Tuesday 7 June 2016

কর্মবন্দনা


কাজ করে মা সংসারে


সুখ আসবে যে পরিবারে,


কাজ করে বাবা রাতদিন


কি করে শোধ করব ঋণ?


কাজ করে মোর বড় ভাইয়ে


সবার মুখে দেখতে হাসি সবসময়ে,


কাজ করে মোর বড় বোন


অলস বসে থাকার নেইকো গুণ,


কাজ করে ঐ গাঁয়ের চাষা


ফলায় ফসল দিয়ে ভালবাসা,


কাজ করে জেলে নদীর বুকে


মাছে-ভাতে বাঙালী থাকবে সুখে,


কাজ করে ডাক্তার-ইঞ্জিনিয়ার


দ্বার যাদের উন্মুখ মানব সেবার,


কাজ করে দেশের তরে নিত্য শিক্ষক


জ্ঞানের আলো হাতে তারাই পথপ্রদর্শক,


বৈচিত্র্যময় কাজ ভাই জীবন রাঙাতে


খেলার ছলে কাজ করি ভুবন সাজাতে,


কাজেই সুখ, কাজেই সমৃদ্ধি, কাজই ভালবাসি


কাজ বিনা জীবন সুখী হয় নাকি?

No comments:

Post a Comment

Tuesday 7 June 2016

কর্মবন্দনা


কাজ করে মা সংসারে


সুখ আসবে যে পরিবারে,


কাজ করে বাবা রাতদিন


কি করে শোধ করব ঋণ?


কাজ করে মোর বড় ভাইয়ে


সবার মুখে দেখতে হাসি সবসময়ে,


কাজ করে মোর বড় বোন


অলস বসে থাকার নেইকো গুণ,


কাজ করে ঐ গাঁয়ের চাষা


ফলায় ফসল দিয়ে ভালবাসা,


কাজ করে জেলে নদীর বুকে


মাছে-ভাতে বাঙালী থাকবে সুখে,


কাজ করে ডাক্তার-ইঞ্জিনিয়ার


দ্বার যাদের উন্মুখ মানব সেবার,


কাজ করে দেশের তরে নিত্য শিক্ষক


জ্ঞানের আলো হাতে তারাই পথপ্রদর্শক,


বৈচিত্র্যময় কাজ ভাই জীবন রাঙাতে


খেলার ছলে কাজ করি ভুবন সাজাতে,


কাজেই সুখ, কাজেই সমৃদ্ধি, কাজই ভালবাসি


কাজ বিনা জীবন সুখী হয় নাকি?

No comments:

Post a Comment