Tuesday 17 February 2015

গুগলে দেখুন আপনার সড়ক-শহর


ঢাকা: রাজধানী ঢাকা আর বন্দর নগরী চট্টগ্রাম দেখতে চাইলে এক ক্লিকেই এখন থেকে দেখা সম্ভব। এমনকি চাইলে পাড়ার অলিগলিও দেখা যাবে। শুধুই তাই নয় রাস্তার পাশের ঠিক যে বাড়িটি দেখতে চান সেটিও দেখতে পারবেন। সব চিত্রই ত্রিমাত্রিক পদ্ধতিতে প্রদর্শন করবে গুগল। বৃহস্পতিবার এই প্রযুক্তি সুবিধা উন্মোচিত হওয়ার পর এখন ইন্টারনেট ঢাকা-চট্টগ্রাম দেখা যাচ্ছে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে। কেউ চাইলেই ঢাকা চট্রগ্রামের রাস্তাগুলো ৩৬০ ডিগ্রি বা প্যানোরমায় অর্থাৎ একেবারে কোনাকোনি সহ বিস্তৃত পরিসরে দেখতে পারবেন। ক্লিক করুন গুগলের এই সুবিধা চালুর ফলে সারা বিশ্বের মানুষের জন্য ডিজিটাল উপায়ে ঢাকার কোনো সেতু থেকে শুরু করে বন্দরনগরী চট্টগ্রামের উপকূলীয় এলাকার পথচিত্র বা রাস্তার ৩৬০ ডিগ্রি কোণ জেনে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। গুগল এশিয়া প্যাসিফিকের পাবলিক পলিসি পরিচালক অ্যান লাভিন বাংলানিউজকে জানান, আগামী মাসগুলোতে বাংলাদেশের আরও অনেক জায়গার পথচিত্র ত্রিমাত্রিকভাবে গুগলে নিয়ে আসা যাবে। যা সবাই দেখতে পারবেন। গুগলে এশিয়া প্যাসিফিকের অন্যান্য কর্মকর্তারা আরও জানান, বৃহস্পতিবার থেকে বাংলাদেশে স্ট্রিট ভিউ ট্রেকার এবং ইউয়ারেবল ব্যাকপ্যাক চালু হয়েছে। এরফলে ৩৬০ ডিগ্রি বা বহুমাত্রিক উপায়ে পায়ে হাঁটার রাস্তাগুলোর ছবি তোলা যাবে। আর স্ট্রিটভিউ ট্রেকারের সাহায্যে গুগল বাংলাদেশের আরও অনেক অফ-রোড বা জনগণ কম চলাচল করে এমন সব রাস্তার ছবি ও মানচিত্র তুলে ধরবে। যা সবাই অনলাইনের মাধ্যমে দেখতে পারবেন। গুগল জানায়, এই স্ট্রিট ভিউ বা পথচিত্র তৈরি করতে গিয়ে গুগল মানুষের প্রাইভেসি বা গোপনীয়তা রক্ষার বিষয়টিকেও গুরুত্ব দিয়েছে। গুগল অত্যাধুনিক প্রযু্ক্তি ব্যবহারের মাধ্যমে স্ট্রিটভিউ বা পথচিত্রের ছবিগুলো এমনভাবে উপস্থাপন করেছে যেখানে কারো চেহারা বা গাড়ির লাইসেন্স প্লেটের লেখা ঘোলাটে দেখাবে।

No comments:

Post a Comment

Tuesday 17 February 2015

গুগলে দেখুন আপনার সড়ক-শহর


ঢাকা: রাজধানী ঢাকা আর বন্দর নগরী চট্টগ্রাম দেখতে চাইলে এক ক্লিকেই এখন থেকে দেখা সম্ভব। এমনকি চাইলে পাড়ার অলিগলিও দেখা যাবে। শুধুই তাই নয় রাস্তার পাশের ঠিক যে বাড়িটি দেখতে চান সেটিও দেখতে পারবেন। সব চিত্রই ত্রিমাত্রিক পদ্ধতিতে প্রদর্শন করবে গুগল। বৃহস্পতিবার এই প্রযুক্তি সুবিধা উন্মোচিত হওয়ার পর এখন ইন্টারনেট ঢাকা-চট্টগ্রাম দেখা যাচ্ছে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে। কেউ চাইলেই ঢাকা চট্রগ্রামের রাস্তাগুলো ৩৬০ ডিগ্রি বা প্যানোরমায় অর্থাৎ একেবারে কোনাকোনি সহ বিস্তৃত পরিসরে দেখতে পারবেন। ক্লিক করুন গুগলের এই সুবিধা চালুর ফলে সারা বিশ্বের মানুষের জন্য ডিজিটাল উপায়ে ঢাকার কোনো সেতু থেকে শুরু করে বন্দরনগরী চট্টগ্রামের উপকূলীয় এলাকার পথচিত্র বা রাস্তার ৩৬০ ডিগ্রি কোণ জেনে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। গুগল এশিয়া প্যাসিফিকের পাবলিক পলিসি পরিচালক অ্যান লাভিন বাংলানিউজকে জানান, আগামী মাসগুলোতে বাংলাদেশের আরও অনেক জায়গার পথচিত্র ত্রিমাত্রিকভাবে গুগলে নিয়ে আসা যাবে। যা সবাই দেখতে পারবেন। গুগলে এশিয়া প্যাসিফিকের অন্যান্য কর্মকর্তারা আরও জানান, বৃহস্পতিবার থেকে বাংলাদেশে স্ট্রিট ভিউ ট্রেকার এবং ইউয়ারেবল ব্যাকপ্যাক চালু হয়েছে। এরফলে ৩৬০ ডিগ্রি বা বহুমাত্রিক উপায়ে পায়ে হাঁটার রাস্তাগুলোর ছবি তোলা যাবে। আর স্ট্রিটভিউ ট্রেকারের সাহায্যে গুগল বাংলাদেশের আরও অনেক অফ-রোড বা জনগণ কম চলাচল করে এমন সব রাস্তার ছবি ও মানচিত্র তুলে ধরবে। যা সবাই অনলাইনের মাধ্যমে দেখতে পারবেন। গুগল জানায়, এই স্ট্রিট ভিউ বা পথচিত্র তৈরি করতে গিয়ে গুগল মানুষের প্রাইভেসি বা গোপনীয়তা রক্ষার বিষয়টিকেও গুরুত্ব দিয়েছে। গুগল অত্যাধুনিক প্রযু্ক্তি ব্যবহারের মাধ্যমে স্ট্রিটভিউ বা পথচিত্রের ছবিগুলো এমনভাবে উপস্থাপন করেছে যেখানে কারো চেহারা বা গাড়ির লাইসেন্স প্লেটের লেখা ঘোলাটে দেখাবে।

No comments:

Post a Comment