জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ স্নাতক প্রথমবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয় ১ অক্টোবর বৃহস্পতিবার থেকে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবার ভর্তি করা হবে। ভর্তি প্রক্রিয়া বৃহস্পতিবার থেকে শুরু হয়ে চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। ভর্তির আবেদন ফি ২৫০ টাকা। ভর্তি নির্দেশিকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd অথবা www.nubd.info) এ দেয়া আছে।
কলেজে ভর্তি আবেদন ফরম জমা দিতে যা যা লাগবে:→
১. রেজিস্ট্রেশন কার্ড+ এডমিট কার্ড এর ফটো - কপি (attested)
২. মার্কশীট এর ফটো-কপি।
৩. ভর্তি ফর্ম + ২৫০ টাকা
তবে কিছু কলেজ attested ছাড়াই ফর্ম (FORM) নিচ্ছে ।
জাতীয় বিশ্ববিদ্যালয় এর অনার্স (১৫-১৬) ভর্তি ফর্ম বাতিল করবেন যেভাবে:
১. আগে আপনি আপনার Applicant ID লগইন করুন। সঠিক ভাবে Application Roll No. এবং Pin Number দিন
২. আবেদনকারীকে Form cancel/photo change option এ যেতে হবে। সেখানে Click the Generate Security তে প্রেস করতে হবে।
৩. এরপর আবেদনকারীর মোবাইল নম্বর এ OTP(One time password) মেসেজ আকারে আসবে। ঐটা ব্যবহার করে আবেদন ফর্ম নতুন করে পূরণ করতে পারবে। এবং আগের ফর্ম বাতিল হয়ে যাবে।
বিঃদ্রঃ ভর্তি আবেদন আপনি শুধুমাত্র একবারই বাতিল করতে পারবেন,সুতরাং যা করবেন একটু ভেবে চিন্তে করবেন।
কলেজে ভর্তি আবেদন ফরম জমা দিতে যা যা লাগবে:→
১. রেজিস্ট্রেশন কার্ড+ এডমিট কার্ড এর ফটো - কপি (attested)
২. মার্কশীট এর ফটো-কপি।
৩. ভর্তি ফর্ম + ২৫০ টাকা
তবে কিছু কলেজ attested ছাড়াই ফর্ম (FORM) নিচ্ছে ।
জাতীয় বিশ্ববিদ্যালয় এর অনার্স (১৫-১৬) ভর্তি ফর্ম বাতিল করবেন যেভাবে:
১. আগে আপনি আপনার Applicant ID লগইন করুন। সঠিক ভাবে Application Roll No. এবং Pin Number দিন
২. আবেদনকারীকে Form cancel/photo change option এ যেতে হবে। সেখানে Click the Generate Security তে প্রেস করতে হবে।
৩. এরপর আবেদনকারীর মোবাইল নম্বর এ OTP(One time password) মেসেজ আকারে আসবে। ঐটা ব্যবহার করে আবেদন ফর্ম নতুন করে পূরণ করতে পারবে। এবং আগের ফর্ম বাতিল হয়ে যাবে।
বিঃদ্রঃ ভর্তি আবেদন আপনি শুধুমাত্র একবারই বাতিল করতে পারবেন,সুতরাং যা করবেন একটু ভেবে চিন্তে করবেন।
No comments:
Post a Comment