<<লেখা আহ্বান>>
সিলেটি নাগরি বর্ণমালায় লিখিত ছিলটি ভাষার
ইতিহাসের প্রথম পত্রিকা 'ছিলটি খবর' অচিরেই
প্রকাশ হতে যাচ্ছে। সিলেটি আঞ্চলিক ভাষায়
আপনার স্বরচিত ছড়া, কবিতা, ছোটগল্প, প্রবন্ধ,
সিলেটি ভাষা ও নাগরি বর্ণমালা বিষয়ে অভিমত
পাঠান।
'ছিলটি খবর' পত্রিকাটি ইতিহাস গড়তে যাচ্ছে।
আপনিও সেই ইতিহাসে নাম লেখান।
লেখা পাঠানোর নিয়মঃ
* সিলেটি আঞ্চলিক ভাষায় লিখতে হবে।
* সিলেটি নাগরি বর্ণমালায় কম্পিউটার ফন্টে
টাইপ কিংবা হাতে লিখে পাঠাতে হবে।
* A4 সাইজ পেপারে লিখে JPEG (ইমেজ/ছবি)
ফরম্যাটে পাঠাতে হবে।
* সর্বোচ্চ ৩০০ শব্দের লেখা পাঠানো যাবে।
বিস্তারিত জানতে বা লেখা পাঠাতে ফেসবুক
ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করুনঃ
নজরুল ইসলাম, কেন্দ্রীয় উপদেষ্টা, ০০৪৪০৭৯৫১০৬০১২৬
আহমেদ হাসান, মৌলভীবাজার উপজেলা সমন্বয়ক,
০১৭২২-৯৯০১০৫
সিলেটি নাগরি বর্ণমালায় লিখিত ছিলটি ভাষার
ইতিহাসের প্রথম পত্রিকা 'ছিলটি খবর' অচিরেই
প্রকাশ হতে যাচ্ছে। সিলেটি আঞ্চলিক ভাষায়
আপনার স্বরচিত ছড়া, কবিতা, ছোটগল্প, প্রবন্ধ,
সিলেটি ভাষা ও নাগরি বর্ণমালা বিষয়ে অভিমত
পাঠান।
'ছিলটি খবর' পত্রিকাটি ইতিহাস গড়তে যাচ্ছে।
আপনিও সেই ইতিহাসে নাম লেখান।
লেখা পাঠানোর নিয়মঃ
* সিলেটি আঞ্চলিক ভাষায় লিখতে হবে।
* সিলেটি নাগরি বর্ণমালায় কম্পিউটার ফন্টে
টাইপ কিংবা হাতে লিখে পাঠাতে হবে।
* A4 সাইজ পেপারে লিখে JPEG (ইমেজ/ছবি)
ফরম্যাটে পাঠাতে হবে।
* সর্বোচ্চ ৩০০ শব্দের লেখা পাঠানো যাবে।
বিস্তারিত জানতে বা লেখা পাঠাতে ফেসবুক
ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করুনঃ
নজরুল ইসলাম, কেন্দ্রীয় উপদেষ্টা, ০০৪৪০৭৯৫১০৬০১২৬
আহমেদ হাসান, মৌলভীবাজার উপজেলা সমন্বয়ক,
০১৭২২-৯৯০১০৫
No comments:
Post a Comment