বিষন্ন সকাল
তুমি ছাড়া
বিষন্ন বিকেল
তুমি ছাড়া
জ্যোৎস্নাটাও যেন বিষন্ন
তোমায় ছাড়া
জ্যোৎস্নাটাও যেন বিষন্ন
তোমায় ছাড়া
আমি পারবোনা ছেড়ে
থাকতে তোমায়
বাচঁবোনা ছেড়ে
থাকতে তোমায়
দাওনা দেখা একটু আমায়
আমি আবার
তোমায় নিয়ে বাঁচতে চাই
আমি আবার
তোমায় ঘিরে থাকতে চাই
প্রতি সুখে আর দুঃখে
তোমাকেই যে চাই
বিষন্ন সকাল
তুমি ছাড়া
বিষন্ন বিকেল
তুমি ছাড়া
জ্যোৎস্নাটাও যেন বিষন্ন
তোমায় ছাড়া
জ্যোৎস্নাটাও যেন বিষন্ন
তোমায় ছাড়া ।
উৎসর্গ - অনুদ্রিলা
Friday, 15 July 2016
তুমি ছাড়া
Sunday, 10 July 2016
বিশ্ব পরিবার (গীতিকাব্য )
একটা ভুবন আমাদের সবার,
প্রত্যয় মোদের বিশ্ব পরিবার গড়ার,
ছোট্টছোট্ট অভিপ্রায়, দৃঢ় মনোবল,
তারুণ্যের জয়গান গেয়ে-
কররে দেহমনে শক্তি সঞ্চার-
আয়রে তোরা এগিয়ে চল।।
ঐ কালো আঁধারে অমানিশা পেরিয়ে-
যাইরে আজ তেপান্তরের মাঠে চল।
বিশ্ব পরিবার গড়ব মোরা-
অগ্নিবীণায় তুই আওয়াজ তুল।।
প্রত্যয় মোদের বিশ্ব পরিবার গড়ার,
ছোট্টছোট্ট অভিপ্রায়, দৃঢ় মনোবল,
তারুণ্যের জয়গান গেয়ে-
কররে দেহমনে শক্তি সঞ্চার-
আয়রে তোরা এগিয়ে চল।।
ঐ কালো আঁধারে অমানিশা পেরিয়ে-
যাইরে আজ তেপান্তরের মাঠে চল।
বিশ্ব পরিবার গড়ব মোরা-
অগ্নিবীণায় তুই আওয়াজ তুল।।
Labels:
কবিতা
ছিলটি মোর মাইরমাত। মুই ছিলটি মাতি আর নাগরি হরফে লেকি। আফনেও কুল্লে আড়াই দিনে হিকিলতা ফারবা ছিলটি নাগরি
Friday, 1 July 2016
অবসাদ
ওর চলে যাওয়া, তোমার অবহেলা
না বলা কিছু কথা-
নির্মমভাবে আঘাত করেছিল।
এ জন্যে তো প্রায় তিন মাস-
ঘর থেকে বেরুই নি।
রাতগুলো কেটে যেত বেলকুনিতে বসে।
ক্লাস! তা তো ভুলে গেছিলাম,
উপলব্ধি করতাম বাবার চুপিসারে অশ্রুবিসর্জন,
মায়ের চোখে যা অনেক আগে শুকিয়ে গেছে।
আজও একসাথে হাঁটি, মাস্তি করি,
ভেব না, ওর স্বার্থ তোমার দ্বারে।
যে হৃদয়টা বহু আগে মরে গেছে-
সে জানে, কিভাবে তোমায় বাঁচিয়ে রাখবে।
যা কিছু ভাব, তাঁবেদার-ভৃত্য
কী স্বার্থে আসতো দিবারাত্র নিত্য।
জেনে রেখো তবু;সাহায্যের দাবী নিয়ে-
আসবে না সে কবু।
তোমার পরিচয় যাকে -
করেছিল সর্বস্ব বিলীন,
মলিন করেও আপন ভূবন-
রেখেছে তোমায় রঙিন।
ছিলটি মোর মাইরমাত। মুই ছিলটি মাতি আর নাগরি হরফে লেকি। আফনেও কুল্লে আড়াই দিনে হিকিলতা ফারবা ছিলটি নাগরি
Subscribe to:
Posts (Atom)
