Friday, 26 June 2015

ফাইভার মার্কেটপ্লেসে কাজ পাবেন ১০০%

Fiverr এ ভিডিও যুক্ত করার গুরুত্ব এবং নিয়ম
যারা ফাইভার মার্কেটপ্লেসে কাজ করার চেষ্টা
করছেন, তাদের জন্য বলছি, গিগে অবশ্যই ভিডিও
যুক্ত করেন, তাহলে কাজ পেয়ে যাবেন। পরিচিত
একজনকে দেখলাম, শুধুমাত্র গিগে ভিডিও যুক্ত
থাকার কারনে, তার ইমেজ রিটাচ সম্পর্কিত গিগে
মাত্র ৪৬টা ক্লিক পড়ার পরেও পেয়েছে ৯টা
অর্ডার।
গত বছরের পরিসংখ্যান অনুযায়ী, Fiverr ব্লগ থেকে
জানা গেল যে, যেসকল গিগে ভিডিও ছিল তাদের
সেল অনেক বেড়েছে। শুধু তাই নয় যে সকল সেলারের
ভিডিওতে নিজেরাই নিজেদের কাজ উপস্থাপন
করেছেন তাদের সেল বেড়েছে ৯৬% আর যাদের
ভিডিও ইফেক্ট, এনিমেশন, লেখা, ষ্টীল ছবি,
ইত্যাদির মাধ্যমে প্রকাশ করেছেন তাদের সেল
বেড়েছে ৮৪%। মিউজিক এবং অডিও ক্যাটাগরিতে
যাদের ভিডিও ছিল তাদের সেল বেড়েছে
অবিশ্বাস্য ভাবে ৪১৮%। সুতরাং গিগে ভিডিওর
গুরুত্বটা পরিস্কার বুঝা যাচ্ছে, আশা করি।
এখন ভিডিওর ব্যাপারে Fiverr এর কিছু নিয়ম বলি
১। ভিডিও অবশ্যই ১ মিনিট বা তার কম হতে হবে
২। "Exclusively on Fiverr" এই কথাটা অবশ্যই গিগে
থাকতে হবে। সেটা লিখে, মুখে বলে, বা ছবির
মাধ্যমে যে ভাবে হোক।
৩। পর পর তিনবার ভিডিও রিজেক্ট হলে আর কখনই
গিগে ভিডিও যুক্ত করতে পারবেন না । কাজেই
সাবধান। উপরোক্ত ১,২ করণেই সাধারণত ভিডিও
রিজেক্ট হয়।
৪। ভিডিও অবশ্যই গিগের উপর ভিত্তি করে হতে
হবে।
৫। একই ভিডিও একধিক গিগে যুক্ত করতে পারবেন।
৬। ভিডিও যুক্ত করার সাধারণত ২৪ ঘণ্টার মধ্যেই
গিগে শো করে।
৭। ভিডিও পাবলিশ হবার পর যতবার খুশি ভিডিও
পরিবর্তন করতে পারবেন। Thumbnail ও ইচ্ছেমত
পরিবর্তন করতে পারবেন।

ফাইভারে ৫ডলারের কাজ দেখে কেউ অবজ্ঞা করলে
ভুল করবেন, কারন এখানে ৫ডলার না, সবাই ৩০০-৪০০
ডলার দিয়েও কাজ করছে।

No comments:

Friday, 26 June 2015

ফাইভার মার্কেটপ্লেসে কাজ পাবেন ১০০%

Fiverr এ ভিডিও যুক্ত করার গুরুত্ব এবং নিয়ম
যারা ফাইভার মার্কেটপ্লেসে কাজ করার চেষ্টা
করছেন, তাদের জন্য বলছি, গিগে অবশ্যই ভিডিও
যুক্ত করেন, তাহলে কাজ পেয়ে যাবেন। পরিচিত
একজনকে দেখলাম, শুধুমাত্র গিগে ভিডিও যুক্ত
থাকার কারনে, তার ইমেজ রিটাচ সম্পর্কিত গিগে
মাত্র ৪৬টা ক্লিক পড়ার পরেও পেয়েছে ৯টা
অর্ডার।
গত বছরের পরিসংখ্যান অনুযায়ী, Fiverr ব্লগ থেকে
জানা গেল যে, যেসকল গিগে ভিডিও ছিল তাদের
সেল অনেক বেড়েছে। শুধু তাই নয় যে সকল সেলারের
ভিডিওতে নিজেরাই নিজেদের কাজ উপস্থাপন
করেছেন তাদের সেল বেড়েছে ৯৬% আর যাদের
ভিডিও ইফেক্ট, এনিমেশন, লেখা, ষ্টীল ছবি,
ইত্যাদির মাধ্যমে প্রকাশ করেছেন তাদের সেল
বেড়েছে ৮৪%। মিউজিক এবং অডিও ক্যাটাগরিতে
যাদের ভিডিও ছিল তাদের সেল বেড়েছে
অবিশ্বাস্য ভাবে ৪১৮%। সুতরাং গিগে ভিডিওর
গুরুত্বটা পরিস্কার বুঝা যাচ্ছে, আশা করি।
এখন ভিডিওর ব্যাপারে Fiverr এর কিছু নিয়ম বলি
১। ভিডিও অবশ্যই ১ মিনিট বা তার কম হতে হবে
২। "Exclusively on Fiverr" এই কথাটা অবশ্যই গিগে
থাকতে হবে। সেটা লিখে, মুখে বলে, বা ছবির
মাধ্যমে যে ভাবে হোক।
৩। পর পর তিনবার ভিডিও রিজেক্ট হলে আর কখনই
গিগে ভিডিও যুক্ত করতে পারবেন না । কাজেই
সাবধান। উপরোক্ত ১,২ করণেই সাধারণত ভিডিও
রিজেক্ট হয়।
৪। ভিডিও অবশ্যই গিগের উপর ভিত্তি করে হতে
হবে।
৫। একই ভিডিও একধিক গিগে যুক্ত করতে পারবেন।
৬। ভিডিও যুক্ত করার সাধারণত ২৪ ঘণ্টার মধ্যেই
গিগে শো করে।
৭। ভিডিও পাবলিশ হবার পর যতবার খুশি ভিডিও
পরিবর্তন করতে পারবেন। Thumbnail ও ইচ্ছেমত
পরিবর্তন করতে পারবেন।

ফাইভারে ৫ডলারের কাজ দেখে কেউ অবজ্ঞা করলে
ভুল করবেন, কারন এখানে ৫ডলার না, সবাই ৩০০-৪০০
ডলার দিয়েও কাজ করছে।

No comments: