Friday, 12 June 2015

এওয়ার্ড জিতুন সমাধান দিয়ে


‘পাবলিক সার্ভিস ডে-২০১৫’ উপলক্ষে অ্যাকসেস
টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি ‘জীবন থেকে
নিয়ে’ নামের এক বিশেষ প্রচারণা শুরু করেছে।তারই পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কীভাবে
মানুষ এগিয়ে এসেছে তাদের সরকারি ভোগান্তি ও
তাদের নিজেদের মত করে সমাধানের কথা বলতে।
এবার আপনার পালা। আপনি কেন পিছিয়ে
থাকবেন? আর মাত্র ৫দিন বাকি। আজই এগিয়ে
আসুন, বলে ফেলুন আপনার কোন সরকারি
ভোগান্তির কথা আর দিয়ে ফেলুন তার একটি
সমাধান আপনার মত করে। বিভিন্ন সমস্যার সমাধান দিতে হবে এ প্রতিযোগিতায়। অংশগ্রহণ করতে goo.gl/4ZjhBSএই লিংকে যান। বিজয়ীদের জন্য আছে পুরস্কার। সেরা তিনজন পাবেন ৫০ হাজার, ৩০ হাজার ও ২০ হাজার টাকা পুরস্কার। সমাধান পাঠানো যাবে ১৫ জুনের মধ্যে। এটুআইয়ের ফেসবুক ফ্যান পেজেও
(facebook.com/a2iBangladesh?) এ সম্পর্কে তথ্য জানা যাবে।তাহলে দেরি না করে এখনই অংশগ্রহণ করেন আর চমৎকার আইডিয়া দিয়ে জিতে নিন পুরষ্কার। 

No comments:

Post a Comment

Friday, 12 June 2015

এওয়ার্ড জিতুন সমাধান দিয়ে


‘পাবলিক সার্ভিস ডে-২০১৫’ উপলক্ষে অ্যাকসেস
টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি ‘জীবন থেকে
নিয়ে’ নামের এক বিশেষ প্রচারণা শুরু করেছে।তারই পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কীভাবে
মানুষ এগিয়ে এসেছে তাদের সরকারি ভোগান্তি ও
তাদের নিজেদের মত করে সমাধানের কথা বলতে।
এবার আপনার পালা। আপনি কেন পিছিয়ে
থাকবেন? আর মাত্র ৫দিন বাকি। আজই এগিয়ে
আসুন, বলে ফেলুন আপনার কোন সরকারি
ভোগান্তির কথা আর দিয়ে ফেলুন তার একটি
সমাধান আপনার মত করে। বিভিন্ন সমস্যার সমাধান দিতে হবে এ প্রতিযোগিতায়। অংশগ্রহণ করতে goo.gl/4ZjhBSএই লিংকে যান। বিজয়ীদের জন্য আছে পুরস্কার। সেরা তিনজন পাবেন ৫০ হাজার, ৩০ হাজার ও ২০ হাজার টাকা পুরস্কার। সমাধান পাঠানো যাবে ১৫ জুনের মধ্যে। এটুআইয়ের ফেসবুক ফ্যান পেজেও
(facebook.com/a2iBangladesh?) এ সম্পর্কে তথ্য জানা যাবে।তাহলে দেরি না করে এখনই অংশগ্রহণ করেন আর চমৎকার আইডিয়া দিয়ে জিতে নিন পুরষ্কার। 

No comments:

Post a Comment