একের রক্ত অন্যের জীব,
রক্তই হোক আত্মার বাঁধন।
১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস। ২০১৫ সালে বিশ্ব
রক্তদাতা দিবসের প্রতিপাদ্য বিষয়: “Thank you for saving my life” (জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ)।
যারা রক্তদানের মাধ্যমে জীবন বাঁচাতে সাহায্য করেন
তাদের ধন্যবাদ দেওয়ার প্রতি প্রতিপাদ্য বিষয়টি
আলোকপাত করে। “Give freely, give often. Blood donation matters.” (স্বেচ্ছায় ও নিয়মিত রক্তদিন। রক্তদান তাৎপর্যমণ্ডিত)
স্লোগানটি সারাবিশ্বের মানুষকে স্বেচ্ছায় ও নিয়মিত রক্তদানে উৎসাহিত করবে।
বিশ্ব রক্তদাতা দিবসের এ প্রচারণা দৃষ্টিগোচর করবে
রক্তদানের মাধ্যমে জীবন পাওয়া মানুষগুলোর গল্প যা
নিয়মিত রক্তদাতাদের রক্তদান অব্যাহত রাখতে
উৎসাহিত করবে এবং সুস্ব্যাস্থের অধিকারী বিশেষ করে
তরুণদের যারা এখনও রক্তদান অনুভূতি লাভ করেননি
তাদের রক্তদানে উদ্বুদ্ধ করবে।
রক্তই হোক আত্মার বাঁধন।
১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস। ২০১৫ সালে বিশ্ব
রক্তদাতা দিবসের প্রতিপাদ্য বিষয়: “Thank you for saving my life” (জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ)।
যারা রক্তদানের মাধ্যমে জীবন বাঁচাতে সাহায্য করেন
তাদের ধন্যবাদ দেওয়ার প্রতি প্রতিপাদ্য বিষয়টি
আলোকপাত করে। “Give freely, give often. Blood donation matters.” (স্বেচ্ছায় ও নিয়মিত রক্তদিন। রক্তদান তাৎপর্যমণ্ডিত)
স্লোগানটি সারাবিশ্বের মানুষকে স্বেচ্ছায় ও নিয়মিত রক্তদানে উৎসাহিত করবে।
বিশ্ব রক্তদাতা দিবসের এ প্রচারণা দৃষ্টিগোচর করবে
রক্তদানের মাধ্যমে জীবন পাওয়া মানুষগুলোর গল্প যা
নিয়মিত রক্তদাতাদের রক্তদান অব্যাহত রাখতে
উৎসাহিত করবে এবং সুস্ব্যাস্থের অধিকারী বিশেষ করে
তরুণদের যারা এখনও রক্তদান অনুভূতি লাভ করেননি
তাদের রক্তদানে উদ্বুদ্ধ করবে।
No comments:
Post a Comment