অর্থের আকাশে মেঘেরা উড়ে আয়,
পাখিরা গান করে সবুজের শ্যামলিমায়;
ভ্রমরা মধু পানে-
ফুলে ফুলে ঘুরে বেড়ায়।
মৃদুমন্দ বাতাসে-
পুষ্পেরা সুবাস ছড়ায়।
চারপাশে ছেয়ে যায় মৌ মৌ গন্ধ,
প্রকৃতিও খুঁজে তাই প্রণয়-ছন্দ।
রাখালিয়া বাজে বাঁশি-
বনের ঐ ধারেতে;
কলসি কাঁধে গাঁয়ের বধূ,
তরুণীও যায় পানিতে।
ফুলে ফুলে আজ সুশোভিত,
অনুদ্রিলার ছোট্ট কানন।
কাটাবিহীন সব কলি তুলতে,
অর্থের নেইকো বারণ।
তাই, আজ সে দিয়েছে
সাদা পাঞ্জাবি গায়;
অনুদ্রিলাও হেঁটে আসে
আলতা রাঙা পায়।
অপ্সরী নৃত্য করে-
শুনে দেবালয়ের ঘণ্টে;
কোকিলের কুহুকুহু তখন-
দুজনার কণ্ঠে।
সময়ের পরিক্রমায়
আজো যে একত্রিশ
মাসের পালাক্রমে,
হয়নি যে উনিশ-বিশ।
এ যেন তারুণ্যতে- শুরু শৈশব,
এ বুঝি বিরহ-প্রণয়-অনুভব,
দেখা করে দুজনা রেখে দিয়ে সব।
[উৎসর্গ- অর্থ + অনুদ্রিলা]
পাখিরা গান করে সবুজের শ্যামলিমায়;
ভ্রমরা মধু পানে-
ফুলে ফুলে ঘুরে বেড়ায়।
মৃদুমন্দ বাতাসে-
পুষ্পেরা সুবাস ছড়ায়।
চারপাশে ছেয়ে যায় মৌ মৌ গন্ধ,
প্রকৃতিও খুঁজে তাই প্রণয়-ছন্দ।
রাখালিয়া বাজে বাঁশি-
বনের ঐ ধারেতে;
কলসি কাঁধে গাঁয়ের বধূ,
তরুণীও যায় পানিতে।
ফুলে ফুলে আজ সুশোভিত,
অনুদ্রিলার ছোট্ট কানন।
কাটাবিহীন সব কলি তুলতে,
অর্থের নেইকো বারণ।
তাই, আজ সে দিয়েছে
সাদা পাঞ্জাবি গায়;
অনুদ্রিলাও হেঁটে আসে
আলতা রাঙা পায়।
অপ্সরী নৃত্য করে-
শুনে দেবালয়ের ঘণ্টে;
কোকিলের কুহুকুহু তখন-
দুজনার কণ্ঠে।
সময়ের পরিক্রমায়
আজো যে একত্রিশ
মাসের পালাক্রমে,
হয়নি যে উনিশ-বিশ।
এ যেন তারুণ্যতে- শুরু শৈশব,
এ বুঝি বিরহ-প্রণয়-অনুভব,
দেখা করে দুজনা রেখে দিয়ে সব।
[উৎসর্গ- অর্থ + অনুদ্রিলা]