfhfZIflTK1qRdjEX0j4/viewform

"পরিবর্তন চাই"- এর উল্লেখযোগ্য কার্যক্রমগুলো সম্পর্কে
জানতে-
http://goo.gl/NdZpBp
নিবন্ধন সীমিত, তাই দ্রুত নিবন্ধন করে আপনার অবস্থান
নিশ্চিত করুন । আশা করি নিজ দায়িত্ববোধ থেকেই সবাই এই
অভিযানে অংশ নেবেন। সিলেটের সকল শ্রেণীর মানুষের
স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি ।

No comments:

Friday, 11 September 2015

চলুন দেশটাকে পরিস্কার করি (সিলেট অভিযান)

# স্থান ও তারিখঃসিলেট ১২সেপ্টেম্বের
# নিবন্ধন : https://docs.google.com/forms/d/1hwq1Nw-rpJl1UJalCqdx3uJFfhfZIflTK1qRdjEX0j4/viewform
***(অংশগ্রহণকারী সকলকে টি-শার্ট সহ পরিচ্ছন্নতা সংশ্লিষ্ট
অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদি বিতরণ করা হবে)
আমরা কে না চাই আমার ঘরটা পরিষ্কার থাক, আমার বাসাটা
পরিষ্কার থাক, আমার এলাকাটা পরিষ্কার থাক, আমার দেশটা
পরিষ্কার থাক? আমরা সবাই চাই একটি পরিষ্কার পরিচ্ছন্ন
পরিবেশে বাঁচতে । কিন্তু শহরায়ন এবং নগরায়নের যুগে এসে
আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে দূরে সরে যাচ্ছি । ক্ষতিটা
আমাদেরই । আমরা নিজেদের দেশকে সুজলা সুফলা শস্যশামলা
বলে গর্ব করলেও, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে আমাদের
অবস্থান অনেক পিছিয়ে ।
শুধু প্রশাসনের দোষ দিয়ে আর কতদিন, আসুন না আমরাই উদ্যোগ
নেই, আসুন না আমরাই একটি সামজিক আন্দোলন গড়ে তুলি-
দেশটাকে পরিষ্কার করার । মনে রাখবেন একটি পরিচ্ছন্ন দেশ
একটি পরিচ্ছন্ন জাতিস্বত্বার পরিচায়ক ।
এরই পরিপ্রেক্ষিতে ‘ পরিবর্তন চাই ’ নামক একটি সামাজিক
স্বেচ্ছাসেবামূলক সংগঠন দেশটাকে পরিষ্কার করার আন্দোলনে
নেমেছে । এই সংগঠনের লক্ষ্য এক এক করে পুরো বাংলাদেশে
পরিচ্ছন্নতার এই আন্দোলন ছড়িয়ে দেয়া । এরই ধারাবাহিকতায়
‘পরিবর্তন চাই’ আসছে আপনাদের-আমাদের সিলেটে। আপনি
চাইলেই এই প্রচেষ্টার গর্বিত অংশ হতে পারেন ।
দেশটাকে পরিষ্কার করি - সিলেট অভিযানের নিবন্ধন ফর্মের
লিংক : https://docs.google.com/forms/d/1hwq1Nw-rpJl1UJalCqdx3uJFfhfZIflTK1qRdjEX0j4/viewform

"পরিবর্তন চাই"- এর উল্লেখযোগ্য কার্যক্রমগুলো সম্পর্কে
জানতে-
http://goo.gl/NdZpBp
নিবন্ধন সীমিত, তাই দ্রুত নিবন্ধন করে আপনার অবস্থান
নিশ্চিত করুন । আশা করি নিজ দায়িত্ববোধ থেকেই সবাই এই
অভিযানে অংশ নেবেন। সিলেটের সকল শ্রেণীর মানুষের
স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি ।

No comments: