Monday, 1 June 2015

বাংলাদেশের জনপ্রিয় ব্লগ সমূহ

আমরা প্রায় সময় ভাবি বা জানতে চাই-বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্লগিং সাইট কোন গুলো এবং সেগুলো কি একই বৈশিষ্ট্যের নাকি বৈচিত্র্যতা আছে?
বর্তমান সময়ে বাংলা ভাষায় বেশ ভালো ভালো ব্লগ রয়েছে। তবে  দীর্ঘদিন ধরে অনুসরণ করছি বলে আমার ভালো লাগা ব্লগের মধ্যে আমি বলতে পারি "সামহোয়্যার ইন ব্লগ"  কে। এতে দেশের শীর্ষস্থানীয় অনেক ব্লগাররা লেখে থাকেন ।লেখাগুলোতে অনেক বৈচিত্র্যময়তা ও খোঁজে পাই। সমসাময়িক বিষয়ের উপর মানুষের মনের কথা এতে পাবেন, এরপর আছে প্রথম আলো ব্লগ, এতেও অনেক তরুন লেখক লিখে থাকেন। আমার ব্লগ ও বেশ ভালো একটি ব্লগ সাইট। আর টেক টিউন এর সাথে পরিচর নেই এমন টেক পাগলা খুব কম ই আছে। এখানে আপনি টেকনোলোজিক্যাল যাবতীয় সাপোর্ট পাবেন।"কবিতা ব্লগ" আমার সব থেকে ভালো লাগা আরেক টি ব্লগ , নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আপনি অসাধারন কিছু কবিতা পাবেন।যদিও বর্তমানে কবিতা ব্লগ থেকে কবিতা পড়ার তেমন একটা সময় পাই না।এছাড়া ও প্রচুর জনপ্রিয় বাংলা ব্লগ রয়েছে, আমি শুধু আমার ও বন্ধু মহলে পরিচিত ব্লগ সাইট গুলো তুলে ধরলাম। আপনি আপনার পছন্দ মত যে কোন ব্লগ দেখতে পারেন।
অনেকেই বলতে পারেন, ব্লগ নিয়া লিখলেন অথচ ব্লগ গুলোর লিংক দিলেন না।তাই আপনাদের জন্য কিছু ব্লগ লিংক শেয়ার করলাম :
১। http://www.somewhereinblog.net/
২। http://prothom-aloblog.com/
৩। http://www.amarblog.com/
৪। http://www.sachalayatan.com/
৫। http://www.techtunes.com.bd/
৬। http://www.tunerpage.com/
৭। http://www.bigganprojukti.com/

No comments:

Monday, 1 June 2015

বাংলাদেশের জনপ্রিয় ব্লগ সমূহ

আমরা প্রায় সময় ভাবি বা জানতে চাই-বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্লগিং সাইট কোন গুলো এবং সেগুলো কি একই বৈশিষ্ট্যের নাকি বৈচিত্র্যতা আছে?
বর্তমান সময়ে বাংলা ভাষায় বেশ ভালো ভালো ব্লগ রয়েছে। তবে  দীর্ঘদিন ধরে অনুসরণ করছি বলে আমার ভালো লাগা ব্লগের মধ্যে আমি বলতে পারি "সামহোয়্যার ইন ব্লগ"  কে। এতে দেশের শীর্ষস্থানীয় অনেক ব্লগাররা লেখে থাকেন ।লেখাগুলোতে অনেক বৈচিত্র্যময়তা ও খোঁজে পাই। সমসাময়িক বিষয়ের উপর মানুষের মনের কথা এতে পাবেন, এরপর আছে প্রথম আলো ব্লগ, এতেও অনেক তরুন লেখক লিখে থাকেন। আমার ব্লগ ও বেশ ভালো একটি ব্লগ সাইট। আর টেক টিউন এর সাথে পরিচর নেই এমন টেক পাগলা খুব কম ই আছে। এখানে আপনি টেকনোলোজিক্যাল যাবতীয় সাপোর্ট পাবেন।"কবিতা ব্লগ" আমার সব থেকে ভালো লাগা আরেক টি ব্লগ , নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আপনি অসাধারন কিছু কবিতা পাবেন।যদিও বর্তমানে কবিতা ব্লগ থেকে কবিতা পড়ার তেমন একটা সময় পাই না।এছাড়া ও প্রচুর জনপ্রিয় বাংলা ব্লগ রয়েছে, আমি শুধু আমার ও বন্ধু মহলে পরিচিত ব্লগ সাইট গুলো তুলে ধরলাম। আপনি আপনার পছন্দ মত যে কোন ব্লগ দেখতে পারেন।
অনেকেই বলতে পারেন, ব্লগ নিয়া লিখলেন অথচ ব্লগ গুলোর লিংক দিলেন না।তাই আপনাদের জন্য কিছু ব্লগ লিংক শেয়ার করলাম :
১। http://www.somewhereinblog.net/
২। http://prothom-aloblog.com/
৩। http://www.amarblog.com/
৪। http://www.sachalayatan.com/
৫। http://www.techtunes.com.bd/
৬। http://www.tunerpage.com/
৭। http://www.bigganprojukti.com/

No comments: