জন্মের পরেই পেয়েছি তোমারে,
শুনিয়া মায়ে র মুখের ধ্বনিরে।
তুমি আমার মায়ের ভাষা,
তাই তুমি ছাড়া মিটে কি আশা।
জেনেছি তোমারও আছে লেখার বর্ণ,
যাহার নাম 'নাগরি' বর্ণ।
শুনে তোমারই নাগরি বর্ণ,
জোড়ায় আমার কর্ণ।
তুমি ত দিযেছ মা মধুর সেই ভাষা,
তাই ছিলটি মোর মাতৃভাষা।
তোমারে করিতে স্বাধীন,
তোমার দামাল ছেলেরা হবে প্রাণহীন।
তাই আজ আমরাও ঐক্যবদ্ধ,
তোমরা সকলে হও বোধগম্য।
দাবী মোদের নাগরির স্বীকৃতি,
আনব ছিনিয়ে এটা হবে মোদের কীর্তি।
যার ফলে পাব মোরা স্বাধীন নাগরি,
তাই আজ এসো সবাই প্রতিজ্ঞা করি।
যদি যায় এই প্রাণ,
হবো না ক মোরা ম্লান।
রব চির দৃঢ় প্রতিজ্ঞ,
যাতে নাগরিতে থাকেনা কেউ অজ্ঞ।।©আর জে হৃদয়
Friday, 6 May 2016
মাতৃভাষা
Labels:
কবিতা
Subscribe to:
Post Comments (Atom)
Friday, 6 May 2016
মাতৃভাষা
জন্মের পরেই পেয়েছি তোমারে,
শুনিয়া মায়ে র মুখের ধ্বনিরে।
তুমি আমার মায়ের ভাষা,
তাই তুমি ছাড়া মিটে কি আশা।
জেনেছি তোমারও আছে লেখার বর্ণ,
যাহার নাম 'নাগরি' বর্ণ।
শুনে তোমারই নাগরি বর্ণ,
জোড়ায় আমার কর্ণ।
তুমি ত দিযেছ মা মধুর সেই ভাষা,
তাই ছিলটি মোর মাতৃভাষা।
তোমারে করিতে স্বাধীন,
তোমার দামাল ছেলেরা হবে প্রাণহীন।
তাই আজ আমরাও ঐক্যবদ্ধ,
তোমরা সকলে হও বোধগম্য।
দাবী মোদের নাগরির স্বীকৃতি,
আনব ছিনিয়ে এটা হবে মোদের কীর্তি।
যার ফলে পাব মোরা স্বাধীন নাগরি,
তাই আজ এসো সবাই প্রতিজ্ঞা করি।
যদি যায় এই প্রাণ,
হবো না ক মোরা ম্লান।
রব চির দৃঢ় প্রতিজ্ঞ,
যাতে নাগরিতে থাকেনা কেউ অজ্ঞ।।©আর জে হৃদয়
Labels:
কবিতা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment