Saturday, 11 July 2015

ইন্টারনেটে বিনামূল্যে যে ১৫টি সেবা পেতে পারেন অনায়াসে

ইন্টারনেট এর কারনে আমাদের দৈনন্দিন কাজকর্ম কতটা সহজ হয়েছে তা আর বলার অপেক্ষা রাখেনা।ইন্টারনেট এমন এক মাধ্যম যেখানে এক ছাদের নিচে সব কিছুই মেলে। কিছু পরিষেবার জন্য যেমন পয়সা খরচ করতে হয়, তেমনই বেশ কিছু পরিষেবা ইন্টারনেটে পাওয়া যায় যার জন্য কোনও খরচ করতে হয় না। তেমনই কয়েকটি পরিষেবা নিয়ে এই প্রতিবেদনটি রইল আপনার জন্য-
১. ড্রাম বাজাতে ভালোবাসেন?
তাহলে আপনি ভিজিট করতেই পারেন Patatap।
যেখানে আপনি বিভিন্নরকম জ্যাম সেশনের
ভিসুয়ালস পাবেন।
২. পড়াশোর জন্য
হাজারো অপশনের মধ্যে থেকে আপনি কোন বিষয়ে
পড়াশোনা করতে চান, বেছে নিন বিষয়টুকু। বাকি
কাজটা সেরে ফেলবে Coursera নিজেই। এদের
সমৃদ্ধ জ্ঞানভাণ্ডারকে কাজে লাগান সম্পূর্ণ
বিনামূল্যে।
৩. কমিকস পড়তে চান?
দমফাটা সমস্ত কমিকস মিলবে এক ক্লিকেই। ভিজিট
করুন Dr. Mc Ninja বা comic prospector।
৪. ছবি এডিট করতে হলে
সাইন আপ করার ঝামেলা নেই। আপনার প্রিয় বন্ধুর
ছবি এডিট করতে Pixlr-এর জুড়ি মেলা ভার।
৫. হাই কোয়ালিটি গেমস খেলতে হলে
মোবাইল বা কম্পিউটারে আনলিমিটেড ডেটা
প্ল্যান থাকলে হাই কোয়ালিটির গেমস খেলুন-
BigPoint এ
৬. ১ জিবির ইমেল পাঠাতে
কাউকে বড় কোনও ফাইল ইমেল করতে হলে ব্যবহার
করুন Pando
৭. রান্না করে কাউকে ইমপ্রেস করতে চান
রকমারি রেসিপির খোঁজ পাবেন এই ঠিকানায়-
VideoJug
৮. বডি ল্যাঙ্গুয়েজ ডিটেক্ট করতে
গোয়েন্দা হওয়ার দরকার নেই। বডি ল্যাঙ্গুয়েজ
দেখে মিথ্যা ধরতে চাইলে Blifaloo সেরা অস্ত্র।
৯. টেকনিক্যাল সাপোর্ট চান
কম্পিউটার বিগড়েছে? বা ওয়েবসাইট সংক্রান্ত
কোনও তথ্য-প্রযুক্তিগত সাহায্য চান? সঙ্গে রয়েছে
Techguy।
১০. ওয়াই-ফাইয়ের হদিশ পেতে
শহরের বাইরে বেড়াতে গিয়েছেন? কোন শহরে
কোথায় কোথায় বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা
মিলবে জানতে হলে লগ ইন করুন WifiFreeSpot
ওয়েবসাইটে।
১১. বেনামে ইমেল করতে
আপনি ইমেলটি করার মাত্র ১০ সেকেন্ডের মধ্যে
আপনার ইমেল আইডিই ভ্যানিশ হয়ে যাবে। এমনই
কেরামতি 10MinuteMail-এর।
১২. ভাষা শিখতে চান?
পয়সা খরচ করে কোর্স করবেন কেন? বাড়িতে বসেই
যে কোনও ভাষা শিখতে লগ ইন করুন Duolingo-র
ওয়েবসাইটে।
১৩. ডকুমেন্টারি দেখতে ভালোবাসেন?
হাজারো অদেখা ডকুমেন্টারি দেখতে পাবেন এই
ওয়েবসাইটে। তাও একেবারে নিখরচে-
DocumentaryHeaven
১৪. তাসের খেলা শিখতে চাইলে
পার্টিতে কাউকে পটাতে হলে ছোট্ট একটা তাসের
ম্যাজিকই কিন্তু আপনাকে জেমস বন্ড করে তুলতে
পারে। আর মজাদার এই সব খেলা শিখতে চাইলে-
GoodTricks আপনাকে উপায় বাতলাবে।
১৫. বাদ বাকি সব মিলবে-
উপরের কোনওটিই যদি আপনার কাজের না হয়
তাহলে Torrent-ই আপনার শেষ ভরসা।
বেআইনিভাবে যা ডাউনলোড করতে চান, এক
ক্লিকেই কেল্লাফতে।

পরবর্তীতে সময় পেলে শিখিয়ে দেব কিভাবে টরেন্ট থেকে ডাউনলোড দিবেন।
★আর একটা কথা, আপনার পুরনো জামা হাসি ফোটাতে পারে একটি মুখে।একটু সদয় হোন।।

Friday, 10 July 2015

ব্লগ কি? ব্লগার কারা?

ব্লগ শব্দটি নিয়ে মনে হয় এই দেশের সাধারণ মানুষকে খুবই ভুল ধারণা দেওয়া হয়েছে! ব্লগার শব্দটি দিয়ে একজন মানুষকে গালি দেওয়ার চেষ্টা করা হয়। তথ্যপ্রযুক্তির জগতে ব্লগ লেখা বলতে বোঝানো হয় অনেকটা ব্যক্তিগত ডাইরী লেখার মতো। আমরা কেউ যদি আমার ব্যক্তিগত ডাইরীটি সবাইকে পড়তে দিতাম তাহলে সেটা হতো অনেকটা ব্লগ লেখার মতো। কেউ যখন তার খাতায় বা নোট বইয়ে ডাইরী লেখে তখন সে ইচ্ছে করলেও একসাথে অনেককে দেখাতে পারে না, কিন্তু ইন্টারনেটের জগতে সেটা পানির মতো সোজা। একজন মানুষ ব্লগে কিছু একটা লিখে পৃথিবীর সবাইকে সেটা দেখার সুযোগ করে দিতে পারে। সারা পৃথিবীতে এই মুহূর্তে একজন দুইজন নয়, হাজার হাজার বা লক্ষ লক্ষও নয় আক্ষরিক অর্থে কোটি মানুষ ব্লগ লেখে - যার অর্থ এই পৃথিবীতে এখন কোটি কোটি ব্লগার। কাজেই ব্লগার বলে একজন মানুষকে কীভাবে গালি দেওয়া যায় সেটা কোনোমতেই আমার মাথায় ঢুকে না। একজন মানুষকে ‘এম.এ. পাশ’ বলে গালি দিলে যেরকম হাস্যকর শোনায়, ব্লগার বলে গালি দিলেও সেটা একই রকম হাস্যকর শোনায়। আজকাল নাস্তিক এবং ব্লগার দুটো শব্দকে সমার্থক করে ফেলার জন্যে খুবই চেষ্টা করা হচ্ছে! অথচ মজার ব্যাপার হলো, যদি আমাদের কখনো ইসলাম ধর্ম (বা অন্য কোনো ধর্ম) নিয়ে কোনো জরুরী তথ্য বা বিশ্লেষণের দরকার হয় তখন আমরা সেটা খুঁজে পাই কোনো একজন ইসলামী চিন্তাবিদ ব্লগারের লেখা থেকে! যারা তাদের অপছন্দের মানুষদের ব্লগার বলে গালি দেন তাদের জানা দরকার ইন্টারনেটে শুধুমাত্র ইসলাম ধর্মের ওপরেই অসংখ্য ব্লগ আছে। অসংখ্য খাটি মুসলমান ব্লগার আছেন। - অধ্যাপক ড. জাফর ইকবাল, লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

Thursday, 9 July 2015

গ্রামীণফোনে এক বছরে ১৩ মাস


বাংগালীর নতুন রক্তচোষা গ্রামীণফোনে এক
বছরে ১৩ মাস! অতিরিক্ত ১ মাসে গ্রাহকের কোটি
কোটি টাকা নিচ্ছে।
অংকের হিসাব গড়মিল মনে হলেও বাস্তবে তা
সত্য। হ্যাঁ দেশের শীর্ষ মোবাইল অপারেটর যে
কোটি কোটি টাকা সরিয়ে নিচ্ছে সেই ভয়ংকর
ব্যাপারে আমরা কেউ জ্ঞাত তো নয়ই বরং যার ১২
মাসকে ১৩ মাস হিসেবেই ব্যবহার করছেন। ফলে
বছরে এক মাস বেশি এবং ওই এক মাসে অতিরিক্ত
রেভিউও পাচ্ছে অপারেটরটি।
সম্প্রতি গ্রামীণফোন তাদের গ্রাহকদের কিছু কিছু
ইন্টারনেট প্যাকেজে ৩০ দিনের পরিবর্তে ২৮
দিনের অফার দিচ্ছে। কোন গ্রাহক ১২ বার
ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করলেও তার দিন শেষ
হবে (১২x২৮) ৩৩৬ দিন। বছর শেষ হতে হাতে থাকে
আরও ২৯ দিন! ফলে গ্রামীণফোনের গ্রাহকরা বছরে
এক মাস অতিরিক্ত অর্থাৎ ১৩ মাসের বিল দিচ্ছেন।
বর্তমানে গ্রামীণফোনের ওয়েবসাইটে তিনটি
প্যাকেজে এই অফার দেখতে পাওয়া যাচ্ছে। নিচে
তা দেওয়া হলো -
১) http://www.grameenphone.com/personal/offers/attractive-offer-new-connection
২) http://www.grameenphone.com/notices-board/data-package-discontinuation-n ...
৩) http://www.grameenphone.com/notices-board/discontinuation-selected-data -...
এসব প্যাকেজ ছাড়াও মোবাইলে এসএমএস করে
নানান ইন্টারনেট প্যাকেজের অফার দেওয়া হচ্ছে।
আজ বুধবারও মোবাইল এসএমএস-এ ইন্টারনেট
প্যাকেজের অফারে গ্রামীণফোন লিখেছে,
"সেইরকম ইন্টারনেট অফার! এখন ১ জিবি ইন্টারনেট
+ ১ জিবি ফেসবুক (মেয়াদ ২৮ দিন); পাচ্ছেন মাত্র
১৯৯ টাকায় (+VAT & SD)। অ্যাক্টিভেট করতে
ডায়াল *৫০০*৪৮#"।
এদিকে গ্রামীণফোনের এই কৌশলী ব্যবহারের
প্রতিবাদ করে অনেকেই সোশ্যাল মিডিয়াতে
স্ট্যাটাস দিয়েছেন। মো. রুবেল আহমেদ নামের
একজন লিখেছেন, আপনি এক বছরে ১২ বার নয় ১৩
বার ইন্টারনেট প্যাকেজ কিনছেন। অতিরিক্ত এই এক
মাসের খরচ থেকে গ্রামীণফোন যে কোটি কোটি
টাকা সরিয়ে নিচ্ছে সেই ভয়ংকর ব্যাপারে আমরা
কেউ জ্ঞাত তো নয়ই বরং যারা জ্ঞাত তারাও
অনেকে চুপ করে আছেন। ছোটবেলায় একবার ছিনতাই
এর শিকার হয়েছিলাম, তখন তারা ছুরি পিস্তল
নিয়ে এসেছিলো। এখন দেখছি মানুষজন মোবাইল
ব্যবহার করে ছিনতাই হচ্ছেন। এইটা ডিজিটাল যুগের
দুর্দান্ত চমৎকার একটা উদাহরণ।

Saturday, 11 July 2015

ইন্টারনেটে বিনামূল্যে যে ১৫টি সেবা পেতে পারেন অনায়াসে

ইন্টারনেট এর কারনে আমাদের দৈনন্দিন কাজকর্ম কতটা সহজ হয়েছে তা আর বলার অপেক্ষা রাখেনা।ইন্টারনেট এমন এক মাধ্যম যেখানে এক ছাদের নিচে সব কিছুই মেলে। কিছু পরিষেবার জন্য যেমন পয়সা খরচ করতে হয়, তেমনই বেশ কিছু পরিষেবা ইন্টারনেটে পাওয়া যায় যার জন্য কোনও খরচ করতে হয় না। তেমনই কয়েকটি পরিষেবা নিয়ে এই প্রতিবেদনটি রইল আপনার জন্য-
১. ড্রাম বাজাতে ভালোবাসেন?
তাহলে আপনি ভিজিট করতেই পারেন Patatap।
যেখানে আপনি বিভিন্নরকম জ্যাম সেশনের
ভিসুয়ালস পাবেন।
২. পড়াশোর জন্য
হাজারো অপশনের মধ্যে থেকে আপনি কোন বিষয়ে
পড়াশোনা করতে চান, বেছে নিন বিষয়টুকু। বাকি
কাজটা সেরে ফেলবে Coursera নিজেই। এদের
সমৃদ্ধ জ্ঞানভাণ্ডারকে কাজে লাগান সম্পূর্ণ
বিনামূল্যে।
৩. কমিকস পড়তে চান?
দমফাটা সমস্ত কমিকস মিলবে এক ক্লিকেই। ভিজিট
করুন Dr. Mc Ninja বা comic prospector।
৪. ছবি এডিট করতে হলে
সাইন আপ করার ঝামেলা নেই। আপনার প্রিয় বন্ধুর
ছবি এডিট করতে Pixlr-এর জুড়ি মেলা ভার।
৫. হাই কোয়ালিটি গেমস খেলতে হলে
মোবাইল বা কম্পিউটারে আনলিমিটেড ডেটা
প্ল্যান থাকলে হাই কোয়ালিটির গেমস খেলুন-
BigPoint এ
৬. ১ জিবির ইমেল পাঠাতে
কাউকে বড় কোনও ফাইল ইমেল করতে হলে ব্যবহার
করুন Pando
৭. রান্না করে কাউকে ইমপ্রেস করতে চান
রকমারি রেসিপির খোঁজ পাবেন এই ঠিকানায়-
VideoJug
৮. বডি ল্যাঙ্গুয়েজ ডিটেক্ট করতে
গোয়েন্দা হওয়ার দরকার নেই। বডি ল্যাঙ্গুয়েজ
দেখে মিথ্যা ধরতে চাইলে Blifaloo সেরা অস্ত্র।
৯. টেকনিক্যাল সাপোর্ট চান
কম্পিউটার বিগড়েছে? বা ওয়েবসাইট সংক্রান্ত
কোনও তথ্য-প্রযুক্তিগত সাহায্য চান? সঙ্গে রয়েছে
Techguy।
১০. ওয়াই-ফাইয়ের হদিশ পেতে
শহরের বাইরে বেড়াতে গিয়েছেন? কোন শহরে
কোথায় কোথায় বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা
মিলবে জানতে হলে লগ ইন করুন WifiFreeSpot
ওয়েবসাইটে।
১১. বেনামে ইমেল করতে
আপনি ইমেলটি করার মাত্র ১০ সেকেন্ডের মধ্যে
আপনার ইমেল আইডিই ভ্যানিশ হয়ে যাবে। এমনই
কেরামতি 10MinuteMail-এর।
১২. ভাষা শিখতে চান?
পয়সা খরচ করে কোর্স করবেন কেন? বাড়িতে বসেই
যে কোনও ভাষা শিখতে লগ ইন করুন Duolingo-র
ওয়েবসাইটে।
১৩. ডকুমেন্টারি দেখতে ভালোবাসেন?
হাজারো অদেখা ডকুমেন্টারি দেখতে পাবেন এই
ওয়েবসাইটে। তাও একেবারে নিখরচে-
DocumentaryHeaven
১৪. তাসের খেলা শিখতে চাইলে
পার্টিতে কাউকে পটাতে হলে ছোট্ট একটা তাসের
ম্যাজিকই কিন্তু আপনাকে জেমস বন্ড করে তুলতে
পারে। আর মজাদার এই সব খেলা শিখতে চাইলে-
GoodTricks আপনাকে উপায় বাতলাবে।
১৫. বাদ বাকি সব মিলবে-
উপরের কোনওটিই যদি আপনার কাজের না হয়
তাহলে Torrent-ই আপনার শেষ ভরসা।
বেআইনিভাবে যা ডাউনলোড করতে চান, এক
ক্লিকেই কেল্লাফতে।

পরবর্তীতে সময় পেলে শিখিয়ে দেব কিভাবে টরেন্ট থেকে ডাউনলোড দিবেন।
★আর একটা কথা, আপনার পুরনো জামা হাসি ফোটাতে পারে একটি মুখে।একটু সদয় হোন।।

Friday, 10 July 2015

ব্লগ কি? ব্লগার কারা?

ব্লগ শব্দটি নিয়ে মনে হয় এই দেশের সাধারণ মানুষকে খুবই ভুল ধারণা দেওয়া হয়েছে! ব্লগার শব্দটি দিয়ে একজন মানুষকে গালি দেওয়ার চেষ্টা করা হয়। তথ্যপ্রযুক্তির জগতে ব্লগ লেখা বলতে বোঝানো হয় অনেকটা ব্যক্তিগত ডাইরী লেখার মতো। আমরা কেউ যদি আমার ব্যক্তিগত ডাইরীটি সবাইকে পড়তে দিতাম তাহলে সেটা হতো অনেকটা ব্লগ লেখার মতো। কেউ যখন তার খাতায় বা নোট বইয়ে ডাইরী লেখে তখন সে ইচ্ছে করলেও একসাথে অনেককে দেখাতে পারে না, কিন্তু ইন্টারনেটের জগতে সেটা পানির মতো সোজা। একজন মানুষ ব্লগে কিছু একটা লিখে পৃথিবীর সবাইকে সেটা দেখার সুযোগ করে দিতে পারে। সারা পৃথিবীতে এই মুহূর্তে একজন দুইজন নয়, হাজার হাজার বা লক্ষ লক্ষও নয় আক্ষরিক অর্থে কোটি মানুষ ব্লগ লেখে - যার অর্থ এই পৃথিবীতে এখন কোটি কোটি ব্লগার। কাজেই ব্লগার বলে একজন মানুষকে কীভাবে গালি দেওয়া যায় সেটা কোনোমতেই আমার মাথায় ঢুকে না। একজন মানুষকে ‘এম.এ. পাশ’ বলে গালি দিলে যেরকম হাস্যকর শোনায়, ব্লগার বলে গালি দিলেও সেটা একই রকম হাস্যকর শোনায়। আজকাল নাস্তিক এবং ব্লগার দুটো শব্দকে সমার্থক করে ফেলার জন্যে খুবই চেষ্টা করা হচ্ছে! অথচ মজার ব্যাপার হলো, যদি আমাদের কখনো ইসলাম ধর্ম (বা অন্য কোনো ধর্ম) নিয়ে কোনো জরুরী তথ্য বা বিশ্লেষণের দরকার হয় তখন আমরা সেটা খুঁজে পাই কোনো একজন ইসলামী চিন্তাবিদ ব্লগারের লেখা থেকে! যারা তাদের অপছন্দের মানুষদের ব্লগার বলে গালি দেন তাদের জানা দরকার ইন্টারনেটে শুধুমাত্র ইসলাম ধর্মের ওপরেই অসংখ্য ব্লগ আছে। অসংখ্য খাটি মুসলমান ব্লগার আছেন। - অধ্যাপক ড. জাফর ইকবাল, লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

Thursday, 9 July 2015

গ্রামীণফোনে এক বছরে ১৩ মাস


বাংগালীর নতুন রক্তচোষা গ্রামীণফোনে এক
বছরে ১৩ মাস! অতিরিক্ত ১ মাসে গ্রাহকের কোটি
কোটি টাকা নিচ্ছে।
অংকের হিসাব গড়মিল মনে হলেও বাস্তবে তা
সত্য। হ্যাঁ দেশের শীর্ষ মোবাইল অপারেটর যে
কোটি কোটি টাকা সরিয়ে নিচ্ছে সেই ভয়ংকর
ব্যাপারে আমরা কেউ জ্ঞাত তো নয়ই বরং যার ১২
মাসকে ১৩ মাস হিসেবেই ব্যবহার করছেন। ফলে
বছরে এক মাস বেশি এবং ওই এক মাসে অতিরিক্ত
রেভিউও পাচ্ছে অপারেটরটি।
সম্প্রতি গ্রামীণফোন তাদের গ্রাহকদের কিছু কিছু
ইন্টারনেট প্যাকেজে ৩০ দিনের পরিবর্তে ২৮
দিনের অফার দিচ্ছে। কোন গ্রাহক ১২ বার
ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করলেও তার দিন শেষ
হবে (১২x২৮) ৩৩৬ দিন। বছর শেষ হতে হাতে থাকে
আরও ২৯ দিন! ফলে গ্রামীণফোনের গ্রাহকরা বছরে
এক মাস অতিরিক্ত অর্থাৎ ১৩ মাসের বিল দিচ্ছেন।
বর্তমানে গ্রামীণফোনের ওয়েবসাইটে তিনটি
প্যাকেজে এই অফার দেখতে পাওয়া যাচ্ছে। নিচে
তা দেওয়া হলো -
১) http://www.grameenphone.com/personal/offers/attractive-offer-new-connection
২) http://www.grameenphone.com/notices-board/data-package-discontinuation-n ...
৩) http://www.grameenphone.com/notices-board/discontinuation-selected-data -...
এসব প্যাকেজ ছাড়াও মোবাইলে এসএমএস করে
নানান ইন্টারনেট প্যাকেজের অফার দেওয়া হচ্ছে।
আজ বুধবারও মোবাইল এসএমএস-এ ইন্টারনেট
প্যাকেজের অফারে গ্রামীণফোন লিখেছে,
"সেইরকম ইন্টারনেট অফার! এখন ১ জিবি ইন্টারনেট
+ ১ জিবি ফেসবুক (মেয়াদ ২৮ দিন); পাচ্ছেন মাত্র
১৯৯ টাকায় (+VAT & SD)। অ্যাক্টিভেট করতে
ডায়াল *৫০০*৪৮#"।
এদিকে গ্রামীণফোনের এই কৌশলী ব্যবহারের
প্রতিবাদ করে অনেকেই সোশ্যাল মিডিয়াতে
স্ট্যাটাস দিয়েছেন। মো. রুবেল আহমেদ নামের
একজন লিখেছেন, আপনি এক বছরে ১২ বার নয় ১৩
বার ইন্টারনেট প্যাকেজ কিনছেন। অতিরিক্ত এই এক
মাসের খরচ থেকে গ্রামীণফোন যে কোটি কোটি
টাকা সরিয়ে নিচ্ছে সেই ভয়ংকর ব্যাপারে আমরা
কেউ জ্ঞাত তো নয়ই বরং যারা জ্ঞাত তারাও
অনেকে চুপ করে আছেন। ছোটবেলায় একবার ছিনতাই
এর শিকার হয়েছিলাম, তখন তারা ছুরি পিস্তল
নিয়ে এসেছিলো। এখন দেখছি মানুষজন মোবাইল
ব্যবহার করে ছিনতাই হচ্ছেন। এইটা ডিজিটাল যুগের
দুর্দান্ত চমৎকার একটা উদাহরণ।