Friday, 11 September 2015

সাবধান হোন মটর সাইকেল দুর্ঘটনার হাত থেকে

একটি দুর্ঘটনা হতে পারে সারাজীবনের কান্না
বন্ধুরা মিলে বাইকে চড়ে বিকেলে
বেড়িয়েছিল। রাস্তা ফাঁকা পেয়ে হঠাৎ
তিনজনের মাথায় রেসের ভুত চাপে। প্রিয়
বন্ধুকে পিছনে ফেলতেই আচমকা রডবাহী
একটি গাড়ি তার সামনে। ব্রেক কষে ছিল
ঠিকই কিন্তু ততক্ষণে রড গুলো তার পেটে
ঢুকে গেছে।
বাংলাদেশের পাড়া মহল্লাতেও প্রায়
এধরনের দৃশ্য দেখা যায়। যারা মটরসাইকেল
নিয়ে স্কুল কলেজের অলিতে গলিতে,
সিনেমার হিরো সেজে রকেট গতিতে ছুটে
চলে। সে সব ছেলেদের যদি একটু বোধ
জাগ্রত হয় তাহলেই এই পোস্টের সার্থকতা।
(পাকিস্তানের এক বন্ধু তার শহরে ঘটে
যাওয়া খবরটা শেয়ার করেছেন)

No comments:

Friday, 11 September 2015

সাবধান হোন মটর সাইকেল দুর্ঘটনার হাত থেকে

একটি দুর্ঘটনা হতে পারে সারাজীবনের কান্না
বন্ধুরা মিলে বাইকে চড়ে বিকেলে
বেড়িয়েছিল। রাস্তা ফাঁকা পেয়ে হঠাৎ
তিনজনের মাথায় রেসের ভুত চাপে। প্রিয়
বন্ধুকে পিছনে ফেলতেই আচমকা রডবাহী
একটি গাড়ি তার সামনে। ব্রেক কষে ছিল
ঠিকই কিন্তু ততক্ষণে রড গুলো তার পেটে
ঢুকে গেছে।
বাংলাদেশের পাড়া মহল্লাতেও প্রায়
এধরনের দৃশ্য দেখা যায়। যারা মটরসাইকেল
নিয়ে স্কুল কলেজের অলিতে গলিতে,
সিনেমার হিরো সেজে রকেট গতিতে ছুটে
চলে। সে সব ছেলেদের যদি একটু বোধ
জাগ্রত হয় তাহলেই এই পোস্টের সার্থকতা।
(পাকিস্তানের এক বন্ধু তার শহরে ঘটে
যাওয়া খবরটা শেয়ার করেছেন)

No comments: