Tuesday 13 October 2015

স্নাতক শ্রেনিতে মেধাতালিকা নির্ধারণ প্রক্রিয়া

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ১ অক্টোবর।তাই অনেকে স্নাতক শ্রেণিতে মেধাতালিকা_নির্ধারণ_প্রক্রিয়া সম্পর্কে জানতে অতি আগ্রহী হয়ে আছেন ।তাহলে আর দেরি কেন? জেনে নেই জটপট।সেসন জট কমানোসহ নানা প্রক্রিয়ার অংশ হিসেবে এ বছর এগিয়ে আনা হয়েছে ভর্তি প্রক্রিয়া। কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এ বছর জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ছাড়াই শিক্ষার্থী ভর্তি করানো হবে। আর মেধাক্রম
নির্ধারণের সময় বিবেচনা করা হবে আবেদনকরীর এসএসসি, এইচএসসির ফলাফল ও বয়স।
ধাপ-১ (জিপিএ–এর ভিত্তিতে): এসএসসিতে প্রাপ্ত জিপিএ’র ৪০ শতাংশ আর এইচএসসিতে প্রাপ্ত জিপিএ’র ৬০ শতাংশকে যোগ করে মোট পয়েন্ট অনুযায়ী মেধাক্রম নির্ধরাণ করা হবে। উদাহরণ: শাহিনের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৫ রয়েছে। আবার মাহিম এসএসসিতে জিপিএ ৫ আর এইচএসসিতে জিপিএ ৪.৮ পেয়েছে। এখানে শাহিন মাহিমের চেয়ে এগিয়ে। তাই শাহিনের মেধাক্রম হবে ১।
ধাপ-২ (মোট প্রাপ্ত নম্বর অনুযায়ী): দুইজন প্রার্থিরএসএসসি ও এইচএসসির যদিজিপিএ মিলে যায় তাহলে তাঁদেরমোট নম্বর হিসেব করে মেধাতালিকানির্ধারণ করা হবে। এখানে জিপিএরপাশাপাশি এসএসসিতে প্রাপ্তনম্বরের ৪০ শতাংশ আরএইচএসসিতে প্রাপ্ত নম্বরের ৬০শতাংশকে যোগ করে মোট পয়েন্টঅনুযায়ী মেধাক্রম নির্ধরাণ করাহবে।উদাহরণ: শাহিন ও মাহিমেরদুজনেরই এসএসসি ও এইচএসসিপরীক্ষায় জিপিএ ৫ রয়েছে। তবেশাহিন এসএসসি পরীক্ষায় পেয়েছে৮২০ ও এইচএসসি পরীক্ষায় পেয়ে৮১০। আর মাহিম পেয়েছেএসএসসিতে ৮২০ আর এইচএসসিতে৮৬০। তাহলে শহিনের চেয়ে মাহিমএগিয়ে যাবে।ধাপ-৩ (বয়স হিসেব করে): দুইজনপ্রার্থির যদি এসএসসি ওএইচএসসি জিপিএ, এসএসসি ওএইচএসসিতে প্রাপ্ত নম্বর একহয়। সেক্ষেত্রে তাদের মেধাক্রমনির্ধারণ করা হবে বয়স বিবেচনাকরে।উদাহরণ: শাহিন ও মাহিমেরদুজনেরই এসএসসি ও এইচএসসিপরীক্ষায় জিপিএ ৫ রয়েছে। শুধু তাইনয়, শাহিন ও মাহিম এসএসসিপরীক্ষায় পেয়েছে ৮২০ ওএইচএসসি পরীক্ষায় পেয়েছে ৮১০নম্বর। কিন্তু শাহিনের বয়স ১৮ বছরআর মাহিমের বয়স ১৮ বছর ২ মাস। তাহলে দেখা যাচ্ছে মাহিমের চেয়েশাহিন ছোট তাই সে মেধাক্রমেপ্রথম হবে।পয়েন্ট হিসাব–জিপিএ: (এসএসসি জিপিএ৫×৪০÷১০০= ২) + (এইচএসসি৫×৬০÷১০০= ৩)= ২+৩ = ৫ পয়েন্ট।(এসএসসি জিপিএ ৫×৪০÷১০০= ২)+ (এইচএসসি ৪.৮×৬০÷১০০= ২.৮৮)= ২+২.৮৮ = ৪.৮৮ পয়েন্ট।
নম্বর: (এসএসসি নম্বর৮২০×৪০÷১০০= ৩২৮) + (এইচএসসি৮১০×৬০÷১০০= ৪৮৬)= ৩২৮+৪৮৬ =৮১৪ পয়েন্ট।(এসএসসি নম্বর ৮২০×৪০÷১০০=
৩২৮) + (এইচএসসি ৮৬০×৬০÷১০০= ৫১৬)= ৩২৮+৫১৬ = ৮৪৪ পয়েন্ট।
শেয়ার করে সবাইকে  জানার সুযোগ দিন।।

No comments:

Tuesday 13 October 2015

স্নাতক শ্রেনিতে মেধাতালিকা নির্ধারণ প্রক্রিয়া

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ১ অক্টোবর।তাই অনেকে স্নাতক শ্রেণিতে মেধাতালিকা_নির্ধারণ_প্রক্রিয়া সম্পর্কে জানতে অতি আগ্রহী হয়ে আছেন ।তাহলে আর দেরি কেন? জেনে নেই জটপট।সেসন জট কমানোসহ নানা প্রক্রিয়ার অংশ হিসেবে এ বছর এগিয়ে আনা হয়েছে ভর্তি প্রক্রিয়া। কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এ বছর জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ছাড়াই শিক্ষার্থী ভর্তি করানো হবে। আর মেধাক্রম
নির্ধারণের সময় বিবেচনা করা হবে আবেদনকরীর এসএসসি, এইচএসসির ফলাফল ও বয়স।
ধাপ-১ (জিপিএ–এর ভিত্তিতে): এসএসসিতে প্রাপ্ত জিপিএ’র ৪০ শতাংশ আর এইচএসসিতে প্রাপ্ত জিপিএ’র ৬০ শতাংশকে যোগ করে মোট পয়েন্ট অনুযায়ী মেধাক্রম নির্ধরাণ করা হবে। উদাহরণ: শাহিনের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৫ রয়েছে। আবার মাহিম এসএসসিতে জিপিএ ৫ আর এইচএসসিতে জিপিএ ৪.৮ পেয়েছে। এখানে শাহিন মাহিমের চেয়ে এগিয়ে। তাই শাহিনের মেধাক্রম হবে ১।
ধাপ-২ (মোট প্রাপ্ত নম্বর অনুযায়ী): দুইজন প্রার্থিরএসএসসি ও এইচএসসির যদিজিপিএ মিলে যায় তাহলে তাঁদেরমোট নম্বর হিসেব করে মেধাতালিকানির্ধারণ করা হবে। এখানে জিপিএরপাশাপাশি এসএসসিতে প্রাপ্তনম্বরের ৪০ শতাংশ আরএইচএসসিতে প্রাপ্ত নম্বরের ৬০শতাংশকে যোগ করে মোট পয়েন্টঅনুযায়ী মেধাক্রম নির্ধরাণ করাহবে।উদাহরণ: শাহিন ও মাহিমেরদুজনেরই এসএসসি ও এইচএসসিপরীক্ষায় জিপিএ ৫ রয়েছে। তবেশাহিন এসএসসি পরীক্ষায় পেয়েছে৮২০ ও এইচএসসি পরীক্ষায় পেয়ে৮১০। আর মাহিম পেয়েছেএসএসসিতে ৮২০ আর এইচএসসিতে৮৬০। তাহলে শহিনের চেয়ে মাহিমএগিয়ে যাবে।ধাপ-৩ (বয়স হিসেব করে): দুইজনপ্রার্থির যদি এসএসসি ওএইচএসসি জিপিএ, এসএসসি ওএইচএসসিতে প্রাপ্ত নম্বর একহয়। সেক্ষেত্রে তাদের মেধাক্রমনির্ধারণ করা হবে বয়স বিবেচনাকরে।উদাহরণ: শাহিন ও মাহিমেরদুজনেরই এসএসসি ও এইচএসসিপরীক্ষায় জিপিএ ৫ রয়েছে। শুধু তাইনয়, শাহিন ও মাহিম এসএসসিপরীক্ষায় পেয়েছে ৮২০ ওএইচএসসি পরীক্ষায় পেয়েছে ৮১০নম্বর। কিন্তু শাহিনের বয়স ১৮ বছরআর মাহিমের বয়স ১৮ বছর ২ মাস। তাহলে দেখা যাচ্ছে মাহিমের চেয়েশাহিন ছোট তাই সে মেধাক্রমেপ্রথম হবে।পয়েন্ট হিসাব–জিপিএ: (এসএসসি জিপিএ৫×৪০÷১০০= ২) + (এইচএসসি৫×৬০÷১০০= ৩)= ২+৩ = ৫ পয়েন্ট।(এসএসসি জিপিএ ৫×৪০÷১০০= ২)+ (এইচএসসি ৪.৮×৬০÷১০০= ২.৮৮)= ২+২.৮৮ = ৪.৮৮ পয়েন্ট।
নম্বর: (এসএসসি নম্বর৮২০×৪০÷১০০= ৩২৮) + (এইচএসসি৮১০×৬০÷১০০= ৪৮৬)= ৩২৮+৪৮৬ =৮১৪ পয়েন্ট।(এসএসসি নম্বর ৮২০×৪০÷১০০=
৩২৮) + (এইচএসসি ৮৬০×৬০÷১০০= ৫১৬)= ৩২৮+৫১৬ = ৮৪৪ পয়েন্ট।
শেয়ার করে সবাইকে  জানার সুযোগ দিন।।

No comments: