Monday, 23 November 2015

বাংলালিংক সিমে 2GB করে ফ্রি ইন্টারনেট ডাটা

বাংলালিংক সিমে প্রতি ৫দিন পরপর পাবেন 2GB করে ইন্টারনেট ডাটা।
পোস্টটি শেষ পর্যন্ত বুঝে পড়ুন।বন্ধ সিম চালু করে ১৯ টাকা রিচার্জ করলেই পাবেন-
[1] ২জিবি করে ইন্টারনেট ডাটা
[2] 2200 sms
[3]কলরেটঃ বাংলালিংকে আধাপয়সা/সেকেন্ড, অন্য
অপারেটরে ১পয়সা/সেকেন্ড
(ডাটার মেয়াদ ১০দিন,ব্যবহার
করতে পারবেন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত)
২জিবি বোনাস যখন পাবেন, তার ৫দিন পর আবার ১৯টাকা রিচার্জ করলে পুনরায় ২জিবি ইন্টারনেট ডাটা পাবেন।এভাবে যতদিন খুশি ৫দিন পরপর ১৯টাকা রিচার্জ করে ২জিবি করে ইন্টারনেট ডাটা পাবেন।

২৪ অক্টোবর ২০১৪ বা তার আগের বন্ধ সিমে এই অফারটি প্রযোজ্য। আপনার সিমটি এই অফারের আওতাভুক্ত কিনা জানতে যেকোন বাংলালিংক সিম থেকে আপনার নাম্বারটি লিখে 4343 নাম্বারে send করুন। এক্ষুণি বন্ধ সিম চালু করে ১৯টাকা রিচার্জ করার মাধ্যমে ৫দিন পরপর ২জিবি করে ইন্টারনেট ডাটা নিয়ে নিন। ১৯টাকা কিন্তু মূল-একাউন্টেই থাকবে,১৯টাকা কেটে নিবে না।

প্রতি ২জিবি ডাটা চেক করতে ডায়াল *124*55#

sms চেক করতে ডায়াল *124*31#

Sunday, 22 November 2015

বাংলাদেশিদের জন্য নেদারল্যান্ডস এবং অস্ট্রেলিয়ায় ফ্রি স্কলারশিপ

ইউরোপে পড়াশোনার স্বপ্ন অনেকেরই আছে।আর নেদারল্যান্ডে পড়াশোনা অনেকটা সৌভাগ্যের বিষয়। ইউরোপের অন্য যেকোন দেশের তুলনায় এখানকার লেখাপড়ার মান অনেক ভালো।আর এখানে বিনা পয়সায় পড়াশোনার সুযোগটা নিশ্চই কেউ হাতছাড়া করতে চাইবেন না।হল্যান্ডে এবার ইউনিভার্সিটি টোয়েন্টি স্কলারশিপের অধীনে মাস্টার্সে অধ্যয়নের সুযোগ দেয়া হয়েছে।এজন্য আবেদনপত্র আহবান করা হয়েছে। বাংলাদেশী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নেদারল্যান্ডের বিখ্যাত সব বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে।
স্কলারশিপের সংখ্য : মোট ৩০জন শিক্ষার্থীকে এ স্কলারশিপ প্রদান করা হবে।
যোগ্যতা :
১. মাস্টার্স প্রোগ্রামে আবেদন করার জন্য প্রয়োজনীয় সকল যোগ্যতা।
২. শিক্ষা জীবনের কোন ক্ষেত্রে দ্বিতীয় বিভাগ থাকা চলবেনা।
৩. হল্যান্ডে পড়ালেখা করার জন্য শারিরীক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।
৪. আইইএলটিএস এ ন্যুনতম ৬.৫ স্কোর থাকতে হবে ।

স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থী যেসব বিষয়ে পড়তে পারবেন :
১. অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স
২. এপ্লাইডফিজিক্স
৩. বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং
৪. বিজনেস এডমিনিস্ট্রেশন
৫. বিজনেস ইনফরমেশন টেকনোলজি
৬. কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং
৭. সিভিল ইঞ্জিনিয়ারিং
৮. ম্যানেজমেন্ট
৯. কমিউনিকেশন স্টাডিজ
১০. কম্পিউটার সায়েন্স
১১. কন্সট্রাকশন ম্যানেজমেন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং
১২. এজুকেশনাল সায়েন্স এন্ড টেকনোলজি
১৩. ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং
১৪. ইনডাস্ট্রিয়াল ডিজাইন ইঞ্জিনিয়ারিং
১৫. ইনডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ ন্ড ম্যানেজমেন্ট
১৬. ন্যানো টেকনোলজি
১৭. ফিলসফি অব সায়েন্স
১৮. পাবলিক এডমিনিস্ট্রেশন
১৯. সাসটেইনেবল এনার্জি টেকনোলজি

স্কলারশিপের মেয়াদ: দুই বছর।

যা পাবেন : স্কলারশিপের পরিমান সর্বনিম্ন বাৎসরিক ৬০০০ইউরো থেকে সর্বোচ্চ ২৫০০০ ইউরো। যা বাংলাদেশি ৪ লাখ ৯৮ হাজার থেকে সর্বোচ্চ ২০ লাখ ৭৬ হাজার টাকা। দুই বছরে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পাবেন।

যেভাবে আবেদন করবেন : আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্য ক্লিক করুন https://goo.gl/TCagJr
আবেদনের শেষ সময় : চলতি বছরের ০৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

★★এবার আসি অস্ট্রেলিয়ায় স্কলারশিপ সম্পর্কে★★
আইনে পড়াশোনার স্বপ্ন অনেকেরই থাকে।আর সেটা যদি হয় বিনা খরচে তাহলেতো সোনায় সোহাগা।অস্ট্রেলিয়ায় আইন বিষয়ে পড়াশোনার খ্যাতি বিশ্বজুড়ে।হ্যাঁ পাঠক দেশটির University of Queensland এ বিনা খরচে মাস্টার্সে পড়াশোনার সুযোগ দেয়া হয়েছে।বিশ্ববিদ্যালয়টিতে স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের টিউশন ফি ১০০% মওকুফ করা হয়।
চলুন জেনে নেই বিস্তারিত :
যোগ্যতা: স্কলারশিপ দেয়া হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে যারা হাইলি কোয়ালিফাইড তাদের অগ্রাধিকার বেশি।যারা অস্ট্রেলিয়ার নাগরিক বা কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন তাদের জন্য এ স্কলারশিপ প্রযোজ্য হবে না।
স্কলারশিপের বর্ণনা : University of Queensland এ স্কলারশিপের আওতাভুক্ত শিক্ষার্থীর টিউশন ফি ১০০% মওকুফ করা হবে। মাস্টার্সের ৩ সেমিস্টার ধরে এটা চলমান থাকবে।
যেভাবে আবেদন করতে হবে : শিক্ষার্থীদের post অথবা ই-মেইলের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনের শেষ সময় : চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন করার জন্য এখানে ক্লিক করুন : http://scholarships.uq.edu.au/scholarship/master-of-laws-llm-scholarship
তাহলে আর দেরি কেন আবেদন করুন আজই।

Saturday, 21 November 2015

ভিপিএন বা প্রক্সি ব্যবহারে সতর্ক থাকুন (Be careful using VPN & Proxy)

ভিপিএন বা প্রক্সি ব্যবহারের কুফলঃ
১। ভিপিএন(VPN) ব্যবহারের ফলে তাদের সার্ভারে আপনার ব্রাউজিং ডাটা জমা হয়ে যাচ্ছে। যেমন- আপনার ইমেল, পাসওয়ার্ড, ব্রাউজিং হিস্ট্রি ইত্যাদি।
২। ভিপিএন ব্যবহারের কারণে হ্যাকারদের পক্ষে আপনার পিসি বা মোবাইলে ঢোকা সহজ হয়ে যায়।
৩। ডিভাইস ক্র্যাশ করে হার্ড ড্রাইভ মেমোরি হারানোর ঘটনাও আছে।
---------
সাবধানতাঃ
১। ফেসবুকে কোড জেনারেটর বা লগিন এপ্রোভাল চালু রাখুন।
২। অপরিচিত কোনো লিংকে ক্লিক করবেন না।
৩। বিশ্বস্ত এবং বহুল প্রচলিত কোনো প্রক্সি বা ভিপিএন ব্যবহার করুন। সম্ভব হলে কোনো পেইড ভিপিএন বা এর ট্রায়াল ভার্শন ব্যবহার করুন।
৪। অতি প্রয়োজনীয় ডাটাগুলোর ব্যাকআপ রাখুন।
---------
শর্টকাটঃ
১। ভিপিএন না বুঝলে বা চালাতে না চাইলে পিসি থেকে Epic বা Tor ব্রাউজার ব্যবহার করুন।
২। মোবাইল থেকে UC mini ব্রাউজার ব্যবহার করুন।
[[নিজের অনলাইন নিরাপত্তায় একটু সচেতন হোন]]

Friday, 20 November 2015

গ্রামীনফোনের Internet Offer সমূহ

5 টাকায় 500 Megabytes পেতে Dial করুন =
*500*43# (5.92Tk. IncludingVAT+SD)

5 টাকায় 1 Gigabyte পেতে Dial করুন =
*500*45# (5.92 Tk. Including VAT+SD)

1 টাকায় 100 Megabytes পেতে Dial করুন =
*5000*77# (1.18 Tk. Inculding VAT+SD)

9 টাকায় 1 Gigabyte পেতে Dial করুন =
*111*90# (10.66 Tk. Inculding VAT+SD)

[[বিশেষ দ্রষ্টব্য : প্রথম তিনটি Offer এর যে কোন একটি অনেকেই পাবেন কিন্তু 9 Taka 1GB Offer টি শুধুমাত্র বন্ধসংযোগের ক্ষেত্রে।]]

Monday, 16 November 2015

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন ( Maigration) সম্পর্কে A-Z তথ্য

মাইগ্রেশন ( Maigration) সম্পর্কে কিছু তথ্য আসুন জেনে নেওয়া যাক মাইগ্রেশন কি?
♦ মাইগ্রেশন হল এমন এক পদ্ধতি যার মাধ্যমে আপনি আপনার রেজাল্টের প্রাপ্ত বিষয় পরিবর্তন করতে পারবেন।
★মনে রাখবেন মাইগ্রেশন পদ্ধতির মাধ্যমে আপনার বিষয় চয়েজ এর উপর কেন্দ্র করে বিষয় পরিবর্তন হয়।মাইগ্রেশন কখনো নিচের দিকে যায় না। সব সময় উপরের দিকে যায়। যেমন, মনে করেন আপনার চয়েজ ছিল:
1.Accounting
2.Finance
3.Marketing
4. Management
5. Bangla
6.Economic,
মনে করেন, এখন আপনি চান্স পেলেন ৪ নং চয়েজ
Management সাবজেক্টে। আপনি এখন যদি Auto Maigration করেন তাহলে আপনার পয়েন্ট যাছায় বাছায় করে আপনার বিষয় পরিবর্তন হতে পারে। এখন খেয়াল করুন মাইগ্রেশন কখনো নিচের দিকে যাবে না। Management এ ভর্তি হওয়ার সময় যদি মাইগ্রেশন Option Open করে দেন তাহলে আপনার চান্স হওয়ার সম্ভবনা থাকবে 3.Marketing 2.Finance ও 1.Accounting এই তিন টা সাবজেক্ট এর উপর। আপনার চান্স পাওয়া বিষয়ের পরে যে গুলো থাকবে ঐগুলো আসবে না,মাইগ্রেশনে বিষয় আসবে আপনার Management বিষয়ের আগের চয়েজ গুলো
যা আছে তাদের মধ্যে।
বি:দ্র-- ১ম চয়েজ এ যদি চান্স হয় তাহলে
মাইগ্রেশন হবে না। কারণ আগেই বলেছি
মাইগ্রেশন নিচের দিকে যায় না।
মাইগ্রেশন আবেদন কিভাবে করবেন?
মাইগ্রেশন আবেদন Online এর মাধ্যমেই করতে হয়।
আপনার চান্স হয়েছে যে বিষয়ে সেই বিষয়ে চুড়ান্ত
ভর্তি ফরম প্রিন্ট করার সময় আপনাকে Auto
Maigration Option চালু করতে হবে। যদি এই Option টা চালু করেন তবেই আপনি মাইগ্রেশন রেজাল্ট পাবেন। আপনার বিষয় পরিবর্তন হবে। আর যদি Auto Maigration চালু না করেন তাহলে আপনার বিষয় পরিবর্তন হবে না।

এখন আপনি যদি উক্ত বিষয় নিয়ে পড়তে না চান তাহলে মাইগ্রেশন করতে পারেন। ভাগ্যক্রমে যদি
আপনার বিষয় পরিবর্তন হয় তাহলে আপনার জন্য
Good Luck, আর যদি Change না হয় তাহলে আপনার উক্ত বিষয় বহাল থাকবে।।
আবার আপনি মাইগ্রেশন করেছেন আপনার বিষয়
পরিবর্তন হয়েছে কিন্তু আপনি ভাবছেন আমি এই
বিষয়ে পড়বো না আগে যা ছিল তাই পড়বো....
Sorry আপনি আর আগের বিষয়ে পড়তে পারবেন না।
আর বিষয় পরিবর্তন করা সম্ভব না।
সুতরাং Atuto মাইগ্রেশন করার আগে অবশ্যই খেয়াল রাখবেন, আমি যে বিষয় পেয়েছি সেই বিষয়ের
আগের চয়েজ গুলো ভালো নাকি যেটায় চান্স পেয়েছি এটাই ভাল। উপরের বিষয় গুলোর যে কোন
একটা বিষয়ে যদি পড়ার ইচ্ছা আপনার থাকে
তাহলে Auto মাইগ্রেশন করতে পারেন।
গত বছর এই ভুলের কারনে অনেক ভাল বিষয় পরিবর্তন হয়ে Normal বিষয় এসেছে এবং তাদের নরমাল খারাপ বিষয়ে অনার্স করতে হচ্ছে। সুতরাং
আপনি মাইগ্রেশন অবশ্যই বুঝে শুনে করবেন।
ধরুন আপনি চান্স পেলেন Political Science বিষয়ে। আপনি মাইগ্রেশন করবেন ভাবছেন Political Science এর আগের বিষয় গুলোর মধ্যে পেলে ভাল হয়। আপনি Auto Maigration চালু করলেন। আপনি পেয়ে গেলেন
Social Work...... হা হা হা আপনি খেয়াল করেন নাই Political Science বিষয়ের আগে Social Work চয়েজ দেয়া ছিল। তখন আপনাকে এই খারাপ বিষয়টা নিয়েই পড়তে হবে আর ফিরে পাবেন না আপনার Political Science বিষয়। যারা মাইগ্রেশন করতে চাইতেছেন So be Careful
মাইগ্রেশন Nu দ্বারা Auto বিষয় পরিবর্তন হয়। এতে
কলেজ কিংবা আপনার কোন হাত থাকবে না।
আপনার অনলাইনে ভর্তি চুড়ান্ত ফরম পূরন করে উক্ত
বিষয়ে ভর্তি হতে হবে। আর যদি পরিবর্তন হয়
তাহলে Auto পরিবর্তন হয়ে যাবে। নতুন করে ভর্তি
হতে হবে না।
যারা বিষয় পরিবর্তন করতে চান না তারা ভুলেও
মাইগ্রেশন চালু করবেন না। আপনি আপনার উক্ত
বিষয় নিয়েই ভর্তি হয়ে যান।

১ম মেধা তালিকার মাইগ্রেশন রেজাল্ট ২য় মেধা
তালিকার সাথে প্রকাশ করা হবে। যারাই Auto
মাইগ্রেশন চালু করবেন তারা আবারও একট রেজাল্ট
পাবেন।

ডিগ্রী ও প্রফেশনাল কোর্স এর A-Z

ডিগ্রী ও প্রফেশনাল কোর্স নিয়ে বিস্তারিত তথ্যঃ
২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ডিগ্রী ১ম বর্ষে ভর্তি আবেদনের সার্কুলার প্রকাশ করা হয়েছে। একই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন প্রফেশনাল কোর্সে ভর্তি আবেদনের সার্কুলারও প্রকাশ করা হয়েছে।

→অনার্সের সাথে ডিগ্রী ও প্রফেশনাল কোর্সের আবেদনের কোন সম্পর্ক নেই।আপনি অনার্সে আবেদন করেছেন বলে এগুলোতে আবেদন করতে পারবেন না এরকম নয়।অনার্স ও ডিগ্রী এবং প্রফেশনাল সবগুলোই আলাদা আলাদা কোর্স।কোনটার সাথে কোনটার সম্পর্ক নেই।(তবে একসাথে ২ কোর্সে ভর্তি হওয়া যাবে না)

→ডিগ্রী তে আবেদন করতে হবে অনার্সের মতই ১টা কলেজের জন্য ।এবং রেজাল্ট প্রনয়ন করা হবে এস.এস.সি ও এইচ.এস.সি এর জিপিএর মাধ্যমে।

★★প্রফেশনাল কোর্সেও একই নিয়ম। আপনি চাইলে ডিগ্রী ও প্রফেশনাল দুটোতেই আবেদন করতে পারবেন।

★★ ডিগ্রী ৩বছর মেয়াদী স্নাতক (পাস) কোর্স।ডিগ্রী কমপ্লিট করার পর মাস্টার্স এর ১ম পার্ট কমপ্লিট করলে অনার্সের সমমান পাওয়া যাবে।এবং বিসিএস এ অংশগ্রহন করা যাবে।ডিগ্রী তে আর্টস, সাইন্স ও কমার্সের স্টুডেন্দের জন্য কোর্সের নাম
যথাক্রমেঃ
BA= Bachelor Of Arts
BSS= Bachelor of Social Science
BBS= Bachelor of Business Studies

→প্রফেশনাল কোর্স অনার্সের সমমান।কোর্স শেষে সরাসরি বিসিএস এ অংশগ্রহন করতে পারবেন।জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রফেশনাল কোর্সগুলোর নামঃ
BBA- Bachelor of Business Administration
B.Ed- Bachelorof Education
BFA- Bachelor of Fine Arts
AMT- Apparel Manufacture and Technology
CSE- Computer Science and Engineering
FDT- Fashion Design and Technology
ECE- Electrical and Communication Engineering
KMT- Knit Manufacture and Technology।

এর ভেতরে BBA & CSE অন্যতম।বিবিএ তে কমার্সের জন্য ৭০%,সাইন্সের জন্য ১৫% ও মানবিকের জন্য ১৫% সিট বরাদ্দ।

CSE & ECE তে অাবেদন করতে শুধু সাইন্সের থেকে আসা স্টুডেন্ট রা।এছারা সকল কোর্সে সকল বিভাগের স্টুডেন্ট রা আবেদন করতে পারবেন।

প্রফেশনাল কোর্সগুলো ব্যয়বহুল।কারন এইসকল কোর্স কোন সরকারি কলেজে নেই।জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন প্রাইভেট কলেজ ও প্রতিষ্ঠান প্রফেশনাল কোর্স করিয়ে থাকে।এবং কোর্সগুলো বিভিন্ন প্রাইভেট ভার্সিটির মত সেমিস্টার হিসেবে হয়ে থাকে।প্রতি বর্ষে ২টি করে সেমিস্টার।৪ বছরে ৮টি সেমিস্টার।

★৪বছরে ৮ সেমিস্টারে খরচ ১,২০,০০০ থেকে ২,০০,০০০ টাকা।খরচ কম বেশি হতে পারে কলেজ ভেদে।
★প্রফেশনাল কোর্সগুলো সম্পূর্ন ইংরেজি ভার্সনে হয়ে থাকে।এক ফোটাও বাংলা পাবেন না।
★প্রফেশনাল বিবিএ তে আইবিএ সিস্টেমে ও সিলেবাসে পড়ানো হয়।
★৪বছর পরে কোর্স শেষে ৩মাস ইন্টার্নি করার সুযোগ।
★জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিএসই কোর্স ও সনামধন্য।

Sunday, 15 November 2015

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য

ভর্তি নিশ্চয়তার জন্য যা করনীয়ঃ 
★পুনরায় Www.nu.edu.bd/Admissions লিংকে ডুকে অনলাইনে রোল ও পাসওয়ার্ড় দিয়ে login করে ভর্তি নিশ্চয়তার ফরম পূরন করতে হবে এবং তা A4 আকারে প্রিন্ট করে বের করতে হবে। Migration বা বিষয় পরিবর্ত করতে চাইলে অনলাইনে ফরম পূরনের সময় উক্ত ফরমে Migration এর ব্যপারে উল্যেখ করতে হবে।
★ এর পরে আপনার 
→ ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ এর ছবি 
→ SSC /HSC Transcript এর ফটোকপি 
→ SSC/HSC রেজিঃ কার্ড এর ফটোকপি (attested must) 
→অনলাইন থেকে A4 size এর প্রিন্ট কৃত ফ্রমটি জমা দিতে হবে। 
→সাথে কলেজের ধার্যকৃত ভর্তি ফির টাকা। 
★ভর্তির তারিখ নিজ নিজ কলেজ থেকে যেনে নিবে। ★ ভর্তি ফি এক এক কলেজে এক এক রকম। সরকারি কলেজে প্রায় ৪৫০০-৫০০০ এবং বেসরকারি কলেজে ৫০০০-১৬০০০ 
★১ম মেধাতালিকা ভর্তি কার্যক্রম শেষ করার পর,৭ থেকে ১০ দিনের মধ্যে ২ মেরিট লিস্ট প্রকাশ করবে।একই সাথে ১ম মেধা তালিকার যারা Migration এর জন্য আবেদন করেছে তাদের ও রেজাল্ট দিবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে বিস্তারিত দেওয়া হলো→ 
মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তির ফরম পিলাপ করে এবং প্রিন্ট করে রেজিস্ট্রেশশন ফিসহ (ভর্তির নির্দেশিকার ১১ নং অনুচ্ছেদ অনুযায়ী) সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার সময়সীমাঃ ১৪/১১/২০১৫ থেকে ২২/১১/২০১৫ পযর্ন্ত।সংশ্লিষ্ট কলেজ কর্তৃক ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের সময়সীমাঃ ১৪/১১/২০১৫ থেকে ২৫/১১/২০১৫ পযর্ন্ত।সংশিষ্ট কলেজ কর্তৃক ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি’র নির্ধাারিত অংশ (ভর্তির নির্দেশিকার ১১ নং অনুচ্ছেদ অনুযায়ী) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডি.ডি. করার পরিবর্তে সোনালীসেবা” এর মাধ্যমে সংশিষ্ট খাতে যে কোন সোনালী ব্যাংকের শাখায় জমা দেয়ার তারিখ সংশিষ্ট কলেজ Login এর মাধ্যমে Admission payment info (Honours) অপশনে ক্লিক করে Pay Slip ডাউনলোড করবে৷ Pay Slip এ ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তির কার্যক্রমের ‘রেজিস্ট্রেশশন ফি’খাতের সঞ্চয়ী হিসাব নম্বর ১০০০০০১৩৪ উল্লেখ পূর্বক মোট টাকার অংক লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে যেকোন ‘সোনালী সেবা’ প্রদানকারী নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবেঃ ২৬/১১/২০১৫ থেকে ৩০/১১/২০১৫ তারিখে। 

আপনার সংযোগ(সিম) টির তথ্য হালনাগাদ করুন এখনই

আজই শেষ দিন।ঘোষণা মোতাবেক মোবাইল তথ্য পাঠানোর শেষ সময় ১৫ নভেম্বর। তাই আর দেরি না করে পরিচিত ও অপরিচিত সকল বন্ধু-বান্ধব,ভাই-বোন,চাচা -ভাতিজা,মামা-মামী সকল শুভাকাংখী দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনাদের ব্যবহৃত সংযোগ(সিম) টির তথ্য হালনাগাদ করতে নিম্নলিখিত পদ্ধতি অনুসরন
করুনঃ-
এন.আইডি সিরিয়াল নাম্বার,আপনার জন্ম তারিখ (জাতীয় পরিচয় পত্র অনুযায়ী), আপনার নাম এবং পাঠিয়ে দিন 1600 এই নাম্বারে।
উধাহরণ স্বরুপঃ-
NID,21-03-1971,East To West 24
and send to 1600(Toll Free)

বিস্তারিত তথ্যের জন্য কল করুন হেল্পলাইনেঃ-
এয়ারটেলঃ-786
বাংলালিংকঃ-111
রবিঃ-123
গ্রামীনফোনঃ-121
শুধু মাত্র জাতীয় পরিচয় পত্র দ্বারাই তথ্য হালনাগাদ হবে।

Friday, 13 November 2015

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্নাতক ভর্তি পরীক্ষা ২০১৫-১৬ শিক্ষাবর্ষ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আগামীকাল ১৪ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের পরীক্ষা সকাল সাড়ে ৯টা থেকে এবং ‘বি’ ইউনিটের পরীক্ষা দুপুর আড়াইটা থেকে অনুষ্ঠিত হবে। তবে নিরাপত্তা ও অন্যান্য কাজের সুবিধার জন্য পরীক্ষা শুরুর এক ঘন্টা আগেই কেন্দ্রে প্রবেশের জন্য ভর্তি কমিটি কর্তৃক অনুরোধ জানানো হয়েছে।

সাস্টের এবারের ভর্তি পরীক্ষায় নিম্নোক্ত মডেলের ক্যালকুলেটরসমূহ ব্যবহার করা যাবেঃ-
CANON F200, F401, F402, F500, F501, F502,F601, F602, F604, F612, F720
CASIO FX82 SUPER,FX82MS,FX100MS, FX100,ES, FX100 ES PLUS,FX115MS, FX570MS,FX570ES, FX570 ES PLUS, FX570W, FX911MS,FX911S, FX991D, FX991ES, FX991 ES PLUS ,FX991H, FX991MS, FX992S SHARP EL506L, EL506R, EL506V, EL509G, EL509L, EL509R, EL509V, EL510R, EL520G,EL520L, EL531GH, EL531LH, EL531P, EL531RH,EL531V, EL531VB, EL531VH, EL546G, EL546L,EL546R, EL546VA, EL553, EL556G, EL556L TEXAS INSTRUMENTS BA REAL ESTATE, BA35SOLAR, BAIIPLUS, TI 25STAT, TI 30 Challenger, TI 30X, TI 30XA, TI 30X SOLAR,TI-30XIIS, TI-30XIIB, TI 32 Xplorer PLUS, TI 34TI 35X, TI 36 SOLAR, TI 36X SOLAR

Sunday, 8 November 2015

দীর্ঘ সাত বছর পর কুয়েতে খুলল বাংলাদেশের শ্রমবাজার

মধ্যপ্রাচের অনেক দেশে বাংলাদেশী ভিসা বন্ধ।আলোর মুখ দেখতে শুরু করছে সৌদি আরব এর ভিসা খোলার মধ্যদিয়ে। অপেক্ষায় আছে সংযুক্ত আরব আমিরত। সাত বছর পর আবারো খুলছে কুয়েতে বাংলাদেশের শ্রমবাজার। ইতিমধ্যে সে দেশের একটি প্রতিষ্ঠান ৫৯২ জন শ্রমিক নিতে চাহিদাপত্র পাঠিয়েছে বলে জানিয়েছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো-বিএমইটি।
বিএমইটির তথ্য অনুযায়ী, ১৯৭৬ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত কুয়েতে চার লাখ ৮০ হাজার বাংলাদেশী শ্রমিকের কর্মসংস্থান হয়। বাংলাদেশী শ্রমিকদের বিরুদ্ধে কিছু আইন ভঙ্গ করার অভিযোগ এনে, ২০০৭ সাল থেকে বাংলাদেশী শ্রমিক নেয়া প্রায় বন্ধ রাখে কুয়েত সরকার।
তবে চলতি মাসেই কুয়েতে আবারো শ্রমিক পাঠানো যাবে বলে জানিয়েছেন বিএমইটির মহাপরিচালক বেগম শামসুন নাহার।
তিনি জানান, কয়েকটি প্রতিনিধি দল কয়েক দফায় কুয়েত সরকারের সঙ্গে বৈঠকের পর দেশটি বাংলাদেশ থেকে আবারো শ্রমিক নিতে রাজি হয়।প্রসঙ্গত, বিশ্বের যে কয়টি দেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে তার মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত অন্যতম।

Saturday, 7 November 2015

প্রিন্স আব্দুল আজিজ পুরস্কার পেলো বাংলাদেশি কিশোর নাজমুস সাকিব

বাংলাদেশি কিশোর নাজমুস সাকিব অন্ধ এবং চলাচলে অক্ষম ব্যক্তিদের জন্য স্মার্ট কন্ট্রোল গ্লাস তৈরি করে আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে প্রিন্স আব্দুল আজিজ উদ্যোক্তা পুরস্কার জিতেছে।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ নেওয়া ৪০টি দেশের মধ্যে সেরা উদ্যোক্তা পুরস্কার জিতে নেয় সাকিব। সে ঢাকা বিএসআইআর স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।নাজমুস সাকিবের আবিস্কার স্মার্ট কন্ট্রোল গ্লাস ব্যবহার করে অন্ধরা পথ চলতে পারবেন। চলার পথে ডানে-বামে ১৮০ ডিগ্রি কোণে কোনো বস্তুর অস্তিত্ব পেলেই সংকেত দেবে এ গ্লাস। এ গ্লাস ব্যবহার করে প্যারালাইজড অথবা অন্য কোনো কারণে চলাফেরায় অক্ষম ব্যক্তি এই
গ্লাস ব্যবহার করে রুমের লাইট, ফ্যান চালাতে এবং বন্ধ করতে পারবেন।

রিয়াদের রিজ কাল্টন হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সাকিবের হাতে পুরস্কার তুলে দেন দ্য সেনটেনিয়াল ফান্ডের (টিসিএফ) বোর্ড অব ডিরেক্টর আব্দুল আজিজ আল মোতাইরি। বিশ্ব বাজারে বর্তমানে যে স্মার্ট কন্ট্রোল গ্লাস পাওয়া যায় তার মূল্য কমপক্ষে ১ হাজার ডলার।কিন্তু তার স্মার্ট কন্ট্রোল গ্লাস মাত্র ৩ হাজার টাকায় কেনা যাবে।

Friday, 6 November 2015

দাঁতের মাড়ি থেকে রক্ত পড়লে যা করবেন

দাঁতের মাড়ি থেকে রক্তক্ষরণের বেশির ভাগ ক্ষেত্রে কারণটা হলো মাড়ির প্রদাহ। দাঁতে প্লাক বা দন্তমল জমা হওয়ার কারণে মাড়িতে প্রদাহ হয়। এটাকে বলা হয় জিনজিভাইটিস। এ সমস্যায় পরবর্তী সময়ে দাঁত ও চোয়ালের হাড়ও আক্রান্ত হয়। সেই সমস্যাকে বলে পেরিওডন্টাইটিজ। অন্য যেসব কারণে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়তে পারে, সেগুলো হলো-

১. খুব শক্ত ব্রাশ দিয়ে দাঁত মাজা
২. কৃত্রিম দাঁত ঠিকমতো ফিট না করা
৩. অ্যাসপিরিন জাতীয় ওষুধ সেবন
৪. রক্তের নানা রকম রোগ (যেমন লিউকেমিয়া)
৫. ডেঙ্গুজ্বরের মতো সংক্রমণ, যকৃতের সমস্যা ইত্যাদি
৬. ভিটামিন ‘কে’-এর অভাব, 

★স্কার্ভি হলে যা করণীয়★
১. রক্তক্ষরণ বেশি হলে এক টুকরো তুলা বা গজ বরফ ঠাণ্ডা পানিতে ভিজিয়ে মাড়ির ওই ক্ষত জায়গাটায় চেপে ধরুন। একটু পর রক্ত পড়া বন্ধ হবে
২. বেশি রক্ত পড়লে অ্যাসপিরিন জাতীয় ওষুধ সেবন আপাতত বন্ধ রাখুন
৩. নরম শলাকার টুথব্রাশ ব্যবহার করুন। লবণ-পানি দিয়ে মুখ কুলি করুন। দাঁত পরিষ্কার করার তন্তু বা সুতা (ফ্লস) ব্যবহার করতে পারেন
৪. ছয় মাস পরপর দন্তমল পরিষ্কার করার জন্য দন্ত চিকিৎসকের সঙ্গে দেখা করুন
৫. তামাক ও জর্দা পরিহার করুন
৬. পেয়ারা, আমলকী, জাম্বুরা, কলা, কমলা,কামরাঙা ইত্যাদি ফল, পালংশাক, পুঁইশাকসহ লাল-সবুজ-হলুদ শাকসবজি এবং সালাদ নিয়মিত খেলে ভিটামিনের অভাব হবে না
৭. মাড়ি থেকে অতিরিক্ত ও বারবার রক্তক্ষরণ এবং সঙ্গে অন্যান্য গুরুতর উপসর্গ (যেমন জ্বর, ওজন হ্রাস ও শরীরে অন্যান্য জায়গা থেকে রক্তক্ষরণ) হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
একটু যত্ন নিলেই দাঁত দিয়ে রক্ত পড়ার সমস্যা আর
থাকবে না।

Monday, 2 November 2015

চারকোল (পাটজাত পণ্য) বাংলাদেশে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের সোনালি আঁশখ্যাত পাট হারিয়েছে তার গৌরব। তবে আন্তর্জাতিক বাজারে পাটজাত অনেক দ্রব্যের চাহিদা বাড়ছে এখনো। পণ্যগুলোর রফতানি বাজার ধরতে পারলে পাটের হারানো গৌরব পুনরুদ্ধার সম্ভব। এ রকমই একটি সম্ভাবনাময় পণ্য পাটখড়ি পুড়িয়ে তৈরি কয়লা বা চারকোল। জানা গেছে, পণ্যটি রফতানির মাধ্যমে বার্ষিক রফতানি আয় বাড়ানো সম্ভব আড়াই হাজার কোটি টাকা। বস্ত্র ও পাট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্ভাবনাময় এ পণ্যটির বিকাশে সরকারও এগিয়ে আসছে।

জানা গেছে, দেশে প্রথম বাণিজ্যিকভাবে চারকোল উত্পাদন শুরু হয় ২০১২ সালে। ওই বছরই চীনে প্রথম চালান পাঠানোর মাধ্যমে রফতানিমুখী পণ্য হিসেবে অভিষেক ঘটে দেশে উত্পাদিত চারকোলের। বর্তমানে পণ্যটির চাহিদা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। দেশে বাণিজ্যিকভাবে পণ্যটির উত্পাদন বাড়লে আগামীতে জাপান,ব্রাজিল, তুরস্ক, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে চারকোল রফতানি সম্ভব হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে প্রতিবছর প্রায় ৩০ লাখ টন পাটকাঠি উত্পাদিত হয়। এর মধ্যে ৫০ শতাংশের সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করা গেলে চারকোলের বার্ষিক উত্পাদন দাঁড়াতে পারে প্রায় ২ লাখ ৫০ হাজার টনে, যা বিদেশে রফতানির মাধ্যমে বার্ষিক বৈদেশিক মুদ্রার আয় বাড়ানো সম্ভব প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। একই সঙ্গে সারা দেশে বাড়বে কর্মসংস্থানের সুযোগ।বিশ্বব্যাপী চারকোলের ব্যবহার বহুমুখী। ফেসওয়াশ,ফটোকপিয়ারের কালি, পানির ফিল্টার, বিষ ধ্বংসকারী ওষুধ, জীবন রক্ষাকারী ওষুধ, দাঁত পরিষ্কারের ওষুধসহ আরো বিভিন্ন পণ্য তৈরিতে ব্যবহূত হয় চারকোল।
বাংলাদেশে বর্তমানে চারকোল উত্পাদনকারী প্রতিষ্ঠানের সংখ্যা ১০-১২টি। এর মধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হলো সানবিম কর্পোরেশন, মাহফুজা অ্যান্ড আহান এন্টারপ্রাইজ,জামালপুর চারকোল লিমিটেড ও রিগারো প্রাইভেট লিমিটেড। এছাড়াও অপ্রাতিষ্ঠানিকভাবে চারকোলের উত্পাদন শুরু হয়েছে জামালপুর,নারায়ণগঞ্জ, রাজশাহী, পাবনা, রাজবাড়ী,ফরিদপুর, গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায়।
সানবিম কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল এর বলেন, ‘চারকোল উত্পাদনকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে দেশে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব।তবে এ সম্ভাবনা বাস্তবায়ন করতে হলে উত্পাদনকারী প্রতিষ্ঠানগুলোর সরকারি সহযোগিতা প্রয়োজন। পাটজাত পণ্য উত্পাদক হিসেবে গত এক বছর ধরে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি। এরই মধ্যে পাট মন্ত্রণালয় থেকে সহায়তার আশ্বাসও পেয়েছি আমরা। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী,চারকোল উত্পাদন খাতে সরকারি সহযোগিতা হিসেবে প্রস্তাবিত বিষয়গুলোর মধ্যে রয়েছে একে একটি উদীয়মান শিল্প হিসাবে ঘোষণা, উত্পাদনকারী প্রতিষ্ঠানগুলোর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত বা সহযোগী প্রতিষ্ঠানে রূপান্তরের সুযোগ সৃষ্টি, শিল্পটির জন্য দ্রুত পৃথক নীতিমালা তৈরি এবং সরকারি-বেসরকারি সহযোগিতার পাশাপাশি ব্যাংক ঋণের ব্যবস্থা নিশ্চিত করা।
চারকোল উত্পাদনকারীদের মতে, নতুন বলেই খাতটিকে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়। এর মধ্যে কাঁচামালের সরবরাহ সংকটের পাশাপাশি রয়েছে সাম্প্রতিক সময়ে পাটকাঠির মূল্যবৃদ্ধি। এসব সমস্যা মোকাবেলার জন্য পাট মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
জানা গেছে, গত ২৮ ও ২৯ অক্টোবর বিষয়গুলো নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে একটি সভা হয়। সভায় উত্পাদনকারীদের সমস্যাগুলো দূর করার জন্য সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশনা দেয়া হয়। জানা গেছে, বিষয়টি নিয়ে খুব শিগগিরই একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজনের উদ্যোগ নেয়া হচ্ছে।
বিষয়টি নিয়ে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম জানান, চারকোল বাংলাদেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এতে পাট উত্পাদনে আবারো আগ্রহী হবেন কৃষকরা। এভাবেই ফিরিয়ে আনা হবে সোনালি আঁশের হারানো ঐতিহ্য।

বীরশ্রেষ্ঠ মতিউরের লেখা তাঁর স্ত্রীর উদ্দেশ্যে শেষ চিঠি

"বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের লেখা তাঁর স্ত্রীর উদ্দেশ্যে শেষ চিঠি"

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান (২৯শে অক্টোবর, ১৯৪১-২০শে আগস্ট, ১৯৭১) একজন বাংলাদেশী মুক্তিযোদ্ধা। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ হন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয় ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান তাদের মধ্যে অন্যতম।বীরশ্রেষ্ঠ মতিউরের লেখা তাঁর স্ত্রীর উদ্দেশ্যে শেষ চিঠি।

Saturday, 31 October 2015

বাংলাদেশিদের জন্য সুইডিশ সরকারের স্কলারশিপ (Swedish Government Scholarship For Bangladeshi Student)

‘সুইডিশ সরকারের স্কলারশিপ’
এখনই সময় প্রস্তুত হতে।
The Swedish Institute Study Scholarships (SISS) সংক্ষেপে SI স্কলারশিপ নামে পরিচিত। এই স্কলারশিপের আবেদন করতে হবে ডিসেম্বরে। প্রস্তুতির সময় এখনই। গুরুত্বপূর্ণ বিষয় ও লিংক নিচে তুলে ধরা হলো।
০১. এই স্কলারশিপ দেয়া হয় মাস্টার্স স্টাডির জন্য। দুই বছর (চার সেমিস্টার) ফুল স্কলারশিপ দেয়া হবে। প্রথমে এক বছরের(দুই সেমিস্টার) বৃত্তি দেয়া হ। পরবর্তীতে কোর্স ও সেমিস্টারের অগ্রগতির উপর ভিত্তি করে দ্বিতীয় বছরের বৃত্তি দেয়া হয়। কারণ অনেকে যথা সময়ে কোর্স ও পরীক্ষায় ভাল ফলাফল করতে ব্যার্থ হয়। প্রতি মাসে ৯০০০ সুইডিশ ক্রোনর বৃত্তি দেয়া হয়।ভ্রমণের জন্য এককালীন ১৫০০০ সুইডিশ ক্রোনর।
০২. বাংলাদেশের জন্য কতটি স্কলারশিপ দেয়া হবে সেটা উল্লেখ করা থাকে না।
০৩. আবেদনের প্রথম ধাপেই একটি সাইট সম্পর্কে খুব ভালো করে জেনে নেওয়া উচিত। সেটি হলো
https://www.universityadmissions.se ; এখান থেকেই শুরু করতে হবে। সাইটে গেলেই দেখা যাবে লেখা আছে, Start your journey here!এই সাইটে একটি একাউন্ট খুলতে হবে। এটা আবশ্যক(Must)।একাউন্ট খুলতে গেলে দুটি অপশন থাকে। বাংলাদেশ থেকে আবেদন করতে গেলে ডান দিকের অপশন ফলো করতে হবে (No I don't have Swedish personal ID number!) একাউন্ট খুলে ফেলুন এখনই!মনে রাখা গুরুত্বপূর্ণ, নিজ নিজ একাউন্টের মাধ্যমে সকল প্রকার আবেদন করতে হবে।
০৪. দুইটি রাউন্ডে আবেদন করতে হবে। প্রথম রাউন্ড আবেদনের সময় ১-১৫ ডিসেম্বর। প্রথম রাউন্ডে উর্ত্তীণ হলে দ্বিতীয় রাউন্ডে আবেদন করতে হবে ১-১৩ ফেব্রুয়ারী। তারপর যারা বৃত্তি পাবে তাদের নাম এপ্রিল-২০১৬ প্রকাশ করা হবে (ই-মেইল করা হবে)। সেশন ( Autumn) শুরু হবে August-2016 থেকে।
০৫. প্রথম রাউন্ডে উত্তীর্ণ হলে দ্বিতীয় রাউন্ডে আবেদনের পূর্বে আবেদন ফি বাবদ ৯০০ (নয় শত) সুইডিশ ক্রোনর pay করতে হবে। ব্যক্তিগত ডেবিট/ক্রেডিট কার্ড না থাকলেও, ব্যাঙ্কের মাধ্যমে আবেদনের টাকা পে/ট্রান্সফার করা যাবে। টাকা ট্রান্সফার নিয়ে বিস্তারিত জানার নির্দিষ্ট লিংক: https://www.universityadmissions.seen/All-you-need-to-know1/Applyingfor-studies/Fees-and-scholarships/Paying-your-application-fee/
০৬. চারটি ডকুমেন্ট প্রস্তুত রাখতে হবে এখনই: মটিভেশন লেটার/কাভার লেটার(Motivation Letter), CV, দুইটি রেফারেন্স লেটার, পাসপোর্ট (স্ক্যান)।
০৭. CV হতে হবে ইউরোপিয়ান স্টাইলে। যেটা বলা হয় Europass; এই ফরমেটে সিভি তৈরির জন্য দেখতে হবে এই লিংক: http://europass.cedefop.europa.eu/en/documents/curriculum-vitae
০৮. ইংরেজিতে ইউরোপাস ফরমেটের পিডিএফ
ফাইলের জন্য দেখুন এই লিংক: file://C:/Users/
rauful/Downloads/CVInstructions.pdf
০৯. Motivation letter এবং রেফারেন্স লেটারের ফরমেট নিজের ইচ্ছেমতো হলে চলবে না। সেটার জন্যও নির্দিষ্ট ফরমেট(SI format) অনুসরন করতে হবে। নির্দিষ্ট ফরমেট খুঁজে নিন এই লিংকে:
https://eng.si.se/?s=Motivation+letter&submit=Search
১০. IELTS/TOFEL ছাড়াও অনেক প্রোগ্রামেই আবেদন করা যায়। সেক্ষেত্রে আপনার স্টাডি অব মিডিয়াম(স্নাতক/স্নাতকোত্তর) ইংরেজিতে হতে হবে এবং সেটির প্রমাণ লাগবে। মনে রাখা আবশ্যক, শুধু মাত্র IELTS/TOFEL স্কোর কখনোই কোন দেশে বৃত্তি সুনিশ্চিত করে না। বিশেষ করে বিজ্ঞানে তো নয়ই। এটা ভাষা-জ্ঞানের সনদ এবং আবেদনের জন্য একটি requirement; নিজের পড়াশুনার ক্ষেত্রের বা গবেষণার দক্ষতার যাচাই নয়—আমরা অনেকেই এই সহজ বিষয়টা ঠিক মতো বুঝি না।
১১. SI স্কলারশিপ বিষয়ক আরো বিস্তারিত জানতে হলে অনুসরন করতে হবে যে লিংক: https://eng.si.se/areas-of-operation/scholarships-and-grants/the-swedish-institute-study-scholarships/siss-application-procedure-and-key-dates/

আশা করি আপনাদের একটু হলেও কাজে আসবে।

Friday, 30 October 2015

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ হয়েছে। প্রকাশিত সময়সূচি অনুসারে এই পরীক্ষা আগামী ১৯ নভেম্বর ২০১৫ তারিখ থেকে শুরু হয়ে তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ২৯ ডিসেম্বর ২০১৫ তারিখে শেষ হবে।তাহলে দেখে নেই পরীক্ষার বিস্তারিত সময়সূচি:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল এবং প্রফেশনাল কোর্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ


★★★জাতীয় বিশ্ববিদ্যালয় National University:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার
ফলাফল প্রকাশিত হয়েছে।

অনলাইন এ ফলাফল পেতে ভিজিট করুন www.nu.edu.bd/results

অথবা ম্যাসেজ অপশনে গিয়ে NU <স্পেস>H3<স্পেস>ROLL লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে।

★★★জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল কোর্সে ভর্তির মেধাতালিকা প্রকাশিত হয়েছে  ২৯ শে অক্টোবর। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ শিক্ষাবর্ষের মাস্টার্স / ডিপ্লোমা (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমের মেধা তালিকা ২৯ অক্টোবর ২০১৫ তারিখে প্রকাশ করা হয়। SMS এর মাধ্যমে ফলাফল জানতে nu<স্পেস>atpm<স্পেস>Roll No
টাইপ করে ১৬২২২ নাম্বারে Send
করেন।এবং অনলাইন এ জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 
ওয়েবসাইট ( www.nu.edu.bd/admissions অথবা
www.admissions.nu.edu.bd ) ভিজিট করুন।

Wednesday, 28 October 2015

গ্রামীণফোনে সর্বোচ্চ ১ জিবি ডাটা একদম ফ্রি (Get Maximum 1GB Gp internet free)

গ্রামীণফোন সকল নন ডাটা ব্যবহারকারীদের জন্যে নিয়ে এলো দারুণ একটি অফার। এখন নন ডাটা ব্যবহারকারীরা নিজেরা এবং বন্ধুদরে ইন্টারনেট জগতে নিয়ে এসে পেতে পারো র্সবোচ্চ ১ জিবি ডাটা একদম ফ্রি। অফারটি অ্যাকটিভেট করতে “G1” লিখে পাঠিয়ে দাও ৯৯৯৯ নম্বরে আর প্রথমইে পাও ২৫০এমবি। এরপর তোমার বন্ধুদের ইন্টারনেট এর দুনয়িায় নিয়ে আসতে, তাদরে নম্বর থকেে G1 <স্পেস> তোমার নম্বর লিখে ৯৯৯৯ নম্বরে পাঠালে, তাদের সাথে সাথে তুমিও পাবে ২৫০ এমবি ইন্টারনেট ফ্রী!
G1 লিখে 9999-এ পাঠানোর সাথে সাথে তুমি পেয়ে যাবে ২৫০ এমবি ফ্রি ডাটা। এরপর তোমার বন্ধুরা G1 <স্পেস> তোমার নম্বর 9999-এ পাঠিয়ে আবারো উপভোগ করতে পারবে ২৫০ এমবি র্পযন্ত ফ্রি ডাটা। এভাবে তোমার অসংখ্যক বন্ধু ২৫০এমবি ফ্রি ডাটা পেতে পারে। আর তুমি তোমার প্রথম ৩জন বন্ধুর জন্য পাবে ২৫০ এমবি করে ৩বার, আর নিজে একবার অর্থাৎ মোট ১ জিবি ডাটা ফ্রী!! আর দেরি কিসের?

গ্রাহকগণ যারা গত ৯০ দিনে ১৫০ কেবি-এর কম ডাটা ব্যবহার করেছেন তারা নন ইন্টারনেট ইউজার হিসেবে বিবেচিত হবে।

গ্রাহকগণ সাথে সাথে বোনাস ডাটা পেয়ে যাবেন । একজন যোগ্য গ্রাহক এই অফারটি থেকে র্সবোচ্চ ১ জিবি ইন্টারনটে পেতে পারেন (প্রথমে ২৫০ এমবি এবং ৩জন বন্ধুর মাধ্যমে পরর্বতীতে ৭৫০ এমবি)
ক্যাম্পইেন চলাকালীন সময়ে বিনামূল্যে ২৫০ এমবি ডাটা পেতে একজন নন ডাটা ব্যবহারকারী তার নম্বর তার অসংখক নন ডাটা ব্যবহারকারী বন্ধুদের পাঠাতে পারবেন ইন্টারনেট ব্যালন্সে জানতে ডায়াল *৫৬৭#
বিঃদ্রঃ অফারটি পোস্টপইেড গ্রাহকদরে জন্য প্রযোজ্য নয়।

২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তির আবেদন ফরম পূরণের শেষ সময় আজ রাত ১২ টা পর্যন্ত

২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তির আবেদন ফরম পূরণের শেষ সময় আজ রাত ১২ টা পর্যন্ত ।
অনেকেই আছে যারা এখন ও জানেনা ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদন
ফরম পূরণ ও সংশ্লিষ্ট কলেজ কর্তৃক ফরম নিশ্চয়নের সময় বৃদ্ধি করা হয়েছে, এমনকি অনেকে এখন ও আবেদন করে নাই।

-> অনলাইনে আবেদনের শেষ সময়: ২৮ শে
অক্টোবর রাত ১২ পর্যন্ত।

-> আবেদন পত্র সংশ্লিষ্টৈ কলেজে জমা
দেওয়ার শেষ তারিখ : ১ লা নভেম্বর ২০১৫

-> আবেদন পত্র কলেজ কতৃক নিশ্চয়নের
শেষ তারিখ: ৩ রা নভেম্বর ২০১৫

-> ভর্তির ফলাফলের তারিখ/ ফলাফল পরবর্তীতে
জানানো হবে।

তাহলে যারা এখনো আবেদন কর নাই তাড়াতাড়ি করে নাও,বুঝতেই তো পাচ্ছ একদম সময় নেই।

১ জিবি ইন্টারনেট ১৫০ টাকা (1GB internet is only for 150 Tk)

১ জিবি ইন্টারনেট ১৫০ টাকা
আপনারা daily socialization এর জন্য গ্রামীণফোনে এখন পাচ্ছেন পুরো ১GB ইন্টারনেট মাত্র ১৫০ টাকায় (মেয়াদ ১৪ দিন)।
অফারটি পেতে ডায়াল *৫০০০*১০৯# ।অফারটি শুধুমাত্র গ্রামীণফোন-এর প্রিপেইড গ্রাহকগণের জন্য প্রযোজ্য। ১ জিবি ইন্টারনেটের মেয়াদ ১৪ দিন। ১ জিবি ইন্টারনেটের মূল্য ১৫০ টাকা । ৩% সম্পূরক শুল্ক এবং সম্পূরক শুল্কসহ উল্লিখিত মূল্যের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য। *৫৬৭# ডায়াল করে গ্রাহকগণ অবশিষ্ট ভলিউম চেক করতে পারবেন পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অফারটি চলবে আর deactivate করতে SMS করুন “STOP” লিখে 5000 নম্বর এ।

Monday, 23 November 2015

বাংলালিংক সিমে 2GB করে ফ্রি ইন্টারনেট ডাটা

বাংলালিংক সিমে প্রতি ৫দিন পরপর পাবেন 2GB করে ইন্টারনেট ডাটা।
পোস্টটি শেষ পর্যন্ত বুঝে পড়ুন।বন্ধ সিম চালু করে ১৯ টাকা রিচার্জ করলেই পাবেন-
[1] ২জিবি করে ইন্টারনেট ডাটা
[2] 2200 sms
[3]কলরেটঃ বাংলালিংকে আধাপয়সা/সেকেন্ড, অন্য
অপারেটরে ১পয়সা/সেকেন্ড
(ডাটার মেয়াদ ১০দিন,ব্যবহার
করতে পারবেন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত)
২জিবি বোনাস যখন পাবেন, তার ৫দিন পর আবার ১৯টাকা রিচার্জ করলে পুনরায় ২জিবি ইন্টারনেট ডাটা পাবেন।এভাবে যতদিন খুশি ৫দিন পরপর ১৯টাকা রিচার্জ করে ২জিবি করে ইন্টারনেট ডাটা পাবেন।

২৪ অক্টোবর ২০১৪ বা তার আগের বন্ধ সিমে এই অফারটি প্রযোজ্য। আপনার সিমটি এই অফারের আওতাভুক্ত কিনা জানতে যেকোন বাংলালিংক সিম থেকে আপনার নাম্বারটি লিখে 4343 নাম্বারে send করুন। এক্ষুণি বন্ধ সিম চালু করে ১৯টাকা রিচার্জ করার মাধ্যমে ৫দিন পরপর ২জিবি করে ইন্টারনেট ডাটা নিয়ে নিন। ১৯টাকা কিন্তু মূল-একাউন্টেই থাকবে,১৯টাকা কেটে নিবে না।

প্রতি ২জিবি ডাটা চেক করতে ডায়াল *124*55#

sms চেক করতে ডায়াল *124*31#

Sunday, 22 November 2015

বাংলাদেশিদের জন্য নেদারল্যান্ডস এবং অস্ট্রেলিয়ায় ফ্রি স্কলারশিপ

ইউরোপে পড়াশোনার স্বপ্ন অনেকেরই আছে।আর নেদারল্যান্ডে পড়াশোনা অনেকটা সৌভাগ্যের বিষয়। ইউরোপের অন্য যেকোন দেশের তুলনায় এখানকার লেখাপড়ার মান অনেক ভালো।আর এখানে বিনা পয়সায় পড়াশোনার সুযোগটা নিশ্চই কেউ হাতছাড়া করতে চাইবেন না।হল্যান্ডে এবার ইউনিভার্সিটি টোয়েন্টি স্কলারশিপের অধীনে মাস্টার্সে অধ্যয়নের সুযোগ দেয়া হয়েছে।এজন্য আবেদনপত্র আহবান করা হয়েছে। বাংলাদেশী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নেদারল্যান্ডের বিখ্যাত সব বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে।
স্কলারশিপের সংখ্য : মোট ৩০জন শিক্ষার্থীকে এ স্কলারশিপ প্রদান করা হবে।
যোগ্যতা :
১. মাস্টার্স প্রোগ্রামে আবেদন করার জন্য প্রয়োজনীয় সকল যোগ্যতা।
২. শিক্ষা জীবনের কোন ক্ষেত্রে দ্বিতীয় বিভাগ থাকা চলবেনা।
৩. হল্যান্ডে পড়ালেখা করার জন্য শারিরীক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।
৪. আইইএলটিএস এ ন্যুনতম ৬.৫ স্কোর থাকতে হবে ।

স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থী যেসব বিষয়ে পড়তে পারবেন :
১. অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স
২. এপ্লাইডফিজিক্স
৩. বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং
৪. বিজনেস এডমিনিস্ট্রেশন
৫. বিজনেস ইনফরমেশন টেকনোলজি
৬. কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং
৭. সিভিল ইঞ্জিনিয়ারিং
৮. ম্যানেজমেন্ট
৯. কমিউনিকেশন স্টাডিজ
১০. কম্পিউটার সায়েন্স
১১. কন্সট্রাকশন ম্যানেজমেন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং
১২. এজুকেশনাল সায়েন্স এন্ড টেকনোলজি
১৩. ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং
১৪. ইনডাস্ট্রিয়াল ডিজাইন ইঞ্জিনিয়ারিং
১৫. ইনডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ ন্ড ম্যানেজমেন্ট
১৬. ন্যানো টেকনোলজি
১৭. ফিলসফি অব সায়েন্স
১৮. পাবলিক এডমিনিস্ট্রেশন
১৯. সাসটেইনেবল এনার্জি টেকনোলজি

স্কলারশিপের মেয়াদ: দুই বছর।

যা পাবেন : স্কলারশিপের পরিমান সর্বনিম্ন বাৎসরিক ৬০০০ইউরো থেকে সর্বোচ্চ ২৫০০০ ইউরো। যা বাংলাদেশি ৪ লাখ ৯৮ হাজার থেকে সর্বোচ্চ ২০ লাখ ৭৬ হাজার টাকা। দুই বছরে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পাবেন।

যেভাবে আবেদন করবেন : আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্য ক্লিক করুন https://goo.gl/TCagJr
আবেদনের শেষ সময় : চলতি বছরের ০৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

★★এবার আসি অস্ট্রেলিয়ায় স্কলারশিপ সম্পর্কে★★
আইনে পড়াশোনার স্বপ্ন অনেকেরই থাকে।আর সেটা যদি হয় বিনা খরচে তাহলেতো সোনায় সোহাগা।অস্ট্রেলিয়ায় আইন বিষয়ে পড়াশোনার খ্যাতি বিশ্বজুড়ে।হ্যাঁ পাঠক দেশটির University of Queensland এ বিনা খরচে মাস্টার্সে পড়াশোনার সুযোগ দেয়া হয়েছে।বিশ্ববিদ্যালয়টিতে স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের টিউশন ফি ১০০% মওকুফ করা হয়।
চলুন জেনে নেই বিস্তারিত :
যোগ্যতা: স্কলারশিপ দেয়া হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে যারা হাইলি কোয়ালিফাইড তাদের অগ্রাধিকার বেশি।যারা অস্ট্রেলিয়ার নাগরিক বা কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন তাদের জন্য এ স্কলারশিপ প্রযোজ্য হবে না।
স্কলারশিপের বর্ণনা : University of Queensland এ স্কলারশিপের আওতাভুক্ত শিক্ষার্থীর টিউশন ফি ১০০% মওকুফ করা হবে। মাস্টার্সের ৩ সেমিস্টার ধরে এটা চলমান থাকবে।
যেভাবে আবেদন করতে হবে : শিক্ষার্থীদের post অথবা ই-মেইলের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনের শেষ সময় : চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন করার জন্য এখানে ক্লিক করুন : http://scholarships.uq.edu.au/scholarship/master-of-laws-llm-scholarship
তাহলে আর দেরি কেন আবেদন করুন আজই।

Saturday, 21 November 2015

ভিপিএন বা প্রক্সি ব্যবহারে সতর্ক থাকুন (Be careful using VPN & Proxy)

ভিপিএন বা প্রক্সি ব্যবহারের কুফলঃ
১। ভিপিএন(VPN) ব্যবহারের ফলে তাদের সার্ভারে আপনার ব্রাউজিং ডাটা জমা হয়ে যাচ্ছে। যেমন- আপনার ইমেল, পাসওয়ার্ড, ব্রাউজিং হিস্ট্রি ইত্যাদি।
২। ভিপিএন ব্যবহারের কারণে হ্যাকারদের পক্ষে আপনার পিসি বা মোবাইলে ঢোকা সহজ হয়ে যায়।
৩। ডিভাইস ক্র্যাশ করে হার্ড ড্রাইভ মেমোরি হারানোর ঘটনাও আছে।
---------
সাবধানতাঃ
১। ফেসবুকে কোড জেনারেটর বা লগিন এপ্রোভাল চালু রাখুন।
২। অপরিচিত কোনো লিংকে ক্লিক করবেন না।
৩। বিশ্বস্ত এবং বহুল প্রচলিত কোনো প্রক্সি বা ভিপিএন ব্যবহার করুন। সম্ভব হলে কোনো পেইড ভিপিএন বা এর ট্রায়াল ভার্শন ব্যবহার করুন।
৪। অতি প্রয়োজনীয় ডাটাগুলোর ব্যাকআপ রাখুন।
---------
শর্টকাটঃ
১। ভিপিএন না বুঝলে বা চালাতে না চাইলে পিসি থেকে Epic বা Tor ব্রাউজার ব্যবহার করুন।
২। মোবাইল থেকে UC mini ব্রাউজার ব্যবহার করুন।
[[নিজের অনলাইন নিরাপত্তায় একটু সচেতন হোন]]

Friday, 20 November 2015

গ্রামীনফোনের Internet Offer সমূহ

5 টাকায় 500 Megabytes পেতে Dial করুন =
*500*43# (5.92Tk. IncludingVAT+SD)

5 টাকায় 1 Gigabyte পেতে Dial করুন =
*500*45# (5.92 Tk. Including VAT+SD)

1 টাকায় 100 Megabytes পেতে Dial করুন =
*5000*77# (1.18 Tk. Inculding VAT+SD)

9 টাকায় 1 Gigabyte পেতে Dial করুন =
*111*90# (10.66 Tk. Inculding VAT+SD)

[[বিশেষ দ্রষ্টব্য : প্রথম তিনটি Offer এর যে কোন একটি অনেকেই পাবেন কিন্তু 9 Taka 1GB Offer টি শুধুমাত্র বন্ধসংযোগের ক্ষেত্রে।]]

Monday, 16 November 2015

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন ( Maigration) সম্পর্কে A-Z তথ্য

মাইগ্রেশন ( Maigration) সম্পর্কে কিছু তথ্য আসুন জেনে নেওয়া যাক মাইগ্রেশন কি?
♦ মাইগ্রেশন হল এমন এক পদ্ধতি যার মাধ্যমে আপনি আপনার রেজাল্টের প্রাপ্ত বিষয় পরিবর্তন করতে পারবেন।
★মনে রাখবেন মাইগ্রেশন পদ্ধতির মাধ্যমে আপনার বিষয় চয়েজ এর উপর কেন্দ্র করে বিষয় পরিবর্তন হয়।মাইগ্রেশন কখনো নিচের দিকে যায় না। সব সময় উপরের দিকে যায়। যেমন, মনে করেন আপনার চয়েজ ছিল:
1.Accounting
2.Finance
3.Marketing
4. Management
5. Bangla
6.Economic,
মনে করেন, এখন আপনি চান্স পেলেন ৪ নং চয়েজ
Management সাবজেক্টে। আপনি এখন যদি Auto Maigration করেন তাহলে আপনার পয়েন্ট যাছায় বাছায় করে আপনার বিষয় পরিবর্তন হতে পারে। এখন খেয়াল করুন মাইগ্রেশন কখনো নিচের দিকে যাবে না। Management এ ভর্তি হওয়ার সময় যদি মাইগ্রেশন Option Open করে দেন তাহলে আপনার চান্স হওয়ার সম্ভবনা থাকবে 3.Marketing 2.Finance ও 1.Accounting এই তিন টা সাবজেক্ট এর উপর। আপনার চান্স পাওয়া বিষয়ের পরে যে গুলো থাকবে ঐগুলো আসবে না,মাইগ্রেশনে বিষয় আসবে আপনার Management বিষয়ের আগের চয়েজ গুলো
যা আছে তাদের মধ্যে।
বি:দ্র-- ১ম চয়েজ এ যদি চান্স হয় তাহলে
মাইগ্রেশন হবে না। কারণ আগেই বলেছি
মাইগ্রেশন নিচের দিকে যায় না।
মাইগ্রেশন আবেদন কিভাবে করবেন?
মাইগ্রেশন আবেদন Online এর মাধ্যমেই করতে হয়।
আপনার চান্স হয়েছে যে বিষয়ে সেই বিষয়ে চুড়ান্ত
ভর্তি ফরম প্রিন্ট করার সময় আপনাকে Auto
Maigration Option চালু করতে হবে। যদি এই Option টা চালু করেন তবেই আপনি মাইগ্রেশন রেজাল্ট পাবেন। আপনার বিষয় পরিবর্তন হবে। আর যদি Auto Maigration চালু না করেন তাহলে আপনার বিষয় পরিবর্তন হবে না।

এখন আপনি যদি উক্ত বিষয় নিয়ে পড়তে না চান তাহলে মাইগ্রেশন করতে পারেন। ভাগ্যক্রমে যদি
আপনার বিষয় পরিবর্তন হয় তাহলে আপনার জন্য
Good Luck, আর যদি Change না হয় তাহলে আপনার উক্ত বিষয় বহাল থাকবে।।
আবার আপনি মাইগ্রেশন করেছেন আপনার বিষয়
পরিবর্তন হয়েছে কিন্তু আপনি ভাবছেন আমি এই
বিষয়ে পড়বো না আগে যা ছিল তাই পড়বো....
Sorry আপনি আর আগের বিষয়ে পড়তে পারবেন না।
আর বিষয় পরিবর্তন করা সম্ভব না।
সুতরাং Atuto মাইগ্রেশন করার আগে অবশ্যই খেয়াল রাখবেন, আমি যে বিষয় পেয়েছি সেই বিষয়ের
আগের চয়েজ গুলো ভালো নাকি যেটায় চান্স পেয়েছি এটাই ভাল। উপরের বিষয় গুলোর যে কোন
একটা বিষয়ে যদি পড়ার ইচ্ছা আপনার থাকে
তাহলে Auto মাইগ্রেশন করতে পারেন।
গত বছর এই ভুলের কারনে অনেক ভাল বিষয় পরিবর্তন হয়ে Normal বিষয় এসেছে এবং তাদের নরমাল খারাপ বিষয়ে অনার্স করতে হচ্ছে। সুতরাং
আপনি মাইগ্রেশন অবশ্যই বুঝে শুনে করবেন।
ধরুন আপনি চান্স পেলেন Political Science বিষয়ে। আপনি মাইগ্রেশন করবেন ভাবছেন Political Science এর আগের বিষয় গুলোর মধ্যে পেলে ভাল হয়। আপনি Auto Maigration চালু করলেন। আপনি পেয়ে গেলেন
Social Work...... হা হা হা আপনি খেয়াল করেন নাই Political Science বিষয়ের আগে Social Work চয়েজ দেয়া ছিল। তখন আপনাকে এই খারাপ বিষয়টা নিয়েই পড়তে হবে আর ফিরে পাবেন না আপনার Political Science বিষয়। যারা মাইগ্রেশন করতে চাইতেছেন So be Careful
মাইগ্রেশন Nu দ্বারা Auto বিষয় পরিবর্তন হয়। এতে
কলেজ কিংবা আপনার কোন হাত থাকবে না।
আপনার অনলাইনে ভর্তি চুড়ান্ত ফরম পূরন করে উক্ত
বিষয়ে ভর্তি হতে হবে। আর যদি পরিবর্তন হয়
তাহলে Auto পরিবর্তন হয়ে যাবে। নতুন করে ভর্তি
হতে হবে না।
যারা বিষয় পরিবর্তন করতে চান না তারা ভুলেও
মাইগ্রেশন চালু করবেন না। আপনি আপনার উক্ত
বিষয় নিয়েই ভর্তি হয়ে যান।

১ম মেধা তালিকার মাইগ্রেশন রেজাল্ট ২য় মেধা
তালিকার সাথে প্রকাশ করা হবে। যারাই Auto
মাইগ্রেশন চালু করবেন তারা আবারও একট রেজাল্ট
পাবেন।

ডিগ্রী ও প্রফেশনাল কোর্স এর A-Z

ডিগ্রী ও প্রফেশনাল কোর্স নিয়ে বিস্তারিত তথ্যঃ
২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ডিগ্রী ১ম বর্ষে ভর্তি আবেদনের সার্কুলার প্রকাশ করা হয়েছে। একই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন প্রফেশনাল কোর্সে ভর্তি আবেদনের সার্কুলারও প্রকাশ করা হয়েছে।

→অনার্সের সাথে ডিগ্রী ও প্রফেশনাল কোর্সের আবেদনের কোন সম্পর্ক নেই।আপনি অনার্সে আবেদন করেছেন বলে এগুলোতে আবেদন করতে পারবেন না এরকম নয়।অনার্স ও ডিগ্রী এবং প্রফেশনাল সবগুলোই আলাদা আলাদা কোর্স।কোনটার সাথে কোনটার সম্পর্ক নেই।(তবে একসাথে ২ কোর্সে ভর্তি হওয়া যাবে না)

→ডিগ্রী তে আবেদন করতে হবে অনার্সের মতই ১টা কলেজের জন্য ।এবং রেজাল্ট প্রনয়ন করা হবে এস.এস.সি ও এইচ.এস.সি এর জিপিএর মাধ্যমে।

★★প্রফেশনাল কোর্সেও একই নিয়ম। আপনি চাইলে ডিগ্রী ও প্রফেশনাল দুটোতেই আবেদন করতে পারবেন।

★★ ডিগ্রী ৩বছর মেয়াদী স্নাতক (পাস) কোর্স।ডিগ্রী কমপ্লিট করার পর মাস্টার্স এর ১ম পার্ট কমপ্লিট করলে অনার্সের সমমান পাওয়া যাবে।এবং বিসিএস এ অংশগ্রহন করা যাবে।ডিগ্রী তে আর্টস, সাইন্স ও কমার্সের স্টুডেন্দের জন্য কোর্সের নাম
যথাক্রমেঃ
BA= Bachelor Of Arts
BSS= Bachelor of Social Science
BBS= Bachelor of Business Studies

→প্রফেশনাল কোর্স অনার্সের সমমান।কোর্স শেষে সরাসরি বিসিএস এ অংশগ্রহন করতে পারবেন।জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রফেশনাল কোর্সগুলোর নামঃ
BBA- Bachelor of Business Administration
B.Ed- Bachelorof Education
BFA- Bachelor of Fine Arts
AMT- Apparel Manufacture and Technology
CSE- Computer Science and Engineering
FDT- Fashion Design and Technology
ECE- Electrical and Communication Engineering
KMT- Knit Manufacture and Technology।

এর ভেতরে BBA & CSE অন্যতম।বিবিএ তে কমার্সের জন্য ৭০%,সাইন্সের জন্য ১৫% ও মানবিকের জন্য ১৫% সিট বরাদ্দ।

CSE & ECE তে অাবেদন করতে শুধু সাইন্সের থেকে আসা স্টুডেন্ট রা।এছারা সকল কোর্সে সকল বিভাগের স্টুডেন্ট রা আবেদন করতে পারবেন।

প্রফেশনাল কোর্সগুলো ব্যয়বহুল।কারন এইসকল কোর্স কোন সরকারি কলেজে নেই।জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন প্রাইভেট কলেজ ও প্রতিষ্ঠান প্রফেশনাল কোর্স করিয়ে থাকে।এবং কোর্সগুলো বিভিন্ন প্রাইভেট ভার্সিটির মত সেমিস্টার হিসেবে হয়ে থাকে।প্রতি বর্ষে ২টি করে সেমিস্টার।৪ বছরে ৮টি সেমিস্টার।

★৪বছরে ৮ সেমিস্টারে খরচ ১,২০,০০০ থেকে ২,০০,০০০ টাকা।খরচ কম বেশি হতে পারে কলেজ ভেদে।
★প্রফেশনাল কোর্সগুলো সম্পূর্ন ইংরেজি ভার্সনে হয়ে থাকে।এক ফোটাও বাংলা পাবেন না।
★প্রফেশনাল বিবিএ তে আইবিএ সিস্টেমে ও সিলেবাসে পড়ানো হয়।
★৪বছর পরে কোর্স শেষে ৩মাস ইন্টার্নি করার সুযোগ।
★জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিএসই কোর্স ও সনামধন্য।

Sunday, 15 November 2015

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য

ভর্তি নিশ্চয়তার জন্য যা করনীয়ঃ 
★পুনরায় Www.nu.edu.bd/Admissions লিংকে ডুকে অনলাইনে রোল ও পাসওয়ার্ড় দিয়ে login করে ভর্তি নিশ্চয়তার ফরম পূরন করতে হবে এবং তা A4 আকারে প্রিন্ট করে বের করতে হবে। Migration বা বিষয় পরিবর্ত করতে চাইলে অনলাইনে ফরম পূরনের সময় উক্ত ফরমে Migration এর ব্যপারে উল্যেখ করতে হবে।
★ এর পরে আপনার 
→ ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ এর ছবি 
→ SSC /HSC Transcript এর ফটোকপি 
→ SSC/HSC রেজিঃ কার্ড এর ফটোকপি (attested must) 
→অনলাইন থেকে A4 size এর প্রিন্ট কৃত ফ্রমটি জমা দিতে হবে। 
→সাথে কলেজের ধার্যকৃত ভর্তি ফির টাকা। 
★ভর্তির তারিখ নিজ নিজ কলেজ থেকে যেনে নিবে। ★ ভর্তি ফি এক এক কলেজে এক এক রকম। সরকারি কলেজে প্রায় ৪৫০০-৫০০০ এবং বেসরকারি কলেজে ৫০০০-১৬০০০ 
★১ম মেধাতালিকা ভর্তি কার্যক্রম শেষ করার পর,৭ থেকে ১০ দিনের মধ্যে ২ মেরিট লিস্ট প্রকাশ করবে।একই সাথে ১ম মেধা তালিকার যারা Migration এর জন্য আবেদন করেছে তাদের ও রেজাল্ট দিবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে বিস্তারিত দেওয়া হলো→ 
মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তির ফরম পিলাপ করে এবং প্রিন্ট করে রেজিস্ট্রেশশন ফিসহ (ভর্তির নির্দেশিকার ১১ নং অনুচ্ছেদ অনুযায়ী) সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার সময়সীমাঃ ১৪/১১/২০১৫ থেকে ২২/১১/২০১৫ পযর্ন্ত।সংশ্লিষ্ট কলেজ কর্তৃক ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের সময়সীমাঃ ১৪/১১/২০১৫ থেকে ২৫/১১/২০১৫ পযর্ন্ত।সংশিষ্ট কলেজ কর্তৃক ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি’র নির্ধাারিত অংশ (ভর্তির নির্দেশিকার ১১ নং অনুচ্ছেদ অনুযায়ী) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডি.ডি. করার পরিবর্তে সোনালীসেবা” এর মাধ্যমে সংশিষ্ট খাতে যে কোন সোনালী ব্যাংকের শাখায় জমা দেয়ার তারিখ সংশিষ্ট কলেজ Login এর মাধ্যমে Admission payment info (Honours) অপশনে ক্লিক করে Pay Slip ডাউনলোড করবে৷ Pay Slip এ ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তির কার্যক্রমের ‘রেজিস্ট্রেশশন ফি’খাতের সঞ্চয়ী হিসাব নম্বর ১০০০০০১৩৪ উল্লেখ পূর্বক মোট টাকার অংক লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে যেকোন ‘সোনালী সেবা’ প্রদানকারী নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবেঃ ২৬/১১/২০১৫ থেকে ৩০/১১/২০১৫ তারিখে। 

আপনার সংযোগ(সিম) টির তথ্য হালনাগাদ করুন এখনই

আজই শেষ দিন।ঘোষণা মোতাবেক মোবাইল তথ্য পাঠানোর শেষ সময় ১৫ নভেম্বর। তাই আর দেরি না করে পরিচিত ও অপরিচিত সকল বন্ধু-বান্ধব,ভাই-বোন,চাচা -ভাতিজা,মামা-মামী সকল শুভাকাংখী দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনাদের ব্যবহৃত সংযোগ(সিম) টির তথ্য হালনাগাদ করতে নিম্নলিখিত পদ্ধতি অনুসরন
করুনঃ-
এন.আইডি সিরিয়াল নাম্বার,আপনার জন্ম তারিখ (জাতীয় পরিচয় পত্র অনুযায়ী), আপনার নাম এবং পাঠিয়ে দিন 1600 এই নাম্বারে।
উধাহরণ স্বরুপঃ-
NID,21-03-1971,East To West 24
and send to 1600(Toll Free)

বিস্তারিত তথ্যের জন্য কল করুন হেল্পলাইনেঃ-
এয়ারটেলঃ-786
বাংলালিংকঃ-111
রবিঃ-123
গ্রামীনফোনঃ-121
শুধু মাত্র জাতীয় পরিচয় পত্র দ্বারাই তথ্য হালনাগাদ হবে।

Friday, 13 November 2015

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্নাতক ভর্তি পরীক্ষা ২০১৫-১৬ শিক্ষাবর্ষ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আগামীকাল ১৪ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের পরীক্ষা সকাল সাড়ে ৯টা থেকে এবং ‘বি’ ইউনিটের পরীক্ষা দুপুর আড়াইটা থেকে অনুষ্ঠিত হবে। তবে নিরাপত্তা ও অন্যান্য কাজের সুবিধার জন্য পরীক্ষা শুরুর এক ঘন্টা আগেই কেন্দ্রে প্রবেশের জন্য ভর্তি কমিটি কর্তৃক অনুরোধ জানানো হয়েছে।

সাস্টের এবারের ভর্তি পরীক্ষায় নিম্নোক্ত মডেলের ক্যালকুলেটরসমূহ ব্যবহার করা যাবেঃ-
CANON F200, F401, F402, F500, F501, F502,F601, F602, F604, F612, F720
CASIO FX82 SUPER,FX82MS,FX100MS, FX100,ES, FX100 ES PLUS,FX115MS, FX570MS,FX570ES, FX570 ES PLUS, FX570W, FX911MS,FX911S, FX991D, FX991ES, FX991 ES PLUS ,FX991H, FX991MS, FX992S SHARP EL506L, EL506R, EL506V, EL509G, EL509L, EL509R, EL509V, EL510R, EL520G,EL520L, EL531GH, EL531LH, EL531P, EL531RH,EL531V, EL531VB, EL531VH, EL546G, EL546L,EL546R, EL546VA, EL553, EL556G, EL556L TEXAS INSTRUMENTS BA REAL ESTATE, BA35SOLAR, BAIIPLUS, TI 25STAT, TI 30 Challenger, TI 30X, TI 30XA, TI 30X SOLAR,TI-30XIIS, TI-30XIIB, TI 32 Xplorer PLUS, TI 34TI 35X, TI 36 SOLAR, TI 36X SOLAR

Sunday, 8 November 2015

দীর্ঘ সাত বছর পর কুয়েতে খুলল বাংলাদেশের শ্রমবাজার

মধ্যপ্রাচের অনেক দেশে বাংলাদেশী ভিসা বন্ধ।আলোর মুখ দেখতে শুরু করছে সৌদি আরব এর ভিসা খোলার মধ্যদিয়ে। অপেক্ষায় আছে সংযুক্ত আরব আমিরত। সাত বছর পর আবারো খুলছে কুয়েতে বাংলাদেশের শ্রমবাজার। ইতিমধ্যে সে দেশের একটি প্রতিষ্ঠান ৫৯২ জন শ্রমিক নিতে চাহিদাপত্র পাঠিয়েছে বলে জানিয়েছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো-বিএমইটি।
বিএমইটির তথ্য অনুযায়ী, ১৯৭৬ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত কুয়েতে চার লাখ ৮০ হাজার বাংলাদেশী শ্রমিকের কর্মসংস্থান হয়। বাংলাদেশী শ্রমিকদের বিরুদ্ধে কিছু আইন ভঙ্গ করার অভিযোগ এনে, ২০০৭ সাল থেকে বাংলাদেশী শ্রমিক নেয়া প্রায় বন্ধ রাখে কুয়েত সরকার।
তবে চলতি মাসেই কুয়েতে আবারো শ্রমিক পাঠানো যাবে বলে জানিয়েছেন বিএমইটির মহাপরিচালক বেগম শামসুন নাহার।
তিনি জানান, কয়েকটি প্রতিনিধি দল কয়েক দফায় কুয়েত সরকারের সঙ্গে বৈঠকের পর দেশটি বাংলাদেশ থেকে আবারো শ্রমিক নিতে রাজি হয়।প্রসঙ্গত, বিশ্বের যে কয়টি দেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে তার মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত অন্যতম।

Saturday, 7 November 2015

প্রিন্স আব্দুল আজিজ পুরস্কার পেলো বাংলাদেশি কিশোর নাজমুস সাকিব

বাংলাদেশি কিশোর নাজমুস সাকিব অন্ধ এবং চলাচলে অক্ষম ব্যক্তিদের জন্য স্মার্ট কন্ট্রোল গ্লাস তৈরি করে আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে প্রিন্স আব্দুল আজিজ উদ্যোক্তা পুরস্কার জিতেছে।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ নেওয়া ৪০টি দেশের মধ্যে সেরা উদ্যোক্তা পুরস্কার জিতে নেয় সাকিব। সে ঢাকা বিএসআইআর স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।নাজমুস সাকিবের আবিস্কার স্মার্ট কন্ট্রোল গ্লাস ব্যবহার করে অন্ধরা পথ চলতে পারবেন। চলার পথে ডানে-বামে ১৮০ ডিগ্রি কোণে কোনো বস্তুর অস্তিত্ব পেলেই সংকেত দেবে এ গ্লাস। এ গ্লাস ব্যবহার করে প্যারালাইজড অথবা অন্য কোনো কারণে চলাফেরায় অক্ষম ব্যক্তি এই
গ্লাস ব্যবহার করে রুমের লাইট, ফ্যান চালাতে এবং বন্ধ করতে পারবেন।

রিয়াদের রিজ কাল্টন হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সাকিবের হাতে পুরস্কার তুলে দেন দ্য সেনটেনিয়াল ফান্ডের (টিসিএফ) বোর্ড অব ডিরেক্টর আব্দুল আজিজ আল মোতাইরি। বিশ্ব বাজারে বর্তমানে যে স্মার্ট কন্ট্রোল গ্লাস পাওয়া যায় তার মূল্য কমপক্ষে ১ হাজার ডলার।কিন্তু তার স্মার্ট কন্ট্রোল গ্লাস মাত্র ৩ হাজার টাকায় কেনা যাবে।

Friday, 6 November 2015

দাঁতের মাড়ি থেকে রক্ত পড়লে যা করবেন

দাঁতের মাড়ি থেকে রক্তক্ষরণের বেশির ভাগ ক্ষেত্রে কারণটা হলো মাড়ির প্রদাহ। দাঁতে প্লাক বা দন্তমল জমা হওয়ার কারণে মাড়িতে প্রদাহ হয়। এটাকে বলা হয় জিনজিভাইটিস। এ সমস্যায় পরবর্তী সময়ে দাঁত ও চোয়ালের হাড়ও আক্রান্ত হয়। সেই সমস্যাকে বলে পেরিওডন্টাইটিজ। অন্য যেসব কারণে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়তে পারে, সেগুলো হলো-

১. খুব শক্ত ব্রাশ দিয়ে দাঁত মাজা
২. কৃত্রিম দাঁত ঠিকমতো ফিট না করা
৩. অ্যাসপিরিন জাতীয় ওষুধ সেবন
৪. রক্তের নানা রকম রোগ (যেমন লিউকেমিয়া)
৫. ডেঙ্গুজ্বরের মতো সংক্রমণ, যকৃতের সমস্যা ইত্যাদি
৬. ভিটামিন ‘কে’-এর অভাব, 

★স্কার্ভি হলে যা করণীয়★
১. রক্তক্ষরণ বেশি হলে এক টুকরো তুলা বা গজ বরফ ঠাণ্ডা পানিতে ভিজিয়ে মাড়ির ওই ক্ষত জায়গাটায় চেপে ধরুন। একটু পর রক্ত পড়া বন্ধ হবে
২. বেশি রক্ত পড়লে অ্যাসপিরিন জাতীয় ওষুধ সেবন আপাতত বন্ধ রাখুন
৩. নরম শলাকার টুথব্রাশ ব্যবহার করুন। লবণ-পানি দিয়ে মুখ কুলি করুন। দাঁত পরিষ্কার করার তন্তু বা সুতা (ফ্লস) ব্যবহার করতে পারেন
৪. ছয় মাস পরপর দন্তমল পরিষ্কার করার জন্য দন্ত চিকিৎসকের সঙ্গে দেখা করুন
৫. তামাক ও জর্দা পরিহার করুন
৬. পেয়ারা, আমলকী, জাম্বুরা, কলা, কমলা,কামরাঙা ইত্যাদি ফল, পালংশাক, পুঁইশাকসহ লাল-সবুজ-হলুদ শাকসবজি এবং সালাদ নিয়মিত খেলে ভিটামিনের অভাব হবে না
৭. মাড়ি থেকে অতিরিক্ত ও বারবার রক্তক্ষরণ এবং সঙ্গে অন্যান্য গুরুতর উপসর্গ (যেমন জ্বর, ওজন হ্রাস ও শরীরে অন্যান্য জায়গা থেকে রক্তক্ষরণ) হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
একটু যত্ন নিলেই দাঁত দিয়ে রক্ত পড়ার সমস্যা আর
থাকবে না।

Monday, 2 November 2015

চারকোল (পাটজাত পণ্য) বাংলাদেশে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের সোনালি আঁশখ্যাত পাট হারিয়েছে তার গৌরব। তবে আন্তর্জাতিক বাজারে পাটজাত অনেক দ্রব্যের চাহিদা বাড়ছে এখনো। পণ্যগুলোর রফতানি বাজার ধরতে পারলে পাটের হারানো গৌরব পুনরুদ্ধার সম্ভব। এ রকমই একটি সম্ভাবনাময় পণ্য পাটখড়ি পুড়িয়ে তৈরি কয়লা বা চারকোল। জানা গেছে, পণ্যটি রফতানির মাধ্যমে বার্ষিক রফতানি আয় বাড়ানো সম্ভব আড়াই হাজার কোটি টাকা। বস্ত্র ও পাট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্ভাবনাময় এ পণ্যটির বিকাশে সরকারও এগিয়ে আসছে।

জানা গেছে, দেশে প্রথম বাণিজ্যিকভাবে চারকোল উত্পাদন শুরু হয় ২০১২ সালে। ওই বছরই চীনে প্রথম চালান পাঠানোর মাধ্যমে রফতানিমুখী পণ্য হিসেবে অভিষেক ঘটে দেশে উত্পাদিত চারকোলের। বর্তমানে পণ্যটির চাহিদা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। দেশে বাণিজ্যিকভাবে পণ্যটির উত্পাদন বাড়লে আগামীতে জাপান,ব্রাজিল, তুরস্ক, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে চারকোল রফতানি সম্ভব হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে প্রতিবছর প্রায় ৩০ লাখ টন পাটকাঠি উত্পাদিত হয়। এর মধ্যে ৫০ শতাংশের সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করা গেলে চারকোলের বার্ষিক উত্পাদন দাঁড়াতে পারে প্রায় ২ লাখ ৫০ হাজার টনে, যা বিদেশে রফতানির মাধ্যমে বার্ষিক বৈদেশিক মুদ্রার আয় বাড়ানো সম্ভব প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। একই সঙ্গে সারা দেশে বাড়বে কর্মসংস্থানের সুযোগ।বিশ্বব্যাপী চারকোলের ব্যবহার বহুমুখী। ফেসওয়াশ,ফটোকপিয়ারের কালি, পানির ফিল্টার, বিষ ধ্বংসকারী ওষুধ, জীবন রক্ষাকারী ওষুধ, দাঁত পরিষ্কারের ওষুধসহ আরো বিভিন্ন পণ্য তৈরিতে ব্যবহূত হয় চারকোল।
বাংলাদেশে বর্তমানে চারকোল উত্পাদনকারী প্রতিষ্ঠানের সংখ্যা ১০-১২টি। এর মধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হলো সানবিম কর্পোরেশন, মাহফুজা অ্যান্ড আহান এন্টারপ্রাইজ,জামালপুর চারকোল লিমিটেড ও রিগারো প্রাইভেট লিমিটেড। এছাড়াও অপ্রাতিষ্ঠানিকভাবে চারকোলের উত্পাদন শুরু হয়েছে জামালপুর,নারায়ণগঞ্জ, রাজশাহী, পাবনা, রাজবাড়ী,ফরিদপুর, গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায়।
সানবিম কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল এর বলেন, ‘চারকোল উত্পাদনকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে দেশে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব।তবে এ সম্ভাবনা বাস্তবায়ন করতে হলে উত্পাদনকারী প্রতিষ্ঠানগুলোর সরকারি সহযোগিতা প্রয়োজন। পাটজাত পণ্য উত্পাদক হিসেবে গত এক বছর ধরে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি। এরই মধ্যে পাট মন্ত্রণালয় থেকে সহায়তার আশ্বাসও পেয়েছি আমরা। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী,চারকোল উত্পাদন খাতে সরকারি সহযোগিতা হিসেবে প্রস্তাবিত বিষয়গুলোর মধ্যে রয়েছে একে একটি উদীয়মান শিল্প হিসাবে ঘোষণা, উত্পাদনকারী প্রতিষ্ঠানগুলোর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত বা সহযোগী প্রতিষ্ঠানে রূপান্তরের সুযোগ সৃষ্টি, শিল্পটির জন্য দ্রুত পৃথক নীতিমালা তৈরি এবং সরকারি-বেসরকারি সহযোগিতার পাশাপাশি ব্যাংক ঋণের ব্যবস্থা নিশ্চিত করা।
চারকোল উত্পাদনকারীদের মতে, নতুন বলেই খাতটিকে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়। এর মধ্যে কাঁচামালের সরবরাহ সংকটের পাশাপাশি রয়েছে সাম্প্রতিক সময়ে পাটকাঠির মূল্যবৃদ্ধি। এসব সমস্যা মোকাবেলার জন্য পাট মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
জানা গেছে, গত ২৮ ও ২৯ অক্টোবর বিষয়গুলো নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে একটি সভা হয়। সভায় উত্পাদনকারীদের সমস্যাগুলো দূর করার জন্য সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশনা দেয়া হয়। জানা গেছে, বিষয়টি নিয়ে খুব শিগগিরই একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজনের উদ্যোগ নেয়া হচ্ছে।
বিষয়টি নিয়ে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম জানান, চারকোল বাংলাদেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এতে পাট উত্পাদনে আবারো আগ্রহী হবেন কৃষকরা। এভাবেই ফিরিয়ে আনা হবে সোনালি আঁশের হারানো ঐতিহ্য।

বীরশ্রেষ্ঠ মতিউরের লেখা তাঁর স্ত্রীর উদ্দেশ্যে শেষ চিঠি

"বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের লেখা তাঁর স্ত্রীর উদ্দেশ্যে শেষ চিঠি"

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান (২৯শে অক্টোবর, ১৯৪১-২০শে আগস্ট, ১৯৭১) একজন বাংলাদেশী মুক্তিযোদ্ধা। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ হন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয় ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান তাদের মধ্যে অন্যতম।বীরশ্রেষ্ঠ মতিউরের লেখা তাঁর স্ত্রীর উদ্দেশ্যে শেষ চিঠি।

Saturday, 31 October 2015

বাংলাদেশিদের জন্য সুইডিশ সরকারের স্কলারশিপ (Swedish Government Scholarship For Bangladeshi Student)

‘সুইডিশ সরকারের স্কলারশিপ’
এখনই সময় প্রস্তুত হতে।
The Swedish Institute Study Scholarships (SISS) সংক্ষেপে SI স্কলারশিপ নামে পরিচিত। এই স্কলারশিপের আবেদন করতে হবে ডিসেম্বরে। প্রস্তুতির সময় এখনই। গুরুত্বপূর্ণ বিষয় ও লিংক নিচে তুলে ধরা হলো।
০১. এই স্কলারশিপ দেয়া হয় মাস্টার্স স্টাডির জন্য। দুই বছর (চার সেমিস্টার) ফুল স্কলারশিপ দেয়া হবে। প্রথমে এক বছরের(দুই সেমিস্টার) বৃত্তি দেয়া হ। পরবর্তীতে কোর্স ও সেমিস্টারের অগ্রগতির উপর ভিত্তি করে দ্বিতীয় বছরের বৃত্তি দেয়া হয়। কারণ অনেকে যথা সময়ে কোর্স ও পরীক্ষায় ভাল ফলাফল করতে ব্যার্থ হয়। প্রতি মাসে ৯০০০ সুইডিশ ক্রোনর বৃত্তি দেয়া হয়।ভ্রমণের জন্য এককালীন ১৫০০০ সুইডিশ ক্রোনর।
০২. বাংলাদেশের জন্য কতটি স্কলারশিপ দেয়া হবে সেটা উল্লেখ করা থাকে না।
০৩. আবেদনের প্রথম ধাপেই একটি সাইট সম্পর্কে খুব ভালো করে জেনে নেওয়া উচিত। সেটি হলো
https://www.universityadmissions.se ; এখান থেকেই শুরু করতে হবে। সাইটে গেলেই দেখা যাবে লেখা আছে, Start your journey here!এই সাইটে একটি একাউন্ট খুলতে হবে। এটা আবশ্যক(Must)।একাউন্ট খুলতে গেলে দুটি অপশন থাকে। বাংলাদেশ থেকে আবেদন করতে গেলে ডান দিকের অপশন ফলো করতে হবে (No I don't have Swedish personal ID number!) একাউন্ট খুলে ফেলুন এখনই!মনে রাখা গুরুত্বপূর্ণ, নিজ নিজ একাউন্টের মাধ্যমে সকল প্রকার আবেদন করতে হবে।
০৪. দুইটি রাউন্ডে আবেদন করতে হবে। প্রথম রাউন্ড আবেদনের সময় ১-১৫ ডিসেম্বর। প্রথম রাউন্ডে উর্ত্তীণ হলে দ্বিতীয় রাউন্ডে আবেদন করতে হবে ১-১৩ ফেব্রুয়ারী। তারপর যারা বৃত্তি পাবে তাদের নাম এপ্রিল-২০১৬ প্রকাশ করা হবে (ই-মেইল করা হবে)। সেশন ( Autumn) শুরু হবে August-2016 থেকে।
০৫. প্রথম রাউন্ডে উত্তীর্ণ হলে দ্বিতীয় রাউন্ডে আবেদনের পূর্বে আবেদন ফি বাবদ ৯০০ (নয় শত) সুইডিশ ক্রোনর pay করতে হবে। ব্যক্তিগত ডেবিট/ক্রেডিট কার্ড না থাকলেও, ব্যাঙ্কের মাধ্যমে আবেদনের টাকা পে/ট্রান্সফার করা যাবে। টাকা ট্রান্সফার নিয়ে বিস্তারিত জানার নির্দিষ্ট লিংক: https://www.universityadmissions.seen/All-you-need-to-know1/Applyingfor-studies/Fees-and-scholarships/Paying-your-application-fee/
০৬. চারটি ডকুমেন্ট প্রস্তুত রাখতে হবে এখনই: মটিভেশন লেটার/কাভার লেটার(Motivation Letter), CV, দুইটি রেফারেন্স লেটার, পাসপোর্ট (স্ক্যান)।
০৭. CV হতে হবে ইউরোপিয়ান স্টাইলে। যেটা বলা হয় Europass; এই ফরমেটে সিভি তৈরির জন্য দেখতে হবে এই লিংক: http://europass.cedefop.europa.eu/en/documents/curriculum-vitae
০৮. ইংরেজিতে ইউরোপাস ফরমেটের পিডিএফ
ফাইলের জন্য দেখুন এই লিংক: file://C:/Users/
rauful/Downloads/CVInstructions.pdf
০৯. Motivation letter এবং রেফারেন্স লেটারের ফরমেট নিজের ইচ্ছেমতো হলে চলবে না। সেটার জন্যও নির্দিষ্ট ফরমেট(SI format) অনুসরন করতে হবে। নির্দিষ্ট ফরমেট খুঁজে নিন এই লিংকে:
https://eng.si.se/?s=Motivation+letter&submit=Search
১০. IELTS/TOFEL ছাড়াও অনেক প্রোগ্রামেই আবেদন করা যায়। সেক্ষেত্রে আপনার স্টাডি অব মিডিয়াম(স্নাতক/স্নাতকোত্তর) ইংরেজিতে হতে হবে এবং সেটির প্রমাণ লাগবে। মনে রাখা আবশ্যক, শুধু মাত্র IELTS/TOFEL স্কোর কখনোই কোন দেশে বৃত্তি সুনিশ্চিত করে না। বিশেষ করে বিজ্ঞানে তো নয়ই। এটা ভাষা-জ্ঞানের সনদ এবং আবেদনের জন্য একটি requirement; নিজের পড়াশুনার ক্ষেত্রের বা গবেষণার দক্ষতার যাচাই নয়—আমরা অনেকেই এই সহজ বিষয়টা ঠিক মতো বুঝি না।
১১. SI স্কলারশিপ বিষয়ক আরো বিস্তারিত জানতে হলে অনুসরন করতে হবে যে লিংক: https://eng.si.se/areas-of-operation/scholarships-and-grants/the-swedish-institute-study-scholarships/siss-application-procedure-and-key-dates/

আশা করি আপনাদের একটু হলেও কাজে আসবে।

Friday, 30 October 2015

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ হয়েছে। প্রকাশিত সময়সূচি অনুসারে এই পরীক্ষা আগামী ১৯ নভেম্বর ২০১৫ তারিখ থেকে শুরু হয়ে তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ২৯ ডিসেম্বর ২০১৫ তারিখে শেষ হবে।তাহলে দেখে নেই পরীক্ষার বিস্তারিত সময়সূচি:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল এবং প্রফেশনাল কোর্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ


★★★জাতীয় বিশ্ববিদ্যালয় National University:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার
ফলাফল প্রকাশিত হয়েছে।

অনলাইন এ ফলাফল পেতে ভিজিট করুন www.nu.edu.bd/results

অথবা ম্যাসেজ অপশনে গিয়ে NU <স্পেস>H3<স্পেস>ROLL লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে।

★★★জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল কোর্সে ভর্তির মেধাতালিকা প্রকাশিত হয়েছে  ২৯ শে অক্টোবর। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ শিক্ষাবর্ষের মাস্টার্স / ডিপ্লোমা (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমের মেধা তালিকা ২৯ অক্টোবর ২০১৫ তারিখে প্রকাশ করা হয়। SMS এর মাধ্যমে ফলাফল জানতে nu<স্পেস>atpm<স্পেস>Roll No
টাইপ করে ১৬২২২ নাম্বারে Send
করেন।এবং অনলাইন এ জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 
ওয়েবসাইট ( www.nu.edu.bd/admissions অথবা
www.admissions.nu.edu.bd ) ভিজিট করুন।

Wednesday, 28 October 2015

গ্রামীণফোনে সর্বোচ্চ ১ জিবি ডাটা একদম ফ্রি (Get Maximum 1GB Gp internet free)

গ্রামীণফোন সকল নন ডাটা ব্যবহারকারীদের জন্যে নিয়ে এলো দারুণ একটি অফার। এখন নন ডাটা ব্যবহারকারীরা নিজেরা এবং বন্ধুদরে ইন্টারনেট জগতে নিয়ে এসে পেতে পারো র্সবোচ্চ ১ জিবি ডাটা একদম ফ্রি। অফারটি অ্যাকটিভেট করতে “G1” লিখে পাঠিয়ে দাও ৯৯৯৯ নম্বরে আর প্রথমইে পাও ২৫০এমবি। এরপর তোমার বন্ধুদের ইন্টারনেট এর দুনয়িায় নিয়ে আসতে, তাদরে নম্বর থকেে G1 <স্পেস> তোমার নম্বর লিখে ৯৯৯৯ নম্বরে পাঠালে, তাদের সাথে সাথে তুমিও পাবে ২৫০ এমবি ইন্টারনেট ফ্রী!
G1 লিখে 9999-এ পাঠানোর সাথে সাথে তুমি পেয়ে যাবে ২৫০ এমবি ফ্রি ডাটা। এরপর তোমার বন্ধুরা G1 <স্পেস> তোমার নম্বর 9999-এ পাঠিয়ে আবারো উপভোগ করতে পারবে ২৫০ এমবি র্পযন্ত ফ্রি ডাটা। এভাবে তোমার অসংখ্যক বন্ধু ২৫০এমবি ফ্রি ডাটা পেতে পারে। আর তুমি তোমার প্রথম ৩জন বন্ধুর জন্য পাবে ২৫০ এমবি করে ৩বার, আর নিজে একবার অর্থাৎ মোট ১ জিবি ডাটা ফ্রী!! আর দেরি কিসের?

গ্রাহকগণ যারা গত ৯০ দিনে ১৫০ কেবি-এর কম ডাটা ব্যবহার করেছেন তারা নন ইন্টারনেট ইউজার হিসেবে বিবেচিত হবে।

গ্রাহকগণ সাথে সাথে বোনাস ডাটা পেয়ে যাবেন । একজন যোগ্য গ্রাহক এই অফারটি থেকে র্সবোচ্চ ১ জিবি ইন্টারনটে পেতে পারেন (প্রথমে ২৫০ এমবি এবং ৩জন বন্ধুর মাধ্যমে পরর্বতীতে ৭৫০ এমবি)
ক্যাম্পইেন চলাকালীন সময়ে বিনামূল্যে ২৫০ এমবি ডাটা পেতে একজন নন ডাটা ব্যবহারকারী তার নম্বর তার অসংখক নন ডাটা ব্যবহারকারী বন্ধুদের পাঠাতে পারবেন ইন্টারনেট ব্যালন্সে জানতে ডায়াল *৫৬৭#
বিঃদ্রঃ অফারটি পোস্টপইেড গ্রাহকদরে জন্য প্রযোজ্য নয়।

২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তির আবেদন ফরম পূরণের শেষ সময় আজ রাত ১২ টা পর্যন্ত

২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তির আবেদন ফরম পূরণের শেষ সময় আজ রাত ১২ টা পর্যন্ত ।
অনেকেই আছে যারা এখন ও জানেনা ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদন
ফরম পূরণ ও সংশ্লিষ্ট কলেজ কর্তৃক ফরম নিশ্চয়নের সময় বৃদ্ধি করা হয়েছে, এমনকি অনেকে এখন ও আবেদন করে নাই।

-> অনলাইনে আবেদনের শেষ সময়: ২৮ শে
অক্টোবর রাত ১২ পর্যন্ত।

-> আবেদন পত্র সংশ্লিষ্টৈ কলেজে জমা
দেওয়ার শেষ তারিখ : ১ লা নভেম্বর ২০১৫

-> আবেদন পত্র কলেজ কতৃক নিশ্চয়নের
শেষ তারিখ: ৩ রা নভেম্বর ২০১৫

-> ভর্তির ফলাফলের তারিখ/ ফলাফল পরবর্তীতে
জানানো হবে।

তাহলে যারা এখনো আবেদন কর নাই তাড়াতাড়ি করে নাও,বুঝতেই তো পাচ্ছ একদম সময় নেই।

১ জিবি ইন্টারনেট ১৫০ টাকা (1GB internet is only for 150 Tk)

১ জিবি ইন্টারনেট ১৫০ টাকা
আপনারা daily socialization এর জন্য গ্রামীণফোনে এখন পাচ্ছেন পুরো ১GB ইন্টারনেট মাত্র ১৫০ টাকায় (মেয়াদ ১৪ দিন)।
অফারটি পেতে ডায়াল *৫০০০*১০৯# ।অফারটি শুধুমাত্র গ্রামীণফোন-এর প্রিপেইড গ্রাহকগণের জন্য প্রযোজ্য। ১ জিবি ইন্টারনেটের মেয়াদ ১৪ দিন। ১ জিবি ইন্টারনেটের মূল্য ১৫০ টাকা । ৩% সম্পূরক শুল্ক এবং সম্পূরক শুল্কসহ উল্লিখিত মূল্যের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য। *৫৬৭# ডায়াল করে গ্রাহকগণ অবশিষ্ট ভলিউম চেক করতে পারবেন পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অফারটি চলবে আর deactivate করতে SMS করুন “STOP” লিখে 5000 নম্বর এ।