Thursday, 11 June 2015

‘গুগল আইও ২০১৫’-বার্ষিক সম্মেলন

সময় আছে আর মাত্র এক দিন।আগামীকাল গুগলের আয়োজনে রাজধানীসহ দেশের ছয়টি শহরে ডেভেলপারদের নিয়ে ‘গুগল আইও রিক্যাপ বাংলাদেশ’ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ সম্মেলনে গত মাসে যুক্তরাষ্ট্রের মাউন্টেন ভিউতে অনুষ্ঠিত গুগলের ডেভেলপারদের বার্ষিক সম্মেলন ‘গুগল আইও ২০১৫’-এর উল্লেখযোগ্য অংশ দেখানো হবে। চলতি বছর বাংলাদেশ থেকে পাঁচজন এতে অংশ নেন।
ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, দিনাজপুর ও খুলনায় একই সঙ্গে চলবে এ আয়োজন। আয়োজনগুলোতে আইও সম্মেলনের মূল বক্তৃতাসহ বিভিন্ন অধিবেশন বড় পর্দায় দেখানো হবে। অনুষ্ঠানের শেষ অংশে থাকবে সংগীত পরিবেশনা। বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এই আয়োজন। আয়োজনের পৃষ্ঠপোষক গুগল, এলিট মোবাইল এবং কখন ডটকম।
আগ্রহীদের goo.gl/VHIZMs ঠিকানায় গিয়ে নিবন্ধন করতে হবে।তাহলে দেরি না করে এখনই নিবন্ধন করে নিন,কেননা প্রতি শহর থেকে ৫০ জন করে নেয়া হবে।


No comments:

Post a Comment

Thursday, 11 June 2015

‘গুগল আইও ২০১৫’-বার্ষিক সম্মেলন

সময় আছে আর মাত্র এক দিন।আগামীকাল গুগলের আয়োজনে রাজধানীসহ দেশের ছয়টি শহরে ডেভেলপারদের নিয়ে ‘গুগল আইও রিক্যাপ বাংলাদেশ’ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ সম্মেলনে গত মাসে যুক্তরাষ্ট্রের মাউন্টেন ভিউতে অনুষ্ঠিত গুগলের ডেভেলপারদের বার্ষিক সম্মেলন ‘গুগল আইও ২০১৫’-এর উল্লেখযোগ্য অংশ দেখানো হবে। চলতি বছর বাংলাদেশ থেকে পাঁচজন এতে অংশ নেন।
ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, দিনাজপুর ও খুলনায় একই সঙ্গে চলবে এ আয়োজন। আয়োজনগুলোতে আইও সম্মেলনের মূল বক্তৃতাসহ বিভিন্ন অধিবেশন বড় পর্দায় দেখানো হবে। অনুষ্ঠানের শেষ অংশে থাকবে সংগীত পরিবেশনা। বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এই আয়োজন। আয়োজনের পৃষ্ঠপোষক গুগল, এলিট মোবাইল এবং কখন ডটকম।
আগ্রহীদের goo.gl/VHIZMs ঠিকানায় গিয়ে নিবন্ধন করতে হবে।তাহলে দেরি না করে এখনই নিবন্ধন করে নিন,কেননা প্রতি শহর থেকে ৫০ জন করে নেয়া হবে।


No comments:

Post a Comment