Friday, 15 July 2016
তুমি ছাড়া
বিষন্ন সকাল
তুমি ছাড়া
বিষন্ন বিকেল
তুমি ছাড়া
জ্যোৎস্নাটাও যেন বিষন্ন
তোমায় ছাড়া
জ্যোৎস্নাটাও যেন বিষন্ন
তোমায় ছাড়া
আমি পারবোনা ছেড়ে
থাকতে তোমায়
বাচঁবোনা ছেড়ে
থাকতে তোমায়
দাওনা দেখা একটু আমায়
আমি আবার
তোমায় নিয়ে বাঁচতে চাই
আমি আবার
তোমায় ঘিরে থাকতে চাই
প্রতি সুখে আর দুঃখে
তোমাকেই যে চাই
বিষন্ন সকাল
তুমি ছাড়া
বিষন্ন বিকেল
তুমি ছাড়া
জ্যোৎস্নাটাও যেন বিষন্ন
তোমায় ছাড়া
জ্যোৎস্নাটাও যেন বিষন্ন
তোমায় ছাড়া ।
উৎসর্গ - অনুদ্রিলা
Sunday, 10 July 2016
বিশ্ব পরিবার (গীতিকাব্য )
একটা ভুবন আমাদের সবার,
প্রত্যয় মোদের বিশ্ব পরিবার গড়ার,
ছোট্টছোট্ট অভিপ্রায়, দৃঢ় মনোবল,
তারুণ্যের জয়গান গেয়ে-
কররে দেহমনে শক্তি সঞ্চার-
আয়রে তোরা এগিয়ে চল।।
ঐ কালো আঁধারে অমানিশা পেরিয়ে-
যাইরে আজ তেপান্তরের মাঠে চল।
বিশ্ব পরিবার গড়ব মোরা-
অগ্নিবীণায় তুই আওয়াজ তুল।।
প্রত্যয় মোদের বিশ্ব পরিবার গড়ার,
ছোট্টছোট্ট অভিপ্রায়, দৃঢ় মনোবল,
তারুণ্যের জয়গান গেয়ে-
কররে দেহমনে শক্তি সঞ্চার-
আয়রে তোরা এগিয়ে চল।।
ঐ কালো আঁধারে অমানিশা পেরিয়ে-
যাইরে আজ তেপান্তরের মাঠে চল।
বিশ্ব পরিবার গড়ব মোরা-
অগ্নিবীণায় তুই আওয়াজ তুল।।
Labels:
কবিতা
ছিলটি মোর মাইরমাত। মুই ছিলটি মাতি আর নাগরি হরফে লেকি। আফনেও কুল্লে আড়াই দিনে হিকিলতা ফারবা ছিলটি নাগরি
Friday, 1 July 2016
অবসাদ
ওর চলে যাওয়া, তোমার অবহেলা
না বলা কিছু কথা-
নির্মমভাবে আঘাত করেছিল।
এ জন্যে তো প্রায় তিন মাস-
ঘর থেকে বেরুই নি।
রাতগুলো কেটে যেত বেলকুনিতে বসে।
ক্লাস! তা তো ভুলে গেছিলাম,
উপলব্ধি করতাম বাবার চুপিসারে অশ্রুবিসর্জন,
মায়ের চোখে যা অনেক আগে শুকিয়ে গেছে।
আজও একসাথে হাঁটি, মাস্তি করি,
ভেব না, ওর স্বার্থ তোমার দ্বারে।
যে হৃদয়টা বহু আগে মরে গেছে-
সে জানে, কিভাবে তোমায় বাঁচিয়ে রাখবে।
যা কিছু ভাব, তাঁবেদার-ভৃত্য
কী স্বার্থে আসতো দিবারাত্র নিত্য।
জেনে রেখো তবু;সাহায্যের দাবী নিয়ে-
আসবে না সে কবু।
তোমার পরিচয় যাকে -
করেছিল সর্বস্ব বিলীন,
মলিন করেও আপন ভূবন-
রেখেছে তোমায় রঙিন।
ছিলটি মোর মাইরমাত। মুই ছিলটি মাতি আর নাগরি হরফে লেকি। আফনেও কুল্লে আড়াই দিনে হিকিলতা ফারবা ছিলটি নাগরি
Subscribe to:
Posts (Atom)